এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩১৯৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৫441628
  • সবকিছুর জন্যে হইচই দরকার হয় না তো। টু স্ট্রোক নিয়ে অত গন্ডগোল হল - আস্তে আস্তে তার সংখ্যা অনেকই (অনেক অনেক) কমে গেছে। ব্যাঙ্ক লোন সহজ হওয়াতে আস্তে আস্তে সবাই করে নিচ্ছে। সবকিছু ধর তক্তা মার পেরেক করে হয় না। যদিও স্পেক্ট্যাকুলারভাবে হলে অনেকের লাভ।

    ভ্যালিড পয়েন্টগুলো কেউ অস্বীকার করবে না - যেমন এলপিজি স্টেশনের অভাব। বা আন-রেজিস্টার্ড অটো। বা ট্রাফিক নিয়ম না মানা অটো। ইত্যাদি।
  • Blank | 170.153.65.102 | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১৭441629
  • বারুইপুর থেকে গড়িয়া ১১ টাকা ভাড়া। শুধু শুধু তার জন্য ৭০ দেবো ক্যানো !!!! অটোয় মোটেই মিটার চাই না। অটো হলো সস্তায় আরামের ট্রান্সপোর্ট। ভীড় বাস, ভীড় ট্রেন থেকে সস্তার রিলিফ।
  • PT | 203.110.247.221 | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১৯441630
  • মানুষ চায়না বলে সরকার অনেক কিছুই করতে পারেনা:
    ১। সিঙ্গুরে ন্যানোর কারখানা
    ২। অপারেশন সানসাইন করে হকার উচ্ছেদ
    ৩। বাংলাতে প্রাথমিক শিক্ষা চালু রাখা
    ৪। বাসস্টপে বাস দাঁড় করানো
    ৫। যত্র-তত্র পানের পিক ফেলা বন্ধ করা
    ৬। ট্রামের লাইনে গাড়ি তুলে ট্রাম চলাচল আটকে দেওয়া বন্ধ করা
    ৭। ট্রেনে উঠে ডেইলি পাষণ্ডদের সিট দখল করা আটকানো
    ৮। হেলমেট না পরে টু-হুইলার চালানো ঠেকানো
    ৯। যত্র-তত্র মূত্রত্যাগ করা আটকানো
    ইত্যাদি, ইত্যাদি.....

    আইনের রক্ষাকর্তাদের এইসব কিছু জণগণকে করাতে হলে মানুষ পিছু দুবেলার ডিউটি বাবদ তিনটি করে পুলিশ চাই। মেট্রো রেলের প্লাটফর্ম পরিষ্কার সংক্রান্ত তথ্যটি আংশিক সত্য। প্লাটফর্ম পরিষ্কার থাকার প্রধান কারণ মানুষকে প্লাটফর্মে খুব কম সময় কাটাতে হয়। গড়িয়া বাজার পর্যন্ত মেট্রো চালু হওয়ার পর থেকে শেষের স্টেশনগুলোতে ব্যবহৃত টিকিট ছড়িয়ে তুলনামূলক ভাবে অনেক নোংরা হয়ে থাকে।
  • Blank | 170.153.65.102 | ৩০ এপ্রিল ২০১০ ১৮:২৬441631
  • লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম পরিষ্কার করার একটা ভালো উপায় আছে। কিন্তু তাতে কি কল্লোল দা রাজি হবে??

    ট্রেনের ভেন্ডার কামরা গুলো বন্ধ করে দাও।

  • kallol | 124.124.93.204 | ৩০ এপ্রিল ২০১০ ১৯:২৮441632
  • ধর তক্তা করতে কে বলেছে। দিল্লী, ব্যাঙ্গালোরে হলো কি করে? ওখানে কি আগে থেকেই পেট্রল পাম্পগুলোতে গ্যাস পাওয়া যেতো নাকি?
    এক একটা এলাকা ধরে করাই যায়।

    তাহলে ধরে নিতে হয় যে
    ১)মানুষ চেয়েছিলো বলে সিঙ্গুরের জমি টাটাদের দেওয়া হয়েছিলো। পরে মানুষ চায় নি তাই টাটারা করখনা করেনি।
    ২)অপারেশন সানশাইন করে গড়িয়াহাটসহ বহু ফুটপাথ থেকেই হকার উচ্ছেদ হয়েছিলো। সেটা নিশ্চই মানুষ চেয়েছিলো বলে। তারপরে আবার বসে গেলো - সেটাও মানুষ চেয়েছিলো বলে।
    ৩) প্রাথমিকে ইংরাজি তুলে দেওয়া হলো - মানুষ ভীষন চাইছিলো বলে। আবার ফিরে এলো তাও মানুষ চাইছিলো বলে।
    ৮ থেকে ৯ এ সরকারের কোন ভুমিকা নেই।
    আরও একটা। মানুষ দুহাত তুলে চাইছিলো তাই নন্দীগ্রামে গুলি চালল। পরে মানুষ চায় নি তাই নন্দীগ্রামের জমি নেওয়া হলো না।
    মানুষ নয়াচর নিয়ে কি ভাবছে?
    ধুর এভাবে তক্কো হয়।
  • kallol | 124.124.93.204 | ৩০ এপ্রিল ২০১০ ১৯:৩৩441633
  • ব্ল্যাঙ্কি - আরও উপায় আছে।
    ১) ভেন্ডারদের জন্য আলাদা ট্রেন চালানো।
    ২) প্ল্যাটফর্মে দোকান তুলে দেওয়া। বড় স্টেশনে - প্যাটফর্মের বাইরে দোকান থাকতে পারে - যেমন নতুন হাওড়া স্টেশনে আছে। ১৪ থেকে ২০ নং প্ল্যাটফর্ম ১ - ১৩র তুলনায় কতটা পরিষ্কার থাকে সবাই জানে।

  • PT | 203.110.247.221 | ৩০ এপ্রিল ২০১০ ২০:১২441634
  • না, আমি অন্য দিক দেখতে চাইছি। কিছু কিছু issue থাকে সেটা মানুষ বুঝতে পারে -- যেমন ফুটপাথ থেকে দোকান তুলে দিলে বা সিঙ্গুরে জমি নিয়ে নিলে খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। ফুটপাতের হকারের জন্য অন্য কোন বন্দোবস্ত না করলে বোধহয় তাকে ফুটপাথে ফিরিয়ে আনাটাই যুক্তিযুক্ত। কিন্তু সিঙ্গুরের চাষী কি বুঝতে পারে যে ন্যানোর কারখানা হলে তার জীবনের উন্নতি হত কিনা? আমার মনে হয় পারেনা। কিন্তু বিরোধীরা না তাতালে সরকারের পক্ষে হয়ত সম্ভব হত কোন এক সময় প্রমাণ করা যে সিঙ্গুরে কারখানা হলে বেশীর ভাগেরই উপকার হত।

    সেই হিসেবে টালীর নালার দুপাশ থেকে বসতি উচ্ছেদ করে আখেরে সকলেরই উপকার হয়েছে। দিদি অনেক গোলমাল পাকানোর চেষ্টা করেও সেই উচ্ছেদ ঠেকাতে পারেনি। উপকারের ব্যাপারটা প্রমাণ করা গিয়েছে কেবলমাত্র ট্রেন চলার পরেই।

    চাষের জমি একরকম জোর (সরকারি আইন) করে খাটিয়ে জমি নেওয়ার ফলেই এদেশে দীর্ঘ রেললাইন পাতা গিয়েছে। চাষীর সম্মতির অপেক্ষা করতে হলে কোন বাঙ্গালীকে আর ব্যাঙ্গালোরে গিয়ে চাকরী-বাকরি করতে হতনা। যে জমির ওপর দিয়ে ব্যাঙ্গালোরের ট্রেন যায় সেই জমির একদা অধিকারি চাষির কাছে কি কেউ জানতে চেয়েছে যে এই লাইন পাতার জন্য তার কি উপকার হয়েছে?
  • kallol | 124.124.93.204 | ৩০ এপ্রিল ২০১০ ২০:৩১441635
  • এই নিয়ে তর্ক করে লাভ নেই। উন্নয়নের ধারনাতেই ফারাক আছে।
    খালপাড়ের বস্তি তুলে দিয়ে কার কার কিকি লাভ হয়েছে সেটা নিয়ে টাটকা খবরে কিছু খবর দেবার চেষ্টা করছি।
  • ranjan roy | 122.168.164.20 | ০১ মে ২০১০ ০৬:১৮441636
  • SB,
    ক্ষী কান্ড! দ্যাখো, প্রভাত পট্টনায়েক ও রঞ্জন রায় প্রায় কাছাকাছি বক্তব্য রেখেছেন। এর থেকে প্রমাণ হয় Two great economists think alike:)))))))))।
    আমি যেটা বলতে চাইছি তা হল যতই উত্তপ্ত বিতর্ক হোক না কেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে যেন চিড় না ধরে। কোলকাতায় দেখা হলে যেন শুকনো ভদ্রতার বাইরে সত্যি সত্যিই খুশি হয়ে উঠে চায়ের গেলাস হাতে আড্ডা দিতে বসে যাই!
    চায়ের পেয়ালা হাতে রাজা-উজির মারা নিয়ে যতই ব্যঙ্গ-বিদ্রূপ হোক, আমার ধারণা অনেক মহান চিন্তা ও পরিকল্পনা এমনি ঠেকগুলোতেই হয়েছে।
    আমার ও অরিজিৎএর অতিপ্রিয় লেখক মুজতবা আড্ডা নিয়ে কত কথাই বলে গেছেন দেখ।
    আর মেয়েদুটোর চাপে পরে সম্ভবত: আগস্টের শেষে স্থায়ীভাবে কোলকাতায় আসছি। সম্ভবত: রাণীকুঠি বা ব্রহ্মপুরে। ফলে উইক এন্ডে গড়িয়া থেকে এগিয়ে গিয়ে তোমার, রাজদীপের, ব্ল্যাংকির ও আরও অনেকের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে----। আর আমার বাড়িতে একটা ঘর থাকবে শুধু আড্ডাদেবার জন্যে। চা-বিস্কুটের অনি:শেষ জোগান সমেত।
  • PT | 203.110.246.230 | ০১ মে ২০১০ ০৮:৪৩441638
  • ব্যাঙ্গালোর পর্যন্ত রেললাইন পাততে যে চাষী জমি দিতে বাধ্য হয়েছিল তার কি লাভ হয়েছে সেটাও এই প্রসঙ্গে আলোচনা হওয়া উচিত।
  • PT | 203.110.246.230 | ০১ মে ২০১০ ০৮:৪৫441639
  • @RR
    ব্রহ্মপুরের কোথায়? আমার প্রতিবেশী হচ্ছেন তাহলে!
  • santanu | 82.112.6.2 | ০১ মে ২০১০ ১০:২৩441640
  • CRPF এর কিছু জওয়ান বুলেট ঝেড়ে মাওবাদীদের বেচে দিচ্ছে সাইড বিসনেসের চক্করে।
    এখন ভাগ্যক্রমে ঐ জওয়ানদের যদি মাওবাদীদের সাথে লড়তে পাঠানো হয়, আর যে বুলেট বেচা পয়সায় জওয়ানদের বৌ-বাচ্চা একটু সুখের মুখ দেখেছে, সেই বুলেটেই যদি ঐ জওয়ানএর মৃত্যু হয় - ব্যাপারটা একটা জমকালো ছোটো গল্প হতে পারে।

  • rabaahuta | 117.194.240.65 | ০১ মে ২০১০ ১১:৫২441641
  • রঞ্জন্দা, আমিও যে ওদিকেই থাকি।
    কিন্তু... কিন্তু... চা?
    আচ্ছা, মাঝে মাঝে একটু চা খাওয়াও ভালো। তাই খাবো না হয়।

  • SB | 115.117.254.127 | ০১ মে ২০১০ ১২:০৪441642
  • আরে কোন কথা হবে না তো রঞ্জনদা .... একঘর আড্ডা, তাও আবার আদি গঙ্গার তীরে বসে, নদিয়ার চাঁদের পথের ধারে :-)

    কল্লোলদা, মিটারে অটো ব্যাপারটা একটু শাইনিং শোনালো, যাগ্গে আমি বুঝতে চাইছি আপনি কি বলতে চাইছেন এই যে খাদান শ্রমিক বা রিক্সাওয়ালাদের সমস্যাগুলো প্রনববাবু মুখ্যমন্ত্রী হলেই সমাধান হয়ে যাবে? ধরে নিচ্ছি আপনারা যা চাইছেন তাই হোল, মানে কং-বাকি বামেদের জোট হোল, বড় দলের নেতা মুখ্যমন্ত্রী হলেন।

    আচ্ছা, প্রনববাবু মুখ্যমন্ত্রী হলে আবপ কি আর এই খাদান শ্রমিক অথবা রিক্সাওয়ালাদের সমস্যাগুলোর রিপোর্টিং করবে, অ্যাকাডেমিক ইন্টারেস্টে জানতে চাইলাম ....
  • PT | 203.110.247.221 | ০১ মে ২০১০ ১২:৫৩441643
  • নিশ্চিত করবেনা। রুমানিয়া বা স্লোভাকিয়ার মানুষের আর্থিক অবস্থা নিয়ে কাউকে এখন আর মাথা ঘামাতে দেখেন?
  • kallol | 115.242.246.195 | ০১ মে ২০১০ ১৫:২২441644
  • যেতেও পারে, নাও যেতে পারে। তবে বামেরা করে নি, এটাই সত্য।
  • Arijit | 117.194.225.122 | ০২ মে ২০১০ ১৬:১৩441645
  • কল্লোলদা - গোলপোস্ট এক জায়গায় রাখুন।

    Date:30 Apr 2010 -- 06:05 PM আর Date:30 Apr 2010 -- 07:28 PM-র মধ্যে আপনি বেশ টুক করে গোলপোস্টটা কয়েক গজ সরিয়ে নিয়ে গেলেন! এভাবেও তর্ক হয় না।
  • kallol | 115.242.227.183 | ০২ মে ২০১০ ১৯:৪৫441646
  • মানবাধিকার-ওয়ালারা এটা নিয়েও সোচ্চার -
    Girl raped in Jharkhand for leaving Maoist ranks

    http://www.zeenews. com/news623410. html
    May 01, 2010

    Latehar (Jharkhand): A 16-year-old girl and a member of a Maoist outfit was allegedly raped by other members for fleeing the camp in Latehar district of Jharkhand, the police said on Saturday.

    "The girl ran away from a camp about five days ago. She was caught by the ultras, beaten up and raped when she refused to return," Superintendent of Police Kuldeep Dwivedi said.

    The Maoists had appealed to sympathisers to trace her alleging that she had fled with arms.

    The SP said the girl was left at a lonely place from where villagers rescued her and admitted to a health centre.

    The girl was arrested and shifted to the Sadar Hospital, Latehar, he said.

    MASUM denounces such act and demands punishment of the persons who committed this heinous crime.
    MASUM strongly feels that CPI(Maoist) leadership shouls take prompt action against the criminals, since they are out of the reach of State Administration.

    --
    Kirity Roy
    Secretary
    Banglar Manabadhikar Suraksha Mancha
    (MASUM)
    &
    National Convenor (PACTI)
    Programme Against Custodial Torture & Impunity

  • kallol | 115.242.227.183 | ০২ মে ২০১০ ১৯:৫৮441647
  • অরিজিত - বুঝলাম না। ৩০ এপ্রিল ৬.০৫ আমার কোন পোস্ট নেই। ওটা তোমার পোস্ট। আর ৩০ এপ্রিল ৭.২৮এ আমি তোমার (৩০ এপ্রিল ৬.০৫) আর পিটির(৩০ এপ্রিল ৬.১৯) পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছি মাত্র। তাতে গোলপোস্ট সরে কি ভাবে?
  • ranjan roy | 122.168.164.20 | ০২ মে ২০১০ ২০:০৪441649
  • PT, SB, Hu`nkomukho,
    বাড়ি এখনও ঠিক হয় নি। আমার মেয়েরা জুন মাসের প্রথম সপ্তাহে এসে সার্ভে করে ঠিক করবে রাণীকুঠি বা ব্রহ্মপুর। আমার ফার্স্ট প্রেফারেন্স ব্রহ্মপুর। ওখানে আমার এক জুনিয়র বন্ধু বিকাশ গণচৌধুরি থাকে, রেলের গার্ডেনরীচ অফিসে কাজ করে, লিটল য়াগ চালাতো, ইত্যাদি।
    হুঁকো,
    কি আর করা! আমার দেবী চৌধুরাণী স্ত্রী চা-কফি আর নানান এক্সপেরিমেন্টাল ডিশ বানাতে ক্লান্তিহীন। কিন্তু অ্যালকোহল আর সিগ্রেটের ব্যাপারে একেবারে খড়গহস্ত, পরিচয় হয়ে গেলে মাঝে মাঝে বিশেষ অনুমতি দিতে পারে।
  • ranjan roy | 122.168.164.20 | ০২ মে ২০১০ ২০:০৯441650
  • অটো নিয়ে কল্লোলের বক্তব্য ঠিক বুঝতে পারলাম না।
    আমাদের দিকে দুরকম ভাবেই অটো চলে।
    মেইন রুটে পাঁচ বা দশটাকা। আবার কেউ স্পেশ্যাল বা ফুল অটো ভাড়া করলে সেটাই হবে ৫০/- থেকে ৮০ বা ৯০/-। ট্যাক্সির চাইতে অবশ্যই শস্তা। তবে এখানে মিটার বন্ধই থাকে।
    কোলকাতায় কি দুটো অপশন নেই?
  • kallol | 115.242.227.183 | ০২ মে ২০১০ ২০:৩২441651
  • নাই
  • Blank | 59.93.195.39 | ০২ মে ২০১০ ২১:১৩441653
  • পুরো পাঁচ জনের ভাড়া দিতে হয়
  • Blank | 59.93.195.39 | ০২ মে ২০১০ ২১:১৩441652
  • হ্যা আছে তো। ফুল অটো ভাড়া। বহুবার গড়িয়া থেকে বারুইপুর অটো ভাড়া করে ফিরি, বেশী রাত্রি হলে (উইকেন্ডে)
  • PT | 203.110.246.230 | ০২ মে ২০১০ ২২:৩২441654
  • কলকাতার একটু বাইরে, এই যেমন ব্রহ্মপুরে -- পুরো অটো ভাড়া করা যায়। অবশ্যি মিটারে চলবে না। দড়াদড়ি করে ঘন্টা হিসেবে ঠিক করা যায় বেশী সময়ের জন্য -- নাহলে ৫/৬-জনের পুরো ভাড়া দিতে হবে। এই ব্যাপারটা পুরোটাই অটো চালকের ইচ্ছানির্ভর।
  • kallol | 115.242.168.205 | ০৩ মে ২০১০ ০৬:৫৫441655
  • অটো পুরো ভাড়া করা মানে অন্তত: পাঁচ জনের ভাড়া দেওয়া (ঐ রুটে গেলে)। তা না হতে অটোচালকের মর্জি।
    কিন্তু ব্যাপারটা এরকম নয় যে রাস্তায় বেরিয়ে চাইলেই ট্যাক্সীর মতো অটো মিলে যাবে। তাই বলেছিলাম - নাই।

  • SB | 114.31.249.105 | ০৩ মে ২০১০ ১০:০০441656
  • কল্লোলদা, আপনি প্রনব বাবুকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, পসন্দ আপনা আপনা, কিন্তু হয়ত আপনার চোখ এড়িয়ে গেছে, তাই রাষ্ট্রক্ষমতার শীর্ষ্র বসে ওনার কাজকারবারের হিসেব নিকেষ:http://www.asianage.com/index.php?option=com_content&view=article&id=3867:fm-has-ignored-95-indians&catid=79:jayati-ghosh&Itemid=297

    এর পরেও প্রনববাবু কে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে চাইতেই পারেন। আপনার ইচ্ছে, আপনার মর্জি।
  • kallol | 124.124.93.204 | ০৩ মে ২০১০ ১১:২০441657
  • আমি যে ক্ষিতিবাবু কে চাইছিনা তা কি করে জানলে?
    প্রণববাবু হলেও ক্ষতি নেই।
    একটা ব্যাপারে আমার কোন দ্বিধা-মোহ নেই - যেই আসুক, কোন মৌলিক পরিবর্তন হবে না। ছোট ছোট কিছু কাজ হতে পারে, নাও হতে পারে। আবার নতুন ক্ষমতাওয়ালারা যখন দম্ভে পরিপূর্ণ হবেন, তখন আবার লড়াই হবে - দাম্ভিকদের সরানোর লড়াই।
    কং-তৃমূ জোট থাকবে না - আমি বলেছিলাম। অন্য জোট হবে। অপেক্ষা করো।
    ক্ষমতার দম্ভে সিপিএম তৃণমূল যতই শরিকদের দুচ্ছাই করবে তত এই জোটের সম্ভাবনা বাড়বে।
  • PT | 203.110.247.221 | ০৩ মে ২০১০ ১৪:০৮441658
  • দুষ্টু বাঙালীরা ক্ষিতি বাবুকে ক্ষতি বাবু আখ্যা দিয়েছে..........
  • Du | 65.124.26.7 | ০৩ মে ২০১০ ২০:০১441660
  • ক্রিমিন্যালরা লীডারশীপের হাতের বাইরে গিয়ে কাজ করেছে - এক্ষেত্রে এই বিশ্বাস অনড় আছে যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন