এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • N-Deal-Freedom,CPIM-CONG

    DC
    অন্যান্য | ১৯ আগস্ট ২০০৭ | ৮২৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 67.60.254.15 | ১৩ জুলাই ২০০৮ ২১:১৪392757
  • আর এস এস তাদের পত্রিকায় বলেছে কারাট ঠিক।
    নির্ভরযোগ্য সূত্রে পাওয়া গুজবে প্রকাশ, ওসামা আফগান-পাক সীমান্তে বসে কারাতকে দুহাতে আশীর্বাদ করছে। আহমেদিনিজাদ বলছে, জয় কারাটের জয়।
  • Arijit | 61.95.144.123 | ১৪ জুলাই ২০০৮ ১২:৩৪392758
  • হাইড অ্যাক্ট, ১২৩ আর IAEA টেক্সট অনেক জায়গাতেই পাওয়া যাবে। আরেকটা লিংক দিলাম - http://www.cpim.org/nuclear/FAQs.pdf - এগুলো পড়ে নিয়ে তর্কটা করলে কাজে আসবে। নইলে মিডিয়ার বলা কথাগুলো তোতাপাখির মতন আউড়ে কোনো লাভ নেই।

    টেকনোলজি আসবে, জ্বালানী আসবে - খুব ভালো কথা। এও মেনে নেওয়া গেল যে শুধুমাত্র সিভিল প্ল্যান্টগুলোতে IAEA-র লোক এসে দেখে যেতে পারে। হাউজ বিল্ডিং লোন নিয়ে আমি বাড়ি বানালাম না মাল খেয়ে উড়িয়ে দিলাম সেটা ব্যাংক খোঁজ নিতেই পারে। কিন্তু...

    সাপের সাথে বেশি গা ঘষাঘষি? Logistics and Services Agreement মানতে পারবেন? শ্যামল হয়তো পারবেন, তবে আমি পারবো না - যদি দেখি আরেকটা গাল্ফ ওয়ারের সময় আমেরিকান প্লেন কলকাতায় রিফুয়েলিং করছে। ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বেআইনী যুদ্ধের শরিক হতে আমার আপত্তি আছে। সাপের সাথে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপে আপত্তি আছে।

    আরও অনেক পয়েন্ট আছে - যেমন থ্রীব্রীডার রিয়্যাক্টর নিয়ে, যেমন ভারতের সিভিল আর ডিফেন্স ফেসিলিটি আলাদা করা নিয়ে - সেগুলোতে পরে আসবো।
  • Arijit | 61.95.144.123 | ১৪ জুলাই ২০০৮ ১২:৪৬392759
  • এগুলো হবেই, এমন গ্যারান্টী আছে কিনা জানা নেই। তবে হলে সেটা মানা যাবে না - অ্যাটলিস্ট ওই লজিসটিক্স এগ্রীমেন্ট তো নয়ই। সেই কথাটা আসে - যে কি হবে সেটা খুব পরিস্কার নয়, তবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কেউটে সাপ কামড়ায় সবাই জানে।
  • lcm | 59.93.165.197 | ১৪ জুলাই ২০০৮ ১৩:০৪392760
  • আসলে, এত কথা হচ্ছে কারণ যাদের সঙ্গে চুক্তির কথা উঠছে সেই দেশটা ইউ-এস-এ। এটা সুইডেন বা জার্মনির-র সাথে হলেও এত কথা হত না। আমেরিকার বিদেশনীতি সর্বদাই বিতর্কের অবকাশ রাখে, ট্রান্সপারেন্সির অভাব। এত বড় একটা দেশ, গ্রেট ফাউন্ডেশন, গ্রেট সিস্টেম, কিন্তু বিদেশনীতি-র ব্যাপারে বিস্তর গোলমাল।
    তবে, এই চুক্তিটা নিয়ে বোধহয় একটু বেশী জল ঘোলা হল। এমন না হয়, ভারতের সরকার ভেঙ্গে ভোট ইত্যাদি হয়ে গেল, ওদিকে দেখা গেল, অদূর(বা দূর) ভবিষ্যৎ-এ মার্কিন সরকার এটাকে আলটিমেটলি চেপে দিলেন :-)
  • Arijit | 61.95.144.123 | ১৪ জুলাই ২০০৮ ১৩:০৮392761
  • একটা তো হতেই পারে - সেদিন আবাপ লিখেছে - যে IAEA-তে পাশ হয়ে গেলে ফ্রান্স বা অন্য দেশগুলো জ্বালানী/প্রযুক্তি বেচতে পারবে। আর ওই প্রেসিডেন্ট নির্বাচনের চক্করে পড়ে যদি আম্রিকায় পাশ না হয়, তাইলে আম্রিকার কেস হবে ওই নেপোয় মারে দইয়ের মতন। বেশ হবে।

    কিন্তু আম্রিকায় পাশ না হলে কি পুরোটাই বাতিল হতে পারে? কেউ জানো? আমি যদ্দুর পড়েছি তা হল আম্রিকা একতরফাভাবে চুক্তি টার্মিনেট করতে পারে (যেটা যেকোন দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী কনসেপ্ট)।
  • shyamal | 67.60.254.15 | ১৫ জুলাই ২০০৮ ০৮:০২392762
  • সোমনাথ চ্যাটার্জি বেঁকে বসেছেন। তিনি খুব সম্ভবত: আস্থা ভোটে বিরত থাকবেন।
    http://www.anandabazar.com/15desh1.htm
    কারাটবাবু ল্যাজে গোবরে।
  • Arijit | 61.95.144.123 | ১৫ জুলাই ২০০৮ ১১:১৩392763
  • সোজা কোশ্চেনটার উত্তর তো কেউ দিলো না। ধরা যাক এই কথাটা সত্যি যে ভারতকে আম্রিকার সাথে কমপ্যাটিবল বিদেশনীতি রাখতে হবে - মানে এই লজিসটিক্স এবং সার্ভিসেস এগ্রীমেন্টের পর যদি আম্রিকা দুম করে ইরান বা অন্য কোনো দেশে বোম ফেলার সিদ্ধান্ত নেয় - আর বলে এবার সৈন্য পাঠাও, বা কলকাতায় রিফুয়েলিং করবো - তাইলে আপনাদের ব্যক্তিগত স্ট্যান্ড কি হবে?

    আম্রিকা করবে না ইত্যাদি প্রশ্নে যাবো না - যদি এই পরিস্থিতি আসে তাহলে আপনার স্ট্যান্ড কি?
  • arjo | 24.214.28.245 | ১৭ জুলাই ২০০৮ ০৪:০৭392764
  • আবার নাকি ভোট হবে? বাজারের অবস্থা তো খুব খারাপ। আর একটা ভোটের ধাক্কা সামলাতে পারবে তো? খুব কঠিন অবস্থা। ইনফ্লেশন, জাতীয় আয় কমে যাওয়া আর এখন ভোট।
  • Blank | 65.218.154.195 | ১৭ জুলাই ২০০৮ ০৭:৫৫392765
  • এমনিতেই তো ভোটের সময় এগিয়ে এলো। দিন তো প্রায় শেষ।
  • arjo | 24.214.28.245 | ১৭ জুলাই ২০০৮ ০৮:৫০392767
  • এক বছর এই অবস্থায় কম নয়।
  • santanu | 82.112.6.2 | ১৭ জুলাই ২০০৮ ১৬:০৭392768
  • না:, হালচাল দেখে মনে হচ্ছে মনমোহন গেল, যাকগে।

    এবার ডিসেম্বরে তালে গোলে অম্বলে যদি বিজেপি এসে পরে আর নাচতে নাচতে গিয়ে নি: ডীল করে, তখন তো করাতবাবুর একুল ওকুল দুকুলই গেল।

    যদি কংগ্রেস একা আসে, তাহলেও নি: ডীল।

    আর যদি বিজেপি কে আটকাতে সোনিয়া করাত জোট হয়, তখনো নিশ্চই নি: ডীল নিয়ে কথা হবে, তখন আর জোট হবে নি। সেই বিজেপি সেই নাচন।

    তবে তৃতীয় ফ্রন্ট ক্ষমতায় এলে এসব হবে না, তখন রামরাজ্য।
  • test | 61.95.144.123 | ১৭ জুলাই ২০০৮ ১৬:২৮392769
  • টেস্ট
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুলাই ২০০৮ ১৭:৩৩392770
  • ইউরেনিয়াম শর্টেজ নিয়ে দুটো কথা বলার ছিলো - বিশেষত: যখন এই নিয়ে একটা ভয় দেখানো ছবি আঁকা হচ্ছে -

    ভারতের ইউরেনিয়াম সীমিত - যতদূর জানতে পারলাম মোটামুটি ৬১০০০ টন ইউরেনিয়াম ore রয়েছে - যা থেকে PHWR-এর হিসেবে ১০-১৫০০০ মেগাওয়াট বিদ্যুত তৈরী সম্ভব, যেখানে এই মুহুর্তে ভারতে ইনস্টলড ক্যাপাসিটি হল ৪১২০ মেগাওয়াট। শর্টেজ?

    ১৯৯০ থেকে ইউরেনিয়াম মাইনিং-এ ফান্ডিং কমতে শুরু করে - যার ফলে ইউরেনিয়াম খনিও কিছু বন্ধ হয় (যাদুগোড়ার উদাহরণ একজন দিয়েছেন)।

    নিউক্লিয়ার পাওয়ার কমিশন ২০শে আগস্ট ২০০৭-এ একটা প্রেস স্টেটমেন্টে জানিয়েছিলো যে এই শর্টেজ টেম্পোরারি। কিছু নতুন খনির কাজ শুরু করে এই শর্টেজ থেকে বেরিয়ে আসা যাবে। দেখে নিন - http://www.npcil.nic.in/pressrelease_aug.pdf

    এই ডীলের আগে DAE-র প্ল্যান ছিলো নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি ২০২০-র মধ্যে বাড়িয়ে ২০০০০ মেগাওয়াট করা হবে, এবং ২০৫০-এর মধ্যে ভারতের পাওয়ার রিকোয়্যারমেন্টের ২৫% করা হবে - দেশীয় উৎপাদন ব্যবহার করেই।

    শর্টেজ?

    (আরো আসবে - ক্রমশ:)
  • Suvajit | 60.229.2.183 | ১৭ জুলাই ২০০৮ ১৭:৪১392771
  • অরিজিত, কংগ্রেস তো বলেইছে যে এই ডিলে ভারতের ইরানের সংগে বিদেশনীতি পাল্টাবে না। তাহলে কেন এই প্রশ্ন।
    তখন ইরানের ব্যাপারে ভারতের যা বিদেশনীতি হবে সেই অনুযায়ী স্ট্যান্ড নেওয়া হবে।
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুলাই ২০০৮ ১৭:৪৭392773
  • অ্যাকচুয়ালি এবার পড়তে শুরু করতে বাধ্য হলাম - এদ্দিন ল্যাদে ল্যাদে কাটিয়ে দিয়েছিলাম।
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুলাই ২০০৮ ১৭:৪৭392772
  • সেই বিদেশনীতি কি হবে? হাইড অ্যাক্ট কি বলে দেখা যাক -

    The country has a functioning and uninterrupted democratic system of government, has a foreign policy that is congruent to that of the United States, and is working with the United States on key foreign policy initiatives related to nonproliferation; [Section 102 (6) B]

    Annual certification and reporting to the US Congress by the President on a variety of foreign policy issues such as, “India is fully and actively participating in United States and international efforts to dissuade, isolate, and, if necessary, sanction and contain Iran...” [Section 104g(2) E (i)]


    কনগ্রুয়েন্সীর নমুনা হল ২০০৫ আর ২০০৬-এ ইরানের বিরুদ্ধে ভারতের ভোট - যার আবার গুচ্ছ প্রশংসা আম্রিকা করেছে - "“We have already seen strategic benefits from our improving
    relationship with India. India’s votes at the IAEA on the Iran issue last September and this past February demonstrate that New
    Delhi is able and willing to adjust its traditional foreign policies and play a constructive role on international issues.
    '

    তো কোশ্চেন হল ভারতের বিদেশনীতি কে ডিক্টেট করবে?

  • santanu | 82.112.6.2 | ১৭ জুলাই ২০০৮ ১৮:১১392774
  • বা:, অরিজিতের লেখাটা বেশ সহজে বোঝা যায়। খালি একটা খটকা দুর করে দাও দেখি -
    ভারতের যা proven reserve আছে তাই দিয়ে ১০,০০০ MWe হবে। ৪,১২০ হয়ে গেছে আর ৬,০০০ করা যাবে।
    তাহলে DAE ২০২০ তে ২০,০০০ করার প্ল্যান করল কি করে? ইউরেনিয়ামটা আসবে কোথা থেকে? তবে কি তাতে ধরা ছিল দেশের বাইরে থেকে আনবে? (যেদিকে মনমোহন বাবু যাচ্ছেন) না কি ভেবেছিল বাকি ৬০,০০০ টন ও দেশের মাটি খুড়ে বের করে ফেলব?
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুলাই ২০০৮ ১৮:৪১392775
  • নতুন খনির গল্প আছে কিছু। সম্ভবত:। আমি এখনো পুরো অংকটা খুঁজছি। ৬১০০০ টনটা সম্ভবত: এগজিস্টিং মাইন। যা যা পাচ্ছি, তাই তাই পোস্ট করছি।
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুলাই ২০০৮ ১৮:৫২392776
  • আরো একটা কথা বলছে - Unlike the three-phase nuclear cycle, which envisages the use of enriched uranium in Pressurised Water Reactors (PWR), then using reprocessed plutonium of the PWR’s along with a thorium blanket in Fast Breeder Reactors (FBR), and finally plutonium and thorium mix in Advanced Heavy Water Reactors (AHWR), the imported Light Water Reactors (LWR) plants use only enriched uranium. In such a cycle, the requirements of uranium are much higher, and we would need continuous imports of large amounts of uranium. If we concentrate instead, on the FBR and AHWR route, this would require much smaller amounts of uranium and would therefore require much smaller amount of imports thus providing greater fuel security than the imported reactor route that the Government is currently pushing.

    ব্যাপার হল এগুলো নেহাতই টেকনিক্যাল কথা - সিপিএমের লীডারশিপের মনগড়া হবার চান্স কম, নেই বল্লেই হয়।
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুলাই ২০০৮ ১৮:৫৮392778
  • http://planningcommission.nic.in/reports/genrep/rep_intengy.pdf - প্ল্যানিং কমিশনের রিপোর্ট, ৩৫ নম্বর পাতা থেকে দ্রষ্টব্য। আমি কাল ভালো করে পড়ে লিখবো।
  • Suvajit | 60.229.2.183 | ১৭ জুলাই ২০০৮ ১৯:২৩392780
  • কিন্তু হাইড অ্যাক্ট আসছে কোথা থেকে? যে দুটো agreement এর ওপর সই হতে যাচ্ছে সেই ১২৩ আর সেফগার্ড এ দুটোতে তো বিদেশনীতির কোনো উল্লেখই নেই। আমি কি কিছু মিস করছি?
    ১২৩ এগরিমেন্ট http://www.tinyurl.com.au/x.php?ztl
    সেফগার্ড এগরিমেন্ট http://www.tinyurl.com.au/x.php?ztm
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ১৯:২৩392779
  • সি পি এম যদি কারাট আর ইয়েচুরি নামক শাখামৃগদের শক্তি কমিয়ে দিত আখেরে পার্টির লাভ হত। এরা লোকসভা বা বিধানসভা ভোটে দাঁড়ালে বিপক্ষে গাছ দাঁড়ালেও হেরে যাবে। এদের, বিশেষত: কারাটের আছে শুধু বস্তাপচা আইডিওলজি, যার থেকে প: বঙ্গের সি পি এম অনেকটা বেরিয়ে আসতে পেরেছে।
    এখন যদি কয়েক মাসের মধ্যে ভোট হয়, বি জে পি জোট আসার সম্ভাবনা খুব বেশী। সেটা ভাল হবে কারণ কংগ্রেসের হাত পেছনে বাঁধা ছিল সিপিএমের সমর্থনের জন্য। বিজেপি অনেক মুক্ত ভাবে লেবার রিফর্ম ইত্যাদি করতে পরবে।
    বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক জুজুর ভয় দেখিয়ে আর ভোট পাওয়া যাবেনা। বিজেপি নিজেও জানে, সাম্প্রদায়িক কার্ডে ভোট মিলবেনা, মিলবে উন্নয়ন কার্ডে।
  • Souvik | 216.183.136.2 | ১৭ জুলাই ২০০৮ ২০:৩২392781
  • অরিজি'তদা, FBR এখনো tested নয়। Finland এ ২০০৯-২০১০ এ প্রথম unit টা চালু হবে। আর enriched uranium অত costly নেই আর। ফলে FBR নিয়ে খুব একটা কাজ হবে না আর। AHWR র সমস্যা হল Tritium Hazard due to the Heavy Water in primary circuit। এখন PWR, BWR আর EPR ই ভরসা। এগুলো র সবই কিন্তু LWR। তুমি যে কথাগুলো Technical বলে refer করলে সেগুলো complete picture টা দিচ্ছে না।
  • shyamal | 64.47.121.98 | ১৮ জুলাই ২০০৮ ০২:০৯392782
  • TOI তে স্বামীনাথন আইয়ার ভাল অ্যানালিসিস করেছেন কেন মুলায়ম কংগ্রেসের সমর্থনে এলেন।
    ২০০৪ এ যখন কংগ্রেস পাওয়ারে আসে, মুলায়মের ভয় ছিল উ:প্র:র মুসলিম ভোট তার থেকে কংগ্রেসে চলে যাবে। তাই সে কংগ্রেসকে সাপোর্ট করেনি। তার পরে উ:প্র:তে বিধান সভা ভোট হল। রাহুল গান্ধী প্রচার করলেন। কিন্তু কংগ্রেস হল প্যাথেটিক ফোর্থ। SP,BSP,BJP
    র পরে। তখন মুলায়ম নিশ্চিন্ত হলেন কংগ্রেস আপাতত: শেষ। UP তে শিগ্গিরি তাঁকে ঠেলার চান্স নেই। কাজেই তিনি এখন কংগ্রেসের মিত্র।
  • Arijit | 61.95.144.123 | ১৮ জুলাই ২০০৮ ১০:২১392783
  • আগে দেওয়া রিপোর্টটা থেকে এবার কিছু কিছু অংশ তুলে দেবো - আসল পয়েন্টগুলো আলোচনা থেকে যাতে খোলসা হয়। কোনো রেটরিক আনতে চাই না।

    India is poorly endowed with Uranium. Available Uranium supply can fuel only 10,000 MW of the Pressurised Heavy Water Reactors (PHWR). Further, India is extracting Uranium from extremely low grade ores (as low as 0.1% Uranium) compared to ores with up to 12-14% Uranium in certain resources abroad. This
    makes Indian nuclear fuel 2-3 times costlier than international supplies. The substantial Thorium reserves can be used but that requires that the fertile Thorium be converted to fissile material. In this context, a three-stage nuclear power programme is envisaged. This programme consists of setting up of Pressurised Heavy Water Reactors (PHWRs) in the first stage, Fast Breeder Reactors (FBRs) in the second stage and reactors based on the Uranium 233-Thorium 232 cycle in the third stage. It is also envisaged that in the first stage of the programme, capacity addition will be supplemented by electricity generation through Light Water Reactors (LWRs), initially through imports of technology but with the long-term objective of indigenisation. PHWR technology
    was selected for the first stage as these reactors are efficient users of natural Uranium for yielding the plutonium fuel required for the second stage FBR programme. The FBRs will be fuelled by plutonium and will also recycle spent Uranium from the PHWR to breed more plutonium fuel for electricity generation. Thorium as blanket material in FBRs will
    produce Uranium 233 to fire the third stage.

    The first stage programme of PHWR technology has reached maturity, though much later than was initially expected. A beginning has been made in the introduction of LWRs with the inter-governmental agreement between India and the Russian Federation for cooperation in setting up of 2x1,000 Megawatt
    Electrical (MWe) LWRs at Kudankulam, Tamil Nadu. A 40 MWt Fast Breeder Test Reactor (FBTR) was set-up in 1985 at Kalpakkam to gain experience in the technology under the second phase. This has been followed by progress in the development of technology for the first Prototype Fast Breeder Reactor (PFBR)
    of 500 MWe capacity. Such a plant is currently under construction. Research and development on the utilisation of Thorium is also in progress.

    FBR technology is critical to developing stage two of India’s nuclear power programme. Without developing the wide-scale use of FBR technology, India will find it difficult to go beyond 10,000 MWe nuclear capacity based on known indigenous Uranium resources. Use of FBR technology would enable indigenous
    Uranium resources to support a 20,000 MWe nuclear power programme by the year 2020. Such a FBR programme is critical to developing the Thorium-based third stage of India’s nuclear power programme. The Bhabha Atomic Research Centre (BARC) is also engaged in R&D activities to develop an Advanced Heavy Water Reactor of 300 MWe capacity that would provide industrial scale experience necessary for the Thorium-based Stage Three of India’s nuclear power programme. Table 3.3 shows the potential of nuclear energy with domestic resources in the country.

    The pace of development of nuclear power is constrained by the rate at which plutonium can be bred and Thorium converted to fissile material. If India is able to import nuclear fuel, the process can be accelerated. Two possible growth paths of nuclear power are summarised in Table 3.4.


    টেবলগুলো কোনোভাবে পারলে তুলে দিচ্ছি।
  • Arijit | 61.95.144.123 | ১৮ জুলাই ২০০৮ ১০:২৮392784
  • টেবল ওইরকমভাবে লিখতে পারলাম না। ফরম্যাট ঘেঁটে যাচ্ছে। সামারি লিখে দিলাম।

    ইউরেনিয়াম আছে - ৬১০০০ টন

    In PHWR - Thermal Energy: TWh - 7992, GW-yr - 913, Electricity: GWe-Yr. - 330, MWe - 10,000

    In FBR - Thermal Energy: TWh - 1,027,616, GW-yr - 117,308, Electricity: GWe-Yr. - 42,200, MWe - 5,00,000


    থোরিয়াম আছে ২,২৫,০০০ টন

    In Breeders - Thermal Energy: TWh - 3,783,886, GW-yr - 431,950, Electricity: GWe-Yr. - 1,50,000, MWe - Very large
  • Arijit | 61.95.144.123 | ১৮ জুলাই ২০০৮ ১০:৩৩392785
  • আগেরটা হল 3.3, এবার 3.4 -

    Year Unit Scenario(Optimistic)* Scenario(Pessimistic)
    2010 GWe 11 9
    2020 GWe 29 21
    2030 GWe 63 48
    2040 GWe 131 104
    2050 GWe 275 208


    এখানে একটা রিমার্ক আছে - These estimates assume that the FBR technology is successfully demonstrated by the 500 MW PFBR currently under construction, new Uranium mines are opened for providing fuel for setting up additional PHWRs, India succeeds in assimilating the LWR technology through import and develops the Advanced Heavy Water Reactor for utilising Thorium by 2020.

    * It is assumed that India will be able to import 8,000 MW of Light Water Reactors with fuel over the next ten years.
  • Arijit | 61.95.144.123 | ১৮ জুলাই ২০০৮ ১০:৩৭392786
  • শুভজিতকে - http://www.thehindu.com/2006/12/16/stories/2006121616171500.htm

    ওপরে যে কথাগুলো লিখলাম সেগুলো প্ল্যানিং কমিশনের ডকুমেন্ট থেকে নেওয়া। আমার ধারণা বামপন্থীরা এর ওপর ভিত্তি করেই যুক্তি তৈরী করেছে। এবার সেটা ঠিক না ভুল সেটা আমার পক্ষে খুব বেশিদূর বোঝা সম্ভব নয়।

    তবে অন্য যে যুক্তিটা - মানে বিদেশনীতি ইত্যাদি নিয়ে - সেখানে আমি একমত।
  • shrabani | 124.30.233.101 | ১৮ জুলাই ২০০৮ ১১:১৭392787
  • ইন্ডিয়ার নিউক্লিয়ার প্রোগ্রামের তিনটি স্টেজ আছে,

    Ist - PHWR (Pressurized Heavy Water Reactor)s using Natural Uranium as fuel and producing Plutonium which is recovered in reprocessing plants for initiating the 2nd Stage

    IInd - Fast Breeder Reactors using Pu as fuel and breeding Pu and 233U.

    IIrd - Thorium-233U based reactors viz.
    Advanced Heavy Water Reactor (AHWR) in the third stage (Thorium based).
    Moderator -
    এঅয় য়তের অত লোয় প্রেস্‌সুরে
    ঊলন্ত - ইঘ্‌ত য়তের
    উএল - ঠ-ঊ-২৩৩ ওক্ষিদে প্লুস উ-ঊ-২৩৩ ওক্ষিদে
    রোতোতে্‌য়্‌প অস্ত রীদের ঋএঅতোর (ঋ) স্তর্তেদ অত অল্পক্কম (২০০৪-২০১০)
    উএল - ঊরনিউম-উ অর্বিদে (থে রেঅতোর-গ্রদে উ বেইঙ্গ রোম ইত্‌স এক্ষিস্তিঙ্গ ঋস) অন্দ য়িথ অ থোরিউম ব্লনে্‌কত তো ব্রীদ ইসি্‌সলে ঊ-২৩৩।

    বর্তমানে ইন্ডিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চিত্র।

    রানিং প্ল্যান্টস -4120 MW (2.9%):

    BWR
    তারাপুর (১,২) - 2 X 160 MW

    PHWR
    রাওয়তভাটা (১,২) - 100MW, 200MW
    কল্পক্কম (১,২) - 2 X 220 MW
    নারোরা (১,২) - 2 X 200 MW
    কাকরাপার (১,২) - 2 X 220MW
    কাইগা (১,২) - 2 X 220 MW
    রাওয়তভাটা (৩,৪) - 2 X 220MW
    তারাপুর (৩,৪) - 2 X 540MW
    কাইগা (৩) - 220 MW

    কনস্ট্রাকশন স্টেজে আছে,
    কাইগা (৪) - PHWR - 220MW
    রাওয়তভাটা(৫,৬) -PHWR - 2 X 220MW
    কুন্দকুলম - PWR - 2 X 1000MW
    ইলেভেন্থ প্ল্যানে নিউক্লিয়ারের ক্যাপাসিটী অ্যাডিশন হবে 3380 MW (4.4%)

  • shrabani | 124.30.233.101 | ১৮ জুলাই ২০০৮ ১১:২২392789
  • **
    Moderator - Heavy water at low pressue
    Coolant - Light water
    Fuel - Th-U-233 oxide + Pu-U-233 oxide

    Prototype Fast Breeder Reactor (PFBR)
    Started at Kalpakkam (2004-2010)

    Fuel - Uranium -Pu Carbide (the reactor grade Pu being from its existing PHWRs) and with a thorium blanket to breed fissile U-233
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন