এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৪২ এ কে কত ? : পব ভোটের প্রেডিকশন টই

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৯ | ৯৫৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৬:১৫383774
  • ঈশানদা, তিনো ভোটে কিন্তু তেমন পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় বাহিনী থাকায় আর ৭ ফেজে ভোট হওয়ায় কিছু ভুয়ো ভোট হয়তো কমেছে।

    বামেরা লাফাচ্ছে দুটো কারণেঃ ১) তিনো শেষ হবে এটা ভেবে। এর ফলে মাইনরিটি ভোট অনেকটা ফিরে আসবে বামে। ২) বিজেপি এবারে বামেদের যে ভোটটা পেয়েছে, সেটাও ফিরে আসবে আশা করছে।

    এসব হলে, ২০২৬এ বামেরা ফিরে এলে, তবুও বুঝলাম। কিন্তু বিজেপিও যে একই মডেলে মারদাঙ্গা করে ভোট করাবে সেটা ভুলে গেলে চলবে না।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৬:১৮383775
  • "ফোরগ্রাউন্ডে হ্যাঁ-দিদি/না-দিদি মোডেই " যদি ভোট হয়ে থাকে, তাহলে তো দিদির ভাইদের অত্যাচার এ তিতি বিরক্ত হয়ে আম পাবলিক যাকে ভালো মনে করেছে বা যে পাল্টা দিতে পারবে মনে করেছে তাদের এনেছে।

    তাহলে আর বামেদের আঙ্গুল দেখানো কেন ? এতো জাস্ট 2011 এর রিপিট হতে চলেছে। তখন যদি "যে আসে আসুক, সিপিএম যাক " স্ট্যান্ড ঠিক ছিল , তাহলে ২০১৯ বা ২০২১ এ "যে আসে আসুক , মমতা যাক" স্ট্যান্ড -ও ঠিক আছে। যা হচ্ছে হোক।
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৬:৫২383776
  • বিজেপি জেতায় বাম পক্ষ লাফাচ্ছে এটা আরেক নতুন ধরণের গপ্প বাজারে ছাড়া হচ্ছে। আমি যেমন বিজেপি ভাল ফল করার কারণে ভীষণ অবসন্ন বোধ করলেও মানস ভুইঞা, অর্পিতা ঘোষ, বেনজির নুর, মুনমুন সেন জাতীয় জঞ্জালগুলো হারার জন্য না লাফিয়ে পারছি না।

    যারা চকলেট খাওয়া অনশন মঞ্চে বিজেপির নেতাদের উপস্থিতি নিয়ে, কিংবা কংগ্রেসের ভোট কেটে বিধানসভায় দিলীপ ঘোষকে জিতিয়ে আনা নিয়ে রা কাড়ে নি তাদের মুখে এখন কোন আপ্তবাক্য শোভা পায় না।

    অন্যদিকে আরো লাফাব যদি সিঙ্গুরে কারখানা হয়। সে লকেট কিংবা পকেট যেই করুক না কেন।

    রিজানুরের মৃত্যুর সময় থেকে যারা শয়্তানের চ্যালার উত্থানে মদত দিয়েছিল তারা এখন শয়তানের অব্শ্যম্ভাবী উত্থানের পরে কিছুদিন অন্ততঃ মুখ বন্ধ রাখুক।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৭:০৫383777
  • আহা , মুনমুন সেন কে কিছু বলবেন না PT -দা । ওনার ন্যাকা ন্যাকা মাস্টারপিস গুলো মিস করবো বড়ো। প্রার্থনা করি যেন উনি বেড টি সকাল সকাল পান।

    আজকের তিনোদের তথাকথিত পর্যালোচনা মিটিং এ মমতার স্পিচ : (স্যাম্পল ভিডিও )



    :) :)
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৭:১৩383778
  • ঐ মিটিংয়ের একটা ক্লিপে দেখলাম উনার একদিকে সব মহিলা এমপিরা, অন্যদিকে সব পুরুষ এমপিরা।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৭:১৯383779
  • আজকের আবাপর কভার পেজ এ ওনার ছবিটা কিন্তু হেভি দিয়েছে । গরু হারালে কিরকম রিঅ্যাকশন হয় হয়তো সবাই দেখেছেন , এ একেবারে গরু গুতালে কেমন লাগে তার রিঅ্যাকশন।

    https://www.anandabazar.com/state/general-election-results-2019-bjp-gained-huge-ground-over-tmc-in-kolkata-1.996973
  • বা: | 670112.193.011223.188 | ২৫ মে ২০১৯ ০৭:২১383780
  • ইসান কখন মুখ খুলবে কখন বন্ধ করবে সে পাঠকবাবু বলে দেবে। এলসি থেকে সব কন্ট্রোল করার পুরনো ওভ্যেস?
    নিজে খড়গপুরে থেকে সেখান থেকে ঢিলিপকে জিতিয়ে অন্য জায়গার লোকে কেন হারাল না বলে চেচান ভন্ডামির গ্রান্ড ক্যানিয়ন।
  • Du | 7845.184.90045.227 | ২৫ মে ২০১৯ ০৭:২৮383781
  • ভোটাররা কিন্তু আস্ত একেকটা লোক ঠিক পারসেন্টে বাড়া কমার জিনিস নয়।
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৭:৪০383782
  • "যারা চকলেট খাওয়া অনশন মঞ্চে বিজেপির নেতাদের উপস্থিতি নিয়ে, কিংবা কংগ্রেসের ভোট কেটে বিধানসভায় দিলীপ ঘোষকে জিতিয়ে আনা নিয়ে রা কাড়ে নি তাদের মুখে এখন কোন আপ্তবাক্য শোভা পায় না।"

    ওরা কারা? ওদের নাম কি?

    "রিজানুরের মৃত্যুর সময় থেকে যারা শয়্তানের চ্যালার উত্থানে মদত দিয়েছিল তারা এখন শয়তানের অব্শ্যম্ভাবী উত্থানের পরে কিছুদিন অন্ততঃ মুখ বন্ধ রাখুক।"

    ওরা কারা? ওদের নাম কি?
  • PM | 018912.210.012323.15 | ২৫ মে ২০১৯ ০৭:৪২383784
  • দিদির কাজ কম্ম তোষ্ন বেপারটাকে হাইলাইট করে দিয়েছে জনমানসে। আথচ সংখ্যালঘু দের চাকরী বারে নি, উপার্জন বারে নি। প্রচারের জন্য কিছু কসমেটিক দাক্ষিন্য দেখানো হয়েছে-- সেই প্রচার সংখ্যা লঘুরা কতোটা বাই করেছে জানি না-- কিন্তু সংখ্যাগুরু রা দারুন প্রাভাবিত।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৭:৫৩383785
  • আচ্ছা, জিতছে বিজেপি, আর একটার পর একটা জায়গায় সিপিএম এর পার্টি অফিস খোলা হচ্ছে।৷ সে খোলা হচ্ছে, ভাল হচ্ছে, তিনোরা বন্ধ করিয়েও খুব খারাপ কাজ করেছে, কিন্তু এটা হচ্ছে কীভাবে?
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৭:৫৫383786
  • ওসব কসমেটিক দাক্ষিণ্য মাননীয়া ও নিজের প্রচারের জন্যেই করেছিলেন, কোনো মহৎ উদ্দেশ্যে নয়। সংখ্যালঘু দের চাকরী, উপার্জন এসব বাড়ানোর কোনো লং টার্ম প্ল্যান ওনার কোনোকালেই ছিল না। ভোটব্যাংক টার্গেট টাই আসল।

    এবার যত্নে বানানো ন্যারেটিভ টার যে পাল্টা আর একটা ন্যারেটিভ বা রিঅ্যাকশন হতে পারে, সেটা তেনার হিসেবে ছিল না। সুতরাং খাল যখন তিনি নিজের হাতে কেটেছেন, সেটা বোজানোর দায়িত্ব তাও তারই। ওই সব বামের ভোট রাম এ কাঁদুনি গেয়ে লাভ নেই।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৭:৫৮383787
  • সেসব সিপিএম পার্টি অফিস যে দিদির ভাই এরাই লোক দেখানোর জন্য খুলছে না , সেটা কেও জানে ? এক সময় নিজেরাই তালা লাগিয়েছিল তাতে। এখন পাল্টা ঘা পড়তেই চৈতন্য ফিরছে হয়তো।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৮:০০383788
  • না না, সিপিএম এর লোকজনই শেয়ার করছেন। মানে পার্টি করা লোকজন।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৮:০১383789
  • লাল পতাকা দিয়ে ভরিয়ে দখলের ছবি।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৮:১২383790
  • আর এই নিন,

    মাকুদা: হিংস্র ফ্যাসিবাদী শক্তির জয় দেখে এত উল্লাস করছিস পঞ্চা? জানিস এরপর কী হবে? তোদের নিরামিষ খেতে হবে, মদ ব্যান হয়ে যাবে...

    পঞ্চাদা: ধরে নিলাম তোমাদের এইসব বালছাল ফিয়ারমঙ্গারিং সব সত্যি। কিন্তু তার পরেও, আমি তোমার মতই শহুরে এলিট মধ্যবিত্ত। আমার বিফরোল আর হুইস্কি খাবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বাঙালীর নিরাপদে ঘরে ফেরা তার কাছে বেশি জরুরি তো বটেই, এমনকি আমার কাছেও বেশি জরুরি। আমি তো তোমাদের মত শুয়োরের বাচ্চা হতে পারিনি এখনও।

    মাকুদা: তাহলে তুই মেনে নিচ্ছিস...

    পঞ্চাদা: হ্যাঁ। বিরিয়ানি দরকার, কিন্তু ভিটেমাটি তারও আগে দরকার।
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৮:১৯383791
  • কি আজব সব জাস্টিফিকেশান রে বাবা! সিপিএম সমর্থকরা এভাবে নিজেদের জাস্টিফাই করছে?
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৮:২৫383792
  • সিপিএম কাকে কোথায় কি জাস্টিফাই করলো আবার ? ভোট ইস্তক তো দিদির ভাই দেরই শুধু নাকে কান্না শোনা যাচ্ছে যে বামের ভোট রামে চলে গেলো।
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৮:২৭383795
  • এই যে পাই ম্যাডাম একটা মেমে পোস্ট করলেন?
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৮:২৭383793
  • বামেরা জিতেছে কেন? সিপিয়েম রিগিং করেছে বলে।
    কঙ্গ জিতেছে কেন? সিপিএম জোট করেছে বলে।
    তিনো জিতেছে কেন? সিপিএম হেরেছে বলে।
    বিজেপি জিতেছে কেন? সিপিএম জিতিয়ে দিয়েছে বলে।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৮:২৯383796
  • তার মানে কি ডিসি ধরে নিলেন মেমে পোস্ট করা মানেই ওটা সিপিএম এর জাস্টিফিকেশন ?
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৮:৩১383797
  • আরে এত চিন্তার কি আছে?
    বামেরা এতদিন তিনোর হাতে পেটানি খাচ্ছিল, আর কিছুদিন পরে বিজেপির হাতে খাবে। মারীচ হয়ে যদি মরতেই হয় তো রামের হাতেই মরা ভাল। অন্ততঃ ওপরে গিয়ে দাবী করা যাবে একটা লুম্পেন পার্টির বদলে একটা পোকিত ফ্যাসিস্ট দলের হাতে খুন হয়েছে। সে কারণে অক্ষয় স্বর্গবাসের দাবীও তোলা যেতে পারে।।
  • PM | 342312.108.454523.216 | ২৫ মে ২০১৯ ০৮:৩৮383798
  • "ওরা কারা? ওদের নাম কি?"---

    ডিসি বাবু সিঙ্গুরমন্চ আলো করতে আসা আর নন্দী গ্রাম/জঙ্গল মহলে উস্কানি দেওয়া হুস হু দের লিস্টি নেট এ অ্যাভেলেবল তো ?

    আর গুরুর খবর জানতে চাইলে সিঙ্গুর নন্দী গ্রামের টই রিভিসিট করুন-- এখন যারা হাত পা ছুড়ছেন তাদের অনেক হাড় হিম করা পোস্ট পাবেন।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৮:৪১383800
  • সিপিএম এর পার্টি অফিস খোলার রহস্যটা একটু বোঝান কেউ।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৮:৪১383799
  • যা হচ্ছে হোক। মমব্যান নিজের কাটা খালে নিজেই পড়ে হাবুডুবু খেলে খাক, কার কি এসে গেলো। এমনিতেই পব তে লোকে কোন সগ্গে আছে যে চিন্তায় মরবে।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৮:৪৩383802
  • সিপিএম তো বেশিরভাগই বিজেপি আসলে আসুক মোডে। অনেকে আবার বিজেপিই আসুক মোডে। বেশ হয়েছে ভোট বিজেপিতে গেছে, বিজেপি জিতেছে মোডে।
    ভাল। এটা অবশ্য আগুন নিয়ে খেলা হচ্ছেনা।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৮:৪৫383803
  • দমদি, এরকমই সব ছবি ঃঃ(

    দলের সংগে ভালভাবে যুক্ত লোকজন উল্লাস করে শেয়ার করছেন!!

    এটা নিজেদের পায়েই কুড়ুল মারা, বোঝা কি এতই কঠিন!!
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৮:৪৭383804
  • পিএমদা, আমি পিটিদাকে প্রশ্নট করেছি কারন পিটিদা বারবারই নাম না করে "মুখ বন্ধ রাখুক" বা "আপ্তবাক্য শোভা পায়না" টাইপের স্টেটমেন্ট দিয়ে থাকেন। আমি মনে করি যাদের নামে অভিযোগ তাদের নাম করার সৎসাহসটুকু থাকা উচিত। গুরুর কারুর বিরুদ্ধে অভিযোগ থাকলে নাম করেই বলা উচিত, যেমন "পিএম, ডিসি আর ঈশান তখন অনেক হাড় হিম করা পোস্ট করেছিল, এখন কিছুদিন চুপ থাকুক" (এখানে পিএম, ডিসি আর ঈশান প্লেসহোল্ডার মাত্র)। সেটা না করে হাওয়ায় ভাসানো অভিযোগ এনে এরকম ফরমান বারবার দিতে থাকাটা স্রেফ নোংরামো।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৮:৪৯383807
  • ভালো তো। ২০১১তে তো সব্বাই বামেদের তাড়িয়েছিলো। এখন বামেরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল বেলচা উইকেট যা খুশি মারুক। দিদির সমর্থকদের তো খুশি হওয়ার কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন