এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা

  • বই মেলা এসে গেলো। booklist টা বানিয়ে ফেলা যাক।

    UM
    আলোচনা | ০৮ জানুয়ারি ২০০৯ | ৭৭২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 122.167.7.79 | ২৫ জানুয়ারি ২০১০ ২২:৫৮409944
  • আর সেই "শরবিদ্ধ বিবেকানন্দ"? সেটা?
    হ্যাঁ র বাবু, ও কিতেবটি ও নাকি খুব ইন্টেরেস্টিং?

    আর অনিল আচাজ্জের "ষাঠ সত্তরের দশকের ছাত্র আন্দোলন?"
  • dd | 122.167.7.79 | ২৫ জানুয়ারি ২০১০ ২৩:০৪409945
  • আর ঐ যে ঐটা।
    The naxalites: through the eyes of police" দেজ পাব্লিশিং।
  • . | 115.117.196.134 | ২৬ জানুয়ারি ২০১০ ১২:২৫409946
  • বিবেকানন্দর এই বইটার নাম তো শুনি নি। কার লেখা? "ষাট সত্তরের ছাত্র আন্দোলন" আমার কাছে আছে। বেসিকালি ঝগড়ার গপ্পো। বইয়ের মধ্যেও নিজেদের মধ্যে ঝগড়া। আর অ-নক্সাল ছাত্র আন্দোলন নিয়ে কিছুই নেই। অন্য বইটার রিভিউ পড়েছি। বইটা পড়ি নি।
  • dd | 122.167.41.102 | ২৬ জানুয়ারি ২০১০ ১৩:১৭409947
  • গতো বছর এই বইমেলার আগেই "শরবিদ্ধ...." ছাবা হয়েছিলো, ক্ষীনতনু পুস্তিকা।

    বিবেকানন্দকে নানান বিষয়ে যতো ক্রিটিসিজম সহ্য করতে হয়েছিলো এবং তার উত্তরে তিনি (মুলত:) চিঠি পত্তরে যা কয়েছিলেন, সে সব কথা। মনে আছে, বেশ কয়েকটি পত্রিকায় (ইনক্লুডিং দেশ আর বাংলালাইভে প্রশংসা বার হয়েছিলো)

    হায় হায়, পাব্লিশারের নাম মনে নাই।
  • . | 115.117.234.140 | ২৬ জানুয়ারি ২০১০ ২১:২২409948
  • দীপ্তেনদা, মনে হচ্ছে খোঁজ পেয়েছি। গাংচিলের প্রকাশনা, দেবাঞ্জন সেনগুপ্তের লেখা। বইমেলাতে গিয়ে খোঁজ নেব। ওনার লেখা আরেকটা ভালো বই আছে- নিবেদিতা ও রবীন্দ্রনাথ। মানে যদি উনিই এই বইটারও লেখক হন।
  • rabaahuta | 203.99.212.53 | ২৭ জানুয়ারি ২০১০ ১৭:৫১409949
  • কাগুজেগুরুপাঁচ ইত্যাদি।
  • I | 59.93.217.46 | ২৭ জানুয়ারি ২০১০ ২২:১৮409950
  • বইমেলা আপডেট
    -----------------
    আজ বইমেলা গেছিলাম। অনেক চাঁড়াল ভ্রাতা ও ভগিনীর সাথে দেখা হল। যেমং স্যানবালিকা, টিম্বালক, ব্ল্যাঙ্কি, ছ্যাঁফো, সামরানদি, সুমেরু (শেষবেলায়)। আর এগজনার সাথে দেখা হল, সে কিন্তু ভগিনী নয়কো। রাত্তির। অবরে-সবরে-হপ্তান্তে তার সঙ্গে অবিশ্যি দেখা হয়ে থাকে।

    বইমেলার ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। ধূলায় ভরা। অনেক স্টলে লাইট নাই। মমার্তে কাগপক্ষীটি নাই। গাড়ি পার্ক কত্তে হয় সে কোন গোভাগাড়ে; সেহানে বইমেলার চার নং গেট।

    স্যান বেশ জীবাত্মামতম। ধোঁয়া হয়ে যাবার আগের ইস্টেজ। আমারেও লজ্জা দেছে। নাকি আগে গোল আছিল। শাকপাতা চিবিয়ে অমন কাঠিমতন হয়ে গ্যাছে। তুতু-ভুতু কিনল। ছ্যাঁ ফো গাঞ্জে ফেরেস্তে কিনিছে; আর রাধাবল্লভী। গপগপিয়ে খেল। স্যান ও ব্ল্যাঙ্কি খেইচে পাটিসাপটা। ইন্দোদাদা, রাত্তির, সামরান্দি ও সুমেরু কিছুই খায় নি। বহু ঢুঁড়েও অ্যাগ কাপ ভালো চা পাওয়া গেল না বলে।
  • I | 59.93.217.46 | ২৭ জানুয়ারি ২০১০ ২২:২৭409951
  • সামরান্দি ও ইপ্পিরে থ্যাংকু- গুরু ২, ৩ ও ৪ পেইছি। সামরান হুদা 'র "তিতাস একটি নদী'র নাম নয়' এবং সুমেরু মুখোপাধ্যায়ের "বন্দুকের নল-ই ক্ষমতার প্রকৃত উৎস'-ও পেলাম।

    কিন্তু গুরু পাঁচ পাইনিকো। নাকি এখনো এসে পৌঁছয় নি। ভালো কথা, উবুদশের স্টলে কিন্তু শেষমেষ বসা হল না। কণিকা নামে একটি লিটল ম্যাগ জায়গা দেছে। ডেডিকেটেড সামরান-সুমেরু ও অন্যরা বাকি আট-দশদিন সেখেন থেকেই লড়ে যাবেন। সামরান্দি আজ মমার্তঁ খুঁজে পায় নাই, কিন্তু মনে ভরসা আছে বাকি কয়দিনে নিচ্চই খুঁজে পাবে। ব্ল্যাঙ্কি খুঁজে পায়নি লিটল ম্যাগ কর্নার;অগত্যা আমারেই নেভিগেট কত্তে হল। খুশী হয়ে সে আমারে কলম্বাস কয়েছে ও নোবেল প্রাইজের আশ্বাস দেছে। কলম্বাস বল্লে অবিশ্যি ক্ষেতি নাই, আমি নিজ চেষ্টায় আজ আম্রিগা ও উপরি হিসাবে মেক্সিকো-র স্টল খুঁজে বের করিছি।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ২২:২৯409952
  • উবুদশ! তাই বল আমি সেই থেকে ভাবছি উবু দাস কার নাম!
  • I | 59.93.217.46 | ২৭ জানুয়ারি ২০১০ ২২:৩১409954
  • হাংরি রচনা-সংকলন স্টলে স্টলে দিব্য শোভা পাচ্ছে।
  • I | 59.93.217.46 | ২৭ জানুয়ারি ২০১০ ২৩:১০409955
  • আমি ক্ষি কিনলাম? যত রাজ্যের গপ্পের ও কবিতার বই। অবভাসের স্টল থেকে কিনিছি-
    ১। ড্যাঞ্চিনামা-পরিমল ভট্টাচার্য।
    ২। দার্জিলিং: স্মৃতি, সমাজ, ইতিহাস-ঐ
    ৩। সরস সাহিত্যচর্চা-শরৎকুমার মুখোপাধ্যায়।
    ৪। সম্বুদ্ধ রচনাবলী-১ ও ২
    ৫। বনে আজ কনচের্তো (কবিতা)-মণীন্দ্র গুপ্ত
    ৬।বায়ো-মেডিসিন থেকে নজরদারি মেডিসিন-জয়ন্ত ভট্টাচার্য।
    ৭।বিজ্ঞান ও মতাদর্শ-আশীষ লাহিড়ী।

    আর কিনিছি-শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ , ১ ও ২(দে'জ), সাধু কালাচাঁদ সমগ্র-শ্যামল গঙ্গো(দে'জ), ভ্রমণ কাহিনীসমগ্র-অন্নদাশঙ্কর রায়(বাণীশিল্প), ভ্রমণের নবনীতা(স্বর্ণাক্ষর)।
    উ:, স্বর্ণাক্ষর থেকে কত্ত বই কিনলাম রে বাপ! ছেলের জন্যে। গৌর যাযাবর, নেকড়ের চোখ, আমার ছেলেবেলা,তুতুল,পাখীর খাতা,টিয়াগ্রামের ফিঙেনদী,আমার বনবাস,তালগাছের ডোঙা, আমাজনের জঙলে,চড়ুইয়ের সঙ্গে,চলো দেখে আসি,ঋষিকুমার, নীল পাহাড় পেরিয়ে।অ্যাতো কিন্‌লাম যে, স্টলমানুষগণ হিওসাব মেলাতে হিমসিম, অ্যাগ ঘন্টা সময় সেহানেই গ্যালো। একবার দিদিমণি গোণে, একবার দাদাভাই গোণে, একবার রাত্তিরদিদি গোণে, আবার দাদা, আবার দিদি, টুইডেলডাম, তাপ্পর আবার টুইডেলডি....-শেষে আমারেও বলিছ্যালো। আমার তখন মাথাফাতা বোঁ বোঁ করে ঘুরতে লেগেছে।

    দুই-দুইখানা হীরু ডাকাতের মুখোশ দেছে।যদিও হীরু ডাকাত কিনি নাই।
  • I | 59.93.217.46 | ২৭ জানুয়ারি ২০১০ ২৩:১৪409956
  • আংরেজি বই না কিনলে লোকে নিন্দেমন্দ করে। তাই কিনিচি- একখান উম্বের্তো একো(বদোলিনো), একখান উডহাউস(jeeves omnibus 2) । বাপ রে ! তাইতেই বারোশো টাকা নিকাল গিয়া।
  • I | 59.93.217.46 | ২৭ জানুয়ারি ২০১০ ২৩:২৭409957
  • গাংচিলের যে-যে বই লিস্টিতে ঢুকিয়েছি, পরে ২০% ডিসকাউন্টে কিনবো বলে-

    -হারানো-প্রাপ্তি সংবাদ ও অন্যান্য: মনসিজ মজুমদার
    -বাঙালির আড্ডা: সম্পাদনা লীনা চাকী।
    -নিবেদিতা ও রবীন্দ্রনাথ: দেবাঞ্জন সেনগুপ্ত।
    -নির্বাচিত ধ্রুবপদ
    -মরিচঝাঁপি: ছিন্ন দেশ, ছিন্ন ইতিহাস-মধুময় পাল সম্পাদিত।
    -উৎস থেকে মোহনা: পারুল বন্দ্যো
  • Nina | 66.240.33.43 | ২৭ জানুয়ারি ২০১০ ২৩:৩৮409958
  • রঞ্জন ,
    ত্রৈলোক্যনাথের সংগ্রহ---ত্রৈলোক্যনাথ সান্যাল? প্লিজ একটু বলবেন আর একটু ডিটেইলসে ।

    kd দা
    শেইলাদি ও দয়াদা যারপর নাই উৎফুল্ল হলেন আপনার কথা বলাতে। কবে ফিরছেন দেশ থেকে আম্রিকা, জিগাইলেন।
    শরীর খারাপ বলেছেন--এখন ভাল আছেন তো ।

  • Tim | 117.194.232.149 | ২৭ জানুয়ারি ২০১০ ২৩:৪৯409959
  • একিরে! আমার সম্পক্কে কিস্যু কইলো না! এদিকে আম্মো একপিস মোমো খেলাম আর কত্তো বই কিনলাম।
  • Blank | 59.93.255.31 | ২৭ জানুয়ারি ২০১০ ২৩:৫৪409960
  • আমার বই টই কেনা শুরুই হলো নে :(
    খালি আজ জানতে পার্লুম যে রাহুল সমসকৃত্যায়ন বাঙালী না। জেনে দু:খু পেলু
  • a x | 143.111.109.1 | ২৮ জানুয়ারি ২০১০ ০০:০৯409961
  • সমসকৃতও নন :-))
  • Abhyu | 128.192.7.51 | ২৮ জানুয়ারি ২০১০ ০৬:৪৪409962
  • নিবেদিতা ও রবীন্দ্রনাথ আমি ২০০৭ ডিসেম্বরের কিনেছিলাম, খুব একটা পোষায় নি। শরবিদ্ধ বিবেকানন্দও পোষাবে বলে মনে হয় না।

    নীনা, এই ত্রৈলোক্যনাথ ব্রাহ্ম ধর্মপ্রচারক নন, ইনি কঙ্কাবতী, লুল্লু, ডমরু চরিত লিখেছেন :)
  • rabaahuta | 117.194.226.246 | ২৮ জানুয়ারি ২০১০ ০৯:০৬409963
  • আসল বইগুলো তো এখনো ছাপাই হলোনা, আর এঁরা সব বইমেলা ঘুরে চলে এলেন। বুদ্ধিহীন মানবহৃদয় আর কাকে বলে।

    সে হবে শনিবার।

  • dd | 122.167.10.233 | ২৮ জানুয়ারি ২০১০ ০৯:০৯409965
  • এ তো ঘোর চিন্তার বিষয়।
    ইন্দোদা অ্যাতোগুলান বই কিনলো, অখন যদি ঐসব পড়তে বসে তবে সে

    আর রোগীদের গলা কাটবে কখন?

    তাপ্পরে নিজে ল্যাখবে কেং করে ?
  • d | 117.195.34.106 | ২৮ জানুয়ারি ২০১০ ০৯:১৭409966
  • "উৎস থেকে মোহনা' ভাল। ভালই। তবে "দয়াময়ীর কথা' আরও অনেক বেশী ভা। দয়াময়ীর কথায় একটা ইউনিক ব্যপার লক্ষ করলাম যেটা দেশভাগ রিলেটেড আর কোনও বইয়ে তেমন দেখিনি। পড়ে দেখতে পারিস ইন্ডো।
  • ranjan roy | 115.117.222.235 | ২৮ জানুয়ারি ২০১০ ০৯:৪২409967
  • নীনা,
    যেমন অভ্যু বলেচে-- স্বামীর খোঁজে কংকাবতীর মিস্টার গোমেশ নামক ব্যাংএর সাথে দেখা, ষাঁড়ের ভূতের যমরাজকে শিং বাগিয়ে তাড়া আরও অনেক। লুল্লু নামক আশ্চর্য্য ভূতের গল্প। রবীন্দ্রনাথ স্বয়ং ত্রৈলোক্যনাথের হাস্যরসের প্রশংসা করে গেছেন, আজকের এই খারাপ সময়ে খুব দরকার। কিনলে ঠকবেন না। আর সেই মন্তব্যটি? -- "অন্ধকার জমিয়া ভূত হয়""।
    বিশ্বাস করুন ওটা পড়ার পরেই আমার ভূতের ভয় কেটে গেছলো।
  • M | 59.93.218.21 | ২৮ জানুয়ারি ২০১০ ০৯:৫৭409968
  • আমি আর পয়সা দে বই কিনবো না, যে যে কিনেছো ধার দিও,তবে মেডিসিন টিন চাইনে, ওসবের উপর আমার হেবি ক্ষার।

    গপ্প আর কবতের বই দিলেই চলবে।আমি বই নিলে মনে করে ফেরত দি, ঘাবরাবার কিছু নেই, আপন করিনাকো।
  • M | 59.93.218.21 | ২৮ জানুয়ারি ২০১০ ১০:০০409970
  • আর শনিবার ছেলের হাত থেকে নিষ্কৃতি পাবার আছে, ওর গিটার স্যারের মা মারা গ্যাছেন আর আমার পোয়াবারো, আমার মাম্মীর কাছে তেনারে গছাতে পাল্লে মেলায় যাবোনে,কেউ থাকবে নিশ্চয়।
  • Arijit | 61.95.144.122 | ২৮ জানুয়ারি ২০১০ ১০:০০409969
  • এবার মনে হয় যাওয়া হবে না...
  • Tim | 117.194.227.64 | ২৮ জানুয়ারি ২০১০ ১০:০৬409971
  • আমি কিনলাম :
    ১। লালসালু
    ২। ইরানের প্রতিবাদী গল্প
    ৩। বাদশাহী আমল- বিনয় ঘোষ
    ৪।ভুবনায়নের দিনগুলি- রমাপ্রসাদ নাগ
    ৫। প্রসঙ্গ: সুভাষচন্দ্র, প্রসঙ্গ : প্রফুল্লচন্দ্র রায়
    ৬।কলিকাতা দর্পণ
    ৭। কালিদাস গ্রন্থাবলী (বসুমতি)
    ৮।স্মৃতির সঙ্গে এই সহবাস -- পার্থ বসু
    ৯। সিনেমার কথা- গাস্তঁ রোবের্জ
    ১০। পাবলো পিকাসো

    আরো খান কয়েক আছে। সেগুলো এখন বাক্সে ভরা হয়ে গেছে তাই মনে পড়ছে না। এছাড়া চারটে পুরোনো বই পেলাম। চরিত্রানুমান, সামবেদ, বেদান্ত আর পরলোক রহস্য। সবকটাই চটি। সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে।

  • saikat | 202.54.74.119 | ২৮ জানুয়ারি ২০১০ ১২:৩৩409972
  • আমিও কালকে গিয়েছিলাম। কী কিনলাম?

    - সাধক রামপ্রসাদ (সংক্ষিপ্ত জীবনী ও গান)

    - হিন্দুসমাজ ও চৈতন্যধর্ম (দীনেশচন্দ্র সেনের 'বৃহৎ বঙ্গ' বই থেকে পাঁচটা লেখা নিয়ে)

    - ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে (চিন্মোহন সেহানবীশ)

  • sumeru | 117.99.27.248 | ২৮ জানুয়ারি ২০১০ ১২:৪৮409973
  • কাল আমি গিয়েছি, সামান্য সময়ের জন্য।

    ১টিমাত্র বই কিনেছি।

    পশ্চিমের মেঘে সোনার সিংহ- শাহাদুজ্জামান
  • sinfaut | 203.91.193.7 | ২৮ জানুয়ারি ২০১০ ১২:৫৩409974
  • আমরা কিনলাম:

    ১। যৌনতা ও বাঙ্গালী
    ২। দেহ গেহ বন্ধুত্ব: ছটি শারীরক সম্পর্ক
    ৩। ভারতীয় বস্তুবাদ প্রসঙ্গে (দেবীপ্রসাদ)
    ৪। ফ্রয়েড প্রসঙ্গে (ঐ)
    ৫। The Myth of Sisyphus
    ৬। The Trial
    ৭। Kierkegaard : Either/Or
    ৮। ধুর ধুর এ পরবাসে রবে কে
    ৯। দিন আনি দিন খাই
    ১০। আলালের ঘরে দুলাল
    ১১। গাঞ্জে ফরিশতে
    ১২। Collected Stories: Manto

    আর কিছু কিনলাম কিনা মনে পড়ছেনা।
  • . | 125.18.104.1 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:০৭409976
  • রামপ্রসাদের বইটা কোন প্রকাশন? সাহিত্য অকাদেমি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন