এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৪২ এ কে কত ? : পব ভোটের প্রেডিকশন টই

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৯ | ৯৫৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.15 | ২৬ মে ২০১৯ ০৭:১৭383974
  • আশা করি RR তাঁর প্যাথলজিকাল সিপিএম বা বাম বিরোধীতার চশমাটা খুলে ঠিক-ঠাক চশমা চোখে দিয়ে পব-র ফলাফল নিয়ে আলোচনা করবেন।
  • Du | 7845.184.90045.227 | ২৬ মে ২০১৯ ০৭:২১383975
  • আরেসেসকে আইনী রাখা কেকেকে বা আইসিস কে রাখার মতই। নিরুপদ্রবে সত্তর বছর ধরে বেড়েছে এক বিষবৃক্ষ হেট বেসড সংগঠন। সব মত তো মত প্রকাশের স্বাধীনতার ভালো ব্যবহার করে না।
  • Ishan | 457812.221.45.5 | ২৬ মে ২০১৯ ০৭:২১383976
  • ২০১১ য় সিপিএমের পতন হয়েছিল, এক্স্যাক্ট মনে নেই, ধরুন ৫% সুইং এ। সংসদীয় গণতন্ত্রে সেটা একটা বিরাট ব্যাপার। যদি ২০% সুইং হয়, যে কোনো দলেরই, সেটা স্বাভাবিকের চেয়ে অনেক অনেক বেশি, এ খুব স্বাভাবিক ভাবেই শিরোনাম হবে। ইচ্ছাকৃত কিনা সে প্রশ্ন উঠবে।
    এমন একটি সুইং এর সম্ভাবনা ভোটের আগে নানা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল। গুরুতেও এমন একটি লেখা বেরিয়েছিল। সে বিষয়টি সিপিএম নেতৃত্ব অস্বীকার করেন। নানা মহল থেকে অপপ্রচার ইত্যাদি বলে দাবী করা হয়। কিন্তু ভোটের পর দেখা যাচ্ছে সম্ভাবনাগুলি ঠিকই বলা হয়েছিল।

    এই পুরো বিষয়টি এমনিতে কৌতুকজনক হত, কিন্তু আমার নিজের ঠিক অতটা কৌতুক জাগছেনা। কিন্তু বিষয়টা অনুসন্ধানযোগ্য বলেই মনে হচ্ছে। কিন্তু মজা হচ্ছে যে মহল থেকে এই সুইংকে ভোটের আগে অপপ্রচার বলে দাগানো হচ্ছিল, সেই একই মহল থেকে, দেখছি, এই সুইংকে জোর গলায় জনগণের ইচ্ছা বলে দাগানো হচ্ছে। জানিনা, হয়তো কথাটা সত্যি, হয়তো নয়, কিন্তু সন্দেহ তো হচ্ছেই। আমার মতো কেউ মুখ ফুটে বলছেন, কেউ বলছেননা, কিন্তু হচ্ছে তো বটেই। এত আলোচনার সেটাই কারণ। ভোটের রাজনীতিতে এলে তো এটুকু হবেই।
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৭:৩০383977
  • সুইং ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, ঘুষ খেয়ে হোক, ঘুষ দিয়ে হোক, যা হ্চ্ছে হোক না।, কার কি এসে গেলো ? যে যার ভোট দিয়েছে। এবার তিনুরা ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকতে পারলে থাকুক, না হলে বিদেয় হোক।

    "যে আসে আসুক" স্ট্যান্ড যদি 2011 - তে ঠিক থাকে, তাহলে ২০২১ ও ঠিকই থাকবে।
  • sm | 2345.110.783412.206 | ২৬ মে ২০১৯ ০৭:৩১383978
  • অবপ রিপোর্ট পড়ে যে এরকম স্টুপিড উপলব্ধি হবে জানতাম।
  • Atoz | 125612.141.5689.8 | ২৬ মে ২০১৯ ০৭:৩৫383979
  • এসএম, এই সুযোগ। এই তালে জমিগুলো ছাড়িয়ে নিন।
  • sm | 2345.110.783412.206 | ২৬ মে ২০১৯ ০৭:৪০383980
  • বাম ভোটার দের তো রাইট আছেই যাকে ইচ্ছা ভোট দেওয়ার।বিজেপি গণতান্ত্রিক পার্টি,তাঁকে ভোট দিতেই পারে।কুনো প্রবলেম নাই।খালি শাক দিয়ে হাঙ্গর ঢাকার চেষ্টাটা চোখে লাগছে।
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৯:০৪383981
  • কুলকে আবার নাকি রটাচ্ছে :

    ঋত্বিক ঘটকের "মেঘে ঢাকা তারা"-র সুপ্রিয়া দেবীর সেরা সংলাপ - "দাদা, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলুম" - এর পর কাল মমতার ভাষণে -"আমি মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে চেয়েছিলাম" বাংলা সিনেমার সর্বকালের দ্বিতীয় সেরা সংলাপ হিসেবে বিবেচিত হয়েছে।

    সুধীজন দলে দলে ওনাকে অভিনন্দিত করে আমোদিত হোন।
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৯:০৫383982
  • কুলোকে
  • PM | 891212.179.895612.2 | ২৬ মে ২০১৯ ০৯:১২383984
  • " কিন্তু চেয়ার আমাকে ছাড়তে চাইছে না " এই পার্ট না না থাকলে ডায়ালগ টা মারাত্মক অসম্পুর্ন--
  • lcm | 900900.0.0189.158 | ২৬ মে ২০১৯ ০৯:১৬383985
  • মমতা ব্যানার্জি-র পদ্ত্যাগ চাওয়ার খবরটা পড়লাম। উনি সিএম-এর পোস্ট থেকে পদত্যাগ করে তৃণমূল পার্টি প্রেসিডেন্টের পদে থাকতে চেয়েছেন, কারণ হিসেবে বলেছেন ঐ পার্টি ওনার নিজের হাতে তৈরি। কিন্তু ওনার ইচ্ছাপূরণ হয় নি, ওনার সিএম পদ থেকে পদ্ত্যাগের আবেদন খারিজ হয়েছে। কিন্তু কে খারিজ করল। উনি (সিএম) কি ওনার আবেদন নিজেকে(টিএমসি-প্রেসিডেন্ট) জমা দিয়ে, তারপরে নিজেই খারিজ করে দিলেন।
    কি কনফিউশন !
  • PM | 891212.179.895612.2 | ২৬ মে ২০১৯ ০৯:১৮383986
  • " ইচ্ছাকৃত কিনা সে প্রশ্ন উঠবে " দুঃখ জনক হলেও সত্যি , যে এই সম্ভাবনার অসরতা সম্পর্কে আমি আগে যতোটা নিশ্চিত ছিলাম। অনেকের সাথে কথা বলার পরে আর ততোটা নয় ঃ(

    আমার এটাও মনে হচ্ছে যে এই "স্ট্র্যাটেজির" সাথে একমত হতে না পারার কারনেই বুদ্ধ বাবু নিজেকে সম্পুর্ন ভাবে ভোটের ছোয়া থেকে বাচিয়ে রেখেছিলেন এবার
  • S | 458912.167.34.76 | ২৬ মে ২০১৯ ০৯:২২383987
  • দিদি কি মুসলমানদের দুধ দেওয়া গরু বললেন? আর লাথি খাওয়া মানে কি?
  • Amit | 012312.22.4590012.194 | ২৬ মে ২০১৯ ০৯:২৮383988
  • আরে রাহুল বাবা, মমতা ব্যানার্জী এনারা ওরকম অনেক বার রিজাইন করেন, আবার নিজেরাই নিজেদের ত্যাগপত্র ফিরিয়ে ন্যান। সত্যি কি যাবেন ? ও রকম মনে হয়।
  • pi | 7845.29.787812.164 | ২৬ মে ২০১৯ ০৯:৩০383989
  • আরে এই কথাটাই তো আগেও লেখা হয়েছিল, যেখানে বামেদের ভোট আছে, বিজেপি বেরয়নি। এটাই তো প্রতিপাদ্য ছিল। নেপালদেবের উদাঃ ই কোথাও লিখেছিলাম। আবার এটাঊ দেখার এরকম অনেক কেন্দ্রেই বামেদের ভোট যত কমেছে, বিজেপির ঠিক ততটা বেড়েছে। যেখানে বিজেপি বেরিয়ে গেছে, সেগুলো বিশেশ করে দেখুন।
    এবার আমি তো মনে করিনা, নেপালদেববাবু নিজে বিজেপিকে ভোট দিতে বলেছেন। বা পার্টি থেকে সর্বস্তরে নির্দেশ ছিল।
    কিন্তু ছোট মাঝারি কোন নেতা কিছু করেননি, এরকম নি, ভোটের পরে নানা পোস্ট পড়ে মনে হচ্ছেনা,
    আর এগুলো যে ঘটছে, তা নিয়ে পার্টির কেউ ওয়ালিবহাল ছিলেন না, এটা ধরে নিতে হলে তো ভাবতে হয়, জনসংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন!

    তৃণমূলের সন্ত্রাস, ঔদ্ধত্য, তোলাবাজির জবাব এসেছে, ভাল কথা, কিন্তু সেটার ফল তো বামে আসলে উল্লসিত হওয়ার কথা ছিল, এলে সত্যি ভাল হত, কিন্তু বিজেপিতে যাওয়ায় এই উচ্ছ্বাস চোখে লাগছে খুব।
    এরপরে বিরোধী হিসেবেও বামকে লোকে তো ধরবেই না আর। ক্ষমতায় বিকল্প ভাবতে পারা তো দূরস্থান। কং এর মত দলের সঙ্গে জোট নিয়েই যেসব বামসমর্থকের খারাপ
    লেগেছিল, তাদের বিজেপিতে ভোট ট্রান্সফারে এত উল্লাস!!
    তবে টি এর আগের পোস্টে একমত।

    একটা নমুনা। এগুলৈ ছড়িয়ে চলেছে।
    ---
    "আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, আমরা সবাই একটা ঐতিহাসিক খন্ড মুহূর্তের সাক্ষী। বাম জনতা তাদের নেতাদের আদেশ/ নির্দেশ অগ্রাহ্য করে, আমার আমার মতো পন্ডিতদের সাবধানবানী ফুৎকারে উড়িয়ে রাস্তায় নেমেছেন সেই ভোটের দিন থেকে। দর্শক হয়ে দেখে যান। বাম জনতার চাপা ও খোলা উল্লাস উপভোগ করুন। জীবন দু দিনের। স্বৈরাচার দুদিনের জন্য হলেও জনগণের কাছে পরাজিত। এতে উৎসব করবেন না তো কিসে করবেন ?

    জনগণের ম্যান্ডেট শব্দটার অর্থ বাতাসে ভেসে বেড়াচ্ছে।

    অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল

    জ্যোতি বাবু বেঁচে থাকলে তাঁর সেই অনুকরণ অতীত ভঙ্গিতে বলতেন "যা করেছে, বেশ করেছে""
  • Amit | 012312.22.4590012.194 | ২৬ মে ২০১৯ ০৯:৩৩383990
  • লাথি খাওয়া বলতে আবার বসিরহাট , মুর্শিদাবাদ এসব জায়গার শান্তিপূর্ণ রায়োট গুলোর রেফারেন্স দিলেন কিনা কে জানে । ওনার তো আবার ভাষণ নয় , বাণী । বুঝে নিতে হয় ।
  • dd | 90045.207.0156.100 | ২৬ মে ২০১৯ ০৯:৪৮383991
  • যতোটুকু পড়তে পেলাম, পীনার ভিজয়ন কিন্তু কেরল নিয়ে ভেঙে পড়েন নি। তার বক্তব্য (গণশক্তি থেকেও ক্রস চেক করলাম) লোকে ভেবেছে কংরেস কে ভোট দিলে কেন্দ্র থেকে বিজেপিকে সড়ানো যাবে, তাই কংরেসকে বিপুল ভাবে ভোট দিয়েছে।

    আরো বললেন যে সাম্প্রদয়িকতা ইস্যু হলে তো বিজেপি সবরীমালার থেকে এরকম হুলিয়ে হারতো না। (মানুষ তাইলে ছাঘোল নয়?)

    ত্রিপুরায় হারের পর (বিধানসভায়) মানিক সরকারও কিন্তু ব্লেম শিফটিং করেন নি। বলেছিলেন আর এস এস যে এতোটা সমাজের ভিতরে অনুপ্রবেশ করেছিলো আমরা সেটায় ওয়াকিবহাল ছিলেম না। লেম এক্সকিউস হতে পারে, কিন্তু ব্লেম শিফটিং নয়। এইবারেও ভোটের আগেই হুঁসিয়ারি দিয়েছিলেন অ্যান্টি তিনো ভোট যেন সমর্থকেরা বিজেপিকে না দেন।

    বলাই বাহুল্য, কোনোটারই লিং টিং নেই। বিশ্বাস হলে করবেন, না হলে নয়।
  • | 670112.220.896712.153 | ২৬ মে ২০১৯ ১০:০০383992
  • এদিকে আমি আবার দেখলাম একজন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মজার ব্যপার হল শিপিএমকে ফেরাতে যাদের তাড়াতে হবে তাদের মধ্যে 'গুরুচন্ডা৯'অ আছে। শুনলাম সে নাকি এক ফায়ার ব্র্যান্ড সিপিএম। তো সে পোস্ট (পোস্টের ss আসলে) পড়ে এই পাতার কিছু পোস্টকে নতুন আলোকে দেখছি।
    এদিকে আমি এ মক্কেলের নামও জানতাম না। অজ্জিত, আত্রেয়ীও দেখলাম চেনে।
  • T | 342323.191.2323.153 | ২৬ মে ২০১৯ ১১:০৯383993
  • ইনি ক্যালকমের মহাপুরুষ। :))
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ১১:৩৪383995
  • গুরু এত গুরুত্বপূর্ণ !
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ১১:৩৬383996
  • পাই, এটা তো সত্যিই ২০২৬-এ ফিরে আসার স্ট্র্যাটেজি হতে পারে - স্টেপ বাই স্টেপ, সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ সফল - উল্লাস হতেই পারে
  • S | 458912.167.34.76 | ২৬ মে ২০১৯ ১২:০৪383997
  • আমারো সেটা মনে হয়েছে। তিনো দল ভেঙে গেলে, মাইনরিটি ভোট ফিরে আসবে, কিছু তিনো ভোটও কঙ্গে ফিরে যাবে। এমনকি এই ২৫% ভোটের একাংশও ফিরে আসবে। কিন্তু এসব যদি না হয়, তাইলে খুব মুশকিল। তবে ২০২১এ দিদি টিঁকে গেলেও বিজেপি বাড়বে, সেই ব্যবস্থা দিদি অলরেডি করেই দিয়েছেন।
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ১২:১১383998
  • রাষ্ট্রপতি শাসন জারি করে এ বছর-ই বিধানসভা ভোট করার-ও সম্ভাবনা আছে
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ১২:১৩383999
  • পঞ্চায়েত নির্বাচনে ঐ লেভেলে গা জোয়ারি না করলে - কত হাজার সিট যেন আনকন্টেস্টেড, দিদি কিঞ্চিত অদূরদর্শিতা দেখিয়েচেন
  • Amit | 9003412.130.1278.63 | ২৬ মে ২০১৯ ১২:৪৩384000
  • যেকোনো গণতান্ত্রিক সরকারকে ফেলে রাষ্ট্রপতি শাসন কখনোই কাম্য নয়। তবে মমতার যা সব কীর্তি কলাপ, ওনাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করলে চোখের জল ফেলার লোক বেশি পাওয়া যাবে না।
  • | 670112.220.896712.153 | ২৬ মে ২০১৯ ১২:৪৬384001
  • ২০২০ তে বিধানসভা ভোট হবার ভাল সম্ভাবনা আছে।

    আচ্ছা অমিতদের সেই কে একজন খুব খাওয়াবেন বলেছিলেন, খাইয়েছেন তো?
  • PM | 7834.111.7890012.186 | ২৬ মে ২০১৯ ১৩:৪২384003
  • এদিকে সুব্রত বাবুর মতো হেভিওয়েট ও সিপিয়েম এর ভরসায় ভোট এ দাড়িয়েছিলেন দেখা যাচ্ছে।

    খুব রেগে গেছেন

    https://aajkaal.in/news/kolkata/surbroto-on-loss-gl2a
  • S | 458912.167.34.76 | ২৬ মে ২০১৯ ১৩:৫৫384004
  • এতো রাগের মধ্যেও হাসি হাসি মুখে জানিয়ে দিলেন যে উনি মুনমুন সেনের থেকে বেশি ভোট পেয়েছেন। ঃ))
  • Amit | 9003412.130.1278.63 | ২৬ মে ২০১৯ ১৪:৩২384006
  • এটা কিন্তু একটা মেজর অ্যাচিভমেন্ট , ওনার থেকে বেশি ভোট পাওয়া। তবে এবারের ভোট এ সুচিত্রা সেন র আত্মা শান্তি পেলো না , এই ভেবে বড়ো অশান্তিতে আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন