এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ঐতিহ্যমন্ডিত বাংলা চটি সিরিজ

    sumeru
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৮১২৫৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.249.1.198 | ১৩ অক্টোবর ২০১২ ১৩:৩৪434524
  • রানার স্টল = কল্যান ঘোষের স্টল। মেট্রোর পাশে।
  • তাপস | 132.160.37.81 | ১৩ অক্টোবর ২০১২ ১৮:১৩434525
  • অধমের নাম তাপস দাশ।
  • Tapas | 126.202.200.80 | ১৪ অক্টোবর ২০১২ ০৭:৫৭434526
  • শমিক আমি এখানে "Tapas" আর "mon" নামে লিখে থাকি কখনো কখনো ... এবার থেকে mon নামে লেখাটাই better হবে ... ভুল বোঝাবুঝি টা কমবে .. Tapas Kumar Saha
  • কল্লোল | 125.241.86.25 | ১৪ অক্টোবর ২০১২ ০৮:০২434527
  • না। রমাপতিদার স্টল নয়। রাসবিহারী মোড় থেকে রমাপতিদার স্টলের দিকে যেতে, ঐ ফুটেই, প্রথম স্টল। রানা বা কল্যানের স্টল।
  • তাপস দাশ | 123.21.70.207 | ১৪ অক্টোবর ২০১২ ২৩:২৭434528
  • ধন্যবাদ কল্লোলদা
  • kd | 69.93.242.159 | ১৫ অক্টোবর ২০১২ ০৪:১৮434529
  • কল্লোল, কল্যান "রানা" নামটা চিনতে পারলেন না। আমি "রানার দোকান"ই খুঁজছিলুম। তারপর তোমার নাম বলতে নিজেকে ইন্ট্রোডিউস করলেন। উনি বললেন, ওনার ভাইয়ের নাম "বিট্টু"।
    আমি বোধহয় কোথাও ভুল করছি - ঠিক দোকানে বই দিয়েছি তো? ওনাদের ফোন করে একটু চেক করে নিও তো।
  • সিধু | 141.104.245.196 | ১৫ অক্টোবর ২০১২ ০৪:৪৬434530
  • ঠিক দোকানেই দিয়েছেন। কাঁচাপাকা দাড়িওয়ালা ভদ্রলোক তো? উনি কল্যাণদা। ওনাদের-ও একটা গানের গ্রুপ ছিল। এখনো আছে কিনা জানি না। কল্লোলদা বলতে পারবে ....
  • pi | 78.48.231.217 | ১৭ মার্চ ২০১৩ ১৭:৫৭434531
  • rabaahuta | 172.136.192.1 | ২১ মে ২০১৩ ২০:৩২434532
  • আচ্ছা, গুরুর পলিসিতে কি লিখেছে? অনুবাদ সাহিত্যের চটি বিষয়ে? প্রতি বছর একটি অনুবাদ সাহিত্যের চটি বেরুবে এরকম পলিসি পাশ করানো নিয়ে একটু দরবার করা যায় না?
  • কৃশানু | 213.147.88.10 | ২১ মে ২০১৩ ২০:৪৩434534
  • দুহাত তুলে সমর্থন, অনেক 'ক' ইত্যাদি রইলো.।
  • নী- পা | 151.0.8.158 | ২১ মে ২০১৩ ২১:০৫434535
  • খুবই ভাল হবে।

    সাদাত হাসান মান্তো -র অনুবাদ পেলে খুব ভাল লাগবে। ( জানি না কপি -রাইট আইনের সমস্যা আছে কিনা )
  • গান্ধী | 213.110.243.22 | ২১ মে ২০১৩ ২১:৫৪434536
  • সাদাত মান্টোর অনেকগুলো অনুবাদ তো বেরিয়েছে। বইমেলাতে পেয়েছি। অন্যরকম ট্রাই করা যায়।

    গুরুর অনেকেই ভারতের থাকেন, (বা অন্য রাজ্যের অনুবাদই বা কটা পড়েছি) সেখানকার পুরোনো গল্প তারা কি অনুবাদ করতে পারেন?? কপিরাট বিষয়ে আমারো আইডিয়া নেই
  • কৃশানু | 213.147.88.10 | ২১ মে ২০১৩ ২১:৫৭434537
  • গান্ধীর আইডিয়া ভালো, তবে অন্য রাজ্যে থাকলেও সে রাজ্যের ভাষা তো আমরা জানি না। কাজেই মূল নয়, ইংরেজি থেকে অনুবাদ করতে হবে। তবে হ্যা, থাকার সুবাদে সেখানকার সাহিত্যের হল হকিকত জানা যেতে পারে।
    যদ্দুর জেনেছি, তামিল এ আধুনিক সাহিত্য বলে তেমন কিছু নেই। চোল রাজবংশের ওপর একটা সেমিনাল ওয়ার্ক বাদে গত অনেকবছর নাকি কিছুই হয়নি।
  • গান্ধী | 213.110.243.22 | ২১ মে ২০১৩ ২১:৫৮434538
  • ভারতের বাইরে হবেঃ)
  • rabaahuta | 172.136.192.1 | ০৪ জুন ২০১৩ ০১:৫৪434539
  • সমালোচনা, আলোচনা। বইচই সংখ্যা যেমন হয়েছিল? কিন্তু ম্যাগাজিন ফর্মে নয়, বই ফর্মে। মানে ঐ সমালোচনা সাহিত্য না কি বলে না?
    এখন জুন মাস, এই বছরে আর ছ মাস বাকি। লেখক লেখিকাদের হুড়ো দেওয়া শুরু হোক না কেন। (অলরেডি শুরু হয়েছে কিনা জানিনা অব্শ্য, হয়ে থাকলে তো ভালোই)
  • π | ০৭ জানুয়ারি ২০১৪ ২০:০৮434540
  • আলোচাল, আমার যৌনতা, ঘেন্নাপিত্তি, পূর্বপ্রকাশিতের পর ও বন্দরের সান্ধ্যভাষার প্রথম এবং হাম্বার দ্বিতীয় সংস্করণ শেষ।

    এর আগে আমার ৭০, কারাগার ও লাজবাব দিল্লির দ্বিতীয় সংস্করণ বেরিয়েছিল।
  • সিকি | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:৩৫434541
  • π | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৮434542
  • রবিশংকর বল লিখেছেন ঃ '
    Kulada royer boi Kath Paataar Ghar porlam. Bondhura porun. E ek asamanya text. Boimelay Guruchandalir stalle paben. Okhane aro anek inspiring boi ache. Saikat bandopadhhyaer Kherobasana, Anwar Sahadater Pelekar Lungi. Eder porun. Eguloi nabin bangla sahitya.'
  • π | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২১434543
  • খেরোবাসনা, চটি সিরিজ ও গুরুচণ্ডা৯ নিয়ে চন্দ্রিল ঃ
  • π | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৫434545
  • মলয় রায়চৌধুরীর এবারের বই, 'অরূপ তোমার এঁটোকাঁটা' নিয়ে অনির্বাণ মুখোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশঃ
  • π | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৩434546
  • বিনয় চ্ক্রবর্তী, গৌতম নাগ, কল্লোল, সম্বিত বসুর লেখা 'বাংলা কাব্যগীতির অন্য ধারা' সংকলনটি নিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের বক্তব্য ঃ


    ডিঃ ভিডিও অডিও কোয়ালিটি ভাল না। বেটার কোয়ালিটির ভিডিও পরে দেওয়া যাবে, আশা করি।
  • π | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৩434548
  • বিপুল দাসের বর্ণসংকর বইটি নিয়ে জয়া মিত্র। বক্তব্যের মাঝের কিছু অংশ নেই।

  • π | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৬434549
  • "এমনিতেই মেজাজ তিরিক্ষে। সবকিছু দেখলেই এখন রাগ হয়। গরম পড়লে মনে হয় লোডশেডিং বাড়ল বলে। বৃষ্টি পড়লে মনে হয় রাস্তায় নেমে নৌকো খুঁজতে হবে। পুরুষ মানুষ দেখলে মনে হয় গায়ে ঘামের গন্ধ। মেয়ে দেখলেই ছিঁচকাঁদুনে। স্বাতীকে দেখলেও গা পিত্তি জ্বলে যায়। হুলিয়ে ঝগড়া করি। দুবেলা। মাঝে-মাঝেই চলে যাবে বলে। তা গেলে যাক, হাঁফ ছেড়ে বাঁচি। কিন্তু এমনি এমনি তো না, যেতে হলে আমাকেও সঙ্গে নিয়ে যাবে। একাকী যাবেনা অসময়ে। এইসব শুনলে শক্তি চাটুজ্যের উপর রাগ হয়। কী দরকার ছিল এইসব হাবিজাবি লেখার। বিশ্বের তাবৎ কবিদের উপর মেজাজ চড়ে যায়। রবীন্দ্রনাথ থেকে শুরু করে কালিদাস হোমার পর্যন্ত। ঐ জন্যই প্লেটো দেশ থেকে কবিদের দূর করে দিতে বলেছিলেন। ভালোই করেছিলেন। তবু আমার প্লেটোর উপরে রাগ হয়। শুধু বড়ো বড়ো বাত, কাজের বেলায় অষ্টরম্ভা, একটা কাজ যদি কমপ্লিট করে যেতে পারে। আর শক্তি চাটুজ্যেকেও বলিহারি। লিখে যদি বা ছিলি, ছাপার কী দরকার ছিল। কী দরকার ছিল মেয়েদের পড়ানোর। কাজে তো লাগাবেইনা, শুধু শুভকাজে বাগড়া দেবার জন্য কোট করবে। আমার পৃথিবীর তাবৎ মেয়েদের উপর রাগ হয়। মালতীবালা বালিকা বিদ্যালয় বোম মেরে উড়িয়ে দিতে ইচ্ছে করে। জয় গোস্বামীর বই পোড়াতে ইচ্ছে করে। তসলিমা নাসরিনের উপর পিত্তি চটে যায়। বিদ্যাসাগরের মুণ্ডপাত করি। অবশ্য বিদ্যাসাগরের মুণ্ডু আমার জন্য পড়ে নেই। যে জন্য নকশালদের আমি দুচোখে দেখতে পারিনা। সব ব্যাটা আধাখেঁচড়া কাজ করে। কারা যেন কণিষ্কর মুণ্ডু উড়িয়েছিল, কী পারফেকশন। কোনো বাপের ব্যাটা আর রি-ইঞ্জিনিয়ার করতে পারেনি। সেই ডেডিকেশন আর আজ কোথায়।
    আসলে দেশের যুবসমাজ ভোগে চলে গেছে। মাল খায় গাঁজা খায়, ভোটের সময় পয়সা নিয়ে খেপ খেলতে যায়, পুজোর সময় চাঁদা তুলে মোচ্ছব করে, মেয়ে দেখলেই জিভ বেরিয়ে যায়, কোনো ডেডিকেশন নেই। চাদ্দিকে পানের পিক ফেলে, হুহু করে বাইক চালায়, ফূর্তির প্রাণ সর্বদাই গড়ের মাঠ। দেখলেই গা জ্বালা করে। বাড়ির বাইরে পা রাখলে মনে হয় চড়কের মেলায় এসেছি। চতুর্দিকে সার্কাস চলছে। মাচার উপর চোঙা লাগিয়ে সর্বদা শনিপুজো। আমাদের দাবি মানতে হবে। কে কার দাবি মানে কে জানে। লোকে চলছে রাস্তা দিয়ে আর ফুটপাথ দিয়ে অটো। সবাই স্বাধীন। এক মাইল লম্বা জ্যামের মধ্যে দাঁড়িয়ে সবাই তারস্বরে হর্ন বাজাচ্ছে। যেন অশ্বমেধের ঘোড়া। এরই মধ্যে অটোয় তেড়ে এফএম চলছে, বাসে কোনো মহিলার পিছনে কে কী ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, তাই নিয়ে চিল চিৎকার। রাস্তায় বেরোলে আমাকে কান চেপে বসে থাকতে হয়। যুগটার উপরেই রাগ হয়। সুইসাইড করতে ইচ্ছে হয়। "
  • π | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮434550
  • dhutteri. bhulabhaal lekhaa pesT haye gel ken ? :(

    eTA habe.
    '"আমার ধর্ষণের সপ্তাহখানেক পর আমি এক মহিলার কথা শুনি...যিনি আমাকে এ ঘটনার কথা বলেছিলেন, তাঁর বলার ভঙ্গিতে ওই মহিলার প্রতি সম্ভ্রম ঝরে পড়ছিল, যিনি নিজেকে পুড়িয়ে মেরে স্বামীর সম্মান বাঁচিয়েছিলেন। আমার বাবা-মাকে ধন্যবাদ, আমি এসব কিছু বুঝতে পারি নি।" -- লিখছেন একজন মহিলা, সতেরো বছর বয়সে যিনি গণধর্ষিতা হন। "ঠিক টেস্টপরীক্ষার আগে আমাদের দু’জন ক্লাস টিচার সাজেশন দেবার জন্য আমাকে একটা ক্লাস রুমে ডাকেন ও তারপর শুরু হয় তাঁদের যৌন ক্ষুধা চরিতার্থ করার নোংরা খেলা।আমি পালাতে গেলে আমাকে মারা হয় ও বেঞ্চে ফেলে ... যৌন অত্যাচার... সবাই নোংরা বলল আমাকে। আমিই নাকি দোষী!" -- লিখছেন একজন শারীরিক পুরুষ। অধিক বিবরণ নিষ্প্রয়োজন। ধর্ষিতা এবং ধর্ষিতদের (হ্যাঁ, পুরুষদেরও ধর্ষণ হয়), নিজস্ব উপলব্ধি, আর আরো কিছু অন্যান্য টুকরো-টাকরার সংকলন রইল এখানে।'
  • π | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০০434551
  • পুরুষ মাত্রেই নারীকে কামনা করেনা। বা নারী মাত্রেই পুরুষকে। পুরুষ এবং নারীর একমাত্রিক যৌন আখ্যানের আড়ালে অজস্র দৃশ্যের জন্ম হয়। জন্ম হয়, চাওয়া, পাওয়া, অপ্রাপ্তি, আঘাত, নিঃসঙ্গতা এবং বেদনার। সেসব নিয়ে কোনো মহৎ উপন্যাস রচিত হয়না। নির্মিত হয়না কোনো প্রেমগাথা।

    এসব দৃশ্যের কিয়দংশ রইল এই বইয়ে। এই দ্বিতীয় সংস্করণে আরও বেশি সংখ্যা এবং বড়ো আকারে নিজেদের অভিজ্ঞতা, অনুভূতির কথা লিখেছেন এইসব মানুষরা, যাঁরা “স্ট্রেট” নন। মিডিয়াব্যাপী পুরুষ এবং নারীর একমাত্রিক যৌন আখ্যানের ধামাকার পাশাপাশি এই লেখাগুলিও থাক, বাড়তে থাকুক আকারে ও প্রকারে, প্রথম থেকে দ্বিতীয় সংস্করণে।

  • π | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৩434552
  • 'এড়িয়ে যাওয়া যাচ্ছে না, রক্ত ঝলমল আয়নাভরা দিন, এদিকে চারটে মাথার ভার, বেদের খাতার মেদ। এহেন কেবল সন্মতির প্রত্যাশায়,ইনফিউশন চলকে যায়। এক বেয়াড়া স্লোগান নিত্যকর্মে।তাকে গল্প বলে ঘুম পাড়িও না আর। শান্তি বলে কিছু নেই, দেওয়ালে মুগ্ধ শূন্যতা, সেলফোনকে আব্বুলিশ, হাতে রইল তিতকুটে অসফল নিত্যকর্ম পদ্ধতি। একদা এক ট্রেন মৃত্যুকে প্রশ্ন করল। একদিন দক্ষিণের হাওয়া। একদিন এক দোয়াত কালি। একদিন উপলক্ষ্য। আলো এলো অদল-বদলের খেলা নিয়ে। মজা ব্রহ্মপুত্রে কয়েকটি এলোমেলো নৌকা। তাকালে ঝিলমিল লেগে যায়। নৌকা প্রশ্ন করে। বেহালাও বাজে প্রতিপ্রশ্নে। রেল লাইন বরাবর বিক্ষিপ্ত চায়ের ভাঁড়ই এখন শিল্প। সবাই প্রশ্ন করতে লাগল। এস গান্ধারী,মুক্ত কর অক্ষিবন্ধন।জীবনের ওঠা পড়া যেন সহজেই চোখে লাগে,শোন অস্থিভস্মের ধুলোগান। বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি। এই সময়ের মানে বই।'

  • π | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৪434553
  • 'সোপা থেকে নগর ফিলোমেল। সলিল চৌধুরি থেকে প্রতুল মুখোপাধ্যায়। রঞ্জন প্রসাদ থেকে নাগরিক। এ হল কাব্যগীতির অন্যধারা। বাংলা গানের নতুন বাড়ি, যা শুধু ফুল ফল ও পাতা নয়। যেখানে বাগানে বেগুন গাছ বসায় কন্যা। চাঁদের আলোয় ভেসে যায় বেদে-বেদেনীর সংসার। এ হল বাংলাগানের নতুন ঘরকন্না, নতুন এক ময়মনসিংহ গীতিকার ইতিবৃত্ত।'

  • π | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১২434554
  • "শুধুমাত্র নাস্তিক হবার ‘অপরাধে’ রাসেল পারভেজ, সুব্রত শুভ, মশিউর রহমান এবং আমাকে সরকারি নির্দেশ মোতাবেক গ্রেফতার করা হয়েছিল, আরো দুইজন ফেসবুক ব্যবহারকারীকে শুধুমাত্র কোন ধর্মবিরোধী পাতায় লাইক দেয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছিল।।।"
    ফিকশন না, গালগল্প না। ফ্যাসিবাদ নয়, জরুরী অবস্থা নয়। ইতালি না, মধ্যপ্রাচ্য না। আন্তোনিও গ্রামশি নয়, নাজিম হিকমত নয়। জেলবন্দী ছিলেন আমাদের পাশের বাড়ির কজন। স্রেফ নাস্তিকতার "অপরাধ"এ। পড়ুন একবিংশ শতাব্দীর জেলখানার চিঠি
  • π | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৪434556
  • 'এমনিতে এই ঢপের লেখা কে কদ্দুর পড়বেন সন্দেহ আছে। তাই রিস্ক না নিয়ে, টিআরপি বাড়ানোর জন্য এক্কেবারে শুরুতেই বলে দেওয়া যাক, মোটে ২০১০ সালে জন্ম হলেও এই আধাখেঁচড়া কাহানিটি আদতে সেই মেগা উপন্যাসেরই সহোদর, যার নাম কারুবাসনা। শুনে কাইন্ডলি আঁতকে উঠবেন না। বাইচান্স দু-পাতা পড়ে ফেললে লেখার ভঙ্গী নিয়ে হেলে-ধরতে-পারেনা জাতীয় ঠাট্টা-ইয়ার্কিও মারবেন না। মনে রাখবেন, মহাগুরু মার্কস বলে গেছেন, যে, ইতিহাস বিলক্ষণ পুনরাবৃত্ত হয় -- এবং প্রথম কেচ্ছাটি ট্র্যাজেডি হলে পরেরটি অতি অবশ্যই প্যারডি। তদুপরি, কেউটে ধরতে হলে আগে হেলে ধরে হাত পাকাতে হবে, স্টেজে উঠতে গেলে প্রথমে বড়দাকে নমো করতে হবে, বিস্মৃত হবেন না, এসব কথা হল যুক্তির কারাগার। আমরা-ওরা ফ্যাসিবাদ। ওসব আটভাট কথায় আমরা আর বিশ্বাস করিনা। এই বছরে আমাদের স্লোগান, হেলে থেকে কেউটে নয়, সীমিত ক্ষমতায়, জাস্ট ধরা যাক দু-একটা ইঁদুর এবার।'

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন