এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 125.18.104.1 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৫421217
  • সোমনাথে র লেখা খুব ভালো লাগলো। সুমেরু লেখা ও চমৎকার। বাকি গুলো এখন ও পড়া হয় নি।
  • M | 59.93.242.227 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৮421218
  • সামুর লেখা যথারীতি দারুন লাগলো, আচ্ছা, একটা ব্যাপার জানার ছিলো,কাল "সময়' এ মাসুদা ভাট্টির নাজুক পরি পড়লাম, এমন কি সত্যি কোন রীতি ছিলো? কাল থেকে কেমন একটা গা শিরশিরে রাগ হচ্ছে, আমিতো কেবল জোয়ান ওব আর্কের ঐ গোছের টেষ্টের গল্প শুনেছিলাম, তাবলে............
  • dipu | 59.93.217.201 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৫421219
  • এই রীতেন লিখেছে না চোন্দিল লিখেছে টা ছাপা গুচ তিনের গপ্পোটা পড়েও মনে হইছিল।
  • Du | 65.124.26.7 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৪421220
  • ডিডিদা এমনিতে কি আর ভিকি স্যার বলেন? ওহ! মুক্তসর, মুকম্মল যা পারি বলার ইচ্ছে হচ্ছে।
  • nitai | 66.57.226.145 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৫421221
  • যা পড়েছি, তার মধ্যে সুমেরু দা, সোমনাথ(রায়) দা আর সুমন্ত র লেখা গোলা লেগেছে। তিন টে লেখর মধ্যেই এমন অদ্ভুত সাবলীলতা আছে, যাতে খুব সহজেই মজে যাওয়া যায়। সুমেরুদার লেখায় ওই কব্যি ময়তার জন্য আরো বেশি ভাল লেগেছে,--পুরো লেখাটা ছবির মত।
    বিষয় ও অনেক সময় স্টাইল ডিক্টেট করে, সেটাও ভাল লাগার কারণ। সোমনাথ দার লেখার ঐ আর্বান ল্যান্ডস্কেপ আর সুমন্ত র পোড়া ক্যম্পাস টির সরস বর্ণনা তাই মগজে ও আবেগে বেশী বেশী টোকা মারল।

  • boo radley | 128.6.229.87 | ০১ অক্টোবর ২০০৯ ০৪:২১421222
  • কবি বি-পাক কে জানাই লাল সেলাম। বছর ছয়েক আগে আড্ডা দিতে দিতে সুধার কবিতাখানা বিপাকীয় ভঙ্গীতে টেনে টেনে রিসাইট করে শুনিয়েছিল, তারপর আবার এই লেখায় দেখলাম। খাসা নামিয়েছিস বস।

    সোমনাথদা আর ঋতেনকে আগেই কংগ্র্যাচুলেট করা হয়ে গেছে। :-)
  • a x | 75.53.198.45 | ০১ অক্টোবর ২০০৯ ০৮:৫৫421223
  • আচ্ছা সোমনাথ (দাশগুপ্ত) এর লেখাটা পড়ে কারো কি মনে হয়েছে, এটা একজন মহিলা'র কথা? যদিও কোথাও সেটা লেখা নেই। কেবল একটা অংশে যেখানে তেরো বছরের মেয়ের বুকে নখের আঁচড় কোনো আত্মীয় পুরুষ দেখবেন না সাধারণত। খালি এই জায়গাটা ছাড়া। কিন্তু এতটা অবধি পড়ার আগেই, মনে হয় এটা একজন মহিলারই গল্প। আরো মনে হল, মানে যদি না জানতাম এটা সোমনাথের লেখা, তাহলে লেখককেও মহিলা ভাবতাম। এটা কি সোমনাথ সচেতন ভাবেই করেছে?
  • Tim | 71.62.121.158 | ০১ অক্টোবর ২০০৯ ১০:২৭421224
  • পড়ে ফেল্লাম। দারুণ!
    আলাদা করে ত্রিনয়নের কথা বলতে ইচ্ছে করছে। একদম অন্যরকম লেখা।
  • Somnath | 117.194.192.125 | ০১ অক্টোবর ২০০৯ ১৭:০৪421225
  • হ্যাঁ, অক্ষদা। ওটা যিনি রিয়েলিটি শো দেখেন তাঁরই বয়ান। আমি তো দেখি না। তাহলে আমার ভাষায় লিখব কেন? :-)
  • shyamal | 24.117.233.39 | ০১ অক্টোবর ২০০৯ ১৭:৩৫421227
  • সোমনাথের লেখাটা পড়লাম। ঠিকই আজকাল বেশ ভাল ভাল টিভি অনুষ্ঠান হয় দেশে। আমি অনেককে জানি যাঁরা আমেরিকাতে বসেও সারেগামাপাতে আঠার মত লেগে থাকেন। শ্রেয়া ঘোষাল, শুভমিতা এরা তো এইসব অনুষ্ঠান থেকেই উঠে এসেছেন। তবে সব রিয়েলিটি শো ভাল একথা আমি মানিনা। ছোট বাচ্চাদের ওপরে অযথা চাপ সৃষ্টি করা হয়।
    তবে কিছু কিছু কল-ইন শো আমার বেশ ভাল লাগে। এগুলো খুব গণতান্ত্রিক কারণ দর্শকদের মতামতের ওপরে শো কিভাবে চলবে, কি গান বাজবে তা ঠিক হয়। যেমন তারা মিউজিকের কিছু কিছু অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীতকে মানুষের কাছাকাছি আনছে।
    তবে একটি জায়গায় কলকাতা তথা ভারতের টিভি বহু যুগ পিছিয়ে আছে আমেরিকার থেকে। সেটা হল কমেডি শো বা সিটকম। মীরাক্কেল জাতীয় অনুষ্ঠান দেখলে মনে হয়, এত অপদার্থ, গাধা কমেডিয়ান একসঙ্গে জোটালো কি করে?

    সে জায়গায় আমেরিকায় দেখুন three's company, cheers, friends, seinfeld, cosby show, odd couple, ব্রিটেনে fawlty Towers অসাধারণ।
  • Tim | 198.82.22.238 | ০১ অক্টোবর ২০০৯ ২১:৪৮421228
  • The big bang theory দেখেছি। প্রচন্ড মজার। নেশা হয়ে যায়।
  • Subir | 220.253.187.252 | ০২ অক্টোবর ২০০৯ ১৫:২১421229
  • সামরানের লেখা অত্যন্ত প্রাঞ্জল, last লাইনটা পড়লে মনটা ভার হয়ে যায়; মনে হয়, খুব বেঁচে গেছি; ভাগ্যিস মেয়ে (with due regards to women) হয়ে জন্মাইনি এই সমাজে!
    --
    সুমেরুর লেখার জবাব নেই, কেন যে তিনি নিয়মিত লেখেন না!
    --
    বিক্রম পাকড়াশীর লেখাটা rank বাজে লেখা!
  • a | 122.163.68.245 | ০২ অক্টোবর ২০০৯ ২৩:৪৩421230
  • শ্যামল বাবু, সোমনাথের লেখাটা ব্যজস্তুতি বলে মনে হল আমার, ভুল হলী একটু সমসোধন করে দেবেন :)
  • K B | 203.110.246.230 | ০৬ অক্টোবর ২০০৯ ০৯:৪৪421231
  • সুমন্তর
  • K B | 203.110.246.230 | ০৬ অক্টোবর ২০০৯ ০৯:৪৫421232
  • সুমন্তর লেখাতা আলো লগ্লো
  • d | 59.161.11.39 | ০৭ অক্টোবর ২০০৯ ১৯:৫৪421233
  • কলির লেখাটা যে কি ভাল কি ভাল! কত্তবার পড়লাম, তাও আবার পড়তে ভাল লাগছে।

    সুমন্ত, ভিকি, সোমনাথ রায় আর লিপিকর ভাল লেগেছে।

    সুমেরুর লেখাটা কিরকম ফালতু লাগল। আর্ধেকটা পড়ে রেখে দিয়েছিলাম, আজ বাকীটা শেষ করলাম। একেবারেই টানল না।

    সামরানের এই শার্টের গল্পটা আমি কোথায় পড়েছি? সচল'এ কি? মনে পড়ছে না, কিন্তু আগে যে পড়েছি এটা নিশ্চিত।

    ইসপেশালের ভূমিকাটাও কেমন বাজেমত।

  • Samran | 117.99.33.142 | ০৮ অক্টোবর ২০০৯ ১১:২৩421234
  • না দ, এই লেখা বা গল্প তুমি কোথাও পড়নি। এটা অষ্টমীর দিন বিকেলবেলায় তাড়া খেয়ে বসে লেখা আর শেষ করেই রাতে জমা দেওয়া, এমনকি একটু নেড়ে চেড়ে দেখারও সময় পাইনি:-))

    পুজো ইস্পেশাল নিয়ে লিখব লিখব করেও লেখা হয়ে ওঠেনি।

    এই পুজো ইস্পেশাল সুপার ফার্ষ্ট গতিতে পৌঁছেছে পাঠকের দরবারে। এমন অনেকেই আছেন, যারা এই পাতায় আসেন না, তারাও এই ইস্পেশাল পড়ে ব্যক্তিগত ভাবে জানিয়েছেন, দুর্দান্ত একটা পুজো সংখ্যা এটা।

    আমার কথা বলি। বিক্রমের লেখা সেই রকম। মানে সেই রকম:-) আমি প্রথমবার পড়ে আবার ঘুরে এসে পড়েছি, কিছু মিস করছি কিনা।

    কৃষ্ণকলির লেখা ভয়ানক রকমের ভালো। বারে বারে পড়া যায় এমন কিছু ছবি এঁকেছে কলি।
    বরাবরই ভালো লেখে, যদিও আমি সব বুঝি না:-)

    ঋতেনের লেখা পড়ে ভীষণ মজা পেয়েছি। ভাল লেগেছে বলাই বাহুল্য।

    ভালো লেগেছে সোমনাথের (ওমনাথ) লেখা

    বৈজয়ন্ত'র অদ্ভুত ইন্দ্রজাল পড়ে ওই বইটি বা ওই রকম বই পাওয়ার ইচ্ছে জেগেছে প্রাণে, একটু নাড়া-ঘাটা করে দেখা আর কি। বৈজয়ন্ত'র লেখা সব সময়েই খুব মন দিয়ে পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, এবারেও তাই হয়েছে।

    ভালো লেগেচে শমীকের অন্যরকম দিন।

    ভীষণ ভালো লেগেছে সোমনাথ রায়ের "দু-প্যান্ডেলের মাঝখানটায়'।
    (ওরকম ঠাঁস বুনোটের লেখায় দুটো প্যারাগ্রাফের মাঝখানটায় একটু জায়গা দিলে মনে হয় ভালো হতো)।

    ভালো লেগেছে অর্পনের লেখা।

    সুমন্তর লেখার কথাই বা না বলে থাকি কী করে,
    একটু কথা বলা যেতেই পারতো, কিন্তু এই জ্বর গায়ে বেশি কথায় যেতে পারছি না, পরে যদি হয় তো বলবোখনে (এই পরেটা যদিও কখনওই আসে না আর) :-((

    মিঠুন ভৌমিকের আলসের ছবিঘর পড়তে গিয়ে ছবিগুলো কেমন চেনা চেনা মনে হয়েছিল, সব ছবি নয়, কয়েকটা ছবি, পরে বোঝ অগেল, চেনা চেনা কেন লাগছিলো:-))

    ভালো লিখেছেন মিঠুন।

    উলোটপুজো নিয়ে কিছু বলার নেই, শালুক পদ্মের ফাঁকে ফাঁকে পড়তে গিয়ে লেখকের পুরনো কিছু লেখার ছবি সামনে এলো।
  • M | 59.93.214.8 | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৫১421235
  • হুম, শেষ হলো, বেশ কিছু ট্যান ছাড়া সব মিলিয়ে বেশ ভালো লাগলো।
  • sumeru | 59.93.194.54 | ১১ অক্টোবর ২০০৯ ০০:১৫421236
  • বাহ, সবাই তাহলে মজাদার কথা বলে, তো এরা লেখে না কেন?
  • r | 121.245.2.194 | ১১ অক্টোবর ২০০৯ ০০:২৬421238
  • বলি বলি করেও বলা হয় নি- মোটে চার পাঁচ দিনের চেষ্টায় যা নামল, বহোৎ খুব। এমনি এডিশনের বেলা এটা হয় না কেন?
  • 0 | 194.3.18.6 | ১১ অক্টোবর ২০০৯ ১০:৫৩421239
  • আরেকটা ট্রেন আসার কথা ছিল যে! কবে আসছে?
  • Samik | 122.162.75.20 | ১১ অক্টোবর ২০০৯ ১১:২৮421240
  • একটু লেট চলছে। অফিস টাইম কিনা! এসে পড়বে।
  • 0 | 62.193.245.233 | ২৮ মার্চ ২০১০ ১৯:১০421241
  • হাসান মোরশেদের গল্পটা ভালো লাগলো।
    তীর্থঙ্করের লেখাটা পড়ে খুব হাসলাম :-) ভালো হয়েছে।
  • 0 | 62.193.245.233 | ২৮ মার্চ ২০১০ ১৯:১৬421242
  • সম্বিতের লেখাটা একটু মনখারাপ আর পুরনো পুজোস্মৃতি উসকে দিল
  • I | 59.93.220.116 | ২৮ মার্চ ২০১০ ২১:০৬421243
  • এখন আবার পুজো কোথায় যে পুজো ইস্পেশাল? আর এই এট্টু আগেই যে দেখলাম গাদা গাদা পুজো ইস্পেশাল, আর এখন যে দেখি সব ফক্কা, সে তবে কি? মায়া? না মেমসাব?
  • Guruchandali | 72.83.210.50 | ২৯ মার্চ ২০১০ ০৭:০৬421244
  • পাঠকবর, তিষ্ঠ ক্ষণকাল।
  • Manish | 117.241.229.42 | ২৯ মার্চ ২০১০ ১০:৫৩421245
  • পুজো স্পেশাল ২০০৯ এর লিঙ্কটা চাই। কি ভাবে পাবো।
  • Manish | 117.241.229.42 | ২৯ মার্চ ২০১০ ১৫:৫৪421247
  • kc কে
    অনেক ধন্যবাদ।
  • kk | 67.187.111.178 | ২৯ মার্চ ২০১০ ২২:১৪421249
  • পুজো ইস্পেশালের দু নম্বর কিস্তি খুব ভালো হয়েছে তো। তীর্থদার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই, যথারীতি স্বমহিমায়। হাসান মোরশেদের লেখাটাও ভালো লাগলো। চতুর্মুখের লেখার শেষ লাইনটা আমার খুব পছন্দ হয়েছে। ভালো আইডিয়া।
    আর্য্যর লেখাটা খুব মনখারাপ করে দেয়। ভালো তো হয়েছেই,কিন্তু আর্য্য সব সময় এত দু:খের সত্যি কথা গুলো বলো না তো।
    অসম্ভব ভালো লেগেছে লামাদা'র লেখা। এত স্বচ্ছ ভাষা, এত গভীর, আর এত সহজে মনের একদম ভেতরে ঢুকে হাত রাখলো যে পড়ার পর খুব মনকেমন করছে। লামাদা'র লেখা আরো অনেক পড়তে চাই।

    বাকি গুলো এখনও পড়া হয়নি। পরে লিখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন