এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রথম কি ভাবে - গুরুর যা ভাল লাগে

    shrabani
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০০৯ | ১৪৭৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৩৪412508
  • আম্মো।
  • sinfaut | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৩৫412509
  • আর যেখানে সেখানে 'প্রকৃত প্রস্তাবে' ব্যবহার করার জন্য 'ঙ'।
    :P
  • shrabani | 117.239.15.27 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৮412510
  • সোমনাথ তো একথা আগেও অনেকবার বলেছে.....যেদিন গুরুতে ফেসবুকের নীল বাটন দেখা যাবে সোমনাথ আর আসবেনা..... :)
    আমার তো ঐ মভ কালারটা চলে গেলে,পেঁচায় বেশী কারুকার্য হলে বা গুচ্ছের ছবিছাবা এলেও খুব খারাপ লাগবে, কিন্তু এত বদলের মাঝে গুরুই বা না বদলে বাঁচে কীভাবে, ইন ফ্যাক্ট বদলেছেও তো!
  • Bratin | 122.248.183.1 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩১412511
  • তবে কি সোমনাথের জন্যে 'লাল' বাটনের ব্যবস্থা করতে হবে? :-))
  • shrabani | 117.239.15.27 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৩412512
  • ও: আর আজ বলে নয় এ সম্বন্ধে সোমনাথ আগেও অনেক জায়গায় যত কথা বলেছে আমার খুব পছন্দ হয়েছে, পরিস্কার বক্তব্য, সোজা কথা..... এতদিন দেওয়া হয়নি তাই আজ ক ছেড়ে পুরো বাংলা বর্ণমালা সোমনাথকে!
  • sayan | 160.83.96.83 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৫412513
  • মূলত: বোল্ড আর আন্ডারলাইন করা ছাড়া ফন্টে আর কিছু কারিকুরি না থাকলেই ভালো লাগবে। রঙচঙে ছোটদের পাতার মত লেআউট চাই না। আই পি থাগ। গুরু শুধু ফেবু কেন, বালা'ও যেন না হয়ে ওঠে। গুগল ট্রান্সলিটারেশন ওয়েলকাম আইডিয়া। স্মাইলির অত্যাচার চাই নে (এমনিই টেকস্ট স্মাইলিতে অলরেডি পোস্টেরা ছয়লাপ যদিও)। খুব আশা করবো, নতুন গুরুতে এই ছিমছাম ব্যাপারটা যেন থাকে। অত্যধিক ফরম্যাটিং'এর জেরে কনটেন্ট যেন গুপি না হয়ে যায়। "লাইক' বাটন, ক'বার পড়া হয়েছে তার কাউন্ট ইত্যাদি পেছনপাকামো না থাকুক। গুরু'র সার্চ টুলটা আরেকটু পোক্ত হোক। টইগুলোর ইন্ডেক্সিং'এর জন্য সোমু অনেকদিন আগে দায়িত্ব নিয়েছিল সেটার আপডেট কী? আর গুচ্ছের লিঙ্কে পাতা না মাখিয়ে ড্রপডাউন থাকুক - এটা বোধহয় থাকবে। চন্ডাল হিসেবে এইসব দাবী আর কি। বাকি থাকল লেখালিখি - দ্যাটস্‌ গিভন, অ্যান্ড টেকন ফর গ্র্যন্টেড।
  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৬412514
  • ওমনাথ কিন্তু গুরুর আলোচনা ফেসবুকে নিয়ে যেতে আর সেই আলোচনা আবার এখানে নিয়ে আসতেও বলেছে।

    তা এটা কি একরমকের শেয়ার হল না ? বাটন টিপে শেয়ার মানেই খারাপ। আর কোন একজন দু'জন লোক বসে বসে ম্যানুয়ালি সব আলোচনা কপি পেস্ট , রি কপি পেস্ট করে যাবে,সেটাই ভাল ? :)
  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৭412515
  • ক'বার পড়া হয়েহে্‌চ দেখতে চাই, এই দাবীটাও কিছু লোকের ছিল না ? প্পন কি ? ভুল হতে পারি।
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৪১412516
  • না:, আমার ছিল না।

    আমার একটা দাবি ছিল, সেরকম কিছু না, না হলেও চলে। হিটকাউন্টের বেসিসে টপ টেন টইয়ের একটা লিস্ট থাক। যাতে লোকজন সর্ষে কই, মোচা কই বলে কান্নাকাটি না করে। ওই দুটোই গুচতে সবচেয়ে বেশি লোক পড়ে। :-)
  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৪৮412518
  • তালে এটা ?

    Name:ppnMail:Country:

    IPAddress:112.133.206.22Date:08Nov2011 -- 09:43AM

    ...

    আর আমি এটাও চাইবো কোন লেখা কতবার পঠিত হয়েছে তার একটা কাউন্টার মেন্টেন করা। যদি কোন লেখার তলায় কমেন্ট নাও আসে তাহলেও বেচারা লেখক ঐ কাউন্টার দেখে যা বোঝার বুঝে যাবেন!
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৫১412520
  • বলেছিলাম? কেন বলেছিলাম মনে পড়ছে না। আসলে ব্লগ নির্ভর কাঠামো না হলে কাউন্টারের কোন মানেই দাঁড়াচ্ছে না।
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৫৯412521
  • হুঁ, আর ব্লগনির্ভর স্ট্রাকচার্ড হয়ে গেলেই গুরুচন্ডালি হয়ে যাবে, সোজাসাপ্টা প্রতিষ্ঠান। আর উল্টোপাল্টা প্রতিষ্ঠান থাকবে না। :)

    যাক গে, অনেকেই অনেক কিছু বলেছিল। তার বেশ কিছু বেছেবুছে কাজ করা হচ্ছে। দ্যাখেন, ফ্যাঁসবুকের ডেভেলপাররা ফ্যাঁসবুককে সাজানো গোজানো করার জন্য মাইনে পান, অনেক পড়াশোনা করেন, নতুং নতুং টেকনোলজিতে মাথা ঘামান। আমাদের অত পয়সাও নেই, টেকনোলজিও নেই। আপনা হাত জগন্নাথে যতটা যা হয় করব।

    এই গুরুর সোর্স কোড হারিয়ে গেছে, তাই কোনও আপগ্রেডেশন করা সম্ভব হয় নি। নতুন গুরুর সোর্স কোড সযত্নে মেনটেন করা হচ্ছে গুগুলের ওপেন সোর্স রিপোজিটরিতে। যার ইচ্ছে হবে নতুন ফিচার তাতে অ্যাড করে দিতে পারবেন। নীল বোতাম, লাল সুতো, সব।
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:১৬412522
  • হুঁ, খুঁজে দেখলাম এইটাও লিখেছিলাম। পাইয়ের সেটা চোখে পড়েনি?

    Name:ppnMail:Country:

    IPAddress:202.91.136.71Date:14Nov2011 -- 03:38PM

    কীভাবে করা হবে বা গুরুর কাঠামোতে সেটা করা যাবে কিনা সেইটা অন্য কথা।

    এই লেখাটা দেখুন। লেখার শেষে কাউন্টার আসে। বেডিও বাটন লাগবে কেন তার জন্য? কিছু একটা স্ট্যান্ডার্ড টেকনিক নিশ্চয় আছে। :)

    http://www.sachalayatan.com/sumanb/41993

    তবে আবারো বলছি। গুরু ঠিক ব্লগ নয়। কাজেই এইটা সব লেখার জন্য ইম্পলিমেন্ট করা যাবে না। আদৌ করা যাবে কিনা সেইটা যারা সাইট রিভ্যাম্প করছে তারা ভাবুক।

    কাউন্টার থাকলে দুটো সুবিধে হয়।

    ১। কতজন লোক লেখাটেখা পড়ছে (সপা+নীপা) তার একটা ধারণা হয়।

    ২। টপ টেন পপুলার টই ইত্যাদি মেইন্টেন করা সুবিধে হয়। লোকজন মাঝে মাঝে সর্ষেবাটার টই খুঁজে হেদিয়ে মরে। সেইটা হয়ত হবে না। (ঐ টই কেউ কেউ হামেশাই খুলে দেখে এইটা বাজি ফেলে বলা যায়)।

  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:২৪412523
  • পড়বে না কেন ?

    কতজন লোক পড়ছে, এই ব্যাপারটা লোকজন জানতে চায় কি চায় না ( ব্লগ না হলে করা যাবে কি যাবে না, সেটা নয় ) সেটা নিয়ে কথা উঠলো বলে নানা মতামত এক জায়গায় রাখতে চাইছিলাম।
  • cb | 192.193.164.10 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:৩৯412524
  • লাস্ট ২০ টি আপডেটেড টই হক ১০ এর বদলে
  • a | 125.16.135.194 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:৪৮412525
  • গুরুতে কবে এসেছি, মনে নেই। ২০০৫ এর পুজোর পরে পরেই মনে হয়, কারণ ঐ সময়ে একটা গেট টুগেদারে আগুন বলেছিল এর কথা।

    ভালো লাগে অনেককিছুই, খারাপও লাগে। সব মিলিয়ে সময় পেলে দেখে যাই।
  • shrabani | 124.124.244.107 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:৪৯412526
  • অয়ন :)...তুই আগেই লিখেছিস এই টইয়ে কীভাবে এসেছিস!
  • sayan | 160.83.96.83 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:৫৮412527
  • :-))
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:৫৯412529
  • বানের জলে ভেসে :-)
  • shrabani | 117.239.15.27 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:১২412530
  • আজ আমায় গোরু রোগে ধরেছে তাই আবার এসেছি, ফেসবুকের ঐ লাইক বাটন আমি একেবারে ডিসলাইক করি...গুরুতে ওরকম থাকলে কেউ কথাই বলত না, শুধু লাইক দিয়ে চলে যেত, হয়ত ভালো করে পড়তও না! নেই বলে এখানে কতরকমের কথার পিঠে কথা আসে! এরকম না হলে আবার আড্ডা হয় নাকি!:)
  • Kaju | 121.242.160.180 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:১৬412531
  • ইয়ে, মানে, বলছিলাম কি, না থাক...

    না থাক, এলাম যখন, দেখলামও যখন, বলেই ফেলি...

    নাকি...

    বলছি, গোরু রোগে ধরাটা কীরকম?
  • a | 125.16.135.194 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:২৬412532
  • আরে সেতো তিন বছর আগে বলেছি!! কি কন্সিস্টেন্সি!!
  • Nina | 12.149.39.84 | ০৩ এপ্রিল ২০১২ ২০:৪৮412533
  • উমমমম!! প্রথম কি ভাবে গুরুর খোঁজ পেলাম----ভুতোর কাছে --সাল-ঠাল ভুলে গেছি---পড়তাম কিন্তু পোস্ত করতে পারতামনা--আমারই দোষ----তারপর রেগুলার একেবারে পোকা হয়ে গেলাম বড়ম, তেকোনা , কলি(আজকাল আর দেখিনা কৃষ্ণকলি নয়)লেখাগুলো বেরোচ্ছে তখন--আর ধীরে ধীরে সব্বার লেখার পাখা হলাম--এখন তো
    গুরুভজন বিনা সুখ শান্তি নহি
    গুরুনাম বিনা কই নাম নহি

    না এটা ঠিক বল্লামনা--আমি বা লা তেও রেগুলার যাই---

    দুটো দুরকমের ঠেক--আনন্দের ---মোটমাট আমার দুটো ই ভাল লাগে---
    গুরু কেমন হবে ইত্যাদিতে মতামত দিইনা--যেমন আছে সেটাও যখন ভাল লাগে ---কেমন হবে সেটও লাগবে বলেই জানি---সরেস উঅর্বর মস্তিষ্করা আছে :-))
  • Kaju | 59.93.213.49 | ০৩ এপ্রিল ২০১২ ২১:৩৭412534
  • কিন্তু গোরু রোগের ব্যাপাট্টা...
  • Tim | 198.82.30.201 | ০৩ এপ্রিল ২০১২ ২১:৪১412535
  • গোরু (রচনা লেখার) রোগ।
  • shrabani | 59.94.103.91 | ০৩ এপ্রিল ২০১২ ২১:৪৫412536
  • কাজু টেরও পেলনা যে রোগের ভাইরাস ওর মধ্যেও ঢুকেছে!:)
  • Tim | 198.82.22.158 | ০৩ এপ্রিল ২০১২ ২১:৪৭412537
  • :-)
  • Generic Letter | 136.142.168.156 | ০৩ এপ্রিল ২০১২ ২১:৫৯412538
  • আমি তো বেসিক্যালি সাইলেন্ট পাঠক - এখনো বাংলা লেখার জড়তা কাটিয়ে উঠতে পারিনি। কিছু দেখে খুব চুলকে না উঠলে লিখি না।

    তবে কি না অনেকদিন ধরে পড়ছি। ভাল্লাগে, এম্নি এম্নি।
  • Siddhartha | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ২২:১২412540
  • ২০০৭ থেকে পড়তাম। সন্ধান দিয়েছিল তাতিন।

    তবে লিখতে ভয় পেতাম। আর ল্যাদ-ও একটা কারণ ছিল। তখন হেবি গাঁজা খেতাম, ফলে লেখা ফেখা পোষাত না।

    ২০১০ সালে একবার একটা ছোট্ট কমেন্ট করেছিলাম। সিপিএম টিএমসি বাওয়ালে। সেই প্রথম। তারপর আর লিখিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন