এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ঐতিহ্যমন্ডিত বাংলা চটি সিরিজ

    sumeru
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৮২৩৭৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 117.194.201.135 | ৩০ জানুয়ারি ২০১০ ১৩:১৬434733
  • লোভ দেখাচ্ছে। :P
  • debanjan | 163.231.6.85 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৯434744
  • ইয়ে, এই চটি বই গুলো আম্রিকায় পাওয়া যাবে?
  • M | 59.93.192.127 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৬434755
  • অভ্যু,
    আমি তার অপ্পদিন আগেই গুরুতে এয়েছিলাম, কিন্তু ঐ সময় ব্যপক ঝামেলায় ছিলাম, অনেকদিন আসিনি।
    থ্যাংকু।
    মজার টই।
  • M | 59.93.192.127 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৯434766
  • আমি চারটে চটি এত একসঙ্গে পড়তে চাইছি যে কোনোটাই পড়া হচ্ছে না, আজ একটা পড়বোই। আর খবোরোলার চটি একটা বেরোলে ভালো লাগবে।
  • h | 121.242.55.34 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৪434777
  • হাহাহাহাহাহাহাহা ব্রিলিয়ান্ট। হাহাহাহাহাহা
  • pi | 128.231.22.89 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪০434788
  • নিকট ভবিষ্যতে দেশের কেউ চটি পেতে উৎসাহী হলে অবিলম্বে [email protected] এ মেইল করুন। পঞ্চম কাগুজে গুরু পোস্ট হবে শীঘ্র। চটিও তখনি পাঠানো যেতে পারে।

    বিদেশে পাঠানোর ব্যবস্থা হতেছে।
  • a | 59.161.124.204 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩৩434799
  • পাই দি,

    ১) কাগু গাহক না হলেও কি চটি নেবা যাবে?

    ২) মূল্য ও ডাকযোগে পাঠাবার খরচ কত? দিল্লী ও লুরু
  • a | 59.161.124.204 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩৬434810
  • ৩) সিঙ্গল চটি নেবা যাবে কি ন
  • pi | 72.83.210.50 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৪434821
  • ১) , ৩) হ্যাঁ।
    ২) ডাক যোগে পাঠানোর জন্য পাঁচ টাকা বেশি লাগবে।
  • kd | 59.93.192.14 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩২434833
  • সত্যিকারের খরচ কিন্তু তার থেকে বেশী। গুচ-৪ পোস্ট করতে লেগেছে ১০/-, গুচ-৩ ৮/-, গুচ-২ ৭/- শুধু স্ট্যাম্পে। এছাড়া প্যাকিংএও বেশ ভালোই খরচা আছে।

    আমি অল্টারনেটিভ খুঁজছি।
  • a | 115.117.149.208 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪২434844
  • ১) চটির দাম?
    ২) তো যা খরচ তাই নেওয়া হয় না কেন?
  • Blank | 170.153.65.102 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২434855
  • ডিডি দা
    'আমার সত্তর' একটা অসাধারন লেখা। এক নি:শ্বাসে পড়ে শেষ করার মতন লেখা। অনেক দিন বাদে খুব ভালো কিছু পড়লাম, খুব ই ভালো। আবেগ, ক্ষোভ আর তার সাথে ডিডির সিগনেচার ফচকেমির একদম পারফেক্ট মিশ্রন বলা যায়।
    আর ঐ চটি যখন শেষ হলো, তখন মনে হলো সত্যি ডিডিদার সাথে অনেক কটা বছর হেঁটে এলাম যেন।

    (বাকি গুলো এখুনো পড়া হয় নি। আমার মুল্যবান রিভিউর অপেক্ষায় থাকুন লেখকেরা)

    কল্লোল দার লেখাটা কাগু তে শেষ হয়ে গেলে সেটাও চটি বানিয়ে বার করা উচিৎ
  • de | 59.163.30.5 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩২434866
  • কলকাতার বাইরে থাকা অবহেলিত বাঙালীদের জন্য কিছু ভাবুন কমরেড! আমরা কি করে চটি পড়বো? পদস্খলন থেকে পদোন্নতির পথে আমরাও যেতে চাই :)
  • Samik | 219.64.11.35 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৫434888
  • লেখা কি পোকাশিত হলে তবেই চটি বের করা যাবে? অপ্পোকাশিত চলবে না?

    (আমি আমার উত্তরবঙ্গটা আবার লিখতে শুরু করেছি)
  • de | 59.163.30.5 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৫434877
  • পাই, আমি চটি চাই!
  • Arpan | 216.52.215.232 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৩434899
  • ইপিস্তা যে লিখল মেল করলে চটি পাওয়া যাবে!
  • dipu | 61.12.12.83 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৯434910
  • [email protected] এ চটি চাই বলে মেলিয়ে দিন। পেয়ে যাবেন :-)
  • quark | 202.141.148.99 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৬434921
  • মেল তো ভেজেগা, লেকিন পেমেন্ট ক্যায়সে করেগা?
  • Arijit | 61.95.144.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৪434932
  • চটির সাইজ লিখতে ভুলবেন না। নইলে সেই "ক্রেপ সোল, ক্রোম লেদার' কেস হতে পারে;-)
  • M | 59.93.206.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৩434944
  • আমি ডিডি দা আর কল্লোল দার সেই সময় পরে এট্টুস ঘাবরায়িত।আসলে কেমন স্বপ্ন মাখা বিপ্লব বলেই জেনেছিলাম সময়টাকে , কেমন ঘেঁটে গেলাম।

    একটা ঘটনার সাথে ক্যামন সিমিলার লাগছে, যদিও সত্যি মিল নাই।অনেকবার বলেছি ঘটনাটা আবার বলে যাই।

    আমরা কম্বোডিয়ায় বেড়াতে গেছিলাম।তখন খমের রুজ বাহিনীর কিছু কীর্তি দেখে এসেছিলাম।

    খমের রুজ বাহিনীর লিডার মানে পল পট সে দেশের রাজাকে সরিয়ে চীনের না কার সহায়তায় কম্যুনিজমের পথে দেশের শাসন শুরু করে।আরো পাঁচজন কে কে জেন ছিলো এই শাসক দের মধ্যে। আমার এত ডিটেইলস মনে থাকেনা।

    এরা ক্ষমতায় এসেই প্রথম যে কাজটা করে সেটা হলো ঠিক করে নেয় দেশে দু ধরনের মানুষের শ্রেনী থাকবে, শাসক এবং মজুর।মাঝামাঝি কেউ নয়।আর মাথা নিয়ে কাজ যাদের সেই লোকগুলোকেই মানে বুদ্ধিজীবিদের নিয়েই যত গন্ডোগোল, এরাই পাবলিক ক্ষেপায়, তাই যত আইনজীবি, ডাক্তার, শিক্ষক, শিল্পী ইত্যাদি লোকেদের তালিকা তৈরী করা হয়।তাদের সেই বিখ্যাত জেলে ঢোকানো হয়। তাদের দুটো করে ছবি তোলা ডকুমেন্ট হিসাবে, একটা সামনে থেকে আর একটা সাইড থেকে। ছোট বাচ্চাদের মায়ের কোলে বসিয়ে একসাথে তোলা হয় সেই ছবি।
  • M | 59.93.206.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪২434955
  • আর সেই সব মানুষদের ধরে কয়েদ করা হয় প্রথমে। অকথ্য সব আদীম পথে অত্যাচার করে তিলে তিলে কষ্ট দেওয়া হয় ও শেষে কিলিং ফিলড এ গিয়ে মেরে ফেলা হয়।

    সেটা এভাবে,প্রথমে হাঁটুতে মেরে হাঁটু ভেঙ্গে দেওয়া হয় আর চোখ অন্ধ করে দেওয়া হয়। তারপর হাঁটু মুড়ে বসিয়ে মাথার পিছনে ডান্ডা মেরে মেরে ফেলা হয়।আর ফেলে দেওয়া হয় আগে থেকে তৈরী অসংখ্য ডোবা গুলোর একটাতে, পরবর্তী কালে এই ডোবা গুলো থেকে প্রায় হাজার তিরিশেক কি আরো বেশী মানুষের কংকাল পাওয়া যায়।যেগুলোতে কয়েকমাসের বাচ্চা থেকে সত্তর বছরের মানুষ পর্যন্ত্য ছিলো।এখন একটা প্রায় দোতলা মিনার করে তাতে করোটি সাজিয়ে রাখা আছে কাঁচের ঘরে।

    আর আছে একটা গাছ, যে গাছে শিশুদের আছড়ে মেরে ফেলা হতো, আরো এক খেলা ছিলো তাদের বাচ্চাকে আকাশে ছুঁড়ে দিয়ে বন্ধুকের উপরের ছোরাটাতে গেঁথে ফেলা হতো।

    আর এই কাজ গুলো করতো যে খমের রুজ বাহিনী তাদের সদস্যরা এগারো থেকে উনিশ বছরের, তাদের ভয় দেখিয়ে এসব করানো হতো, তারা ভাবতো এটাই দেশপ্রেম।মগজ ধোলায় যাকে বলে।
  • M | 59.93.206.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৫434966
  • আমি অবাক হয়ে দেখলাম, এই একই ইজম নিয়েও ভিয়েতনামিসরা দিন দিন নিজেদের এগিয়ে নিয়ে চলেছে অসম্ভব দ্রুত গতিতে আর তার পাশের দেশ নিজেরাই নিজেদের জাতির মেরুদন্ড ভেঙ্গে ফেলেছে, আর ক্রমশ: পিছোচ্ছে।
  • de | 59.163.30.5 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৬434977
  • বম্ম,
    দারুণ হচ্ছে!

    আমার আবার গান পেলো :))

    চটি দাও আমায় চটি দাও
    ইচ্ছা প্রবলতর চটি পড়িবার
    আ-আ-আ-আ-আ-আ-আ-আমায় চটি দাও !!

    (অনুপ্রেরণা:-- চন্ডালিকা)
  • dukhe | 122.160.114.85 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:০২434988
  • 'আমার সত্তর' নিয়ে একখান কোচ্চেন । দেখলাম রাজভবনে ইন্দিরাবাবুর সঙ্গে দেখা করতে সবাই সার দিয়ে গেসলেন । শঙ্খ ঘোষের লেখায় (এখন সব অলীক) উলটো পড়েছি । রাজভবনে অনেকেই যাননি, অলোকরঞ্জনের মত কেউ কেউ গিয়ে সরাসরি প্রশ্ন করেছিলেন শিল্পের ওপর এই সেন্সর কেন থাকবে ইত্যাদি । কোনটা ঠিক?
  • dukhe | 122.160.114.85 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৩434991
  • পুন: - প্রশ্নটি দীপ্তেনবাবুর চটি নিয়ে, কল্লোলবাবুর লেখা নিয়ে নয় ।
  • dd | 122.167.34.123 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১২434992
  • "সবাই" মনে সবাই।

    দু একজন হাতে গোনা বাদে। সে য্যামন লিখলাম,কলকাতা শহর শাসন করা (একদা) রাগী যুবকেরা, গাঢ় বামপন্থী নাট্যকার, একেবারে উচ্ছন্নে যাওয়া বখাটে কবি, এরা .... সবাই। আলাদা করে রোলকল করার দরকার নেই। যেমতি দরকার নেই ৬২ তে "শিল্পীর স্বাধীনতা"য় কে কে লেখেন নি।

    সময়টাও অদ্ভুত। জ্যোতি দত্ত পালিয়ে বেড়াচ্ছেন, গেরেপতার বরুন আর গৌর ঘোষ। মাঝ রাতে তল্লাসী হলো বুদ্ধদেব গুহের বাড়ীতেও। ছাপানো যাচ্ছে না আরেন্টি স্যারের কবিতাও(চিত্ত যেথা ভয়শুন্য), সেন্সরশিপের চুড়ান্ত।

    তখন ইন্দিরাজী চা চক্রে আমন্ত্রিত হলেন ও গ্যালেন সবাই(উ:,ঐ দু এক জন যান্নি)।অলোক বাবু খি জিগিয়েছিলেন, জানি না। অমন প্রশ করলে তখন খবরের কাগজে ছাপানো হতো না। তবে আমি শুনি নি কেউই ইন্দিরাকে বিব্রত করেছিলেন।

    চ্যালেঞ্জ নয়,অভিমান।

    তবে সেটার জন্যেও সাহস দরকার ছিলো।
  • kd | 59.93.200.209 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০০434994
  • যতক্ষণ না আমরা দেশের পাব্লিককে চটি বই সাপ্লাই করার প্রসেস সেটাপ না করতে পারছি, গুরু'র জনতার জন্যে কি কিছু করা যায় না? যদি ম্যানেজমেন্টের পছন্দ হয়, আমি চারটে চটি খবরের কাগজে মুড়ে পাঠাবার চেষ্টা করতে পারি - ধরো ১০০ টাকায় (৬০ টাকা বইএর লিস্ট প্রাইস)। পাঠাতে যদি কম লাগে জানিয়ে দেবো।
  • kallol | 124.124.93.202 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২434995
  • শুনেছি কেউ কেউ ঐ ধরনের প্রশ্ন করেছিলেন - জবাব ছিলো দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলরা দেশের নিরাপত্তা/স্থিতিশীলতা ক্ষুন্ন করছে, তাই সময়িক ভাবে এই ""অনুশাসন পর্ব""র দরকার আছে।
    এরপর আর প্রশ্ন হয়!!
  • tkn | 122.162.42.9 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৩434997
  • চটি পড়লাম। মানে, চটি আগেও পড়তাম, জন্মইস্তকই পড়ছি, তবে কিনা, এ চটি সে চটি নয়...

    আমার সত্তর - আমার খুব প্রিয় লেখা। যখন বেরিয়েছিল আগে, নেট এডিশনে, তখন পড়েছিলাম। এবার কিনে এনে পড়লাম আবার। লাভের মধ্যে এই যে মা ও পড়তে পারল আমার সঙ্গে। ৭০-এ বিয়ে হয়ে জামালপুর থেকে বরানগরে আসা মেয়েটি জানলার ফাঁক দিয়ে লুকিয়ে দেখত সামনের বড় মাঠের পাশের যে পুকুরটায় আগের দিন একপাল ছেলে ফুটবল খেলে হাত পা ধুতে নেমে জল তোলপাড় করছিল, সেই পুকুরেই একটা ভ্যানরিক্সায় চড়ানো কাপড়চাপা দেওয়া একমুঠো লাশ ঝপাঝপ ডুবে গেল....... সন্ধ্যের মুখে পাড়া শুনশান হয়ে গেলে বারান্দায় কাপড় তুলতে এলে চাপা কঠিন গলায় শুনতো "বউদি, ভেতরে ঢুকে যান তাড়াতাড়ি"..... বাপী অফিস থেকে বাড়ি ফেরার আগে অবধি ভয়ের চোটে কিছু না করতে পেরে তিনবার সন্ধ্যে দিত ঠাকুরের সামনে শুধু এই ভাবনায় যে ঘরের লোকটি যেন ঘরে ফিরে আসে ঠিক, কোনো গন্ডগোলের মাঝে পড়ে "খবর" যেন না হয়ে যায়...
    এসব গল্প মায়ের কাছে শুনতাম আর দেখতাম কমলকাকুর বাবাকে। দাদু বলতাম ওনাকে আমরা। কমলকাকু সেই তাদের মধ্যে একজন যে পুলিশের ভ্যান থেকে "ছাড়া পেয়ে" মুক্তির আনন্দে দৌড়তে গিয়ে পিঠে গুলি খেয়ে মুখ থুবড়ে পড়েছিল কোনো এক মাঠের মধ্যে।
    দাদু এসে মায়ের সঙ্গে অনেক অনেক গল্প করতেন আর মা, যেন দাদুর আপন বৌমাটি, এমনি করে যত্ন করত দাদুকে।
    "আমার সত্তর" পড়ে মায়ের আশ মেটেনি। আরো বেশি লেখেন নি বলে ঐ একটি চটিই দুবার পড়েছে, আর আমাকে বলেছে বইটা যত্ন করে রেখে দিতে যাতে আমার এই গুচ্ছের বইয়ের মধ্যে হারিয়ে না যায়। বড়মাসিমনিকে পড়তে দিতে হবে বইটা। ডিডিদা, শুনছেন? ...
    :-)))

    আলোচাল - বোধহয় কবিতার বই বলেই মুদ্রণমিস্টেক চোখে লেগেছে খুব বেশি। কবিতা, এমনিতেই "বুঝে নিতে হয় খানিক"। তাতে যদি আবার এমন ছাপাখানার ভূতের হস্তক্ষেপ থাকে তো বুঝতে এট্টু..... :-((((

    পূর্ব প্রকাশিতের পর - পড়ে বুঝব ভাবিনি। যখন অন্য পাতায় এই লেখাগুলো বেরোতো তখন দুটো জিনিস মনে আসত
    ১। ভাগ্যিস আমি "প্রিয় পাঠিকা" নই।
    ২। 'প্রিয় পাঠিকা"র কি বুদ্ধি!!!!
    তবে সে কিছুকাল আগের কথা। এবার, কিনে এনে পড়ে দেখলাম তত কঠিন নয়। তবে এই বইটা দুটো কিনে ফেলা ভালো। প্রথমটা পড়তে পড়তে বুঝতে শিখে নিয়ে পরেরটা বুঝতে বুঝতে পড়া হয়ে যাবে :-))

    হাম্বা - এমনিতেই গরুর রচনা বিখ্যাত, এখন আরো অনেকগুলো রচনা সমেত চটি হয়ে বেরিয়ে আরো বিখ্যাত হল। এই রচনা সংকলন অবিলম্বে মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসির পাঠক্রমের অন্তর্ভুক্ত হোক এই কামনা করি :-))

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন