এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৮৬৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 65.124.26.7 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:০২439271
  • আজিজুল যাই বলে থাকুন নিজের বিশ্বাসে বলেছেন। অনেক বারই বলেছেন -- নতুন কিছু আজ বলেননি। তাঁর সকলের গ্রহণযোগ্যতা অথবা জনপ্রিয়তার কোন দায় বা প্রয়োজন নেই বলেই মনে করি।
  • PT | 203.110.243.21 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১১439272
  • ... ঠিক! ঠিক!!
    তবে কিনা কাউকে দালাল বলে গাল দিলে কিছু প্রমাণপত্র পেশ করা উচিৎ এবং দালালীর বিনিময় মুল্য সম্পর্কেও জানান প্রয়োজন। নাহলে ভাল্লাগে না!
  • SB | 59.93.212.177 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৫439273
  • http://www.counterpunch.org/prashad01222010.html

    Maoism at Its Nadir : The Killings in Bengal
    By VIJAY PRASHAD


    পিনাকীর এন্টারটেইনমেন্টের জন্যে
  • kallol | 124.124.93.202 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৮439274
  • পিটি - তবুও বলবো না। আজিজুলদার সাথে ব্যক্তিগত পরিচয়। ওনার বহু কঠিন সময়ে পাশে থেকেছি ওনার মতের সম্পূর্ণ বিরোধী হয়েও। তাই এখন, যত ঘেন্নাই লাগুক, ব্যক্তি আজিজুল নিয়ে কিচ্ছু বলবো না। ওনার লেখায় উনি দালালী করছেন। আমি সেটার প্রতি আমার ঘেন্না জানিয়েছি।
  • a x | 75.53.204.181 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১০439275
  • এই রে, সেই ভিজয়প্রসাদ আবার, যে ঐ তাপসীর মৃত্যু ওর বাবা ইত্যাদিরা ঘটিয়েছে বলে পোবোন্ধ ফেঁদেছিল! কার যে কিসে এন্টারটেনমেন্ট!
  • kallol | 124.124.93.202 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১439276
  • এসবি - কমিউনিষ্ট মতাদর্শের মধ্যেই মুষল পর্বের বীজ আছ, তাই একে এড়ানো যাবে না। সারা পৃথিবীতেই কমিউনিষ্ট পার্টিতে ভাগাভাগি আর মারপিট (তঙ্কÄ ও বন্দুকে) সবচেয়ে বেশী। প্লেখানভ-লেনিন, কাউস্কি-লেনিন, স্তালিন-ট্রটস্কি, স্তালিন-তোগলিয়ত্তি, মাও-লিউশাওচি, মাও-হোজা, চারু-সুশীতল - এগুলো হিমশৈলের চূড়া মাত্র। এই বিতর্কগুলোয় যারাই (সাধারন সদস্য থেকে নেতা) পার্টির ক্ষমতাশীন গোষ্ঠীর বিরোধীতা করেছে তরই মুছে গেছে।
    মেরুকরণ যেখানে মূল মন্ত্র সেখানে এটা হবেই।
  • PT | 203.110.243.22 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৫439277
  • অতিসরলিকরণ হলনা? সত্যি সবক্ষেত্রে?

    Deng Xiaoping's economic policies came to odds with the political ideologies of Chairman Mao Zedong. As a result, he would be purged twice during the Cultural Revolution but regained prominence in 1978 by outmaneuvering Mao's chosen successor, Hua Guofeng. http://en.wikipedia.org/wiki/Deng_Xiaoping

    এদেশের ক্ষেত্রে তাত্বিক কারণেই জ্যোতিবাবুরা CPI ভেঙ্গে CPIM গড়েছিলেন। তারপর CPIM থেকে CPIMLCPI এবং CPIML দুটিই প্রায় বিলীয়মান রাজনৈতিক শক্তি। তার মানে এটা শুধু মূষল যুদ্ধ নয়। তত্বের ব্যবহারিক বাস্তবতা এবং সমাজের কাজে/কাছে তার গ্রহণযোগ্যতা বোধহয় একটা অত্যন্ত গুরুত্বপুর্ণ ঘটনা।
  • Rajdeep | 202.79.203.59 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬439278
  • কল্লোলদা , ব্যক্তিগত বা অন্য কারণে প্রমাণ যদি না দেন , তাহলে শুধু শুধু দালাল বলছেন কেন ? "দালাল" বিশেষণটি উল্লেখ করবেন অবার প্রমাণ চাইলে দেবেন না - এটা কি ঠিক ? আপনিই বলুন?

    এবার যদি কেউ বলে দোলা সেন- পুর্নেন্দু- সুজাত ভদ্র-সুভাষ দত্ত দালালি করে কত পান জানি , কিন্ত বলব না - সেটাও কি ঠিক হবে ?
  • Rajdeep | 202.79.203.59 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৭439279
  • *আবার
    * কিন্তু
  • a | 115.117.154.214 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৩439281
  • কল্লোলদার বক্তব্য ছিল বোধহয়, লেখাটা "দালালী"। ব্যাক্তি আজিজুল নিয়ে ওনার বক্তব্য নাই।

    * এর মানে আমি জানি না
    ** শেষ লাইনটা মজা
    *** এই মার্কেটে ডি: দিতেই হচ্ছে
  • PT | 203.110.243.22 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৬439282
  • বেশ, তবে লেখার দালালীটারই ব্যাখ্যা পেশ করা হোক।

    তবে দালালী করে ব্যক্তিমানুষটার যদি কোন ব্যক্তিগত লাভই না হল, তাহলে মানুষটা দালালী করছেন কেন সে প্রশ্নটার উত্তর পাওয়া তো আরও জরুরী হয়ে দাঁড়ায়!!
  • SB | 114.31.249.105 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪০439283
  • ইয়ে মানে, আজিজুল হক কে সিপিআইএমের জনতার বেশি না ডিফেন্ড করাই ভাল, যদিও SFI / DYFIএর জনতা শুনেছি গণশক্তির থেকে আজকালের উ:স: তে আজিজুল পড়তে বেশি আগ্রহি, আসলে আজিজুলের লাইনটা এই সময়ে অনেকটাই হোলিয়ার দ্যান দাউ টাইপ।

    যাইহোক বড়মাপের মানুষ, কাছ থেকে দেখে মনে হয়েছে ব্যক্তিগত ভাবে সৎ, এখনো প্রচুর পড়াশোনা করেন, খুব সাধারন ভাবে থাকেন ... লিস্ট বারালাম না। বুকফেয়ারে কগুর স্টলের সামনেই উনি ঘুরঘুর করেন, ওনার চেনাশোনা পত্রিকাগুলোর স্টল গুলোতে, রোজই প্রায়। কেউ একজন আলাপ করে ফেলুন। জানান দালাল কিনা। আমি সাধারন হার্মাদ হয়ে বেশি কিছু না বলাই শ্রেয়।

    ওনার লেখাতে কিছু প্রশ্ন আছে, এই তথাকথিত মাওবাদী লাইন নিয়ে প্রশ্নগুলো। লেখক কে আক্রমণ না করে প্রশ্নগুলোর উত্তর হিসেবে আক্রমণটা হলে আরেকটু ভাল লাগতো এই যা।

    কল্লোল দা, দুটো প্রশ্ন ছিল -

    ১। পরিবর্তনের পক্ষে যাদেরকে আপনারা, মাওবাদীরা সাপোর্ট করছেন, সেই কংগ্রেস-তৃণমূল জোট কোন শ্রেণীর প্রতিনিধি? আজিজুল একে বলেছেন প্রতিক্রিয়ার পুনরুত্থান (আজিজুল হক লেখার পরে গণশক্তি ও বিমানদা এই লাইনটা নিয়েছে ;-) ), এটা কেন ভুল?

    ২। বৃহত্তর প্রশ্ন, এই যে নকু-মাকু লড়াই চলছে সেই কতবছর হয়ে গেলো, এখনো কত গরীব মানুষ মারা যাচ্ছেন রোজ রোজ। এতে কার লাভ? মার্ক্স, লেনিন, স্তালিন, ট্রটস্কি, মাও সবার সাথেই বাওয়াল হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন মতের, কখনো মৃত্যু কখনো এয়ারব্রাশ (http://en.wikipedia.org/wiki/Censorship_of_images_in_the_Soviet_Union), পিছনে বেশিরভাগ সময়েই ছিলো মতাদর্শের লড়াই। কিন্তু এইসময়ে যেটা চলছে, তার পিছনে মতাদর্শ টা ঠিক কোথায়? কেন মাওবাদীদের কাছে এমনকি সিপিআইএমের সাধারন গরীব সমর্থক ও চরম প্রতিক্রিয়াশীল শত্রু?

    দেখে তো হতাশ লাগে, বুঝি না, বোঝান প্লীজ ....
  • PT | 203.110.243.22 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৬439284
  • আজিজুল বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই কাজেই ওঁকে defend করার কোন দায় আমার নেই। লেখা তো পড়িই, গত লোকসভা নির্বাচনে আজিজুল বাবুর দীর্ঘ বক্তৃতা শুনেছি স্বকর্ণে। মনে হয়নি একবারও যে কাউকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। বিশ্ববাজারের পরিপ্রেক্ষিতে সামাজিক অবস্থান এবং এদেশের রাজনৈতিক দলগুলির চরিত্র বিশ্লেষণ করেছিলেন নিজের মত করে অনবদ্য দক্ষতার সঙ্গে। তাঁর লেখার অনেক তত্বই এইসময়ের মাওবাদী-তৃণমূল-পকাবু আঁতাতের বিরুদ্ধে যায়। সেটাই কি তাঁকে দালাল আখ্যায় ভূষিত করার কারণ?
  • Rajdeep | 202.79.203.59 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:০১439285
  • কে ওনাকে ডিফেন্ড করছে? ? আমি অন্তত: নই। একটাই প্রশ্ন ছিল কোন প্রমান বা রেফরেন্স ছাড়াই কেন দালাল বলা হবে ?

    আর যদি বলেন "কল্লোলদা" বলছেন বলেই সত্যি - সরি ..... মানতে পারলাম না
  • kallol | 124.124.93.202 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১১439286
  • পিটি - অতিসরলীকরন বোধহয় নয়। দেং ফিরে এসেছেন - কারন হুয়োগুয়োফেং এর আমলে বা মাও এর শেষ দিকে পার্টির লৌহ মুঠি শিথিল হতে শুরু করে। মাও মারা যাবার পর পরই যেভাবে চার চক্রী নিয়ে দামামা বেজে ওঠে তাতে এটা পরিস্কার যে দেং রা যথেষ্ঠ প্রভাব রাখতেন , তাই শেষ পর্যন্ত হুয়োগুয়োফেংও সামলাতে পারেননি।

    জ্যোতিবাবুরা CPI ভেঙ্গে CPM গড়েছিলেন তাঙ্কিÄক কারনে কথাটা দুভাবে অর্ধসত্য - ১) জ্যোতিবাবুরা নয়। জ্যোতিবাবু, বীরেন রায় আর অজিত(এই রে! পদবী ভুলে গেছি) অনেকদিন পর্যন্ত সিপিআই বা সিপিএম কোনদিকেই যান নি। পরে জ্যোতিববু সিপিএমএ যোগ দেন। বীরেনবাবু আর অজিতবাবু আমৃত্যু ""সেϾট্রস্ট"" (এই নামে ডাকা হতো ওদের)থেকে গেলেন।
    ২) ঠিক কি কি তাঙ্কিÄক কারনে সিপিআই থেকে সিপিএম আর সিপিএম থেকে সিপিআইএমএল এগুলো খুব গোলমেলে, পরিস্কার নয়।
    যে কারনে CPI-CPM ভাগ হয়েছে তা বেশীরভাগই কৌশলগত প্রশ্নে, আর (বলা হয়) কিছু আন্তর্জাতিক প্রশ্নে(CPSUএর ২০ তম কংগ্রেসে CPSU-CPC বিতর্ক)। কিন্তু সিপিএম সেই বিতর্কে খুব যে চীনা পক্ষে ছিলো তাও নয়। বছরখানেকের মধ্যেই, বর্ধমান প্লেনামেই সিপিএম সোভিয়েৎ নিয়ে মূল্যায়ন পাল্টায় এবং নরম হয়। ভারতের পরিস্থিতি মূল্যায়নে প্রায় কোন ফারাক ছিলো না। জাতীয় গণতান্ত্রিক বিপ্লব আর জনগণতান্ত্রিক বিপ্লবের ফারক কি?
    CPM-CPIML ভাগ তো আরও হাস্যকর। জোর করে ফারাক তৈরী করা হলো। বৃহৎ বুর্জোয়া-জমিদার পরিচালিত রাষ্ট্রের জায়গায় আধা সামন্ততান্ত্রিক-আধা ঔপনিবেশিক (যা মোটেও ছিলো না)। জোর করে বিপ্লবী পরিস্থিতি তৈরী করে ফেলা। এগুলো দেখতে ""মতাদর্শগত ফারাক"" আসলে তা নয়।

    রাজদীপ - কেউ যদি দোলা-সুজাত-সুভাস দত্ত নিয়ে এ কথা বলে, আমার তাতে কিই বা বলার থাকবে। আমি ব্যক্তি আজিজুল নিয়ে কোন কথা বলবো না। লেখাটার প্রতিবাদ করছি।
  • SB | 114.31.249.105 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৭439287
  • কল্লোলদা, বীরেন বাবু তো APDR এ ছিলেন, যদ্দুর জানি উনি ইউনিফিকেশনের জন্যেও উনি সচেস্ট ছিলেন। আর CPI-CPM ভাগ এর বড় কারন বোধয় দেশের ক্ষমতাশালী শ্রেণীর চরিত্র আর তাদের সাথে ক্লাস কলাবরেশন নিয়ে মতভেদ। এটাকে মতাদর্শের লড়াই বলা যায়না? ৭০ দশকে CPIএর রোল তো আপনিই সবথেকে ভাল বলতে পারবেন, সামনে থেকেই দেখেছেন।

    কিন্তু আমার প্রশ্নগুলো অন্য ছিল, যাইহোক, ইচ্ছে হলে / সময় পেলে জানাবেন কি ভাবছেন।

    আর কিছু না বিপ্লবের পরে অনেক জায়গাতেই অনেক ক্যাচাল হয়েছে, কিন্তু ভারতের মত অবস্থায় অন্য কোথাও এরকম ধরনের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটির ইতিহাস আর আছে কিনা জানা নেই।
  • PT | 203.110.243.22 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৪439288
  • মাও-দেন আর CPI-CPIM-CPIML-এর উধাহরণের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে ""পার্টির ক্ষমতাসীন গোষ্ঠীর বিরোধীতা" করলেই সেই দল/গোষ্ঠী ""মুছে"" যাবে এমন ভাবার কোন কারণ নেই। আবার যারাই মুছে গিয়েছে তারাই ঠিক/সৎ/ওদের থেকে ভাল ইত্যাদি ভাবারও কোন কারণ নেই। মুছে যাওয়া গোষ্ঠীরা ক্ষমতাতে এলে কি হত সেটাও স্পষ্ট নয়।
  • SB | 59.93.201.170 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৬439289
  • মিছিল থেকে মুখ লুকিয়ে , কোথায় গিয়েছিলাম উধাও
    বলব না তা। কিন্তু ফিরে কি দেখছি তা যদি শুধাও ...
    বজ্রশব্দে মাইন ফেটেছে। উড়ছে বারুদগন্ধ খালি।
    ক্ষমতালোভ পুড়িয়ে দিচ্ছে দু:খিজনের গৃহস্থালি!
    যদিও খুব মেঘ করেছে ... রক্তবৃষ্টি আসছে ঝেঁপে ...
    দেখছি চেনা সেই মিছিলই হাঁটছে দৃঢ় পদক্ষেপে।

    সময় শুধু নিষ্ঠুর নয়, সেই সাথে সে বড়ই রসিক।
    হোর্ডিংঅএ মুখ প্রকাশ পেলে পাঠায় নানা পারিতোষিক।
    মগজ বোঝাই অঙ্কে মেশা নানান শেডের অন্ধকারও।
    মধ্যমেধার মধ্যবিত্ত কষছে হিসেব, চাইছে আরও।
    মৃত্যুপূজার রাক্ষসীকে বলছে না কেউ “দাঁড়াও ... রোসো” !
    সব্বাই চুপ ... অবাক কান্ড ...! পরমপ্রিয় শঙ্খ ঘোষও
    বলছেন না, “রক্তে কাদায় ব্যক্ত জীবন যায় না রোয়া !”
    মিছিল তবু হাঁটছে। কোনই ভয় নেই তার ... নেই পরোয়া!

    খুন হয়ে যায়, ঘাটের ... মাঠের ... হাটের পথের সঙ্গীসাথী।
    ছিটকে পড়ছে মাথার ঘিলু, ছিন্ন ব্যাগের আনাজপাতি।
    তবু মিছিল এগোয়। আকাশ নতুন আলোয় স্লোগান লেখে।
    হতক্লান্ত জীবন ... উঠে দাঁড়ায় ভূমির শয্যা থেকে।
    মৃত্যুশীতল সন্ত্রাস আজ করুক যতই হুকুমজারি ...
    হার না মানার এই মিছিলে, সারা জীবন থাকতে পারি!

    Source:http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=27728692&tid=5434445467102075999&na=4
  • Rajdeep | 202.79.203.59 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৮439290
  • পড়ুন ও পড়ান :-)
    http://tinyurl.com/yzxt3sq
  • SB | 59.93.243.124 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৯439293
  • বইমেলায় আজিজুল হকের লেখা নতুন বই, 'একটি দালালের স্বীকারক্তি'র ৩৩০০ কপি ছয় দিনেই শেষ!!
  • pinaki | 67.43.241.179 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৫439294
  • এইত্তো। এতক্ষণে একটা কংক্রীট হিসেব পাওয়া গেল টাকাপয়সার। সিপিএমকে চটিয়ে রখলে ঐ বই ৩০০ কপিও বিক্রি হত কিনা সন্দেহ। ;-)
  • Du | 71.252.208.123 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৪439295
  • তাই নাকি? তাহলে তো কাগু বেশি লোকের কাছে পৌছনোর জন্য স্ট্যাটেজি পাওয়াই গেল অলরেডি, আর বেশি চিন্তা করার দরকার নেই।
  • pinaki | 67.43.241.179 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৮439296
  • হ্যাঁ। সিপিএম কাস্টমার বেসকে যদি কাগু এমন কিছু ক্যাম্পেন মেটিরিয়াল দিতে পারে যা গণশক্তি দিতে পারছে না, তাহলে হই হই করে চার পাঁচ হাজার বিক্রি হবে - এ নিয়ে কোনো সন্দেহ আছে কি? আজকাল-ও তো সেই কাস্টমার বেসের উপর নির্ভর করেই ব্যাবসা করে।

    নক্সাল শিবিরের কজন আজিজুলের বই কিনেছেন খোঁজ নিন না। অবশ্য আমি কলকাতায় থাকলে কিনতাম। সেটা খোরাক পাওয়ার জন্যে। :P সাম্প্রতিককালে অবশ্য আজিজুলের একটা বড় ফ্যান বেস তৈরী হয়েছে সিপিএমের বাইরে - যাঁরা হাঁদাভোঁদা বা বাঁটুল না পড়ে আজিজুল পড়তে প্রেফার করে। নির্মল আনন্দের জন্য।
  • Du | 71.252.208.123 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৭439297
  • খোঁজ নেওয়ার দরকার কি - আপনি নিশ্চয় খোঁজ নিয়েই বলেছেন। তাই তো পাইকে বললাম।
  • SB | 59.93.246.124 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৭439298
  • আ:! রাগো কেন পিনাকী? নক্সাল কাস্টোমার বেসের জন্যেই তো জাগো বাংলা আর বর্তমানের এত হই হই চাহিদা :)
  • pinaki | 67.43.241.179 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৯439299
  • গোটা বাংলায় নক্সাল সিম্প্যাথাইজার ধরলে হাজার পাঁচেক। মানে যারা কাগজ পড়ে নিয়মিত। এই বাজারের উপর নির্ভর করে বর্তমান টিকে আছে শুনলে ঘোড়ায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারবে না। :-)
  • pinaki | 67.43.241.179 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৬439300
  • ও হ্যাঁ। দু দি কে আর একটা কথা। কাগু কিন্তু দুচারবার সিপিএমের পক্ষে লিখলেই তার বিক্রি বাড়বে না। দীর্ঘদিন ধরে শুধু সিপিএমের পক্ষেই লিখে যেতে হবে - তার বিশ্বাসভাজন হওয়ার জন্য। বিশেষত: সবচেয়ে ক্রুশিয়াল সময়গুলোয়, যখন সারা দুনিয়া সিপিএমের কার্যকলাপে তিতিবিরক্ত, তখন সেই দুর্দিনে সিপিএমের পাশে দাঁড়াতে হবে। তবে না ছদিনে ৩৩০০ বিক্রি হবে। :-)
  • PT | 203.110.243.21 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৯439301
  • এই ৫০০০ সংখ্যাটা কোথা থেকে উদয় হল? বাঙালীর দারিদ্রবিলাস---ধাক্কা লাগলে সাইকেল চালকের ভুল থাকলেও গাড়ীর চালককে ঠ্যাঙানোর---ঘটনাতে পরীক্ষিত ও প্রমাণিত। ইদানিং এই বিপ্লবীরা অনেকেই তৃণ-শাল হয়েছেন। এই বাঙালীর সংখ্যা খুব একটা কম নয় সেটা পথে ঘাটে সিঙ্গুর, নয়াচর, হরিপুর নিয়ে না-বোঝা, আধ-বোঝা মন্তব্য শুনলে খানিকটা ধারণা পাওয়া যায়। এইসব মাওব্যথী-তৃণশাল-পকাবুদের কাছে আজিজুল বাবু অবশ্য প্রাক্তন নকশাল হওয়া সত্বেও কলকে পাননা, কেননা তিনি--অসীম চাটুজ্জে/পুর্ণেন্দু বাবু জাতীয় বিপ্লবীদের মত দিদির সম্বন্ধে ভাল ভাল কথা এখনো বলে বা লিখে উঠতে পারেননি।
  • pinaki | 67.43.241.179 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৫439303
  • উনি বিগত কয়েকবছরে সিপিএম বন্দনা ছাড়া আর কিছুই লিখে উঠতে পারেননি। :-)

    আর কনটেন্ট ছাড়াও লেখার গুণমান বলে একটা কথা আছে। পাশাপাশি চারটে অসম্পূর্ণ বাক্য বসিয়ে দিলে, আর সন্ধ্যাভাষার মত অদ্ভুত ধোঁয়াটেমার্কা সঙ্গতিহীন কিছু স্টেটমেন্ট দিয়ে গেলে লোকে হাসাহাসি ছাড়া আর কি-ই বা করবে? ""অমিশন নয়, সচেতন কমিশন"" - এটা ""রক্তস্নানের রক্তকরবী"" বা ""মাও না, ফাও"" এর থেকে কোথায় উন্নত হল? :-) আমার ধারণা উনি নক্সালদের পক্ষ নিয়ে লিখলেও এখন সেগুলো একই রকম হাস্যকর হবে। লেখার প্যাটার্ণটাই এমন খোরাক টাইপের হয়ে গ্যাছে যে পড়লেই কুলকুলিয়ে হাসি পায়। কনটেন্টের দিকে নজরই যায় না। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন