এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭৫৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 78.190.43.209 | ০৮ জুলাই ২০১৩ ২১:৩৮398177
  • ফরিদা, সমৃদ্ধির কি সিবলিং আছে? আর দ্বিতীয়ত এই কানেকশন গুলো বিল্ড করা গেল কি করে? মানে মীরাক্কেল, তারপরে আকাশ বাংলা ইত্যাদি। এর কি কোন প্রসেস আছে নাকি ব্যক্তিগত কানেকশন?
  • pharida | 192.64.146.90 | ০৮ জুলাই ২০১৩ ২২:০২398178
  • আকা,
    ছোটো বোন আছে। ছ’মাসের। সমৃদ্ধির অসুখ ধরা পড়ার পর সিবলিং কর্ড ব্লাড কাজে আসতে পারে মনে করেই তাকে আনা হয়েছে বলে অনন্যা জানিয়েছে ওই টিভি অনুষ্ঠানেই।

    মিডিয়াতে ওদের একটা যোগাযোগ ছিল আগে থেকেই। মাঝে এই সময়ে কলকাতা যাওয়ার সুযোগে সেটা কাজে লাগানো গেছে। গায়ক শিলাজিতের ছেলে সমৃদ্ধির স্কুলের বন্ধু – আর ফসিলস এর রূপসা অনন্যার বন্ধু তাতে ব্যাপারটা আরো প্রচারে এসেছে।
  • | 127.194.84.81 | ১২ জুলাই ২০১৩ ১১:৫৯398179
  • রক্ত দরকার। এ বি পজিটিভ ।
    এটা একটা ইমার্জেন্সি কল। কলকাতায় যারা আছেন তাদের মধ্যে কারো ম্যাচ করলে প্লিজ প্লিজ প্লিজ যোগাযোগ করুন ৯৮৩০১৪৮৬০৮ নম্বরে ডাক্তার সুমিত সান্যালের সঙ্গে।
  • pi | 118.12.166.111 | ০৪ আগস্ট ২০১৩ ০০:৪৩398180
  • এটা পেলাম।

    <'দরবেশি গায়ক কালাচাঁদ দরবেশ খুব অসুস্থ , ওনার চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার প্রয়োজন , সমস্ত বন্ধুদের সাহায্যের জন্য এগিয়ে আসতে বলছি...কলকাতার কোন বড় হলঘরে একটি অনুষ্ঠান-ও করা যায়...কিন্তু সকলের সহযোগিতা ছাড়া কিছু করা সম্ভব নয়...যে যেভাবে সাহায্য করতে পারবেন...করুন...এই গুণী শিল্পীকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন...যোগাযোগ- সন্দীপ রায়চৌধুরী।চলভাষ-৯৩৩৯৭৭৬৬৬৯'>
  • pi | 118.22.237.164 | ১১ আগস্ট ২০১৩ ২০:৪২398181
  • সমৃদ্ধি চলে গেল।
  • pharida | 192.64.164.159 | ১১ আগস্ট ২০১৩ ২২:৩৫398182
  • এতক্ষণে রওনা হয়ে গেল ওরা। কলকাতা।
    সিমি বাক্সবন্দী হয়ে অ্যাম্বুলেন্সে, সঙ্গে অন্য গাড়িতে তার বাবা মা।
    কলকাতা থেকে বি এম টি র জন্য জুলাই মাসের ১৮ তারিখ এসেছিল ও। দিল্লিতে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে একসঙ্গে ডিনার করলাম আমরা সবাই মিলে – পাঞ্জাবী কুইসিন পছন্দ ওর। বিন্দাস।
    বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল ৩১শে জুলাই। এর পরের সময়টা ক্রিটিক্যাল ছিল। কিন্তু হাতের মধ্যে – যেমন প্লেটলেট কাউন্ট কমছিল, গত শনিবার গিয়েছিলাম প্লেটলেট দিতে – পরের দিন শুনলাম কাউন্ট ইম্প্রুভ করেছে। মুখ ফুলে আসছিল, খাবার খেতে কষ্ট পাচ্ছিল ও – সেটাও ডাক্তাররা বলেছিলেন হবে। সেইজন্য মিল্ক শেক আর আইসক্রিম খেতে বলেছিল ডাক্তার – সে খুশি।

    কিন্তু ডাক্তার যেটা ভাবেন নি, সেটা কাল রাতেই হল। হঠাৎ। লাং ফাংশান বন্ধ হয়ে গিয়েছিল – বলে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে – সকালে খবর পেলাম। ডাক্তার চেষ্টা চালাচ্ছিলেন – প্লাজমা ট্রান্সপ্ল্যান্ট – এই সব। বিকেলে হাসপাতালে গাড়ি পার্ক করার সময়ে সেই ফোনটা এল।
    দেখলাম। পরিচিত হাসিটা ছিল না। এ ও না। হতেই পারে না।
    তবু তাই নিয়েই অ্যাম্বুলেন্সে রওনা দিল।
    এই পাতায়, এই পাতার সুত্রে অনেক অনেক সাহায্য পেয়েছিল ও। অনেক শুভেচ্ছা পেয়েছিল। সেই সব নিয়েই রওনা দিল।
    বলে গেল না।
    সিমি মনে থাকবে। শুধু মনেই থাকবে এবার থেকে।
  • kumu | 24.96.193.55 | ১১ আগস্ট ২০১৩ ২৩:০৬398183
  • সিমি ,শান্তিতে বিশ্রাম নাও।
  • aka | 34.214.145.19 | ১২ আগস্ট ২০১৩ ০০:২৮398184
  • সেকেণ্ডারি বিএমটিতে সাকসেস রেট এখনও খুব কম। আর অ্যাপোলোতে আরও কম। সিমি, শ্রোতৃক ছোটো ছোটো ছেকেমেয়েরা চলে যাচ্ছে।
  • pi | 118.22.237.164 | ১৯ আগস্ট ২০১৩ ২২:৫২398185


  • যোগাযোগ ঃ Deb Chowdhuri 9433088822, Sumit 9874787270
  • I | 24.99.49.219 | ২০ আগস্ট ২০১৩ ০০:২৩398187
  • কালাচাঁদ দরবেশের চিকিৎসা , শরীরের অবস্থা-এইসব নিয়ে কোনো আপডেট পাওয়া যেতে পারে কি?
  • pi | 118.22.237.164 | ২০ আগস্ট ২০১৩ ০২:০৯398188
  • শেষ আপডেট। বাকি যা পাবো, দিতে থাকবোঃ

    dhupgurir kalachand darbesh khubi-i osustho, p.g. hospitale, cardiology department-e icu te vorti, abostha khubi-i ashonkajonok, banchar asa kom, okhane onar free treatment hochchhe kintu free treatmenter-o anusangik khoroch achhe, prochur medicine hospital er stock-e nei, emonki fair price shop-eo paoa jachchhena,khola bajar theke kinte hochchhe, prochur dami medicine o medical accessories kinte bolchhe hospital theke,koekjon byaktigotovabe ajke sob khoroch korechhen kintu seta barbar somvob noy, tai ekti committee kore kichhu taka poisa tule onar chikitsa korte hobe,ei muhurte jodi hospital theke kono osudh kinte bole to seta kena somvob noy karon hospitale onar chhele rup achhen kintu tini pray kopordokhin, jai hok sobaike ahban ei mohoti manushke banchate egiye asun bisesoto jara jholmole alor niche darbesi gan niye ese onek kichhu kore felechhen tarao please asun, somoy nei ekdom
    kalachand darbesh-er khonj khobor nin ei number-e rup das- 09832476089

    ওঁরা মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন, সেখান থেকে পিজি তে ভর্তি করে দেবার ব্যবস্থা হয়, কিন্তু এই আনুষঙ্গিক খরচের জন্যেও অসুবিধা হচ্ছে। কিছু লোকজন, ডাক্তার এগিয়ে এসেছেন অবশ্য।
  • sri | 127.194.10.191 | ২০ আগস্ট ২০১৩ ১৯:৪৭398189
  • এই প্রথম আমি দিদির ওপর খুশি হয়েছি... রাজ্য সরকার কালাচাঁদ দরবেশের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে এই মর্মে একটি ফাইলে দিদি আধ ঘন্টা মতো আগে সই করেছেন বলে বিস্বস্ত সুত্রে খবর পাওয়া গেল...
  • sri | 127.194.10.191 | ২০ আগস্ট ২০১৩ ২০:৪৭398190
  • sobbar uddeshye bolchhi... rajyo sorkar onar chikitsar dayitto nileo..onar poribar khub kharap obosthay achhe... onar chikitsar jonno jomano ja chhilo pray sob beriye gechhe... tai apnara ekhono sahajyo korte paren... kintu onugroho kore kauke alada kore taka pathaben na... oneke onek jaygay bivinno phn no. diye taka tulchhen.. seglor sahajyo na niye sojasuji bhaabe KalachaNd babur nijoswo account e taka pathate paaren...
    কালাচাঁদ দরবেশের ব্যাঙ্ক ডিটেলসঃ state bank of india, dhupguri branch, branch code-1296, savings ac no. 11383403739
  • pi | 118.22.237.164 | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১২398191
  • pi | 118.22.237.164 | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৪৮398192
  • অনেকদিন আগে একটা পোস্ট করেছিলাম। সেই কথাটা আবার তুল্লাম। কেউ কি দায়িত্ব নেবেন ?

    Name: pi

    IP Address : 78.48.231.217 (*) Date:20 May 2013 -- 09:44 AM

    অনেকদিন ধরেই মনে হচ্ছে, তবে আদৌ ফিজিবল হবে কিনা ভেবে কিন্তু কিন্তু করে লিখছি না।
    এরকম নানা কেস এলে তার জন্য ফাণ্ডরেইজিং করতে তো অনেক চাপ, বেশিরভাগ সময়েই সময়টা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিছু কেসে সেভাবে কিছুই কিছু ওঠেনা, উদ্যোগ নেবার লোকের অভাব থাকলে ইঃ।
    তো, একটা পার্মানেন্ট ফাণ্ড তৈরি করা যায় ? যার যখন সম্ভব, যেমন সম্ভব কন্ট্রিবিউট করলেন, সম্ভব হলে মোটামুটি রেগুলার বেসিসে। সেখানে থেকে এরকম নানা কেসে একটা অ্যামাউণ্ট দিয়ে দেওয়া যেতে পারে। এছাড়া, কেস বাই কেস যেমন ফাণ্ডরেইজিং চলছে, সেটা পাশাপাশি চলতেই পারে।
    করার ঝামেলা অনেক, কাউকে দায়িত্ব নিতে হবে, তার পরেও অনেক প্রশ্ন উঠতে পারে, তবু জাস্ট মনে হল, বল্লাম
  • sch | 126.203.215.224 | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৫398193
  • এর জন্যে একটা অর্গানাইজেসানাল একাউন্ট লাগবে। আমরা কোনো একটা কাজে সেটা করতে গিয়ে দেখেছি প্রচুর প্রবলেম ফেস করতে হয় - account operator রা সবাই যদি কলকাতা বেসড না হন - অনেক ঝামেলা।
  • pi | 118.22.237.164 | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৩398194
  • এখন কোলকাতায় আছেন, এমন আর কেউ কি এটা করতে আগ্রহী ?
  • pi | 118.22.237.164 | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১১398195
  • আপডেটঃ

    কালাচাঁদ দরবেশ এখন সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
  • sch | 126.203.206.40 | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪২398196
  • এটা থাক এখানে

    Tapabrata Sarkar, a boy presently of 11 years is suffering from a rare, chronic, and severe disease known as atypical hemolytic uremic syndrome (aHUS) since April 2011, which is primarily caused by genetic defects. The details regarding the disease can be found at: http://en.wikipedia.org/wiki/Hemolytic-uremic_syndrome
    Typically, it is rather very difficult to diagnose this disease, however in this case, the boy was fortunate enough to get an early diagnosis through the esteemed doctors of the Institute of Child Health (ICH), Kolkata where they immediately contacted with Dr. Arvind Bagga, Senior Professor, Dept of Pediatrics, AIIMS New Delhi and transferred him there on beginning May 2011.
    Tapabrata underwent active treatment at AIIMS New Delhi continuously for 2 months, where his blood plasma was exchanged 17 times though a process called plasmapheresis (http://en.wikipedia.org/wiki/Plasmapheresis). He also had to undergo huge dosage of intravenous immunoglobulin for several days. He was given 2 dosage of Rituximab (http://en.wikipedia.org/wiki/Rituximab ). Since then Tapabrata is on Oral medicines including Steroids and needs to undergo another therapy involving oral medicinal treatment called Mycophenolate Mofetil (MMF) in frequent intervals. These are done in order to suppress the B Cell antibodies in his system so that the disease is controlled. The Case Summary from Dr. Arvind Bagga is attached to this email.
    Very unfortunately the boy comes from a humble family background where the finances are already stretched to a large extent. The above treatment required 7+ lacs of rupees which was raised by selling their only piece of land, all ornaments and then finally raising funds through family and friends. Tapabrata needs to visit AIIMS, New Delhi very frequently, send blood reports and go though various expensive treatments. We have created a fund from where we provide for the treatment of this pool little boy.
    Very recently (Friday August 16th, 2013), his doctors from AIIMS called up with his latest blood reports. He is again showing signs of disease relapse for which they want to immediately repeat 2 dosage of the Rituximab urgently. We are taking him to AIIMS on a days notice for him to undergo the repeat treatment.
    Given the scenario, as we have exhausted all our individual capacity of raising funds, we now stretch our hands beyond the circle of close family and friends as we need to be prepared with several Lacs of Rupees in order to save the boy in case of disease relapse. We can only request with folded hands and heavy heart for anything that you may arrange.

    Thanks and Regards,
    Kuntal Bhattacharya
    (Uncle of Master Tapabrata Sarkar)

    You may transfer your contribution in this Bank A/C -
    A/C Holder's Name: RUNA BHATTACHARYA
    A/C Number: 06760100005518
    IFSC Code: UCBA0000676
    Bank Name: UCO BANK
    Branch: B.T.ROAD, KOLKATA
  • sosen | 125.241.47.253 | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০০398198
  • এটাও থাক
  • | 24.97.187.196 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৪398199
  • একজন ১৫ বছরের কিশোরকে দেখানোর জন্য নীচের ইনফোটা জানতে চেয়েছেন। কেউ যদি কোনও ডাক্তারের নাম ও দেখানোর জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য দিয়ে সাহায্য করেন তো বড় ভাল হয়।

    "একটা ব্যাপারে একটু সাহায্য দরকার। একটা বাচ্চার (বয়স ১৫) সাইকলজিক্যাল সমস্যা। তাকে কোলকাতায় কোন ভালো সাইকলজিস্টকে দেখাতে চাই। আপনার জানা মতে বা আপনার পরিচিতদের জানা মতে এমন কোন ডাক্তারের নাম কি সাজেস্ট করবেন? তাঁকে কোথায়, কখন, কীকরে পাওয়া যাবে? প্লিজ, একটু জানান। ব্যাপারটা খুব সিরিয়াস।
    শারিরীক অসুবিধা নেই। তবে একটা তথাকথিত কড়া স্কুলে পড়তো। সেখানে টিচার-স্টুডেন্টদের বুলিয়িং-এর শিকার হয়েছে, মার খেয়েছে, ক্রমাগত ফেল করেছে।"
  • I | 24.99.248.130 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪398200
  • ডাঃ জয় রঞ্জন রাম। অ্যাপোলো হাসপাতাল , কলকাতা। কখন পাওয়া যাবে বলতে পারবো না। অ্যাপোলোতে গিয়ে খোঁজ নিতে হবে।
  • সে | 203.108.233.65 | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৪398201
  • কিছু তথ্য সাহায্য চাই।
    কোলকাতার ম্যারেজ সার্টিফিকেটের ডুপ্লিকেট কি ইস্যু করা হয়? ইন্টারনেটে কিচ্ছু পাচ্ছি না। বর্তমান ম্যারেজ সার্টিফিকেট ল্যামিনেট করা। এতে অ্যাটেস্টেশন (অ্যাপোস্টাইল) করতে হলে কী করতে হবে কেউ জানালে উপকৃত হব।
    শুনেছি রাইটার্সে হোম মিনিস্ট্রি থেকে অ্যাটেস্ট করাতে হয়। কিন্তু ল্যামিনেটেড ডকুমেন্ট কি রাইটার্স অ্যাকসেপ্ট করবে? সঙ্গে আর কি কি কাগজপত্র লাগবে? এইসব কাজের জন্যে নোটার-এর কোনো সই স্ট্যাম্প ইঃ লাগে কি?
    অনেক আগাম ধন্যবাদ।
  • cm | 127.202.91.161 | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩০398202
  • ১) ভিসা অ্যাপ্লিকেশনের জন্য শুনেছিলাম হোম মিনিস্ট্রির অ্যাটেস্টেশন লাগে তাই কষ্ট করে করিয়েছিলাম কিন্তু কেউ সেটা চায় নি। আর পাসপোর্টে স্পাউস নেম তোলার পরে তো লাগবেই না।

    ২) কদিন আগে একজনের মুখে শুনলাম ওটার ডুপ্লিকেট কপি বের করার চেয়ে আবার রেজিস্ট্রি ম্যারেজ অনেক বেশি সহজ।
  • সে | 203.108.233.65 | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১০398203
  • অনেক ধন্যবাদ।
    ১)হোম মিনিস্ট্রি থেকে অ্যাটেস্ট করানো কি খুব শক্ত কাজ? কী কী ডকুমেন্ট লাগে এবং প্রসিডিওরটা যদি বলেন।
    ২)ডুপ্লিকেট বের করার চেয়ে আবার বিয়ে করা সহজ? ঃ-))) তাহলে তো খুব মুশকিল।

    আরেকটা প্রশ্ন। কর্পোরেশন থেকে নতুন করে বার্থ সার্টিফিকেট বের করার ব্যাপারে কত সময় লাগতে পারে?
  • cm | 127.216.41.57 | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৫398204
  • বহুকাল আগে করিয়েছিলাম। ঐ একবারই রাইটার্সের ভেতরে যাই যদ্দুর মনে পড়ে ওরা গড়িয়া হাটের কাছে কোন একটা অফিসের ঠিকানা দিয়েছিল যেখানে সকালে সার্টিফিকেটটা জমা দি বিকেলে ফেরত পাই। কোন কার্যকর ডিটেল মনে নেই, কাজে আসা গেলনা। ঃ(
  • সে | 203.108.233.65 | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২০398205
  • আইস স্কেটিং রিঙ্কের কাছে? মিনিস্ট্রি অফ্‌ এক্স্‌টারনাল অ্যাফেয়ার্সে কি?
    শুধু সার্টিফিকেট জমা দিয়েছিলেন নাকি সঙ্গে আরো সাপোর্টিভ ডকুমেন্ট্স্‌ লেগেছিলো মনে করতে পারবেন কি কষ্ট করে?
    কাজে আসা গেল না বলছেন কেন? অনেকটা সাহস পাচ্ছি। আমার হাতে বেশি সময় নেই কিনা।
  • cm | 127.193.34.103 | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৭398206
  • হ্যাঁ আমি কখনো আইস স্কেটিং রিঙ্কে যাইনি কিন্তু সেদিন যাবার প্ল্যান করেছিলাম, ঠিকই বলেছেন আপনি মিনিস্ট্রি অফ এক্স্টার্নাল অ্যাফেয়ার্সেই গিয়েছিলাম। না কোন সাপোর্টিং ডকুমেন্টের কথা তো মনে পড়ছেনা খালি ম্যারেজ সার্টিফিকেটটাই জমা দিয়েছিলাম।
  • সে | 203.108.233.65 | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৭398207
  • cm,
    অনেক অনেক থ্যাংক্‌স্‌ আবারো।
  • kc | 204.126.37.78 | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৭398209
  • নিজে গিয়ে অ্যাটেস্ট করাতে ঝামেলা মনে হলে বা সময় না থাকলে ইউরোগাল্ফ কে দিয়ে করাতে পারেন। এরা বেশ ভাল। আমি এদের সার্ভিস দুবার নিয়েছি।
    http://www.urogulf.com/contact.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন