এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৬৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ০৬ মে ২০১০ ১৪:৪৭441694
  • @bb
    -- হ্যাঁ!
  • bb | 117.195.177.143 | ০৬ মে ২০১০ ১৪:৫১441695
  • তোমার সঙ্গে যোগাযোগ করে নেব, ফোন নাম্বার হায়েদ্রবাদ থেকে নিয়ে নেব :)
  • Du | 65.124.26.7 | ০৬ মে ২০১০ ১৯:৫৩441696
  • 'বন্ধু, কি খবর বল '-এই টইতে অবশেষে ভাল কিছু হল।

    অন্য প্রসঙ্গে, আমি জানি না কলকাতায় কি তরজা ঘটে চলেছে এখনও তাই হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় সুমনকে ছাড়ান দিন। বিশেষ করে এই সাংসদ ভাতা, কৃতজ্ঞতা নিয়ে নচিকেতার লেখাটাই ছিল অত্যন্ত অর্থহীন।
  • SB | 114.31.249.105 | ০৬ মে ২০১০ ২০:২০441697
  • সুমনকে ছাড়ান দেব কেন? যবে থেকে ওনার তৈরী হিট লিস্টে আমার নাম দেখেছি (দিনে পাঁচটা করে সিপিএম খুনের আবেদন) তবে থেকে ধরেছি :-)

    কল্লোলদার জন্যে, আপনাদের পছন্দের প্রনব বাবুর কীর্তি দেখুন : http://economictimes.indiatimes.com/quickiearticleshow/5897130.cms - Check out 10 PSUs to be divested by March
  • kallol | 115.184.2.203 | ০৬ মে ২০১০ ২১:১৪441698
  • আমি তো আগেই বলেছি প্রণববাবুই একমাত্র অপশন নন। ক্ষিতিবাবুও হতে পারেন।
    সূঁচ-চালুনীর গল্প শুনিয়ে কি আর হবে।
  • bb | 117.195.177.143 | ০৬ মে ২০১০ ২২:২০441699
  • তোরা যে যা বলিস ভাই আমার........
  • PT | 203.110.246.230 | ০৬ মে ২০১০ ২২:৪৯441700
  • @bb
    চিনেছি, চিনেছি!! তোর সঙ্গে তো প্রায় তিরিশ বছর দেখা হয়নি। তুই হায়দ্রাবাদ ছেড়ে দিল্লীতে বসে কি করছিস? তবে তোর একাগ্র মৈত্রকে মনে রাখাটাই বিস্ময়কর।
  • PM | 113.21.67.16 | ০৬ মে ২০১০ ২৩:৫০441701
  • bb ইনফর্মেশন কে ভয় পাচ্ছেন না। পাইকারি হত্যার favour এ নির্লজ্জ প্রচার এর বিরোধিতা করেছেন মাত্র। কোনো আছিলায় একজনের খুন করা সমর্থন করলে পাল্টা আরেকদফা খুন-ও বৈধতা পায়। তখন তকে আর ' হার্মাদ' বলার justificatioin থাকে না কারন তার-ও একট যুক্তি অছে মানুষ মারার। এমন কি কাল রাস্তায় আমি ax কে মারলে-ও... আমি তাকে justify করার জন্য surely ৫ টা reason খাড়া করব। আর কোনো bx আমার যুক্তির সপখে্‌খ পোস্ট করবে এই টই-তে।

    এই-টার-ই বিরোধিতা করা হচ্ছে।

  • aka | 168.26.215.13 | ০৭ মে ২০১০ ০০:০৫441702
  • খেয়েছে PM এত উত্তেজিত যে দুবার প্রতিবাদ করে ফেলেছেন। এতবার ax কে মারবেন না। অত bx যে নেই। তখন মারা : প্রতিবাদ রেশিও বিগড়ে যাবে যে।
  • o | 115.117.210.218 | ০৭ মে ২০১০ ০৮:৫৩441704
  • আর কেউ জিতুক বা হারুন পরের বছর এই ক্ষেতি গোঁসাই হারলে একটা কাজের কাজ হয়। অপদার্থতম মন্ত্রী এবং অপদার্থতম দপ্তর। স্টুডিওতে মুখ বেঁকিয়ে ভাট বকবে খালি, এদিকে কাজের বেলায় অষ্টরম্ভা।
  • SB | 219.64.65.185 | ০৭ মে ২০১০ ০৯:৩৯441705
  • এই রে, ক্ষতি হেরে গেলে মুখ্যমন্ত্রী কে হবে?
  • Rajdeep | 202.79.203.59 | ০৭ মে ২০১০ ০৯:৪০441706
  • ইদানিং আবার আশেপাশে শ্রী অরবিন্দ আর অনুকুল ঠাকুরের ছবি রেখে সাক্ষাৎকার দ্যান ! অসুবিদা কিছু নেই কিন্তু আবার রিভলিউশনারি সোস্যালিষ্ট তো তাই একটু ক্যামন ক্যামন ঠ্যাকে ; ""জয় তারা"" নেতার উত্তরসূরি হতে চাইছেন হয় তো ;-) পূর্ত দপ্তরের ঠিকাদার লবি কার মদতে এত রমরম করছে সেটাও অজানা নয়

    ইনি হবেন বিকল্পো ??
  • dukhe | 202.54.73.130 | ০৭ মে ২০১০ ১০:০৭441707
  • ক্যান, অরবিন্দ খারাপ কী হইল ? লেনিন ঠাকুরেরও তো দাড়ি ছিল ।
    বেড়াতে গিয়ে অযোধ্যা পাহাড়ের মাথায় আর কোথাও জায়গা না পেয়ে ফ..-র পার্টি অফিসে রাত কাটিয়েছিলাম । মাটির ঘর, খড়ের চাল, নেতাজী আর মা কালীর ছবি ।
    তপনবাবুও তো লিখেছেন - "কালীপুজা করুম না ক্যান ? রেমৈ কাত্তিক (রোমান ক্যাথলিক) হইছি বলে কি আমাগো জাত গেছে ?"

  • SB | 219.64.65.185 | ০৭ মে ২০১০ ১০:১১441708
  • প্রতিরোধের গান ~ অনামিকা

    কথা মিশুক সুরে, বাঁচার আশ্বাস থাক গানে,
    তিন পৃথিবী আটকে থাকুক ভালবাসার টানে।
    পাহাড় নদী ধানের ক্ষেতে সবুজ ঘাসে ঘাসে
    চাইছে মানুষ এই ছবিটাই, অজস্র ক্যানভাসে!

    হিংসুটে কেউ সেই ছবিতে যখন ঢালে কালি,
    মানুষখুনের উসকানিতে ছেটায় গালাগালি,
    প্রত্যেকদিন একটা দু'টো তীব্র মৃতদেহ
    চিনিয়ে দেয় হিংস্রতাকে, থাকেনা সন্দেহ,
    ছদ্মবেশী মানুষখেকো লুকিয়ে রেখে নখ,
    বুদ্ধিবিবেক পুঁজির কাছে রেখেছে বন্ধক!

    রেলগাড়ীতে মালিক পাঠায় মাসিক মাসোহারা
    সন্ত্রাসে দিনরাত্রি জাগে তোমার আমার পাড়া!

    দারুণ ব্যথায় ঝলসে ওঠে যুক্তি এবং ক্রোধ
    ভয় সরিয়ে জন্ম নিচ্ছে তীব্র প্রতিরোধ।
    পুড়ছে মুখোশ, পয়সাখাওয়া খুনী নাটকবাজি।
    রক্তমাখা বাংলা এবার শুদ্ধ হতে রাজী ...

  • bb | 122.248.176.193 | ০৭ মে ২০১০ ১০:৩৪441709
  • @PT, চিনেছি চিনেছি ...
    আমি হায়েদ্রাবাদেই থাকি ও আছি, তুমি বোধহয় ip দেখে ভাবছ দিল্লী।
    আমি অনেক দিন ধরেই সন্দেহ করেছিলাম এটা তুমি কিন্তু খোলা পাতায় সরাসরি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করতে চাইনি।
    তাই তো স্মৃতির গ্বহর থেকে একাগ্র মৈত্রকে টেনে আনতে হল, এই ক্লুটা খুব কাছের লোক না হলে জানবে না :)।
    যাই হোক ওমান থেকে ফিরলে তোমার co-ordinates নিয়ে নেব আর যোগাযোগ করে নেব :)
  • bb | 117.195.175.133 | ০৮ মে ২০১০ ১৪:১৪441711
  • এই ক্ষিতি গোস্বামী বা তার আগে য্‌তীন চক্রবর্তীকে আমরা ঢাকুরিয়া থেকে জিতিয়ে পাঠাতাম :(।
    একই দলের রাজ্যসভার MP ছিলেন আমাদের পাড়ার সৌরীন ভট্টাচার্য যিনি ছিলেন খুবই মাটির মানুষ।
  • kallol | 115.242.154.161 | ০৯ মে ২০১০ ০৭:২৫441712
  • এই যে ""জিতিয়ে আনতাম"" বা ""জিতিয়ে আনাই"" -টা চালিয়ে যান। তাহলেই হবে।
  • kallol | 115.242.154.161 | ০৯ মে ২০১০ ০৭:৩৩441713
  • বলবেন - যা ঘটনা, তাই বলেছি। এতে অন্যায় কোথায়? একজন খুব পয়সাওয়ালা মানুষ মানুষদের জন্য লঙ্গরখানা চালায়। সে রোজ খেতে দেবার আগে বা পরে বলে - আমিই তো তোদের খাইয়ে বাঁচিয়ে রেখেছি। এটাও ঘটনা। কিন্তু ঐরকম বলাকে যেন কি একটা বলে বাংলায় - মনে পড়ছে না। দ.... না ঔ.... কি যেন। যাকগে। চালিয়ে যান। মমতা লাগবে না। বিনা মমতায়েই হবে।
  • bb | 115.117.234.218 | ০৯ মে ২০১০ ১৩:০৫441715
  • কল্লোল, আপনার খারাপ লাগালেও কিছু করার নেই, ঢাকুরিয়াতে সিপিএম ছাড়া আরএসপির নিজের সংগঠনের জোরে জেতার ক্ষমতা নেই।
    আর আপনিও সেই পুরোন নকশাল,মানবাধিকারীর নামে সিপিএম বিরোধীতা করাই যার কাজ। মনে রাখবেন সেই প্রবাদ 'শকুনের অভিশাপে গরু ... '
    সুতরাং আমাকে বলার আগে নিজের সামনে একটু দর্পণটা ধরলে ভাল হোত না?
  • . | 59.93.211.161 | ০৯ মে ২০১০ ১৭:২৭441716
  • ছি, ছি , এক্কেরে ছি পি এইম্‌রে গরু কইয়া দিলেন। অ্যার থিক্যা 'ধাইড়ার শাপে বিল শুকায় না' বল্‌লে বালো অইতো না। ধাইড়া বা দাইড়া অইলো গিয়া ভোন্‌দোর, zlরে আপনেরা ভোঁদোড় বইলা থাকেন।
  • kallol | 115.242.225.195 | ১০ মে ২০১০ ০৭:৩৩441717
  • আমাদের মুখ দর্পনে সদাই দেখে থাকি। সিপিএম কর্মীর খুনের প্রতিবাদ না হলে, জোর গলায় এই টইতে নিজের সংগঠনের বিরুদ্ধে বলতে হাত মুখ কোনটাই কাঁপে না। মাওবাদীদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বলতেও কোন দ্বিধা নেই। মাওবাদীদের হিংসার পথ কোথাও পৌঁছে দেবে না - একথা, বা, আদিবাসীদের ন্যায্য ক্ষোভকে মাওবাদীরা ব্যবহার করছে মাত্র (যেমন আর সবাই করে থাকে - ভোটের জন্য) - একথাও এই টইতে বুক বাজিয়ে বলেছি। সরকারী মানবাধিকার লঙ্ঘন তো বলেই থাকি।
    ক্ষিতি গোস্বামী কার জোরে কোথায় জেতেন সে সবাই জানে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া ফ:ব: বা আরএসপির তেমন সংগঠন নেই। কাজেই কলকাতায় জিততে গেলে সিপিএমই ভরসা। এটা বাস্তব। কিন্তু ঐ যে বললাম - বাস্তবকেও প্রকাশ করার কিছু আদব-কায়দা আছে। সেটা ছাড়িয়ে গেলে - বিপদ। সিপিএমএর তাই হয়েছে। যখন বলা হলো - ওরা ৩৫ আমরা ৩৩৫ (ঐ জাতীয় কিছু) তখনও সেটাই বাস্তব ছিলো। তার ফল তো হাতে গরম পেয়েছেন - শেষ লোকসভা নির্বাচনে।
    তাই বলছিলাম - চালিয়ে যান। মমতার দরকার হবে না।
  • bb | 125.16.17.152 | ১০ মে ২০১০ ০৯:৪৪441718
  • @ phutki আমি এপার বাংলার তাই হেইডা আমার জানা ছিল না :)
  • PM | 113.21.67.50 | ১০ মে ২০১০ ০৯:৪৯441719
  • কল্লোল দার চিন্তিতো হবার কিচু নেই। CPM এর ঔদ্ধত্য আর ত্রিনমুল অর মাওবাদি -দের কোমলতা নিয়ে আমদের-ই ঘর করতে হবে মানে আমরা যারা WB থাকি আর কি। আপনারা বাইরে থেকে কিছু সুভাসিতাবলি দেবেন.....industry চলে গেলে আমদের চাকরি যাবে .... লাঠালাঠি তে আমাদের প্রান যাবে....
    সুভাসিতাবলি আস্তেই থাকবে।

    তবে যাই হোক.... যদি কেউ last দু বছর কল্লোল-দার post follow করেন ....stand significantly পালটেছে। গত দুবছর ত্রিনমুল-কে কাছ থেকে দেখার ফল? জনগন কি বলছে?
  • PT | 203.110.247.221 | ১০ মে ২০১০ ১০:১৩441720
  • সংগঠনের বিরুদ্ধে কিছু বলতে হাত-মুখ না কাঁপলেও, সংগঠন যে শেষ পর্যন্ত সিপিএম কর্মী খুন হওয়ার বিরুদ্ধে কোন নিন্দা প্রস্তাব নেয় না সেটাই বাস্তব এবং শেষ সত্য। সংগঠন জানে যে কোন ব্যক্তির বক্তব্যের চেয়ে সংগঠনের অবস্থানটাই বেশী জোরালো ও সকলের কাছে সংগঠনের অবস্থানই শেষ কথা। এক-আধটি ব্যতিক্রমী উদাহরণ ছাড়া ব্যক্তি যাই বলুক বা ভাবুক না কেন সে নিজের অস্তিত্ব রক্ষার জন্যই সেই সংগঠনের সঙ্গে জুড়ে থাকে।
  • kallol | 115.242.149.81 | ১০ মে ২০১০ ১২:২৯441721
  • আমার অবস্থান আরও পাল্টাবে। যদি তৃণমূল শেষ পর্যন্ত ক্ষমতায় আসে (প:ব:তে), তবে আবার অবস্থান পাল্টাবো। তখন সরকারে থাকা তৃণমুলের মানবাধিকার হরণ নিয়ে সোচ্চার হবো। তখন সাথে সিপিএমকেও চাইবো (পাবো না জেনেও)। তৃণমূল নিয়ে আমার কোন মোহ কোনকালেই ছিলো না। আজও নেই।
    বাহাত্তর থেকে সাতাত্তর আমরাই (মানবাধিকার কর্মীরাই) রাস্তায় নেমেছি। রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য মিছিল করেছি। গণহত্যাগুলোর তদন্ত দাবী করেছি। তখনও সিপিএমকে পাশে চেয়েছি। পাই নি।
    ভালো কথা। অ অরিজিত। ৭২-৭৭ সিপিএম এর লড়াই। তুমি বলেছিলে, খুঁজে জানাবে।
  • Arijit | 61.95.144.122 | ১০ মে ২০১০ ১২:৩৪441722
  • বলেছিলাম। মনে আছে। কয়েকজনের সাথে কথাও বলেছি। কিন্তু সময় হয়নি গিয়ে মেটিরিয়াল যোগাড় করার। রোজকার চাপ তো আছেই, এখন শনি-রবিগুলোও গেছে।
  • kallol | 115.242.237.206 | ১০ মে ২০১০ ১২:৩৫441723
  • কে তার অস্তিত্ব রাখার জন্য সংগঠন করে জানি না। আমার দরকার পরে না। একার চেষ্টায় নন্দীগ্রাম নিয়ে ব্যাঙ্গালোরে ৫০০ মানুষের প্রতিবাদ সংগঠিত করতে পারি। আবার কাউকে পাশে না পেলে (বন্ধুরা দ্বিমত ছিলো), একাই আলফার বিস্ফোরনের বিরুদ্ধে ঐ ব্যাঙ্গালোরেই গোটা কুড়ি পোস্টার লাগিয়ে ফুটপাথে বসে পড়তে পারি।
  • PT | 203.110.247.221 | ১০ মে ২০১০ ১৩:০০441724
  • বাস্তব ঘটনা হচ্ছে এই যে এই উত্তপ্ত সময়ে "tokenism"-খুব একটা কল্কে পয়না। এইসব করে কারো কারো হয়ত ''ego massaging" হয় কিন্তু তাতে নিগৃহিত বা নিগ্রহকারীর খুব একটা কিছু আসে যায়না। সেই কারণেই সারা পৃথিবীর মানুষকে বোকা বানিয়ে এবং সমস্ত "token" প্রতিবাদকে গুঁড়িয়ে দিয়ে আমেরিকা ইরাকের ওপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আর এই দেশে কেন্দ্রে সরকার অনেকবার উল্টে-পাল্টে দিয়েও অর্থনীতিকে জনমুখী করা যায়নি।
  • Sibu | 173.153.174.46 | ১১ মে ২০১০ ০১:৪৩441726
  • পকাবুদের অ্যাপ্রাইজাল হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন