এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৪২ এ কে কত ? : পব ভোটের প্রেডিকশন টই

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৯ | ৯৫৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দেব | 342312.63.124523.35 | ২৫ মে ২০১৯ ১৯:৫২383941
  • ও হরি। জিন্দালদের কারখানাটাও ভুল বললাম মনে হচ্ছে। চালু হয়নি বোধহয়। কেউ জানেন?

    @S - ১০০ লক্ষ কোটি মানে, ওটা আমি খুব বেশী হলে ২৫ লক্ষ কোটি ঢালা হবে ধরে নিচ্ছি। নতুন শহর, রাস্তা, রেল। ম্যানেজেবল। অবশ্যই ধার নিয়ে হবে। কিন্তু ও রিটার্ন পেয়ে যাবে। এমনিতেও আর কোওওওনো রাস্তা নেই। ২০১০ অনওয়ার্ড ভারতে হুহু করে অ্যাডাল্ট ওয়ার্কিং এজ পপুলেশন বাড়ছে। মোট জনসংখ্যা বৃদ্ধি কমে এসেছে কিন্তু বিন্যাসটা ভেতরে ভেতরে পাল্টাচ্ছে। চাকরীর যোগান যথেষ্ঠ নয়। খেপতে দু'মিনিট (খেপাতেও)।

    এখন নির্ভর করছে কতটা চুরি করবে তার ওপরে। ধার নিয়ে ইন্ফ্রাস্ট্রাকচার বেসড গ্রোথে বিজেপির ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভাল। মনে করুন এনডিএ ১ এর আমলের স্বর্ণ চতুষ্কোণ রাস্তার প্রজেক্ট। ওরাই শুরু করেছিল।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ২০:১১383942
  • বিজেপির কোনোকিছুর উপরেই আমার এতটুকুও ভরসা নেই।
  • | ২৫ মে ২০১৯ ২০:১৭383943
  • দেব, মুদ্রাস্ফীতি গণনার সময় রিপ্রেসেন্টেটিভ বাস্কেট থেকে ডাল আরো কি কি যেন (ডালটা মনে আছে) বাদ দেওয়ায় মুদ্রাস্ফীতির হার কমেছে। এটা সরকারের আর একটা কানিং ডিসিশান - এরকম লেখা পড়েছিলাম। কাজেই যত কম দেখায় মুদ্রাস্ফীতি আসলে তত কম নয়। সিঙ্গল ইনকামে পুরো সংসার চালাতে গেলে বিশেষ করে বাড়িতে অসুস্থ বয়স্ক মানুষ থাকলে প্রচুর টেনে চলতে হয়।

    টি, পুরো লিঙ্ক দেওয়া দেওয়ি তো শুরুই হল ঈশানকে মুখ বন্ধ রাখার সদুপদেশটি দেবার পর। কেউ উল্লাস করছে না ওসব হাওয়ায় ভাসানো কথা টাইপ বাণীগুলো দেখেই ডিডি পাই'রা লিঙ্ক দিয়েছে। আম্মো একজনের দেয়াল দিসলাম। এতক্ষণে দেখেছিস নিশ্চয় সত্যিই অনেকে উল্লাস করছে।
  • T | 342323.176.452312.122 | ২৫ মে ২০১৯ ২১:১৩383944
  • রেজাল্ট আউটের পর প্রচুর তিনো মুরুব্বিরা কেঁচো হয়ে গ্যাছে এবং চাড্ডি ব্রিগেডে ঢোকার চেষ্টা শুরু করে দিয়েছে। লাইনই লেগে গ্যাছে প্রায়। এই অবস্থায় এইসব সামন্তপ্রভুদের লোকাল রাজ্যপাটে মনোযোগ কম। এইসুযোগে ঘরছাড়া প্রচুর বাম কর্মী গ্রামে ফিরছে। দঃ চব্বিশ পরগণা যেমন। সেসব খবর প্রচার হতেই ফেসবুক উল্লাসে ছেয়ে যাচ্ছে। এ কিছু করার নেই। কিছু জায়গায় পরিস্থিতি সত্যিই অ্যাত খারাপ ছিল। আজ একজনের সঙ্গে কতা হ'ল। কাকদ্বীপ। বাড়ি ফিরেছে। বিএডটা শেষ করতে পারবে।

    করুণ রিয়েলিটিটি হ'ল এই সুখ দুদিনের। কারণ চাড্ডিরা এইবার সংগঠন বিস্তার করবে বা করছে। তিনোরা যেখানে ফেলে যাচ্ছে তার কয়েকগুণ বেশী কিছু হতে চলেছে। টিল দেন এরা আনন্দ করুক।
  • PM | 018912.210.012323.15 | ২৫ মে ২০১৯ ২১:২৬383945
  • দেব বাবু, গত ১ বছরে স্মল ক্যাপ ইন্দেক্ষ ৯৫০০ থেকে ৬০০০ এ নেমেছে , প্রায় ৪০ % ডাউন। মিড ক্যাপ ইন্ডেক্স গত ১ বছরে ২১৫০০ থেকে ১৬৫০০ তে নেমেছে, ২৩% ডাউন

    শুধু নিফটি ৫০ দেখলে হবে ? ছোটো /মাঝারী ইন্ডাস্ট্রির হাল আয় তলনীতে ঠেকেছে

    মুখে সারাক্ষন চীন কে পেটাচ্ছে, আমাদের চিন মাল বয়্কট করতে বলছে--- ওদিকে কার্বন ডেরিভেটিভের ওপোর অ্যান্টি ডাম্পিং ডিউটি তুলে নিয়েছে। দেশি কারবন , গ্রাফাইট কম্পানী গুলো তুমুল লস করছে , চিন আমদানীর জন্য
    (HEG শেয়ার ১ বছরে ৫০০০ থেকে কমে ১৬০০ হয়ে গেছিল, গ্রাফাইট ইন্ডিয়া ১১০০ থেকে ৩২৫)

    তবু মোদী ব্যাবসায় বিপ্লব আনবে

    (এগুলো শুধুই তথ্য , আমার কোনো ইন্ভেস্টমেন্ট নেই এগুলোতে)
  • | ২৫ মে ২০১৯ ২১:৪৬383946
  • টি, হ্যাঁ ঠিক।
  • debu | 5678.80.1290012.128 | ২৫ মে ২০১৯ ২৩:৫৩383947
  • My prediction before the result :
    Date:21 May 2019 -- 03:21 AM

    BJP 18
    TMC 22
    Cong 1
    CPM 1

    BJP is much better than Gandhi family or Mahaghat bandhan
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০২:১১383948
  • দিদি কোন প্রতিক্রিয়া দিয়েছেন?
  • lcm | 900900.0.0189.158 | ২৬ মে ২০১৯ ০২:৩০383949
  • অরণ্য,
    দিদির চেয়ার সংক্রান্ত প্রতিক্রিয়া নেটে নাকি ভাইরাল হয়ে গেছে। (গুরুতেও পিএম না কে এক্জন লিখেছেন )।
    "I don’t crave the chair, it needs me", declares Mamata
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০২:৪০383951
  • হুম, চেয়ার দু বছর পর থাকে কিনা, সেটা দেখার। উনিশে হাফ, একুশে সাফ (২৬-শে ব্যাক) - সিপিএম ব্যাক আর কি, এই তত্ত্ব এলেবেলে-ই প্রথম দিয়েছিলেন বোধ হয়।

    তত্বের ত্রুটি হল, বিজেপি, আরেসএস তো বসে থাকবে না। তাদের সংগঠন এক্সপোনেন্সিয়ালি বাড়বে, ২০২৬-এ বাংলায় আরএসেস শাখার সংখ্যা কত হবে, ভাবতেই রোমাঞ্চ হয়
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০২:৫২383952
  • আর একটা কথা ভাবি - সিপিএম আমলে বিজেপি-কে বাড়তে দেয় নি, এর অর্থ কি? ধরা যাক, আমি বিজেপি বা আরএস এস সভ্য বা সমর্থক, বেলঘরিয়ায় একটা বাড়ি ভাড়া নিয়ে আরেসেস-এর শাখা খুলতে চাই। অথচ তা করতে দেওয়া হল না। সেটা তো বেআইনী চাপ দেওয়া।

    শাখা খুললাম, কিন্তু জনগণ এমনই সচেতন, কোন লোক এল না - লোকাল কমিটির ভয়ে এল না, তা নয়, বাম আমলে মানুষ এমনই অসম্প্রাদায়িক, যে নিজেদের চেতনার কারণেই এল না, শাখায় বসে মাছি তাড়াচ্ছি - এমনটা হয়েছে কি?

    গায়ের জোরে বিজেপি-আরএসএস-কে চেপে রাখা বেআইনী তো বটেই, লং টার্মে কোন লাভ হয় নি, দেখাই যাচ্ছে
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০৩:০৪383953
  • ১৯৯২-এ বাবরি মসজিদ ধবংস আর ২০০২-এ গুজরাত দাঙ্গার পর সম্প্রীতি মিছিল ইঃ হত, তারপর থিতিয়ে যায়।

    পাই লিখেছে মুসলিম তোষণ তিনো আমলে সত্যিই কতটা হয়েছে - আমার মতে মুসলিম তোষণ শুন্য, গুন্ডা তোষণ এবং ধর্মীয় নেতা (পড়ুন ইমাম) তোষণ কিছুটা হয়েছে, কিছু গুন্ডা এবং ইমাম-রা ধর্মে মুসলমান, এই পর্যন্ত।

    আমার দুই মুসলিম বন্ধু আছে, সরকারী ডাক্তার, খুবই খাপ্পা , বর্তমান রেজিমের ওপর। মুসলিম ছেলেমেয়েদের আধুনিক শিক্ষা দেওয়া, বিজ্ঞানমনস্ক করা, যাতে ভবিষ্যতে কর্মসংস্থান হয় -তার জন্য কিছু না করে, জাস্ট ভোটের জন্য ইমাম ভাতা বাড়ানো হয়েছে, নতুন মাদ্রাসা খোলা হয়েছে -এতে মুসলিম সমাজ-কে, বিশেষতঃ তরুণ প্রজন্ম-কে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে, এবং বোঝার ওপর শাকের আঁটির মত মেজরিট হিন্দু জনতা 'মুসলিম তোষণ' হচ্ছে বলে মুসলিমদের ওপর রেগে যাচ্ছে
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০৩:১২383954
  • বাংলাদেশ থেকে অবাধে লোক আসতে দেওয়া আরেকটা ইস্যু - পঃ বঙ্গের মত ঘনবসতি পূর্ণ রাজ্য, যেখানে ইন্ডাস্ট্রি নেই, কাজের সুযোগ নেই - সেখানে শুধু ভোটের জন্য বেআইনী লোক ঢোকানো, সীমান্ত পেরোলেই নাকি তাদের রেশন কার্ড, আধার কার্ড ইঃ দেওয়া হয় (জানি না কতটা সত্যি, কতটা রিউমার) এটাও ব্যাক ফায়ার করেছে, যেহেতু অনুপ্রবেশকারীরা ধর্মে মুসলমান, বিজেপি এটার সুযোগ নিয়েছে।
  • S | 458912.167.34.76 | ২৬ মে ২০১৯ ০৩:২১383955
  • আচ্ছা বিজেপি এলে কি বিরিয়ানি খেতে পারবোনা আর?
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০৩:২৯383956
  • ভেজ বিরিয়ানি খাও
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৩:৩৭383957
  • অরণ্য-কে,

    আমার মনে হয় ঠিক মতো সার, জল না পেলে চারা গাছ বাড়ে না। বাম আমলে পব বর্গরাজ্য ছিল, সাম্প্রদায়িকতার নাম গন্ধও ছিল না এ কথা হয়তো চরম সমর্থক রাও ১০০-% ক্লেম করেন না। সেই আমলেও মুসলিম প্রধান এরিয়া তে বামেরা বা কংগ্রেস মুসলিম প্রার্থী কেই দাঁড় করাতেন। মানে এরিয়া ভিত্তিক প্রার্থী বাছাই ওই সময়ে ও ছিল কিছু টা। মনে আছে ১৯৯২ এর বাবরি মসজিদ ভাঙার কদিন পরে বেলেঘাটা খালপাড় বসতিতে একটা আগুন লাগার ঘটনা ঘটেছিলো, পুরো কলকাতায় কার্ফু ছিল ৩-৪ দিন। কিন্তু ওই সময় বাকি ইন্ডিয়ার তুলনায় তাও শান্ত ছিল মনে হয়। যেহেতু ওই সময় কলকাতায়, বাকি ইন্ডিয়ার খবর কাগজ পড়েই জানা। তুলনাটা কন্ফার্ম করা যাবে না।

    কিন্তু ১৯৯১, ৯৬ বা ২০০১ এর ইলেকশন গুলো যতটা মনে করতে পারি নিজে ওই সময় থাকার সুবাদে, পোলারিসেশন কিন্তু ইসু হয়ে দাঁড়ায় নি। অপশাসন, নন ডেভেলপমেন্ট, ক্যাডার দের উৎপাত, লেভি তোলা সব এসেছে ইস্যুতে, কিন্তু হিন্দু মুসলিম পোলারিসেশন ওপেনলি একবার ও আসে নি। মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে বেশ কবার গন্ডগোল হয়েছে, পাকিস্তান এর ফ্ল্যাগ ওড়ানো নিয়ে এক দুবার গন্ডগোল হয়েছে , সব খুব ই স্মল স্কেল। নুইসেন্স বলাই ভালো। বানতলার মতো জঘন্য ঘটনা ঘটেছে, খুনোখুনি হয়েছে প্রচুর, কিন্তু এতো মারামারি তেওঁ কম্যুনাল অ্যাঙ্গেল সে রকম আসে নি।

    হয়তো ওভারঅল মুসলিম দের উন্নতি সেই আমলেও বিশেষ কিছু হয়নি, কিন্তু ওপেনলি সাম্প্রদায়িকতার চাষ বামেরা করে যায়নি। 2011 এ আসার পর মমব্যান যেটা শুরু করলেন। এই সব সামান্য ভাতা দিয়ে আদৌ মুসলিম দের কোনো উন্নতি হবে না জেনেও যে বিষের চাষ তিনি শুরু করে গেলেন , এবার উল্টোদিকে সেটার ফল ও ফলবেই। ইমাম বরকতী র মতো ক্রিমিনাল এলিমেন্ট গুলোকে উনি ভোটের জন্য তোল্লাই দিয়েছেন, ভোটের জন্য মাথায় বুরখা দিয়ে ছবি তুলে বা নামাজ পড়ার ভঙ্গি করে সব জায়গায় পোস্টার সেটেছেন, এই সব জিনিস কিন্তু বাম আমলে দেখা যায়নি। ধর্মীয় বিদ্বেষ থাকলেও সেটা চাপা ছিল। সুতরাং RSS বাড়তে পারে নি সার জলের অভাবে। এখন তরতর করে বাড়ছে। বাড়বেই নিউটনস থার্ড ল অনুসারে। ঠেকাবে কে ?
  • S | 458912.167.34.76 | ২৬ মে ২০১৯ ০৩:৩৮383958
  • বামেদের মদতে একদম পাড়ায় পাড়ায় অনেক কাজ হতো যেগুলো মানুষকে কিছুটাও ধর্মান্ধ করা থেকে দুরে রাখতো। যেমন কুসংস্কার বিরোধী শো ইত্যাদি হতো। তাছাড়া বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে লোককে বাম ভাবধারায় এনগেজ্ড রাখতো। সাংস্কৃতিক কাজকর্মের (টালিগন্জ আর মাচার শো নয়) মধ্যে দিয়ে বাম ভাবধারা বজায় রাখানোর চেস্টা চলেছে। কোনো বাম মুখ্যমন্ত্রীর মুখে জনসভায় হিন্দু স্লোক (হনুমান চালিশা বোধয়) বলতে শুনেছেন? দুগ্গাপুজা কমিটিকে টাকা দিত সরকার? বামদলগুলো গনেশ পুজোর আয়োজন করতো? দিদি দুইধর্মের ভোট পাওয়ার সহজ উপায় হিসাবে পুজোকমিটি তোষণ আর ইমাম তোষণ করেছেন। ফলে আজকের এই রিফ্ট।

    বাংলাদেশ থেকে বিগত তিন দশক ধরেই অবাধে লোক এসেছে। আমিই অনেককে চিনতাম যারা বাম আমলে এসেছে। তখন তো জ্যোতিবাবুর দোষ দেওয়া হতো যে উনি ভোটের লোভে বর্ডার খুলে রেখেছেন। এই বিজেপিই বলতো। এদিকে বর্ডার প্রোটেকশান কেন্দ্রিয় সরকারের দায়িত্ব। তা সেসব লোকে বেশি ভাবেনা। এখন যখন মোদি নিজেই বলছে যে বাংলাদেশ থেকে হিন্দুরা এলে থাকতে দেবো, তখন সেসব কুযুক্তি কোথায় যায় কে জানে। এইসব অনুপ্রবেশ নিয়ে কোনওদিনও তেমন কোনও সমস্যা হয়নি। দুটো দেশের লোকেদের একইরকম দেখতে, একই ভাষায় কথা বলে, আগে একটাই দেশ ছিলো - এইরকম ক্ষেত্রে তো বর্ডার কিছুটা খোলা থাকবেই। ওরকম হার্ড বর্ডার করলে বাংলাদেশের সঙ্গে শুধুমুদু সম্পর্ক খারাপ হবে।
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০৩:৪২383959
  • অমিত, এ বিষয়ে একমত, যে তিনো আমলে স্ট্র্যাটেজিকালি পোচুর সার-জল দিয়েছেন মম ব্যান - মুসলিম ভোট ১০০% পাওয়া ওনার লক্ষ্য ছিল।
    যদিও, যেমন লিখেছি আগে, প্রকৃত প্রস্তাবে মুসলিম কৌমের, বিশেষততঃ কম বয়সী মুসলিম ছেলেমেয়েদের ক্ষতি-ই করেছেন।
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০৩:৪৫383962
  • বাম আমলের তুলনায় অনেক বেশিমাত্রায় অনুপ্রবেশ গত ৮ বছরে ঘটেছে, এমন ধারণা বাজারে রয়েছে। কতটা সত্যি, বলা মুশকিল। তবে ভোটে সেটাকে বিজেপি ইস্যু করেছিল।
    আর বিএসএফ সেন্ট্রাল ফোর্স, এটা সত্যিই কেউ ভাবে না
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৩:৪৫383960
  • তবে এখন আর এসবের দরকার নেই। মনব্যান তো রাজনৈতিক নেতা র পর্যায় ছাড়িয়ে পুরো অবতার হয়ে গেছেন এখন।

    ওনার কাওকে দরকার নেই, নেহাত চেয়ার টারই ওনাকে দরকার তাই তিনি দোয়া করে মুখ্যমন্ত্রী হয়ে জনগণ কে সার্ভিস দিচ্ছেন। আর এই অকৃতজ্ঞ জনগণ কিনা এতো ফ্রি চালের ভাত খেয়েও রাম বাম নিশিয়ে ঘোল খাইয়ে দিলো। আবার তাদের গুন্ডারা নাকি বেছে বেছে মুসলিম দের মেরে গেলো। এই সব অভিযোগ গুলো কিন্তু একদম পোলারিসেশন নয়। যত পোলারিসেশন শুধু মোদী/ আরএসএস ই করে।

    এবার উনি একাই সামলে নেবেন। দেখা যাক না কি হয়। তবে ওনাকে বাঁচাতে কারোর পোস্ট দেখলে সত্যি হাসি পায় এখন।
  • aranya | 3478.160.342312.238 | ২৬ মে ২০১৯ ০৩:৪৮383963
  • সীমান্ত উঠে যাক, এটাই চাই। মানুষ পৃথিবীর যে কোন স্থানে নিজের বাসভূমি বেছে নেবে, আবার ইচ্ছে হলে চলে যাবে অন্য কোথাও ..
    সবই ইউটোপিয়া যদিও
  • Atoz | 125612.141.5689.8 | ২৬ মে ২০১৯ ০৩:৫১383965
  • সেই ইচ্ছেসুখের পৃথিবীর শাসনব্যবস্থা কীরকম হবে?
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৩:৫৮383966
  • S র সাথে একেবারে একমত। বামেদের নেতারা ওপেনলি পুজো বা নামাজ থেকে দূরে থাকতেন। সুবাস চক্কোত্তি হয়তো তারাপীঠ যেতেন বা কোনো মুসলিম নেতা হজে যেতেন, কিন্তু সেটার ছবি পোস্টিয়ে বা ব্যান্ড বাজিয়ে মাইলেজ নিতেন না। হয়তো এলাকার নেতারা ভেতরে ভেতরে কোনো পুজো কে কোভার্টলি সাপোর্ট করতেন, কিন্তু নিজেরা কমিটির প্রেসিডেন্ট হয়ে ঢাক বাজিয়ে বেড়াতেন না। তিনু দের আমলে তো সেটা স্টেটাস সিম্বল কে কোন পুজোর পেছনে আছেন।

    আর বাঙালি তথাকথিত বুজি দের কথা যত কম বলা যায় ততই ভালো। বাম সরকার এনাদের কে সম্মান দিয়েছে যথেষ্ট, কিন্তু দক্ষিনা দেয়নি। সেই দক্ষিণার লোভে, কিছু আলফাল কমিটির মাথায় বসার লোভে এনারা এমন মমব্যান স্তুতি শুরু করলেন 2011 র পর থেকে যে যে লক্ষীর পাঁচালি হার মেনে যাবে।

    কদিন পরেই এই বুজি গুলোকেই দেখবেন এরাই আরো বেশি টাকার লোভে দিলীপ ঘোষ বা মোদী র স্তুতি গাইবে, গাইবেই। নিজেদের কে একটা সম্মানের জায়গা থেকে আজকে ডাস্টবিনে এনে ফেলার জন্যে এরা নিজেরাই দায়ী। যেমন মনব্যান, তেমনি এই সব দু পয়সার ভিখিরি গুলোর জন্য কোনো সিমপ্যাথি নেই। যেমন কর্ম , তেমন ফল।
  • S | 458912.167.34.76 | ২৬ মে ২০১৯ ০৪:০২383967
  • সত্যি কথা বলতে গেলে মমব্যানের জন্য তাও আছে, এদের জন্য একদমই নেই। মমব্যান তাও পবে বাম বিরোধী আন্দোলন করেছেন একদম মাটিতে নেমে, মানুষের পাশে থেকে। ইনারা সব টিভির পর্দায় আর মাচার শোতে আন্দোলন করে আখের গুছিয়েছে।
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৪:২৬383968
  • অবপতে মমব্যান- র উক্তি কালকে :

    "তৃণমূলের ২০০ পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে। ধরে ধরে মুসলিমদের মারা হয়েছে। সব পার্টি অফিস ফেরত নিতে টার্গেট দিয়ে দিয়েছি। "

    তো এরকম টার্বুলেন্ট সময়ে এইসব প্রভোকেটিভ কথা বার্তা বলে কি শান্তির ধর্মকে ওপেনলি ওসকানো হচ্ছেনা পাল্টা মার্ দেওয়ার জন্য ? এসব তো মনে হচ্ছে জাস্ট সলতে পাকানো চলছে।

    ওনার আসল টার্গেট হলো একটা কিছু ছুতো করে একটা মেজর গন্ডগোল, সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেওয়া, তারপরে সেটা হাতের বাইরে চলে গেলে প্রেসিডেন্টস রুল জারি হতে দেওয়া, তারপর নিজেকে শহীদ, ভিক্টিম দেখিয়ে আর দাঙ্গার জন্য বিজেপি কে দায়ী করে ভোট চাইতে যাওয়ার মাস্টার প্ল্যান। ইনি আবার বিজেপি কে গাল দেন কমুনালিজম র জন্য- ? আগুন নিয়ে কে বেশি খেলতে চাইছে ?
  • Atoz | 125612.141.5689.8 | ২৬ মে ২০১৯ ০৪:৩৪383969
  • আগে আগে সিবিআই তদন্ত চাই সিবিআই তদন্ত চাই বলতেন, নিজের আমলে সিবিআইকেই গ্রেপ্তার করে ফেল্লেন। ঃ-)
    এইরকম একঠেঙো আধপাগলা একটা পার্টি শিখন্ডীর মতন দাঁড়ালে যা হবার ---
  • S | 458912.167.34.76 | ২৬ মে ২০১৯ ০৪:৩৫383970
  • ওসব কিছু হবেনা। মোদি-শাহ যা জিনিস। অভিষেককে কবে সিবিআই কোন ছুতোয় ধরে কোন রাজ্যে পাচার করে সেইটাই দেখুন। বেশি লাফালে ২০২১এ দিদিকে পদ্মফুলের টিকিটে দাঁড় করিয়ে দেবে।
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৪:৩৯383971
  • ওহ , আরো আছে। যত পড়ছি , মুগ্ধ হয়ে যাচ্ছি সকালে কাগজ দেখে। দুর্দান্ত।

    "যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়াও ভাল"।

    এর আগে দাঙ্গার পরে ইন্টারভিউতে মোদী বলেছিলেন যে গাড়ির নিচে কুকুর চাপা পড়লে ওনার কষ্ট হয়। এখন মমব্যান দুধেল গরু বলছেন। মুসলিম দের মানুষ হিসেবে ভাবা নেতা বিশেষ নেই দেখা যাচ্ছে কোনো পক্ষেই। ইভেন তথাকথিত দরদী নেত্রীর এতো ইমাম ভাতা মার্কা তোষণ বা দরদ তাহলে নেহাতই দুধের জন্যে। ভালো।

    সব পাখি মাছ খায় , দোষ হয় মাছরাঙার। বেচারা আরএসএস (অথবা বাম)। এখন তো আবার রাম বাম একই।
  • Amit | 340123.0.34.2 | ২৬ মে ২০১৯ ০৬:০১383973
  • কি কপাল। শেষে আবাপর মতো বুর্জোয়া কাগজ রাম-বামের মাখামাখির তিনু বা বুজি তত্ত্ব ঘেটে দিচ্ছে-?

    এ পাপ রাখবে কোথায় ? এতো স্ট্যাটিসটিক্স দেখিয়ে বলছে বামেরা শহীদ হয়ে অন্তত আটখানা সিট্ এ তিনোদের ইজ্জত বাঁচিয়েছে (যদিও যেটা র অস্তিত্বই নেই সেটা বাঁচানো কি করে যায় আমার সন্দেহ আছে)। ২২-১৮ র বদলে ১৪-২৬ স্কোর লাইন হলে তো মমব্যান চেয়ার-র সাথে সাথে দড়ি কলসি র ও জোগাড় করে ফেলতেন।

    https://www.anandabazar.com/state/general-election-results-2019-left-front-saved-tmc-from-big-embarrassment-in-bengal-1.997324
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন