এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরনো বাংলা (যখন তিনোমুল ছিলোনা, এমনকি সিপিয়েম ও না)

    Blank
    অন্যান্য | ২৪ মার্চ ২০১০ | ২২৩০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 219.64.11.35 | ৩০ মার্চ ২০১০ ১৩:১১442737
  • ৭ তারিখে আম্মো যাচ্ছি। হাওড়া স্টেশনে দেখা হলেও হতে পারে :-)
  • gaye porha | 110.227.65.183 | ৩০ মার্চ ২০১০ ১৩:১২442738
  • kihobeesobjene?
  • Blank | 170.153.65.102 | ৩০ মার্চ ২০১০ ১৩:১৬442739
  • কল্লোল দা মেলিয়ে দিয়েছি :)
  • Blank | 170.153.65.102 | ৩০ মার্চ ২০১০ ১৩:১৮442740
  • ভোর ভোর বেরোলে একবার জটার দেউল ও ঢুঁ মেরে আসা যাবে। :)
  • SB | 114.31.249.105 | ৩০ মার্চ ২০১০ ১৩:২১442741
  • তাইলে ভোর ভোরই বেরোন যাবে :)
  • gaye pora | 110.227.65.183 | ৩০ মার্চ ২০১০ ১৩:৪৪442742
  • বাঙ্গ লা লেখা কি সহজ কথা !!
  • Samik | 219.64.11.35 | ৩০ মার্চ ২০১০ ১৩:৪৯442744
  • গায়ে পড়া - বাংলা লেখা দিব্যি সহজ। আধ ঘণ্টা প্র্যাকটিস। টিউটোরিয়াল দেখে নিন।
  • . | 125.18.104.1 | ৩০ মার্চ ২০১০ ১৩:৪৯442743
  • ৯৭৫ খ্রিষ্টাব্দ মানে পালরাজত্বের মধ্যাহ্ন। রাজা দ্বিতীয় বিগ্রহপালের রাজত্ব। বৌদ্ধধর্মাবলম্বী প্রবল প্রতাপশালী সাম্রাজ্য। সাবেকী ইতিহাস অনুযায়ী বাংলার স্বর্ণযুগ। এই সময়ে সুন্দরবনে বিস্তীর্ণ জনপদ থাকা সম্ভব। আরও দক্ষিণে সুন্দরবনের মূল অরণ্যে নেতিধোপানি এবং সংলগ্ন জঙ্গলে এখনও বিশাল ভগ্নাবশেষ দেখা যায়। এই অঞ্চলে বহুবার জনপদ তৈরি হয়েছে এবং বহুবার ধ্বংস হয়েছে। ঠিক একইভাবে বন্যপ্রাণী যা ছিল এখন তা নেই। কয়েকশ বছর আগেও সুন্দরবনে গন্ডার ছিল। আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। তবে সেযুগের জনপদ মানে আজকের শহর তো নয়। কাজেই তখনও জনপদ ও বন্য প্রাণীর সহাবস্থানই ছিল মনে হয়।
  • . | 125.18.104.1 | ৩০ মার্চ ২০১০ ১৪:২০442748
  • বারুইপুর পেরিয়ে এত অবধি খাত স্পষ্ট। এরপর দুইভাগ হয়ে যাচ্ছে এবং কোনটা কোথায় যাচ্ছে ফলো করা কঠিন।

    http://www.wikimapia.org/#lat=22.3176044&lon=88.4410787&z=16&l=0&m=b&v=8
  • SB | 114.31.249.105 | ৩০ মার্চ ২০১০ ১৪:৫০442749
  • হ্যাঁ তারপর মেঘে ঢাকা, বিদ্যাধরীর সাথে আদি গঙ্গার মিলনটা কোথায় হোল সেটাও দেখতে পেলাম না।

    ব্ল্যাঙ্কি বারুইপুরের ঠিক কোন যায়গার গঙ্গার কথা বলল, যেথায় নদী খাত লম্বা চওরা? সেটা খুঁজছিলাম। অবশ্য গেলেই দেখা যাবে।
  • dd | 122.167.36.46 | ৩০ মার্চ ২০১০ ১৪:৫৬442750
  • র বাবু, র বাবু
    আপুনের, আপুনের ক্ষি: নিজস্ব স্যাটেলাইট ও আছে?

  • . | 125.18.104.1 | ৩০ মার্চ ২০১০ ১৫:০৫442751
  • :-))

    দ্বারীর জাঙ্গালের কেসটাও ইন্টারেস্টিং। এইবার বুঝেছি কেন চৈতন্য দীপুদের বাড়ির পাশ দিয়ে যেতেও পারেন। সময় পেলে লিখব।
  • SB | 114.31.249.105 | ৩০ মার্চ ২০১০ ১৫:০৭442752
  • কেসটা কি? একটু কচি করে হয়ে যাক, বিস্তারিত না হয় পরে হবে ...........
  • . | 125.18.104.1 | ৩০ মার্চ ২০১০ ১৫:১০442753
  • বিদ্যাধরী ক্যানাল।

    http://www.wikimapia.org/#lat=22.5014559&lon=88.7832642&z=13&l=0&m=b&v=8

    এইটা ধরে পশ্চিমদিকে গেলে ভাঙড়ের ক্যানাল এবং রাজারহাটের ক্যানাল দেখতে পাবেন। কিন্তু গড়িয়ার স্ট্রেচটা কোথায় মিশেছে পাচ্ছি না।
  • kallol | 124.124.93.202 | ৩০ মার্চ ২০১০ ১৫:১৭442754
  • শমিকরে, আমাদের মানে লুরুওয়াদের আর রেল্গাড়ি সুখ কই। একটায় ৩৬ ঘন্টা লাগে, অন্যটায় ২৭ ঘন্টা। তাও ২৭ ঘন্টাওয়ালাটা সপ্তাহে একদিন। তাই উড়েই যেতে হয়। তুই কদ্দিন আছিস? দেখা হবেই।
  • Samik | 219.64.11.35 | ৩০ মার্চ ২০১০ ১৫:১৯442755
  • তাইলে দেখা হবে না। আমি সাতে চেপে আটে পৌঁছচ্ছি, আবার নয়ে চেপে দশে ব্যাক।
  • . | 125.18.104.1 | ৩০ মার্চ ২০১০ ১৫:২২442756
  • কচি করে বলতে গেলে দ্বারীর জাঙ্গাল মধ্যযুগের দক্ষিণবঙ্গের জিটি রোড। বহু জেলা মধ্য দিয়ে সেই রাস্তা এবং তার বিভিন্ন সেগমেন্ট। অতএব দক্ষিণ চব্বিশ পরগণার যেটুকু অংশ আমরা দ্বারীর জাঙ্গাল বলে জানি, মূল দ্বারীর জাঙ্গাল তার থেকেও ব্যাপকতর।
  • Blank | 170.153.65.102 | ৩০ মার্চ ২০১০ ১৫:৪৯442758
  • ঐ বোড়ালেও এক শৃঙ্গ গন্ডারের হাড় গোড় মিলেছিলো। সুন্দর বন অঞ্চলে এক কালে পাওয়া যেতো জাভার গন্ডার, ইংরেজ আমলের শুরু দিকেও মিলতো। সাইজে ছোট, মোজাইকের মতন গা।
  • Blank | 170.153.65.102 | ৩০ মার্চ ২০১০ ১৫:৫৯442759
  • চাঁদ সদাগরের কালে সুন্দর বন অঞ্চলে বসতি ছিলো অনেক। নেতিধোপানির ঘাট হলো সেই বিখ্যাত কাপড় কাচার ঘাট, যেখানে দেবতাদের কাপড় কাচা হতো।
    দক্ষিন রায় কে নিয়েই অনেক গল্প আছে। এই সমস্ত অঞ্চল তখন অনেক সমৃদ্ধ ছিলো।
  • Manish | 117.241.228.122 | ৩০ মার্চ ২০১০ ১৬:২২442760
  • এই টইটা ভীষন রকম ভালো, প্রচুর রসদ আছে। Blanky কে ধন্যবাদ টই খোলার জন্য।এই forum এর জনগনের কী অসাধারণ বুৎপত্তি বিভিন্ন বিষয়ের উপর।
  • Manish | 117.241.228.122 | ৩০ মার্চ ২০১০ ১৬:২৭442761
  • তাম্রলিপ্ত কি এখনকার তমলুক? আশেপাশে কোন নদী ছিলো- রুপনারায়ণ না হলদী ?
  • Manish | 117.241.228.122 | ৩০ মার্চ ২০১০ ১৬:৩৩442762
  • ডি:
    তাম্রলিপ্ত কোন নদীর বন্দর গাঁ ছিলো : রুপনারায়ণ না হলদি।
  • kallol | 124.124.93.202 | ৩০ মার্চ ২০১০ ১৬:৫৮442763
  • এসবি - বিদ্যাধরীর সাথে আদিগঙ্গার মিলন হয় নি। হবার কথাও ছিলো না। বিধ্যাধরীর সাথে যার মিল হয়েছিলো তিনি টালি সায়েবের কাটা খাল। টালি সায়েব গড়িয়া অবধি আদিগঙ্গা ধরে এসে, সোজা পূব বরাবর চলে গেছেন। শামুকপোঁতায় গিয়ে বিদ্যাধরীতে লীন হয়েছেন।

    এই প্রসঙ্গে মনে পড়লো। এ জীবনে দুবার আদিগঙ্গা আর টালির নালা নিয়ে খুব লড়ে গেছিলাম।
    প্রথমবার, তখন ১৯৭৭। সবে ছাড়া পেয়েছি। কাজ খুঁজছি। যাদবপুরের এক পাবলিক কোলকাতার বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়ে কাজ করছিলো। তার অ্যাসিস্টেন্ট দরকার বিভিন্ন লাইব্রেরী থেকে রেফারেন্স টুকে আনার জন্য। তখনও জেরক্স এতো সুলভ নয়। তার কাজে সে দেখিয়েছিলো যদি মারহাট্টা ডিচ আর টালির নালা পূবদিকে জুড়ে দেওয়া যায় তবে একটা চমৎকার সার্কুলার ওয়াটার ওয়ে হয়। তাতে মোটর বোট চাললে, গড়িয়া থেকে ডালহৌসি যেতে সময় লাগে গড়ে ৩০ মিনিট (জোয়ার-ভঁটা ধরে), ভাড়া হয় জন প্রতি ২৫ পয়সা, লাভ হয় ২০%।
    দ্বিতীয়বার - যখন কথা হলো আদিগঙ্গা/টালি নালার উপর দিয়ে গড়িয়া অবধি মেট্রোর থাম গাঁথা হবে, তখন আমরা কিছু বন্ধু মিলে সেন্টার ফর স্যোসাল স্টাডিজের হলে (যদুনাথ সরকার মশায়ের দেশপ্রিয় পার্কের কাছে বাড়িতে) একটা আলোচনা সভার আয়োজন করি। তার জন্য আমদের দুই বন্ধু বাইকে করে টালির নালা ধারে শামুকপোঁতা পর্যন্ত ছবি তুলতে তুলতে গেছিলো। এখন টালির নালা কি হালে আছে তা দেখানোর জন্য।
    ওখান থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম -
    ১) আবার টালি নালা কাটানো হোক শামুকপোঁতা পর্যন্ত।
    ২) টালি নালার দুপাশে (কলকাতায়) যারা বসতি করে আছে, তাদের কাজে লাগানো হোক।
    ৩) তাদের পুনর্বাসন দেওয়া হোক, টালিনালার আশেপশে বন্ধ কারখানার জমিতে সিআইটি ফ্ল্যাট তুলে।
    ৪) টালিনালা সংস্কার করতে গিয়ে গড়িয়ার পরে যাদের জমি নিয়ে নিতে হবে (প্রচুর জায়গায় চাষ হচ্ছে, তবে কোথাও বাড়ীঘর ওঠেনি) তাদেরও খাল কাটার কাজে লাগানো আর ক্ষতিপূরণ দেওয়া।
    ৫) যে মাটি খাল কাটতে গিয়ে উঠবে, তা কালের পাশেই স্তুপ করে, দরকার হলে আরও মাটি এনে, প্রথাগত রেলট্র্যাকের মত রেল পেতে মেট্রো চালানো হোক শামুকপোঁতা পর্যন্ত। তবে বিদ্যুবাহী থার্ড লাইনের জন্য দুধাতে পাঁচিল তুলে দিতে হবে, যেমন টালিগঞ্জ মেট্রো ইয়ার্ডে আছে।
    ৬) টালির নালা কাটা হয়ে গেলে, নালা ব্যবহারকারী জলযানগুলোর থেকে টোল নেওয়া হোক।
    কেউ শোনেনি কো।
  • dipu | 61.12.12.83 | ৩০ মার্চ ২০১০ ১৭:১০442764
  • রুপো। হলদি না। ও তো হলদিয়া।
  • Arpan | 216.52.215.232 | ৩০ মার্চ ২০১০ ১৭:১৬442765
  • আংশিক শুনেছিল বোধহয়। তারপরে কৃষ্ণপুর/কেষ্টোপুর খালে লঞ্চ চালাতে গিয়ে ল্যাজেগোবরে অবস্থা। :)
  • SB | 114.31.249.105 | ৩০ মার্চ ২০১০ ১৭:১৯442766
  • কল্লোলদা, ওই ছবিগুলো আছে? বা যোগার করা যাবে?

    এর মধ্যে আরেকটা ইনফো, টালির নালা আর আদি গঙ্গার প্রবাহ আলাদা হয়ে যাচ্ছে ঠিক ৬ নাম্বার বাস স্ট্যান্ডের পিছনে গড়িয়া আদি শ্মশানের কাছ থেকে, সেখানেও গঙ্গার ঘাট বলে পরিচিত একটা ঘাট আছে, তবে তার সামনের জলটা এখন দেখলে মনে হবে একটা ছোট ডোবা। তারপরে করের গঙ্গা হয়ে, মহামায়াতলার এই যায়গাটা হয়ে http://www.wikimapia.org/#lat=22.4545541&lon=88.3847952&z=18&l=0&m=b&v=8 কামালগাজী, যেটা র আগে দেখালেন। মহামায়াতলার এই যায়গাটাতেও একটা গঙ্গার ঘাট বলে ব্যপার আছে, আর আছে দুটো হেব্বি পুরোন মন্দির। গিয়ে দেখেছি গাঁজার আড্ডা আর আবার সেটা পাহারা দেয় একটা হেব্বি খেঁকুড়ে সারমেয়!
  • kallol | 124.124.93.202 | ৩০ মার্চ ২০১০ ১৭:২৩442769
  • ছবি তো আছেই, মানে ছিলৈ, স্লাইড ফর্মে। তখন তো আর এমন কম্পু ছিলো না।
    সেই বন্ধুদের মেল করেছি। দেখি, শুধু ছবি কেন, সেই আলোচনা সভার পুরো বিবরণই থাকা উচিৎ।
  • dipu | 61.12.12.83 | ৩০ মার্চ ২০১০ ১৭:২৩442767
  • কেষ্টোপুর খাল মানে কি ভিআইপি রোডের লেকটাউন বাসস্টপে দাঁড়ালে পশের খালটা? বারো ক্লাসে যখন পড়তে যেতুম খেয়ালই করিনি, গেলবার না তার আগেরবার বাড়ি যাওয়ার সময় দেখলুম হেবি চওড়া হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন