এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ইন্দ্রজাল কমিকস

    Somnath
    বইপত্তর | ২৫ এপ্রিল ২০০৯ | ৩০৯৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.214.252 | ২৫ এপ্রিল ২০০৯ ২২:০২410847
  • ম্যানড্রেক, অরন্যদেব, বাহাদুর ... আর পাতা জোড়া Leo toys এর অ্যাড। কি ভয়ানক লোভ ছিলো ঐ Leo র খেলনা গুলোর ওপর। একটা বড় কালো বন্দুক ....
  • Somnath | 117.194.194.17 | ২৫ এপ্রিল ২০০৯ ২২:০৫410862
  • প্রথম কাজটা হল পুরো লিস্টটা, সব সংখ্যার, জোগাড় করা। বাংলায়।

    তারপর সেগুলো স্ক্যান করা আর পিডিফ করা, মলাট সহ, আর আপলোড করে লিংক দিয়ে দেওয়া।

    এছাড়া ব্যক্তিগত স্মৃতিচারণ বা কঠিন প্রবন্ধ প্রয়াস তো আছেই।

    এক পুজোয় আমাদের পাড়ার বাংলা স্যর এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা টপিক দিয়েছিলেন : ""রূপকথা - কমিকস - কার্টুন - সিরিয়ালের বিবর্তনে কল্পনাশক্তি হারাচ্ছে শিশুরা''।

    কি বাজে।

    সব ইন্দ্রজাল কমিকস সবার কাছে জমে উঠুক। ছোটোবেলা ফিরে আসুক।
  • Somnath | 117.194.194.17 | ২৫ এপ্রিল ২০০৯ ২২:০৯410873
  • সবগুলো সিরিজ অ্যাকচুয়ালি :

    ফ্যান্টম (অরন্যদেব/বেতাল),
    ম্যাবড্রেক,
    বাহাদুর,
    ফ্ল্যাশ গর্ডন,
    বাজ সয়ার,
    মাইক নোমাড,
    গার্থ,
    কেরি ড্রেক,
    রিপ কার্বি।
  • Somnath | 117.194.194.17 | ২৫ এপ্রিল ২০০৯ ২২:৩০410884
  • আর ছোটো এক দু পাতায় বাংলা গুণধর (হেনরি, যেটা আনন্দমেলায় থাকতো গাবলু নামে), চিম্পু, হাসি নিষেধ।

    শেষের পাতায় পপিন্স-এর অ্যাড।

    দু পাতায় কখনো কখনো জেনারেল নলেজ থাকতো সোজা করে, ইতিহাস ইত্যাদি।

    ফেভিকল এর অ্যাড ছিল এটা সেটা এখানে ওখানে জুড়ে খেলনা বানানো।
  • Binary | 70.64.8.206 | ২৫ এপ্রিল ২০০৯ ২৩:০০410895
  • অরন্যদেব সম্পক্কে যা যা মনে আছে :--

    অরন্যদেব, অন্যান্য নাম, ফ্যান্টাম, চলমান অশরীরি (ঈ,ই কি চাপ)।বৌ এর নাম ডায়ানা। ছেলেমেয়েদের নাম কিট আর হেলয়েজ। দুজন অ্যাডাপটেড ছেলে। একজনের নাম রাজু,শেতাঙ্গ আরেকজনের নাম ভুলে গেছি। বন্ধু, গ্রামের সর্দারের নাম গুরন।

    অরন্যদেবের বাড়ী, খুলিগুহা, ওয়াকার টেবেল, গাছ বাড়ী। রাজু অরন্যদেবকে বলে ওয়াকার কাকা। অরন্যদেবের হানিমুন হয়েছিলো কিউলিয়ারের সোনাবেলায়, যেখানে বালিতে পঞ্চাশ ভাগ সোনা। দুটো ডলফিন, সোলেমান ও নেফারতিতি। হাতে দুটো আংটি, খুলি চিহ্ন আর সস্তিকা চিহ্ন।

    পুরাতন ঠোঙ্গা হয়ে যাওয়া জোক,
    আবাপতে কেন রবিবার অরন্যদেব বেরোয় না ?
    কারণ, অরন্যদেবের একটাই জাঙ্গিয়া, রবিবারে কাচতে দেয় ....
  • Robin | 220.224.21.174 | ২৬ এপ্রিল ২০০৯ ১৩:২৭410906
  • প্রোজেক্ট ইন্দ্রজাল কমিক্সের জন্য সাগ্রহে অপেক্ষা করে রইলাম। নিজের যে কটা ছিল সেসব কবেই হারিয়ে গেছে। এখন এখানের সবাকার সঞ্চয় জমে জমে ভান্ডার গড়ে উঠবে, সেই আশায় রইলাম।
    সোমনাথ, অনেক ধন্যবাদ।
  • Blank | 59.93.209.217 | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৭410917
  • এই ভদ্রলোক খান ৪ /৫ বাংলা ইন্দ্রজাল রেখেছেন। আরো রাখবেন ভবিষ্যতে। যারা লগ লেখেন টেখেন, তারা এর ব্লগে কমেন্ট করে একটু তাড়া দিতে পারেন,
    http://jhargramdevil.blogspot.com/
  • Samik | 122.160.41.29 | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৫৪410928
  • বাইনারি।

    কিউলারি নয়, কিলাউইয়ের সোনাবেলা।

    আর একটা তথ্য, আমরা যে অরণ্যদেবের গল্প পড়ি, তিনি একুশতম অরণ্যদেব।

    মাঝে একজন বামন অরণ্যদেবও হয়েছিলেন, গুরণ জানে, ছোট হাইটের জন্য লোকে তাঁকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু আপন বীরত্বের দৌলতে তিনি সকলের শ্রদ্ধাভাজন হয়েছিলেন।
  • Somnath | 220.226.186.71 | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:১৮410939
  • ব্ল্যাংকির দেওয়া লিংক যার সে বাংলা টরেন্টেও ঐ চারটে বই আপলোডিয়েছে।
  • arjo | 24.42.203.194 | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:১২410848
  • ও শমীক এটা কবে হল? কোন গল্পে আছে। এমন একটা বিষয় মনেই পড়ছে না। না নির্ঘাত সবকটা কিনতে হবে। দেখি কোথায় পাওয়া যায়।
  • Blank | 59.93.194.176 | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:১০410853
  • হ্যাঁ বামন অরন্যদেব ছিলো। কিন্তু পিগমী নয়। ওরা তিন ভাই। বড় দুই ভাই যথারীতি পড়াশুনো করতে বিদেশ যায়। এই বামন ভাইটি থেকে খুলি গুহায়, বাবা ফ্যান্টমের কাছে। পরে যখন ফ্যান্টম হওয়ার দিন আসে, তখন দেখা যায় তিন ভাই এর মধ্যে সর্ব শাস্ত্রে শ্রেষ্ঠ হয়েছে এই বামন ভাইটি। তখন সেই হয় অরন্যদেব। বাকি দু-ভাই এর কথা আর জানা যায় না।
  • arjo | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:২০410854
  • গুরণ জানে? না মজ জানে? মজই তো সবজান্তা বুড়ো। সুরুয়া খেত। সেই থেকে আমার সুরুয়া খাওয়ার ইচ্ছে। রিপ কার্বি খেত পাস্তা। পাস্তা অতি ঝুল জিনিষ। কিন্তু সুরুয়া নিশ্চয়ই ভালো হবে।
  • Blank | 59.93.220.122 | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৩৩410855
  • তখন গুরান কোথায়? গুরান আর ২১ তম অরন্যদেব হলো সমবয়সী। আর এই বামন অরন্যদেব বহুযুগ আগের ঘটনা।
  • Blank | 59.93.220.122 | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৩৫410856
  • আমার কতদিন ধরে জাউ খাবার ইচ্ছে
  • arjo | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৪১410857
  • আমার তো স্মেলিং সল্ট শোঁকারও খুব ইচ্ছে হয়েছিল। আর একটা গাছ বাড়ির। আমি আর আমার মামাত ভাই একবার কদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলাম, আমগাছে। কিন্তু ছুটি ফুরিয়ে যাওয়ায় সেই মহত প্রচেষ্টা হাফডান হয়ে রইল।
  • Samik | 122.160.41.29 | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৪৩410858
  • কালিপেনে করে বাঁ হাতের মধ্যমা আঙুলের পিঠে খুলি আঁকতাম। তারপর পেনের কালি শুকোবার আগেই হাত মুঠো করে দেওয়ালে আলতো ঘুঁশি, কিংবা বইয়ের মলাটে। প্রপার খুলির ছাপ যে পড়তো তা নয়, তবে সেটাকে খুলি বলে ভেবে নিতে আপত্তি ছিল না।

    আমিই অরণ্যদেব।
  • M. R. | 72.64.81.103 | ২৮ এপ্রিল ২০০৯ ২১:৫২410859
  • Rex আর অপর বালকের teacher মিস টাগামা।
  • Tim | 198.82.167.98 | ২৮ এপ্রিল ২০০৯ ২২:০১410860
  • শমীক হলো কিশোর অরণ্যদেব। কেলাস সেভেনে পড়ে। :-)
  • Samik | 122.162.236.9 | ২৯ এপ্রিল ২০০৯ ১১:২৯410861
  • ওই ছোঁড়া!! চোয়ালটা একবার বাড়া তো ...
  • Arijit | 61.95.144.123 | ২৯ এপ্রিল ২০০৯ ১১:৩১410863
  • ফাউন্টেন পেন দিয়ে আংটি এঁকে বইয়ে ছাপ দেওয়া আম্মো করেছি:-)
  • Tim | 71.62.2.93 | ২৯ এপ্রিল ২০০৯ ১১:৪৬410864
  • আম্মো। তখন দেয়ালে বেশ ছাপ হতো।
    তখন আংটি ছিলো, ভিলেনের চোয়াল ছিলোনা। পরে আবার যখন ভিলেন এলো তখন আংটি ছিলোনা, এই তো জীবন। এ জেবনে আর দাগ রেখে যাওয়া হলোনি। :-(

  • Bhuto | 203.91.207.30 | ২৯ এপ্রিল ২০০৯ ১১:৪৭410865
  • দুর দুর, আমি একখান আংটিই তৈরি করেছিলাম, ঐ ঝুলনের খেলনা থেকে একটা করোটি ভেঙ্গে তারপ সুতো প্লাস্টিক কি সব দিয়ে কিভাবে যেন আংটি করে ফেলেছিলাম। তারপরে নিজেকে মেরে মেরে ছাপ ফেলতাম। মানে ঐ গায়ে চেপে ধরে। আর কাউকে করার হিম্মত ছিল না। কেলিয়ে দিলে অরণ্যদেব এর বংশ লোপ পেয়ে যাবে সেই ভয়ে।
  • swati | 202.78.234.126 | ৩০ এপ্রিল ২০০৯ ০২:৪৬410866
  • ইন্দ্রজাল!!! সত্যিই সার্থকনামা! একটু অফ দ্য ট্র্যাক হলেও লিখতে ইচ্ছে কচ্ছে। ইন্দ্রজাল কমিকসে অরণ্যদেব যতটা জায়গা জুড়ে আছেন, ততটা বোধ হয় আর কেউই নয়। সব চরিত্র গুলো কেমন জীবন্ত হয়ে এখনো মনের মধ্যে ভেসে বেড়ায়... গুরাণ, মজবুড়ো, মিস তাগামা, ডায়নার কাকা ডেভ, মা মিসেস ডায়ানা (যাঁকে কেবলি স্মেলিং সল্ট শোঁকাতে হত!),কর্ণেল ও'রোবু, অরণ্যদেবের বাজপাখি চিঠি বাহক ফ্রাকা... আর... আর সেই পিরানহা মাছে ভরা নদীটা, যেটা পেরোতে হত শুশুকে (সলোমন আর নেফারতিতি) চড়ে, মনে পড়ে না?
    ২১তম অরণ্যদেবের বিয়ের সংখ্যা পড়ার জন্য কি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম মনে আছে!কেমন হবে ডায়নার সাজ, অরণ্যদেব কি কোটপেন্টুল পড়ে সায়েব সাজবে? চশমাটা কি একবারও খুলবে না?
    ডায়নার চুলের ছাঁট হল (সিনেমা ছাড়া) প্রথম দেখা স্টেপ কাট। তার পর থেকে হিড়িক পড়ে গেল ডায়না কাটের। আরো পরে যখন চার্লস বিয়ে করলেন, তখন আবার সেলুনে গিয়ে (পার্লার বা স্যলোঁ বলত না তখনো) ডায়না কাট বললে জিজ্ঞেস করা হত পামার না প্রিন্সেস কাট?
    ছোটবেলা টা কি ভালো ছিলো :-(
  • swati | 202.78.234.126 | ৩০ এপ্রিল ২০০৯ ০২:৫০410867
  • ডায়নার মা হলেন মিসেস পামার*
  • Blank | 59.93.242.242 | ৩০ এপ্রিল ২০০৯ ০৬:৫৭410868
  • বিয়ের দিন অরন্যদেব ডায়নাকে যে আংটি টা দিয়েছিলো সেটা একটা আস্ত হীরে কেটে তৈরী। অগাস্টাস সিজারের বিয়ের সময় তৈরী হয় আংটি টা।
  • Samik | 122.160.41.29 | ৩০ এপ্রিল ২০০৯ ১৬:২৫410869
  • এই গল্পটাও আমি পড়িচি। :-)
  • SD | 59.93.252.56 | ১৪ মে ২০০৯ ১৬:৪৫410870
  • রেক্স এর নাম যতদূর মনে পড়'ছে রেক্স রাজা
  • Samik | 122.160.41.29 | ১৪ মে ২০০৯ ১৮:১৬410871
  • ধুর, রেক্স মানেই তো রাজা। বেতাল ভার্সনে ওর নাম ছিল রাজা। আর অরণ্যদেব / ফ্যান্টমে ছিল রেক্স,
  • a | 203.91.206.167 | ২৯ মে ২০০৯ ০৯:২৮410872
  • ইন্দ্র জাল ক মিক্স on line পড়া যায় কি
  • Somnath | 117.194.192.49 | ৩০ নভেম্বর ২০০৯ ২২:০১410874
  • বই খুঁজে পাওয়ার গল্প হল - বই খুঁজে পাওয়ার গল্প। ইন্দ্রজাল কমিকস সংক্রান্ত গল্প গুজব আপডেট ও ঘোষনা এখানে থাকুক। আর বেশ কিছু আপডেট যেহেতু ওখানে হয়ে গেছে, ওয়াকারের সৌজন্যে, লিংকায়িত করলাম।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content59

    কলকাতাবাসী ওয়াকার, আপনার সাথে কথা বলতে চাই। মেল করছি। dasgupta.somnath // gmail এ একটু দূরাভাষ নাম্বার পাঠাবেন?

    আমার বরাবরের ধারণা ইন্দ্রজাল কমিকস নিয়ে খুব ভালো একটা পি এইচ ডি থিসিস হতে পারে। সাহিত্যের কোনো উৎসাহী ছাত্র/ছাত্রী আছেন?

    কেউ কি বঙ্গভাষায় এক একজন চরিত্র (বেতাল, ম্যানড্রেক, বাহাদুর) ধরে ধরে তাদের পুরো গল্পটা লেখার চাপ নেবেন? হিস্ট্রি জিওগ্রাফি ইত্যাদি। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশনার গল্পও - যদি কেউ জানেন?

    পরবর্তী যুগের সাহিত্য ও সংস্কৃতির মুখবদলে এর ভূমিকা ও প্রভাব লিখে ফেললেই অত:পর থিসিস কমপ্লীট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন