এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭০৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 | ২৮ এপ্রিল ২০১৫ ২২:৩৭398277
  • অনলাইনে ট্রান্সফার করার ব্যবস্থাও আছে। কেউ করতে চাইলে মেইল করতে পারেন বা ঐ নং এ যোগাযোগ।
  • Abhyu | 138.192.7.51 | ১৬ মে ২০১৫ ২৩:০২398278
  • আই আই টি খড়গপুরের ছেলেটির জন্যে প্রয়োজনীয় টাকা উঠে গেছে, এই শুক্রবারই কথা হচ্ছিল ওকে আমেরিকায় যারা হোস্ট করবে তাদের একজনের সাথে। আজকে তীর্থদা নীচের লিঙ্কটা দিল। কানাডাতে, স্বামী স্ত্রী কারোরই চাকরি নেই। কানাডার সিস্টেমের সাথে আমি পরিচিত নই।
    এনিওয়ে, দেখুন কেউ কিছু করতে পারেন কিনা
    http://www.youcaring.com/medical-fundraiser/nilu-needs-your-help-in-his-fight-against-cancer/346429
    কিছু না হোক, একটু শেয়ার করুন অন্যদের সাথে।
  • quark | 24.139.199.12 | ২৬ জুন ২০১৫ ১৪:৫৭398279
  • এটা এখানেও থাক, পরে খুঁজলে পেতে সুবিধে হবে।

    Md. Sohidul Laskar
    Founder, Marufa Smrity Welfare Foundation
    Vill. Punri, P.O. Tentuliya, P.S. Baruipur, 24 Pgs (S), W.B., Pin- 743610

    আর্থিক সাহায্য করতে চাইলে -

    A/C No. 30377043769
    State Bank of India, Khashmallick Branch, Baruipur
    IFSC CODE - SBIN-009205

    সহিদুলদার ফোন নম্বর +91- 9874688329। আরেকটা নম্বরও আছে -+91- 9088899572
  • pi | 24.139.221.129 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:৫১398280
  • এখানে একটা বন্যাত্রাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
    কেউ চাইলে দিতে পারেনঃ
    https://www.facebook.com/events/1482165768762645

    Money collection for current flood situation in West Bengal.

    You can Send any donations to account:

    phone no- 9674030088

    Holder: Raya Debnath
    Axis Bank
    Saltlake Branch
    A/C no. 912010053299494
    NEFT Code: UTIB0000025

    মুর্শিদাবাদে বন্যা প্রতিরোধ কমিটির আশিস পাত্র (৯৭৩৪৮৭০৬৩০) ও বীরভূমের জন্য রূপনারায়ণ মুখার্জি (পিএইচডি স্টুডেন্ট, বিশ্বভারতী) (৮৭৫৯১৮৭৫৩৪) এই দুজনের থ্রুতে টাকা ও অনান্য সাহায্য পাঠানোর প্ল্যান করা হয়েছে।
  • ... | 24.100.142.3 | ১২ আগস্ট ২০১৫ ১৩:৫৬398281
  • HCL কিছু এন জি ও কে হেল্প করছে। আপনার জানা কোনো এন জি ও থাকলে বলুন এপলাই করতে।

    http://www.hcltech.com/Citizens-Grant

    Dear HCLite,

    We are happy to announce the launch of HCL Citizen’s Grant, an initiative of HCL Foundation for supporting sustainable development of rural communities in India.

    Through this grant we aim to extend our support to experienced NGOs working in rural India to tackle some persisting social challenges towards education and skill training through innovative, sustainable and replicable programs.

    HCLites have always believed in community transformation ideas, and hence here is an opportunity for you to be a part of this initiative. If you know about any NGO which can apply for this, then ask them to visit http://www.hcltech.com/Citizens-Grant, and register based on eligibility. Any NGO that is implementing remarkable education and skills training projects in rural India has the chance to receive a grant of up to INR 3 Crores spread over 3 years.

    We believe this would be a great opportunity for the NGOs to enhance their current endeavors towards social development initiatives in rural India. Participation in this initiative would not only present an opportunity to these NGOs to widen their outreach and social impact, but would also provide avenues to the participating NGOs to present their competencies to a broader audience. The NGOs would be further supported through exposure to best practices and knowledge from across the HCL Foundation network. It is a unique platform wherein the leaders are selected basis their “idea” as well as their ability and competence to transform those ideas into implementable and result oriented projects.

    Regards
    Team – HCL Citizen’s Grant
  • santanu | 96.98.116.122 | ২১ আগস্ট ২০১৫ ০১:২৪398282
  • সাহায্য চাই।
    আমার বাবা ১০ বছর আগে আর মা মাস দুএক আগে মারা গেলেন সেম সেম জায়গায় ক্যান্সার এ। দুক্কু করবেন না, মা একদম কষ্ট পান নি। বয়স ও ৭৫ পেরিয়ে ছিল (আমার ই কি কম হলো)। মাস চারেক আগে ধরা পড়েছিলো, তানিয়া র কাছ থেকে খবর নিয়ে ডাক্তার অর্নব গুপ্তের (সে ভারী ভালো ডাক্তার, ঠিক যেমন তানিয়া বলেছিলেন) কাছে যাওয়া, তারপর মা শান্তিনিকেতন এ গিয়ে ও ছিলেন, তারপর একদিন সকাল এ আমাকে জিগেস করলেন অস্ট্রিয়া কেমন ঘুরছি, বিকেল এ নিজেই ঘুরতে চলে গেলেন। সে মাঝ রাতে অস্ট্রিয়ার এক গ্রাম থেকে টিকিট কেটে পরের দিন কলকাতা পৌছনো এক গল্প, যাক সে কথা।
    তাপ্পর জানা গেল, মা চাড্ডি টাকা রেখে গেছেন। কি করা যায়? নিজের NGO তে দিলে ভালো দেখায় না।
    এবার বউ দুবাই এসে বুদ্ধি দিল, মা বাবার নাম এ ক্যান্সার রুগী দের জন্যে একটা ফাউন্ডেশন খুলি। (আমার ধারণা এতে একটু ওপরওয়ালাকে ঘুষ দেবার ব্যাপার আছে। অর্নব কে বউ জিগেস করেছিল, মা বাবা দুজন এর ই পানক্রিয়াস ক্যান্সার, ছেলের হবার সম্ভাবনা কত?) কিন্তু বউ তো বলেই খালাস, অত উত্পাত আমার পোষাবে না।
    তা সাহায্য যেটা চাই, সেটা হলো, আপনারা কি কিছু জানেন, ক্যান্সার সংক্রান্ত কোথায় টাকাগুলো দিলে, ব্যাপার টা ভালো হবে (সইদুল এর হাসপাতাল এ আমি দিয়েছি, তাতে মা বাবা কে টেনে লাভ নেই)? ভালো হবে মানে, আমরা দেখতে চাই ঠিক কার উপকার এ লাগলো। না হলে , ওই অর্ণব এর বাবার নামে, সরোজ গুপ্ত ক্যান্সার ফাউন্ডেশন আছে, সেখানেই অগত্যা। BTW টাকাটা ছয় অঙ্কে, আহামরি কিছু নয়।
  • Asmita | 202.55.54.40 | ২১ আগস্ট ২০১৫ ০৪:১৬398283
  • এ প্রশ্ন-টা আমার-ও । আমি নিজে ক্যান্সার সারভাইভার। ক্যান্সার পেশেন্ট-দের জন্য কিছু করতে চাই। একই সাথে চাই টাকাটা ঠিক জায়গায় ঠিক মানুষের হাতে যেন যায়। কলকাতায় এরকম কোনো NGO বা অন্য organization কি আছে?
  • sosen | 78.105.152.253 | ২১ আগস্ট ২০১৫ ০৭:৫৮398284
  • ইন্স্টিটিউট অব চাইল্ড হেলথে মৃণালিনীর জন্যে তোলা টাকা, যা কোনো কাজেই লাগেনি, তা দিয়ে মৃণালিনী ক্যান্সার রিসার্চ সেন্টার নামে একটা প্রিভেনশন সেন্টার করা হচ্ছে। শান্তনুদা চাইলে একবার খোঁজ করতে পারেন।
  • kumu | 132.161.68.236 | ২১ আগস্ট ২০১৫ ০৮:৩১398285
  • শান্তনু, মা চলে গেলেন শুনে খারাপ লাগলো।
  • i | 134.168.187.185 | ২১ আগস্ট ২০১৫ ১৫:৪০398287
  • শান্তনুকে-

    বছর দেড়েক হয়ে গেল একটা পোস্ট করেছিলাম এখানেইঃ
    --------------------------------------------------------------
    Name: ইন্দ্রাণী দত্ত (i)

    IP Address : 24.99.77.143 (*) Date:07 Jan 2014 -- 11:06 AM

    গত সপ্তাহে কল্যাণীর কাছে তেঘড়ি মদনপুর গিয়েছিলাম।ওখানে অঙ্কোলিঙ্ক নামে একটি সংস্থা প্যালিয়েটিভ কেয়ার হাসপাতাল গঠনের চেষ্টায় ব্রতী। ইঁট গাঁথার কাজ শুরু হয়েছে। দেখে শুনে , কথা বলে আমার মনে হয়েছে কাজটি জরুরী। এবং টাকা পয়্সার আশু প্রয়োজন।
    নিচের লিঙ্কে কিছু নাম , কনট্যাক্ট নম্বর দিলাম, আগ্রহী হলে কথা বলতে পারেনঃ
    http://oncolinkindia.com/contact.html
    অঙ্কোলিঙ্ক সংস্থার ও প্যালিয়েটিভ কেয়ারের বিশদ এই লিঙ্কদুটিতে পাবেন।
    http://oncolinkindia.com/palliative.html
    http://oncolinkindia.com/index.php
    যাঁরা কল্যাণীতে থাকেন, পারলে একবার ঘুরে আসবেন।
    কাজটির প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট মানুষজনের চিন্তা ভাবনা সম্পর্কে সম্যক অবহিত হওয়ার জন্য তাঁদের সঙ্গে কথা বলা আর জায়্গাটিতে ঘুরে আসা দরকার মনে হয়।
    কথা বলে, দেখে শুনে কাজটি প্রয়োজনীয় মনে হলে সাহায্যের জন্য এগিয়ে আসবেন আর বার্তাটি ছড়িয়ে দেবেন।
    অনেক ধন্যবাদ।

    --------------------------------------------------------------
    প্যালিয়েটিভ কেয়ার ইদানিংকালের উদ্যোগ। আমি যতটুকু জেনেছি, অঙ্কোলিঙ্ক বহুদিন ধরেই ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবারের পাশে দাঁড়াচ্ছে তাদের সীমিত ক্ষমতা নিয়েই। মৌলালী অঞ্চলে একটি কাউন্সেলিং কেন্দ্র রয়েছে । নানাবিধ সাহায্য করার চেষ্টা করা হয় যা স্বল্প পরিসরে লিখে ওঠা সম্ভব নয়। নিজে গিয়ে দেখতে হবে , কথা বলতে হবে।
    দেড় বছরের আগের লিঙ্কে কিছু নাম ও নম্বর থাকার কথা। যোগাযোগে অসুবিধে হলে, আমাকে মেইল করলে, আমি আরও কিছু নাম, ফোন নম্বর দিতে পারব।
  • santanu | 96.98.116.122 | ২২ আগস্ট ২০১৫ ১৭:৩৭398288
  • কুমুদি, দুজনেই চলে গেলে কিরম অদ্ভুদ লাগে।

    সোসেন ও ইন্দ্রানী, ধন্যবাদ, সেপ্টেম্বর এ কলকাতায় গিয়ে Miles With মৃনালিনী আর অঙ্কোলিঙ্ক, দুজায়গাতেই কন্টাক্ট করব। এসব জিনিস ফেলে রাখলে আর হয়ে ওঠে না।
  • Abhyu | 85.137.13.237 | ২৩ আগস্ট ২০১৫ ০৪:০৮398289
  • শান্তনুদা, আমারও খারাপ লাগলো।

    এই সূত্রে বলি, ২০১৪র জুন মাসে উদ্বোধন পত্রিকায় একটা লেখা বেরিয়েছিল, একজনের জন্যে খুঁজে বার করলাম, সেটা এখানেও টুকে দিচ্ছি, যদি কারো কাজে লাগে।

    প্রস্টেটের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা
    লেখকঃ প্রকাশ মল্লিক, সভাপতি, ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি
    "...
    আমার কাছে কিছু প্রস্টেট ক্যানসারের রোগী আসে, তাদের চিকিৎসাতেই বিশেষ সুফল পেয়েছি। প্রসঙ্গে বলি, প্রস্টেট ক্যানসারকে চারটি ভাগে ভাগ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। প্রথম ও দ্বিতীয় স্টেজের ক্যানসার প্রস্টেটের ভিতরে থাকে। অপেক্ষাকৃত ছোট আকারের টিউমারকে প্রথম পর্যায়ের ক্যানসার এবং কিছুটা বড় আকারের টিউমারকে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার নামে চিহ্নিত করা হয়। তৃতীয় পর্যায়ের ক্যানসার বাড়তে বাড়তে প্রস্টেটের বহিরাবরণ ক্যাপসুলকে স্পর্শ করে ফেলে; তখন তাকে চতুর্থ স্টেজ বলা হয়।

    আমার কাছে শেষ পর্যায়ের রোগী আসে। তারা আধুনিক চিকিৎসা শেষ করে আসে। সেক্ষেত্রে কারাসিনোসিন, থুজা, মরফিনিনাম, সোরিনাম ও সিফিলিনাম দিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। রক্তক্ষরণের ক্ষেত্রে হ্যামামেলিস এবং ক্রোটেলস হরিডস প্রয়োগ করে বিশেষ সুফল পাওয়া গেছে।"

    (প্রবন্ধের অন্যত্র বলা আছেঃ তবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়।)
  • pi | 24.139.209.3 | ২৩ আগস্ট ২০১৫ ০৮:২১398290
  • শান্তনুদা, একটা মেইল করেছি , দেখো।
    ভাল থেকো।
  • santanu | 96.98.116.122 | ২৩ আগস্ট ২০১৫ ২১:৪২398291
  • পাই, কোনো মেল পাই নি।
  • | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫৪398292
  • মা'য়ের খবরে খারাপ লাগল শান্তনু।
  • ranjan roy | 132.161.206.24 | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪১398293
  • শান্তনু,
    দুজনকেই হারালেন অল্প সময়ের মধ্যে; খুব খারাপ লাগছে। আমার মা গেলেন ৯০ বছর বয়সে, গত বছর। তবু সময়ে অসময়ে টের পাই হারানোর ব্যথা।
    আপনারা দুজনেই খুব ভালো থাকুন। আগামী শীতে আসছেন কি?

    ডিঃ ঠাকুরপুকুরের সেন্টার নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশ খারাপ। তবে অন্যদের অনুভব আলাদা হতেই পারে।
  • Mmu | 87.154.202.104 | ২৬ আগস্ট ২০১৫ ০৩:২৮398294
  • এটা একটু দেখবেন--------------
  • সে | 94.75.173.148 | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৯398296
  • গুরুর এই পাতায় কি কেউ আসেন যিনি তালিন অথবা স্টক্‌হোল্‌ম অথবা St. Petersburg(লেনিনগ্রাদ) অথবা হেলসিন্‌কি থাকেন? থাকলে প্লীজ সাড়া দেবেন, আর্জেন্ট দরকার।
  • pi | 24.139.209.3 | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪১398298
  • এটা রইলো। কেউ আগ্রহী হলে যোগাযোগ কররে পারেনঃ

    Dear Friends and Comrades ,

    The situation here at Keleti' Palyaudvar, Budapest, Hungary is very tense and quiet obviously so. In spite of the best efforts of the citizens of this part of the world , the resources for the refugees fall short of the requirement , so does the confidence in the air .

    The cost of daily consumables here in Budapest are similar to Sub Continental standards. So it is within our capability to stand by these people whose future is being played with by geo-political blocks . I am trying to get through the Migration Aid officer who takes care of international donations and will put up the channel and procedure very soon . It will be very kind of the progressive student unions/platforms/parties/individuals to collect whatever money they can and send it here so that these people can respectfully survive their ordeal. Even 100 inr can make a difference.

    students from various universities in and around Budapest are doing their bit. Please get in touch if you think this is our political if not humanitarian duty to engage with this crisis.

    Yours Comradely,
    Debojit Thakur

    P.s : it would be very effective if we could create a Indo-European network of students/activists/academicians/researchers to meet this situation because very soon this would spread to every major city in Europe.
  • pi | 127.194.6.144 | ২০ অক্টোবর ২০১৫ ১৬:০৯398299
  • স্বর্ণেন্দুর পোস্ট শেয়ার করলাম, কেউ পারলে দেখবেন। শেয়ার ও করে দিতে পারেন। এখনো অনেক টাকা তোলা বাকি।

    'রিষভ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। রিষভ প্রায় গত দুবছর ধরে ক্যান্সার এর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রথমে ওর ফুসফুসে ক্যান্সার এর সংক্রমণ ধরা পরে। ওর পরিবার ,সমাজের বিভিন্ন মানুষ, এবং বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা মিলে সে সময় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা গেছিল। বর্তমানে ওর অস্থি- মজ্জা প্রতিস্থাপন প্রয়োজন। ব্যায়বহুল এই চিকিৎসা চালাতে প্রয়োজন প্রায় ২৫ লক্ষ টাকা। এই খরচ বহন করতে গিয়ে ওর পরিবার প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা চেষ্টা চালাচ্ছি একই ভাবে রিষভ এর পাশে থেকে একসাথে এ লড়াই লড়তে। চেষ্টা চালাচ্ছেন আমাদের অন্যান্য বন্ধু , অন্য কলেজ , বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা এবং সমাজের বিভিন্ন মানুষজন, অনেকে হয়তো রিষভকে চেনেন না । তারাও।
    সাহায্যের তো ছোটো বড়ো হয় না, আমরা যে যেভাবে যতটুকু পারি ততোটুকু সাহায্য হয়তো রিষভকে নতুন করে জীবন ফিরিয়ে দিতে পারে। তাই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ রইল রিষভ এর পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ান ।
    Account Details :
    Name: Asish Ghosh
    Bank: Union Bank of India
    Branch: Bankura Branch
    Account No.: 608402010003581
    IFSC Code: UBIN0560847
    MICR Code: 722026002
    সাহায্য করা যেতে পারে এই website টি ব্যবহার করেও ;
    https://www.youcaring.com/rishab-ghosh-432761
    বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ এর জন্য -
    শঙ্খ - 8653765893
    Arijit Shaw - 9635026217

  • pi | 192.66.99.134 | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৪398300
  • টা রইলো। কেউ উৎসাহী হলে যোগাযোগ করতে পারেন।

    বিভিন্ন সময়ে আমাদের নানা কাছের জনের, প্রিয় জনের খবর পড়ি, গুরুতর রোগের চিকিৎসার জন্য প্রচুর খরচ দরকার। এদিকে ওদিকে শেয়ার করে , চেনা অচেনা লোকজনের সাহায্যে কখনো তা ওঠে, কখনো না। সময় ও অনেক লেগে যায়। আর প্রতিবারে নতুন করে উদ্যম নেওয়া, আলাদা ক'রে। সেদিন একজনের এর চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করছিল, তখন কথা হচ্ছিল, একটা উদ্যোগ নিলে কেমন হয়, একটা স্থায়ী ও সাধারণ তহবিল তৈরির , যেখানে ইচ্ছুক লোকজন প্রতি মাসে কিছু টাকা ক'রে ( সে ৫০ হোক কি ৫০০) বা বছরে একবার কিছু টাকা দিল। এভাবে কিছু টাকার একটা আভেলেবল ফান্ড সবসময় থাকবে। নানারকম কেসে সাহায্যের আবেদন এলে প্রয়োজন অনুযায়ী সেখান থেকে কিছু টাকা দেওয়া যাবে। র‍্যাশানাল চিকিৎসা নিয়ে পরামর্শ দেবার জন্য ও ডাক্তাররা থাকবেন, যাতে অহেতুক চিকিৎসায় অর্থব্যয় না হয়। এ নিয়ে আর কী করা যায় বা আদৌ করা যায় কিনা,সেনিয়ে একটি গ্রুপে কিছু কথা শুরু হয়েছিল, তারপর ব্যাপারটা বেশ কিছুটা এগিয়েছে। একটি সংস্থার সাথে এরকম কিছু করার কথা ভাবা হচ্ছে। অনেক কিছু নিয়ে পরিকল্পনা চলছে। কাল সন্ধে সাতটার সময় গাঙ্গুলিবাগানে এই নিয়ে মিটিং হবে। যাঁরা ফিজিক্যালি থাকতে পারবেন না, স্ক্য়্পে এ যোগদান করতে পারেন। কেউ উৎসাহী হলে জানাতে পারেন। মিটিং এ চলে যেতে পারেন বা স্কাইপে। আর মেইল আইডি দিলে এই সংক্রান্ত আলোচনা, এই উদ্যোগের রূপরেখা নিয়ে এখনো যা কথা হয়েছে, সেই মেইল পাঠিয়ে দেওয়া যেতে পারে।
  • aranya | 154.160.5.102 | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:২৩398301
  • এটা খুব ভাল উদ্যোগ। পাই, আমায় মেইলিং লিস্টে অ্যাডিও।
    প্ল্যান, ইঃ এখানেও পোস্ট করলে ভাল হয়
  • pi | 233.176.39.189 | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:৩৭398302
  • অরণ্যদা, অনেক ধন্যবাদ। অ্যাড করে দিলাম।

    আজ ২ রা ডিসেম্বর দেশের সময় সন্ধে সাতটা থেকে মিটিং। কেউ স্কাইপে থাকতে চাইলে আইডি টা মেইল ক'রে দিলেই হবে। আর যেতে চাইলে ভেন্যু ঃ

    '5/2 purba phulbagan, Gangulybagan near avijan club., যোগাযোগের নং - 8334880900 (রাজীব সেনগুপ্ত) / 9038864748 (রৌহিন ব্যানার্জী)।
  • sosen | 184.64.4.97 | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:৫৬398303
  • আমাকেও মেইলিং লিস্ট এ অ্যাডিও প্লিজ
  • pi | 233.176.42.66 | ০২ ডিসেম্বর ২০১৫ ০৯:০০398304
  • করে দিলাম। যদি কোনোভাবে সম্ভব হয় ( তোমাদের জন্য সময়টা অসুবিধাজনক হতে পারে) , স্কাইপেও চলে আসতে পারো।
  • aranya | 154.160.5.102 | ০২ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৫398305
  • স্কাইপ-টা হবে না, সকালে মিটিং ইঃ, মেইল ফলো করব।

    উঃ বঙ্গে চা বাগানের শ্রমিক-দের জন্য এরকম কোন উদ্যোগের খবর থাকলে জানিও (চা বাগান সংক্রান্ত অন্য টইতে হয়্ত আছে, চোখে পড়ে নি, এমনও হতে পারে)।
  • de | 69.185.236.54 | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:২৩398306
  • পাই আমাকেও অ্যাডিও - স্কাইপ হবে না, মায়াবদ্ধ জীব ঃ(
  • pi | 192.66.24.202 | ০২ ডিসেম্বর ২০১৫ ১৯:১৮398307
  • অ্যাডেড । ধন্যবাদ ! ঃ)
  • Abhyu | 138.192.7.51 | ০২ ডিসেম্বর ২০১৫ ১৯:৩২398309
  • টাকা তো তোলা হবে, থাকবে কোথায়? পার্সোন্যাল অ্যাকাউন্টে না অর্গ্যানাইজেশনের নামে? পার্সোন্যাল অ্যাকাউন্ট হলে ইনকাম ট্যাক্স দিতে হবে। অর্গ্যানাইজেশন হলে FCRA ক্লিয়ারেন্স লাগবে। অডিট ইত্যাদির ফী এর ক্থাও মাথায় রাখতে হবে। সেই আই আই টির ক্যান্সার আক্রান্ত ছেলেটির জন্যে টাকা তোলার পরে বিশাল ঝামেলা হয়েছিল, অন্ততঃ ইউ এস পার্টে। খেয়াল রেখো IRS ইত্যাদিরা কোনো আবেগে চলে না। আর টাকা খরচের ব্যবস্থা কি হবে? এক্জন ডিশিসন নেবে না সবাই? এনিওয়ে এখানে উত্তর দেবার দরকার নেই, যাস্ট এগুলো মাথায় রেখো - এ নিয়ে আমার অভিজ্ঞতা অনেকের থেকে অনেক বেশি, তাই বললাম আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন