এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৬২৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Shuchismita | 98.228.118.141 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৩৪417053
  • উফ্‌ফ.... এতো ভালো লেখে কি করে!!
  • dipu | 59.164.191.232 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:০৯417054
  • অসাধারণ
  • Bratin | 117.194.98.54 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১০417055
  • অদ্ভুত ভালো লেখা .......
  • Samik | 8.4.8.12 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৪৭417056
  • একঘর উইথ অ্যাটাচ্‌ড বাথ ... ব্যালকনি ...
  • lcm | 69.236.160.74 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২২417057
  • শমীক-এর এই এক্সপ্রেশন গুলো আমার হেব্বি লাগে। "একঘর হয়েছে', অর্থাৎ, দারুণ হয়েছে - এই ডায়ালেক্টের সাথে আমি ঠিক পরিচিত নই। তার ওপর, শমীক-এর এই অ্যাটাচ্‌ বাথ ...
    আরো একটা আছে, সামথিং FC ...
    কিছুদিন আগে আনন্দবাজারে বাণী বসু একতা লেখায় একটা লিস্ট দিয়েছিলেন এরকম টার্ম গুলোর।
  • Samik | 122.162.236.8 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৬417058
  • FCটা বাণী বসুর লিস্টিতে থাকবে না। ওটা নিতান্তই আমাদের কলেজের ভাষা। অন্য কোথাও ইউজ হয় না।
  • tkn | 122.161.164.150 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৭417059
  • 'কফি আর পকোড়া খাই? কালই টিউশনির টাকা পেয়েছি... তুমি কফি খাও তো?'
    .. হাজারোঁ খোয়াহিশে অ্যায়সি কে হর খোয়াহিশ পে দম নিকলে... হাড়ে হাড়ে টের পাচ্ছি খোয়াহিশ পে দম নিকলনা কারে কয়! মনের ঘাড় ধরে চোখ ঠিকরে দিলাম হাতের ঐ লেখাটার দিকে। দ্যাখ ভালো করে, বন্ধু। বন্ধু ভাবতে হয়। প্লিজ, বন্ধু ভাব...
    "গান কেমন চলছে?'
    তাকালাম আমি। একটা কিছু ভুল বলো, একটা কিছু ভুল করো প্লিজ। বিভাসকে ভালোবাসার কথা আমার...
    "ভালো"
    "আমি দারুন গান গাই, জানো?'
    "তাই? শোনাবে আমায়?'
    "তুমি শোনাবে? আমাকে? শুধু আমাকে? একবার?(আবার!!!!! ওরে চুপ কর এট্টুস্‌স্‌স। সামলে নিতে দে আমায় প্লিইইজ)
    "ঐ মেয়েটি, দেওয়ালি, ওর সঙ্গে বিভাসকে দেখেছি কয়েকবার'
    "শোনাবে না তবে....' অন্যরকম হাসল ও, টোলের চারপাশ দিয়ে গড়িয়ে গেল হাসিটা
    "ওর সঙ্গে কি বিভাসের...........'
    "থাকলেও সেটা আমি তোমায় বলব? আর তুমি সেটা বিশ্বাস করবে? আমি মিথ্যে বলতে পারি না??'
    "মিথ্যে বলবে? কেন? তুমি তো আমার বন্ধু'
    "বন্ধুরা মিথ্যে বলে না? কখোনো না?'
    থমকে গেলাম আমি "বলার কথা নয়। আমি কিছু না বলতে চাইলে বলব যে বলতে চাইনা, মিথ্যে বলব কেন?'
    "আচ্ছা। কিন্তু দেওয়ালীর সঙ্গে বিভাসের কিছু থাকলেও সেটা আমি জানব তার কোনো মানে নেই'
    হুঁ, তুমি কিচ্ছুই জানোনা। এও কি জানো যে স্বপ্নে এসেছিলে কখোনো? এও কি জানো যে এই মুহুর্তে আমি শুধু একবার বুঝতে চাইছি চুমু কেমন খেতে হয়?
    আমি আর অবাক হচ্ছিনা। বড় হচ্ছি, বড় হতে হতে পিছন ফিরে তাকাচ্ছি, কিন্তু আর অবাক হচ্ছি না। নিজেকে চিনতে চিনতে তাকিয়ে দেখছি চারপাশ। এলোমেলো উড়োখুশির কুচি উড়ছে চারদিকে। সৌরভ ওয়েটারকে ডেকে কফি অর্ডার করছে আর আমি প্রাণপণে ঠেলে সরাতে চাইছি ওকে অথচ ও আসলে আমার কাছে নেইই।
    "বিভু তোমায় কিছু বলেছে? দিয়ার ব্যাপারে?'
    "না। ও কিচ্ছু বলে না আমায় (হাঁফ ছাড়লাম আমি। বিভাসকে নিয়ে কথা চালালেই মোমদির ঐ বিদঘুটে কথাটা পাত্তা পাবেনা) "ও মৌয়ের সঙ্গে আগের মতই বন্ধুত্ব রেখেছে, এটাও বলেনি"
    "সব কিছু বলতেই হবে? তুমি ওকে সব বলো?'
    "না বলিনা' ওর চোখের দিকে তাকালাম আমি "তুমি জড়িয়ে আছ এমন কোনো কথা বলিনা ওকে"
    "আমি জড়িয়ে আছি? মানে? আমায় নিয়ে কি কথা বলার আছে?" একটুও হাসছে না সৌরভ
    "কিছু না। মানে এই যে আজ এলাম তোমার সঙ্গে দেখা করতে, বা শনিবার (স্বপ্নের কথাটা বলা সম্ভব ছিল না)
    'কেন? কেন বলোনি?'
    "দেখা হয়নি, তাই..' বলতে গিয়ে থমকালাম। মিথ্যে বলছি। দেখা হলেও কি বলতাম? বলতাম না
    "দেখা হলে বলতে?' (উ: বিবেকবাবু এলেন)
    'না, বলতাম না' সত্যিটাই বললাম
    "কেন বলতে না?'
    "বললে ওর খারাপ লাগবে, তাই' (পরে আরো বড় হয়ে বুঝেছি আমরা খুব কাছের মানুষদের কাছে মিথ্যে বলি তখনই যখন তাদের দু:খ দিতে না চাই। বিভাস কি তবে কাছের মানুষ আমার?)
    "এই জন্যেই বলেনি হয়ত। তোমার খারাপ লাগবে বলে..... তুমি যা চাইছ আমি তা পারি না। বিভুর ব্যাপারে কোনো কথাই আমি বলতে পারব না জানলেও, যেমন তোমার কোনো কথাই ওকেও বলব না
    বিশ্বাস করুন, এত বলিষ্ঠ গলায় ও বলল কথাগুলো যে ধুত্তেরি বলে শুধু ঐ বলাটুকুর প্রেমেই আমি টুপ্পুস করে ডুবে গেলাম।
    "তুমি বলো আমি কি ভুল করছি বিভাসের সঙ্গে যোগাযোগ রেখে?' (ডুবলেই তো হল না? ভেসে উঠে বেরিয়ে আসতেও হবে। আমি এলোপাথাড়ি হাত পা ছুঁড়ছি)
    "সেটা আমি কি করে বলব! বিভুকে ভালোবাসো তুমি, তাই না? ভালোবাসলে যোগাযোগ রাখবে না কেন!.... কফি নাও'
    "ভালোবাসি কিনা জানিনা আমি ঠিক'
    কি অনায়াসে বলতে পারছিলাম ওকে কথাগুলো। মনে হচ্ছিল আর কেউ না বুঝুক ও ঠিক বুঝবে
    "ভালোবাসো কিনা তাতে সন্দেহ আছে তোমার?'
    "হুঁ'
    "কি করলে সেটা কাটবে'
    "তুমি হাসি ছেড়ে দিলে" (এম্মা!! এটা কে বলতে বললো!! হাঁদি!)
    "আমি হাসি ছেড়ে দিলে? মানে??' চমকে গেছে কৃষ্ণসখা :-)
    'কিছু না, ভুলভাল বকছি' (আর বিভাসকে নিয়ে কথা বলতে ভালো লাগছে না আমার)

    ছোট্টো ট্রায়ালসাইজ সংশয় কাটাতে গিয়েছিলাম। বাড়ি ফিরলাম ফ্যামিলি প্যাক নিয়ে.......

  • ayan | 122.162.12.130 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৫417060
  • দারুণ। তেকোনা দিদি জিন্দাবাদ। আপুনি থাকেন কোথা?দিল্লী র দিকে হলে প্রাণ ভরে বিরিয়ানি খাবার নেমন্তন্ন রইলো।

    "প্রাণপণে ঠেলে সরাতে চাইছি অথচ ও আসলে আমার লাছে নেইই" -- দারুণ

    অয়ন
  • tkn | 122.161.164.150 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৬417061
  • আমি কলকাতায় থাকি :-(
    ইস্‌স্‌স.. মিস কল্লুম
  • dd | 122.166.81.62 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৮417063
  • তেকোনার অনেক গুলি লাইন অতি চমৎকার। আমি টুকে টুকে রাখছি।

    যখন আমি বড়োদের জন্য রূপকথা (তিন ভল্যুম) লিখবো তাতে হেথায় হোথায় সেঁটে দেবো। খুব জমবে।
  • Samik | 8.4.8.12 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৯417064
  • দিল্লি এত ভাগ্যবান নয়। সাধে কি ন্যাবা বলেছিল, দিল্লি অতি খাজা জায়গা?
  • Samik | 12.170.106.12 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪০417065
  • তবে এটা ফর শিওর, এটা তেকোনার নিজের গল্প নয়।

    হুঁ হুঁ বাওয়া, আম্মো গোয়েন্দা। নিদেন দারোগা তো বটি।
  • arindam | 59.93.197.95 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৯417066
  • ভুলে গেছি কে বলেছে, "ভালোবাসাই,আমি ভালোবাসতে গিয়ে দেখছি,আমাকে ভালোবাসার বাইরে ঠেলে ফেলে দিয়েছে" , তেকোনার লেখা পড়তে পড়তে সে কথাই মনে এল.....
  • tkn | 122.161.164.150 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৬417067
  • শমিক, :-(
  • tkn | 122.161.164.150 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭417069
  • ডিডিদা,
    :-)
  • Samik | 8.4.8.12 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭417068
  • ভুল বল্লাম? ৪-)
  • tkn | 122.161.164.150 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৯417070
  • কিঁউ বতাউঁ?? দারোগার কাজ কমাবো কেন?
  • Samik | 8.4.8.12 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৩417071
  • যাক, ঠিকই বলেছি তা'লে ...
  • tkn | 122.161.164.150 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৪417072
  • আজ্ঞে না। বেশি কনফি হলে ফি ফ্রা ফে
  • Samik | 12.170.106.12 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৭417074
  • ছেড়ে দিলাম। ফি ফ্রা-এর বৃহত্তর স্বার্থে।
  • Shuchismita | 98.228.118.141 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ০২:১১417075
  • অদ্ভুত ভালো।
  • debu | 72.130.151.116 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ০৬:৫৩417076
  • "ডুবলেই তো হোলো না ?ভেসে উঠে বেরিয়ে আসতেও হবে "
    উফ! কি ডায়লগ।
    আমার ১১ নম্বর প্রেমিকা ঠিক এরকম ডায়লগ দিতো।
    হ্য গো? তুমি সোমা না তো?JU-Comp-Lit)
    যেই হোক খুব ই ভালো লিখছো
    লাঁ জয়্‌বাব
  • sudipto | 117.198.128.73 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪২417077
  • কুৎসিত বিচ্ছিরি রকমের ভালো লিখেছেন ----

    তিনদিন ধরে পড়লাম(এতো সময় লাগার কারন এক এক টা এপিসোড ৩-৪ বার পড়ার পর পরের টি পড়েছি)---

    তে-কে-না- দিদিমনি ভগবান আপনার মঙ্গল(বুধ ,বৃহস্পতি,শুক্র,শনি,রবি এবং সোম সহ) করুন---!
  • arindam | 59.93.215.2 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৬417078
  • তেকোনা
    হারিয়ে যেওনা.....
    হেব্বী লেখা।
  • teman keu na | 122.162.42.156 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ০৪:২৯417079
  • 'তোর কি হয়েছে বলত?' আমার খাতার সাইডে ছোটো করে লিখল মৌ
    "কিছু না' আমিও লিখছি..
    "দেখা হয়েছিল?'
    'হুঁ'
    'কি বলল'
    "লিখে বলব?'
    চুপ করে গেল মৌ। ফেরার পথে আর জিজ্ঞেসও করল না কিছু।
    আমি জানিনা আমার কি হয়েছে। বিভাসের সঙ্গে দেখা হবে হয়ত আজ। সৌরভ যদি থাকে সঙ্গে, কথা বলব কি? ইচ্ছা করছে খুব কথা বলতে ওর সঙ্গেও..... না: চুপ করে থাকাই মুশকিল হয়েছে দেখছি। কেবল সৌরভ হানা দেয় :-( কথা বলি বরং
    'তুই বিভাসের বাড়িতে কবে যাবি আবার?'
    "জানিনা। যাই না তো এমনিতে তেমন। কেন?'
    "ও আমায় কখোনো ওদের বাড়ি যেতে বলেনি'
    "তুইও তো বলিস নি। বন্ধুদের বাড়িতে যেতে বলা সহজ, গার্লফ্রেন্ডকে ডাকা অত সোজা না'
    অদ্ভুত। সকলেই বিভাসের পয়েন্টগুলো ঠিকঠাক বুঝছে, দেখছে। শুধু আমিই .....
    "নাড়ু খাবি? মা বানিয়েছে। বলছিল তোর কথা.... (কথা ঘোরাচ্ছিস মৌ? বেশ)
    হাঁটছিলাম আমরা। দেবীগড়ে কে কে আছে এখন? আমি সেই মনের মধ্যে রাখা গোলাপটার পাপড়ি ছিঁড়তে লাগলাম সেদিনের মত। বিভাস/সৌরভ/বিভাস/সৌরভ.... একটু পরে মনগোলাপটা ফেলে দিলাম ইচ্ছে করে। যে থাকে থাকুক, আমার কি?..
    "কিরে? যাবি আমাদের বাড়ি? নাড়ু রেখেছে মা'
    "না, কাল যাবো... মৌ, তুই তো ওদের বাড়ি গেছিস। দেয়ালীকে দেখেছিস? কেমন লাগে?
    "নেকু লাগে। চুড়ান্ত নেকু লাগে'
    "কেন? মানে ন্যাকামো কি করল তোর সঙ্গে?'
    "আমার সঙ্গে না। বিভাসের সঙ্গেই করে.... কেন? তোর সঙ্গে আলাপ হয়েছে ওর?'
    "না। ওকে দেখেছিলাম একদিন বিভাসের সঙ্গে ট্রামে'
    ঘুরে তাকালো মৌ "তোর সঙ্গে আলাপ করায় নি?'
    "না। উপায় ছিল না। ওরা ঠিক নামার আগেই দেখেছে আমায় .... মৌ, তুই এখোনো ভালোবাসিস বিভাসকে?'
    হাসল মৌ। আমি ওর মুখের বাঁদিকটা দেখতে পাচ্ছি শুধু তবু বুঝলাম এমন হাসি ও কখোনো হাসে না
    "বাসিস?'
    "হুঁ.... বাসি..... রাগ করলি?'
    রাগ হয় নি আমার। বরং একটা অপরাধবোধ ডানা মেলল বুকের মধ্যে।
    "ধ্যাত। রাগ করব কেন?'
    "হুঁ। সেই তো। আমি বাসি। ও তো বাসে না'
    ইস্‌স্‌স্‌স, এত্তো জল আটকে চোখের মধ্যে কথা বলিস কি করে মৌ! কষ্ট হচ্ছিল আমার। মাত্র কয়েক মাসে আমরা দুজনেই কেমন অনেক দূরের হয়ে গেছি দুজনের থেকে। অথচ একটা সম্পূর্ণ অন্য মানুষের জন্য আমরা দুজনেই ....
    "তুই ওকে বলে দিলি না কেন মৌ?'
    "দয়া করছিস তুই আমায়!!' কি তীব্রভাবে ছুঁড়ে দিল কথাটা!
    "এরকম করে বলছিস কেন??'
    "তো কি ভাবে বলব?? ও চিঠি লেখে তোকে। হাত ধরে ট্রাম থেকে নামে দিয়ার আর আমার সঙ্গে গল্প করার সময় তোদের কথা বলে... এসবের মধ্যে আমি...'
    "তোদের??' আটকে গেছি আমি "তোদের মানে??'
    "তোর আর দিয়ার। তোকে ও কত ভালোবাসে, দিয়া ওকে কত ভালোবাসে.. উ: তোরা প্লিইইইইজ এসব নিয়ে কথা বলিস না আমার সঙ্গে... আমি আর নিতে পারছি না'
    (যদি সত্যি এটা টিভি সিরিয়াল হত তো এইখানে আমার মুখের ওপর অন্তত: আড়াই সেকেন্ড ক্যামেরা থাকত এবং মিউজিক এত্ত লাউড হত যে আপনারা রিমোট খুঁজতেন শুধু মিউট করার জন্য)
    "ওকে দিয়া ভালোবাসে? ও একথা বলেছে তোকে??'
    "তুই কত্ত কমপ্লিকেটেড হয়ে গেছিস! ভাবতেই পারছিনা আমি..' মৌ চাপা গলায় বিরক্তি উগরে দিল
    "কমপ্লিকেটেড!!"
    "নোস? তোর কানে গেল না যে বিভাস তোকে ভালোবাসে। দিয়ার ওকে ভালোবাসা নিয়ে পড়লি। আমি ওকে ভালোবাসি কিনা জানতে চাইছিস। তুই কি করছিস? তুই ভালোবাসিস ওকে? নাকি ঐ সৌরভ না কে... কি করছিস তুই আসলে??'
    লজ্জা করছে আমার। খুব। এসবের উত্তর নেই আমার কাছে অথচ থাকা উচিত। মৌ, এত কষ্ট পাচ্ছে বিভাসকে ভালোবেসেই। সত্যিই সহ্য করার কথা না ওর এসব....
    "তুই আদৌ ভালোবাসিস ওকে? বলতো? কখোনো বেসেছিস?'
    মাঠের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। ওরা আছে রকের সামনে। দুজনেই তাকালো আমাদের দিকে। আমরাও। বিভাস এগিয়ে এলো পায়ে পায়ে আর আমি সৌরভের দিকে এগিয়ে গেলাম মনে মনে।
    "পড়া হল?'
    "হুঁ.. হাসলাম আমি... কেমন আছ? (এর থেকে অবান্তর প্রশ্ন আমি জীবনে করিও নি, শুনিও নি, তাও করি এবং শুনি। আজও)
    "তোরা আয়, আমি এগোই...' কিচ্ছু বলার সুযোগ না দিয়েই মৌ হনহনিয়ে এগিয়ে গেল।
    "তুমি মৌয়ের সঙ্গে কথা বলো না কেন?'
    বিভাস হাসল "বলি তো। আজ মনে হল মুড অফ.. তাই'
    "তাই তুমি কথা বললে না?'
    "না, তা না......
    ইচ্ছে করল না আমার আর কথা বাড়াতে এ নিয়ে। সৌরভ ঠিকই বলে। সব কথা সবাইকে বলতে হবে জানতে হবে এমন দিব্যি কে দিয়েছে? বরং যত কম জানা যায় ততই ভালো। এই যে পাঁচ মিনিট আগে আমি জানলাম দেয়া বিভাসকে ভালোবাসে সেটাও কি জরুরী ছিল?
    "তুমি একদিন কলেজ কামাই করবে? নেক্সট উইকে?'
    "কেন?'
    "কোথাও একটা যেতাম'
    "কোথায় যাব?'
    "কোথাও। সিনেমা... বা....'
    বিভাসের দিকে তাকালাম আমি - বিভাস আমায় ভালোবাসে। দিয়া বিভাসকে ভালোবাসে, মৌও.. আমি কাকে ভালোবাসি? এখন, এই অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে বিভাসের বলা কথাগুলো আমায় ছুঁয়ে যাচ্ছে.. এই বিভাসের সাইকেলে চড়ে সামনে এসে দাঁড়ানো আমায় ভালোলাগা দিত (দিত??? এখন??? আমি জানিনা। প্লিজ জিগাবেন না)
    "তুমি আমায় আর চিঠি লেখ না কেন?'
    "লিখলে তোমার থেকে উত্তর চাইব। সেগুলো আমার পড়তে ইচ্ছা করবে বার বার। কিন্তু আমার বাড়িতে চিঠি গুলো রাখা নিয়ে প্রবলেম আছে..'
    (একি?? এসব সমস্যাতো মেয়েদের থাকার কথা! তাও তো আমি রেখেছি সব!)
    "তোমার বাড়িতে সমস্যা হয়? চিঠি রাখতে? মা....'
    "না না, মা ওসব ঘাঁটে টাটে না। কিন্তু দিয়া বড্ড হাত দেয়...'
    গা জ্বলে গেল আমার। দিয়া কেন হাত দেয় তোমার জিনিসে?
    "কাল একটু ফ্রি থাকবে দুপুরে? আমি যাবো..'
    "দিয়াকে কেন হাত দিতে অ্যালাও করো তুমি?' বলেই থমকে গেলাম আমি। এভাবে বলা ঠিক নয় হয়ত...."অবশ্য তোমার জিনিসে তুমি যাকে খুশি হাত দিতে....'
    বিভাস খুব আলতো করে ওর আঙুল দিয়ে আমার একটা আঙুল জড়িয়ে নিল "কাল দেড়টায় আমি গেটে থাকব। তুমি এসো, প্লিজ'
    বৃষ্টিহীন বাতাসহীন একটা সন্ধ্যে আমায় বিভাসের প্রেমিকা করে তোলার জন্য উঠেপড়ে লাগল।

    খেয়েদেয়ে উঠতে বেশ রাত হয় আজকাল। আমি খেয়ে উঠেও একটু পড়তে বসি। বেশি রাত অবধি পড়লে মা ভোরবেলায় আর ঠেলাঠেলি করে না। সাড়ে সাতটা অবধি গড়ানো যায়। কাল খুব বেশি চাপ নেই ক্লাসের। এমনিতেও পড়ায় খুব বেশি যে মন বসছে তা না। লেকচারের ফাঁকে ফাঁকে নিজের মধ্যে রাধারাণী মার্কা আনচান টের পাই অথচ বাঁশী যে কে বাজায় তা বুঝতে নাকাল হই :-(
    বিভাসের চিঠি মৌয়ের বই থেকে বার করা আমি আর এই আমিটা কি এক? কক্ষোনো না। তখন তো মনে হচ্ছিল ঐ চারটে চিঠি নিয়েই জীবন কাটিয়ে দেব। আর এখন আস্ত একখানা বিভাসও কম পড়ছে মনে হচ্ছে কেন? শুধু ওর সঙ্গে গল্প করার থেকে সৌরভের সঙ্গে গল্প করতে বেশি ভালোলাগে বলে? কিন্তু ভালোবাসলে তো যাকে ভালোবাসি তার সব দোষ গুণ সমেতই ভালোবাসার কথা!
    কিশোরীবেলার বেড়া ডিঙোনোর সঙ্গে সঙ্গেই প্রেম সম্মন্ধে যত জ্ঞানগম্যি আহরণ করেছি বই পড়ে আর টিভি দেখে সেসবই কেমন ড্যাম্প ধরা দেওয়ালের চুনের মত ঝুরঝুরিয়ে ঝরে পড়ছে দেখছি।

    দেড়টার আগেই বিভাস এলো। কি করে জানলাম বলুন তো? কারণ দেড়টা বাজার আগেই আমি কলেজের গেটে এসে দাঁড়িয়েছি। মাঝরাতনীল আর সাদার জলছবি তোলা একটা শার্ট পড়েছে। কেমন মায়ামায়া লাগছে মুখটা। এগিয়ে এলো আমায় দেখতে পেয়ে "একটু আগেই এসে গেলাম'
    "তাই? আমার তো ঘড়ি নেই হাতে। দেড়টা বাজে নি? (ডাঁহা মিথ্যে। আমি লাইব্রেরীর বড় ঘড়িটা দেখেই এসেছি)
    "চলো। কোথাও বসি। নাকি হাঁটবে?'
    'যা রোদ্দুর! চলো ভেতরেই বসি বরং'...চারতলার একটা ফাঁকা ক্লাসরুম বেছে নিলাম আমরা।
    "তোমাকে একটা কথা বলার আছে আমার"
    "কি কথা?'
    "দিয়ার ব্যাপারে'
    "জানি'.. আমি থামিয়ে দিলাম ওকে "দিয়া তোমাকে ভালোবাসে'
    "হুঁ। বাসে" ... জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে বিভাসে "বলে খুব ভালোবাসে। রোজ আমায় চিঠি লেখে। বাংলা ইংলিশ মিশিয়ে পাতার পর পাতা। আমি ঘুমোনোর আগে বালিশের নিচে রেখে দেয়.... এতো সুন্দর করে লেখে.. আমি বুঝতে পারি না কি করব... মাকে বলব? ওকে বারণ করলে শোনে না ও....
    আমি শুনছি। প্রচুর হিংসে হওয়ার কথা আমার, রাগ হওয়ার কথা তারথেকেও বেশি। অন্তত: গাইডবুক ফলো করলে এগুলোই হওয়া উচিত। কিন্তু হচ্ছে না। মায়া হচ্ছে আমার। কষ্ট হচ্ছে।
    "তুমি ভালোবাসো না দিয়াকে?'
    "আমি? দিয়াকে?? তবে তোমার জন্য আমি এভাবে .... তুমি কি বোঝো না ??'
    ছেলেদের নাকি কাঁদতে নেই! এ শাস্তি কে ঠিক করেছে? ওদের বুঝি কষ্ট হতে নেই? কান্না জমেনা ওদের চোখে? কিচ্ছু জানেন না দেখছি :-( দিব্যি কান্না জমাতে পারে ওরাও.. আর সেই জমে থাকা কষ্ট কেমন ফুটে ওঠে ঠোঁটের ভাঁজে, চোখের তারায় আর অস্থির আঙুলে....
    খুব অসহায় দেখাচ্ছে বিভাসকে। আমারও কষ্ট হচ্ছে খুউউউউউউউউব। আজ ও আমায় সব বলতে পারছে অথচ আমি পারছি না বলতে কিচ্ছু। আমি কখোনো বলতে পারব না...
    "তুমি বলে দাও, কি করব আমি? এমন করে ও পাগলের মত এগোচ্ছে....'
    "তুমি ওকে বোঝাও ভালো করে..'
    'বুঝিয়েছি। চান্স পেলেই বোঝাই। কিন্তু ও শোনে না... আমাদের বাড়িতে না থাকলে ওকে কোনো হোস্টেলে থাকতে হবে... সেটা সম্ভব না.. আমি বলবই বা কি করে এসব কাউকে!!'
    তাকিয়ে আছি আমি ওর দিকে। এসবও শুনতে হবে আমায়!!
    "আমি ওকে তোমার কথা বলব ভেবেছি। তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব...'
    চমকে গেলাম আমি। "না না, এসব কোরো না....."
    "তবে তুমি বলো আমি কি করব?'
    খুব ইচ্ছা করছে উঠে উল্টোদিকের বেঞ্চটাতে ওর পাশে গিয়ে বসতে...
    "আমি কি বলব বলো? ও যখন তোমায় এত ভালোবাসে, তখন তুমি ওকেই.....'
    অবাক হয়ে তাকালো বিভাস... 'ওকেই কি? ওকেই ভালোবাসব? আর তুমি?? এরকম আবার হয় নাকি? '
    জানলার দিকে তাকালাম আমি... "তুমি ওকে একটুও ভালোবাসো না?'
    "বাসি। বন্ধুর মত। বাসি বলেই তো কষ্ট দিতে পারছি না'
    আমি চমকে গেলাম। ঠিক তো! আমিও বাসি, বিভাসকে, বন্ধুর মত। তাই ওকে কষ্ট দিতে পারছি না... আর বন্ধুর মতই ওর কষ্টে কষ্ট হচ্ছে আমার

    মা ছোটোপিসির বাড়ি গেল বোনকে নিয়ে সন্ধ্যেবেলায়। আমি চুপচাপ শুয়ে আছি চাঁদের দিকে তাকিয়ে। আজ একসঙ্গে ফিরেছি আমরা দুজন। বিভাস এমনিতেই চুপচাপ, আজ আরো চুপ ছিল। খারাপ লাগছিল খুব। দিয়াকে ভালোবাসার কথা বলতেই কেমন চেঁচিয়ে উঠল। এতো ভালোবাসো আমায় বিভাস??? অথচ আমি এখনও এই সব টানাপোড়েনের মাঝে দাঁড়িয়েও ভাবছি এসব সৌরভকে বলা দরকার। ও ঠিক বলতে পারবে আমার কি করা উচিত। বিভাস চায় আমি ওকে বলি ওর কি করা উচিত, আমি চাই সৌরভ বলে দিক আমায়.... সৌরভ কাকে চায়?? থমকে গেলাম আমি। আমি জানতেই চাই না সৌরভ কাকে চায়। রাগ হচ্ছে ওর ওপর.. মনে হচ্ছে ধরে পেটাই আচ্ছা করে। কিন্তু ও তো কিছু করেনি! ও তো জানেও না আমি যে এমন ... 'বন্ধু তোমারও' লিখে দিয়েছিল সে.. না, ওর দোষ নেই। এ সবই আমার দোষ, আমার দায়... মৌ, দিয়া দুজনেই বিভাসকে ভালোবাসে। আমি যদি বিভাসকে জানিয়ে দিই যে আমি স্বপ্নে ওর বন্ধুকে দেখি, ওকে লুকিয়ে তার সঙ্গে দেখা করি আর তার কথার প্রেমে পড়ি, তাহলে? বিভাস কি তাহলে আমার জায়গায় দিয়াকে বসিয়ে নেবে? এত ভয় পায় দিয়াকে যে ও আমার চিঠি বাড়িতে রাখতে পারে না... অদ্ভুত না?
    আরো খানিকটা সময়ে ভেবে ভেবে নষ্ট করে আমি রিয়্যালাইজ করলাম -
    এক- আমি সৌরভকে ভালোবাসি বা না বাসি ওর কাছে আমি অনেক বেশি কম্ফর্টেবল।
    দুই- বিভাস আমায় খুব ভালোবাসে বলেই আজ এসব এত খুলে বলতে পেরেছে। কিন্তু আমি বিভাসকে এতো ভালোবাসিনা যে ওকে আমি আমার ভালোলাগার কথা বলতে পারি...
    তিন - বিভাস আমার প্রেমিক হোক বা না হোক, ওর কষ্টে আমারও খুব কষ্ট হয়

    নিচে নেমে এলাম আমি। বিভাস ওর বাড়িতে আমার চিঠি রাখতে পারে না। আমি পেরেছি, পারছি, কিন্তু রেখে কি লাভ? বার করলাম চিঠি গুলো। কিছুদিন আগে এগুলোকে নিয়ে জীবন কাটনোর মত ভাবনা মাথায় এসেছিল। ওদের আমার হাতে না দেওয়ার জন্য মৌ আমার থেকে দূরে সরে গেল। আমার লেখা চিঠিগুলো নিয়ে তবে তুমি কি করেছ বিভাস? জানা হল না... এগুলোকে নিয়ে আমিই বা কি করব??
    "তেরে খুশবু মে বসে খত ম্যায় জ্বালাতা ক্যায়সে.... পেয়ার মে ডুবে হুয়ে খত ম্যায় জ্বালাতা ক্যায়সে..........

    বিভাস আমার ওপর এতটা নির্ভর করে আমি নিজেও বুঝিনি আগে। না: আর একটু বড় হতে হবে আমায়। এট্টু বড়। কি করব আর কি করবনা সেটুকু নিজেকেই বুঝতে হবে। কি করবনা তা পরে ঠিক করে নেব না হয়, কিন্তু কি করব তা এখন এই মুহুর্তেই ঠিক করলাম আমি । এবার আমি নিজের চোখে চোখ রাখব। রাখবই...........

  • shyamal | 24.117.233.39 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ০৪:৫১417080
  • এ সুখ ধরণীতে কেবলি চাহ নিতে
    জাননা হবে দিতে আপনা?
    সুখের ছায়া ফেলি কখন যাবে চলি
    বরিবে সাধ করি বেদনা

    চালিয়ে যান। হেব্বি হচ্ছে।
  • Nina | 68.36.34.162 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৫417081
  • এ যেমন তেমন কেউ না , এ একেবারে দুর্দান্ত লেখার হাতের কেউ!! অপূর্ব্ব লেখা----
  • Santanu | 82.112.6.2 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৬417082
  • এই বিভাস তো দেখি দেবতা টাইপের জিনিষ,
    পাশের ঘরে গোটা একটা সুন্দরী মেয়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে, বিছানায় চিঠি রেখে যাচ্ছে, কোন সামাজিক জটিলতা নেই,
    তবুও সে বাবু মওকে কা ফায়্‌দা না উঠিয়ে, কোন এক ক্লাসরুমের কাঠের বেন্‌চ এ বসে প্রায় কান্নাকাটি করছে - ওকে কেন দিয়া ভালোবাসে ভেবে।

    তবে কপাল ও বলতে হয়, একসাথে তিন-তিনজন!! সাধারণ মানুষের কি আর এসব হয়!!

  • M | 59.93.165.12 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:০২417083
  • যাত্তারা! এত পাঁচকোনা ভাঙা........ আর একটা জোড়ো, তবে অন্তত: বেঞ্জিন টাইপ কিছু একটা হতে পারে, ছকোনায় বেস করে কত কিছু হয়, পুরো অর্গানিক নেমে গেছে ওতে ভর করে বলে........
  • aishik | 122.166.22.73 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৩417086
  • আজ হোক না রং ফ্যাকাশে, তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ম্লান তো, বৃস্টি আসুক নাই বা আসুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক
    আজ ই বসন্ত।

    তেকোনা শরৎ কালে বসন্ত দর্শন করালেন। আরো ভালো লেখার আশায় বোসে থাকল.... এই চাষা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন