এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • N-Deal-Freedom,CPIM-CONG

    DC
    অন্যান্য | ১৯ আগস্ট ২০০৭ | ৮৩৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | 62.254.196.200 | ২৩ জুলাই ২০০৮ ১৮:৩৭392690
  • কারাত, (বা করাত), বর্ধন দের যে মুখ পুড়লো, তাতে কিছু তো চাই মুখ পোছার জন্য, তাই সামনে ছিলো নিরীহ সোমনাথ, তাকেই বলির পাঁঠা বানালো। সুভাষ কে বলির পাঁঠা বানানোর সাহস তো কারো নেয়।
  • Suvajit | 124.183.183.24 | ২৩ জুলাই ২০০৮ ১৯:১৭392692
  • বিমান বসুকে এ ব্যপারে বলতে দেখলাম: India has one constitution, we have a different constitution.
  • arjo | 168.26.215.54 | ২৩ জুলাই ২০০৮ ১৯:৪৭392693
  • ছিপিএমের আভ্যন্তরীণ পলিটিক্স নিয়ে আমার নিজস্ব কোনো আগ্রহ নেই। তাও একটা জিনিষ বুঝতে পারছি না। আদর্শগত কারণে আমেরিকা অচ্ছুত অথচ বিজেপি নয়। আদর্শের এই ওয়েটেড অ্যাভারেজ বের করার ফর্মুলা জানলে সুবিধা হত নিজ জীবনে কাজে লাগত। কেউ যদি বুঝিয়ে বলেন।
  • Suvajit | 124.183.183.24 | ২৩ জুলাই ২০০৮ ১৯:৫৯392694
  • না না বিজেপি তো ট্রেনের সহযাত্রী মাত্র :-) ট্রেন থেকে তো লাফ দেওয়া যায় না। (প্রনববাবু বলেছেন লাফ দেবেন না, পরের স্টেশনে নেমে যান) :-)

  • umesh | 62.254.196.200 | ২৩ জুলাই ২০০৮ ২০:০৯392695
  • আমি একটা জিনিস কোন দিন বুঝতে পারলাম না যে, সি পি এম কেন লোকসভা ভোট এ দাড়ায় আর লোকসভা তে যায়। এরা কোন দিন প্রধানমন্ত্রী হবে না, সরকার এ যাবে না, তাহলে আর লোকসভা ভোট এ দাড়ানো কেন?
    শুধু কারাত, বর্ধন দের মতো কিছু মানুষ উপকৃত হয় ছাড়া তো আর কিছু দেখলাম না।
    গনি খান দের মতো মন্ত্রী হয়ে রাজ্যের উপকার এর কথা ভাবলে কিছু কাজ হতো।
  • r | 198.96.180.245 | ২৩ জুলাই ২০০৮ ২০:২৩392696
  • লে প্প.....!!

    পল সায়েন্স পাস কোর্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে? ;-)
  • umesh | 62.254.196.200 | ২৩ জুলাই ২০০৮ ২০:৩৬392697
  • পল সায়েন্স পড়লে জানা যাবে কেন কারাত রা মনমোহন সরকারে যোগ দেয় নি!!!!!!!!!!

  • Du | 67.111.229.98 | ২৩ জুলাই ২০০৮ ২২:৫১392698
  • বিজেপির অনেকেই বিরুদ্ধে ভোট দেয় নি। বিজেপি আদৌ এন ডীলের বিরোধীও নয়।

    কোন ইস্যুতেই কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে গেলেই যদি সেটার মানে হয় বিজেপির সাথে যাওয়া তবে তো বামদলগুলোর কংগ্রেসে মিশে যাওয়াই উচিত। আলাদা দল পালার দরকার কি?
  • d | 203.143.176.253 | ২৪ জুলাই ২০০৮ ০৯:৪০392700
  • আচ্ছা হরিপুরের কেন্দ্র নিয়ে করাতবাবুর স্ট্যান্ড কি?
  • d | 203.143.176.253 | ২৪ জুলাই ২০০৮ ০৯:৪২392701
  • করাতবাবু এবারে মায়াবতীকে দূর্নীতির থেকে বাঁচাবেন, অন্তত চেষ্টা করবেন বলে আশা করা যায়।
  • Arpan | 202.91.136.71 | ২৪ জুলাই ২০০৮ ১২:৪২392702
  • ২০ শে অগাস্ট (শুক্র বা সোমবার নয়) ভারত বন্‌ধ (কাগজে দেখলাম)।

    আশা করা হচ্ছে এইবার মায়াবতী-নাইডু-দেবেগৌড়ার সাথে "নতুন' সখ্যতার জোরে বাংলা-কেরালা-ত্রিপুরার বাইরেও দুর্বার বন্‌ধ হবে।
  • r | 125.18.17.16 | ২৪ জুলাই ২০০৮ ১৩:৪৭392703
  • বামপন্থী দলগুলো গত কয়েক দশক ধরে তিন রাজ্যের বাইরে এক ফোঁটাও বাড়ে নি। বরং, যেটুকু সংগঠন ছিল, তাও নষ্ট হওয়ার পথে। অতএব, কিছু বছর অন্তর অন্তর এর তার হাত ধরে বেঁচে থাকতে হয়। কাজেই মূল শত্রুও পালটে পালটে যেতে থাকে। এক বছর হয় তো হল- দুর্নীতি, তারপর সাম্রাজ্যবাদ, তারপর সাম্প্রদায়িকতা। ১৯৮৯ সাল নাগাদ এইরকম ছিল, কারন তখনও মায়াবতী-মুলায়ম-জয়ললিতা এত জাঁকিয়ে বসেন নি। ২০০৪ সাল নাগাদ হল সাম্প্রদায়িকতা, তারপর দুর্নীতি, তারপর সাম্রাজ্যবাদ। তখন মায়াবতী দুর্নীতিগ্রস্ত, আর বি জে পি সাম্প্রদায়িক। এখন প্রথমে সাম্রাজ্যবাদ, তারপর সাম্প্রদায়িকতা, তারপর দুর্নীতি। এইসবের মধ্যে কোথাও ধনতন্ত্র-পুঁজিবাদ ইত্যাদি থাকার কথা ছিল। ওটা একটু আব্বুলিশ করে চেপে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে, অন্দরমহলে হয় তো বামপন্থী নেতারাও জানেন যে এইভাবে প্রায়রিটাইজেশন করা যায় না, বা হয় তো তারা করতেও চান না। কিন্তু তাদের বছর বছর গাঁটছড়া বাঁধার ইতিহাস নীচুতলায় এই সংকেতই বয়ে আনে। দুর্নীতি-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ-বিশ্বায়নকে যদি ওনারা সিরিয়াসলি বিপদ বলে মনে করেন, তাহলে বামপন্থীদের একলাই চলতে হবে। কিন্তু এতদিনের বাতানুকূল অভ্যাসের পর- সে পথ গেছে কোনখানে গো কোনখানে? ;-)
  • Arijit | 61.95.144.123 | ২৪ জুলাই ২০০৮ ১৪:০৬392704
  • একটা কথা বলতে পারি - একটা বেশ বড় অংশ একলাই চলতে চায়। নীচের দিকের লোকজন।
  • umesh | 62.254.196.200 | ২৪ জুলাই ২০০৮ ১৭:৫৯392705
  • কারাত এর কাছে শেষ পর্যন্ত মায়াবতী, দেবেগৌড়া, গ্রহনযোগ্য হলো।
    কোন দিক থেকে মায়াবতী (দুর্নীতির রানী) দেবেগৌড়া (ক্ষমতালোভী শেয়াল) মনমোহন এর থেকে ভালো বোঝা গেলো না।

  • Arijit | 61.95.144.123 | ২৪ জুলাই ২০০৮ ১৮:১৬392706
  • কংগ্রেসের বিরুদ্ধে যাওয়া != বিজেপির সাথে যাওয়া। এটা টিপিক্যাল আবাপ গোষ্ঠীর যুক্তি।

    ম্যাকও বলে উইন্ডোজ বাজে, লিনাক্সও বলে উইন্ডোজ বাজে। তাহলে কি ম্যাক = লিনাক্স? ঘুড়ায় হাসব কত্তা। কিন্তু এলিট বাঙালী হাসে না, বরং বিশ্বাস করে। মুশকিল।
  • umesh | 62.254.196.200 | ২৪ জুলাই ২০০৮ ১৯:০০392707
  • কংগ্রেস বিরোধী মানে বিজেপি হয়ে যাওয়া নয় মানলাম, কিন্তু তা বলে মায়াবতী, দেবেগৌড়ার সাথে হাত মেলানো!
    ছ্যা: ছ্যা: ছ্যা:
    মায়া, গৌড়ার থেকে বিজেপি অনেক ভালো।
  • arjo | 168.26.215.54 | ২৪ জুলাই ২০০৮ ১৯:১০392708
  • ও বিজেপি নামে মুশকিল। আচ্ছা বদলে নিলেই হয়, মায়াবতী, দেবেগৌড়া। অসুবিধা নাই। প্রশ্ন একই থাকে। নীচু তলার লোকরা নাকি একলা চলতে চায়। নীচু তলার লোক মানে কত নীচু তলার লোকের কথা হচ্ছে। খুব বেশি নীচু? না অল্প অল্প নীচু। আর অপেক্ষায় রইলাম আগামী ভোটে তৃতীয় ফ্রণ্টের। কলিযুগে সবই সম্ভব।
  • d | 121.245.157.187 | ২৪ জুলাই ২০০৮ ২৩:৩০392709
  • নিউক্লীয়ার এনার্জীকে "গ্রীন' কি করে বলে রে বাবা!!!?
    রাজস্থানের কয়েকটা গ্রামের লোকজনের তেজস্ক্রিয় বিকিরণের ফলে যা হাল হয়েছে, তাই নিয়ে কোথায় যেন একটা সাংঘাতিক রিপোর্ট পড়েছিলাম ক'মাস আগে। এখন আর খুঁজে পাচ্ছি না।
  • Blank | 170.153.62.251 | ২৫ জুলাই ২০০৮ ০১:৩৪392711
  • অনেক দিন ধরেই এটা বোঝানো চলছে যে নিউক্লীয়ার পাওয়ার একটা গ্রীন এনার্জি। স্পেশালি US এ তে নিউক্লীয়ার প্রোজেক্ট ২০১০ এর জন্য এই ঢপ টা মানুষকে গেলানো খুব দরকার হয়ে পরেছে।

  • Ishan | 12.217.30.133 | ২৫ জুলাই ২০০৮ ১০:৪১392712
  • সরকারটা ফেলে দিতে পারলে প্রকাশ কারাতের উপর হেব্বি খুশি হতাম। পারলনা আর কি হবে। তবে এই হিসে-নিকেশ করা পলিটিক্সের বাজারে একটা লোক বেহিসেবি কাজ করল তো, তাই বা কম কি?
  • Ishan | 12.217.30.133 | ২৫ জুলাই ২০০৮ ১০:৪৭392713
  • তবে এই সোমনাথ চাটুজ্জেকে বহিষ্কার করা আর মায়াবতীকে নিয়ে লাফালাফি করা, এই দুটো মানা যাচ্ছেনা। আমি, যাকে বলে, হেসেই খুন। :)
  • sarathi | 59.160.220.131 | ২৫ জুলাই ২০০৮ ১২:০৯392714
  • চমস্কি কি বলছেন http://tinyurl.com/6jzzzr

  • umesh | 62.254.196.200 | ২৫ জুলাই ২০০৮ ১২:৩৮392715
  • আজকাল তো বামফ্রন্ট এর আন-অফিসিয়াল মুখপত্র।
  • sarathi | 59.160.220.131 | ২৫ জুলাই ২০০৮ ১২:৫৮392716
  • চমস্কির মুখপাত্র নয় মনে হয়,
    চমস্কির মুখে বা মেলে কি মিথ্যা কথা বসাবে?
    জানি না
  • S | 202.140.54.29 | ২৫ জুলাই ২০০৮ ১৩:১১392717
  • ব্যাপারটা মিথ্যে কথার নয়। একটা কথাকে অনেক ভাবেই তো রিপ্রেজেন্ট করতে পারেন রিপোর্টাররা। বিশেষত মধুমিতা দত্তের মত রিপোর্টাররা। সাংবাদিকদের লেখা সংবাদ অনেকটা স্ট্যাটিসটিকাল ডেটা দেবার মত। যেভাবে দেখতে চাইবে, সেভাবেই দেখাতে পারে এই স্ট্যাটিস্টিকাল ডেটা।

    চমস্কি যা বলেছেন, তার মধ্যে তো নতুনত্ব কিছু নেই। এই চুক্তির সব কিছু যেমন ভালো নয়, সবকিছু তেমন খারাপও নয়। এই রকমের রিপোর্টিং টাটা ন্যানো সম্পর্কেও লেখা যায়, ঐ গাড়ি বাজারে নামলে তা হবে ভারতের পরিবেশের পক্ষে, এক কথায় বলতে গেলে, ভয়ঙ্কর। আর তা ঘটতে চলেছে খুব তাড়াতাড়িই। আবার অন্যদিকে স্কুটার মোটরসাইকেল চালানো আমজনতার কাছে তা এক চারচাকা কেনার স্বপ্নপূরণ হয়ে দাঁড়াবে, সেটাও সত্যি। তো, মধুমিতা দত্ত আজকালের সাংবাদিক হিসেবে মধ্যবিত্তের স্বপ্নপূরণের কথাই লিখবেন, অন্য কথাগুলো লিখবেন না, এটাই তো স্বাভাবিক। আধ গ্লাস বীয়ারকে পাঠক যেভাবে দেখতে চায়, হাফ ফিল্‌ড বা হাফ এম্পটি।
  • sarathi | 59.160.220.131 | ২৫ জুলাই ২০০৮ ১৩:২৯392718
  • হ্যাঁ, ঠিকই সাংবাদিক যেমন চায় সেভাবেই "রিপ্রেজেন্ট " করে

    তাই ১৪ই নভেম্বরের মিছিলের আগে "নিরপেক্ষ" মিডিয়া চমস্কির খোঁজ করে কিন্তু পরমাণু চুক্তির ডামডোলের সময় তার বক্তব্য কোথাও নেই, তখন বাঘা বাঘা মার্কিনতাঁবে বুদ্ধিজীবি আর স্বঘোষিত এনার্জি ক্রাইসিস বিশেষজ্ঞদের চড়া বাজারদর

    উল্টে যারা চমস্কিটাইপের বক্তব্য ছাপে তাদের জন্য আছে "সিপিএম ধামাধরা" , "অদুরদর্শী" , "চীনের চর" এবং আরো খাসা খাসা বিশেষণ
  • S | 202.140.54.29 | ২৫ জুলাই ২০০৮ ১৩:৩৪392719
  • আরে বাবা, নিরপেক্ষ মিডিয়াটা আবার কী? আবাপ?

    যাক গে, সবাইই তো কোনও না কোনও বিশেষণের জন্য উপযুক্ত। ও নিয়ে আর গরুর রচনা লিখে কী হবে!
  • r | 125.18.17.16 | ২৫ জুলাই ২০০৮ ১৩:৩৬392720
  • এর মধ্যে আধ গ্লাস ফাঁকা আধ গ্লাস ভর্তির কোনো গল্প নেই। নিউক্লিয়ার ডিল নিয়ে চোমস্কির অবস্থান খুব পরিষ্কার- This Indo-US agreement richly deserves to be derailed. আজকালের কথা না পড়ে, চোমস্কির নিজের ভাষাতে জেনে নিলেই হত-
    http://www.zmag.org/znet/viewArticle/14261

  • kallol | 220.226.209.5 | ২৫ জুলাই ২০০৮ ১৪:৫০392722
  • পারমানবিক শক্তি, তা বিদ্যুত বা বোমা বানানো যে কাজেই ব্যবহার করা হোক না কেন অসম্ভব ক্ষতিকর। পরিবেশ ও স্বাস্থ্যের চোদ্দটা বাজিয়ে ছাড়ে। যখন প:ব:র সুন্দরবনে আর মেদিনীপুরে (কাঁথির কাছে - যায়গাটার নাম মনে পড়ছে না) পারমানবিক বিদ্যুত কেন্দ্র করার কথা হয় তখন কাগজে পত্রে (নিরপেক্ষ-অনিরপেক্ষ-ভগবানে ভীত সব কাগজেই) এটা নিয়ে প্রচুর কথা/লেখা হয়। তারপর প:ব: সরকার আর উৎসাহ দেখায় নি।
    আমেরিকা আমাদের বোমা বানানো দেখে ফেললো কি না, ভারতের বিদেশনীতি আমেরিকার ধামা ধরা হলো কি না, হয়তো খুউউউউব বড় ব্যাপার, আমার কাছে তার চেয়েও বড় লাগে ঐ এলাকার প্রকৃতির তিলে তিলে ধ্বংস হয়ে যাওয়া।
    যদুগোড়ায় (যেখানে ভারতের একমাত্র ইউরেনিয়াম খনি) আমি বন্ধুদের সাথে গেছি। দেখেছি কিরকম দায়িত্বজ্ঞানহীন ভাবে ইউরেনিয়ামের বর্জ্য দিয়ে পুকুর বোজানো হয়েছে। সেই বোজানো পুকুরের মাঠে বাচ্চারা খেলে বেড়াচ্ছে। খনির মজদুরদের স্বাস্থ্য কি ভাবে ভেঙ্গে পড়ছে।
    রিপোর্ট একটা প্রকাশ করা হয়েছিলো। তা, ওরকম কত রিপোর্ট কত হরিদাসে ছাপে - তাতে মাহান ভারতের মহান শাসকদের কিই বা আসে যায়। রিপোর্টের লিংকটা পেলে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন