এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা

  • বই মেলা এসে গেলো। booklist টা বানিয়ে ফেলা যাক।

    UM
    আলোচনা | ০৮ জানুয়ারি ২০০৯ | ৭৭২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | 202.54.74.119 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮409814
  • কল্লোলদা -

    নয় বই, নয় সংখ্যা। হাতে নিয়ে দেখলাম কিন্তু সংখ্যা না বই ভুলে গেছি।
  • sinfaut | 203.91.201.55 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮409815
  • আর ঐ উর্বী প্রকাশনা খুঁজে পেলাম না। :((
    ডিটেক্টিভের চোখে কলকাতাও কেনা হল না। :(((
  • saikat | 202.54.74.119 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০২409816
  • কেন পেলে না কেন ? একালের রক্তকরবী/উর্বী একসাথেই তো। ম্যাপে মনে হয় একালের রক্তকরবী দিয়ে ছিল। ১৬৫ বা তার কাছাকাছি নম্বর।
  • sinfaut | 203.91.201.55 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৩409817
  • যা.... রক্তকরবীর মধ্যে যে উর্বী থাকবে সে কী করে জানব?
  • Blank | 203.99.212.54 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪409818
  • কালেজ স্ট্রীটের অ্যাড্রেস চাই। ও ফুটকি দা ...
  • sinfaut | 203.91.201.55 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫409819
  • আর ব্ল্যাঙ্কি সেই বইটা? সেই প্রয়োগমূলক?
  • saikat | 202.54.74.119 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:১২409820
  • আগে তো এখানেই বলেছিলাম ফুটকিকে। পড়াশুনো করবে না। :-) ঐ তো ফুটকি ওদেরই 'বাবু ও বিপ্লবী' কিনেছে।
  • . | 198.96.180.245 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০২409821
  • ব্ল্যাঙ্কি, উর্বীর ঠিকানা দেব। তার বদলে তুই আমাকে ১) আমার গুচ কপিটা দিবি ২) আগুনপাখির কভার জ্যাকেটটা দিবি ৩)অফবিটের জেলেপাড়ার বইটা জেরক্স করতে দিবি।
  • saikat | 202.54.74.119 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪০409822
  • আর য কিনলাম -

    ১) The Quest for Proust
    ২) A Void - Georges Perec
    ৩) Masquerade and Other Stories - Robert Walser
    ৪) কাব্যবীজ ও কমলকুমার - বীরেন্দ্রনাথ রক্ষিত
    ৫) মীর মশাররফ হোসেন রচনাবলী (১) - দীপ প্রকাশন
    ৬) আবার শিশুশিক্ষা - শিবাজী বন্দ্যোপাধ্যায় (অনুষ্টুপ)
    ৭) বুদ্ধিমানের মগজ খালি - বনভূষণ নায়ক (দিশা)
    ৮) চোর চাল্লিশা - রাঘব বন্দ্যোপাধ্যায় (অনুষ্টুপ)
    ৯) ইরাকি কবিতার ছায়ায় - অনুবাদ : শঙ্খ ঘোষ (তালপাতা)
    ১০) চিত্তবৃত্তি - সুভাষ ঘোষাল
    ১১) অসীম রায়ের উপন্যাস সমগ্র (২)
    ১২) শোলোকগাথা - সুবীর সরকার (কবিতীর্থ)
    ১৩) সেলিম মল্লিকের কবিতার বই

    +

    আন্ডা (সামরানের টই দেখ)

  • Blank | 170.153.65.102 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৬409824
  • কভার আর গুচ আমার কাছেই হ্যাস। একদিন ওপিয়ামে বস্লেই হলো। জেলেপাড়াখানা জেরক্স করাবে ! হেব্বি মোটা কিন্তু ... আর সেই ইন্দ্রজালের বই টা আমি স্ক্যানাবো কিন্তু :)
  • d | 117.195.35.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৮409825
  • ss,

    পড়েছি। :)
    "কাথের সেনাপতি' আর ম্যাগনাম ওপাস' (হিমুর বই) আমার অর্ডার দেওয়া আছে, পেয়ে যাব।
  • d | 117.195.35.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৯409826
  • *কাঠের
  • shrabani | 59.94.104.147 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫০409827
  • আরেকজন (প্রথম নামটা ঠিক মনে পড়ছেনা) সাংকৃত্যায়নের বই দেখলাম রাহুল সাংকৃত্যায়নের পাশে। ছেলে নাকি?
  • SS | 128.248.169.180 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৪409828
  • প্রথম প্রথম আমি ভাবতাম এই হিমু সেই হিমু :)
  • ... | 69.160.210.2 | ২৪ জানুয়ারি ২০১৩ ১৮:৩২409829
  • ।।
  • বইমেলা-২০১৩ | 127.194.205.184 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৫409830
  • এবারে প্রবৈচ সংবাদপরের ব্যস্ততার কারণে বিশেষ কেনাকাটা করতে পারেন নি মনে হয়। বুনান নিরুদ্দেশ। বোদাগু চুপি চুপি মেলা ঘুরছেন, ও কি কিনছেন শেয়ার করছেন না। ওমনাথ মূলত শেষ দুই দিনে কেনাকাটি করবে বলে দাবি রেখেছে। ব্যাংদি ও পুসি ব্যাঙ্গালোরে। সৈকত২দা ব্যস্ততার কারণে কি কিনেছে লিখতে পারছে না। সামরানদি মেলা ঘোরার বিশেষ সুযোগ পায়নি। বাকিরা বেশিরভাগ প্রবাসে থিতু। ডিডি এখনো কলকাতার মাঠে নামেননি। এসব কারণে কোনো কেনাকাটির লিস্ট পাওয়া যাচ্ছে না।

    তা সত্ত্বেও যারা কিছুমিছু কেনাকাটি করেছেন, তাদের কাছে অনুরোধ, আলতো লিস্টি একটা করে যান। সেগুলো দেখে একটু কেনাকাটি র যোশ আসুক।
  • Abhyu | 138.192.7.51 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৪৯409831
  • আমি বলে দায়িত্ব নিয়ে গত দু তিন বছর লিস্টি করা শুরু করতাম, এ বছর যেই লিস্টি করার দায়িত্ব বতীন্দাকে দিয়েছি, ওমনি কেউ আমার কথা বলে না :(
  • hu | 12.133.40.237 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১১409832
  • তের বছর পর বইমেলায় গেলাম। আমার লিস্টের বইগুলো নিশ্চয়ই অনেকের কাছেই আছে। তবুও...

    (১) পুরাতনী - জ্ঞানদানন্দিনী দেবী - আনন্দ
    (২) আমাদের পদবীর ইতিহাস - লোকেশ্বর বসু - আনন্দ
    (৩) গভীর নির্জন পথে - সুধীর চক্রবর্তী - আনন্দ
    (৪) আমিষ ও নিরামিষ আহার - প্রজ্ঞাসুন্দরী দেবী - আনন্দ
    (৫) ছোট্ট ছোট্ট গল্প - পুণ্যলতা দেবী - আনন্দ
    (৬) নিরুপমা দেবীঃ জীবন ও সাহিত্যে - চিত্ররেখা দত্ত - সিগনেট প্রেস
    (৭) কাঁচা বাঁশের গন্ধ - অর্ণব পন্ডা - সিগনেট প্রেস
    (১১) বাংলার লোকসংস্কৃতি - আশুতোষ ভট্টাচার্য - ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া
    (১২) নদী কথা - লীলা মজুমদার - ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া
    (১৩) গোঁসাইবাগান - প্রথম ও দ্বিতীয় খন্ড - জয় গোস্বামী - প্রতিভাস
    (১৪) একান্নবর্তী - জয় গোস্বামী - সিগনেট প্রেস
    (১৫) পাকরাজেশ্বর ও ব্যাঞ্জন রত্নাকর ঃ বাংলা ভাষায় প্রথম প্রকাশিত দুটি রান্নার বই - সুবর্ণরেখা
    (১৬) আমার কাহিনী (এক হিন্দু বিধবার আত্মকথা) - পার্বতী অটাবলে - সুবর্ণরেখা
    (১৭) ফিরে দেখা ১ - প্রসন্নময়ী দেবী ও আমোদিনী দাশগুপ্ত - সুবর্ণরেখা
    (১৮) ফিরে দেখা ২ - সারদাসুন্দরী দেবী ও সৈয়দা মনোয়ারা খাতুন - সুবর্ণরেখা
    (১৯) ফিরে দেখা ৩ - প্রিয়নাথ মুখোপাধ্যায় ও গিরীশ চন্দ্র বসু - সুবর্ণরেখা
    (২০) জীবনের ঝরাপাতা - সরলা দেবী - সুবর্ণরেখা
    (২১) আজও তারা পিছু ডাকে - শোভা ঘোষ - সুবর্ণরেখা থেকে কেনা পুরোনো বই
    (২২) দার্জিলিং - উপেন্দ্র কিশোর রায়চৌধুরী - চর্চাপদ
    (২৩) বিষয় কার্টুন - খালেদ চৌধুরী সংখ্যা
    (২৪)অগ্রপথিকেরা - সৌমিত্র চট্টোপাধ্যায় - আজকাল
    (২৫) আমার মহড়াগুলো - সুবীর বোস - সৃষ্টিসুখ
    (২৬) একাত্তরের দিনগুলি - জাহনারা ইমাম - সন্ধানী প্রকাশনী
    (২৭) চিলেকোঠার সেপাই - আখতারুজ্জামান ইলিয়াস - দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

    (আনন্দর বইগুলি ওদের কলেজস্ট্রীটের শোরুম থেকে কেনা)
  • :-) | 69.160.210.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৮409833
  • হু কোলকাতা বইমেলায় ছিল? এ হে হে, দেখা হলে বিয়ের নেমন্তন্নটার একটা ছোটো সংস্করণ .... ইন ফ্যাক্ট, ডিপ্টেন্ডাও যখন আসছেন, এমনকি প্রাণের টানে যখন সিকিও আসছে, মানে শুক্র কিংবা শনিবারেই যদি ....
  • hu | 12.133.40.237 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৭409836
  • এই সুহাস/সুহাসিনীটি কে? আমি কলকাতা বইমেলায় ছিলাম বটে, তবে এখন আর নেই। তুষারদেশে প্রত্যাবর্তন করেছি।
  • Upto Now | 127.194.201.211 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৩409837
  • ১) টুনটুনির গল্প (ছবিতে) - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (অলঙ্করণঃ গৌতম দাশগুপ্ত) - ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৬০
    ২) চিরসখা (ছবিতে) - প্রচেত গুপ্ত (চিত্রঃ দেবব্রত ঘোষ) - National Book Trust ৩০
    ৩)আষাঢ়ে স্বপ্ন - যোগীন্দ্রনাথ সরকার (সম্পাঃ ও আঁকা - আশিস ভট্টাচার্য) - ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৬০
    ৪) আলাদীনের গল্প - (লেখা ও আঁকাঃত- আশিস ভট্টাচার্য) - ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৬০
    ৫) পানতাবুড়ি - যোগীন্দ্রনাথ সরকার (অলঙ্করণঃ গৌতম দাশগুপ্ত) - ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৫০
    ভাড়াটে চাই - লিও গোল্ডবার্গ (অনুঃ লাবণ্য ব্যানার্জী, ছবিঃ হরিহর সিং) - National Book Trust ৪০
    ৬) ফড়িং আর পিঁপড়ে - (জর্জীয় উপকথা (ছবিঃ গ. ফিলিপ্পভস্কি) - Nationl Book Agency ২০
    ৭) রূপোলী খুর - প. বাজোভ - Nationl Book Agency ২০
    ৮) চিলির রূপকথা - জলধর মল্লিক - Nationl Book Agency ৬০
    ৯) সাগরতীরে - নিকোলাই দুবোভ (অনুঃ ননী ভৌমিক) + নদীর বুকে আলোর মেলা (অনুঃ অরুণ সোম) - রাদুগা প্রকাশন -
    ১০) হারিয়ে যাওয়া রূপকথা - (সম্পাঃ কালিদাস রক্ষিত ও তন্দ্রা চক্রবর্তী) - অগ্রণী বুক ক্লাব - ৩০
    ১১) উভচর মানুষ - আলেক্সান্দর বেলায়েভ - (অনুঃ ননী ভৌমিক) - Nationl Book Agency ৬০
    ১২) তোত্তো চান - তেৎসুকো কুরোয়ানাগি (অনুঃ মৌসুমী ভৌমিক, ছবিঃ চিহিরো ইবাসাকি) - National Book Trust ৬০
    ১৩) জীবিত ও মৃত - কন্‌স্তান্‌তিন্‌ সিমনভ (অনুঃ অরুন সোম) - রাদুগা প্রকাশন -
    ১৪) পিতা পুত্র - ইভান তুর্গেনেভ (অনুঃ অরুণ সোম) - রাদুগা প্রকাশন -
    ১৫) গারিনের মারণরশ্মি - আলেক্সেই তলস্তয় (অনুঃ অরুণ সোম) - রাদুগা প্রকাশন -
    ১৬) পুনরুজ্জীবন - লেভ তলস্তয় (অনুঃ ক্ষিতীশ রায়, সম্পাঃ অরুণ সোম) - রাদুগা প্রকাশন -
    ১৭) ইস্পাত - নিকোলাই অস্ত্রোভস্কি - রাদুগা প্রকাশন (অনুঃ রবীন্দ্র মজুমদার) - Nationl Book Agency ৯০
    ১৮) ভূতচতুর্দশী - উদয় নারায়ণ সিংহ (কারিগর) ১৪০
    ১৯) অনির্বাণ এবং - আইভি চট্টোপাধ্যায় - পরম্পরা - ১২৫
    ২০) লু সুনের গল্পসমগ্র - লু সুন (অনু+সম্পাঃ সন্দীপ সেনগুপ্ত) - কথা ও কাহিনী - ৪৫
    ২১) শব্দ - লিটিল ম্যাগাজিন - ২০
    ২২) অপর-১৯ - লিটিল ম্যাগাজিন (সৈকত বন্দ্যোঃ - খেরোবাসনা)- ১১১
    ২৩) জারি বোবাযুদ্ধ - লিটিল ম্যাগাজিন (সঞ্জয় মুখো, হিরণ মিত্র, সুবিমল মিশ্র, সন্দীপন চট্টো, ধীমান দাশগুপ্ত)- ৯০
    ২৪) দাহপত্র (জুন, ২০০৩) - লিটিল ম্যাগাজিন (কৃষ্ণগোপাল মল্লিক ক্রোড়পত্র, মলয় রায়চৌধুরি সাক্ষাৎকার) )- ৫০
    ২৫)দাহপত্র (জুন, ডিসেম্বর-২০০৬) - লিটিল ম্যাগাজিন (সন্দীপন চট্টোপাধ্যায়) - ১০০
    ২৬) দাহপত্র (জুন, ডিসেম্বর - ২০১২) - লিটিল ম্যাগাজিন (অরুনেশ ঘোষ) - ১০০
    ২৭) প্রসঙ্গ কবি অমিয় চক্রবর্তী - শিলীন্ধ্র - ১৫০
    ২৮) একজন সন্দীপন - দাহপত্র - ১২
    ২৯) গল্পসরণী - ননী ভৌমিক বিশেষ সংখ্যা ১৫ বর্ষ (১৪১৭)২০০
    ৩০) অগ্রন্থিত গল্প - ননী ভৌমিক - গল্প সরণী - ১৫০
    ৩১) ধুলোমাটি - ননী ভৌমিক - গল্প সরণী - ৩০০
    ৩২) মরু ও মঞ্জরী- ননী ভৌমিক - গল্প সরণী - ১০০
    ৩৩) বুলেটপ্রুফ - নবারুণ ভট্টাচার্য - সন্দর্ভ প্রকাশ ৬০
    ৩৪) তিন্তিড়িনগরের উপাখ্যান - অরিন্দম বসু - ভ্হাষাবন্ধন প্রকাশনী -৭০
    ৩৫) তালপাতার ঠাকুমা - পীযূষ ভট্টাচার্য - ভাষাবন্ধন প্রকাশনী -৭০
    ৩৬-৩৯) সংস্কৃত সাহিত্য সম্ভার -১,৩, ৯, ১০ - নবপত্র -৮০০
    ৪০-৪৭) বরাহ পুরাণ-১,২; লিঙ্গ পুরাণ - ১,২; মার্কেণ্ডেয় পুরাণ-২; ব্রহ্মবৈবর্ত পুরাণ - ১,২,৪ - নবপত্র - ৬৮০
  • h | 127.194.239.187 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৪409838
  • এই চেহারায় চুপি চুপি মেলা ঘোরা সম্ভব না। বইয়ের তালিকা করা সম্ভব না। মানুষ কে জানানোর মত ইন্টারেস্টিং কিসু এলে, সোমনাথ দাশগুপ্ত খবর পাবেনঃ-))
  • Abhyu | 138.192.7.51 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০১:২১409839
  • আমার একটা প্রশ্ন ছিল। বছরে মোটে বাহান্নটি সপ্তাহ। ছাতার চাকরি, অনিত্য শরীরের অসুস্থতা, গুরুতে বিশ্বালোচনা, মাসান্তে একবার বারগমন ইত্যাদি সামলে প্রতি সপ্তাহে একটি করে বই, সরু মোটা নির্বিশেষে, নামালেও তো পঞ্চাশোর্ধ বই পড়া একটু কঠিন না? তাহলে বইমেলাতে ম্যাক্সিমাম কটা বই কেনা উচিত?
  • h | 213.132.214.155 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৭409840
  • ঠিক ই , বই অভ্যেসে কিনি, একটা পাঠক পাঠক ভাব। কিন্তু আসলে কিসু পড়া হয় না আমার।
  • TGKaju | 131.242.160.180 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪১409841
  • Upto now কে তো বোধায় চিনি না, তাঁর ২১ নম্বরটি দেখে বেশ লাগল। তবু একজনের ঘরে আমি জীবাণু ছড়াতে পেরেছি, যেভাবে মন্দমধুর বসন্তবাতাসে তৃপ্তির সাথে ভেসে আসে নাকে অযাচিত ধূলিকণা...
  • Upto now | 69.160.210.2 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪০409842
  • চিনিস চিনিস। নইলে তোর কবিতা কিনব কেন?
  • siki | 132.177.1.177 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৩409843
  • :)
  • TGKaju | 131.242.160.180 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৭409844
  • ও, তুমি? 'শব্দ' কিন্তু ভালো হয়েছে খুব। কার কার সব নাম, বাপরে ! তাতিন্দা-ও তো আছে বোধায়। 'দু টুকরো রাত'। লস যাবে না একদম। প্লাস '৮২ সালেরটা ফ্রী-ও আছে। তাই ওটুকু পাতার কোণা নষ্টটা গায়ে লাগছে না। '১০০ আশি ডিগ্রী'-তে পুরো এ-এ-ক পাতা আমাকে দিয়েছিল, ইস 'একটি গাছ একটি কাগজ' শ্লোগান মনে পড়ে যাচ্ছে। গাছ 'তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়'...
  • Upto Now | 127.194.205.3 | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৫409845
  • ৪৯) Follow Me, God will love you - Muhammad - The Prophet for all - Salaam Centre - 0 (Free Distribution
    ৫০) পবিত্র কুরআন - (অনুঃ সাইউএদ আবুল আলা মওদূদী (রহঃ)) - Islamic Information Centre - 0 (Free Distribution
    ৫১) আলোর ফুলকি (সম্পাঃ নীরেন চক্কোত্তি, শৈলেন ঘোষ, সনৎকুমার চট্টোঃ)- পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি - ১৭৫
    ৫২) চিক্‌চিক্‌ আর রাজহাঁসদাদু (ছবিতে) - নবনীতা দেবসেন (ছবি শুদ্ধসত্ত্ব বসু) - NBT ৫৫
    ৫৩)দুই মহাদেশের উপকথা - এষা দে (শিশির দত্ত) - শিশু সাহিত্য সংসদ - ৪৫
    ৫৪) চাঁদমামা গুনতে পারে না (ছবিতে)- সঞ্জী জয়শোয়াল "সঞ্জয়' (অনুঃ ব্রতীন দে, ছবিঃ শৈবাল চ্যাটার্জী) - NBT - ৪৫
    ৫৫) রঙ বেরঙের মুরগী - গিজুভাই বধেকা (অনুঃ রোহিণী ব্যাণার্জী, ছবিঃ আবিদ সুরতী) - NBT ৫৫
    ৫৬) লোককথার ঝুলি (সম্পাঃ সুভদ্রা মালবী) - Childrens Book Trust - ৭০
    ৫৭) ছড় ছবিতে ফুল ও ফল - চিত্তরঞ্জন মাইতি, ভবানীপ্রসাদ মজুমদার - (ছবিঃ যুধাজিৎ সেনগুপ্ত) শিশুসাহিত্য সংসদ - ৩০
    ৫৮) পাতাবাহার (সম্পাঃ সুভাষ নুখো) -NBA ১০০
    ৫৯-) কাঠ পাতার ঘর - কুলদা রায় - গুরুচণ্ডা৯ - ৬০
    ৬০) কোনো এক - শ্রাবণী - গুরুচণ্ডা৯ - ৪০
    ৬১) আমর উন্মন বাদ্যকর - ইন্দ্রনীল ঘোষ দস্তিদার - গুরুচণ্ডা৯ - ২০
    ৬২) দুই কন্যা - উদয়ন ঘোষ - জারি বোবাযুদ্ধ - XeroX - ২০
    ৬৩) আমি এখন আন্ডারগ্রাউন্ডে - উদয়ন ঘোষ - গ্রাফিত্তি - Xerox ৫০
    ৬৪) Pop=up Pet - (Illustrated: Richard Deverell&Chris King, Paper Engg+Text: Richard Deverell - Top Story, UK - The New Book Corner - ২৯০
    ৬৫) অনির্বাণ এবং - আইভি চট্টোপাধ্যায় - পরম্পরা - ১২৫
    ৬৬) খাগড়াই - সুকুমার রায় - শিশু সাহিত্য সংসদ - ২৪
    ৬৭) হাংরি শ্রুতি ও শাস্ত্রবিরোধী আন্দোলন - উত্তম দাশ - মহাদিগন্ত - ১০০
    ৬৯) কবিতা সমগ্র - রমেন্দ্রকুমার আচার্জ চৌধুরী - তি সী বুক এজেন্সী - ৩০০
    ৭০) কমলকুমার ও কলকাতার কিস্‌সা - অনিরুদ্ধ লাহিড়ী - তালপাতা - ৪৮০
    ৭১) পুপু - দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় - দি সী বুক এজেন্সী - ৩০
    ৭২) ১৬ নং ম্যান্ডেভিল গার্ডেন্স - দীপংকর দাশগুপ্ত - তালপাতা - ১৮০
    ৭৩) বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ -৬ - শঙ্করিপ্রসাদ বসু - মন্ডল বুক হাউস - ২০০
    ৭৪-৭৫) শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ - ১,২ - স্বামী সারদানন্দ - উদ্বোধন - ২০৫
    ৭৬-৮১) পাশ্চাত্যে বিবেকানন্দ ১,২,৩,৪,৫,৬- মেরি লুইজ বার্ক - উদ্বোধন - ১০১৫
  • আয়কর বিভাগ | 127.194.85.25 | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪১409847
  • ১৯) ও ৬৫) একই বই না দুই কপি কেনা হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন