এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭০৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 24.97.112.214 | ১০ জুন ২০১৪ ২৩:০০398244
  • লামা,

    বেনিফিশিয়ারি অ্যাডাতে দুদিন লাগে। আশা করি দেরি হয়ে যাবেনা! সামান্য সাহায্য, তাও পৌঁছতে দুদিন লাগবে।
  • sosen | 111.63.228.3 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৪398246
  • https://www.youtube.com/watch?feature=player_embedded&v=8zgmxGocEro

    কলকাতায় সাতটা কেমো শেষ করে এবার মৃণালিনী টাটা মুম্বাই-এ যাবে। ছোট্ট মানুষটার লড়াই দেখে অবাক হই।
  • নে | 172.136.192.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৭398247
  • *
  • Subhabrata | 212.79.203.43 | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৫৩398248
  • গত শুক্রবার ৩২শে নভেম্বর, বাইপাসের উপরে মুকুন্দপুরের সার্ভে পার্কে একটি বাড়ি থেকে গুছিয়ে চুরি হয়েছে। প্রায় পনেরো ভরির বেশি সোনার গয়না ও অন্যান্য রুপোর জিনিস। বাড়িতে স্বামী স্ত্রী ও শিশুকন্যা থাকত। স্বামী সেক্টর ফাইভে চাকরি করছিলেন। স্ত্রী কন্যাসহ হাসপাতালে ভর্তি অসুস্থ আত্মীয়কে খাবার পৌঁছে দিয়ে অন্য আত্মীয়ের বাড়ি গেছিলেন। সেইমতো বাড়ির দুই কাজের মেয়ে কে বিকেলে আসতে মানা করেছিলেন ও জানিয়েছিলেন ফিরতে রাত্রি হবে। কিছুদিন পরেই অন্য এক আত্মীয়ের বিয়ে থাকায় তার এক সপ্তাহ আগেই তারা ব্যাঙ্ক থেকে সোনার গয়না তুলে এনে বাড়িতে রেখেছিলেন। সামনের দরজায় তালা ঝোলানো ছিল। চোর পিছনের দরজা ভেঙেছে চাড় দিয়ে, আলমারি ভেঙেছে চাড় দিয়ে। প্রফেশনালি শুধু সোনা রুপোর জিনিস, ঘড়ি টাকা ইত্যাদি নিয়েছে, কোনো ইলেকট্রনিক্স জিনিস, ল্যাপটপ, মোবাইল ধরে নি, যা থেকে চোরের লোকেশন ট্রেস করা সম্ভব।

    সার্ভে পার্ক থানা সম্পূর্ণ গা-ছাড়া দিয়ে রয়েছে, ঘটনার ৭ দিন পরে পরিচারিকাদের সামান্য নাম কা বাস্তে জিজ্ঞাসাবাদ করেছে। কথা বলতে গেলে সম্পূর্ণ আই ওয়াশ ডিসকাশন চালাচ্ছে যে "আমাদের এই করা উচিত, ঐ করা উচিত" অথচ কোনো অ্যাকশন নেই। লালবাজারের ডিডি বার্গলারি ডিপার্টমেন্ট পরিচারিকাদের সন্দেহের বাইরে রেখে বলছে এটা সমাপতন। চোর বাইরে রাস্তায় ঘুরতে থাকে ও সদর দরজায় তালা থাকলে পিছনের দরজা ভাঙার ট্রাই নিয়ে থাকে। ওরা চুরির প্যাটার্ন দেখে কিনারা করার চেষ্টা করছে। অথচ কিছুদিন আগে তুলে আনা সোনার গয়নার খবর আর সেদিনে দুপুর দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত বাড়িতে কেউ না থাকার খবর পরিচারিকাদেরই একমাত্র জানা থাকার কথা।

    ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এসে গুচ্ছ ফটো তুলে কোনোই সুবিধে মতো ফিঙ্গারপ্রিন্ট পায়নি বলে জানিয়ে চলে গেছে।

    কারোর পুলিশের উঁচু পদের কাউকে জানা থাকলে, যাঁর মাধ্যমে তদন্তে গতি আনা সম্ভব জানালে উপকার হয়।

    শুভব্রত সাহা
    subha0012 // gmail //
    ৯৮৩৬৭ ০০০৬০
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:২২398249
  • শুভব্রতবাবু,
    কোনো সুরাহা হবে বলে মনে হয় না। ভারতেতো নয় ই, ইয়োরোপেও এধরণের চুরির কেসে সুরাহা হয় না। পুলিশের কাজ ফিঙ্গার প্রিন্ট নেওয়া ও তাদের ডেটাবেসে ওরকম ফিঙারপ্রিন্ট আগে থেকে থাকলে তার সঙ্গে ম্যাচ করানো (অর্থাৎ কোনো পুরোনো আসামী করে থাকলে তবেই এই ম্যাচিং সম্ভব)।
    এটা যদি ছিঁচকে চোরের কাজ হয় ও কোনোভাবে ইনফরমেশন পেয়ে থাকে যে উল্লিখিত সময়ে বাড়ীতে কেউ থাকবে না ও দামী জিনিস বাড়ীতেই আছে, তাহলে পুলিশ খুব একটা চাপ নেবে না। সবটাই ঢিমে তালে চলবে ও কেস ক্লোজ হয়ে যাবে।
    এর চেয়ে একটা কাজ আগেভাগেই করে রাখলে মনে হয় কাজে দিতো। দামী জিনিস, গয়না ইত্যাদি ইন্‌শিওর করিয়ে নেওয়া।
    পুলিশ কিচ্ছু করবে বলে মনে হয় না।
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:২৮398250
  • গত শুক্রবার ৩২শে নভেম্বর ? নাকি গত শুক্রবার ৩১শে অক্টোবর?
  • jhiki | 149.194.228.39 | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:৪১398251
  • তাও তো জায়গাটা কলকাতা বলে পাড়ার নেতারা পরিচারিকাদের পক্ষ নিয়ে বাড়ীতে শাসাতে আসেনি! মফস্বঃলে সেসবও হয়, পরিবর্তনের আগে ও পরে!!

    একটা কথা বুঝলাম না, আত্মীয়ের বিয়ের কথা পরিচারিকারা জানতে পারে, কিন্তু গয়না বাড়ীতে আনার কথা পরিচারিকাদের থেকে গোপণ রাখা খুব কি কঠিন ব্যাপার?
  • . | 59.207.221.132 | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:৫২398252
  • খুবই খারাপ ভাবে এখানে পরিচারিকাই যুক্ত এইরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। না জেনেই এই ভাবে তাদের নিয়ে লেখা খারাপ লাগল।
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ০৯:৩৬398254
  • হ্যাঁ, অনেক রকম সম্ভাবনাই যখন থাকতে পারে তখন কেবলমাত্র একদিকে ইঙ্গিত করাটা একটু ... যাইহোক। জাস্ট মনে পড়লো, এই পুজোর সময়, একাদশী আমাদের পাশের বাড়িতে চুরি হল, পিছনের দরজা ভেঙ্গে। তার কয় মাস আগে এক আত্মীয়ের বাড়িতে, সেও একই ভাবে। দুটোর কোনোটাতেই গয়না বা পরিচারিকার কোন ব্যাপার ছিলনা। দুটোর কোনোটারই সুরাহা হয়নি। প্রথমটাতে পুলিশ ঘটনাস্থলে আসারও প্রয়োজন বোধ করেনি।
  • ? | 127.194.194.46 | ০৯ নভেম্বর ২০১৪ ১২:১৪398255
  • লোকেশন দুটো জানা যাবে? আর একজ্যাক্ট সময়?
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১২:১৬398256
  • খোলা পাতায় বলবো না। মেইলে বলতে পারি।
  • quark | 24.139.199.12 | ১১ নভেম্বর ২০১৪ ১১:৩৭398257
  • "Need to provide medical expenditure of a boy who is suffering blood cancer (admitted in Calcutta Medical College)'' ...everyday he needs pouches of platelet for his treatment. Kind help to assist his struggle is highly appreciated. Even providing info of any organization who assists such kind of medical expenses will be very helpful. Contact: Haraprasad Singha- +91-9474917477
  • quark | 24.139.199.12 | ১২ নভেম্বর ২০১৪ ১১:২২398258
  • হারিয়ে যাওয়ার আগে আরেকবার তুলে দিলাম। কিছু মনে কইরেন না।
  • রৌহিন | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২২398259
  • Ritesh Biswas (3 Yrs) who is suffering from a bilateral profound degree sensory deafness and the treatment estimate is more or less INR 700,000/-. His father being a local wall painter is unable to provide this much amount for the treatment and hence seeks our help.
    I hereby put a humble request to all concerned to contribute whatever amount you deem fit and convenient and also spread the appeal to your known and acquaintances.
    Contact : Rouhin Banerjee - 8420954949 / 9038864748 email - [email protected]
  • দেবাশিস গোস্বামীর হয়ে | 138.192.7.51 | ২৩ মার্চ ২০১৫ ২০:০৯398260
  • সায়ক মান্না যাদবপুর ইউনিভারসিটির কেমিক্যাল ইঞ্জিনীয়ারিং এর ছাত্র, বোন ক্যান্সারের সঙ্গে লড়াই করছে গত সত বছর ধরে। সায়ক ফিজিক্যালি চ্যালেঞ্জড (40% physical disability)। এত প্রতিকূলতার মধ্যেও সে জয়েন্টে ৯৮ র‌্যান্ক করেছিল। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ফলে সায়কের পরিবারের আর্থিক সামর্থ্য প্রায় নিঃশেষিত। কেউ যদি সাহায্যের হাত বাড়াতে চান ওর বাবার নম্বরে (0-9475120717) যোগাযোগ করতে পারেন। আরো ডিটেলস পাওয়া যাবে https://faculty.franklin.uga.edu/amandal/sites/faculty.franklin.uga.edu.amandal/files/help.pdf
  • Abhyu | 138.192.7.51 | ০১ এপ্রিল ২০১৫ ২১:৪৭398261
  • এইটাও একটু তুলে দিলাম, দেখুন কেউ যদি ...
  • pi | 192.66.12.3 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:২৭398262
  • এটা একটু দেখবেন।
    http://www.youcaring.com/medical-fundraiser/support-anirban-to-fight-bone-cancer/335888?hc_location=ufi#.VSi6Bre8twe.facebook

    Anirban is a PhD student in Electronics Eng. at IIT Kgp. He graduated from JU in 2008 and subsequently got a M.Tech from IIT Kgp in 2010 where he was awarded Director's Gold Medal (Summa Cum Laude) for being the best student among all disciplines. Though he could get into almost any top grad school if he wanted, he chose to stay in India, and closer to home in order to look after his aged parents.

    Everything was going smoothly until May 2013 when he was diagnosed with metastatic Ewing's Sarcoma, a type of pediatric bone cancer. He received 16 cycles of chemotherapy and radiotherapy, followed by Autologous Stem Cell Transplant (Bone Marrow Transplant) in August 2014.

    Unfortunately, in February 2015, about 6-months after his BMT, his PET-CT scan has revealed a relapse and further progression of the cancer. Doctors have stated that they had already exhausted the better regimens of chemotherapy and advised Anirban to seek any alternative treatment available or participate in clinical trials as a last resort.

    Luckily in the US, a clinical trial specifically for his type of cancer has been showing consistently good results for the past few years. This is a Phase I trial as part of the FANG system of clinical trials to research efficacy of personalized immunotherapy in targeted treatment of metastatic cancer. It is being led by Dr. Maurizio Ghisoli, M.D. at the Mary Crowley Cancer Research Center, Dallas, Texas. Even though metastatic Ewings' has a prognosis of at best 10 -15 % only, his trial has seen a success of 50 % and with participants leading event-free lives for the past 2 - 3 years, it seems likely to be a cure for this type of cancer. At the time of participation, the patients did not have hope of even surviving 3 - 4 months. The cost of participation (initial surgery and hospitalization) has been billed at ~ $137,000 (INR 85.4 lakhs).

    Being an Indian resident, he does not have insurance coverage in the US. As Anirban belongs to a low income family in India, he is unable to afford this expensive treatment anymore. A significant amount has already been consumed by earlier treatment and medication. However, INR 18.7 lakhs (~ $30,000) has been arranged at his end. But a support of the remainder is required fast.

    Do you think he deserves a chance to fight it once more ? It’s not possible without you. We are his friends from JU and IIT mostly. We are trying our best to collect money and give him the base he needs to stand and fight the notorious disease. We urge you to play your part too, may be it’s you who can make a difference to his future. Donate to help him keep fighting !
  • সৌম্য চ্যাটার্জ্জী | 139.7.0.50 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:৪২398263
  • Update April 1, 10.00 p.m. IST: Anirban will undergo a surgery at Apollo Kolkata for some extra growth in his spine which is causing a temporary paralysis to his lower portion of the body. Then they decided to go to Japan for further treatment. They chose Japan over USA as:

    1. The cost seems significantly lesser in Japan (~$50k)
    2. In Japan they have more options for a trial. In the US it takes one month before they develop the vaccine.
    3. The plan is to first stabilize his condition at Japan and then try for the above mentioned treatment in Dallas, TX (subject to the availability of fund)

    The fundraising is going very well. We have collected more than $10,000 within < 24 hours. Thanks a lot for all your support. Let's keep fighting. Please continue to share as much as you can. Because once it reach outside the well-known/half-known/little-known circle for a complete stranger it's hard to expect good amount. But if the shares grows exponentially, then the total amount will continue to accumulate in the same rate I believe.

    I still don't know how much is accumulated to his SBI account. But the people around him are taking care of this. They will post in this group soon.

    Thanks for all your support !
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:৪৪398265
  • sbi অপশন আছে দেখলাম, ওখানে ট্রান্সফার করা যাবে কি? আমার পেপ্যাল নেই, ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারলে সুবিধা হয়।
  • Abhyu | 85.137.13.237 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:০২398266
  • http://www.youcaring.com/medical-fundraiser/support-anirban-to-fight-bone-cancer/335888?hc_location=ufi#.VSi6Bre8twe.facebook
    এখানের আপডেটে দেখাচ্ছে

    1. The initial cost seems significantly lesser in Japan (~$80k). This is required to be in the account in order to get Visa.
    2. In Japan they have more options for a trial. In the US it takes one monthbefore they develop the vaccine.
    3. The plan is to first stabilize his condition at Japan and then try for the above mentioned treatment in Dallas, TX (subject to the availability of fund)
    The fundraising is going very well. We have collected more than $12,000 within 24 hours.

    এই আপডেটটা বেশি রিসেন্ট মনে হয় (১০,০০০ ভার্সাস ১২,০০০ দেখে বললাম)
  • pi | 192.66.12.3 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:০৬398267
  • কিন্তু এখানে আবার ট্রিটমেন্টের খরচ টা বেড়ে গেছে ! ( ৫০ কে ভার্সাস ৮০ কে)
    সৌম্য, আপডেটগুলো একটু দেখিস।
  • Rivu | 108.235.164.224 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:৩৮398268
  • হ্যান অবশ্যই স্টেট ব্যাঙ্কে ট্রান্সফার করা যাবে। টাকা ট্রান্সফার এ কোনো অসুবিধা হলে প্লিজ জানাবেন, যথা সাধ্য চেষ্টা করব।
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:৩৯398269
  • ধন্যবাদ।
  • S | 139.115.2.75 | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩০398270
  • সেক্টর ফাইভ থেকে গড়িয়া অবধি কোনো চার্টার্ড বাস আছে?
  • cb | 68.106.60.21 | ১৩ এপ্রিল ২০১৫ ১২:০৫398271
  • পোচুর শাটল পেয়ে যাওয়ার কথা
  • S | 139.115.2.75 | ১৩ এপ্রিল ২০১৫ ১২:০৮398272
  • থ্যাকু। কিন্তু কোনো ফিক্সড বন্দোবস্তা কিছু আছে?
  • + | 213.110.246.22 | ১৩ এপ্রিল ২০১৫ ২২:৩২398273
  • আজকের আপডেট

    Went to meet Anitban's doctor at 2.20p.m at Apollo. Anirban was still in surgery.

    Just got to know from the doctor that Anirban came straight from the OT to his cabin and did not have to go to the ICU. He is conscious. The doc said that the leg movement has improved by a degree which is significant just after surgery. Brave Anirban. Well done.

    #copied
  • 17 | 109.172.117.250 | ২৬ এপ্রিল ২০১৫ ০৭:১৩398274
  • তুলে দিলাম।
  • pi | 24.139.221.129 | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২৫398276
  • অভিষেক তুংগার একটা পোস্ট এখানে দিলাম। ওরা যাদবপুরের মাউন্টেনিয়ারিং ক্লাবের কন্ট্যাক্টে নেপাল যাবে। ক'দিন ধরে কোলকাতায় কিছু টাকাপত্রও তুলেছে। আরো দরকার। কেউ দিতে ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন।
    বুনান, এখানে দেখিস।

    'একটি জরুরী পোষ্ট
    আমার বন্ধু ও জুনিয়াররা গত কয়েকদিন ধরে অক্লান্ত কাজ করে চলেছে নেপালের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। রোদে ঝড়ে বৃষ্টিতে ওরা টাকা,জামা কাপড়,শুকনো খাওয়ার দাওয়ার জোগাড় করে চলছে,কোলকাতার নানা জায়গায় সাধারণ পথচলতি মানুষ থেকে বিভিন্ন কলেজ,আত্মীয় স্বজনদের থেকে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে সমাজের সর্বস্তরের মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছে এখনো অব্দি।এখনো পুরো উদ্যম এ চলছে সংগ্রহের কাজ।
    এই ত্রাণ সামগ্রী নিয়ে আমি ও কয়েকজন মিলে আগামি বৃহষ্পতিবার রাতে রওনা দিচ্ছি নেপালের উদ্দেশ্যে। আমাদের বন্ধু নোরবু শেরপারর মাধ্যমে আমরা যাচ্ছি নেপালের কিছু খতিগ্রস্ত প্রত্যন্ত গ্রামের দিকে। ত্রাণ থেকে উদ্ধারকার্য সব ই চলছে মূলতঃ শহরাঞ্চলে। গ্রামগুলির অবস্থা বেশ খারাপ।
    যদি কেউ এখনো টাকা,বেডশীট,ত্রিপল,ওষুধ,শুকনো খাওয়ার বা অন্য কিছু দিয়ে সাহায্য করে চান,খুব তাড়াতাড়ি আমায় যোগা্যোগ করতে পারেন।
    ওরা অপেক্ষায় আছে আপনার ঊষ্ণ ভালোবাসার আশায়।
    ধন্যবাদ
    অভিষেক
    মোবাইল -৮০১৩০৯৩৩৭১'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন