এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৪২ এ কে কত ? : পব ভোটের প্রেডিকশন টই

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৯ | ৯৫৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Hmm | 561212.97.892312.131 | ২১ মে ২০১৯ ২২:০৯384060
  • দার্জিলিং এ রাজু বিস্ত বিজেপির হয়ে দাঁড়িয়েছে এবং জিতবেও।
  • pi | 7845.29.236712.38 | ২৩ মে ২০১৯ ০৯:১৯384061
  • পবর বিস্তারিত আপডেট দিন কেউ!

    বিজেপি তো ১০+ হয়ে যাবে মনে হচ্ছে!
  • PM | 018912.210.012323.15 | ২৩ মে ২০১৯ ০৯:২১384062
  • তিনো ১৮, বিজেপি ৮
  • pi | 7845.29.236712.38 | ২৩ মে ২০১৯ ০৯:২৩384063
  • বিজেপি কোথায় কোথায়?
  • S | 458912.167.34.76 | ২৩ মে ২০১৯ ০৯:২৯384064
  • বিজেপি ৪৩% ভোট পেয়েছে। বামেরা ৭% ভোট।
  • pi | 2345.110.9004512.8 | ২৩ মে ২০১৯ ০৯:৪৫384065
  • বিজেপি তো ২০-২৫ পেয়ে যাবে মনে হচ্ছে!
  • PT | 340123.110.234523.23 | ২৩ মে ২০১৯ ১৩:০৩384066
  • সেই জ্যোতিষী ভদ্রলোককে আদ্দেক টিয়াশ্রী আর একটা লঙ্কা দেবেন।
  • এলেবেলে | 230123.142.9001212.36 | ২৩ মে ২০১৯ ১৪:০৬384067
  • আমার পেত্তম থেকেই অই নদোর কাচানঙ্কার ওপোর বড্ডো নোভ। আমি কি ভাগ পাব? বাম-রামের গ্রাউন্ড রিয়্যালিটির কতা আমিই পেত্তম বলিচি। বলি আমার কি একটা নক্কা ভাগে পড়ে না হিসেবমতো?
  • pi | 4512.139.122323.129 | ২৩ মে ২০১৯ ১৬:৫৫384068
  • শেষ রাউণ্ডে কিছু সিট ঘুরছে,

    ওদিকে মমি হারল।
  • pi | 4512.139.122323.129 | ২৩ মে ২০১৯ ১৬:৫৯384070
  • আলুওয়ালিয়া এই শেষবেলায় ১৫০ এ পিছোলেন!

    কিন্তু ইনিও জিতছিলেন! ( বা এখনো জিততে পারেন!!)
  • pi | 4512.139.122323.129 | ২৩ মে ২০১৯ ১৭:১৬384071
  • ২৩-১৮!

    বিদ্যাসাগর না থাকলে তো ১৮-২৩ হত মনে হয়। ২৩ ই অমিত শাহের টার্গেট ছিল না? কী ক্যালকুলেশন!
  • রঞ্জন | 238912.68.3423.138 | ২৩ মে ২০১৯ ১৭:২৩384072
  • দেখা যাচ্ছে সবচেয়ে সঠিক প্রেডিকশন দেবু'র।
    বাম ভোটের প্রতিশত ৩০% থেকে কমে ১০% এর নীচে গেল, কোথায় গেল?
    আর বিজেপি ১৫% থেকে বেড়ে ৪০% ছুঁয়ে গেল!
  • Ishan | 2312.106.9002323.218 | ২৩ মে ২০১৯ ১৯:১২384073
  • পুরো ফলাফল আসেনি। এলে বিশদে লিখব। কিন্তু আপাতত খুবই পরিষ্কার, যে, বাংলায় ভোট হয়েছে হ্যাঁ-দিদি/না-দিদি প্রশ্নে। ব্যাপারটা পরিষ্কার, কারণ তৃণমূল মোটামুটিভাবে তাদের শতাংশ ধরে রেখেছে। কিন্তু দিদি বিরোধী ভোট, যেভাবে এক জায়গায় জড়ো হয়েছে, তা থেকেই পরিষ্কার, যে খুব স্পষ্ট ব্লক ভোটিং হয়েছে। বহু জায়গায় দ্বিতীয় হওয়া দলের কোনো সংগঠন ছাড়াই দলটি ভোট পেয়েছে, কারণ ভোটাররা দিদি-বিরোধী ভোট ওখানেই দিয়েছেন। ওই দল, অর্থাৎ, বিজেপিকেই কেন দিদি-বিরোধী ভোটাররা বেছেছেন, তার কৃতিত্ব দলটির হতে পারে, তাদের কেন্দ্রীয় ক্ষমতায় থাকা হতে পারে, আরও নানা জিনিস হতে পারে, কিন্তু তারাই প্রকৃত দিদি-বিরোধী হিসেবে পরিলক্ষিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই।

    দ্বিতীয় যে জিনিসটিও পরিষ্কার, যে, সিপিএমের ভোট ব্লক হিসেবে বিজেপিতে গেছে। এটা শুধু কিছু সমর্থকের কান্ড নয়, ভোটের শতাংশ সর্বত্র এক ঝটকায় এক অঙ্কে ( পাঁচ না সাত শতাংশ এখনও নিশ্চিত না) কমে আসতে গেলে নিচের তলার সংগঠক, কর্মী, সংগঠক এমনকি সম্ভবত নেতাদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হয়। সেটা হয়েছে বলেই আন্দাজ করা যাচ্ছে। নইলে কিছু কেন্দ্রে, ধরা যাক যাদবপুরে বিকাশ ভট্টাচার্যকে সরিয়ে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসার আর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছেনা।

    ফলে যা দাঁড়াচ্ছে, মমতা এবং তাঁর দলবলের উদ্ধত অগণতান্ত্রিক আচরণে একটি জনগোষ্ঠী ক্ষুব্ধ। তাদের মধ্যে কিছু তথাকথিত 'সাধারণ মানুষ' আছেন এবং কিছু ট্র্যাডিশনাল বাম কর্মী, ভোটার ইত্যাদিও আছেন। এবং তাঁরা একযোগে বিজেপিকে মমতার বিকল্প ভাবছেন, সিপিএম বা বামদের নয়।
  • dc | 342323.228.783412.192 | ২৩ মে ২০১৯ ১৯:৫৮384074
  • আমি আবার ভাবতাম বামপন্থীরা আর যা হোক, বিজেপিকে কিছুতেই ভোট দেবে না। তা ভালো, সিপিএম নেতা-কর্মী-সদস্যরা নতুন নতুন স্ট্র্যাটেজি বানাচ্ছে।
  • PT | 340123.110.234523.25 | ২৩ মে ২০১৯ ২০:২৪384075
  • কত লোকেই যে কত কিছু ভুল ভাবত সিপিএমের সম্পর্কে এতদিন.....better late than never.
  • Ekak | 340112.124.566712.185 | ২৩ মে ২০১৯ ২০:২৬384076
  • ডিসি , এটা হুটহাট লাস্ট মোমেন্ট এ হয়নি । দেখো , আমি মাসছয়েক না তার ও আগে এখানে লিখেছিলুম যে আমার কয়েকজন কলকতার বন্ধু আলোচনা করছে যে এবার তারা বিজেপিতে দেবে । দীর্ঘ সলতে পাকানো আছে এর পেছনে ।

    আমি অবশ্য এতে কোনো দোষ দেখিনা । ভোটারের "কমিটমেন্টে " বিশ্বাসী নোই ।
  • dc | 342323.228.783412.192 | ২৩ মে ২০১৯ ২০:৩৬384077
  • একক, আমি এটা বেশ কিছুদিন ধরেই শুনছি। কালকাতার আত্মীয় বন্ধুদের সাথে কথাবার্তা হতো, অনেকেই বলেছে যে শোনা যাচ্ছে সিপিএমের লোকেরা নাকি বিজেপিকে ভোট দিচ্ছে বা দেবে। এতোদিন এগুলো গুজব বলে উড়িয়ে দিতাম, বা ভাবতাম খুব কম কিছু জায়গায় অল্প কিছু সমর্থক হয়তো এরকম করতে পারে। এবারের মতো এভাবে স্ট্র্যাটেজিক ভোটিং হবে আর এন ব্লক বাম সমর্থকরা বিজেপিকে ভোট দেবে, ভাবিনি।

    আর ভোটারের কমিটমেন্টে অবশ্যই বিশ্বাস করিনা। তবে কিনা আরেসেস সমর্থকরা কি কোন রাজ্যে এন ব্লক বামপন্থীদের ভোট দেবে? সেরকমই বাম সমর্থকরা আরেসেসকে ভোট দিয়েছে ভাবতে বেশ কষ্ট হচ্ছে।
  • Du | 237812.58.560112.24 | ২৩ মে ২০১৯ ২০:৩৭384078
  • তাহলে সিপিএম ই দেখ্ছি জিতেছে, তাই তো?
  • PM | 018912.210.012323.15 | ২৩ মে ২০১৯ ২০:৪৯384079
  • বাম ভোট বিজেপিতে গেছে এটা অস্বীকার করার জায়গা তো নেই আর। কিন্তু এটা সতঃস্ফুর্ত সাইকোলজিকাল/ বিহেভিয়েরাল প্যাটার্ন না দলের স্ট্র্যেটেজি সেটা বোঝা মুস্কিল।

    যদি স্ট্র্যটেজি হয় তাহলে কোন লেভেল এ র ডিসিসন? --ওপোরের লেভেল , মাঝের লেভেল না তলার লেভেল? স্ট্রেটেজি হিসেবে মারাত্বক হাই রিস্ক গেম --- যে ক্লাস কোলাবরেসন মধ্যপন্থী বামেদের স্ট্রেন্থ ছিলো, ৩৪ বছর থাকার পেছনে অন্যতম রসদ ও ছিলো--- সেটা ছত্রাখান হয়ে যাবে/গেলো যা আর কোনোদিন আগের জায়্গায় আসবে কিনা বলা অসম্ভব।
  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২০:৫৩384081
  • আর প্রেডিকশনের দরকার নেই। এবার রেজাল্ট। তিনো ২২-বিজেপি ২-কং ১ (ডালু)-বাম ১৭।
  • pi | 7845.29.457812.66 | ২৩ মে ২০১৯ ২১:২০384082
  • দিলীপ ঘোষ শুনুন এখন। এরপরেও ভয় না পেলে...
  • - | 7845.31.900900.89 | ২৩ মে ২০১৯ ২১:৫০384083
  • বামেরা গতবারে কটা পেয়েছিল, মানে বিজেপিকে নিজেদের সিট দিয়ে দিল কিনা ২০২৬ লং টার্ম চিন্তা করে! মমতা এতবার চাওয়া সত্বেও বাম ভোটাররা ওনাকে ভোট দিল না, তা বলে কি প্রেম দেবনা গাইতে গাইতে, (যতই মারো ঘরছাড়া করো ইত্যাদি) সে কিন্ত বেশ হত!
  • Amit Sengupta | 340112.227.900900.11 | ২৩ মে ২০১৯ ২১:৫৭384084
  • বিকাশ ভট্টাচার্য ছাড়া সব সিপিএম প্রার্থীর জামানত জব্দ। কেউ আর এদের ভরসা করতে পারেনা। আমরা বাম শক্তিকে current affairs এ খবরে পড়েছি, এবার ছেলেমেয়েরা সিপিএমের কথা history quiz এ জানবে।
  • pp | 9004512.142.340112.12 | ২৪ মে ২০১৯ ০১:১৬384085
  • যদি history পড়াতে দেয়।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ০৫:৫১384086
  • ্দেবে; অন্য হিস্ট্রি। তাতে মোগলপাঠানের বিরুদ্ধে রাজপুত-মারাঠাদের বীর গাথা থাকবে। হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ আসলে জিতেছিলেন লেখা শুরু হয়ে গেছে। বৃটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম একপাতায় শেষ হবে। তাতে আদ্দেক পাতা জুড়ে সাভারকরের মহিমা। কমিউনিস্টদের নিয়ে ্শুধু একটা লাইন-- ওরা নেতাজিকে 'তোজোর কুকুর, কুইসলিং' এইসব বলেছিল।
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০৬:০৯384087
  • কি রকম একটা অদ্ভুত লাগছে কালকে থেকে। চেনা লোকজন পাল্টে গেছে , গত কয়েক বছর ধরেই দেখছি, কিন্তু পুরো দেশটাই যে এভাবে পালটে গেছে, সেটা বুঝতে ভুল হয়েছিল। ২০১৪ যদি নন ইনকামব্যান্সি হয়েও থাকে, ২০১৯ কোনো হিসেবে মিলছে না। গত দু এক বছরের রাজ্য ওয়ারী ইলেকশন এর সব হিসেবে উল্টে গেছে।

    এই বিরাট সিঙ্গেল মাইন্ডেড আর অর্গানাইজেড জাগারনাট এর এগেইনস্ট র দাঁড়ানোর মতো ন্যারেটিভ এই মুহূর্তে সেক্যুলার মাইন্ডেড লিবারেল দের জাস্ট নেই। হতাশা না , জাস্ট বাস্তব।
  • pp | 9004512.142.340112.12 | ২৪ মে ২০১৯ ০৬:১৬384088
  • এই ন্যারেটিভ এর ও এক্টা এক্সপায়ারি ডেট আছে তবে তা কদ্দিন জানি না।
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০৬:২৮384089
  • পাঁচ বছর যে নয়, তার বেশি হবে সেটা তো কালকে বোঝা গেলো
  • Atoz | 125612.141.5689.8 | ২৪ মে ২০১৯ ০৬:৪৪384090
  • না না, আরো অনেক আগের থেকেই। সেই গণেশের দুধ খাওয়ার আমল মনে নেই?
  • Ishan | 89900.222.34900.92 | ২৪ মে ২০১৯ ০৬:৪৭384092
  • বিজেপির ন্যারেটিভের জবাব সেকুলাররা কীকরে দেবেন? অন্তত বাংলায়? একটা দেশ দুই ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, মুসলমানদের দেশ পাকিস্তান/বাংলাদেশ, এবং হিন্দুদের দেশ ভারত। অতএব ভারতকে হিন্দুদের দেশ বানাও, মুসলমান তাড়াও, বাংলাদেশী তাড়াও। ইত্যাদি। দেশভাগের ন্যারেটিভকে যারা সক্রিয়ভাবে সমর্থন করেছে, তারা কী উত্তর দেবে এর?

    এই 'ভারত' হল বিজেপির পোটেনশিয়াল ন্যারেটিভ। জন্মের দিন থেকেই। বিকল্প ন্যারেটিভ আছে। সেটা সো কলড 'সর্বভারতীয়' নয়, 'আঞ্চলিক' । দেশভাগের পাপ কে পাপ হিসেবে স্বীকার করে। সেসবের ধক বাম, ডান লিবারাল কারোরই নেই। তাঁরা হিন্দ্--হিন্দু-হিন্দুস্তান ন্যারেটিভকে স্বীকার করেই আছেন। আর বিকল্প ন্যারেটিভ আছে কোথায়? পাপ করেছিলেন ৪৭ এ, সে তো চিরকাল চাপা থাকবেনা, কোনো একদিন কম্বল ফুঁড়ে বেরোবেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন