এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ১৫ নভেম্বর ২০০৯ | ৪৯৯৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 65.124.26.7 | ২৫ জানুয়ারি ২০১০ ২৩:২১430535
  • শ্রাবণী, ঠিক ঠিক ঠিক।
  • Sibu | 66.102.14.1 | ২৬ জানুয়ারি ২০১০ ০০:৫৬430536
  • আজ্জো যখন এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস এনেই ফেলল, তখন ইউজিন ফামার এই ইন্টারভিউটাও থাক। মোটের ওপর শয়তানকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিৎ।

    http://www.newyorker.com/online/blogs/johncassidy/2010/01/interview-with-eugene-fama.html

  • Blank | 59.93.254.18 | ২৬ জানুয়ারি ২০১০ ০৮:৫০430537
  • বেসিকালি, আমরা সফটওয়ার কনসাল্টেন্সীর লোকেরাও আদতে তাই। এজেন্সী মারফত কাজের লোক
  • bb | 117.195.161.59 | ২৬ জানুয়ারি ২০১০ ১১:১৫430538
  • আমি গত আট বছর ধরে এজেন্সি মারফত লোক রাখি। প্রতি ৬মাসে তারা বাড়ি যান, তখন এজেন্সি অন্য লোক দেন।এজেন্সি এক মাসিক কমিশন নেয়, বাকি টাকা আমি যিনি কাজ করেন তাকে হাতে দিয়ে থাকি। আমার মেয়ে আছে বলে আমি বয়স্কা মহিলা নিয়ে থাকি এবং আজ পর্যন্ত কোন অসুবিধা হয়নি। সমস্ত ব্যাপারটা নির্ভর করে আপনার ব্যবহারের ওপর।
    আমি এই খবরও জানি যে এজেন্সী এদের সব সুবিধা দেয় না, তবে আমি যাদের থেকে লোক নিয়ে থাকি তারা কোন অসামাজিক কাজ করেন না।এদের বাজারে সুনাম আছে। অন্যদিকে আমি যাঁরা লোক নেন তাঁদের অন্য খারাপ ব্যবহারের কথা শুনেছি।
  • vikram | 193.120.76.238 | ২৬ জানুয়ারি ২০১০ ১৫:১৭430539
  • আমি দুই রকম লোকই এখেনে রেখেছি। এজেন্সি এবং এমনি। এজেন্সিতে মাইনে মেশি, কিছু ট্রেনিং ও থাকে। কিন্তু অনেকের দাম টু বেশি ভালো কাজের রেশিও ততটাও ভালো হয় না। এজেন্সিতে কনট্রাক্ট থাকে, সেই অনুযায়ী কর্মী মাইনে পায়, এজেন্সি হলো দালাল সেও কিছু পায় (বেশ বেশি, কুড়ি পার্সেন্ট), বদলে কর্মীদের ডিটেল থাকে, ইনশিওরেন্স দেয়, চাবি তাদের হাতে দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকার গ্যারান্টি দেয়। অ্যালেজেডলি। কিন্তু এমনি কাজ করলে মুখের কথাতেই চলে। সেও বেশ ভালো ই চলে। সব মিলিয়ে ঐ একটু সন্তোলন করতে হয়।
  • SS | 128.248.169.73 | ২৯ জানুয়ারি ২০১০ ০৯:৩৭430540
  • শ্রাবণীর লেখা খুব ভালো লাগলো।

    আমার নিজের দেখা একটা ঘটনার কথা বলি। দেশে যাবার সময় দিল্লী ডোমেস্টিক এয়ারপোর্টে নঘন্টা মত অপেক্ষা করতে হয়েছিল রাতে। ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে গিয়ে এক বাচ্চা মত মেয়ের পাশে বসেছি এমন সময় দেখি এক মহিলা এসে তাকে অনেক প্রশ্নকরতে আরম্ভ করলেন। মেয়েটি কিছুই উত্তর দেয়না শুধু কোনো ডকুমেন্ট চাইলে সেটা বার করে দেখায়। কিছুক্ষণ পরে এই মহিলা-পুলিশ/গোয়েন্দা হাল ছেড়ে দিয়ে আমাকে জিগ্গেস করলেন আমি তামিল জানি কিনা। আমি উত্তর দিলাম, না। প্লেনে চেন্নাইয়ের একজনের সঙ্গে আলাপ হয়েছিলো তাঁকে দেখিয়ে দিলাম। কথা শুনে বুঝলাম, মেয়েটি শ্রীলঙ্কা থেকে দুবাই যাচ্ছে পরিচারিকা হিসাবে। দিল্লী এয়ারপোর্টে কোনো এক পুষ্পা-ম্যাডাম এসে ওর সথে দেখা করে ওকে দুবাই নিয়ে যাবেন। যদ্দুর মনে হল পুলিশ চায় এই যাওয়াটা আটকাতে কিন্তু কাগজপত্তর সবই ঠিকঠাক আছে এবং মেয়েটিও সাবালিকা তাই কিছুই করার নেই।

    এরপর কী হল তা জানিনা...... আশা করি এই পুষ্পা-ম্যাডাম কোনো নারী পাচারকারী দলের সদস্য নন।
  • shrabani | 124.30.233.102 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৩430541
  • a,
    মতামত পাকামি কেন হবে, তোমার মনে হলে লিখতেই পার!
    তবে আমার লেখাটা খেয়াল করো রাঠোরের কেস রিপোর্ট নয়। আমার ডায়েরী, তাতে ঐ কেস দেখেশুনে কিছু মনে হওয়া কথা লেখা। আমি রাঠোরকে অপরাধীই বলব,তার জন্য কোর্টের রায়ের দরকার নেই।
    ওসব আইনের কচাকচিতে উকিলেরা মাথা খারাপ করুক না ডকুমেন্টাল এভিডেন্স ইত্যাদি নিয়ে আরও উনিশ বছর!
  • Guruchandali | 117.194.196.158 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৬430542
  • প্রকাশিত হল তিনটি নতুন লেখা:
    --------------------------------

    ১। বুলবুলভাজা : ছত্রিশগড় থেকে ফিরে (প্রথম সংখ্যা)

    ২। কূটকচা৯ : একটি সহজ বইমেলা গাইড (প্রথম সংখ্যা)

    ৩। আলোচনা : হ্যাকিং : অপরাধ ও ঐতিহ্য

    ---------------------------------
  • Arijit | 61.95.144.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৮430543
  • "২৬ নম্বর বিল্ডিং-এর বেজমেন্টে EAM রুম' - এট্টু ঠিক করে দাও কেউ।

    আর আমার টাইটেলটা মোটে পছন্দ হয়নি। হ্যাকিং (এমআইটি-র এথিক্‌স অনুযায়ী) কোন অপরাধ নয়, নয়, নয়।
  • SS | 128.248.169.147 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৩430545
  • অরিজিতের এই লেখাটা কি আগে এখানে পড়েছি? ঠিক মনে পড়ছে না, হয়তো কোনো টইয়ে আংশিকভাবে।

    আর কপি-লেফ্‌ট দেখে খুব মজা পেলাম।
  • Arijit | 61.95.144.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৫430546
  • GNU লাইসেন্সিং (জিপিএল, এলজিপিএল ইত্যাদি) বা বিএসডি লাইসেন্স - ফ্রী/ওপেন সোর্সের এগুলোকে শর্টে কপি-লেফ্‌টই বলে।
  • Arijit | 61.95.144.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৭430547
  • আর ইয়ে - এটা অনেকদিন আগে রিভিউ হিসেবেই টইয়ে শুরু করেছিলুম - কিন্তু শেষ করতে পারিনি। ওই একটা প্যারা সেই লেখাটা থেকেই নিয়ে জিনিসটাকে দাঁড় করিয়েছি।
  • sinfaut | 203.91.193.7 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৫430548
  • ******************

    আলোচনা :

    "হ্যাকিং : অপরাধ ও ঐতিহ্য" লেখাটির নাম বদলে "বুক রিভিউ: Hackers:Heroes of the Computer Revolution" করা হলো।

    (লেখকের অনুমতি নিয়ে)
  • I | 59.93.223.186 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৬430549
  • সিদ্ধার্থ মিত্রের লেখাটি সুঅনুদিত। কাগুজে গুরুতে বেরিয়েছিল না? গুরু ৪-এই তো ? পুরোটা নয়, যদ্দুর মনে হচ্ছে। হোটেলের ঘর নিয়ে কথা তো ছিল না !
  • tatin | 130.39.149.5 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩০430550
  • বইমেলার সাজেশনগুলো গুচ্ছ বেরোচ্ছে- কুডোস!
    আবাপ ও লালবই-এর ভূমিকা সম্পর্কে চোখ খুলে গ্যালো
  • tatin | 130.39.149.5 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩১430551
  • তবে মৌসুমী প্রকাশনীর ওপর কোনও মনোজ্ঞ ডিটেল রিভিউ বেরোলে ভাল্লাগত
  • kk | 76.114.64.110 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৯430552
  • ইন্দোদা, গুরু-৪ এ অংশ বিশেষ বেরিয়েছিলো, সেখানে শুরুতে সেকথা লেখা আছে দেখো।
  • I | 59.93.241.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪১430553
  • হ্যাঁ হ্যাঁ, দেখলাম।
  • a x | 143.111.109.1 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪৯430554
  • সিদ্ধার্থর তোল কিছু ছবিও ছিল এই লেখাটার সাথে রেলেভ্যান্ট, সেগুলো লেখার সাথে রাখা যায়না?
  • sinfaut | 117.194.192.176 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩২430556
  • অক্ষ,

    ছবিগুলোও তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওয়ার্ড থেকে কপি করে সেভ করলেই ছবির কোয়ালিটি ভীষন খারাপ হয়ে যাচ্ছে, তাই এবারে তোলা সম্ভব হল না। পরের সংখ্যায় তোলা যাবে আশা করা যায়।

    আর, এই ছবি তোলার অসুবিধার জন্যই বুলবুলভাজা আপডেট হতে দেরী হয়েছে।
  • Guruchandali | 117.194.202.99 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৩430557
  • *************

    ছত্রিশগড় থেকে ফিরে (প্রথম সংখ্যা)
    -----------------------

    দুটি নতুন ছবি লেখার সাথে দেওয়া হলো।

  • Arijit | 61.95.144.122 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫০430558
  • আচ্ছা, আরেকটা কারেকশন আছে - লেখকের নাম স্টিভেন লেভি (Steven Levy) - Stephen/স্টিফেন নয়।
  • Guruchandali | 117.194.195.126 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১430559
  • ******************

    প্রকাশিত হল তিনটি লেখা:

    ১। বুলবুলভাজা: ছত্রিশগড় থেকে ফিরে - দ্বিতীয় পর্ব

        বুলবুলভাজা: লা-জওয়াব দিল্লি - এক্সট্রা কোচ

    ২। কুটকচা৯: একটি সহজ বইমেলা গাইড - শেষ পর্ব
  • Samik | 122.162.75.61 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৫430560
  • এ-রে-রে-রে- ... বুবুভাতে এইবার গুরুচন্ডা৯ হয়ে গ্যাছে একটু, আমারই ভুল।

    ওটা আঁখো-দেখা-হাল নয়, হবে আঁখো-দেখি-হাল। ব্যকরণে গলদ। ;-)
  • Guruchandali | 59.164.190.61 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২২430561
  • ঠিক করে দেওয়া হয়েছে :-)
  • . | 125.18.104.1 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১২430562
  • ডিপিএস ছাড়া দিল্লির অন্যান্য ট্র্যাডিশনাল ভালো স্কুলে ভর্তির গল্প কিরকম? অর্থাৎ, বড়াখাম্বা রোডের মডার্ন হাই, মাদার্স ইন্টারন্যাশনাল, কনভেন্ট অফ জিসাস এন্ড মেরি, সেন্ট কলম্বাস, সর্দার প্যাটেল বিদ্যালয় ইত্যাদি।
  • Samik | 219.64.11.35 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৩430563
  • ফুটকি,

    ওগুলো মুখ্যত সে¾ট্রাল দিল্লির ইস্কুলসমূহ, গ্যাঁড়ার বাড়ি থেকে দূর, তাই গ্যাঁড়া চেষ্টাও করে নি, গ্যাঁড়ার বাড়ির দূর দূর দিয়েও ওদের স্কুলবাস যায় না।

    তবে অ্যাজ অফ টুডে, দিল্লির পিনকোডের মধ্যে যে কোনও স্কুলের জন্য ঐ একটাই রুল।

    ১। পয়লা থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে ফর্ম বিলি
    ২। একটাই ফর্ম্যাট। পঁচিশ টাকার ওপর দাম নেওয়া যাবে না।
    ৩। নো ইন্টার‌্যাক্‌শন উইথ বাচ্চা অর বাচ্চার পেরেন্টস। স্ট্রিক্টলি নো-নো। পয়েন্ট বেস্‌ড সিলেক্‌শন।
    ৪। ৩১ জানুয়ারির মধ্যে প্রথম লিস্ট। ২৮ ফেবের মধ্যে সেকেন্ড লিস্ট। ১৫ মার্চের মধ্যে থার্ড বা শেষ লিস্ট।

    সে¾ট্রাল দিল্লি, মানে এনডিএমসি এলাকার মধ্যে কোনও স্কুলের ক্ষমতা নেই হাইকোর্টের আদেশ অমান্য করে। এই ছিঁচকেমোগুলো করে মূলত প্রান্তবাসী স্কুলগুলো, দিল্লির যে-সব এলাকা নয়ডা গাজিয়াবাদ ঘেঁষা, যেখানে এই NCR শহরগুলোর থেকেও দলে দলে ছাত্রছাত্রী আসে।

    গেঁড়ির এক কোলিগের মেয়ে পড়ে Mater Dei কনভেন্ট স্কুলে, এটা কোথায় জানো তো? ইন্ডিয়া গেট থেকে যে রাস্তাটা পাটিয়ালা হাউস কোর্টের পাশ দিয়ে সো-জা চলে আসছে প্রগতি ময়দানের পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের দিকে, সেই রাস্তায়। ঐ স্কুল সম্বন্ধে দু-লাইন লিখে দিতে পারে গ্যাঁড়া, অবশ্যই পরের মুখের ঝাল খেয়ে।
  • rimi | 168.26.215.135 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০২:৩৮430564
  • শমিকের স্কুলের গপ্প পড়ে শিহরিত হলাম। তিরিশ হাজার টাকা অ্যাডমিশন ফি!!!!!!!!!!! আম্রিকায় প্রাইভেট প্রি স্কুলেই অ্যাডমিশন ফি ভারতীয় হিসেবে সাত হাজার টাকা মতন। আর সরকারী স্কুল হলে তো পুরো নিখরচা।

    আর এই অ্যাডমিশন টেস্টের থেকে তো আই এস আই এর ইন্টার্ভিউও অনেক সহজ ছিল!! বাপ রে বাপ।
  • pinaki | 131.151.102.250 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৫৯430565
  • কলকাতাতেই চল্লিশ, পঞ্চাশ হাজার অ্যাডমিশন ফি হয়।
  • pinaki | 131.151.102.250 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৫:১০430567
  • ভুল বলেছিলম। কলকাতা ডিপিএস নার্সারীতে নিচ্ছে ৬৫,৩০০। এইযে লিং

    http://www.dpskolkata.com/fees_structure.php?defaultSelTab=2
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন