এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আত্মহত্যার কারন অকারন

    sibu
    অন্যান্য | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ | ৯২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১১:০৬407831
  • ১৯৯৩ এর আনন্দবাজার পেলে কোথা থেকে? অনলাইনে তো নেই!
  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৩:২৫407832

  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৩:৩২407833
  • আই ইশ কতদিন পর গানটা আবার শুনলাম।
  • dukhe | 122.160.114.85 | ০২ নভেম্বর ২০১১ ১৪:৪৬407834
  • অমিয় চক্রবর্তীর দাদা (বোধহয় অজিত চক্রবর্তী নাম) একটা অদ্ভুত সুইসাইড নোট রেখে গেসলেন । ভদ্রলোক খুব ভুগতেন । নোটটা এরকম - এটা আমার অনেকদিনের পরিকল্পনা । শরীর খারাপ থাকায় করতে পারিনি । এখন শরীরটা ভালো যাচ্ছে, তাই আর দেরি করলাম না ।
  • i | 203.158.63.240 | ০২ নভেম্বর ২০১১ ১৫:২০407835
  • সিকি,
    অন লাইন অনলাইন আর গুগল। বলি, সিধুজ্যাঠাকে ভুলে গেছ? সিধুজ্যাঠার থেকে কাগজের কাটিং পেলাম। হুঁ হুঁ।
  • abastab | 61.95.189.252 | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৭407836
  • শান্তিতে ইচ্ছামৃত্যুর অপশন থাকা উচিত। সেটা নেই বলেই এত ঝামেলা। একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পরে আমার নিজেরই ওরকম একটা অপশন থাকলে নেওয়ার ইচ্ছা ছিল।
  • i | 137.157.8.253 | ০৩ নভেম্বর ২০১১ ১০:৪৪407837
  • যে গ্রামের মানুষ যখন তখন মরতে যান -
    পীযুষকান্তি নন্দী, ৩০শে মে, ১৯৯৩, আনন্দবাজার পত্রিকা

    'শোভাকরের দাদা প্রভাকর বিষ খেয়ে মরেছেন আঠাশ বছর বয়সে। বিষের সঙ্গে চাট ছিল আপেল।গ্রামের কাছেই আলের মাথায় মরে পড়েছিলেন।ডান হাতের মুঠির কাছেই গড়াচ্ছিল আধখাওয়া আপেল, বিষের কৌটো ছিল পায়ের কাছে। পকেটে বাহান্ন টাকা এবং চিরকুট: আমি এমনি এমনি মরছি, কেউ দায়ী নয়।'

  • i | 137.157.8.253 | ০৩ নভেম্বর ২০১১ ১০:৫৫407838
  • 'এইরকমই এমনি এমনি মরেছেন আনন্দ দে। কালীপুজোর দিন সবাইকে বললেন-'আমার নাম আনন্দ, আমি আজ সাংঘাতিক আনন্দ করব।' সারাদিন বাজি ফাটিয়ে, হুল্লোড় করে, রাতে ঘরের সমনের বটগাছে গলায় দড়ি দিয়েছিলেন আনন্দ।
    .....
    যে যুবতী স্বামীর দৈহিক গঠন পছন্দ হয় নি বলে আত্মহত্যা করেছেন, তাঁর স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছেন। নতুন বউ মাঝে মাঝেই 'মরতে যাচ্ছি' বলে গোয়ালঘরে জ্বালানির মাচায় লুকিয়ে থাকেন।
  • maximin | 59.93.209.111 | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৪৮407839
  • আপেলে মাখিয়ে বিষ খাওয়া? কী কান্ড!
  • I | 14.96.1.209 | ০৩ নভেম্বর ২০১১ ১৪:৪৯407679
  • আ:, মৃত্যু !
  • pi | 128.231.22.133 | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৪407680
  • আ:, মৃত্যু ! এটা কী ভালো সুইসাইড নোট হতে পারে।
  • i | 137.157.8.253 | ০৪ নভেম্বর ২০১১ ০৮:২৩407681
  • ব্লক অফিস থেকে জানানো হয়েছে , 'শুধু তো ইছবটগ্রাম নয়। পুরো মঙ্গলকোট ব্লকটাই আত্মহত্যা জোন। ঝিল্লু, মাথরুনা, কুলসোনা, কল্যাণপুর, গোবিন্দপুর, লাকুলিয়া-আত্মহত্যার ঘটনা সর্বত্র ঘটে।'এই ব্লকে মোট পনেরোটা অঞ্চল। গ্রাম ১৬২টি। ব্লকের অরিয়া ১৪১.২৬ স্কোয়ার মাইল। '৯১ সাল অবধি লোকসংখ্যা দু লক্ষ পাঁচহাজার তিনশো বাষট্টি জন।

    ইছাবটগ্রামে অবৈধ সম্পর্কের ঘটনা কিছু আছে , কিন্তু এই কারণে একজন যুবককে ছাড়া কাউকে মরতে হয় নি। পাঁচ বছরে গলায় দড়ি দিয়ে মৃত্যুর সংখ্যা একটি। আগুনে পুড়ে ও জলে ঝাঁপ দিয়ে মৃত্যু একটি করে। বাকি সব বিষপান। বিষ দোকান থেকে যখন তখন কেনা যায়। পঞ্চায়েত থেকেও ফসলের পোকা মারার জন্য প্রায়ই দেওয়া হয়। অদ্ভূত কান্ড হল , এত মৃত্যুর পরেও বিষের কৌটো কেউ লুকিয়ে রাখেন না।

    এখানে জ্যান্ত ছেলেরা হামেশাই মনের অশান্তির কথা বলেন। সুধীর চক্রবর্তীর ছেলে কেন দুবার বিষ খাওয়ার উদ্যোগ নিয়েছিলেন তা গুছিয়ে বলতে পারছিলেন না। ছেলেরা আড্ডার ভঙ্গিতে মুখোমুখি বসেন বটে , কিন্তু বাক্যালাপ নেহাতই কম। বিকালে মেয়েরা নিজের নিজের উঠোনে বা দাওয়ায় একা - একা বসে থাকেন ভারাক্রান্ত মুখে।... শতকরা ৮০ জন ছেলেমেয়ের বিরহের গান আর করুণ সুর পছন্দ। শচীনদেব বর্মণের মালাখানি ছিল হাতে অনেকেরই মুখস্থ।

    ক্লাস এইট পাশ চন্দ্রচূড় ঘোষ কিংবা গ্রাজুয়েট বিকাশকুমার সরকার , সকলেরই রাতের স্বপ্ন 'সাপ তাড়া করছে' জাতীয়। ২৪ কিলোমিটার দূরের শান্তিনিকেতনের মেয়েদের প্রতি ঐ যুবকদের আকর্ষণ সবিশেষ। সাদা পোশাক ভালো লাগে। খাবার পছন্দ, মুসুর কলাইয়ের ডাল।

    ২৫ জন ছেলের মধ্যে দুজন শুধু কবিতার লাইন মনে করতে পেরেছিলেন। বি এ দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাশিস মন্ডলের প্রিয় কবিতা 'জন্মিলে মরিতে হবে।' আর মাধ্যমিক ফেল ২২ বছরের পবন ঘোষ প্রায় আধঘন্টা আকাশপাতাল চিন্তা করে কয়েকটা শব্দ মনে করতে পারলেন, 'বিলাপ করেন রাম লক্ষ্মণের আগে।' নির্মল ঘোষ এবং দিলীপ সরকার এখন গভীর সঙ্কটে। " ২০ বছর বয়সেই বিয়ে হয়ে গেছে তাঁদের। এখন দু বছর পর 'লাইফে আর কোনও চার্ম নেই'।
  • i | 137.157.8.253 | ০৪ নভেম্বর ২০১১ ০৮:৩৬407682
  • ইছাব্‌টগ্রামের মহিলারা ভোরে পাখি জাগার আগেই উঠোনে গোবরজল ছড়াতে ছড়াতে কাঁদতে শুরু করেন। সূর্য উঠলে কান্না থামে। ব্যস্ত হয়ে পড়েন যে যার কাজে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আবার শুরু হয় রোদন।
    গ্রামবাসীরা জানালেন, 'বহুবছর ধরে ইছাবট গ্রামের সকাল-সন্ধ্যা এমনি করেই হয়। ফসলের পোকা মারার ওষুধ খেয়ে লোকেরা হঠাৎ হঠাৎ ঝপ করে মরে যাচ্ছে।
    ষাট বছর আগে এই গ্রামের সমুরারি চক্রবর্তী নিজের ২২ বছর বয়সে কলকে ফুলের বীজ খেয়ে মরেছিলেন। তখন থেকেই অপঘাত মৃত্যুর ওপর মানুষের লোভ। ....

    গত ছ বছরে ইছাবটগ্রামে আত্মঘাতীর সংখ্যা 'কুড়ি' অবধি মনে করতে পেরেছিলেন ঐ গ্রামেরই বাসিন্দা এবং অঞ্চলপ্রধান রামরঞ্জন ঘোষ। কিন্তু ঘরে ঘরে অনুসন্ধান করতে গিয়ে ঐ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮। আত্মহনকারীদের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। পুরুষই বেশি মেয়েরা মরেছেন ৮ জন। বিষপানের পরেও বেঁচে গেছেন দুজন পুরুষ এবং একজন নারী। ঐ তিনজন বেশিক্ষণ কথা বলতে পারেন না। আবার বিষপানের চেষ্টা করবেন কি না জিজ্ঞাসা করা হলে 'বড্ড কষ্ট' বলেই এদের চোখ ভাষাহীন হয়। কপালে ঘাম দেখা দেয়, জিভ হয় আড়ষ্ট। কেন বিষ খেয়েছিলেন জানতে চাইলে শূন্যে হাত ঘুরিয়ে জবাব-'মনের অশান্তি'।
  • I | 14.96.25.149 | ০৪ নভেম্বর ২০১১ ১৩:১৭407683
  • গণ-হিষ্টেরিয়ার মত গণ -বিষাদ। আমিও ইছাবটগ্রামে থাকি।
  • Netai | 121.241.98.225 | ০৪ নভেম্বর ২০১১ ১৩:৩৮407684
  • ইন্টারেস্টিং গল্প।
  • i | 124.171.29.188 | ০৫ নভেম্বর ২০১১ ১৬:০৫407685
  • পাখিরও আত্মহত্যা করে! আমার ধারণা ছিল:
    ঐটি শুধু মানুষের একমাত্র অনন্য ক্ষমতা - ইতরপ্রাণীর 'পরে জিত।
    তুমি বহু প্ররোচনা দিয়েছিলে, তবু যে এখনও বেঁচে আছি, তার পবিত্র কারণ:
    সম্পূর্ণত: আমিও মানুষ নই-পাখি সিংহ মক্ষিকা এমনকি কেঁচোর সমবায়-
    স্বপ্নে উড়ি, ক্রুদ্ধ ফুঁসি, বাক্স ভরি, স্পর্শাতুর মাটিতে সেঁধুই।
    স্কাই স্ক্রেপারের গায়ে পাখিদের আত্মহত্যা আমাকে দেখায় শেষ ভয়:
    তাহলে কি প্রাণীদের একফোঁটা নিজস্ব আকাশ কিংবা একতিল স্থির জমি নেই?
    নিÖপ্রদীপ রাত্রে আমরা সকলেই দু:খের শিকার? হায়,
    এই নীল রাত্রে-জ্যোৎস্নায়-
    আমরও কি পরিত্রাণ নেই!

    মণীন্দ্র গুপ্ত। মৌপোকাদের গ্রাম কাব্য গ্রন্থ থেকে।
  • Abhyu | 97.81.88.18 | ০৫ নভেম্বর ২০১১ ১৭:৫০407686
  • জটিঙ্গা গ্রামটা তো খুবই বিখ্যাত
    http://en.wikipedia.org/wiki/Jatinga
  • I | 14.99.227.226 | ০৬ নভেম্বর ২০১১ ০২:২৪407687
  • জাটিঙ্গাটা ঠিক আত্মহত্যা কেস না।
  • Salil | 203.147.88.10 | ১৮ ডিসেম্বর ২০১১ ১০:০৯407690
  • আত্মহননের আগে লেখা কুড়ি খন্ড দীর্ঘ চিঠির ভূমিকা

    কুকুরটাকে নিয়ে বেড়াতে বেরোলেই
    মাটি ফাঁক হয়ে আমাকে ঢেকে ফেলে যে ভাবে
    তাতে, ইদানিং, দেখছি বেশ অভ্যস্ত হয়ে গেছি।
    অথবা বাস ধরতে যখন দৌড়ৈ
    তখন কেমন করে বাতাস হেঁড়ে গলায় মূর্খের মত শিশ দেয় ---

    এই তো অবস্থা।

    আর এখন প্রত্যেক রাতে তারা গুনি।
    আর প্রত্যেক রাতে একই পাই যোগফল।
    আর যেদিন গুনতির জন্য ওরা হাজির থাকবে না
    সেদিন গুনব ওদের ফেলে যাওয়া গর্তগুলো।

    গান আর গায় না কেউ।

    আর এই তো কাল রাত্রে, পা টিপে টিপে
    আমার মেয়ের ঘরে গিয়ে শুনি
    কার সাথে যেন কথা বলছে, তখন
    দরজা খুলে দেখি, কোথায় কে ...
    কেবল নতজানু হয়ে মেয়ে বসে আছে
    উঁকি মারছে নিজের জোড় করা দুই হাতের মধ্যে।

    -- লিরই জোনস

  • indrani | 59.93.197.66 | ১২ জানুয়ারি ২০১২ ০০:৪৮407691
  • অথচ আকাশে মেঘ ছিল সেদিন । পথে ধান শুকোচ্ছিল। সর্ষেক্ষেত ছিল । শুকনো কাশের রোঁয়ার ওড়াউড়ি ছিল। নাইম অটো সেন্টার, কিং হোমিও, কালীমাতা ফার্নিচার, মিলন টেলার্স ছিল। সমী আর্ট সেন্টারের পাশের দেওয়ালে রবীন্দ্রনাথ আর নজরুলের মঝে জোড়হাত মমতা । কিংবা অফুরন্ত জল পেতে ব্যবহার করুন সাবমার্সিবল পাম্প। এরপর তালগাছ, ডোনা ব্রিক ইঁটভাটা, মৌমিতা ম্যাচিং সেন্টার। এগ্রাম। সে গ্রাম। বাহিরি, যয্‌ঞনগর, টালিবাড়ি, জলন্দী, বাসাপাড়া।উল্টোদিক থেকে একের পর এক পিকনিক পার্টি। মোষের গাড়ি। আলুর বস্তা ভর্তি ভ্যানগাড়ি।

    অজয় পেরোলেই বর্ধমান। বাবা বিশ্বকর্মা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ। তারপরেই লোচনদাস সেতুর টোলট্যাক্স। নূতনহাট, পীড়তলা, ইছ্‌হাবটগ্রাম। ১লা জানুয়ারি, ২০১২। বিষ্‌হাদে আছ?
  • i | 59.93.197.66 | ১২ জানুয়ারি ২০১২ ০০:৪৯407692
  • আঠেরো বছরের পর। বিষাদে আছ? এখনও?
    দেখতে এলাম।
  • I | 14.96.44.207 | ১২ জানুয়ারি ২০১২ ০১:০৭407693
  • আছি। হ্যাঁ, আছি। কাদামাখা আকাশে এলিয়ে আছি অ্যাবরশন সেন্টারের গর্ভনাড়ির মত। আকাশে দীর্ঘতম আঙুল মেলে দিয়ে আছি। উল্টোদিকে তোমার আঙুল। মাঝখান দিয়ে বজ্র খানখান করে গেছে আকাশবন। ফাটল ও রেলগাড়ি। কয়লার ধোঁয়া।

    সেই ছেলেটি লাইনে গলা দিয়েছে। সেই মেয়েটি ফলিডল। সেই লোকটা মাইনিংয়ের ওভারসীয়র। বাংলায় বাংলায় শিবের জটার মত দল নামছে, দল।

    বর্মহীন বসে থাকলে শীত করে। নীল করে।
  • I | 14.96.44.207 | ১২ জানুয়ারি ২০১২ ০১:২৭407694
  • যেমন অসংখ্য প্যারালাল মহাবিশ্বের কল্পনা করেন কেউ মানুষ, তেমনি যেন কত প্যারালাল পৃথিবী রয়ে গেছে। এই এক পৃথিবীতে আমরা আছি কালোয় আর অপদার্থতায়। ভয় করে। দেয়ালের দিকে চেয়ে থাকি। দীর্ঘ দেয়াল। অন্য পৃথিবীতে মানুষ আলো পাচ্ছে, তকতকে আলো; উঠোনে লেবুফুল ফুটছে। ফ্ল্যামেংকো নাচ হচ্ছে। সমান্তরাল পৃথিবী, তবু। দুজনের দেখা হয় না। হয়, অর্থহীনতার পরপারে? হয়, কখনো? জলে ডুবে মরবার আগে? হয় , না? তুমি জানো ঠিক?
  • kk | 76.114.73.71 | ১২ জানুয়ারি ২০১২ ০১:৫০407695
  • হয় দেখা। অনে-ক রাতে। সে সময়ে রাতের রং হয় সায়ান। সে সময়ে ভুঁইয়ের শিরায় শিরায় ফিসফিসিয়ে অচেতনতা চরে বেড়ায়। সে সময়ে জলের চোখের জলে পাঁচ ফোঁটা ঘুম গুলে যায়। ঘুম ডুবতে থাকে, ডুবতে থাকে। প্যারালাল পৃথিবীদের সব্বার মস্তিষ্কে তখন একসাথে তারসপ্তকে বালালাইকা বেজে ওঠে। কে বাজায় জানোনা বুঝি? তার নাম নার্কোলেপ্সি। দুনিয়ার সমস্ত প্যারালেল এবং পার্পেন্ডিকুলার পৃথিবী একই কম্পাংকে একই তরঙ্গে বাজতে থাকে তখন। শুনতে পাবে, জেগে থেকো একবার, সায়ান রঙের রাত্রে।
  • pi | 128.231.22.133 | ১২ জানুয়ারি ২০১২ ০২:২৪407696
  • এ শ্রবণে, এ বিষাদে তো সুখ আছে। সে সুখ পেয়ে গেলে, কি মরলে। আর মরা হল না :)

  • pi | 128.231.22.133 | ১২ জানুয়ারি ২০১২ ০৫:০৭407697
  • ছোটাইদি, কেমন দেখলে ইছাবটকে ? এখনো সে গ্রাম ভোর আর সন্ধেতে কাঁদে? এখনো বিষাদে ?
  • i | 59.93.197.202 | ১২ জানুয়ারি ২০১২ ০৯:১০407698
  • ডানদিকে বাংলা নাই গো বাবুমশাই, মাঠাইরেন। বড় বিভ্রাট। ক্ষমঘেন্না করে নিয়েন।।
  • i | 59.93.197.202 | ১২ জানুয়ারি ২০১২ ০৯:৩১407699
  • বাঁহাতে ছোটো দোকান। বিস্কুট, লজেন্স, লেস চিপ্স, সার্ফের পাতা।
    - খাতা আছে?
    - টিফিন খাচ্ছি এখন। পরে আসবেন।
    দু গাল মুড়ি মুখে ফেলে নির্লিপ্ত দোকানী। বাবু হয়ে বসে। হাঁটু চুলকে নেয়। আমরা রাস্তা পার হই। বড় দোকান ওপারে। গীতা ভ্যারাইটি স্টোর্স। প্রো: দেবব্রত লাহা।সদ্য তরুণ দোকানী।
    -খাতা আছে?
    -লাইনটানা? না সাদা?
    - লাইনটানাই দিন। লিখতে সুবিধে। বেশ বড় দোকান আপনার। এগ্রামেই বাড়ি? আচ্ছা, আপনাদের গ্রাম নিয়ে আঠেরো বছর আগে একটা লেখা বেরিয়েছিল আনন্দবাজারে । আপনি জানেন?
    -জানি, আমি ছোটো তখন। কিন্তু জানি। শুনেছি।পড়ি নি।
    কাগজের কাটিং যুবকের হাতে দি। সে মোবাইল বের করে বোতাম টেপে- আছ কোথা? দোকানে চলে এসো।
    কাকে ডাকে সে?
    আমাদের ঘিরে ভিড় জমে। মূলত: সদ্য তরুণ, কিশোর। ঘোলাটে চশমায় বৃদ্ধটি ইঁটের পাঁজায় বসে থাকেন পৌষের রোদে। উদাসীন।
  • I | 14.96.86.27 | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৫১407701
  • হোক আরো। লেখা হোক। কবে গেলে, ইছাবটতলা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন