এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭০৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৩398210
  • কেসি,
    খুব হেল্পফুল লিঙ্ক। অনেক থ্যাঙ্ক্‌স্‌।
  • সে | 203.108.233.65 | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৫398211
  • ঠিকানাটাও থাকুক
    UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., 13 – B.B.GANGULY STREET,ROOM NO.303, THIRD FLOOR,PUNARNAVA,KOLKATTA – 700 012, WEST BENGAL, INDIA. (LAND MARK: NEAR LAL BAZAR POLICE HQ'S)
    TEL: 033 32423210, 40077939, 09330834484
  • sp | 105.172.68.155 | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬398212
  • সেঃ, ম্যারেজ সার্টিফিকেট সাধারনতঃ দুই কপি করেই তো দেয় বলে জানতাম (অন্ততঃ আমার কাছে দুই কপি আছে, ২০০৫ এর কথা) । আর অ্যাটেস্টেশানের জন্য যদ্দুর মনে পড়ে রাইটার্স (নাকি সেক্রেটারিয়েটে সঠিক মনে পড়ছে না) ম্যারেজ সার্টিফিকেটের সংগে একটা লিখিত অ্যাপ্লিকেশান দিতে হয়েছিল অ্যাটেস্টেশান করাতে চাওয়ার কারন, কোন দেশে যাচ্ছি, কি উদ্দেশ্যে ইঃ বিস্তারিত লিখে। ওখানে এক দফা ছাপ্পা মারার পর মিনিস্ট্রি অফ এক্স্টার্নাল অ্যাফেয়ার্সে (বালিগঞ্জ ফাঁড়ির কাছে) আরেকবার যেতে হয়েছিল দ্বিতীয় দফার ছাপ্পার জন্য। মোটামুটি দুই তিন সপ্তাহের মধ্যে কাজ হয়ে গিয়েছিল, প্রথম ক্ষেত্রে একটু সময় লেগেছিল কারন মাঝে পুজোর ছুটি পড়ে গিয়েছিল।

    এ ছাড়া যেটুকু মনে আছে সেটা হল কোথাও কোনোরকম টাকাপয়্সার দাবী দেখিনি যেটা বেশ ভালো লেগেছিল কারন আমার অন্যান্য কলিগদের বিশেষ করে দক্ষিনীদের কাছে শুনেছিলাম তাদের কত হ্যারাস হতে হয়েছে এবং ভালোরকম পয়্সা খসাতে হয়েছিল এর জন্য।
  • arup daas | 106.28.9.134 | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:১১398213
  • আপনারা যারা মার্কিন দেশে থাকেন, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার এক বিশেষ পরিচিতো, জিনি ডাক্তার, ইন্জীনিয়ার বা IT প্রফেশনাল নন, কিন্তু দীর্ঘদিন ঐ দেশে আছেন, হঠাত চাকরী হারিয়েছেন। নীরবে ওনার সাধ্যমতো বেশ কিছু সমাজ সেবায় যুক্ত ছিলেন। মধ্য ৫০ এই লোকটির জন্য জদি কিছু চাকরীর ব্যাবস্থা করা যায়, প্লীজ জানাবেন। [email protected]
  • cb | 99.231.103.238 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:২০398214
  • ফেবুতে একটা পোস্ট দেখলাম, এখানে শেয়ার করে দি

    একটি শিশুর O- রক্ত চাই

    রুবি হল ক্লিনিক

    ফোন নাম্বার :: +৯১৭৭৯৮৭৭৬৬৪৬

    যদি ধারেকাছে কেউ থাকে, একটু দেখেন
  • সে | 203.108.233.65 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৯398215
  • সহজে ইউনিক্স প্রোর্গামিং শিখবার কোনো বই আছে আপনাদের কারো কাছে (ইংরেজি বই)? অথবা অনলাইন (ডাউনলোড করা যায় এমন)? জানালে উপকৃত হবো।
  • mila | 71.8.33.132 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৩398216
  • কলকাতা কর্পোরেশন হলে একদিনেই ডুপ্লিকেট birth সার্টিফিকেট পাওয়া যায়, যদি তথ্য খ্নুজে পাওয়া যায়

    আমার ডুপ্লিকেট এর সময় জন্ম সংক্রান্ত তথ্য খ্নুজে পাওয়া যায়নি, তাই affidavit করে আবেদন করতে হয়েছিল, ওরা একটা সার্টিফিকেট দিয়েছিল, যেটা দিয়ে birth cerificate এর কাজ হয়
  • সে | 203.108.233.65 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪২398217
  • মিলা থ্যাঙ্ক্‌স্‌। আমার তথ্যও (নাম, পদবী, সেক্স, জন্মতারিখ, বাবার নাম, মায়ের নাম, রেজিস্ট্রেশন নম্বর, হাসপাতালের নাম, সমস্তই) পরিষ্কার কর্পোরেশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
    কিন্তু এখন প্রচন্ড দালালের উৎপাত। সারাদিন নাকি লাইন দিতে হয় ভোর থেকে বিকেল অবধি। সঙ্গে ফর্ম ফিলাপ করতে হয়। একদিন গেছিলাম। ভয় পেয়ে ফিরে এসেছি।
  • সে | 203.108.233.65 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৭398218
  • "Computational Linguistics", "Multilingual Text Analysis", "Basic Programming" এই বিষয়গুলোর ওপরে ইংরেজিতে ভালো বই কী আছে`?
  • mila | 71.8.33.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১০398220
  • @সে,
    দালাল রা ঘিরে ধরে ইটা সত্যি, ২০০৫ এ দালাল রা আমাদেরকে ধরে ওনাদের খাতা ঘর এ নিয়ে যেতে চাইছিলেন, যেখানে ওনারা ম্যানুয়ালি খাতা পত্র দেখে তারপর কাজ করবেন
    কিন্তু আপনি দালাল দের সাথে কথা না বলে সোজা কাউন্টার এ চলে যান, আমি ২০০৫ এ গেছিলাম, কম্পিউটার বসে গেছে, ওরা একটা ফর্ম দেয়, সেটা ফিল করে জমা দিলে আর বোধহয় কিছু একটা ফী দিতে হয় (ইটা মনে নেই ঠিক করে ), তাহলেই লাইন এ দাড়িয়ে ডুপ্লিকেট সার্টিফিকেট পেয়ে যাওয়া যায়
    লাইন বেশ বড় হয় ইটা সত্যি, সময় লাগে, কিন্তু প্রসেস তা একেবারেই সোজা
    আমার ক্ষেত্রে সমস্যা যেটা হয়েছিল আমার তথ্য পাওয়া যাচ্ছিলনা (সেটা কেন জানিনা, আমার জন্ম নথিভুক্ত করা হয়েছিল এবং সার্টিফিকেট ও ছিল, সেটা হারিয়ে ফেলেছিলাম )
  • সে | 203.108.233.65 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩২398221
  • মিলা,
    থ্যাঙ্ক্‌স্‌। আপনি ডিটেলে বুঝিয়েছেন। একতলায় ফর্ম ২৪H দেয় আর ওপরের তলায় লাইন দিতে হয় লম্বা বারান্দায়।
    ৮ বছর পেরিয়ে গেছে (২০০৫ থেকে ২০১৩)। এখন সমস্ত কিছুই কম্পিউটারাইজ্‌ড্‌। ফলে দালালদের আয়ের উৎস কমে যাচ্ছে। ওরা ম্যানুয়াল খাতা ইঃ দেখে যেসব কাজ করত সেগুলোতে মোটা আয় ছিলো। ফলে এখন পুরোমাত্রায় চেষ্টা করছে উপভোক্তাদের সমস্যায় ফেলবার। একেবারে শিশুদের সার্টিফিকেটে সমস্যা নেই, কিন্তু যারা বয়স্ক তাদের নাজেহাল করতে চায়। আগে দুতিন রকমের সার্টিফিকেট পাওয়া যেত। ১ কম্পুইটারাইজ্‌ড্‌ বার্থ সার্টিফিকেট(রঙীন), ২ হাতেলেখা বার্থ সার্টিফিকেট (হালকা সবজেটে কাগজে, ছোটো সাইজ), ৩ নো এন্ট্রি অফ বার্থ (এটাও সার্টিফিকেট)
    এখন ঐ "হাতেলেখা বার্থ সার্টিফিকেট (হালকা সবজেটে কাগজে, ছোটো সাইজ)" টা যেটা থেকে ওদের তুমুল আয় হতো, সেটা বন্ধ হয়ে গেছে। ফলে ওরা এখন ১ ও ৩ থেকেই আয়ের পথ খুঁজছে।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
  • mila | 71.8.33.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৮398222
  • আমাকে ওই ৩ ন সেরিতিফিকাতে বার করতে হয়েছিল, মাসখানেক লেগেছিল :(
  • π | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৪৬398223
  • quark | 24.139.199.12 | ২১ অক্টোবর ২০১৩ ১৭:৫৬398224
  • একটা মতামত দরকার। আমার এক দাদাকে ডাক্তাররা বাইপাস সার্জারী করবার কথা বলেছেন। একটু জানতে চাই কলকাতার বিভিন্ন বেসরকারী হাসপাতালে এই সার্জারী করানোর ব্যাপারে কারো কোন মতামত যদি থাকে। মানে ভালো/মন্দ খরচ ইত্যাদি বিষয়ে। আমরা আপাততঃ আনন্দলোক (৯৫,০০০/- - ১,০০,০০/-০) এবং অ্যাপোলো (১,৬০,০০০/-) থেকে খরচের ব্যাপারটা জানতে পেরেছি। কিন্তু ভালো/মন্দ বিষয়ে তেমন কিছু জানি না।

    যনি না এখানে এটা জিজ্ঞেস করা ঠিক হ'ল কিনা।
  • সে | 203.108.233.65 | ২১ অক্টোবর ২০১৩ ১৮:২৬398225
  • কম্পুটারের প্রোগ্রামিং এর একটা জরুরী হেল্প চাই।
    ইউনিক্স শেল প্রোগ্রামিং দিয়ে।
    অঙ্কটা এইরকমঃ
    অনেকগুলো সেন্টেন্স আছে। সেন্টেন্সের অ্যাভারেজ লেংথ কীভাবে মাপা যাবে?
    কেউ জানালে উপকৃত হবো।
  • সে | 203.108.233.65 | ০১ নভেম্বর ২০১৩ ০০:০৫398226
  • কিছু দরকারি প্রশ্ন আছে।
    নবান্ন বিল্ডিং এ কেমন করে যায় কোলকাতা থেকে? মিনিস্ট্রি অফ্‌ হোম অ্যাফেয়ার্স কি ওখানেই শিফ্ট্‌ করে গেছে নাকি এখনো রাইটার্সেই রয়েছে? নবান্ন বিল্ডিং এর ঠিকানাটাই বা কী? কেউ জানাবেন?
  • সে | 203.108.233.65 | ০১ নভেম্বর ২০১৩ ০০:২৯398227
  • কোলকাতা কর্পোরেশন থেকে বার্থ সার্টিফিকেট পাবার ব্যবস্থাটা বলে দিচ্ছি।
    https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCBirthRecordSearch.jsp এই লিংকে গিয়ে বাবা ও মায়ের পদবীর প্রথম তিনটে অক্ষর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলে একটা লিস্ট পেয়ে যাবেন।
    এই লিস্টে পরপর আটটি কলাম আছে।
    Child name, Child sex, Date of birth, Father Name, Mother Name, Regn No., Registration year, Institution Name
    এবার এই তথ্যগুলো জানিয়ে দিলে কোলকাতা কর্পোরেশন থেকে বার্থ সার্টিফিকেট পাওয়া সহজতর হয়। ওরা "সার্চ" করবার ছলে অতিরিক্ত সময় নিতে পারবে না।
    তারপরে প্রয়োজনীয় ফর্ম তো ভরতেই হবে এবং আনুষঙ্গিক সমস্ত নিয়ম পালন করতে হবে।
  • Abhyu | 179.237.46.240 | ২৩ নভেম্বর ২০১৩ ০১:২৬398228
  • এইটা একটু দেখুন। শ্রমজীবী হাসপাতাল নিয়ে। http://tinyurl.com/lzv4eft
  • Abhyu | 118.85.90.90 | ০২ ডিসেম্বর ২০১৩ ০০:৪৭398229
  • আচ্ছা কেউ ডিসেম্বর কুড়ি নাগাদ দেশে যাচ্ছে যে গোটা পনের ক্যালেন্ডার সঙ্গে নিয়ে যেতে পারে?
  • | 127.194.83.240 | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৬398232
  • বেলুড় শ্রমজীবি খুব ভালো কাজ করছে।
    এদের সাথে আমাদের বিদ্যামন্দিরের অ্যালুমনির যোগ আছে। যারা একটু দুঃস্থ। চিকিৎসার খরচের জন্যে অ্যাপিল করে আমরা কেস প্রতি ৫০০ টাকা করে দিয়ে থাকি।ও ই সামান্য সাহায্য।
  • cb | 99.231.103.100 | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:৪২398233
  • এবি নেগেটিভ যদি কেউ থাকেন

    AB(-)ve blood is urgently needed to save my brothers life........plz contact 9432850951
    .
    Who don't have this blood group..... plz keep sharing this status.......so that it spreads very fast....

    যোগাযোগ - দিলীপ রক্ষিত
  • ইন্দ্রাণী দত্ত (i) | 24.99.77.143 | ০৭ জানুয়ারি ২০১৪ ১১:০৬398234
  • গত সপ্তাহে কল্যাণীর কাছে তেঘড়ি মদনপুর গিয়েছিলাম।ওখানে অঙ্কোলিঙ্ক নামে একটি সংস্থা প্যালিয়েটিভ কেয়ার হাসপাতাল গঠনের চেষ্টায় ব্রতী। ইঁট গাঁথার কাজ শুরু হয়েছে। দেখে শুনে , কথা বলে আমার মনে হয়েছে কাজটি জরুরী। এবং টাকা পয়্সার আশু প্রয়োজন।
    নিচের লিঙ্কে কিছু নাম , কনট্যাক্ট নম্বর দিলাম, আগ্রহী হলে কথা বলতে পারেনঃ
    http://oncolinkindia.com/contact.html
    অঙ্কোলিঙ্ক সংস্থার ও প্যালিয়েটিভ কেয়ারের বিশদ এই লিঙ্কদুটিতে পাবেন।
    http://oncolinkindia.com/palliative.html
    http://oncolinkindia.com/index.php
    যাঁরা কল্যাণীতে থাকেন, পারলে একবার ঘুরে আসবেন।
    কাজটির প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট মানুষজনের চিন্তা ভাবনা সম্পর্কে সম্যক অবহিত হওয়ার জন্য তাঁদের সঙ্গে কথা বলা আর জায়্গাটিতে ঘুরে আসা দরকার মনে হয়।
    কথা বলে, দেখে শুনে কাজটি প্রয়োজনীয় মনে হলে সাহায্যের জন্য এগিয়ে আসবেন আর বার্তাটি ছড়িয়ে দেবেন।
    অনেক ধন্যবাদ।
  • Reshmi | 192.64.54.182 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৩398235
  • সমৃদ্ধির জন্য এখান থেকে অনেকেই সাহায্য করেছিলেন, তাই এই খবরটা শেয়ার করলাম।

    In its crusade against cancer, Samridhi'r Jonyo has joined hands with Datri, Chennai which is the only Blood Stem Cell Donors Registry in India. At present, Datri has only 48,000 registered donors....this no. has to increase immensely to find an unrelated match in India for the treatment of a blood cancer patient...come forward...be a donor...save a life...contact 9830332002 for details.
    2nd March is the 1st donor drive in Kolkata.......come forward and register yourself as a donor......venue & time will be announced soon.....

    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=pastissues2&BaseHref=TOIBG%2F2014%2F02%2F19&PageLabel=7&EntityId=Ar00702&ViewMode=HTML

    এ ব্যাপারে আরো আপডেট ফেসবুকে Samridhi-r Jonyo পেজ এ পাওয়া যাবে।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১০:৫৪398236
  • Sudip Banerjee's daughter Suvangi Banerjee of 1 and 1/2 year age, having a serious problem diagnosed and have to transplant her Liver !! Her mother is the Liver donor. Rs. 14 Lacs is required to get it done ! Please try to donate whatever you can to save this little child. Please respond ASAP and let all your friends join hands to save "Suvangi".

    In case of Money transfer you can just drop me at [email protected] or inform Kallol Ghoshal -9830422814 [email protected] or Sudip ( 9903850358 ) after doing that.

    SUDIP BANERJEE
    BANK OF BARODA
    M.G. ROAD BRANCH, HOWRAH.
    S.B. A/C NO. 27750100006719
    IFSC-BARB0HOWECX
    MICR- 700012059
    Mobile No. 9903850358
  • pi | 192.66.59.105 | ৩০ এপ্রিল ২০১৪ ০৭:০৪398237
  • দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় এক বস্তিতে আগুন লেগে ৭০০ র উপর ঘর পুড়ে গেছে। ওঁদের নানাপ্রকার সাহায্য দরকার।

    HOW/WHAT PEOPLE CAN CONTRIBUTE

    A lot of people have come out in support, but we definitely need more. As of this morning, the following are a few ways in which people can channelize the help they have been offering. We will update in the coming days if need be.

    · FOOD- Currently, at least till tomorrow, to show up with prepared food would be wastage of resources. Beyond that, DRY ration like dal, rice, flour, grams, other grains in bulk would be of use. But again, if these are merely collected and dropped off only day after would be better because of the lack of a safe storage place plus since the disaster management authority is proving food for today.

    · WATER- Same as food. The government has assured an uninterrupted supply till tomorrow. If they do not figure a long term plan we might need to order tankers daily. Enough people have come forward with the offer of financial assistance. Please keep this money ready but hang on to it till we know what to spend it on.

    · CLOTHES- Used\new clothing is required in large numbers. The disaster management authority has requested that they be separated according to “male”\”female” and child\adult, but this is really not a priority and can be done on the spot.

    · MOSQUITO NETS- A minimum of 1500 mosquito nets are required. It would be appreciated if these are donated in kind instead of offering cash. They are available in many markets across town.

    · HOUSEHOLD ITEMS- Really, anything OF USE that you can part with which may be helpful in setting up a house from scratch- mattresses, bed-sheets, utensils, buckets, the like would be of major assistance.

    · VOLUNTEERS- More than one space has been identified for creating a space/place for children when their families go to work. Child rights NGOs have made assurances but still we would require volunteers to just be around and provide whatever assistance the children might need or ask for. This would be during the day but for a relatively longer period of time, till houses have been rebuilt.

    · MONEY- We are trying to find out organizations that may have the infrastructure to accept and disburse cash. As individuals we are wary of taking direct cash contributions. But money would be of use in arranging building materials for the colony to be rebuilt. One jhuggi takes around 15-16 aluminum\metal sheets to get the basic structure together, one sheet is for RS. 500. Other materials like bamboo or poles of any material etc. would be required. Approximately 600 or more jhuggis need to be rebuilt. This is just to give an initial idea of how much money might be needed to raise in the coming days. But again, at this point please collect cash as individuals and hang on to it till a due process for equal distribution can be figured out. Same for monetary donations for other purposes.

    · HEALTH SERVICES: Needless to say PHYSICAL AND MENTAL HEALTH interventions are crucial at this juncture. Any processionals or organizations that can cater to this need are welcome aytime.

    · CIVIL SOCIETY INTERVENTIONS- The apathy and incompetence of the relevant authorities has not only precipitated this situation, but has also caused much disillusionment amongst the affected. Fact finding initiatives and pressure groups visiting the location could have some mitigating effect on the situation.

    HOW TO GET YOUR DONATIONS ACROSS

    The relief services being offered till now have provisionally even if predictably and ironically been christened “Jai Hind Camp”. This is at- Petrol Pump Basti, D-6, Opposite Kaveri Apartments, Vasant Kunj, Near Vasant Square Mall, Delhi. If you can physically come and drop off items at the Disaster Management Authority stall, it would be rather convenient. People are constantly monitoring what they are doing so under pressure they are functioning a little competently. It is a possibility to pick things up from various parts of Delhi, but if people with the time and resources can volunteer to do collection drives within their context(institutions\colonies\friends), it would save time for the people on the ground.
  • quark | 24.139.199.12 | ০২ মে ২০১৪ ১১:১৮398238
  • অজ্জিৎ তো আর লেখে না, তবু যদি চোখে পড়ে, অথবা অন্য কেউ।

    ক্যালকাটা স্কুল অব মিউজিক এর ওয়েস্টার্ন মিউজিক (পিয়ানো) পরীক্ষার জন্যে তিন রকমের বোর্ড আছে। এই তিন বোর্ডের বিষয়ে ওদের ওয়েবসাইটে বিশেষ কোন খবর পেলাম না। যদি কেউ জানেন তো জানালে ভালো হয়।
  • sosen | 24.139.199.11 | ২৬ মে ২০১৪ ১৩:০০398239
  • আমার বন্ধুকন্যা, আড়াই বছর বয়েস। হঠাত ধরা পড়া স্টেজ ফোর neuroblastoma নিয়ে রাজারহাটের টাটা মেডিক্যাল সেন্টারে ভর্তি। চিকিত্সার প্রাথমিক এস্টিমেট দশ লক্ষের কাছাকাছি। কোনো ইন্সিওরেন্স নেই, পরিবার মধ্যবিত্ত। কিছু করা যায় কি?
  • Lama | 213.132.214.156 | ১০ জুন ২০১৪ ১৭:৩১398240
  • মঞ্জুরুল ইসলাম আহমেদ মণ্ডল শিবপুরের বি ই কলেজ বা অধুনা আই আই ই এস টির সিভিল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ছাত্র।। আচমকা মঞ্জুরুলের শরীর খারাপ হতে শুরু করে, ওজন কমতে থাকে মারাত্মকভাবে। প্রথমে ভর্তি হয় বি ই কলেজের হাসপাতালে। সেখানে মাসখানেক নষ্ট করে হাওড়া জেলা হাসপাতালে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজে। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে মেনিনজাইটিস টিবি।

    জট দিন যাচ্ছে মঞ্জুরুলের অবস্থার আরও অবনতি হচ্ছে। মঞ্জুরুল কারো সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলছে। ম আর আই রিপোর্টে ধরা পড়ে মেরুদণ্ডে জমাট হয়ে বাসা বেঁধেছে জীবাণুরা। ডাক্তারবাবু পরামর্শ দেন তাড়াতাড়ি সুস্থ হবার জন্যে ভালো কোনও জায়গা থেকে অবিলম্বে নিউরোসার্জারি করতে হবে।

    বাড়ির লোকজন, বন্ধুবান্ধব ও কলেজের কিছু প্রাক্তনি কয়েকটি সরকারী ও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে দৌড়াদৌড়ি করে, বিভিন্নজনের মতামত নিয়ে ঠিক করে পিয়ারলেস নার্সিং হোমে ডাঃ আশিষ ভট্টাচার্যের কাছে চিকিৎসা করাবে। ইতিমধ্যে তৃতীয়বর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যায়। মঞ্জুরুল উঠে দাঁড়াতে পারছে না, এমনকি বাকশক্তি ও স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে। তাই পরীক্ষা দেওয়া কোনভাবেই সম্ভব নয়। অবধারিতভাবে অমূল্য একটি বছর নষ্ট হয়ে যায় মঞ্জুরুলের।

    বাড়ির টাকাপয়সা শেষ, বন্ধুরা চাঁদা তুলে মঞ্জুরুলকে গ্রামের বাড়ি থেকে কলকাতা নিয়ে আসে। গতসপ্তাহে ডাঃ ভট্টাচার্য পরীক্ষা করে বলেন স্নায়ুতে জীবাণু বাসা বাঁধার ফলে ইতিমধ্যে মঞ্জুরুলের ডান পায়ে পক্ষাঘাত শুরু হয়েছে। অবিলম্বে অপারেশন করতে হবে। আনুমানিক খরচ প্রায় দু লক্ষ টাকা। তারপরেও দীর্ঘদিন সুষম খাদ্যসহ ফিজিওথেরাপি করতে হবে। সব মিলিয়ে প্রায় তিনলক্ষ টাকা দরকার। বাড়ি থেকে ধারদেনা করে হাতে পড়ে আছে মেরেকেটে দশ-পনেরো হাজার টাকা।

    সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সুবাদে অনেকেই এগিয়ে আসেন। কিছু টাকার ব্যাবস্থাও করেন। কিন্তু তাও প্রয়োজনের থেকে বেশ কিছুটা কম।

    আশা করি কিছুদিনের মধ্যে বিভিন্নপ্রান্তের প্রাক্তনিদের সংগঠনগুলি এবং অন্যান্য প্রাক্তনিদের কাছ থেকে আরও কিছু সাহায্য আসবে। তবে তার আশায় অপেক্ষা না করে অবিলম্বে কিছু ধারদেনা করে মঞ্জুরুলের অপারেশন করে ফেলতে হবে। নাহলে হয়তো খুব দেরী হয়ে যাবে। খরচ বাড়বে কিন্তু আরোগ্যের সম্ভবনা কমবে। পিয়ারলেস নার্সিং হোমে বুধবারে অপারেশন। কিছু টাকা আমাদের হাতে আছে, কিছু পেয়ে যাব আশা আছে এবং কিছু ঘাটতি আছে।

    ঘাটতির পরিমাণ প্রায় এক থেকে দেড় লক্ষ। পরিমাণটা অনেক হলেও যদি মাত্র পাঁচশজন স্বহৃদয় হিতাকাঙ্ক্ষী মাত্র তিনশ টাকা করে দান করেন তাহলেই এই ঘাটতি পুষিয়ে যাবে। অথবা মাত্র দেড়শজন এক হাজার টাকা করে দান করেন –তাহলেও তা সম্ভব। আমাদের একশ আটান্ন বছরের পুরনো কলেজের কয়েক হাজার প্রাক্তনিদের মধ্যে মাত্র পাঁচশজন কি এগিয়ে আসতে পারে না। নিশ্চয়ই পারেন – আমার বিশ্বাস আসবেনও। অনেকেই আসছেন।

    যারা এগিয়ে এসেছেন তাঁদের অভিবাদন করে বাকি সবাইকে অবেদন করবো -একটু এগিয়ে আসুন।

    Account Holder name-Arif Sk
    (1)A/C no-31806159283(SBI),branch-khidirpur,bethuadahari
    (2)A/C no-1532010029980(UBI),branch-BESUS,ifsc code-UTBI0BUSF63
    Contact No-9563665089(Arif Sk)
  • Lama | 126.193.136.215 | ১০ জুন ২০১৪ ২০:৩৫398241
  • তুলে রাখি
  • sch | 126.202.205.129 | ১০ জুন ২০১৪ ২২:১৩398243
  • গাবেসু কি ব্যাপারটা জানে? ওদের নজরে আনলে কি কিছু সুবিধা হবে। ওদের বর্তমান প্রেসিডেন্টকে জানালে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন