এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৫৫৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 207.179.11.216 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৫416987
  • দ্বিধা কিসের?
  • Samik | 219.64.11.35 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪১416988
  • দ্বিধাথরোথরো তেকেনা?

    জমছে না।
  • san | 121.50.4.34 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৩416989
  • এ তো মহা মুশকিল। ভাই তেকোনা, আপনি বিখ্যাত-অখ্যাত-কুখ্যাত যিনিই হোন, ভাঙা প্রেমটাকে জোড়া লাগিয়ে যান না কেন। পিলিজ।
  • Samik | 219.64.11.35 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৪416990
  • রোসো। তেকোনা এখন নোটপ্যাডে ঝড়ের বেগে লিখে যাচ্ছে। হয়ে গেলেই কপি পেস্টিয়ে দেবে।

    তাই না?
  • T | 203.101.108.91 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৪416992
  • কিন্তু কোন প্রেমটা যে ভাঙা, কোনটার সঙ্গে কোনটা জোড়া লাগলে খাপে খাপ হবে তাই এখনো বুঝলুম না :(
    এর থেকে jigsaw puzzle বানানো সহজ!
    তেকোনা, আর অপেক্ষায় রেখোনা :)
  • tkn | 122.163.79.110 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৪416991
  • না না, এইবার লিখবো। কিন্তু একটা প্রবলেম হয়েছে। আমার ল্যাপি আজ ফর্ম্যাট করেছি। তারপরে দেখছি সব লেখাগুলো কি রোগারোগা ছোটোছোটো মত দেখাচ্ছে। প্রায় আবছা, মানে প্রিন্টারের কালি ফুরিয়ে গেলে যেমন হয় তেমন। মাথা ধরে যাচ্ছে :-( কি করব? বলে দেবে কেউ প্লিজ?
  • dipu | 207.179.11.216 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৮416993
  • view - text size এ গিয়ে টেক্সট সাইজ বাড়ালে কিছু হচ্ছে না?
  • tkn | 122.163.79.110 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৪416994
  • ওরে বাবা, এতে আবার ইয়াব্বড় বড় হয়ে গেল.. মিডিয়ামের পরের লার্জার কেন? লার্জ নেই কেন ওখানে কে জানে। এদিকে লেখার বক্সে যেখানে লিখছি সেখানে কিন্তু সেই গুড়ি পিঁপড়েই আসছে আর ডানদিকের বাংলা লেখাগুলো বড়োবড়ো :-(..এখন নিচের আর ওপরের বর্ডারটাও কেমন গাঢ় নীল, আগে ছিল আকাশী মত।

    জানে কাঁহা গয়ে ও স্ক্রীণ্‌ণ্‌ণ্‌ণ্‌ণ্‌ণ্‌ণ...

  • Arpan | 216.52.215.232 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৩416995
  • তোকোনা, এই জিনিসটা কর।

    ১। সবকিছু মিনিমাইজ করে ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট-ক্লিক করে Properties সিলেক্ট কর।

    ২। যে ডায়ালগ বক্সটা আসবে তার Settings সিলেক্ট কর।

    ৩। Screen Resolution টা 1024 by 768 pixels করে অ্যাপ্লাই বাটন টেপো।

    ৪। ঠিকঠাক লাগলে চেঞ্জ কমিট করে দাও।
  • Samik | 219.64.11.35 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০০416997
  • আরেকটা কেস হতে পারে। তোমার ব্রাউজারটা কী? ব্রাউজার সেটিংয়ে ফন্ট সাইজ কমানো আছে হয় তো।
  • Arpan | 216.52.215.232 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৩416998
  • আরে ধুর। বলছে তো লেখার বক্সে ছোট আসছে। কিন্তু ডানদিকে বাংলার ফন্ট বড় দেখাচ্ছে।
  • Samik | 122.160.41.29 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৯416999
  • তেকোনা, সমিস্যে মিটল?

    বড় লেখা লেখার সময়ে এইটা ইউজ করতে পারো। লিখে নিয়ে কপি পেস্ট করে দিলেই হবে।

    http://www.guruchandali.com/util/util.jsp
  • tkn | 122.163.79.110 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৯417000
  • না, এতো আরো ভয়ানক হয়ে গেছে দেখছি। আমায় একজন বলল IE 8 ডাউনলোড করে নাও। সে করার পরে এবার বক্স খুলে দেখছি লেখার জায়গায় কিছু দেখাই যাচ্ছে না। শুধু ডটস মনে হছে এত ছোটো এদিকে বাংলাটা ঠিকঠাক দেখাচ্ছে। এসব কি হচ্ছে!!!
  • tkn | 122.163.79.110 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩২417001
  • কি অদ্ভুত! বাঁ দিকে, যেখানে লিখি সেখানে বড়ো বক্সটাই আসছে কিন্তু তার মধ্যে একটা এক ইঞ্চ বাই হাফ ইঞ্চ বক্স আসছে আর তার মধ্যেই লিখতে হচ্ছে। শুধু মাইক্রোস্কোপিক ডটস দেখছি আর ডানদিকে পরিষ্কার বাংলা। কিন্তু এভাবে লিখব কি করে?? শমীক/অর্পন/ আর কেউউউউ - হে----ল্প
    আর হ্যাঁ, ওপরে টিকেন লেখার যায়গাটাও একটা প্রায় দেখা যায় না এমন বক্স হয়ে গেছে। আন্দাজে লিখছি যা লিখছি।
  • tkn | 122.163.79.110 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৫417002
  • শমীক, তোমার সাজেস্টেড বক্স খুললেও তাই। এমনকি গুগল সার্চের লেখার জায়গাটাতেও একই অবস্থা। যেখানেই আমার লেখার অপশন সেখানেই সব মাইক্রোস্কোপিক। এগুলো মনে হয় ওদিকে লেখা উচিত, থ্রেডটাতে না লিখে। এর পরে ওদিকে লিখছি
  • Arpan | 122.252.231.12 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৩417004
  • * সাইজ
  • Arpan | 122.252.231.12 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৩417003
  • 5:53 PM-এ যে পোস্টটা করলাম ওটা করে দেখেছ? এখন রেজোলিউশন সাইয কত দেখাচ্ছে?
  • teman keu na | 122.163.79.110 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৬417005
  • করেছিলাম, তখনো হয়নি, কিন্তু ফাইন্যালি হয়েছে এ এ। থিম চেঞ্জ করতেই সব ঠিকঠাক হয়ে গেল। কি একটা ব্ল্যাক কোম্ব না ব্ল্যাক মাম্বা থিম হয়ে গেছিল, তাতেই এত গোল। এখন বেশ উইন্ডো এক্সপি থিম করতেই সব ঠিকঠাক হয়ে গেছে... হাম বেশ খুশ খুশ হ্যায় :-)
  • Arpan | 122.252.231.12 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:১২417006
  • বাহ বেশ। আরেকটু দেরি হলেই লোকে ধরে কনভার্ট করে দিত। :)
  • Samik | 122.160.41.29 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৩417008
  • বাপ্‌রে। আমি তো গুগল খুঁজে এই পেলাম যে নিশ্চয় তোমার ব্রাউজার সেটিং ১০০% করা নেই। কিন্তু তা হলে বাংলা লেখাও তো দেখতে পাবার কথা ছিল না।

    যাক, সব ভালো যার শেষ ভালো। এইবার হেঁইয়ো বলে পরের কিস্তি ...
  • Tim | 198.82.19.159 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৩417009
  • হুঁ, হাম হলে খুশখুশ কত্তেই পারে। কিন্তু লেখা থামালে চলবে না। ;-)
  • Ishan | 12.163.39.254 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৬417010
  • ইকি তেকোনার প্রেম তো ছকোনা হয়ে গেল? :)
  • Samik | 122.160.41.29 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১417011
  • আস্তেসুস্থে তা হলে রাতটা কেটেই গেল!
  • intellidiot | 59.164.2.20 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৭417012
  • সেই তো দেকচি :-(
  • bibhas | 168.26.215.135 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:১০417013
  • কই গো কোথায় গেলে? বাকিটা লিখবে কখন? :-((
  • pinaki | 131.151.102.250 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৮417014
  • 'গো' ????!!!####%%%&&&:-o

    যা তা তো। :-))

  • teman keu na | 122.163.79.110 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:২৯417015
  • সারারাত জেগে কাটিয়ে ভোরের দিকে ঘুমিয়ে গেছি কখন কে জানে। উঠলাম এক গা জ্বর নিয়ে। মাথার মধ্যে যেন একশো ঘোড়া ফ্রি লেগ এক্সারসাইজ করছে। মা আবার এর মধ্যে দুধেল কফি বানিয়ে এনেছে। কিচ্ছু খেতে ভালোলাগছে না। আজই জ্বর আসতে হল! আজ যে খুব দরকার সৌরভের সঙ্গে দেখা হওয়ার। বিভাসের সঙ্গেও। বুঝতে চাইছি আমি শেষবারের মত। রাগ হচ্ছে আমার। খুব খুব রাগ। মৌ না আমি, কে ওর বন্ধু? প্রেমিকা কি বন্ধু হয় না?? আমার গল্প ওর কাছে করো আর ওর কথা আমার কাছ থেকে লুকোও তুমি!! কষ্ট আর অভিমান দুদিক থেকে জড়িয়ে ধরেছে আমায়...
    টানা দুদিন জ্বরের সঙ্গে প্রেম চলল। মা তাকে ঘাড়ধাক্কা দেয়, সে আবার ফিরে ফিরে আসে ঠিক :-)। তিনদিনের দিন মৌ এল পড়তে যাওয়ার পথে
    "তোর জ্বর এখোনো কমে নি?'
    'কমেছে একটু। তবে মা যেতে দিচ্ছে না'
    'এ: আমাকে ঐ কোমলাক্ষীটার সঙ্গে পড়তে হবে একা'
    কিছু বললাম না। মৌকে আজকাল একটু ভয় ভয় লাগে আমার। কে জানে কখন কি নতুন চমক দেবে!
    "আমি ফেরার সময় তোকে নোটসগুলো দিয়ে যাবো। তুই রেস্ট নে.... বিভাসকে কিছু বলতে হবে?'
    জ্বলে গেলাম আমি। মনে হল বোঝাচ্ছে ও আমাকে যে বিভাস ওর কত্ত ভালো বন্ধু। একটুও না ভেবে তীর ছুঁড়লাম
    'তোকে একটা চিঠি দেব, দিয়ে দিবি?'
    'বিভাসকে? আমি দিয়ে দেব??' কেমন হাঁ হয়ে গেল মৌ। আমি যে আদৌ আর কখোনো ওকে বিশ্বাস করে চিঠি দিতে পারি তা মনে হয় ভাবে নি
    'না, বিভাসকে না। সৌরভকে। ঐ যে হাসলে টোল পড়ে একগালে, ঐ ছেলেটাকে' জল ঢেলে দিলাম আমি ওর গনগনে খুশিতে
    'তুই? ঐ ছেলেটাকে? কেন??.. মানে, ওর সঙ্গে তোর বন্ধুত্ব আছে নাকি? বলিস নি তো? আর বন্ধুত্ব থাকলেও বা, চিঠি দিবি মানে???'
    (আহ্‌হ্‌হ, কি আরাম্‌ম্‌ম!)
    কেন? তোরই খালি বন্ধু হতে পারে ? আমার পারে না?
    'ওভাবে বলছিস কেন? হতেই পারে। কিন্তু চিঠিফিটি দিচ্ছিস বলেই অবাক হলাম'
    (তুইও তো নামফাম লিখিস খাতার ভাঁজে...বলতে গিয়েও আর বললাম না)
    "হুঁ, একটা খবর দিতে হবে। তুই পারবি দিয়ে দিতে চিঠিটা?'
    "না। চিনিনা জানিনা এমন কাউকে ওরকম হাতে করে চিঠি দেওয়া যায় নাকি?' মৌ রাজী হল না
    "ও:। আচ্ছা, ওকে দেখলে বলে দিবি একটু যে আমি ওকে খুঁজছি'
    "আমি ওর সঙ্গে জীবনেও কথা বলিনি। ডেকে বলব কি করে??'
    রাগ হয়ে গেল আমার.."বেশ। তাহলে বিভাসের বাড়িতে গিয়ে ওকে বলিস ওর বন্ধু সৌরভকে বলতে যে তাকে আমি খুঁজছি। পারলে যেন শনিবার সন্ধ্যেবেলায় থাকে ওখানে।'
    "বাপরে! এতো!! আচ্ছা, ওকে দেখতে পেলে বলে দেব, নয়ত বিভাসকেই বলে দেব' বেরিয়ে গেল মৌ আর আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম ঠিক কি করলাম আমি এটা? বিভাসকে বলবে কি মৌ? কি ভাববে বিভাস? ভাবুক যা ভাববে। আমি চাই ও ভাবুক। ভেবে বলুক আমায় কিছু ভুলভাল তাহলেই আমিও ওকে আচ্ছা করে দেব :-((। আসলে আমার ঝগড়া পাচ্ছিল খুব। খুব খুব ঝগড়া পেলেও তো নিজে থেকে অমন ঝগড়ুবুড়ি হওয়া যায়না, তাই আমি ঝগড়া গুঁজে দেওয়ার চেষ্টা করছি নিজেদের মধ্যে।
    ফেরার সময় মৌ এলো নোটস নিয়ে। খাতাটা দিয়ে বলল "বালিশের নিচে রেখে দে। কাকিমা রান্নাঘরে থাকলে খুলিস'
    "কেন? কি আছে?'
    'দেখে নিস কি আছে' একটা ফিকে হাসি দিল মৌ
    'বোস, আমি এখনই দেখব। মা ঠাকুরঘরে' আমি খাতা খুললাম। মৌয়ের খাতার পাতা ছিঁড়ে লেখা কয়েক লাইন "গান গেয়ে জ্বর? কোন রাগ? বিরাগ নয়ত? জলদি সুস্থ হও। শনিবার কথা হবে- সৌরভ'
    (জানিনা ঠিক কি হল ভেতরে। খুশি হওয়ার অনুভূতিটা একদম আলাদা রকমের। ওতে ছমছমিয়ে যায় না বুকের ভেতর, ঝমঝমিয়ে বৃষ্টি নামে না শরীরে শুধু একটা অদ্ভুত রিদিমিক সুর নামতে থাকে মস্তিষ্ক বেয়ে মনের পথে)
    মৌ খুব অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে "তুই সত্যি ওর সঙ্গে দেখা করবি?'
    'করব তো। থ্যাঙ্কস ওকে খবরটা দেওয়ার জন্য'
    "তুই কি করছিস এটা? মানে হঠাৎ, এসব কি? এরকম ভাবে...'
    'কিরকম ভাবে? আমি আজ পড়তে গেলে তো আজই ওকে বলতে পারতাম।'
    "কি কথা বলতে ডেকেছিস?'
    খুব হাসি পেয়ে গেল আমার 'তুই কি কথা বলিস বিভাসের সঙ্গে?'
    "কি কথা মানে? সব কথাই বলি। মানে যা যা কথা উঠে আসে কথার মধ্যে'
    "আমিও তাই বলব। সব কথাই। যা যা উঠে আসবে :-)' থামিয়ে দিলাম আমি মৌকে
    মা রান্নাঘরে রুটি করছে, তরকারী নাড়ছে। শুনতে পাচ্ছি আমি। আমার বইয়ের ভাঁজে সৌরভের চিঠিটা... বার বার পড়ছি আর ভালো লাগছে খুব। গান গাওয়ার কথা লিখেছে বলেই কি ভালো লাগছে এত? (এখন বুঝি, আসলে সব ভালোবাসাতেই নিজেকে ভালোবাসাটা একটা বড় রোল প্লে করে। 'আমায়' নিয়ে ভেবেছে এটা তাই এতো ভালোলাগায়)
    লিখতে ইচ্ছা করছে আমারও, কিছু একটু, দু লাইন। উঠে ছাদে গেলাম চিঠিটা নিয়েই। এক এক করে বেশ কিছু চিঠি জমেছে। এবার রাখার জায়গাটা আর একটু সেফ কিছু খুঁজতে হবে। বড় হয়ে ওঠা কনফিউজড আমিটার একটু স্পেস চাই। একদম নিজস্ব একটা কোন যেখানে নিজেকে লুকিয়ে রাখা যায়... সৌরভ, তোমার এই চিঠিটা রাখার মতও একটা গোপন জায়গা নেই আমার এত বড় বাড়িতে। অথচ মন দেখ, কত ছোট্টো একটা জিনিস, কিন্তু সেখানে কত কি এঁটে যাচ্ছে! তুমি খুশি হয়েছ সৌরভ? এখন আর তুমি বিভাসের বন্ধু নও শুধু, দেখ, তুমি আমারও বন্ধু (এখানে আমি নিজের চোখে চোখ রাখলাম না)..
    শনিবার সন্ধ্যেবেলা আসতে অকারণে বেশি সময় নিল। যদিও এলো শেষ পর্যন্ত.. আসবে যে সে ব্যাপারে আমিও নিশ্চিত ছিলাম। কিন্তু একা এলো না সে সন্ধ্যে। বৃষ্টি আমার খুব প্রিয় সত্যিই কিন্তু সেদিন বিকেলের আকাশ দেখেই খুব করে ঠাকুরকে ডাকতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠতে নামতে দু চারবার ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে বললামও প্লিজ আজ সন্ধ্যেবেলায় বৃষ্টি নামিও না। কিন্তু লাভ হল না কোনো। ঠাকুরদেবতাদের মধ্যে খুব ভাবসাব নেই এটা আগেও জানতাম। সেদিন আরো প্রমাণিত হল। মানলাম বৃষ্টির দেবতার কোনো ফটো নেই আমাদের বাড়িতে, তাই বলে তার কাছ অবধি কেউ আর্জিটা পৌঁছে দেবে না! রোজ জলমিষ্টি খাচ্ছ সব অথচ কাজের বেলায় একটা অ্যাপ্লিকেশন এদিক থেকে ওদিক করতে গা নেই কারো :-(
    আমি তার মধ্যেই বেরোলাম। মা খুব আপত্তি করলেও টিকল না। মৌকে নোটসের খাতাটা ফেরত না দিলে ওর পড়া হবে না এই রকম একটা জোড়াতালি গপ্প দিয়ে বেরোলাম। টিপটিপিয়ে বৃষ্টি হচ্ছে। দেবীগড় পুরো ফাঁকা। আরো একটু এগোতেই সৌরভ নেমে এলো উঁচু দোকানটার বারান্দা থেকে 'জ্বর কমেছে? আমি ভেবেছিলাম আসবে না...'
    "কমেনি' হাসলাম আমি "ছেড়ে গেছে পুরোপুরি'
    "যাক। বাজে জিনিস যত তাড়াতাড়ি ছেড়ে যায় ততই ভালো'
    'হুঁ, ঠিক বলেছ' আর কথা খুঁজে পেলাম না আমি। আসলে ওর সঙ্গে দেখা হওয়া দরকার এটা বারবার মনে হচ্ছে কিন্তু কেন দরকার তা বুঝিনি আমি নিজেও
    "কি হয়েছে তোমার? এত অন্যমনস্ক কেন?' আমরা হাঁটছিলাম, টাপুরটুপুর বৃষ্টি আমাদের ছুঁয়ে নিচ্ছিল। বেশিক্ষন এভাবে হাঁটা যাবে না..
    "হয়েছে অনেক কিছু। তুমি সোমবার দুপুরে ফ্রি আছো?'
    "হুঁ, আছি। মানে তেমন কিছু কাজ নেই, কেন?'
    "কফি হাউসের সামনে আসবে একবার? আমি থাকব, দুটো নাগাদ?' (কলেজের সামনে ডাকতে অস্বস্তি লাগছে আমার যেন ওটা শুধু বিভাসের এলাকা :-( । অদ্ভুত, না??)
    'হুঁউ' হাসল বিভাস 'আসব। থেকো.... তুমি আর ভিজোনা। একটা রিক্সা নিয়ে নাও বরং। এটুকুও ভেজার দরকার নেই। জ্বর থেকে উঠলে'
    "হুঁ। সোমবার..... আর বলতে ইচ্ছা করল না। জানি আসবে
    "মন খারাপ করে থেকো না। মন খারাপ খুব বিচ্ছিরি। আমারো কদিন মন খারাপ গেল। জানি তাই' আমার দিকে তাকিয়ে ঐ মারাত্মক ঝিলিক তোলা আধাহাসিটা হাসল ও "গান শোনা না হয় বারণ বন্ধু না হওয়া অবধি, হাসিমুখের জন্যও কি নিয়ম আছে নাকি কোনো?' নরম নরম ভেঙে ভেঙে কথা বলছিল সৌরভ। হাঁটতে হাঁটতে লুকিয়ে লুকিয়ে ওর মুখের দিকে তাকাচ্ছিলাম আমি। এমন কেন হলি তুই? কোথা থেকে এলি এই বন্ধুটা?? বৃষ্টির ফোঁটাগুলোর মতই ফোঁটা ফোঁটা ভালোলাগায় ভিজে যাচ্ছে আমার ভিতর বাহির..............

  • sourabh | 131.151.102.250 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৪২417016
  • আমার কথা ভোলোনি দেখে খুশি হলাম।
  • Binary | 198.169.6.50 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৪৪417017
  • তেকোনা-র লেখাটা, এখন এইমাত্র, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম। আগে পড়িনি বলে রাগ হচ্ছে, আর এখন পড়ার পরে গলায় কি যেন আটকে আছে, মাইরি বলছি।
  • Shuchismita | 98.228.118.141 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৫১417019
  • অবশেষে "তুই"! বেশ বেশ :) প্রথম থেকেই বুঝেছি বিভাসটা একটা ভনিতা মাত্র। "তুমি" দিয়ে আবার প্রেম হয় নাকি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন