এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০০৮২০০৯

    Arijit
    অন্যান্য | ০৮ জুলাই ২০০৮ | ১২৮৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 202.91.136.4 | ১৮ আগস্ট ২০০৮ ১১:২১399821
  • ** যদি
  • Arijit | 61.95.144.123 | ১৮ আগস্ট ২০০৮ ১১:২৫399822
  • গার্ডিয়ানে আমি ৮৯ পয়েন্ট পেলুম, তাও শ্লা পোজিশন ৪৪০৩৬:-(
  • Arijit | 61.95.144.123 | ১৮ আগস্ট ২০০৮ ১১:৫৪399823
  • আর প্রিমিয়ার লীগের টীমটা কেন জানি না ঘেঁটে গেছে - আমি তো ৪-৩-৩ ফর্মেশন রেখেছিলাম, এখন দেখি ৫-৪-১ হয়ে বসে আছে - কোন মানে হয়?
  • Sudipta | 122.169.177.160 | ১৮ আগস্ট ২০০৮ ১৬:০৬399824
  • কাল অলিম্পিক সেমিফাইনাল :-)
  • subha | 68.184.212.140 | ২০ আগস্ট ২০০৮ ০১:৫৮399825
  • ব্রাজিলের কেউ আছো নাকি হে? লুকাও লুকাও শিগ্গিরি মুখ লুকাও। মেসি, গাগো আর অগুয়েরো তো একেবারে নাজেহাল করে ছাড়লো। শেষের দিকে লজ্জা-জনক পা চালানো, অ্যাঁ?--

    যাক।।আজ খুবই খুশী, কারণ ভবিষ্যত প্রজন্মের টিম দুটো খেল্লো আজকে--সেখানে বেশ ভালো ভাবে জিতলাম। আসল সোনার মেডাল আজই জেতা হয়ে গেল।
  • Tim | 24.127.39.26 | ২০ আগস্ট ২০০৮ ০২:২১399826
  • আজ্ঞে না স্যার। ব্রাজিলের ভবিষ্যৎ প্রজন্মের দলে রোবিনহো আর পাটো থাকবে।প্রথমজন আসেইনি আর দ্বিতীয়জন দুর্বোধ্য কারণে শেষ ১৫ মিনিট খেলেছে। কাকাও নেই, রোনাল্ডিনহো অনেকটা সময় হাঁটলো, বেজায় আনফিট। এগুলো অজুহাত না, হারের কারণ। সেকেন্ড টিম নামিয়ে আর্জেন্টিনাকে হারানো যায়না। আর্জেন্টিনা ভালো খেলেছে, কারণ এটাই সম্ভবত ওদের এই মুহূর্তের বেস্ট ইলেভেন। একমাত্র তেভেজ বাইরে ছিলো, তাও মাঝমাঠে কাউকে বসানো যেত না বলেই তেভেজকে নামাতে পারেনি মনে হয়।
    আর্জেন্টিনার প্রথম গোলটা হাত দিয়ে করা, লাইন্সম্যান বা রেফ ধারেকাছে ছিলোনা। ব্রাজিলের একটা ন্যায্য গোল বাতিল হয়েছে, যখন ২-০ চলছিলো। খেলা ওখানেই শেষ হয়ে যায়। পরে দুটো লালকার্ড দেখিয়ে রেফারি কাজটা সুসম্পন্ন করেন।
    এসব না হলেও আর্জেন্টিনারই জেতার কথা, ওরা অনেক তৈরী ছিলো। তবে খেলাটা আরো জমতে পারতো।

    আর হ্যাঁ, ব্রাজিলের সমর্থকদের মুখ লুকোতে হয় না।
    (প্রাচীন অরণ্য প্রবাদ) :-)))
  • subha | 68.184.212.140 | ২০ আগস্ট ২০০৮ ০৩:৫০399827
  • বুক দিয়ে--হাত দিয়ে নয়। ব্রাজিলের গোলটি অফসাইড ছিল, রিপ্লে তো তাই বলছে। পাটো কেন অত পরে নামলো সেটা বোধগম্য না, সবচেয়ে যেটা অবাক হয়েছি সেটা হল থিয়াগো নেভেস এত পড়ে নামায়। নেভেস ফ্লুমিনেসের হয়ে খেলে, এবং পায়ে অসাধারন কাজ।
    তবে সত্যি করে বলুন, এটা ব্রাজিলের ২য় টিম না, কাকা রবিনহো বাদ, ওদিকে তেভেজ, হিগুয়াইন, বাত্তাগলিয়া বাদ। ব্রাজিল গত ২ বছরে ২ বার আর্জেন্তিনা কে বাজে ভাবে হারিয়েছে, আজ ছিলো আর্জেন্তিনার পালা। ভালো খেলেই মেসিরা জিতেছে।
  • subha | 68.184.212.140 | ২০ আগস্ট ২০০৮ ০৩:৫১399828
  • বাজেভাবে মানে convincingly :)
  • Tim | 24.127.39.26 | ২০ আগস্ট ২০০৮ ০৬:২১399829
  • হ্যাঁ, একমত। আর্জেন্টিনা অনেক বেটার খেলেছে। তবে ২-১ হওয়ার কথা ছিলো। আমার কেমন জানি মনে হয় এই ব্রাজিল টিমের অনেক জায়গায় বদল হবে বিশ্বকাপ এলেই। প্রতিবারই কোপা আমেরিকা বা অলিম্পিকে এরকম ঝুল টিম আনে ব্রাজিল।
    যাই হোক, মেসির খেলা দেখে প্রভূত আনন্দ পেলুম। তেভেজ মেসি পাশাপাশি খেললে বেশ হতো। :)
  • subha | 68.184.212.140 | ২০ আগস্ট ২০০৮ ০৬:৩৮399577
  • তেভেজ কোরিন্থিয়ান্স এ শিল্পী ছিলো। ম্যান ইউ তে গিয়ে কেমোন জেনো warrior work man হয়ে গেছে--টুকুস টুকুস করে কাটিয়ে যে বেরিয়ে যেত সেই খেলাটা কমে আসছে।
  • subha | 128.252.20.65 | ২১ আগস্ট ২০০৮ ০০:০২399578
  • সে তো বদল হবেই, আমার ধারণা দুঙ্গার চাকরি টা বিশ্বকাপ অবধি থাকলে হয়। লুকাস আর অ্যান্দারসন কে ম্যান মার্কিঙ্গ এ লাগিয়ে খেলালো--যেটা একেবারেই ব্রাজিলের খেলার সঙ্গে খাপ খায় না।
    কাকার মত মাঝখান দিয়ে বল নিয়ে দৌড়লো না কেউ। আর রনির সময় শেষ হয়ে এসেছে। অ সি মিলান কেন যে বুড়োদের নিয়ে ভিড় বাড়ায়। আবার শুনছি নাকি শেভচেনে্‌কা মিলানে ফিরছে।

    তবে এই ঝুল টিম নামাতে নামাতেই কিন্তু ব্রাজিলের এতো প্রতিভা উঠে আসে। ব্রাজিলের সাপ্লাই লাইন টাই যে দুর্দান্ত।
  • Tim | 24.127.39.26 | ২১ আগস্ট ২০০৮ ০০:৪৮399579
  • কমেন্টেটারারা বলছিলো অলিম্পিকের ফাইনালে না উঠলেই দুঙ্গার বেয়াদ ফুরোবে। ;-)
    জুনিয়রদের এখনও অনেকদিন অপেক্ষা করতে হবে। সিনিয়রদের অনেকেই এখনও খেলবে কিছুদিন। ততদিনে পাটোরা সামলে নেবে। কোচের ওপরও অনেকটা নির্ভর করছে। দেখা যাক।
    এইবার অলিম্পিকে মেক্সিকো কোয়ালিফাই করেনি দেখে আশ্চর্য হলাম।
  • Arpan | 202.91.136.4 | ২৫ আগস্ট ২০০৮ ২০:০৬399580
  • জাতীয় দলের ফুটবলাররা সব ফিরে এলো। ইস্টবেঙ্গলও ২ গোলে জিতল বড় ম্যাচ।
  • Sudipta | 122.169.177.160 | ২৬ আগস্ট ২০০৮ ১৩:৫৫399581
  • চেলসি আবার পুরনো ছন্দে! স্কোলারি, ডেকো অসাধারণ। কাল ১-০ তে জিতল। এবার-ও ডেকো!
  • Arijit | 61.95.144.123 | ২৬ আগস্ট ২০০৮ ১৪:০৬399582
  • হুম্‌ম্‌ম্‌ম ডেকো আমাকে অনেক পয়েন্ট দিচ্চে। গার্ডিয়ান ফ্যান্টাসী ফুটবলে আমার টিমের মিডফিল্ডে ডেকো+ল্যাম্পার্ড+জেরার্ড। ছোট রোনাল্ডো ফিট হলে ৪-৩-৩ থেকে ৪-৪-২ করতে হবে।
  • Sudipta | 122.169.177.160 | ২৬ আগস্ট ২০০৮ ১৪:১১399583
  • আচ্ছা এই ফ্যান্টাসী ফুটবল ব্যাপার-টা কি গো? আর তোমার কাছ থেকে অন্য একটা ব্যাপারে জানার আছে। মেল আই ডি arijit72 অ্যাট জিমেল আছে তো? কাল পরশু-র মধ্যে মেল করব তাইলে। ফোং নাম্বার টাও চাই, সেখানেই।
  • Arijit | 61.95.144.123 | ২৬ আগস্ট ২০০৮ ১৪:২১399584
  • হ্যাঁ, ওই মেল।

    ফ্যান্টাসী ফুটবল হল একটা নাম্বার গেম। ধর তুমি একজন ফুটবল ম্যানেজার - এবার তোমাকে ১০০ মিলিয়ন টাকা দেওয়া হল, তুমি টিম বানাও - একটা লিস্টি আছে, সব টিমের সব প্লেয়ারদের - তাদের দাম শুদ্ধু। এবার টিমের মিনিমাম ক্রাইটেরিয়া আছে - যেমন ২ জন গোলকীপার, ৫ জন ডিফেন্ডার - ইত্যাদি - তোমাকে রাখতেই হবে। তারপর তুমি ফর্মেশন ঠিক করো - সেই মতন ফার্স্ট ইলেভেন রাখো। পরের গেমউইকে (মানে সব প্রিমিয়ার লীগের সব খেলার পর) সেই সব খেলার রেজাল্ট আর পারফরমেন্স অনুযায়ী এই প্লেয়াররা পয়েন্ট পাবে। যেমন গোল করলে ৫ পয়েন্ট, অ্যাসিস্ট করলে আরো কিছু পয়েন্ট, লাল কার্ড দেখলে -৫, এরকম। তোমার টিমের প্লেয়ারদের পয়েন্ট যোগ করে তোমার টিমের টোটাল পয়েন্ট। এইভাবে চলতে থাকে।

    প্রতি হপ্তায় তুমি প্লেয়ার ট্রান্সফার করতে পারো (একটা লিমিট আছে) - ফার্স্ট ইলেভেন পাল্টাতে পারো - মানে ম্যানেজার যা জা করে, তাই করবে আর কি।

    গার্ডিয়ানের আছে, প্রিমিয়ার লীগের আছে, আরো অনেকের আছে। আমি গার্ডিয়ান আর প্রিমিয়ার লীগে টিম রেখেছি - নিউবাগান ইউনাইটেড:-)
  • Arijit | 61.95.144.123 | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪০399585
  • ইংলিশ প্রিমিয়ার লীগে আজ ট্রান্সফার ডে ডেডলাইন।

    রবিনহো - চেলসিতে?
    আরশাভিন - স্পারস?
    নিউক্যাসলে তিনজন নতুন?
    ...
  • Arijit | 61.95.144.123 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১০399586
  • রবিনহো ম্যান সিটিতে - ক্র্যাকার অব আ ট্রান্সফার!!!
    বারবাতভ - ম্যান ইউ, এক্সপেক্টেড।
    নিউক্যাসল নিলো নাচো গনজালেস (লোন) আর জিসকোকে।
  • Arijit | 61.95.144.123 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১১399588
  • দুটো ফুলব্যাক প্রায়োরিটি ছিলো, অ্যাটলিস্ট একটা লেফট ব্যাক - আসে নি। ক্রিয়েটিভ মিডফিল্ডার - কে জানে এই নাচো গনজালেস কেমন...মিলনারকেও ছেড়ে দিলো।

    টিমের ডেপথটা খুব সুবিধের ঠেকছে না।
  • Arijit | 61.95.144.123 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩০399589
  • বাজারে জোর গুজব কীগান আবার চলে গেছে। স্ট্রেটফরোয়ার্ড লোক, আগেরবার বলেছিলো "এরকম তো কথা ছিলো না' - এবারও যদি তাই হয়...যা চেয়েছিলো পায়নি, ওপর থেকে মিলনারকে বেচে দেওয়া হয়েছে...

    খুব খুব খারাপ হবে।
  • Sudipta | 122.169.180.9 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১০399590
  • রোবিনহো-র চেলসি-তে না আসার ব্যাপারে রীতিমত শক্‌ড হলাম! তায় আবার ম্যান সিটি! তা-ও ভালো , অন্তত: মাদ্রিদে যায় নি! মাদ্রিদ দিন কে দিন ফুটবলার দের বধ্যভূমি হয়ে উঠছে কেমন যেন! যেই যায় ফর্ম হারিয়ে বসে থাকে!

    এদিকে আমাদের honourable প্রিয়-বাবু হাউটনের সাথে অনেক ছক কষছে ভারতীয় ফুটবলের উন্নতি কত্তে; বলছে তিনটে সমান স্ট্যান্ডার্ড টিম তৈরী করবে এখন থেকেই ২০১১ এশিয়া কাপ -কে সামনে রেখে। যাতে চোট আঘাত কোনো সমস্যা তৈরী করতে না পারে; আর-ও বলছে আই লিগ ইত্যাদিতে বিদেশীর সংখ্যা কমাবে। এদ্দিনে সুবুদ্ধি হল!! অবিশ্যি এই প্ল্যান গুলোর execution না হওয়া অবধি কিছু বলা যায় না।

    এবার কলকাতা লীগ মনে হয় মোহনের ঘরেই। শেষ ম্যাচে সাব্বির এই ভাঙ্গা মোহন-কেও হারাতে পাল্লো না। তবে করিম কোচ-টার মানসিকতা ভালো, অনেক নতুন ছেলেকে চান্স দিচ্ছে , তৈরী করছে, রিজার্ভ বেঞ্চ এবার অনেক স্ট্রং। ১২ তারিখ সাতে সাত হওয়ার অপেক্ষায় শুধু :-))
  • Arijit | 61.95.144.123 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১২399591
  • ইয়ে - মাদ্রিদ থেকেই তো এলো...

    স্কাই স্পোর্টস বলছে কীগান সত্যিই ছেড়ে দিয়েছে, যদিও বিবিসি বা নিউক্যাসল ওয়েবসাইটে অফিসিয়ালি কিছু নেই। বিবিসি বলছে Newcastle hold talks with Keegan

    কাজকম্মো হচ্ছে না কিস্যু, মুড অফ হয়ে গেছে।
  • Sudipta | 122.169.180.9 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২১399592
  • উপস!! মিসটেক! মিসটেক! :-)

    নিউ ক্যাসেলের শেষ খেলাটা দেখছিলাম, সেরম লাগলো না কিন্তু! কিগ্যান গেলে আরো চাপ হয়ে যাবে।
  • subha | 98.228.118.141 | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৫:১৬399593
  • না, কীগানের টা গুজবই ছিলো। আর্সেনালের সাথে সাদা-কালো একেবারে বাজে খেলেছে, এক গুটিরেজ ছাড়া কেউ চেষ্টা ই করেনি, তার ওপোর সেই অ্যাটাকিং মনোভাব টাই পাওয়া যাচ্ছে না। ওপোরে ওয়েন একা পড়ে যাচ্ছে। মার্টিন আর ভিদুকা কে দরকার।
    হলেও নিউক্যাসলের স্কিলফুল প্লেয়ারের অভাব। তবে পারলে কীগানই পারবে।

    রবিনহো টা একেবারে out of the blueADUG বলে একটা UAEএর গ্রুপ Man City কে কিনেছে, এবং তারা নাকি প্রচুর টাকা ঢালবে, বড় বড় প্লেয়ার আনবে, জানুয়ারী তে নাকি টোরেস, ছোটো রোনাল্ডো এদের অফার দেবে।দেখা যাক মজাটা।
  • Arijit | 61.95.144.123 | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৩399594
  • গুজব নয়। নিউক্যাসল অফিসিয়ালি বলছে কীগানকে বরখাস্ত করা হয়নি। ওদিকে লীগ ম্যানেজারস অ্যাসোসিয়েশনের তরফে বলা হচ্ছে কীগান পদত্যাগ করেনি। গত দুদিন মিটিংয়ে গোলমাল হয়েছে সেটা নিশ্চিত। এবং আরো কিছুদিন চলবে। মুশকিল হল কীগান এই মুহুর্তে থাকলেও সেটা inevitable-এ কিছুদিনের জন্যে ঠেকিয়ে রাখা ছাড়া কিছুই নয় - কারণ এটা স্পষ্ট যে কীগানের ওপর ডেনিস ওয়াইজকে বসিয়ে গোলমালটা তৈরী করা হয়েছে। ট্রান্সফার ইত্যাদি সবকিছুতেই ডেনিস ওয়াইজের বক্তব্য প্রাধাণ্য পাচ্ছে - মিলনারকে ছেড়ে দেওয়া বা কীগানের পিছনে বার্টনকে বেচে দেওয়ার চেষ্টা থেকেই স্পষ্ট। শুক্রবার কীগানের বক্তব্য ছিলো যে অ্যাটলিস্ট তিন থেকে চারজন নতুন প্লেয়ার আসবে - আই ওয়ান্ট টু বি জাজড অন মানডে। আসেনি। অর্থাৎ কীগানকে যা বলা হয়েছিলো সেগুলো হয়নি। এই লোকটা ওই বলে না wearing his heart on his sleeve - এই টাইপের। কাজেই এখন জোড়াতালি দিলেও সেটা বেশিদিন টিঁকবে না।

    ট্রু ফেইথের লাইনটা ধরে বলতে হয় keep on, keepin' on...
  • Arijit | 61.95.144.123 | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৩399595
  • আপাতত: একটা জোড়াতালি ব্যবস্থা হয়তো চলবে - আজকের কাগজ পড়ে মনে হচ্ছে। কিন্তু সাপোর্টারদের সাইটে পরিস্কার বলছে যে এটা দীর্ঘস্থায়ী নয়। আর এটাও ঘটনা যে একজন সমর্থকও ডেনিস ওয়াইজের নামে উচ্ছ্বসিত হবে না। সেটা অ্যাশলি বুঝে গেছে এই দুদিনে। প্লেয়াররাও কীগানের পিছনে এককাট্টা, এবং শোনা যাচ্ছে ওয়েনের নেতৃত্বে প্লেয়াররা অ্যাশলির কাছে জবাবদিহি চাইবে।

    ডেনিস ওয়াইজ সম্পর্কে স্যার অ্যালেক্স একবার বলেছিলেন "হি উড স্টার্ট আ ফাইট ইন অ্যান এম্পটি রুম'। কীগানের মাথার ওপর এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে ওয়াইজ - রেসিপি ফর ডিজাস্টার। সমর্থক এবং ক্লাবের কথা মাথায় রাখলে অ্যাশলি ওয়াইজকে বিদেয় করতে বাধ্য হবে। উল্টোটা হলে ম্যাচ বয়কট, সিজন টিকিট ফেরত, দোকান বয়কট - এরকম অনেক কিছুর সম্ভাবনা আছে।
  • Arijit | 61.95.144.123 | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১১399596
  • হল না। কীগান ছেড়ে দিলেন। আমি স্ট্রাইক করবো।
  • subha | 98.228.118.141 | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৫399597
  • এটা খুবই বাজে হল। যাও বা কিছুটা positiveness আসছিল, আবার পিছনে হাঁটা।

    ডেনিস ওয়াইজ যাতীয় লোকজন সর্বদেশে সর্বকালে বিদ্যমান। xisco দেখলাম ওপেনলি statement দিয়েছে যে এতে ক্লাবের ক্ষতি হবে।

    তুমি একটু inside local খবর দাও অরিজিত, মিডিয়ার রিপোর্টে বড্ড বাঁধা বুলি।
  • Arijit | 61.95.144.123 | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৫399599
  • ভিতরের খবর পেতে গেলে ফ্যানজিনগুলো পড়তে হবে -
    http://www.true-faith.co.uk
    http://www.nufcblogs.com
    http://www.nufc.com


    গার্ডিয়ানের লুইজ টেইলর পড়ে লাভ নাই, ও রয় কীনের ফ্যান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন