এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৬০৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.160.41.29 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৫২417020
  • এখানে আমি নিজের চোখে চোখ রাখলাম না। ...

    কেন যে শেষরাতের ঝোঁকে এসব কথা লেখে ...
  • anon | 202.3.217.125 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০৫:০২417021
  • কৌতুহল ধরে রাখছে লেখাটা তবে সেটা ঠিক কতোটা মনের ও ঘটনার বর্ণনার খুঁটিনাটির জন্যে আর কতোটা শুধু লেখনীর জন্যে সেটা বলা মুশকিল.. দুটো মিলিয়ে বেশ ভালো'ই এগোচ্ছে, যদিও কিছু জায়গায় মেয়েটা অপূর্ব দেখতে এটা মনে হবার বদলে মনে হয়েছে যে মেয়েটা অপূর্ব সেজেছে।
    শেষ থেকে ছ'নম্বর লাইনে "হাসলো'-র পরে সৌরভ হবে।
  • tkn | 122.162.42.42 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০৬:৩৩417022
  • হাসলো "ও" লেখা আছে তো। 'ও'=সৌরভই
  • Arijit | 61.95.144.123 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩417023
  • কনভার্ট করা এখনো যায় - কারণ এসব ঝামেলার মূলে...

    কিন্তু গপ্পোটা শেষ না হওয়া অবধি করবো না;-)
  • tkn | 122.162.42.42 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬417024
  • আনন,
    থ্যাঙ্কু থ্যাঙ্কু..

    সংশোধন : "হুঁ" হাসল সৌরভ "আসব"**

    অরিজিৎ :-)
  • Samik | 12.170.106.12 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৩417026
  • আর কতক্ষণ ঘুমোও?
  • Samik | 12.170.106.12 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৩417025
  • তেকোনাকে একটা বিনীত প্রশ্ন।

    তেকোনা কখন ঘুমোও?
  • dipu | 207.179.11.216 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৫417027
  • এই পোস্নোটা, মাইরি বলছি, আমারও বহুবার পেয়েছে।
  • tkn | 122.162.42.42 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১০417028
  • ঘুম এলে ঘুমোই, আর ফোন এলে জেগে যাই অথবা কলিং বেল বাজলে বা বাড়ির সামনের প্যাঁ পো বা কার্নিশকাকলিতে
    :-)
    মোটের ওপর ঘন্টা আড়াই/তিন ইন ওয়ান দিন..
    :-)
  • intellidiot | 220.225.245.130 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০৭417030
  • বলো কি নন্দলাল :-o
    মাত্তর তিন ঘন্টা। চাপ হয়না পরদিন?

    আমিও লেটে শুই বটে, তবে পাঁচ ঘন্টার আগে বাপু বিছানা ছাড়িনে।
  • dipu | 207.179.11.216 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১০417031
  • কমকরে সাড়ে সাত থেকে আট ঘন্টা না ঘুমোলে সারাদিন হাই ওঠে। অবশ্য এতক্ষণ ঘুমোলেও সারাদিন হাই ওঠে।
  • sinfaut | 203.91.207.30 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৪417032
  • আমারো। আট ঘন্টা না ঘুমোলে চাপ হয়ে যায়। আর বেশি ঘুমোলে সারাদিন আরও ঘুম পায়।
  • tkn | 122.162.42.42 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৮417033
  • টানা পাঁচদিন কম কম ঘুমিয়ে তারপর একদিন কম জেগে মেকাপ করে নিই তো

  • d | 144.160.5.25 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৯417034
  • বাপ্‌রে! দিনে ৩ ঘন্টা ঘুম!! পড়েই আমার ২টো বড় বড় হাই উঠে গেল।
  • san | 121.50.4.34 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৫417035
  • তিন ঘন্টাটা সত্যি ভয়ানক। আম্মো ইন্টেলির দলে।পাঁচ ঘন্টা নইলে চাপ হয়ে যায়।
  • tkn | 122.162.42.42 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৭417036
  • আচ্ছা, দেখি আজ থেকে এক ঘন্টা অ্যাড করার টার্গেট নইলে কেমন নিঘুমুনি ইমেজ তৈরী হয়ে যাচ্ছে :-(
  • b...s | 168.26.215.135 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১২417037
  • ওরে এ এ গপ্পোটা আগে লেখ রে .... নইলে যে আমিও নিঘুমুনি হয়ে গেলাম??
  • tkn | 122.163.3.117 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩১417038
  • আমি এখন নেমন্তন্ন খেতে চল্লুম :-)
    এসে বসব, রোসো :-)
  • Samik | 12.170.106.12 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৯417039
  • আমি আজ সকালে দেড় ঘন্টা, বেলায় দেড় ঘন্টা, আর দুপুরে আড়াই ঘন্টা ঘুমোলাম। কুল্লে সাড়ে পাঁচ।
  • tkn | 122.163.3.117 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪২417041
  • অতএব সারারাত জাগো
  • Samik | 122.162.236.6 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৪417042
  • নাআআ। কূলকুন্ডলিনী সার্ভার জাগ্রত হইয়াছেন। অতএব আমি ঘুনু কত্তে যাই।

    তুমি নিচ্চই আজও রাত্তির তিন্টেয় লিখবে?
  • tkn | 122.163.3.117 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫২417043
  • সবাই ঘুমিয়ে পল্লে আমি লিখে করবটা কি? কাল রাতে লিখব খন তালে.. :-(
  • tkn | 122.163.3.117 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৯417045
  • :-) নাহ, তাইলে আমি বসলুম। অ্যাত্তোও খাইনি :-)
  • omnath | 117.194.197.117 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৯417044
  • আমি আছি, অনেক রাত অবধি। হয়তো সারারাত।

    তবে নেমন্ত খেয়ে এলে ঘুম পেতেই পারে। নো প্রবস।
  • dd | 122.167.5.100 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:০১417046
  • হে তেকোনা
    স্যার * আপনে
    রাত জাইগ্গ্যা লিখ্যা যান আপনের কাব্য
    অমি কাল পইড়া টইড়া খুব কিসু ভাববো
    এবম লিখবো

    * স্যার। এটি জেন্ডার স্পেসিফিক সম্বোধন নহে। ইহা গু চর তরফ হইতে আপনেরে নাইটহুড দ্যাওনের বিজ্ঞপ্তি।
    নাইটহুডে স্যার হয়। যেমতি স্যার রবি টেগোর। স্যার জন লেনন। ইত্যাদি।

    আপনেও।

    রাইজ (অ্যান্ড রাইট) স্যার তেকোনা।
  • sahana | 117.194.195.78 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৫417047
  • আমি , যে কিনা একলা জাগতেই পারিনা, সে ও তেকোনা আছে ভেবে , আর গপ্প শুনব বলে নিশুত রাতেও জেগে রইলাম, তুমি এলেনা? আসবেনা?
  • tkn | 122.163.79.185 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:০০417048
  • এই তো, আছি :-)

  • ... | 168.26.215.135 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:২০417049
  • কই? আজ কি কিছুই পড়তে পাবো না? সেই কখন থেকে অপেক্ষা করছি!
  • tkn | 122.163.79.185 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৮417050
  • হুঁ, এট্টুস..
  • teman keu na | 122.163.79.185 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৩:১৬417052
  • রোববার থেকে ভয় করতে শুরু করল। ঠিক ভয় না, অপরাধবোধ মেশানো একটা খিঁচ খিঁচ। বিভাস যদি কিছু মনে করে? বলা উচিত ছিল কি ওকে? কিন্তু কেন বলব? ও ও তো কত কিছু বলেনি আমায়! তবে আমার কিসের দায় পড়েছে?
    'একটু দোকানে যা তো। আটা ফুরিয়ে গেছে' মা টাকা এনে দিল।
    "আ:, এই ত্তো! দেখি যদি বেরিয়ে বিভাসের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে বলেই দেব যে কাল....'
    হল না দেখা, জানতাম হবে না। আমি তো আর মৌ না :-(। যতটা সম্ভব আস্তে আস্তে হেঁটে মানে প্রায় চটি ছিঁড়ে যাওয়া হাঁটার স্পিডে বাড়ি ফিরলাম। পাশ দিয়ে গোটা দশেক সাইকেল গেল এলো। কিন্তু কোনোটাতেই বিভাস নেই। আজকাল বৃষ্টির দাপটে ছাদে গিয়ে শুতে পারছি না। গানও শোনা হচ্ছে না তেমন। তার ওপর জুটেছে এই ভাল্লাগেনা অসুখ। না: পড়তে বসি বরং...

    সকালে উঠেই প্রথমে মাথায় এলো, আজ দেখা হবে। তো?? দেখা হবে তো কি? নাচব নাকি সকাল থেকে?? বকে দিলাম নিজেকে কষে।
    - চুপচাপ কলেজ যাও। অত বাছার কি আছে? যে সালোয়ার কামিজ সামনে পাচ্ছ সেটা পড়লেই তো হয়!
    - ইস্‌স্‌স, তাই আর কি! আজ বলে আমি অনেক্ষন ধরে একজনের সঙ্গে গল্প করব!
    - গল্প করবি? আরে তুই তো যাচ্ছিস ওর সঙ্গে কথা বলে বিভাসের ব্যাপারটা বুঝতে!
    - ধুত। আমিও অজুহাত বানাই, তুইও বিশ্বাস কর :)
    আয়নার সামনে আমি কাজল পেনসিল হাতে আর দুই কাঁধে ঠ্যাঙ ঝুলিয়ে বসে দুজনে অনর্গল বকে চলেছে

    বেলা দুটোর কফি হাউসের ফুটপাথ... বৃষ্টিহীন রোদলা দিন... ছোড়দি কি বই? দিদি কি বই লাগবে? - এসবের মধ্যে দিয়ে হাঁটছিলাম আমি আলগা পায়ে। দাঁড়িয়ে আছে সৌরভ। একা, এবং হাতে সিগারেট!!!!! এম্মা!! সিগারেট খায়!!
    হাসছে সৌরভ আমার দিকে তাকিয়ে। দেখতে পেয়েছে আমায়, কিন্তু এগিয়ে আসছে না। আমিও দাঁড়িয়ে গেলাম। আসলে আমার অস্বস্তি হচ্ছে খুব। ঝোঁকের মাথায় ডাক দিয়েছি ওকে। কিন্তু কি বলব!
    - বল যে ওকে হাসতে দেখলে দিল খুশ হয়ে যায় তোর (বা কাঁধে চাপ, বাঁ কানে ফিসফিস)
    - মোটেই না, ও তোমার বন্ধু, ওকে বলো তোমার নিজের কথা, বিভাসকে নিয়ে তোমার কনফিউশনের কথা (ডান কানও খালি নেই)
    - আরে চুক্কর। ওসব জেনে ও কি করবে? মোদ্দা কথা হল সৌরভকেও ভালো লাগে। তো বলে দেওয়াই তো ভালো সেটা
    - উঁহু, ভালোলাগা তো তেমন সিরিয়াস কিছু না। বিভাসকে ভালোবাসে সেটাই আসল
    এ: আবার শুরু করেছে দুটোতে.. আমি সৌরভের দিকে এগোলাম
    'কখন এসেছ?'
    "যখন তুমি মোড়ের ফলের রসের দোকানটা পেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছিলে অন্যমনস্কতার ভান করে
    "ভান করে?? মোটেই না..'
    'ও, তুমি জানো তুমি অন্যমনস্কই ছিলে?' গাল ভরে টোল উপচে হাসল
    "ধুত। কি সব কঠিন প্রশ্ন' (এবং কি বাজে রকমের ভালো লাগা!!)
    কফি হাউসে ঢুকলাম আমরা। ভীড়, একটা একঘেঁয়ে গনগনে চিৎকার আর কিছুটা ধোঁয়ার মধ্যে দিয়ে একটাও খালি টেবল দেখতে পেলাম না। চলো ওপরে যাওয়া যাক। একবারে বাঁ মুড়োর খালি টেবিলটায় বসলাম আমরা
    "এবার বলো....' সৌরভ সিগারেটে টান দিল
    "তুমি সিগারেট খাও কেন?'
    'কেন আবার কি? এমনিই খাই.. তুমি খাবে?'
    হাসলাম আমি। খুব স্মার্ট সাজা হচ্ছে :-)
    'কেমন আছ? জ্বর টর গায়েব একদম?'
    "হুঁউ, সে তো কদিন আগেই সেরে গেছে'
    "আর কিছু? পড়ে টড়ে যাওয়া টাওয়া?"
    ইস! এভাবে লজ্জা দেয় নাকি???
    "না, আর তো পড়িনি সেদিনের পর...'
    "যাহ। আর একবার পড়োনি! এত ভালো করে হাঁটতে শিখে গেলে চলে!'
    "সেই তো। তুমি আর কজনকে রিক্সা ডেকে দিলে?'
    "ধুত। তোমার মত সেন্সিবল মেয়ে আর কটা আছে যে বেছে বেছে আমাদের সামনেই আছাড় খাবে?"
    "ছি: তুমি না আমার বন্ধু! এরকম করে লজ্জার কথা মনে করিয়ে দিতে আছে?' প্রচন্ড হাসতে হাসতে থমকে গেলাম আমি
    গুঁড়ো গুঁড়ো হাসি মেখে তাকিয়ে আছে ও আমার দিকে "আমি তোমার বন্ধু? কে বলল? আমি বিভুর বন্ধু....'
    "আর আমার? আমার কে তুমি?'
    মুখ ঘুরিয়ে নিচের দিকে তাকাল ও
    "আচ্ছা, বল কেন ডেকেছ...'
    "এমনিই..'
    "এমনি মানে? জাস্ট এমনি ডেকেছ?'
    কি বলব? বলব যে যখন খুব দু:খ হয় তখন তোকেই মনে পড়ে আমার! আর যখন খুব খুব খুশি থাকি, যখন মধ্যম ঠিক লাগে ভোরের ভাঙা গলায় বা যখন স্নান সেরে বেরিয়ে আসার মুখে বাথরুমে পড়ে থাকা ফেনায় অল্প পা পিছলে যাই, তখন তোর টোলটা দেখতে ইচ্ছে করে!! এসব বলব নাকি?? ধুত
    "তুমি খুব অন্যমনস্ক আজ। কি হয়েছে?'
    ফিকে হাসি রাখলাম আমি ঠোঁটকোনে "কিছু না তেমন... আসলে, আমি ঠিক বুঝতে পারছি না কিচ্ছু
    "কি বুঝছ না? আমি হেল্প করতে পারি?
    "না, তুমি কেন হেল্প করবে? তুমি তো বিভুর বন্ধু, আমার তো কেউ না....
    (এম্মা, এ কি?? এতো অবভিয়াস সেন্টি দিলে ও বেচারা বাধ্য হবে না আমারও বন্ধু হতে??)
    একটু ঝুঁকে এল সৌরভ "পেন আছে? দাও'
    দিলাম -
    "হাত বাড়াও'
    বাড়ালাম
    একটুও না ছুঁয়ে শুধু পেনটুকু ছুঁইয়ে হাতের ওপর লিখল "বন্ধু.. তোমারও'
    চোখ ফেরালাম আমি। কোনো বিশ্বাস নেই তো! এখনি ঘাতক হয়ে উঠবে আমারই।
    'বল, কি হয়েছে?'
    'আমি বুঝতে পারছি না বিভাস আমায় ভালোবাসে কিনা'
    'বাসে না মনে হচ্ছে? কেন?... আমি আর একটা সিগারেট ধরাই?'
    "হুঁ... এত সিগারেট খাও কেন? এইটুকু ছেলে!
    'ওটা তোমায় ইম্প্রেস করার জন্য' হাসল ও 'আচ্ছা বলো, কেন এমন মনে হচ্ছে'
    "আমার সঙ্গে দেখা হয়, কথা হয়, কিন্তু আমার ওকে খুব একটা আন্তরিক মনে হয় না'
    "বিভু তোমায় ভালোবাসে কিনা এটা আমার জানার কথা না ... তবে ...'
    "তবে কি??' আমি ঝাঁপিয়ে পড়লাম প্রায়
    "তবে কিছু না..'
    'কিছু তো বটেই, বলো নইলে ....'
    "আমার মনে হয় বিভু একটু হয়ত সময় নিচ্ছে'
    'কিসের জন্য?'
    "তুমি কিছু খাবে? কি খাবে? আমার সঙ্গে খুব বেশি টাকা নেই কিন্তু, অল্প কিছু খাওয়াতে পারি....'
    খুব তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টালো সৌরভ। আর আমার তখনই মনে পড়ল মোমদির কথাগুলো "চুমু খেয়েছিস? রিয়েল চুমু? ভালো খেতে..... খেয়ে দেখিস'
    টেবিল ওপর পড়ে থাকা হেলাফেলা মেনুকার্ডটা হাতে তুলে নিল সৌরভ হাসতে হাসতে, আর ঐ হাসির দিকে তাকিয়ে আমি একসমুদ্র ছেলেমেয়ে, তাদের চিৎকার কফির গন্ধ আর সিগারেটের ধোঁয়ার মধ্যে একদম একা হয়ে গিয়ে কামনা করলাম ওকে........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন