এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরনো বর্ণের নতুন পরিচয় - আজকের বর্ণপরিচয়

    shrabani
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৮ | ৫৯৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 198.96.180.245 | ২৪ নভেম্বর ২০০৮ ২০:৩১404784
  • পুঁচকেদের গান গাওয়ার ক্ষমতাকে এত আন্ডারএস্টিমেট করিস না।
  • rimi | 168.26.215.135 | ২৪ নভেম্বর ২০০৮ ২০:৪৯404785
  • আমি নিজেই গাইতে পারি না যে :-((
    আমি যখন পুচকে ছিলাম তখন সব্বাই বলত "এর দ্বারা গান হবে না, গলাটা ভালো না।" হয়ও নি।
    কিন্তু ইংরেজি গানগুলো দিব্বি গাইতে পারি :-))
  • Arpan | 208.57.131.4 | ২৪ নভেম্বর ২০০৮ ২১:০৬404786
  • আজ্জোকে: যে কাজটি নিজে পারবেন না, অথবা বহুত সময়সাপেক্ষ, সেইটি আউটসোর্স করুন। সস্তার ফ্ল্যাশ প্রোগ্রামার ধরে আনুন, তাকে এস্টিমেট, প্রোপোজাল ইত্যাদি জমা দিতে বলা হোক, তবে না। ইচ্ছা থাকিলেই উপায় হয়। :)
  • kali | 160.36.240.89 | ২৪ নভেম্বর ২০০৮ ২১:১৮404787
  • ছোটদের পাতা চালু করার আইডিয়া খারাপ না। আমি কিছু অনুবাদ করতে পারি যদি বলো তো। মৌলিক ভালো গল্প হয়তো যোগাড় দিতে পারি যদি পাই (সবেতেই 'যদি' এসে যাচ্ছে :))।
    কিন্তু আমার কাছে খুব পরিষ্কার হচ্ছে না যে অরিজিৎ ঠিক কোন গুলো বাচ্চাদের অবোধ্য বলে মার্ক করতে চাইছো। ধানক্ষেত বা ছোট নদী এঁকে বেঁকে চলছে এগুলো যদি বাচ্চাদের পক্ষে বোঝা কঠিন হয়, এই ধরণের ব্যপার গুলো যদি বাদ দিয়ে চলতে হয় তাহলে কিন্তু একটু মুশকিল আছে। ওদের তো একটু ইম্যাজিন করার সুযোগও দিতে হবে, নাকি? যেটুকু ওরা দেখেনি (শহুরে বাচ্চাদের ক্ষেত্রে ধানক্ষেত, গ্রামের বাচ্চাদের ক্ষেত্রে শপিং মল্‌ ফর এক্‌জাম্‌প্‌ল) সেটুকু অত যত্ন করে বাদ দিতে গেলে শহর আর গ্রাম মিলিয়ে প্রায় সব কিছুই বাদ পড়ে যায়, ভেবে দেখো। তবু, বলছি অরিজিৎ তুমিই প্রথম গল্পটা শুরু করো, ঠিক কি ধরণের অনুবাদের কথা বলছো সেটা দেখলে আমি চেষ্টা করতে পারি।
  • Somnath | 82.178.102.17 | ২৪ নভেম্বর ২০০৮ ২১:২৩404788
  • আবার অজ্জিতদা!! কি মুশকিল।

    জয়জয়ন্তীর রেফারেন্স বুঝলাম না। পরিচয় এর "সারে কে সারে গা মা কো লে কর গাতে চলে / পাপা নেহি হ্যায় ধানি সি দিদি ...." টা পছন্দ তো? তো গুলজারের মতো ক্যাপা বাংলা গান লিখিয়েদের ছিল না তখন, বা ধক টা ছিল না, তাই একটা অন্য গান দিয়েছে যেটা হিট করবে, অ্যাট লিস্ট যেটা লোকে বেটার লিখতে পেরেছে। তা সমস্যা কি লাইন টু লাইন কপি হয় নি বলে?
  • d | 117.195.40.66 | ২৪ নভেম্বর ২০০৮ ২১:২৪404789
  • আমি সবার সথে সবার যোগাযোগ করিয়ে দিচ্ছি।
  • Du | 67.111.229.98 | ২৫ নভেম্বর ২০০৮ ০০:২৪404790
  • ছোটদের পাতার জন্য মামুকে ভুলোনা যেন।
  • nyara | 67.88.241.3 | ২৫ নভেম্বর ২০০৮ ০০:৪২404791
  • "এক যে ছিল বাঘ / গায়ে ডোরা ডোরা দাগ" 'এক যে ছিল বাঘ' ছবির গান। কথা আর সুর বোধহয় তপন সিংহর নিজের।
  • i | 202.167.15.163 | ২৫ নভেম্বর ২০০৮ ০৯:৫৫404792
  • এক যে ছিল বাঘ সিনেমাটা তপন সিংহের নয় বলেই জানি।সুর সম্ভবত: সুধীন দাশগুপ্তের।
  • Arijit | 61.95.144.123 | ২৫ নভেম্বর ২০০৮ ১০:০৮404794
  • কলি - সেদিন একটা উদাহরণ দিলাম যে ভাটে -

    "ছায়ার ঘোমটা মুখে টানি
    আছে আমাদের পাড়াখানি
    দিঘী তার মাঝখানটিতে
    শালবন তার চারি ভিতে'

    আমাকে একটু বোঝাও একদম বাংলা জানে না একটা পাঁচ বছরের বাচ্চাকে এটা কি ভাবে বোঝাবে।

    বরং আমার মনে হয় সব বাচ্চাই গাড়ি ভালোবাসে, ট্রেন ভালোবাসে, জন্তু-জানোয়ার পছন্দ করে - ইউনিভার্সাল ট্রুথ। টেক্সট গুলো এই ধরণের চেনা পরিচিত জিনিস নিয়ে হলে ভালো হয়। ছায়ার ঘোমটার মতন অ্যাবস্ট্র্যাক্ট জিনিস নয়।

    ওমনাথ - হ্যাঁ, এই গানটা "সারে-কে সারে...' ওই কনটেক্সটে পারফেক্ট। এটা কিন্তু অক্ষর ধরে অনুবাদ নয় - কিন্তু যে কনটেক্সটের কথা বলেছি সেখানে পুরো মিশে যায়। জয়জয়ন্তীর খামতি সেখানেই। অথচ "আমাদের ছুটি ছুটি' গানটা কিন্তু খারাপ নয় আদৌ - দিব্যি সুন্দর কথা, সুর - কিন্তু, খাপ খায় না।
  • h | 203.99.212.224 | ২৫ নভেম্বর ২০০৮ ১০:২৪404795
  • উইলিয়াম রাদিচে র একটা বই আছে। বাংলা শেখার জন্য। স্পেসিফিকালি এন আর আই বাচ্চাদের জন্য। একটু ঘেঁটে দেখতে পারো।
  • shrabani | 124.30.233.111 | ২৫ নভেম্বর ২০০৮ ১০:২৫404796
  • অরিজিত জয়জয়ন্তীর একটা গানেই আটকে আছে কেন! আমার ছোটোবেলায় মনে পড়ে জয়জয়ন্তীর "বা: ছড়াটা তো বেশ", খুব প্রিয় ছিল বিশেষ করে খেলার সময়। আন্টির চোখে সর্ষেফুল দেখাটা খুব মজা লাগত।
    সাউন্ড অফ মিউজিকের তো প্রতিটা গানই দারুন। জয়জয়ন্তী বা পরিচয় কে সাউন্ড অফ মিউজিকের সাথে কমপেয়ার করা যায়না, ওগুলো অন্যরকম কিন্তু ভালোই।

    "এক যে ছিল দেশ" তপন সিংহর , "বাঘ" নয়।
  • Arijit | 61.95.144.123 | ২৫ নভেম্বর ২০০৮ ১০:৩৩404797
  • আমার আর অন্য বই দেখার দরকার অতটা নেই - মানে এখন আমি আর ঋকের জন্যে বলছি না - সেই স্টেজ পেরিয়ে গেছে। আমি ইন জেনারেল অবজার্ভেশনগুলো বলছি - যে কিরকমটা হলে ভালো হত - আমার মত অবশ্যই।
  • nyara | 64.105.168.210 | ২৫ নভেম্বর ২০০৮ ১০:৪৯404798
  • ইন্দ্রাণী আর শ্রাবণী ঠিক, আমি ভুল বলেছি।

    Name of the film: Ek Je Chilo Bagh Direction: Umaprasad Maitra (1973)
    Production: Calcutta Production Music: Sudhin Dasgupta

  • Arijit | 61.95.144.123 | ২৫ নভেম্বর ২০০৮ ১০:৫৯404799
  • শ্রাবণী - জয়জয়ন্তী বলে নয়, গান-টান নিয়ে গোলমাল প্রায় সব সিনেমাতেই (স্পেশ্যালি ভারতীয়) আছে, নইলে গান গাইতে গাইতে পোশাক পাল্টে যায়? আর সবাই এম্নি সুন্দর সুন্দর এক্সটেম্পোর গান গেয়ে ফেলে? জয়জয়ন্তীর কনটেক্সটটা অনেকটা এই প্রথম শেখানো গোছের বলে ওটা বল্লুম।
  • sinfaut | 165.170.128.65 | ২৫ নভেম্বর ২০০৮ ১১:২৬404800
  • যুক্তিপারম্পর্য ও সময়ের একমুখী প্রবাহের মত ঔপনিবেশিক ধারনার ধারক বাহক অজ্জিতদার কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও। :-))
  • r | 198.96.180.245 | ২৫ নভেম্বর ২০০৮ ১৪:০৭404801
  • বাচ্চাদের গান গাওয়া দু রকম- এক, মনের আনন্দে গাওয়ার জন্য গাওয়া, আর দুই, গান শিখে গাওয়া।

    যখন বাচ্চারা মনের আনন্দে গায়, তখন সিম্পল ভাষা সিম্‌প্‌ল সুর ইত্যাদি কোনো বাধাই নয়। ওদের যেটা মনে ধরে সেটাই গায়, ফ্রম "বিড়ি জালাই লে" টু "আজ আলোকের এই ঝর্নাধারায়"। ঐ আনন্দটাই আসল। ঠিক সুর তাল কথা কোনো ফ্যাক্টরই নয়।

    তবে যখন সিরিয়াসলি গান শিখতে যায়, তখন ব্যাপারটা একটু আলাদা। বাচ্চাদের গান শেখার ভিত কিন্তু বাড়িতেই সবথেকে বেশি তৈরি হতে পারে, যদি ছোটোবেলা থেকে গান শোনার মধ্যে থাকে, যে কোনো গান, ভীমসেন যোশী টু পিঙ্ক ফ্লয়েড। এরপর যখন স্কুলে গান শিখতে যায়, তখন এই সিম্পল সুর সিম্পল কথায় কিন্তু উলটো এফেক্ট হতে পারে, মানে বেদম বোর হয়ে যেতে পারে। আমার মেয়ে যখন পাঁচ বছর বয়স থেকে জুনিয়র মিউজিক ক্লাসে যেত, ও এক বছর ক্লাসে যেতে রেগুলার ঘ্যান ঘ্যান করেছে। কারণ, একদম সিম্পল কথা, সিম্পল সুর, সিম্পল ইনস্ট্রুমেন্ট দিয়ে ওদের সুর তালের কনসেপ্ট তৈরি করানো হত, যেটা ওর আদৌ পছন্দ ছিল না। এই সব সিম্পল গান যেহেতু তিন বছর বয়স থেকে শিখছে, ওর কাছে পুরোটাই রিপিটিশন লাগত। এরপর যখন ভায়োলিন শিখতে গেল, আমরা ভয়ে ভয়ে ছিলাম, কারণ টেকনিকালি ভায়োলিন খুব কঠিন ইনস্ট্রুমেন্ট। কিন্তু এখন দেখি যত বড় নোটেশন শিখছে,তত ইন্টারেস্ট বাড়ছে। তাই, গানবাজনার ক্ষেত্রে বাচ্চাদের বোধশক্তিকে খাটো করে দেখলে ভুল হবে।
  • kali | 160.36.241.171 | ২৫ নভেম্বর ২০০৮ ২১:২৬404802
  • অরিজিৎ , আমি কিন্তু ঐ নিয়ে তর্ক করতে চাইনি। আমি অপেক্ষা করছি তোমার অনুবাদ করা গল্পটার জন্য, কারণ তাহলে আমি ঠিক বুঝতে পারবো কি ভাবে এগোনোর কথা বলছো। তখন সেই ভাবেই অনুবাদ করার চেষ্টা করবো।
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১১:০৩404803
  • আমি থমাসের গপ্প অনুবাদ করতে চাইছিলুম। কিন্তু টেক্সটটা কোথাও পেলুম না। ওই বই নিয়ে আপিসে আসলে লোকে আওয়াজ দেবে। উইকেন্ড ছাড়া উপায় নেই। দেখি অন্তত: একটা করতে পারি কিনা। আমি সিওর - দেশ-কাল-বাচ্চা নির্বিশেষে থমাস সুপার হিট হবেই। তবে অনুবাদ করা কঠিন -

    থমাস ইজ অ চিকি লিটল এঞ্জিন উইথ আ শর্ট স্টাম্পি বয়লার, আ শর্ট স্টাম্পি ফানেল অ্যাণ্ড আ শর্ট স্টাম্পি ডোম।

    করো দিকিনি এর বাংলা!!!
  • a x | 76.254.114.136 | ২৬ নভেম্বর ২০০৮ ১১:৩৭404805
  • একটা বেঁটে মোটা বয়লার, একটা বেঁটে মোটা চোঙ্গা, একটা বেঁটে মোটা গম্বুজ নিয়ে থমাস একটা মিচ্‌কে ছোট্ট ইঞ্জিন।

    ...

    থমাস একটা মিচকে খুদে ইঞ্জিন। তার আছে একটা গাঁট্টাগোঁট্টা বয়লার, একটা বেঁটেখাটো চোঙ্গা আর একটা চ্যাপ্টা উল্টোনো বাটির মত ছাদ।
  • Blank | 203.99.212.224 | ২৬ নভেম্বর ২০০৮ ১১:৩৯404806
  • ইয়ে মানে, অজ্জিত দার থমাস কে হয়তো খুব ভাল্লাগে, কিন্তু ভালো ছবি না থাকলে থমাস মানাবে না। আমরা ছোট থেকে যে সব ট্রেন দেখি, তাই দেখে কক্ষুনো কোনো কল্পনা আসতে পারে না
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১১:৪১404807
  • কিন্তু থমাসের ডোমটা গম্বুজও নয়, চ্যাপ্টা বাটিও নয়। একটা উল্টনো গোল মাথার সিলিন্ডার গোছের জিনিস - ওই বেল কার্ভ টাইপের:-(
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১১:৪২404808
  • ডেফিনিটলি ছবি চাই, এবং ওই ছবিগুলোই চাই। টিনটিনের বাংলা হতে পারলে থমাসের কেন হবে না?
  • r | 125.18.104.1 | ২৬ নভেম্বর ২০০৮ ১৩:০৬404809
  • যারা সিম্পল সুরে সিম্পল কথায় বাংলা গান খুঁজছেন এটা তাদের জন্য। আমার মেয়ের ভালোলাগা গান। গানটিতে সুর দিয়েছেন বেঠোফেন। ইংরিজিতে এই সুরটিকে নাইন্থ সিম্ফনি বলা হয়।

    কুকুর কুকুর পাগলা কুকুর
    জল খেতে যায় পুকুরে,
    গিয়ে দেখে পুকুরগুলো
    শুকিয়ে গেছে দুপুরে।
    কুকুর কুকুর পাগলা কুকুর
    জল খাবে যে কি করে?
    দেখিস তোরা কুকুরগুলো
    জল না খেয়ে না মরে।

    :-)
  • rimi | 24.214.28.245 | ২৬ নভেম্বর ২০০৮ ২০:০৪404810
  • হাহাহাহা!!! বেড়ে গানখানি!
    শুনতে পারলে আরো ভালো হত। এটা কি তুমি বানিয়েছ?
  • kallol | 122.167.88.192 | ২৬ নভেম্বর ২০০৮ ২৩:০২404811
  • অজ্জিত, ছায়ার ঘোমটা.........
    এটা বাংলা না জানা বাচ্চাদের জন্য নয়। এমনকি আজকের বাংলার শহরের বাচ্চাদের জন্যও নয়। ওটা লেখা হয়েছিলো যখন শহরের বাচ্চারাও কিছুটা গ্রাম দেখতে পেতো।
    আমরা পড়েছি - খুব অসুবিধা হয় নি। তোমরাও পড়েছো - খুব অসুবিধা হয় নি। আমার ছেলে পড়েছে (এখন ২৫) - খুব অসুবিধা হয় নি।
  • rabaahoota | 121.241.109.13 | ২৭ নভেম্বর ২০০৮ ১৯:৫০404813
  • ইয়ে, বয়্‌লার ঠিক কিরকম দেখতে আমি জানি না যদিও...
  • rabaahoota | 117.96.77.144 | ২৮ নভেম্বর ২০০৮ ০২:২৫404814
  • ও হো হো রেল গাড়ির ইঞ্জিন হবে তো...
  • a x | 143.111.22.23 | ২৮ নভেম্বর ২০০৮ ০৩:২৮404816
  • রবাহূত কি নিজে আঁকলেন? খুবই ভালো তো! আপনি কি ইটি প্রফেশনালি করে থাকেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন