এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৪৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১১ মে ২০১০ ০৯:১১441727
  • অবশেষে মুখোশ খুলতে চলেছেন ""মানবাধিকার কর্মী"" সুজাত ভদ্র?
    http://www.anandabazar.com/11raj7.htm
  • stoic | 160.103.2.224 | ১১ মে ২০১০ ১৬:১০441728
  • তুলে দিলাম।
  • SB | 114.31.249.105 | ১১ মে ২০১০ ১৬:৫৯441729
  • এই তো সে এসেছে ফিরিয়া :)

    আজ সকালে অটোর পিছনে লেখা দেখলাম, "অসীম আঁধারে তুমি মা আলোকজ্যোতি" - তার নিচে ঝাপসা দেখে তেকোনা ছবি (কার ছবি জিগিয়ে লজ্জা দিবেন না), মাটি-মানুষ উহ্য ছিল।
  • Ishan | 122.161.62.82 | ১১ মে ২০১০ ২১:৪৬441730
  • চাট্টি এক্সপিরিয়েন্সের কথা ভাটে লিখেছি। এখানেও লিখে দিই।

    ১। বিদ্যুৎ। আমাদিগের আবাসনে দিনে গড়ে ছয় থেকে আট ঘন্টা লোডশেডিং হয়। বিষ্টি পড়লে অবশ্য কম হয়। সৌজন্য: রাজ্য বিদ্যুৎ পর্ষদ।

    কেন এই অবস্থা? কদিন আগে জানা গিয়েছিল কেন্দ্রের চক্রান্ত। মানে কেন্দ্রীয় রেল ও কয়লা মন্ত্রকের চক্রান্ত। এখন অবশ্য এ বিষয়ে আর কিছুই জানা যাচ্ছেনা। ওটা চাপা দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে টানা বিষ্টি হলে, কিংবা শীত পড়লে বিদ্যুতের অবস্থা ভালো হবে।

    ২। জল। জলের সাপ্লাই কদিন ধরেই টিমটিমে ছিল। গতকাল থেকে বন্ধ হতে শুরু করেছে। আজ সারাদিন ছিলনা। সৌজন্য: পি এইচ ই, না কি যেন একটা সরকারি ডিপার্টমেন্ট। তাদের কিসব টেকনিকাল সমস্যা আছে।

    এ নয়, যে, কলকাতা শহরতলীতে জীবনে প্রথমবার থাকলাম। সেই ৯৬ সাল থেকে বেশ ক বছর থেকেছি। প্রচড গরমে তখন বড়জোর এক-দু ঘন্টা লোডশেডিং পেয়েছি। জলকষ্ট, হস্টেলের পর আর পাইনি। এমনকি সিঙ্গুরের মতো অজ পাড়া-গাঁয়ও লোডশেডিং তখন এর চেয়ে অনেক কম হত। জলকষ্ট ছিলনা।

    বছর দশেক পরে উন্নততর বামফ্রন্টের জমানায় ফিরে দেখছি, মোটামুটি এই সব বেসিক ইনফ্রাস্ট্রাকচার ভোগে চলে গেছে। শুধু সফটওয়্যার টেকনোলজি পার্কে আলো জ্বলছে দাউ দাউ করে। সে জ্বলুক, জ্বলতে থাক। কিন্তু কথাটা হচ্ছে, যে সরকার উন্নতির বদলে দশ বছরে তৈরি ইনফ্রাস্ট্রাকচারকে ভোগে পাঠাতে পারে, তাদের কি আর ক্ষমতায় আসার অধিকার আছে? পরীক্ষায় এমন ছাত্র আপনার সামনে বসলে তাকে কতো নম্বর দিতেন? দুই, তিন, না গোল্লা?

    ** মাপ করবেন এক্সপিরিয়েন্স বল্লাম। তত্বকথা নয়।কে না জানে তত্বকথা কপচে সমর্থন আদায় করা যায়না। ডায়ালগ শুনে না, লোকে এক্সপিরিয়েন্সেই ভোট দেয়।
  • bb | 59.161.176.36 | ১১ মে ২০১০ ২২:৫৬441731
  • ঈশান আপনি যেখানে গেছেন সেখানে পুরো পরিকাঠামো গড়ে ওঠেনি। গরম কালে সমগ্র ভারতেই লোডশেডিং হয়, আর জলের প্রবলেম জানতে চাইলে দুদিন আগের লুরুর লোকদের কথা পড়ে দেবেন।
    আমাদের ঢাকুরিয়ার বাড়ীতে কিন্তু জল কষ্ট নেই, হ্যাঁ পাওয়ার কাত আছে ৩-৪ ঘন্টা। সে কিন্তু আমাদের এই হায়েদ্রাবাদে এই দুই মাস ঘোষিত পাওয়ার কাট দৈনিক।
    এর জন্য কিন্তু আমরা উল্টে দেবার কথা বলিনি বা দলের দোষ দি না।
  • Arpan | 122.252.231.10 | ১১ মে ২০১০ ২৩:০৪441732
  • লুরুর কথা বলছি।

    আজ সারাদিন ছুটি নিয়ে বাড়িতে ছিলাম। ভাবলাম রান্না করব। এদিকে কল খুলে দেখি জল নেই। এর মাঝে মাঝে তিনবার করে বিদ্যুত গেল (ভাগ্যিস অমন ভ্যাপসা গরম নেই)। সন্ধেবেলা ট্যাঙ্কার এনে আর জেনারেটার চালিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা শুরু হল।

    এদিকে ততক্ষণে ঈশান নিজের অভিজ্ঞতার কথা লিখে দিয়েছে। মনে মনে নিজেকে প্রবোধ দিলাম ঠিকই তো আছে। বিজেপি তো বামফ্রন্টের থেকেও খারাপ। :)

    তবে, ওই একটা কথা, কর্ণাটকা আর অন্ধ্রাতে এমনি এমনি সরকার উল্টোয়। পাঁচ বছর পর পরই। এইবার লোকসভা নির্বাচনে ভর করে কং অন্ধ্রায় টিঁকে গেছে।
  • pi | 128.231.22.89 | ১১ মে ২০১০ ২৩:১১441733
  • কিন্তু মামুর পোস্টের পর বিবি র পোস্ট পড়ে ঘেঁটে গেলাম। ৯৬ তে ঐ শহরতলি এলাকায় পরিকাঠামো ছিল, আর এখন নেই ?
  • aka | 168.26.215.13 | ১১ মে ২০১০ ২৩:১৪441734
  • ইশান হিসেব জানে না, এমা। জানো নাকি সমগ্র ভারতের কত শতাংশ লোক বিদ্যুত না পেয়ে রয়েছে? জানো কত শতাংশ লোক দিনে দুই মগ জলে সমস্ত কিছু করে?

    জানা আছে কি আফ্রিকার অবস্থা? জিকের এই হাল নিয়ে এই টইতে অভিজ্ঞতা লিখতে এসো না।

    তোমাদের আবাসন প:ব:য়ে বলে কি পৃথিবীর বাইরে? আমরা ধীরে ধীরে বিপ্লব আনছি, সকলকে বিদ্যুত দিতে না পারলে সকলের বিদ্যুত কেটে দেবার বন্দোবস্ত করছি। সঙ্গে থাকুন, নইলে পালিয়ে বাঁচুন।
  • bb | 59.161.176.36 | ১১ মে ২০১০ ২৩:১৭441735
  • '৯৬ তে আর রাজারহাট কোথায়, উনি শহরতলির কথা বলেছেন কিন্তু ঐ শহরতলির কথা বলেন নি।

  • Arpan | 122.252.231.10 | ১১ মে ২০১০ ২৩:২০441738
  • তবে এইটুকু লিখলে অন্ধের হস্তিদর্শন হয়ে যায়। আরো আছে। আমার রাজারহাটের বাড়িটির বয়সও প্রায় দু'বছর হতে চলল। এখনো তিল আর ঈশানের মত মিটার লাগেনি। মিটার নাকি কম পড়িয়াছে।

    এদিকে বিগ ব্যাঙের মত লুরু প্রতিদিন বাড়ছে। সে গ্রোথ কলকাতা কোনদিন দেখেওনি, ভবিষ্যতেও দেখার কোন সম্ভাবনা নেই। নিউটাউন রাজারহাট ডেভেলপ হল তো কমদিন হল না। লুরুর এই ধ্যাদ্ধেড়ে গোবিন্দপুর মার্কা এইসব প্রত্যন্ত অঞ্চলে কী করে সাততাড়াতাড়ি এত ভালো রাস্তা আর বাড়িতে বাড়িতে মিটার চলে আসে ভগবান জানে।
  • bb | 59.161.176.36 | ১১ মে ২০১০ ২৩:২৪441739
  • আর্য আগের পোস্ট টা কিন্তু না পড়েই লিখেছেন। এটাই সত্য যে আজও আমাদের দেশে পরিকাঠামো উন্নয়নের থেকে পিছিয়ে থাকে, সেটা উত্তো দক্ষিণ ভারত নির্বিশেষে সত্য।
    বাকিটা আপনার উর্বর মস্তিকের কল্পনা :)
  • Du | 65.124.26.7 | ১১ মে ২০১০ ২৩:২৭441740
  • হয় নদীবাঁধ দিয়ে প্রকৃতিকে নষ্ট করবে, নয় লোকের জমি নিয়ে তাপবিদ্যুৎ, নয় আবার নিউকিলার !
    তার চেয়ে এই আঁধার ভালো।
  • aka | 168.26.215.13 | ১১ মে ২০১০ ২৩:৪২441741
  • আরে ইশানকে জ্ঞান দিচ্ছি। অনেক দিন না এসে এসে রুল অফ দা গেম গুলো গুলিয়ে গেছে।

    আর তুলনা সমানে সমানে হয়। যেমন ধরুন, প:ব: - মহারাষ্ট্র, কলকাতা - ব্যাঙ্গালুরু বা কলকাতা শহরতলী - ব্যাঙ্গালুরু শহরতলী। অবশ্য এর পরেও সেই একই ঘিসাপিটা যুক্তি যার সারবত্তা দাঁড়ায় রাজ্য সর্কারের সীমিত ক্ষমতায় কত কিই বা করা যায়। এর থেকে যদি স্বীকার করা যায় যে অপদার্থ সরকার কুটোটি নাড়ে নি - না গ্রামে, না শহরে - তাহলে ভোটের বাজারেও খানিকটা লাভ হয়। এই নেগেটিভ ক্যাম্পেনিংটা আসলে ক্ষতি করছে। পার্টি মহলে জানলে বোধহয় রাগারাগি করবে। প্রাক্তন বা বর্তমান কর্মীরা ভালো জানবেন। জনতাকে বোঝানোর চেষ্টা ছেড়ে একটু আত্মসমালোচনা হোক, বুইতে বুইতে জ্ঞানভাণ্ডার আজ পরিপূর্ণ।
  • PT | 203.110.246.230 | ১১ মে ২০১০ ২৩:৫৩441743
  • যাঁরা জল এবং বিদ্যুতের জন্য প: বঙ্গে পরিবর্তন চান তাঁদের জন্য:

    If you are afraid because your tap has been running dry lately, then it is time you braced yourself for worse times to follow. Terrifying times, in fact.

    By the year 2020, says a recent World Bank report, most major Indian cities will run dry. Given the state of the monsoon this year, it would appear that the World Bank report has come true almost a decade earlier.
    http://business.rediff.com/slide-show/2009/dec/11/slide-show-1-water-crisis-what-india-is-doing.htm


    India: Power Shortages Haunt Economy

    ....As per technical body, peaking shortages moved up to 13.3 per cent in last financial year as against 11.9 per cent in 2008-09 owing to fuel scarcity that also hit capacity additions and green field power projects targets.
    http://www.energytribune.com/articles.cfm/India-Power-Shortages-Haunt-Economy


    অর্থাৎ কিনা যাঁরা সারা দেশে জল এবং বিদ্যুত পৌঁছে দিতে পারছেন না তাঁরা বা তাঁদের বন্ধুরা এসে প:বঙ্গের চেহারা বদলে দেবেন!!

  • aka | 168.26.215.13 | ১১ মে ২০১০ ২৩:৫৯441744
  • না না ২০২০ অবধি জল দেবার চেষ্টা করবেন, অন্তত না হলে জ্ঞান দেবেন না, দিলে আবার ফুটিয়ে দেওয়া হবে। এই আর কি।

    নাকি ২০২০ র কথা ভেবে এখন থেকে প্র্যাকটিস হচ্ছে, লং টার্ম প্ল্যানিং?
  • CPM | 168.26.215.135 | ১২ মে ২০১০ ০০:০১441745
  • ঠিকই ধরেছেন, ইহা লং টার্ম প্ল্যানিং, ২০২০ তে অন্তত এই ব্যপারে তো আমরা এগিয়ে থাকবই।
  • aka | 24.42.203.194 | ১২ মে ২০১০ ০৬:০৪441746
  • হুর সাম্প্রতিক রিপোর্টটি দেখেছেন নাকি? ৩০০১ সনে পৃথিবী কেমন আবর্জনায় ভরে যাবে? দেখেননি, জানতাম কিন্তু আমরা তাতে দমে যাই নি, আমাদের প্ল্যানিং চলেছে। একে বলে অ্যাক্লিমেটাইজেশন। হুঁ হুঁ বাওয়া জনগণ যদি এইসব বুঝত, কবেই হয়ে যেত। শুধু বুঝল না, কেউ বুঝল না।

    http://www.anandabazar.com/12jibjagat3.htm
  • PT | 203.110.246.230 | ১২ মে ২০১০ ০৮:১০441747
  • ফাঁকা আওয়াজ দিয়ে কোন লাভ নাই বন্ধুগণ। যে দেশের ৫০ ভাগের বেশী মানুষ কানে মোবাইল দিয়ে খোলা আকাশের নীচে প্রাত:কৃত্য সারে সেদেশের মানুষের নিজস্ব priority-র কথাটাও ভেবে দেখতে হবে। যাঁরা কলকাতার রাস্তায় জজ্ঞাল নিয়ে নাকে রুমাল চাপা দেন তাঁরা নিজেদের life-style-এর কথাটা ভেবে দ্যাখেন কি?
  • d | 115.117.253.138 | ১২ মে ২০১০ ০৮:৩৮441749
  • আমিও নিউটাউনেই আছি। আমাদের কমপ্লেক্সের বোরওয়েল আছে সম্ভবত:, কারণ জল অঢেল। আর বিদ্যুৎও বলতে নেই, কাষ্ঠস্পর্শ, ঐ ১০ মিনিট থেকে ৩০ মিনিট অবধি থাকে না। ঐজন্য ইনভার্টার কেনাটা কাটিয়ে দিলাম। তবে মিটার --- হ্যাঁ আছে একটা। তা বিল এলো ৩ মাসে ১২৮ টাকা। আমার যদিও এসি ফেসি নেই, এমনকি টিভিও নেই ---- কিন্তু তাও ৩ মাসে ১২৮ টাকাটা বড্ডই কম। বাড়ীওলাকে বললাম, তো উনি বললেন দেড় বছর আগে কমপ্লেন করে রেখেছেন। সেবের লোকেরা দেখতে আসবে বলেছিল, আসে নি দেখে ৬-৭ মাস আগে নাকি রিমাইন্ডারও দিয়েছেন, কিন্তু আসে নি কেউ। আমাকে বললেন কেউ এলে দেখিয়ে দেবেন, পরে আমাকে জানাবেন। ব্যাস।

    আর জল আর বিদ্যুতের যা অবস্থা পুণেতে দেখেছি ----- গতবছর বৃষ্টি কম হওয়ায় খড়গপাসলা ভরে নি। এতদিনে বোধহয় ভয়াবহ হয়ে গেছে। দিল্লী তো এই বিষয়ে প্রবাদপ্রতিম।

    তবে রাস্তাঘাট আর রোডরুল মানায় পচ্চিমবঙ্গকে টেক্কা দেবে ক্যাডা? বাপ্‌স্‌!! টেকনোপোলিসের মোড়টা তো যে যত র‌্যাশ ড্রাইভ করে ততই ভাল।
  • d | 115.117.253.138 | ১২ মে ২০১০ ০৮:৪৫441750
  • সত্যি বলতে কি, দিল্লী, পুণেতে কাটিয়ে কলকাতায় এসে মনে হচ্ছে ভাটিদেশে আছি, এত্ত জল।

    আর কোন্নগর পৌরসভায় ছিপিএম, তিনোমুল, ছিপিএম-তিনোমুলের মিলিজুলি --- সবরকম কম্বি দেখা হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা যায় লোকাল কমিশনার যদি কাজের লোক হয়, তাহলে কাজ হবে। নাহলে হবে না। দলফল কিস্যু নয়।
  • bb | 125.16.17.152 | ১২ মে ২০১০ ০৯:০২441751
  • কোলকাতায় আমাদের জল ব্যবহারের সচেত্ননাও বেশ কম।
    অবশ্যই অর্পণের কথায় যুক্তি আছে। জলের কষ্ট বা বিদ্যুতের অসুবিধা হলেও দক্ষিণ ভারতে সদিচ্ছা আছে কাজ করার, যেটা আমাদের বাংলায় বেশ কম। ৩০ বছর ক্ষমতায় থাকা বামেদের এর সম্পুর্ণ দায় নিতে হবে।
  • rana | 59.161.191.214 | ১২ মে ২০১০ ০৯:০৩441752
  • বিদ্যুতের হাল রাজ্যে ভয়াবহ এবং তার জন্য বামফ্রন্ট সরকার সম্পূর্ণ দায়ী। মৃণালবাবু একসময় ক্যাপাসিটি বাড়াবার প্ল্যান দিয়েছিলেন কিন্তু বিভিন্ন মহল থেকে চেপে দেওয়া হয়। তার ফল এখন ভুগতে হচ্ছে। অন্যান্য অনেক শহরেই বিদ্যুৎ ও জলের অবস্থা খুব খারাপ কিন্তু তা দিয়ে পশ্চিমবঙ্গের এই হালকে জাস্টিফাই করা যায় না।

    তবে রাজারহাটে একটু অন্য কেস। জমি অধিগ্রহণ ইত্যাদি নিয়ে প্রচুর ক্যাচাল আছে। যতদিন এই ক্যাচাল না থামবে ততদিন রাজারহাটের পরিকাঠামোর উন্নতির বিশেষ সম্ভাবনা নেই।
  • SB | 219.64.68.6 | ১২ মে ২০১০ ০৯:১৬441753
  • বিশিষ্টজন ~ অনামিকা

    ওঁরা সবাই "বিশিষ্টজন", ইচ্ছে মতন জবাই
    করতে পারেন। হুকুম দিলেই মান্য করিস সবাই!
    পদ্য লেখেন, নাটক করেন, ওঁরা আঁকেন ছবি।
    শবসাধনাও করেন, আছে দুরন্ত ভৈরবী।
    চাইলে পরেই ভৈরবী দেয় মৃতদেহের জোগান।
    বুদ্ধিবেচা তান্ত্রিকেরা, এ বাংলাকে ভোগান!
    মোদীর চেলা হাফ নকশাল, এদের অধিকাংশ
    কারণবারির সঙ্গে চিবোয় টাটকা মানুষ-মাংস।

    আবার যখন উঠল বেজে নির্বাচনের বাদ্য,
    “বিশিষ্টজন” মঞ্চে নামেন যার যে রকম সাধ্য!
    একাংশ খুব নাড়ান দাড়ি, করেন হুকুমজারি।
    গাঁ’য় মানে না, মোড়ল সাজার সংস্কৃতি-সর্দারি।
    অন্যগুলো মুখোসপড়া, বলেন মাথা চুলকে...
    লাভের নিমক খেলাম ... তোরা জেতাস তৃণমূলকে!
    চেঁচায় নানান রেলকমিটি, চেঁচায় কচিনেতাও ...
    অর্ধলক্ষ মাস মাইনে, ভৈরবীকে জেতাও!

    আখের গোছায় বিশিষ্টজন। কিন্তু এতক্ষণ যে
    অপেক্ষাতে ক্লান্ত বেকার, শহর গ্রামে গঞ্জে ...
    হতাশ হয়ে চাইছে হিসেব ...“করলে ন্যানো গায়েব
    শিলান্যাসের চাকরি কোথায় বাবু বিবি সায়েব?

    আমরা সবাই রাখছি খেয়াল, সমস্ত আর্টস একর।
    একসঙ্গেই উপড়ে ফেলব আগাছা আর শেকড়!”

  • PT | 203.110.246.230 | ১২ মে ২০১০ ০৯:৩৯441754
  • মৃণালবাবুর ক্যাপাসিটি বাড়ানোর প্ল্যানটাকে কেন বিভিন্ন মহল ""চেপে দেওয়া হল"" সে বিষয়ে যদি কেউ একটু আলোকপাত করেন.....
  • PT | 203.110.246.230 | ১২ মে ২০১০ ১০:৫২441755
  • **মহল থেকে
  • Ishan | 125.18.17.16 | ১২ মে ২০১০ ১২:২২441756
  • একটু রিজয়েন্ডার দিয়ে দিই।

    ১। এই আবাসনে আমি ২০০৩ সালে, নানা কারণে, কয়েক মাস ছিলাম। তখন রাজারহাট ছিল ধূধূ মাঠ। রাস্তা নেই, ঘাট নেই। ট্যাক্সি আসেনা। মাঠের মধ্যে এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছে শুধু আমাদের আবাসন। কিন্তু বিদ্যুৎ, জল এসব বেসিক জিনিসের কোনো সমস্যা হয়নি। এখানকার যেকোনো বাসিন্দাকে জিজ্ঞাসা করে দেখুন, এ বছরের আগে পর্যন্ত কোনো সমস্যা ছিলনা। এখন গুচ্ছের রাস্তা, অফিস, বাস হয়েছে, বিল্ডিং দেখলে চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু পরিকাঠামো ঢুঢু। পরিকাঠামোটা ধ্বংস করা হয়েছে।

    ২। নিউ টাউনের "উন্নততর' আবাসনগুলোতে এই সমস্যা নেই। তাদের নিজস্ব জল তোলার ব্যবস্থা আছে, পাওয়ার ব্যাক-আপ আছে, সর্বোপরি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে "ব্যবস্থা' আছে। ফলে কোনো ঝামেলা নেই। কিন্তু আমাদের টা হল জনতা আবাসন, ওসবের বলাই নেই।
    এখানে যারা লেখেন-টেখেন, অধিকাংশই "উন্নততর কলকাতা'য় বসবাস করেন। ফলে এই সমস্যাগুলো তাঁরা ফেস করেন না। দোষের কিছু নেই, আম্মো প্রাণপনে লড়ে যাচ্ছি, একটা "উন্নততর' জায়গায় তাড়াতাড়ি চলে যেতে। কদিন বাদে যাবও। তখন এইসব আর গায়ে লাগবেনা। (এই নিয়ে দময়ন্তীর একটা লেখা ছিল গুরুতেই)।
    কিন্তু এই উন্নততর কলকাতার বাইরেও অজস্র "জনতার আবাসন' আছে, অজস্র ম্যাঙ্গো পাবলিক থাকে কলকাতা এবং শহরতলীতে, যাদের এই উন্নততর ব্যবস্থাগুলো অ্যাফোর্ড করার সামর্থ্য নেই। তারা ঐ জলাভাব এবং বিদ্যুতাভাবে পচছে, পচবে। আর সেই সমস্যাগুলো বাম সরকার কিভাবে অ্যাড্রেস করছেন? কখনও বলছেন কেন্দ্রের চক্রান্ত। কখনও অন্যান্য রাজ্যের শুকনো স্ট্যাটিস্টিক্স দিয়ে চিঁড়ে ভেজাচ্ছেন। শুধু এই প্রশ্নটার কোনো উত্তর নেই, যে, ৯৫/৯৬ -২০০২/৩ সালে বজায় থাকা, মোটামুটি চলতে থাকা একটা সিস্টেম জাস্ট ক বছরে ভেঙে পড়ল কার হাতের গুণে?

    এর কোনো উত্তর হবেনা। কারণ, তাহলে পরীক্ষায় গোল্লা পেতে হয়। তার চেয়ে স্লোগান দেওয়া সোজা। সুবিধেজনক।
  • Arijit | 61.95.144.122 | ১২ মে ২০১০ ১২:২৯441757
  • লাস্ট দু বছরে হঠাৎ করে ইনেফিসিয়েন্সী বেড়েছে বা বেশি চোখে পড়ছে। এটা নিয়ে একটা কন্সপিরেসী থিওরিও আছে।
  • Arya | 203.91.201.56 | ১২ মে ২০১০ ১২:৩৮441758
  • কোলকাতা-পুণে-দিল্লি-বেঙ্গালুরু-মুম্বাই-চেন্নাই আর আহমেদাবাদ, এদের মধ্যে জল আর বিদ্যুত পরিষেবার একটা তালিকা করলে কিরকম হবে?
    কেউ আইডিয়া দিতে পারেন?
  • lcm | 69.236.172.194 | ১২ মে ২০১০ ১২:৪১441760
  • লাস্ট দুই বা কয়েক বছরে ফ্ল্যাট বাড়িতে মুভ করেছে অবেক বেশী সংখ্যক মানুষ। তাই হয়ত, চাপটা একটু বেশী চোখে পড়ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন