এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরনো বর্ণের নতুন পরিচয় - আজকের বর্ণপরিচয়

    shrabani
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৮ | ৫৯০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 124.30.233.111 | ২১ নভেম্বর ২০০৮ ১৭:৩৬404760
  • অ এ অজগর,
    আ এ আনারস....
    এসব হুয়া পুরানা, অনেক শুনছি, তাহলে কি হবে/হতে পারে সেটা নিয়ে কথা হোক।
    আজকের জমানায় অ আ ক খ এসব কি করে শেখানো যায় তা নিয়ে লেখা যাক। পরে ব্ল্যাঙ্কের বর্ণপরিচয় লিখতে কাজে লাগবে!
  • rimi | 168.26.215.135 | ২১ নভেম্বর ২০০৮ ১৯:৪৮404771
  • নতুন অনেক কিছু করা যেতে পারে। অ এ অজগর ছাড়াও অনেক শব্দ আছে। নতুন নতুন ছড়া বানানো যায় সেইসব শব্দ নিয়ে।

    সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হল ছবিগুলো বদলানো। ছোটোরা ছবি, রং ভালোবাসে। আর ছোটোদের ছবির ব্যপারটা একটু অন্যরকম। সেই ডিজনির ইঁদুরের গল্প মনে আছে? ইঁদুরটা একেবারে ইঁদুর ইঁদুর হলে বাচ্চাদের কাছে ইন্টারেস্টিং হয় না। কলকাতা থেকে অ আ ক খর নতুন বই আনিয়ে দেখেছি, ছবি আর গেট আপ রং চঙে হলেও বেজায় আনইন্টারেস্টিং।

    টেকনোলজির যুগে আরো যেটা করা যায় সেটা হল অ্যানিমেটেড ওয়েবসাইট। (এটা আমার করার ইচ্ছা আছে। কেউ কি স্পনসর করবে? ) :্‌))
  • dd | 122.167.33.123 | ২১ নভেম্বর ২০০৮ ২২:১৭404782
  • ধ্যুস।
    দেড়শো বচ্ছর ধরে একই টেক্সট বুক ... এ কখনো চলে না কি ? জাতীয় সংগীত চলতে পারে। ব্যাস।

    "আমরা তো দেখুন ঐ বন্নোপরিচয় পড়েই কি সোন্দর বাংলা শিখে গ্যালাম"... এটা কোনো যুক্তি ই নয়। বাংলা না শিখবার কোনো চান্সই ছিলো না।

    তো ঐ বর্ণ পরিচয় না পড়েও তো কতো লোকে বাংলা শিগলেন - কৃত্তিবাস,চন্ডীদাস থেকে স্বয়ং বিদ্যেসাগর মশাই .... তাইলে ?
  • lcm | 128.48.7.222 | ২২ নভেম্বর ২০০৮ ০৫:১৭404793
  • বর্ণপরিচয়-এর একটা বাজে দিক হল, এত পাতলা বই, কিলোদরে বিক্রী করা যায় না।
  • shyamal | 24.119.209.40 | ২২ নভেম্বর ২০০৮ ০৭:১১404804
  • সবাই কি বর্ণপরিচয় পড়ে অক্ষর শেখে? আমি তো শিখেছি সহজ পাঠ, হাসিখুশী, হাসিরাশি পড়ে।

    অয় অজগর আসছে তেড়ে আমটি আমি খাব পেড়ে
  • c | 131.95.121.107 | ২৩ নভেম্বর ২০০৮ ০২:৪৯404815
  • ব প র খুব পাতলা মলাট, ছিঁড়ে যেত।:-(

    হাসিখুশী, খোকার হাসি(খুকীর হাসি কেন নয় জিগ্গেস কর্বেন না) ভালো ছিলো, বড় বড় আকারে লেখা, বিস্তর রঙীন ছবি। :-)

    যোগ শেখাবার
    মামাদের দরজায় বাঘা থাকে এক

    আর
    বিয়োগ শেখাবার
    হারাধনের দশটি ছেলে

    এই ছড়া দুটো যোগীন্দ্রনাথের বইয়ের না? হাসিখুশী ই তো বইটা?
  • shyamal | 24.119.209.40 | ২৩ নভেম্বর ২০০৮ ০৭:২৯404826
  • হাসিখুশী, হাসিরাশি দুটোই যোগীন সরকারের বই। অসাধারন।

    কাকাতুয়ার মাথায় ঝুঁটি খ্যাঁকশিয়ালি পালায় ছুটি
    গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘুপাখী ডাকছে গাছে ইত্যাদি।
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ০৯:৫৬404837
  • শব্দগুলো হতে হবে বাচ্চাগুলোর চেনাজানা - মানে যে ফল ওরা খায়, আইসক্রীম, বা খেলনা ইত্যাদি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো সেরকম শব্দ মিলবে না, কিন্তু তখনও এমন শব্দ দেওয়া উচিত যেটা চট করে বোঝানো যাবে, চট করে ভিজুয়ালাইজ করা যাবে। সেই করতে গিয়ে যদি কিছু বিদেশী শব্দ (যা এখন বাংলায় চালু) এসে যায়, তাও চলুক - যেমন ট্রেন, বা টেবিল/চেয়ার। এখানে শুদ্ধতা তো লক্ষ্য নয়।

    দুই - ছবি - বাচ্চাদের জন্যে ছবি আর এম্নি ছবির মধ্যে তফাত আছে। মিকি মাউসকে ডিজনী প্রথমে ইঁদুরের মতন করে এঁকেছিলেন - একটা বাচ্চা বলেছিলো "বড্ড ইঁদুর ইঁদুর লাগছে' - তারপর ডিজনী মিকির এখনকার রূপটা আঁকেন। হাসিখুশি বা বর্ণপরিচয় - এদের ছবিগুলো বাচ্চাদের ভালো লাগার মতন নয়, কেমন একটা যেন - আসল আসল টাইপের।

    তিন - ধানক্ষেত, ছোট নদী চলে বাঁকে বাঁকে - শহরের বাচ্চাদের পক্ষে ভিজুয়ালাইজ করা বেজায় কঠিন। তেমনি, শহুরে জিনিস গ্রামের বাচ্চাদের পক্ষে কঠিন। সেই জন্যেই এমন জিনিসের নাম/ছবি থাকবে যেগুলো এই বাসস্থান-অর্থনৈতিক অবস্থা নিরপেক্ষ। যেমন ট্রেন, প্লেন, গাড়ি - বেসিক্যালি খেলনা বা পরিচিত জিনিস।

    চার - এই অ্যানিমেটেড ওয়েবসাইট আর একটা সিবিবিজের মতন বাংলা চ্যানেল খোলার শখ আমারও। রিমিরও দেখছি এক। বাকি রইলো স্পনসর।

    গুরু-তে এরকম একটা পাতা তৈরী সম্ভব?
  • d | 203.143.184.10 | ২৪ নভেম্বর ২০০৮ ১০:৪৮404846
  • হ্যাঁ দিব্বি করা যায়। শুধু পাতাটা বানানো আর মেইনটেন্যান্সের দায়িত্ব কেউ বা কারা নিলেই করা যায়। তুমি আর রিমি মিলে লেগে পড়ো, গুরুতে জুড়ে দেওয়াই যাবে। তারপর তোমরাই দেখাশোনা করবে।
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ১০:৫৮404761
  • আমার একটা জিনিস মনে হয় - আমরা বাঙালীরা শুদ্ধতা বা সাহিত্যগুণের ওপর বেশি নজর দিই। কয়েকদিন ধরে "আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি' গানটার কথা মনে হচ্ছে - খুব সুন্দর সুর, বেশ ভালো ভালো কথা, শুনতে বেশ। কিন্তু গানটা যে কনটেক্সটে গাওয়া, আদৌ তার উপযোগী কি? একই কনটেক্সটে গাওয়া গান - ডো আ ডিয়ার - কথাগুলো আর সুরটা খেয়াল করো - যারা গানের গ জানে না, তাদের শেখানোর জন্যে টুকটাক শব্দ দিয়ে কথাগুলো তৈরী, সহজ সুর -

    "লেটস স্টার্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং,
    আ ভেরি গুড প্লেস টু স্টার্ট
    হোয়েন ইউ রিড ইউ বিগিন উইথ এ-বি-সি
    হোয়েন ইউ সিং ইউ বিগিন উইথ ডো-রে-মি
    দ্য ফার্স্ট থ্রী নোটস জাস্ট হ্যাপেন টু বি
    ডো রে মি...'

    "আমাদের ছুটি ছুটি'-র মতন কেতাদুরস্ত নয়। কিন্তু বল্লে আবার কজন ক্ষেপে যায় দ্যাখো।
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ১১:১১404762
  • দমু - আরেকটা অপশন দিই, ভেবে দ্যাখো।

    লেডিবার্ড সিরিজ ছোটদের রূপকথা বার করে - খুব সুন্দর করে লেখা, ছবি দিয়ে। সেই একই সিন্ডারেলা বা স্নো হোয়াইট বা আগলি ডাকলিং ইত্যাদি। এর বাংলা ইক্যুইভ্যালেন্ট সেই সুখলতা রাওয়ের "পাঁশকুড়ানি ইলা'-র মতন গল্পগুলো। তার পরে আর কেউ লিখেছেন বলে শুনিনি। ছোটদের রূপকথা (বা ওইরকম কিছু নাম) বলে একটা সিরিজ কেনা হয়েছিলো - ভয়ঙ্কর বাজে ভাবে লেখা গল্পগুলো।

    আমি কিন্তু আগে সুখলতা রাও-ই পড়েছি, ইংরিজীগুলো তো ঋককে পড়ে শোনানোর সময় পড়েছি। এবার ব্যাপার হল "গল্প আর গল্প' বইয়ের আপডেশন তো আমরা করতে পারবো না - কিন্তু পালা করে একটা একটা গল্প আমরা বাংলায় লেখার চেষ্টা করে দেখতে পারি - স্থান-কাল-নাম বদলাবে - যেমন সুখলতা রাও গোল্ডিলকসকে বানিয়েছিলেন মিনি। এবং এই গল্পগুলোতে ওই কপিরাইটের ব্যাপার আছে বলে মনে হয় না।

    ছবির ব্যাপারে কি করা সম্ভব জানি না - তবে এখানে যাঁরা লেখেন তাঁরা পালা করে এক একটা করে গল্পের আধুনিক ভার্সন লেখার চেষ্টা করে দেখতে পারেন।
  • d | 203.143.184.10 | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৩৬404763
  • অ্যাই দ্যাকো! এই তো নাপাচ্ছিলে আলদা পাতার জন্যি। আবার পিছাও ক্যানে?

    ছোটদের জন্য কিছু লেখা ভীষণ কঠিন। আমি পারব না। এই তীর্থঙ্কর, ইন্দ্রাণী, কলি, রিমি এদের ধর। তুমিও শুরু কর। তোমরা হয়ত পারবে।
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৪১404764
  • পিছাই নাই - ওই পাতাতেই রাখা যায়। আমি ভাবছি একটা গল্প নিয়ে বসবো।

    রাবন্দা, টিটিদিদি, কলি, রিমি - আরো কেউ ইন্টারেস্টেড হলে...???
  • Tim | 71.62.2.93 | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৫৩404765
  • প্রথমে একটা ""ছোটোদের পাতা"" টাইপের ক্রোড়পত্র দিয়ে শুরু করা যেতে পারে। দু সপ্তাহে একবারই হোক অন্তত।
    তারপর সেই পাতায় একে একে অ্যানিমেশান, ছবি ইত্যাদি জুড়ে দিলেই হবে।
  • d | 203.143.184.10 | ২৪ নভেম্বর ২০০৮ ১৩:২১404766
  • ২ সপ্তাহে ১ বার??? মাইরী?!
    সপ্তাহে একবার বু বু ভা করতে জান বেরিয়ে যায়, একে ধর, তাকে ধর ..... তাও আলোচনা আপডেট হয় না দেড় মাস হয়ে গেল।
    করতে পারলে খুব ভাল। দেখি অজ্জিত কদ্দুর কি করে।
  • h | 203.99.212.224 | ২৪ নভেম্বর ২০০৮ ১৩:৫৪404767
  • কিন্তু এই প্রোজেক্টে আমি নেই দুটি কারণে -

    ১। আমার মেয়ে পিতা হিসেবে আমাকে পেয়েই যথেষ্ট বিপাকে পড়েছে বলে মনে হয়, এর পরে শিক্ষক হিসেবে পেলে কোথা থেকে কি হয়ে যাবে কিছুই বলা যায় না।
    ২। এই বই লেখা শেষ হওয়ার আগে যদি অরিজিতের পুঁচকে গুলো বাংলা এমনি শুনে শুনেই ভালো শিখে যায়, তখনো অরিজিতের উৎসাহ থাকবে কিনা বুঝতে পারছি না;-)
  • r | 125.18.104.1 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:২২404768
  • গানের ক্ষেত্রে অজ্জিতের সাথে একমত হওয়া গেল না। বাচ্চাদের গান ভালো লাগার ব্যাপারে কথার খানিকটা গুরুত্ব আছে। কিন্তু একটু কঠিন শব্দ থাকলেই সেই গান ভালো লাগবে না এইরকম কোনো নিয়ম নেই। গান ভালো লাগা না লাগার অনেকটাই নির্ভর করে সুর, তাল ও লয়ের উপর। অবশ্যই "বহে নিরন্তর অনন্ত আনন্দধারা" শুনবে না, কিন্তু "ডো আ ডিয়ারের" পাশাপাশি "পুরানো সেই দিনের কথা"ও প্রাণের আনন্দেই গায়। এমন কি একটা শব্দ না বুঝলেও সেই গান ভালো লাগতে পারে। আমার মেয়ে সেদিন হোসে ফেলিসিয়ানোর "ফেলিজ নাভিদা" শিখে এসেছে। একটা শব্দও বোঝে না, কিন্তু তার জন্য রসগ্রহণে অসুবিধা হয় না। সঙ্গীতের ক্ষেত্রে বড় কি শিশু- সবার ক্ষেত্রেই কথা একটা অতিরিক্ত ডায়মেনশন। না বুঝলেও ভালো লাগায় ব্যাঘাত ঘটায় না।
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:২৬404769
  • ইয়ে - ভালো লাগে না বলি নি। ওই গানটা ঋকের বেশ পছন্দের গান ছিলো, না বুঝেও। ওদের নার্সারী থেকে একবার বলেছিলো ঋকের দেশের গান দিতে - আমি ওইটা, আরো কিছু গান সিডিতে দিয়েছিলাম - নার্সারীতেও বাজাতো।

    আমি বলছিলাম - ওই পার্টিকুলার গানটা ওই কনটেক্সটে কতটা স্যুটেবল? নাকি, সাহিত্য-মার্কা কথা আর কমপ্লেক্স সুরের ওপর বেশি গুরুত্ব দেওয়া আছে?
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:২৯404770
  • মানে ব্যাপার হল আমরা সিমপ্লিসিটির চেয়ে সাহিত্যগুণ/সুর/তাল/লয় ইত্যাদির ওপর বেশি গুরুত্ব দিই কি? এটা কি আমাদের সংস্কৃতির অঙ্গ? এর থেকে কি একটা সেন্স অব সুপিরিয়রিটি তৈরী হয়?
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৪০404772
  • আরো ক্লিয়ার করে বললে আমরা আমাদের তথাকথিত সাংস্কৃতিক "রিচনেস'-টাকে একটু বেশিই প্রকাশ করি কি? যেখানে রিচনেসের চেয়ে সিমপ্লিসিটি বেশি জরুরী সেখানেও?
  • r | 125.18.104.1 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৪৬404773
  • এটা টপিকের থেকে আলাদা প্রসঙ্গ। "সাহিত্যমার্কা" বলতে কি বোঝাচ্ছ জানি না। তবে দুটো ভাষার হুবহু ওয়ান-টু-ওয়ান করেসপন্ডেন্স করে তুলনামূলক বিচার করলে দুটি ভাষার প্রতিই অবিচার করা হয়। কারণ প্রত্যেক ভাষারই নিজস্ব কিছু ন্যুয়ান্স থাকে, নিজস্ব কিছু ইতিহাস থাকে। নাটকের প্রসঙ্গে একবার এইরকম একটা তুলনা এসেছিল। ঊষা গাঙ্গুলী ঠিক যে ধরনের ডায়ালগ তাঁর হিন্দি নাটকে ব্যবহার করেন, সেগুলো আমাদের ভালো লাগে। কিন্তু ঐ একইরকম সংলাপ বাংলা গ্রুপ থিয়েটারে ব্যবহার করলে মনে হবে- কি ন্যাকা! কাজেই কনটেক্সট ও ইতিহাস-নিরপেক্ষভাবে ভাষা, বা গানের ভাষার তুলনা হয় না। তবে গানের ভাষার ইতিহাস অন্য থ্রেডের বিষয়।
  • r | 125.18.104.1 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৫১404774
  • ইন ফ্যাক্ট, আমার মনে হয় সুধীন দাশগুপ্তের সুরে, ভাস্কর বসুর কথায় "হিংসুটে দৈত্য" বা "লালকমল নীলকমল" বাচ্চাদের জন্য ব্রিলিয়ান্ট কাজ। কতটা সিমপল বা কতটা রিচ জানি না, কিন্তু বাচ্চাদের সাথে খুব সহজে কমিউনিকেট করে।
  • sinfaut | 165.170.128.65 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৫৬404776
  • আচ্ছা, ঐ যে "এক যে ছিল বাঘ, গায়ে ডোরা ডোরা দাগ" ইত্যা গানগুলো কার লেখা/সুর দেওয়া? ওগুলো তো দারুন ভালো।
  • Arijit | 61.95.144.123 | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৫৬404775
  • টই ঘাঁটলাম না, ভাটে লিখছি।
  • shrabani | 124.30.233.111 | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২০404777
  • এই কি ভাল গান মনে পড়াল! এটা বোধহয় একটা সিনেমার গান, "এক যে ছিল বাঘ" কি? আমার ছোটবেলার খুব প্রিয় গান ছিল।
    -এক যে আছে বাঘ
    গায়ে ডোরা ডোরা দাগ
    লক্ষী সোনা ছেলে এমন
    কেউ বকেনা কেউ মারেনা
    একটুও নেই রাগ-
    তার পরে একটা ঘিয়াওঁ করে জবর ডাক!
  • sinfaut | 165.170.128.65 | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৩404778
  • :-))
  • h | 203.99.212.224 | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:৩৬404779
  • আলিবাবা - নচিকেতা ঘোষ? ব্যাপক।

  • arjo | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৮ ১৯:৩২404780
  • এই যে যাঁরা বার খাচ্ছেন এবং খাওয়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে একটা ছোট প্রতিবাদ রেখে গেলাম। অ্যানিমেশন খুব টাইম কনজিউমিং কাজ। শুধু আইডিয়া দিয়ে হয় না, অনেক কাজ করতে হয়। ফুল টাইম ফ্ল্যাশ প্রোগ্রামার ছাড়া সম্ভব নয়। এটি এক এক্সপেরিয়েন্সড প্রোগ্রামারের এস্টিমেশন খাটো করে দেখলে ভুল করিবেন।
  • rimi | 168.26.215.135 | ২৪ নভেম্বর ২০০৮ ২০:০১404781
  • বাচ্চাদের গানের ব্যপারে আমার দু পয়সা:

    গান শুধু শুনে রস নেওয়ার নয়। নিজে গেয়ে রস নেবার জন্যেও বটে। সিমপল গানের একটা বিরাট সুবিধা যে কোনো বয়সের যেকোনো ক্ষমতার মানুষ সেই গান গেয়ে আনন্দ পেতে পারেন। এই ব্যপারটা বাংলা গানে নেই বললেই চলে।

    সুর তাল কিম্বা ভাষার জটিলতা গানের রসগ্রহণের ক্ষেত্রে বাধা হয় না অবশ্যই। কিন্তু খুব সহজ সুরের সহজ ভাষার গান, যা বিশেষত একেবারে ছোট্টোরা কোনো তালিম ছাড়াই গাইতে পারবে ও আনন্দ পাবে - এই নিয়ে কাজ করার প্রয়োজন আছে।

    ওয়েবসাইটের জন্যে পরে লিখছি।
  • rimi | 168.26.215.135 | ২৪ নভেম্বর ২০০৮ ২০:২৪404783
  • ওয়েবসাইটের ব্যপারে: অরিজিত তোমার সঙ্গে কি ভাবে যোগাযোগ করা যেতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন