এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরনো বাংলা (যখন তিনোমুল ছিলোনা, এমনকি সিপিয়েম ও না)

    Blank
    অন্যান্য | ২৪ মার্চ ২০১০ | ২২২২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 121.242.15.238 | ২৬ মার্চ ২০১০ ১৭:০৯443065
  • আরে আমি তো চিরকাল কামালগাজিই জানতুম। এখন বাসে কামালগাছি লেখা থাকে, এম্নি লোকজনেও তাই লেখে - তাই ভাবলুম ভুল জানতুম হয়তো।
  • . | 125.18.104.1 | ২৬ মার্চ ২০১০ ১৭:১৪443066
  • কামালগাজি হলেন দক্ষিণ চব্বিশ পরগণার নামজাদা পীরদের অন্যতম। ওনার মাজার আছে বলে জায়গাটার নাম হয়ে গেছে কামালগাজি। জায়গাটার আদি নাম হল কুমড়োখালি।
  • Arijit | 121.242.15.238 | ২৬ মার্চ ২০১০ ১৭:১৮443067
  • মাজারটাও চিনি - প্রায়সই ওখান থেকে গড়িয়া হেঁটে আসতে হত - লরির জ্যামের জন্যে।
  • SB | 114.31.249.105 | ২৬ মার্চ ২০১০ ১৭:২৪443068
  • ফুটকির একট তথ্যে একটা ভুল আছে, কামালগাজির আগেও আদি গঙ্গার চিহ্ন আছে, কিন্তু রাস্তার পাশে ফ্ল্যাট ইত্যাদি বেশী হয়ে যাওয়াতে চোখে পড়ে না, সবকটা জলাশয়ই রাস্তা থেকে একটু দূরে। গড়িয়া আর হিন্দুস্থানের মাঝে দ্বারীর গঙ্গা বলে একটা ঘাটও আছে।
  • . | 125.18.104.1 | ২৬ মার্চ ২০১০ ১৭:৩৪443069
  • জানি। বলতে চেয়েছি নদীখাত আর নেই। পুকুর ঝিল ইত্যাদি আছে। দ্বারীর গঙ্গা না করের গঙ্গা? নাকি করের গঙ্গা আলাদা ঘাট?
  • SB | 114.31.249.105 | ২৬ মার্চ ২০১০ ১৭:৪২443070
  • ঠিক, করের গঙ্গা
  • kallol | 115.184.80.2 | ২৭ মার্চ ২০১০ ০২:০৩443071
  • আদিগঙ্গা নিয়ে।
    এখন যেখানে বিদ্যাসাগর সেতু, সেটা পেরিয়ে ভাটির দিকে একটু গেলেই বাঁদিকে বাঁক নিতো গঙ্গা। তারপর এখনকার চিড়িয়াখানার পাশ দিয়ে, তাজ বেঙ্গল, আলিপুর স্পেশাল জেলের গা ঘেঁষে পোটোপাড়া, কালীঘাট, কেওড়াতলা হয়ে, রানীকুঠি বাঁদিকে রেখে, গড়িয়া শ্মশান ছুঁয়ে, দক্ষিণে মহামায়াতলা, বারুইপুর, সোনারপুর, মজিলপুর পেরিয়ে আজ যেখানে কপিলমুনির আশ্রম সেখানে সাগরে মিলতো। গঙ্গাসাগর।
    সামান্য উজানে যাই। তিরপূর্ণি থেকে যুক্ত বেণী মুক্ত হলো। ডান দিকে গেলো যমুনা, বাঁদিকে সরস্বতী। যমুনা, সেদিনের শিয়ালদহে পড়ে সেই দহের দক্ষিণ ছপিয়ে বিদ্যাধরী মাতলা হয়ে সমুদ্দুরে। আর সরস্বতী আদি সপ্তগ্রাম হাওড়ার মধ্যে দিয়ে খিদিরপুর, বজবজ, ফলতা, ডায়মন্ডহারবার, কুলপী, কাকদ্বীপ হয়ে মোহানায়। পরে ধীরে ধীরে সরস্বতী ক্ষীণ হতে শুরু করে। যদিও মোহানা থেকে প্রায় খিদিরপুর পর্যন্ত খাতটি জোয়ার-ভাঁটার ফলে ভালো মতই নাব্য ছিলো। হাওড়া হুগলীর ভিতর দিয়ে বাওয়া খাত ক্রমাগত শুকিয়ে যাচ্ছিলো।
    পর্তুগিজেরা নাকি আলিবর্দীর কাছে অনুমতি চায় গঙ্গা আর সরস্বতী খাল কাটে জুড়তে। আলিবর্দী অনুমতি দেন। ঐ খাল কাটা হয়, আজকের আদিগঙ্গার মুখ থেকে খিদিরপুর পর্যন্ত। ফলে গঙ্গা তার আদি খাত ছেড়ে বইতে লাগলো নতুন কাটা খাল হয়ে সরস্বতীর খাতে। আদিগঙ্গা তার স্রোত হারিয়ে ক্রমশই শীর্ণ থেকে শীর্ণতর হতে থাকলো। আমাদের ছোটবেলায় বয়ষ্করা খিদিরপুরের গঙ্গাকে বলতেন কাটি গঙ্গা। ঐ গঙ্গার জলে তখন পূজো হতো না। হতো আদিগঙ্গার জলে।
    আজও বিখ্যাত আর বড়ো শ্মশানগুলো ঐ পুরোনো আদিগঙ্গা খাত ধরেই আছে।
    যদি গড়িয়া থেকে দক্ষিণে যাও মহামায়াতলা হয়ে বারুইপুর সোনারপুরের দিকে বাস রাস্তা ছেড়ে একটু বাঁদিকে গেলে প্রচুর লম্বাটে বড় পুকুর আর দিঘী পড়বে। অনেকগুলো শুকিয়ে গেছে, কিন্তু খাতটা রয়ে গেছে। ওগুলই আদিগঙ্গার বুজে যাওয়া খাত। এই নদীর পাড়েই আলেকজান্ডারের সময়ও এক সমৃদ্ধ আর শক্তিশালী সভ্যতা গড়ে উঠেছিলো - গঙ্গাহৃদি। টলেমির মানচিত্রে গঙ্গারিডি।
    পরে লিখছি, টালির নালা।
  • kallol | 115.184.58.119 | ২৭ মার্চ ২০১০ ০৯:১৫443072
  • এই রে ডান-বাঁ গুলিয়েছি। পুকুর/দিঘীগুলো গড়িয়া থেকে দক্ষিনে গেলে বাস রাস্তার ডান দিকে।
  • kallol | 115.242.152.227 | ২৭ মার্চ ২০১০ ১৬:১৪442681
  • ১৭৭৩। মাত্র ১৬ বছর আগে পলাশীর আমবাগানে ইস্ট ইন্ডিয়া কোম্পানী তার জয়ধ্বজা উড়িয়েছে সুবে বাংলার বুকে। মীরজাফরের হাত মুচড়ে আদায় করে নিয়েছে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী। অভূতপূর্ব মুনাফা, প্রতিপত্তি উপচে পড়ছে কোম্পানীর ভান্ডারে। কোম্পানীর প্রতিনিধিরা বৈধ অবৈধ উপায়ে বাড়িয়ে চলেছেন তাদের নিজস্ব খাজানা। কলকাতা ধীরে ধীরে গড়ে উঠছে ভারতে কোম্পানীর ব্যবসার প্রধানতম কেন্দ্র হিসাবে। মুর্শিদাবাদের রেশম, পূর্ব বাংলার পাট, দক্ষিন বাংলার চাল, কুষ্টিয়ার নীল, উত্তর বাংলা আর আসামের চা খাল নদী সাঁতরে, সড়ক পথে পাড়ি দিয়ে চলে আসছে কলকাতায় কোম্পানীর গুদামে। সারা পৃথিবী জুড়ে কোম্পানীর বিকিকিনি।
    এই একচেটিয়া ব্যবসা যাতে একচেটিয়াই থাকে, তার জন্য বৃটিশ রাজকে বছরে ৮ লক্ষ পাউন্ড কর দিতে হয়। বিনিময়ে বৃটিশ রাজ অন্য কাউকে ভারতে ব্যবসার অনুমতি মঞ্জুর করবেন না, চুক্তি হয়েছে।
    এই মধুচন্দ্রিমায় গ্রহন লাগে ১৭৭৩এ।
    ১৭৭৩। বাংলার ঠিক উল্টোপিঠে আর এক বৃটিশ উপনিবেশ। আমেরিগো ভেস্পুচ্চির নামে নাম তার আমেরিকা। নতুন চা আইন পাশ হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানী এবার সরাসরি খুচরো বিক্রেতাদের কাছে চা পৌঁছে দিতে পারবে। স্থানীয় দালালদের দালালীটুকুও এবার কোম্পানীর তিজোরীতে উঠবে। উত্তাল হয়ে ওঠে আমেরিকা। উত্তাল বোস্টন। ১৬ ডিসেম্বর ঘটে যায় বস্টন টি পার্টি। ৬০ জন সাদা আমেরিকান মোহিকো আদিবাসীদের ছদ্মবেশে উঠে পড়ে চায়ের জাহাজে। ৩৪২ পেটি চা ছুড়ে ফেলা হয় বোস্টন উপসাগরে। কোম্পানীর আভাবনীয় লোকসান হয়।
    আরও নানান কারনে মার খাচ্ছিলো কোম্পানীর ব্যবসা। কোম্পানীর ও কোম্পানীর প্রতিনিধিদের দুর্নীতিকে শাস্তির আওতায় আনতে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩।
    এরকমই এক টালমাটাল সময়ে লেফটানেন্ট উইলিয়াম টলি কোম্পানীকে একটা খাল কাটার প্রস্তাব দেন, যাতে পূর্ব, দক্ষিণ ও উত্তরবঙ্গ থেকে পণ্য সরাসরি কলকাতায় নিয়ে আসা যায়।
    ওনার প্রস্তাব ছিলো আদিগঙ্গার খাতটিকে সংষ্কার করে গড়িয়া থেকে নতুন খাল কেটে তাকে প্রায় ২০ মাইল পূবে বিদ্যাধরীতে নিয়ে ফেলা। কোম্পানী রাজী নয়। সোজা হিসেব পয়সা নেই বাপু। টলি প্রস্তাব দেন, তিনি নিজের খরচে খালটি কাটাবেন, শুধু ঐ খাল ব্যবহারের জন্য তিনি টোল নেবেন প্রত্যেকটি নৌকা বোঝাই পণ্যের মোট মূল্যের এক শতাংশ। কোম্পানী রাজি।
    খাল কাটা শুরু হয়। গাড়িয়া থেকে পূবে শামুকপোঁতায় গিয়ে সে খাল মিশে যায় বিদ্যাধরীতে। চার বছর পর কাজ শেষ হয়। নৌ চলাচল শুরু হয়ে যায় ১৭৭৭ থেকে।

    সেই খালটি এবং আদিগঙ্গারও আর এক নাম হয় টালির নালা।
  • dd | 122.167.2.189 | ২৭ মার্চ ২০১০ ২২:০২442682
  • এই দুটি বই আমার সখের লিস্টিতে আছে।
    হয়তো, কোনোদিন ......

    আপ্নেরাও পড়ে নিন্না, তাপ্পর ল্যাখেন।

    (১) বাংলার নদনদী - দিলীপ কুমার বন্দোপাধ্যায়। দে'জ

    (২) পশ্চিম বাংলার গড়,কেল্লা,দুর্গ - প্রকাশক। ভাস্বতী,১০৩ সি, সীতারাম ঘোষ স্ট্রীট। কলি - ৯
  • til | 220.253.187.47 | ২৮ মার্চ ২০১০ ০২:১৫442683
  • কল্লোল,
    সাধু, সাধু! ভাল লাগছে খুব, আরও আরও লিখুন। সঙ্গে যদি রেফারেন্স ও ম্যাপের লিঙ্ক দেন তো আরও জমবে।
    আবার ধন্যবাদ জানাই, এত সুন্দর লেখাটার জন্যে।
  • kallol | 115.242.128.207 | ২৮ মার্চ ২০১০ ০৮:২০442684
  • তিল - আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ হচ্ছে। আমার কাছে আদিগঙ্গার প্রচুর ছবি আছে। আরও জোগাড় করার চেষ্টা করছি। কেউ কি আপলোডাবে ?
  • Samik | 122.162.75.225 | ২৮ মার্চ ২০১০ ০৯:৫৯442685
  • আমি আছি কী কত্তে? আপলোডিয়ে দেবো।
  • kallol | 124.124.93.202 | ২৮ মার্চ ২০১০ ১২:৪৫442686
  • ছবি পাঠিয়ে দিলাম। মেল চেকা।
  • SB | 59.93.214.218 | ২৮ মার্চ ২০১০ ১৩:৫১442687
  • কল্লোলদার লেখাটা দারুন, সমৃদ্ধ হলাম!

    বৃহত্তর গড়িয়ার ইতিবৃত্ত - সুধাংশু মুখোপাধ্যায় (শিশুমেলা, ৫০/-)

    এই বইটাও বেশ ভাল লেগেছে।
  • SB | 59.93.214.218 | ২৮ মার্চ ২০১০ ১৩:৫৮442688
  • কল্লোলদার কাছে প্রশ্ন, টালির নালা হওয়ার আগে কি গড়িয়ার উত্তরে আদি গঙ্গার মজা বোজা খাতে জল ছিল? নাকি এখন যেমন গড়িয়ার দক্ষিনে আদি গঙ্গার হাল, সেরকমই প্রায় ছিল? আমার ধারনা হোল আপনার লেখা পড়ে যে যাই হোক সেই খাতে নাব্যতা ছিল না, জল থাকলেও।
  • kallol | 124.124.93.202 | ২৮ মার্চ ২০১০ ১৫:৫২442689
  • গড়িয়ার পর থেকে আদিগঙ্গার খাত পুরো বুজেই গেছে। শ্রীচৈতন্য আদিগঙ্গার পাড় ধরে হেঁটে গেছেন পুরী যাবার পথে। নাব্যতা থাকলে কি নৌকায় যেতেন না? মঙ্গলকাব্যে ধনপতি বারুইপুরে জাহাজ বাঁধছেন। সেটা ১৩শতাব্দি। চৈতন্যের জন্ম ১৪৮৬। বেঁচে ছিলেন ১৫৩৪ পর্যন্ত। ধরে নিতে পারি ১৫৩০ নাগাদ উনি পুরীর দিকে যচ্ছেন। তখনই বোধহয় আদিগঙ্গা নাব্যতা হারিয়েছে। ১৬০০ নাগাদ গড়িয়ার পরে খাত পুরো শুকিয়ে গেছে। জায়গায় জায়গায় করের গঙ্গার মতো কিছু দিঘী বা পুকুর জেগে আছে বালুচরী স্মৃতি নিয়ে।
  • Blank | 59.93.201.114 | ২৮ মার্চ ২০১০ ২১:০৫442690
  • কল্লোল দা গঙ্গারিডির বিষয়ে জানতে চাইছিলেন মনে হয়। খুব বেশী ঐতিহাসিক তো এইসব নিয়ে কাজ করেননি। এমনকি মৌর্য, গুপ্ত পিরিয়ড নিয়ে যা কাজ হয়েছে গঙ্গারিডি নিয়ে তার ১% অব্দি হয়নি। কাকদ্বীপে গঙ্গারিডি গবেষনা কেন্দ্র আছে। ওরা স্থানিয় ইতিহাসের ওপর নিয়মিত পত্রিকা প্রকাশ করেন। ওরা গঙ্গারিডি নিয়ে কিছু বই ও পাবলিশ করেছেন। জোগাড় করার চেষ্টায় আছি আমি,
    গঙ্গারিডি : ইতিহাস ও সংস্কৃতির উপকরন
    গঙ্গারিডি : আলোচনা ও পর্যালোচনা
  • Blank | 59.93.201.114 | ২৮ মার্চ ২০১০ ২১:২৩442692
  • গঙ্গারিডি দের প্রথম উল্লেখ ছিলো Virgil এর কবিতায় (October 15, 70 BCE – September 21, 19 BCE)
    In foribus pugnam ex-auro solidoque elephanto Gangaridum faciam, Victorisque arma Quirini

    সরোজকুমার দত্ত এর বাংলা করেন,

    "আমার দুয়ার ভরি রাখিব উৎকীর্ণ করি,
    নিটোল সুবর্ণ আর গজদন্ত সনে ...
    গঙ্গারিডি রণে"

    ভ্যালেরিকাস ও গঙ্গারিডি দের সাথে জ্যাকসনের যুদ্ধের কথা বলেছেন 'আরগোনটিকা' কাব্যে। কৃষ্ণসাগর তীরে নাকি হয়েছিলো সেই যুদ্ধ। এইবার আমার আজকের প্রশ্ন

    কৃষ্ণসাগর কি? ভারতের চেনা ভু-প্রকৃতির কোন কোন অঞ্চলের সাথে কৃষ্ণসাগরকে ম্যাপ করা যায়?

    (পেরিপ্লাসে উল্লেখ আছে গঙ্গে বন্দরের কথা। তা নাকি আজকের সাগরদ্বীপের কোথাও ছিলো)
  • Blank | 59.93.201.114 | ২৮ মার্চ ২০১০ ২১:৩৩442693
  • আদি গঙ্গা কবে একটা ছোট্ট খালে পরিনত হলো সেই নিয়ে আমার নিজের কনফিউশান আছে অনেক। আসলে সব ই খাপছারা তথ্য পড়েছি তো বিভিন্ন দিকে। তাই এই হাল। কেউ যদি একটু লিংক করে দেন, তো সুবিধে হবে।
    আদি গঙ্গা বেয়ে চৈতন্য আসছেন দক্ষিন বঙ্গে। পরে বারুইপুর থেকে দ্বারীর জঙ্গল ধরেন উনি। অর্থাৎ চৈতন্য পরবর্তী সময়ে আদি গঙ্গার খাত হয়তো অনেক শুকিয়ে গেছে। সাগর অব্দি যাওয়া সম্ভব নয়।
    প্রতাপাদিত্যও দক্ষিন বঙ্গে ঢুকছেন বিদ্যেধরী দিয়ে, মুঘল দের আক্রমনের জন্য, আদি গঙ্গা পথে নয়। অর্থাৎ ধরেই নেয়া যেতে পারে যে আদি গঙ্গা তখন সাগর অব্দি পৌছাতো না গিয়ে।
    এদিকে আবার শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনীতে (নাকি biograhy) আছে চাংড়িপোতা থেকে নৌকো করে আদি গঙ্গা বেয়ে জয়নগর মজিলপুর যাওয়া।
  • kallol | 115.242.159.116 | ২৮ মার্চ ২০১০ ২৩:১৫442694
  • চৈতন্য কি নৌকায় আসছেন না পদব্রজে আদিগঙ্গা ধরে। আমার যতদূর মনে পড়ে পদব্রজে। বইপত্তর সব আনতে পারিনি, তাই দেখে নিতে পারছি না।
  • Blank | 59.93.201.114 | ২৯ মার্চ ২০১০ ০০:৪৫442695
  • উনি মনে হয় পদব্রজেই এসেছিলেন। পরে খুঁজে দেখবোখন
  • Blank | 59.93.201.114 | ২৯ মার্চ ২০১০ ০০:৪৯442696
  • কেউ কি জটার দেউলের কথা লিখেছিলেন?
  • PT | 203.110.246.230 | ২৯ মার্চ ২০১০ ১০:৫২442697
  • ছোটদের একটা পত্রিকা, কিশোর ভারতী তে সম্প্রতি একটি গল্প পড়লাম শ্রীচৈতন্যের পুরী যাওয়া নিয়ে। তাতে লেখা আছে: "" গঙ্গার ধার বরাবর এই পথ আটিসারা (বারুইপুর) তারপর কালীঘাট হয়ে চলে গেছে আরও উত্তরে...... কাছেই ছত্রভোগ"" এ নাকি প্রাচীন নদী বন্দর ছিল সুন্দরবনের কাছেই। প্রায় পাঁচশো বছর আগে ছত্রভোগ থেকে চৈতন্যদেব সুলতান হুসেন শা-র ফরমান অগ্রাহ্য করে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই গল্পে গড়ের জাঙ্গাল, চক্রতীর্থ, মথুরাপুর আর রায়দিঘীর উল্লেখ আছে।
  • Manish | 117.241.229.42 | ২৯ মার্চ ২০১০ ১১:১৬442698
  • আমার একটি প্রশ্ন আছে। কালিঘাট মন্দির মোটামোটি ভাবে কোন সালে তৈরী করা হয়।
  • Manish | 117.241.229.42 | ২৯ মার্চ ২০১০ ১১:২৪442699
  • গরিয়ার বোড়ালে কনকদুর্গা মন্দিরের কাছে একটি বড় দীঘি ছিলো যেখান থেকে বহু প্রত্নতাত্বিক বস্তু পাওয়া যায়। কথিত আছে সেন রাজাদের আমলের। এই ব্যাপারে কেউ যদি একটু আলোকপাত করেন ।
  • PT | 203.110.246.230 | ২৯ মার্চ ২০১০ ১২:০৫442700
  • বোড়ালের ত্রিপুরেশ্বরী মন্দিরের বিগ্রহটি নাকি সেনদীঘি থেকে পাওয়া।
  • Blank | 170.153.65.102 | ২৯ মার্চ ২০১০ ১২:১৬442701
  • শুধু বোড়াল কেনো, আশে পাশের সমস্ত অঞ্চল থেকেই অজস্র প্রত্ন বস্তু পাওয়া গেছে। কিছু জিনিসের লিস্টি রাতে বাড়ি ফিরে আমি দিতে পারবো। এমনকি এই সমস্ত অঞ্চল থেকে নব্য প্রস্তর যুগের অনেক জিনিস মিলেছে। বোড়াল থেকে একটা এক শৃঙ্গ গন্ডরের ফসিলও মিলেছিলো মনে হয়। সেটা ইন্ডিয়ান মিউজিয়ামে আছে।
    ত্রিপুরেশ্বরী মন্দিরের বিগ্রহটি বহু প্রাচীন। ওটি আদৌ হিন্দু দেবতা নয় বলেই দাবী করেন অনেকে। ওটি মনে হয় বৌদ্ধ দেবী কোনো।
  • Samik | 219.64.11.35 | ২৯ মার্চ ২০১০ ১৪:০৩442703
  • কলকাতার কালীঘাটের মন্দিরের বিস্তৃত ইতিহাস, যাবতীয় লোকশ্রুতি সমেত দেওয়া আছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা "কলিকাতা: সেকালে ও একালে' বইতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন