এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯২৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 117.241.228.239 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৬439304
  • pinaki babu ৩৩০০ কপি বিক্রী হওয়াতে আপনি রেগে যাচ্ছেন কেনো মহায়? যারা কিনেছে গাটের পয়সা খরচ করেই কিনছে, কোনো পার্টি অফিস দেয়নি।
  • Manish | 117.241.228.239 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৩439305
  • কেলোবাবুকে যখন দুষ্কৃতীরা খুন করে তখন ওনার ৬ জন বডীগার্ড যাত্রাপালা দেখতে গিয়েছিলো।পালাটির নাম বড়ই মুচ্‌মুচে 'গলির বৌমা এটম বোমা'।বডীগার্ডের আর দোষ কী।

  • Suvajit | 59.177.194.185 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫439307
  • তাতে কি প্রমান হোলো? সিপিয়েম সরকার থেকেও তো তিনি পদত্যাগ করেছিলেন, দালালের সরকার না কি সব বলে। এখন তো তিনি সে সরকারেরই মুখ্যমন্ত্রী।
  • ranjan roy | 115.184.95.92 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৩৩439308
  • এগুলোতে কিস্যু যায় আসে না। কিষেনজীর ডেপুটি কোন ছার, স্বয়ং কোন্ডাপল্লী সীতারামাইয়া,(PWGর একচ্ছত্র সুপ্রীমো) স্বয়ং সারাজীবনের কামকাজকে নিন্দে করে বুড়ো বয়সে বেরিয়ে এলেন। তাতে মাওবাদ ভারতে দুবলা হয়ে যায় নি।
    আসল কথা হল কোন লাইন বর্তমানে জনতার কোন আকাঙ্খাকে সার্ভ করছে কি না! যেমন PT বলেছেন।
    ভারতের সমস্ত রাজ্যেই প্রান্ত এলাকায় অধিবাসীদের যে বিরাট বঞ্চনার ইতিহাস সেখানে মাওবাদীরা ওদের বিক্ষোভকে নিজস্ব ব্যাকরণে ভাষা দিচ্ছে। তাতে কোন স্বর্গরাজ্য যে আসবে না সেটা অন্য কথা।
    সোমনাথবাবু সিপিএম ছাড়ায় কি সিপিএম দুর্বল হয়েছে?
  • ranjan roy | 115.184.95.92 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪০439309
  • শৈবাল,
    কবিতাটি কি তোমার লেখা? আমার খুব ভালো লেগেছে, কবিতা হিসেবে।
    বক্তব্যে একমত হই বা নাহই।
    আসলে আমি ওই মিছিল এখনই দেখতে পাচ্ছি না, পরে দেখবো আশা রাখি।
    বলতেই পারো--- রঞ্জন, চোখের থেকে চশমাটা নামাও, ঠিক দেখতে পাবে।:)))))))
  • SB | 59.93.206.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৯439310
  • পাগোল হয়েছেন রঞ্জনদা? আমি কবিতা লিখতে পারিনা। এটা অনামিকার লেখা। অর্কুটে থাকলে ওনার অনেক কবিতা / ছড়া এখানে পাবেন: http://www.orkut.co.in/Main#Community?cmm=19413908

    আপনার সাথে মতের অমিল হতে পারে, তবে পড়ে আনন্দ পাবেন, গ্রান্টি!
  • PT | 203.110.243.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭439311
  • এবার পকাবুরা দলছুট বা কিষেণজীর বিরোধী মাওবাদীদের আদ্যশ্রাদ্ধ শুরু করবেন সেই ""সব-ভুলে-ভরা"" সিপিএম-কে standard ধরে!! এ এক অত্যাশ্চর্য রাজনৈতিক অবস্থান--শত্রুর শত্রু আমার বন্ধু তত্বের এক অতিবিকৃত প্রয়োগ!!

    তবু শুনে নেওয়া যাক এতদিন কিষেণজির সঙ্গে থাকা মাওবাদী মার্শাল কি বলছেন:

    Marshall.....today believes that the Maoists’ path of revolution cannot bring relief to the tribals of Lalgarh. "Maoist are also power-mongers, just like any other political party. They are interested only in expanding their territory by using the tribals, but are least bothered about the development of the local people," Marshall said.

    Criticising the excessive use of violence by Maoist politburo member Kishanji, he said: "In the organisational hierarchy of CPI (Maoist), tribal leaders like Sasadhar Mahato or Mansaram Hembram alias Bikash are merely executing the policy decided by non-tribal leaders like Kishanji, Deepak and others."
    http://timesofindia.indiatimes.com/india/Tribal-vs-non-tribal-Division-in-Bengal-Maoist-ranks/articleshow/5546790.cms


    এই বিষয়টি ভেবে দেখার মত:
    Maoists....are least bothered about the development of the local people!!!!!!

    পকাবুদের ""দালালের"" তালিকাতে নতুন সংযোজন?
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০১439312
  • পিটি - এসব লিখছেন কাদের জন্য? আমি আর রঞ্জন অনেক আগেই এ নিয়ে লিখেছি এই সুতোতেই। মাওবাদীরাও - সিপিএম/তৃণমূলের মতই আদিবাসী স্বার্থের থোড়াই কেয়ার করে। ওদের রাজনৈতিক ফায়দার জন্যই ওরা আদিবাসীদের পাশে দাঁড়ায়। তবে তাতে বন্দুকের ডগা ব্যবহার না করলেও চলে। কারন আদিবাসীরা সত্যিই খুবই খারাপ অবস্থায় থেকে এসেছে - সিপিএম, ঝাড়খন্ড, বিজেপি, কং সব আমলেই।
    আর নেতৃত্বের কর্তৃত্ব? সেও সব কমিউনিষ্ট পার্টিরই একচেটিয়া।

  • PT | 203.110.243.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৬439314
  • ..... তাহলে তো হাতে দিদি ছাড়া আর কিছুই রইল না!!
  • SB | 114.31.249.105 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১০439315
  • হলনি, হলনি .... দিদিও তো বামুন!!
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৮439316
  • তৃমূ এলেও আদিবাসীরা যেখনকার সেখানেই থাকবেন। তারা আসেনি তো এখনো, তাই আমল ব্যাপারটা তৃমূর বেলা খাটে না।
    নইলে সিপিএম/তৃমূ/মাও/কং/বিজেপি এমনকি ঝাড়খন্ডী কারুরই আদিবাসী নিয়ে মাথাব্যাথা নেই।
  • Manish | 117.241.228.173 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৪439317
  • প্রায়শই দেখি শশধর মাহাতোকে আদিবাসি বলে চালানোর চেস্টা। মাহাতোরা কখনই আদিবাসি বা Trabal নয়, তারা OBC

  • ranjan roy | 122.168.164.8 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪439318
  • পিটি না মাইরি! খালি বোধহয় নিজের কন্ঠস্বর ভালো বাসেন। যাদের নিয়ে কথা বলছেন তারা কি বলে সেটাও নিজের কল্পনা থেকে সাজান।
    ওই মার্শাল বা কেউ আজকের মাওবাদীদের সমালোচনা করে যা বলেছেন তার চেয়ে অনেক তিক্ত সমালোচনা কল্লোল এবং আমি লালগড় এর সময় বুলবুলভাজায় বা অন্য টইয়ে করেছি। কাজেই মার্শালকে গাল দেয়ার আমার কোন দায় নেই। খালি বলতে চেয়েছি এগুলো খুব সিগনিফিক্যান্ট ঘটনা নয়, এতে মাওবাদ ভারতে শেষ হয়ে যাচ্ছে ভাবার কোন কারণ নেই। এর জন্যেও দীর্ঘকালীন রাজনৈতিক বক্তব্য দরকার।
    একদিকে কং-বিজেপি-সিপিএম বা অন্য মেইনস্ট্রীম রাজনৈতিক দল আরেক মেরুতে মাওবাদীদের ইনস্ট্যান্ট ন্যায়ের আশ্বাসন।
    তৃতীয় বিকল্প কি হবে? আমি জানি না। খুঁজছি।
    শস্তা বাজিমাৎ এর চেষ্টা নিজেকে ধোঁকা দেয়া হবে।
  • Arpan | 204.138.240.254 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৯439320
  • কোনটা? একদম ওপরের খবরটা তো? :-)
  • . | 115.117.236.160 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৯439321
  • হ্যাঁ, রাজধানীর খবরটা।
  • PT | 203.110.243.21 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭439322
  • @ranjan

    Maoists....are least bothered about the development of the local people.-এটিও কি আমার কন্ঠস্বরে প্রতিধ্বনিত আমার নিজের সাজানো কথা? মাওবাদ শেষ না হওয়ার একটি প্রধান কারণ কি এই যে আদিবাসীদের মাথায় AK-47 ঠেকিয়ে তাদের সামনে রেখে তথাকথিত আন্দোলন চালানো হচ্ছে? সেই কারণেই কি এইসব মাওবাদীরা ভোটের মাধ্যমে নিজেদের আসল শক্তির পরীক্ষা দিতে রাজী নয়?

    @. & Arpan
    রাজধানীর খবরটা পুরনো হয়ে গিয়েছে। আবাপতে আজকে প্রকাশিত রেল সংক্রান্ত এই চিঠিদুটো পড়ুন। কাকবাবুরা রেলের স্বাচ্ছন্দ্য কেমন দেখভাল করছেন বেশ বোঝা যাচ্ছে!! http://www.anandabazar.com/10edit5.htm

  • Arpan | 204.138.240.254 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪439323
  • আরে আমি তো দেখলাম রাজধানীর খবর একটা কাগজে খুঁজেই পাওয়া যাচ্ছে না। :) তারপরে শেষ পাতায় চোখ পড়ল। অ্যানাদার আজকাল ইন মেকিং? ;-)

    http://epratidin.in/EpaperPdf/1022010/1022010-md-hr-12.pdf
  • Arijit | 61.95.144.122 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬439325
  • ইন দ্য মেকিং নাকি অলরেডি ডান অ্যান্ড ডাস্টেড?
  • Arpan | 204.138.240.254 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৮439326
  • আরেকটু বাকি আছে। বেশি না। ইঞ্চিখানেক। ২০০৬-১১ এই সময়টুকুর পুনরাবৃত্তি করুক এরা।
  • Arijit | 61.95.144.122 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৫439327
  • অথচ এদেরই গাড়ির ছাতে কিনা... ;-)
  • Arijit | 61.95.144.122 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৫439328
  • সেই রুফ-ডান্সিং-এর পরে পরের প্রতিদিন দ্যাখো;-)
  • Arpan | 216.52.215.232 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৯439329
  • সে এখন কোথায় পাবো? :-)
  • PT | 203.110.243.22 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩439331
  • পরমাণু বিদ্যুতের বিরোধীরা যে কথাটা আমাদের জানাতে ভুলে গিয়েছেন:

    ""সরকারি হিসেবই বলছে, ২০২৫ নাগাদ সাড়ে আট লক্ষ মানুষকে উচ্ছেদ করতে হবে নতুন কয়লা খনি খুলতে হলে।"" http://www.anandabazar.com/archive/1100211/11edit4.htm
  • ranjan roy | 122.168.253.9 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৩439332
  • PT,
    আপনার ৯ ফ্রেব্রুয়ারির 12.57 pm এর পোস্টের প্রথম লাইনটা দেখুন যাতে আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এবার আমরা কিষেণজীর দলছুটদের আদ্যশ্রাদ্ধ করবো।
    তাতে আমার ও কল্লোলের বক্তব্য ছিল যে হলনি! হলনি!আমরা আদৌ শ্রীল শ্রীযুক্ত কিষেণজীর পরেই ভরসা রাখিনে তো ওর দলছুটদের সমালোচনা! এই পয়েন্টটা আপনি মিস করেছেন। পুরনো গুরু বা চন্ডালেরা বা নতুন অনেকেই কিন্তু মিস করেন নি।
    আর বুর্জোয়া পার্লামের্ন্টের মধ্যে দিয়ে জনগণের ইচ্ছে প্রতিফলিত হয় এটা মার্ক্সিস্ট রা মনে করে?
    তাহলে আমি নিতান্ত মুর্খ!
    নইলে কমরেড লেনিনকে জিগ্যেস
    করতাম কেন কেরেনস্কি সরকার ভেঙে দিলেন? কেন ভোটের ওপর এত অশ্রদ্ধা!
  • bitoshok | 128.101.220.108 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৬439333
  • পরমাণু বিদ্যুতের সমর্থকেরা খুব যত্ন করে যেই তথ্য গুলো শিকেয় তুলে রাখছেন :

    ১) নতুন চুল্লীর জন্য জ্বালানী ইউরেনিয়াম পুরোটাই আমদানী হবে। কেন? ভারতের ইউরেনিয়াম রিজার্ভ নগন্য।

    ২) নতুন চুল্লীর দরকার নেই। যে হারে এখন ইউরেনিয়াম খরচা হচ্ছে, তাতে কয়লার আগেই ইউরেনিয়াম ফুরোবে।

    ৩) ২০২৫ সাল অনেক দুরের কথা। পরমাণু সমর্থকেরা হিসেব করে বলুন তো দেখি - ২০১০ সালে নতুন পরমাণু চুল্লী বসাতে কতজনকে উচ্ছেদ করতে হবে?

    ধরা যাক হরিপুরের কথা। পরমাণু কেন্দ্রের চারপাশে ২০ কিলোমিটার ব্যসার্ধের একখানি বৃত্ত কল্পনা করুন। মোটামুটি এই চৌহদ্দির মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রন করতে হবে। কেউ হিসেব টা কষে জানাবেন প্লিজ!

  • Mmu | 78.236.153.102 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৬439334
  • PT দা, একটু এদিকে নজর দেবেন প্লিস।
    'গনতান্ত্রিক মহিলা সমিতির'সম্মেলনের জন্য তিন দিন কলেজ
    বন্ধ।
    লিন্‌ক দিলাম-http://www.anandabazar.com/12med1.htm
  • ranjan roy | 122.168.228.118 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০439337
  • PT ,

    আর একে-৪৭ ঠেকালেই যদি আনুগত্য লাভ করা যায় তাহলে ভারত সরকারএর একে-৪৭ অনেক বেশি। মাওবাদীদের নগণ্য। শহরে বসে মিডিয়ার গালগল্প না পড়ে একটু বস্তার ঘুরে আসুন না প্লীজ! তারপর নিজের মুখে ঝাল খেয়ে লিখুন, শুনবো।
    আমাদের কিন্তু বস্তারে মাওবাদী বেল্টে অনেকগুলো ব্রাঞ্চ আছে। বাসাগুড়া,দান্তেওয়ারা, কৈলিবেড়া,নগরনার সব জায়গায়। আমার ঘনিষ্ঠ বন্ধু শাকির আলি হার্ডকোর সিপি এম। ওর বাড়িতে ঈদের ভোজে সিটুর রাষ্ট্রীয় নেতা এম কে পান্ধেকেও পাত পেড়ে বসতে দেখেছি।
    ও যেচে অডিট সেলে গিয়ে তিনবছর বস্তারে কাটিয়ে এল। এখনও যাচ্ছে।
    মাওবাদী অধ্যুষিত বস্তারের হাল নিয়ে ওর ষোলটি লঘু কবিতা "পহল'' ও রাজস্থানের আর একটি নামকরা হিন্দি ম্যাগাজিনে বেরিয়েছে।
    বলুন তো ওর সঙ্গে ফোনে আলাপ করিয়ে দি'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন