এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ১৫ নভেম্বর ২০০৯ | ৫০৬৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • G | 96.235.52.152 | ২০ মে ২০১০ ০৮:৫৬430768
  • এক্কেবারে সত্যি।
    একটা বন্দুকের morality তৈরি হচ্ছে, সেটাই সবচেয়ে উদ্বেগের কথা।
  • Shamik Sarkar | 117.194.231.98 | ২০ মে ২০১০ ১১:৩৫430769
  • প্রবন্ধের যে জায়গাটা একদম ঠিকঠাক লেগেছে আমার, সেটা হল মধ্যবিত্ত মানুষের নিষ্ক্রিয়তার পয়েন্ট। এখানে আমার যোগ করার আছে। মধ্যবিত্তর কাজ কেবল সলিডারিটি করা নয়। মধ্যবিত্তের নিজস্ব কর্মসূচী থাকা উচিত বলে আমার মনে হয়। যেমন কম খাওয়া, কম পড়া। লাক্সারি জিনিস ব্যবহার কমানো, কিছু কিছু পণ্যকে এসেনশিয়াল স্তর থেকে লাক্সারি স্তরে নামিয়ে আনা। কথা কম বলা। গরীব মানুষের কাছ থেকে কীভাবে বাঁচতে হয় সেগুলো শেখা। আজকের পৃথিবীতে মধ্যবিত্তরা সবচেয়ে ভারনারেবল। তুই ভেবে দেখ, আমিও ভাবছি মাওবাদীদের এই প্রস্তাবটা দেব --- ওরা আমাদের দেশের থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো অচল করে দেওয়ার টেকনিকটা শিখে নিক। তাহলেই কেল্লা ফতে। গ্রাম দিয়ে আর শহর ঘেরারও দরকার নেই। কলকাতা শহরে যদি সাতদিন ইলেক্ট্রিক না থাকে, তাহলে আমাদের মধ্যবিত্ত মানুষের কী হবে? তাই মধ্যবিত্তের নিজস্ব কর্মসূচী থাকা দরকার, নিজেরা যাতে বেঁচেবর্তে টিকে থাকতে পারে, তার জন্য। এই টিকে থাকার কায়দা কিন্তু গরীবরা শিখে ফেলেছে। গরীবরা তো আমাদের দেশে এক্সক্লুডেড, মার্ক্সের ভাষায় এদের মরে যাওয়ার কথা। কিন্তু এরা মরে নি। নিজেদের টিকে থাকার কায়দা নিজেরাই গড়ে তুলেছে। আদিবাসীরাও তাই। বস্তিবাসীরাও তাই। এর প্রমাণ, পাহাড় প্রমাণ অসংগঠিত ক্ষেত্র। কলকাতা শহরে ইন্ডাস্ট্রিয়াল জোন বা কনস্ট্রাকসশনের কাজ করতে আসে যে লোকেরা, তারা যে মাইনে পায়, তাতে তাদের পক্ষে কলকাতায় যতক্ষন থাকে ততক্ষণ পেটে কিল মেরে থাকার কথা। কিন্তু তারা দিব্যি খায়, সৌজন্যে ফুটের হোটেল। এই যে দেশের ভেতর দেশ, কলকাতার মধ্যে কলকাতা, এটা গরীব মানুষের নিজস্ব নির্মাণ, টিকে থাকার জন্য। এই নিজস্ব নির্মাণটিকে ধ্বংস করতে উদ্যত কর্পোরেটরা, এবং সেই কর্পোরেটদের মূল পাওয়ার আমরা মধ্যবিত্তরা। আমাদের জন্য বিল্ডিং হবে, উচ্ছেদ হবে বস্তি বা চাষিমজুর। আমাদের জন্য ন্যানো হবে, আমাদের জন্য ওষুধ হবে, আমাদের জন্য ফ্রিজ হবে, আমাদের জন্য .........। তাই আমার মনে হয় মধ্যবিত্তের নিজস্ব করমসূচি থাকা দরকার। এবং অবশ্যই ব্যক্তিগত কর্মসূচী। দশটা লোককে নিয়ে কর্মসূচী নয়। আমি যদি আমার খরচ মাসে দু হাজার টাকাও কমাতে পারি হোটেলে টোটেলে খাওয়াটাকে যাস্ট বন্ধ করে, মাল খাওয়া বন্ধ করে, ট্যাক্সি চড়া বন্ধ করে, তাহলেও আমার প্রতিবাদের চেয়ে আমি এফফেক্টিভ কাজ করছি (তাই বলে প্রতিবাদ করতে না করছি না)। কেউ বলতে পারে, তাহলেও তো গরীব মানুষের পেটে লাথি পড়বে। আমার বক্তব্য, গরীব মানুষ চিরকালের মতো এবারও নিজের বাঁচার রাস্তা নিজেই খুঁজে নেবে।
    আর কীভাবে গরীবের উন্নয়ন হবে তাই নিয়ে মধ্যবিত্তের মত প্রকাশটাও একটু সন্দেহজনক। আমরা প্রবৃত্তিগত ভাবেই চাইব, গরীব মানুষ আমাদের স্তরে উঠে আসুক। আমাদের এই বিচ্ছিরি পরজীবী আনসসটেনেবল জীবনটাকেই তো আমরা তাদের উন্নয়ন বলে ভাবি, তাই না? আমরা চাই তারা আমাদের মতো মাঝে মধ্যেই ডাক্তার দেখাক আর ওষুধ খাক, গরম কালে এসি বা ফ্যান ছাড়া যেন না থাকে, রোজ তিনবেলা করে পেটপুরে খাক, তাদের বাচ্চারা ছেলেবেলায় কাজকর্ম বনা শিখে বা না করে বইমুখে করে বসে থাকুক, বাড়িতে কাজের লোক থাকুক, অর্ডার করা ছাড়া আর কোনও ম্যানুয়াল কাজ না করুক...
    আমার মনে হয়, গরীবের উন্নয়নের কথা না ভেবে বরং আমাদের নিজেদের উন্নয়নের কথা ভাবা দরকার।
  • Blank | 170.153.65.102 | ২০ মে ২০১০ ১১:৪৬430770
  • আসুন সবাই দলে দলে গরীব হই
  • Blank | 170.153.65.102 | ২০ মে ২০১০ ১১:৫২430771
  • লেখক কি জঙ্গলমহলের জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেন? আমার কখনো নেওয়া হয় নি। আমি কাউকে চিনি না যারা নেয়। বারুইপুরে থেকে লালগড়ে ভোট দিতে গেলে পুলিশ ধরবে
  • blank | 70.177.57.60 | ২০ মে ২০১০ ১২:২৭430772
  • ভোট পেতে চাইলে কিন্তু পুলিশ ধরবেনা। গুরুতেই গত লোকসভা ভোটের আগে উড়িষ্যার বলঙ্গীর নিয়ে কিছু লেখা বেরিয়েছিল, একটু খুঁজে দেখতে পারেন- জনপ্রতিনিধির হিসেবে নির্বাচিতরা সবাই ভুবনেশ্বরে থাকা কোনও না কোনও রাজবংশের লোক। নির্বাচনে যাঁরা দাঁড়াচ্ছিলেন, তাঁরাও ভুবনেশ্বর শহরের লোকই।
  • Blank | 170.153.65.102 | ২০ মে ২০১০ ১২:৫০430773
  • ৬০ বছরে এলাকা থেকে কোনো জনপ্রতিনিধি উঠে আসে নি !!! তো সেটা নিয়েই তো আগে রুট কস দরকার।
    লালগড় অঞ্চলের নির্বাচিত প্রতিনিধিরা কি কোলকাতার? দান্তেওয়াড়ার এই মুহুর্তে জনপ্রতিনিধি কারা?
  • aka | 24.42.203.194 | ২০ মে ২০১০ ১৬:২৮430774
  • শমীক বাবু যে কি কন!!! ২০০০ টাকা জমলেই পিপিএফ ফাণ্ডে দিই, এসবিআই সল্টলেক - সেক্টর ফাইভ ব্র্যাঞ্চ। এসবিআই সেই টাকা কোথায় কোথায় জানি খাটায় - খুব সম্ভবত সেগুলো আমাদেরই মতন কাউকে লোন দিতে কাজে লাগে। আমি ২০০০ টাকা জমালে ব্ল্যাংকির হোম লোনে যায় এইরকম আর কি। তবে মধ্যবিত্তের টাকা জমানো ভালো।
  • aranya | 144.160.226.53 | ২১ মে ২০১০ ০৩:২৩430775
  • সোমনাথের "এই মৃত্যু উপত্যকা...' লেখাটা আমারও মনের কথা, আমার মত অনেকেরই হয়ত। কয়েক মাস আগে ঈশান একটা ম্যানিফেস্টো লিখেছিল, যেটা কাগুজে গুরু-তেও বেরোয়, বেশ ভাল লেখা - তখনও গৃহযুদ্ধ এতটা ছড়ায় নি। যুযুধান দু পক্ষের মধ্যে একটা আলোচনা হওয়া বড় দরকার, যাতে সাধারণ আদিবাসী-রাও অংশ নেবে, কিন্তু কিভাবে যে সেটা সম্ভব ....
  • Guruchandali | 72.83.210.50 | ২৪ মে ২০১০ ১২:০৯430776
  • ---------------------------------
    প্রকাশিত হল দুটি লেখা :

    অন্য যৌনতা : অপরাধ যখন
    আলোচনা: এক বক্তার বৈঠক
    ---------------------------------
  • Blank | 59.93.245.180 | ২৫ মে ২০১০ ০২:০৬430778
  • খুব ভালো লাগলো 'এক বক্তার বৈঠক'। প্রতিটা কথা মিলে যায় ভাবনার সাথে। খুবই ভালো।
    আচ্ছা এই লেখাটা 'আলোচনা' তে যাওয়ার কথা ছিলো না?
  • Guruchandali | 96.231.2.50 | ২৫ মে ২০১০ ২২:০৬430779
  • --------------------------------------------------
    প্রকাশিত হল একটি বুলবুলভাজা: এক যে ছিলো রাজা
    ---------------------------------------------------
  • Du | 65.124.26.7 | ২৫ মে ২০১০ ২৩:২০430780
  • আমিও 'গুপী বাঘা' দেখতে গিয়ে দেখেছিলাম ওনাকে। ভীষণ খুশি হলেও সেই সংকোচে আর এগোনো হয়নি। তবে যে মুখটা বার বার ভেসে আসছে মনে - সেই মুখটা মুছে যায়নি কাল।। সেই মুখটা থাকবে চিরদিন।
  • Nina | 64.56.33.254 | ২৫ মে ২০১০ ২৩:৩৪430781
  • 'এক যে ছিল রাজা' খুব সুন্দর লেখা---আমার মনের যন্ত্রণাটার সঙ্গে মিলে গেল। গুপী কে চিরকাল মনে রাখবে বাঙালী।
  • Blank | 59.93.198.54 | ২৫ মে ২০১০ ২৩:৩৮430782
  • ভারি ভালো লাগলো পড়ে
  • Shuchismita | 71.201.25.54 | ২৬ মে ২০১০ ০৬:৩২430783
  • বাহ! খুব ভালো লাগলো।
  • R | 202.79.203.59 | ২৬ মে ২০১০ ০৯:২৭430784
  • মিঠুনের লেখা খুব ভাল লেগেছে
  • nyara | 203.110.238.16 | ২৬ মে ২০১০ ১০:৪৫430785
  • এত সিনিকাল কেন লেখাটা? নাকি আমিই সিনিকাল হয়ে পড়েছি? কথায় কথায় যুদ্ধবিরোধীতা, সামাজিক অসাম্য নিয়ে আসা দেখে হাল্কা ক্লান্ত হয়ে পড়ি।
  • san | 203.91.201.56 | ২৬ মে ২০১০ ১১:০০430786
  • ভাল লাগল।
  • pipi | 78.52.228.13 | ২৬ মে ২০১০ ১৫:২১430787
  • এক যে ছিল রাজা - মন ছুঁয়ে গেল।
  • aranya | 144.160.226.53 | ২৭ মে ২০১০ ০৪:০১430789
  • এক বক্তার বৈঠক - খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা, কাগুজে গুরুতেও মনে হয় পড়েছিলাম আগে।
    এক যে ছিল রাজা - এটাও বেশ ভাল লাগল। তার সাথে দু:খ-ও হল - মাস কয়েক আগে বোধহয় একই দিনে মারা যান আমার খুব প্রিয় দুটি মানুষ - খেলার জগতের মতি নন্দী আর বনের রাজা বিলি অর্জন সিং - ভেবেছিলাম 'মনে রাখার মত মানুষ' -টইতে লিখব এই দুজনের কথা - তা আর হয়ে ওঠে নি।
  • Guruchandali | 122.173.176.47 | ৩১ মে ২০১০ ২৩:৫৫430790
  • ---------------------------------
    প্রকাশিত হল দুটি লেখা:

    বুলবুলভাজা: উন্নয়ন?
    আলোচনা: পবিত্রতার খোঁজে
    ---------------------------------
  • mb | 71.62.121.158 | ০২ জুন ২০১০ ০১:৩৩430791
  • ন্যাড়াদা জিগ্যেস করেছিলো সিনিকাল কেন? কথায় কথায় যুদ্ধবিরোধীতা কেন? সামাজিক অসাম্য কেন? উত্তর দেওয়া হয়নি। কথায় কথায় দেশের ভেতরে ও বাইরে যুদ্ধ হচ্ছে, ছারপোকার মত মানুষ মরছে তো যুদ্ধবিরোধীতা হবেনা? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যাচু বসাচ্ছে, তার ব্যক্তিগত সম্পত্তির হিসেব একশো কোটি না কত যেন, এবং একেবারেই ব্যতিক্রমী নয়। এরপরেও এইসব নিয়ে কথা বলা হবে না তো কি নিয়ে হবে?
    এমনিতে তো আমরা দিব্যি আছি। ট্রেন অ্যাকসিডেন্ট, ফুটবল, ভোট আর সর্ষেবাটায়। লাশ গুণেগেঁথে তক্কো করছি। খুবই অভ্যস্ত হয়ে উঠেছি আমরা, হয় অবস্থাটার সাথে মানিয়ে নিয়েছি বা সেটা থেকে পালিয়ে/লুকিয়ে রয়েছি।

    এইসব দেখে হাল্কা না, বেশ ভারি রকমের ক্লান্ত লাগে। তো, তাই হয়ত এই সিনিকাল লেখালেখি।
  • indrani | 124.170.145.128 | ০৬ জুন ২০১০ ০৮:৩০430792
  • সচরাচর নীরব পাঠক। মতামত দি না। আজ না লিখে পারলাম না।
    অনামিকা গুপ্তর লেখাটি অসম্ভব ভালো লাগলো। বহুদিন পরে এমন ভেতর থেকে উঠে আসা আন্তরিক লেখা পড়লাম।
  • pinaki | 67.210.179.5 | ০৬ জুন ২০১০ ০৯:৫২430793
  • সত্যি দারুণ লাগল অনামিকার লেখাটা।
  • Guruchandali | 72.83.210.50 | ০৬ জুন ২০১০ ১০:২৯430794
  • -----------------------------------------

    প্রকাশিত হয়েছে তিনটি লেখা:

    ১। যুক্তি তক্কো (নিয়ে) গপ্পো

    ২। পুনর্ভাবনায় পরিবেশের বিজ্ঞান ও রাজনীতি : প্রথম কিস্তি

    ৩। খাদ্য নিরাপত্তা, দ্বিতীয় সবুজ বিপ্লব ও প্রস্তাবিত বায়োটেকনোলজি বিল -২০১০

    ------------------------------------------
  • tatin | 70.177.57.60 | ০৭ জুন ২০১০ ০৮:২৬430795
  • বস, ফন্টটা এট্টু ছোটো করো, ইউনিকোডে পড়তে হেভি চোখে লাগছে :(
  • vikram | 193.120.76.238 | ০৭ জুন ২০১০ ১৯:৩৪430796
  • অনামিকা গুপ্ত , (কেমন পেন নেম ধরণের শুনতে :-) ) - জাস্ট টু গুড।

  • aka | 168.26.215.13 | ০৭ জুন ২০১০ ১৯:৪৪430797
  • অনামিকা গুপ্তর লেখাটি সুখপাঠ্য, গড়গড় করে পড়ে ফেললাম। কিন্তু যুক্তি তক্কো (নিয়ে) গপ্পে কিছু জায়গা নিয়ে কিছু কথা বলার আছে।

    লেখক বলেছেন নাম দেখে, পরিচয় দেখে বক্তব্যের মূল্যায়ন না করে বরং যুক্তি দেখে করা হোক। কোন ধরণের ডিবেটের কথা হচ্ছে? কল্পনা করা যাক আমেরিকার প্রেসিডেন্সিয়াল ডিবেটে ওবামা বলিলেন 'হ্যাঁ ভাই ম্যাকেন যা বলিলে ঠিক বলিলে এসো আমরা হাত মেলাই'। তো, এই বিতর্কে গদি দখল করতে লড়ে যেতেই হবে। সেটাই এই বিতর্কের লক্ষ্য। লেখক মনে হয় এই জাতীয় বিতর্কের কথা বলেন নি বলেছেন এই ফোরামে ফোরামে আমার মতন 'তর্কালংকার' দের কথা।

    সত্যি তো, কেন এত বিতর্ক? লেখকের কথা অনুযায়ী মেয়ে পটাতে? না জিততে? না ভার্চুয়াল পেশীর আস্ফালন? সরলীকরণ বোধহয় করা যায় না। ইন্টারনেট ও ইলেকট্রনিক উন্নতির সাথে সাথে আর একটা কথা বাজারে খুব উঠে আসছে ""ই-ডেমোক্রেসি"" বা ""ডিজিটাল ডেমোক্রেসি""। ডেমোক্রেসি সম্বন্ধে সবথেকে বড় অভিযোগ হল যে রাজনৈতিক সিদ্ধান্তে আমাদের মতন সাধারণ মানুষের খুব কিছু বলার নেই। যদিও আমি মনে করি ডেমোক্রেসির থেকে বেটার সিস্টেম আজ অবধি পাওয়া যায় নি, এবং ডেমোক্রেসির সাবস্টিটিউট হল উন্নততর ডেমোক্রেসি তাও এই অভিযোগ আমার নিজেরও। ইলেকট্রনিক মিডিয়া এবং ইন্টারনেট আমাদের কাছে এই সুবিধা করে দিয়েছে নিজের বক্তব্য অনেকের কাছে জানানোর। অনেক মতের লোক এক জায়গায় বিভিন্ন সোশ্যাল ও রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখছেন এর বর্তমান রেলেভেন্স বিশেষত ভারত বা প:ব: খুব বেশি না হলেও ভবিষ্যতে কি হবে সে স্পেকুলেশন না করাই ভাল। প্রসঙ্গত নন্দীগ্রাম ইস্যুতে অনলাইন পিটিশন সরকারের নজরে পড়েছিল সে কথা ভুলে যাবেন না। তো, এহেন ফোরামে নিজের বক্তব্য রাখাটাই বড় কথা, আনমডারেটেড হলে লোকে খিস্তি দেবে, আলপটকা লেবেলিং করবে, বাজে বকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও আমার নিজের মতে এক নতুনতর ডেমোক্রেসির দিকে এগিয়ে যাবে, সেখানে নিজের বক্তব্য রাখতে পারাটাই বড় কথা, নাই বা হল অমর্ত্য সেনের মতন বিদগ্‌দ্‌ধ অ্যানালিসিস। বলা যায় না, কোন নবীন নেতা হয়ত ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চালাতে সরকারী ব্লগই খুলে দিল। হোক না কুড়ি বছর পরে।

    বরং উল্টোটা, অমর্ত্য সেনের বা জগদীশ ভাগবতীর মতন প্রজ্ঞা না থাকলে লেখা যাবে না এই দাবীটা ঠিক নয়, কারণ লোকজনকে পূর্বশর্ত দিয়ে লিখতে ডিফেন্সিভ করে দেওয়া মেইনস্ট্রিম থেকে অ্যালিয়েনেট করার আর একটা উপায় মাত্র। সেটা না করাই বাঞ্ছনীয়। আর ঠিক এই জায়গা থেকেই তৃপবুভ - n সিরিজ আমার কাছে ইম্পর্ট্যান্ট। মাঝে মাঝে আবাজ আমিও দিয়েছি, কারণ স্বভাবে আমি ফিচেল প্রকৃতির, কিন্তু বন্ধ হোক, মডিফায়েড হোক, প্রচণ্ড ভালো ভালো পেপারের অ্যানালিসিস দেওয়া হোক এই এলিট দাবীর বিরুদ্ধে। সে যতই না নীরব পাঠকের স্যারিডন লাগুক, প্রকারান্তরে তা একধরণের অ্যালিয়েনেশন।

    নিশ্চয়ই আমার নাম দেখে লেখাটি পড়া হবে না!! :))
  • aka | 168.26.215.13 | ০৭ জুন ২০১০ ২০:০৫430798
  • বড় বড় লোকেদের ভারী ভারী কথা শেখার জন্য তো অ্যামাজন, কলেজ স্ট্রীট, নিদেন পক্ষে উইকি রয়েইছে, থাক না কিছু ফোরাম, কিছু ব্লগ আমার মতন লোকেদের জন্য। কারুকে কিছু শেখানোর জন্য বা মেয়ে পটানোর জন্যই তর্ক বিতর্ক এই গন্ডীর বাইরে গিয়েও ভাবা দরকার, প্রয়োজনে স্যারিডন খেয়ে বা অম্রিতাঞ্জন মেখেও, সেটাও একধরণের লার্ণিং। তৃণমূল (""ত্রিনোমূল"" নয়) স্তরে নিজের বক্তব্য রাখা ও শোনাটা একধরণের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস।
  • d | 115.117.238.242 | ০৭ জুন ২০১০ ২০:২০430800
  • "অম্রিতাঞ্জন' নয় ওটা আসলে অম্রুতাঞ্জন। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন