এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫১০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 458912.167.34.76 | ০১ জুন ২০১৯ ১১:০৮378876
  • সিঙ্গুরে কারখানা হলে বামেদের সড়ানো যেতোনা আরো ৩৪ বছরে। কারণ তাহলে আরো অনেকে পবে বিনিয়োগ করতে রাজি হয়ে যেতো। তাই তখন বিরোধিতা হয়েছিলো তুঙ্গে। কারা করেছিলো? যারা তার আগের দেড় দশক ধরে পবে শিপ হয়না বলে চেঁচিয়ে গেলো। অথচ সিঙ্গুরের সময় তাদের বক্তব্য যে এতো তাড়া কিসের?

    তখন অনেকে এমন ইঙ্গিতও দিয়েছিলো যে বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে এথেকে লাভবান হচ্ছেন। ব্যর্থ চ্যাটার্জি সাংবাদিক সন্মেলন করে বললেন যে এইযে সেই বাম সরকার আর টাটার চুক্তিপত্র যেটাতে সব গুপ্ত কথা লেখা আছে। হুঁ হুঁ। আমরা পড়েই আপনাদের দিয়ে দেবো। সব দিনের আলোর মতন পোস্কার হয়ে যাবে। নিস্চই কিছু পায়নি সেখানে। তাই সেই নিয়ে এর পরে উনার গোঁফের আড়াল থেকে একবার ম্যাও পর্যন্ত শুনতে পাওয়া যায়নি আর। এখন সেই বুদ্ধবাবু দিদির প্রিয় হয়েছেন।

    এদের মধ্যে অনেকেই ভেবেছিলো যে দিদি এসে শিল্প করে ঠিক দেখিয়ে দেবে যে বামেদের ছাড়াও শিল্প হয়। তখন অনেক পোবোন্ধো বেড়তো যে পবে কৃষিভিত্তিক শিল্প করতে হবে। বামেদের আমলে সেসব যে অলরেডি হয়ে গেছে, সে বিষয়ে এদের কোনো আইডিয়াই ছিলনা। ভারতের শিল্প সমাজ এবং ইনভেস্টারদের প্রায়োরিটির ব্যাপারেও যে কোনও বোধই ছিলোনা সেটা বোঝাই যায়। এখনও নেই। অবশ্যি বিরোধিতার জন্য বিরোধিতা করলে এসব না জানলেই সুবিধে হয়। অনেকটা এখনকার মোদি ভক্তদের মতন।

    পবে শিল্পায়নের একটা সুযোগের যে এরা সর্বনাশ করেছে, সেই সত্যিটা ঢাকতেই এখন আবার মাসুল সমীকরণ নীতি আর দেশভাগ দিয়ে আলোচনা শুরু হয়েছে। ভালো।
  • sm | 2345.110.9005612.218 | ০১ জুন ২০১৯ ১১:১৯378877
  • জ্যোতি বাবু পব কে কুড়ি বছর আর বুদ্ধবাবু দশ বছর পিছিয়ে দিয়েছেন।দোষ ওদের নয়।দোষ হলো সমগ্র পার্টির উদ্বাহু হয়ে ধেই ধেই করে শিল্পপতি ধরতে যাওয়া।
    জ্যতিবসু স্থানীয় শিল্পপতি দের খুশি রাখতে জমি জায়গা বরাদ্দ করেছেন,বুদ্ধবাবু ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গিয়ে ফাউল এর শিকার হয়েছেন।
    পব তে ভারী শিল্পের দরকার নেই।হলেও বাঁকুড়া,পুরুলিয়া,উত্তরবঙ্গ ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে।
    চাষার ছেলে চাষা থাকা সম্মানের।কিন্তু কারখানার লেবারের কাজ পেলে তাতে আরো সম্মানহানি হয়।অন্তত অন্যের হয়ে কাজ করতে হয়।
    সিঙ্গুর হলে মুষ্টিমেয় বাঙালি ছেলে উচ্চ পদে কাজ পেতো।অন্যদিকে ভিন রাজ্য থেকে শিক্ষিত ছেলে পুলে কে উচ্চপদে বসালে বলার কিছু ছিলো না।কারণ কে না জানে,ভারত বর্ষ সবাকার।আপ্তবাক্য।
    এরপরেও প্রশ্ন থাকে ন্যানো ফ্লপ করলে কি হতো?আম ও যেতো ছালাও।ন্যানো প্রোডাকশন তো বন্ধ এখন।
    রতন বাবু হলেন একজন অদুর্দরশী ব্যবসায়ী।টি সি এস না থাকলে,টাটা কোম্পানি এতো দিন
    ওয়াবলি হয়ে যেতো।বাজারে ধার ও বিস্তর শুনেছি।
    পব এর দরকার শ্রম নিবিড় শিল্প।
    বস্তুত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পব ভালো জায়গাতেই আছে।
    আরো একটা কথা বলে শেষ করি।মমতা ও যদি ঘটা করে শিল্পপতি দের নিয়ে শিল্পের সন্ধানে বেশি সময় ব্যয় করে,সেটি হবে পন্ডশ্রম। কারণ কষ্ট করে কাউকে রাজি করালেও, কেন্দ্রীয় সরকার অনাবশ্যক বাঁধার সৃষ্টি করতে পারে।বর্তমানে,কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানি তে।
    বরঞ্চ ক্ষুদ্র শিল্প,স্বনিযুক্তি প্রকল্পে বেশি মনোনিবেশ করলে,ভোটের বাজারে ফল বেটার হবে।
  • sm | 2345.110.9005612.218 | ০১ জুন ২০১৯ ১১:২৬378878
  • ভারত বর্ষের শিল্পপতিরা হচ্ছেন সমগ্র ভারতের রেজিস্ট্যান্ট মাইগ্রেইন।কোনো বামে বা ঔষধে সারে না।এরা ব্যাংক থেকে দেদার ঋণ নেয়।শোধ না করে নিজেদের পকেট ভরে।এদের হয়ে কথা বলা মানে, শয়তানের ওকালতি।খোদ শয়তান ও এদের মান্য করে।
    এঁদের আবার প্রায়োরিটি!যেখানে টাকা লুঠবার সুযোগ আছে সেখানেই মাছির মতন বিন বিন করে হাজির হবে।
    আজ ভোটের ফল উল্টো হলে,দল বেঁধে নবান্ন যেতো।দাঁত বের করে ছবি তুলতে,দেখা যেতো।
  • S | 458912.167.34.76 | ০১ জুন ২০১৯ ১১:৩২378879


  • S | 458912.167.34.76 | ০১ জুন ২০১৯ ১১:৩৫378880


  • Tariff war with Jio, Rs 46,000 cr debt, pressure from lenders force RCom to go for bankruptcy
  • PT | 340123.110.234523.23 | ০১ জুন ২০১৯ ১১:৪০378882
  • "ন্যানো প্রোডাকশন তো বন্ধ এখন"
    আবার সেই ঘ্যানঘ্যানে অর্ধসত্য। ন্যানো বন্ধ কিন্তু কারখানা বন্ধ নয়।
    Tata Motors is working to develop Sanand as a centre of manufacturing excellence over the next two years. The facility that produces the electric version of the Tigor will serve as the hub for electric vehicles for Tata Motors. সেখানে ন্যানোর কর্মিদেরই ছাঁটাই করা হয়নি।
    যারা সেসময়ে কারখানার পক্ষে সওয়াল করেছিল তাদের বেশীর ভাগেরই ন্যানো নিয়ে বিশেষ দুশ্চিন্তা ছিল না। ওটা টাটা না হয়ে, বাটা কিংবা ঝাঁটা হলেও চালতো।

    "পব এর দরকার শ্রম নিবিড় শিল্প"
    আছে তো। বিড়ি শিল্প। খুব নিবিড়- একেবারে ফুসফুসের কাছাকাছি। তাছাড়া "স্বনিযুক্তি প্রকল্পে" চপ ভাজা, চুলকাটা এসবও তো হয়েছে।
    The mere Rs. 3,000 to Rs. 4,000 they earn a month as bidi binders is not enough for a living,

    বড় শহরের নিরাপত্তায় জীবন-যাপন করে কত না আল-ফাল বকতে পারে মানুষ!!
  • Amit | 9003412.218.0145.104 | ০১ জুন ২০১৯ ১১:৪২378883
  • হাহা । চাষার ছেলে চাষা থাকা সম্মানের, এসব আলফাল ভাটের জ্ঞান এখানে মায়াপাতায় না মেরে চাষি দের ঘরে ঘরে গিয়ে বলার মুরোদ কেন কারো থাকে না, সেটাই আশ্চর্য ।
  • sm | 2345.110.123412.206 | ০১ জুন ২০১৯ ১১:৫০378884
  • কেন আপনি কোন চাষীর ঘরে ঘরে গিয়ে বলতে গেছেন,তোমরা আমায় জমি দাও,আমি তোমাদের কারখানা করে চাকরী দেব।
    ওঁরা বুঝিয়ে দেবে কার মুরোদ কতো।
  • S | 458912.167.34.76 | ০১ জুন ২০১৯ ১১:৫৬378886
  • Farming as a profession for small and marginal farmers, with land holding up to 2 hectares, is barely a profitable proposition today. According to National Sample Survey Office (NSSO), the income of a farmer in West Bengal is lower by 1.1 percent against the national average of $300/year.

    https://yourstory.com/2018/02/agriculture-startup-onganic-foods
  • sm | 2345.110.123412.206 | ০১ জুন ২০১৯ ১২:০১378887
  • মানুষকে যাঁরা ছাগল ভাবে,তাঁদের কাছ থেকে আর কি ই বা প্রত্যাশা থাকে?
    একটা ট্রেনে ফল বিক্রেতা ও সম্মানের সঙ্গে তাঁর কাজ করে।কোন অনুদানের প্রত্যাশী নয়।
    যদি সরকার স্বল্প ঋণে কিছু টাকা ধার দিতো, তাহলে সে বেশী করে জিনিস কিনে বিক্রি করতে পারতো।বেশি সময় খাট তো।সৎ ভাবে বেটার লাইফ লিড করতো।সময় মতো পয়সা ফেরত দিতো।মালিয়া বা নীরব মোদীর মতন পালিয়ে যেতো না।
    এটা বুঝতে একটু কষ্ট করতে হয় বৈ কি।
  • sm | 2345.110.123412.206 | ০১ জুন ২০১৯ ১২:০৪378888
  • সেই জন্যই তো প্রান্তিক চাষী দের ন্যূনতম সহায়ক মূল্য ও ইন্স্যুরেন্স এর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
    তাঁদের প্রফেশন থেকে শিফট করিয়ে কারখানার বন্ডেড লেবার করে দেওয়া সরকারের মহান কর্তব্য নয়।ভাট ও ভাটের লিংক আরো আসবে।
  • PT | 340123.110.234523.23 | ০১ জুন ২০১৯ ১২:৩২378889
  • বড় শহরের নিরাপত্তায় জীবন-যাপন করে কত না আল-ফাল বকতে পারে মানুষ!!
  • sm | 2345.110.9002312.201 | ০১ জুন ২০১৯ ১২:৪২378890
  • আপনি গ্রামে বাস করেন?আপনার সঙ্গে মাটির যোগাযোগ কম।নাহলে দিনের পর দিন এরকম কারখানা কারখানা নিয়ে পোস্ট করে যেতেন না।
    আপনি শিল্প পতিদের কর ছাড় নিয়ে কটা পোস্ট করেছেন?
    এইসব শুদ্ধ ভারত,এজুকেশন সেস কি জিনিস,এসব নিয়ে কটা পোস্ট করেছেন?
    পুরুলিয়া,বাঁকুড়া,বা উত্তর বঙ্গে কেন শিল্প হবে না,এ নিয়ে কতটা সোচ্চার হয়েছেন?
    সরকার কেন বেসরকারি শিল্পপতির জন্য জমি অধিগ্রহণ করবে,এ নিয়ে কি বক্তব্য দিয়েছেন?
    স্মরণ করুন, বিমান বাবুর সেই গলা খাঁকরি দিয়ে উক্তি-শিল্প কি তাহলে আকাশে হবে?
    কতখানি বিচ্যুতি হলে একজন মার্ক্সবাদী কম্যুনিস্ট নেতা এরকম বলতে পারে।
    আমি অকম্যুনিস্ট হলেও,এরকম কথা বলতে পারি না।
  • PT | 340123.110.234523.23 | ০১ জুন ২০১৯ ১৩:২৩378891
  • "আপনি শিল্প পতিদের কর ছাড় নিয়ে কটা পোস্ট করেছেন?"
    গুরুদাস দাসগুপ্তকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে অতীতে। আপনার ওনাকে চেনার কথা নয়, কেননা উনি CPI নেতা। উনি প্রায় একাই এসব নিয়ে লড়ে গিয়েছিলেন। এটা ঠিক কর ছাড় নিয়ে নয় কিন্তু আপনার প্রাণের কথ্হঃ "CPI member of Parliament Gurudas Dasgupta today made public the "complete" list of defaulters of loans taken from public sector banks saying almost Rs 300,000 crore out of a total deposit of Rs 1,500,000 crore were non-performing assets." আমি নিশ্চিত যে আপনি এই খবরটা কখনো পড়েননি। এমনকি গুরুতেও এই তালিকা নিয়ে বিশেষ অলোচনা হয়েছে বলে মনে করতে পারিনা। ছাগল ভোটাররা শিল্পপতিদের হয়ে গুরুদাসকে (কবে যেন? বিক্রম সরকার জিতেছিলেন) হারিয়েও দিয়েছিল।

    "আপনি শিল্প পতিদের কর ছাড় নিয়ে কটা পোস্ট করেছেন?
    সরকার কেন বেসরকারি শিল্পপতির জন্য জমি অধিগ্রহণ করবে,এ নিয়ে কি বক্তব্য দিয়েছেন?
    স্মরণ করুন, বিমান বাবুর সেই গলা খাঁকরি দিয়ে উক্তি-শিল্প কি তাহলে আকাশে হবে?"

    এসবেরই আমি আংশিক সমর্থক। সরকারের কঠিন আইনের খাঁচার মধ্যে অবশ্যই। কেননা বিপ্লব যতক্ষন না হচ্ছে ততক্ষণ ছেলেপুলেদের চাকরীর ব্যবস্থা করতে হবে। নাহলে শিক্ষিতরা দেশ বা রাজ্য ছাড়বে আর না বাকিরা ২০০/৫০০ টাকার জন্য লুম্পেন হয়ে আজ জোড়াফুল, কাল পদ্মফুলে মধু খেয়ে বেড়াবে। ("১৫ থেকে ২৯ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার ১৩% থেকে বেড়ে হয়েছে ২৭%।")
    বিমান বাবু এক্কেবারে খাঁটি কথা বলেছেন। উনি তো আর বা-বুজি অথবা ধা-বুজি কিংবা আপনার দলের ক্ষমতালোভীদের মত ঢপবাজ নন।

    "এইসব শুদ্ধ ভারত,এজুকেশন সেস কি জিনিস,এসব নিয়ে কটা পোস্ট করেছেন?"
    ছাগল ভোটদাতারা যদি ঢপবাজ সরকারকে রাজ্যে ও দেশে ক্ষমতায় আনে তাহলে যা হওয়ার তাই হয়েছে। আপনিও তো আর বামেদের ভোট দেননা। তাহলে আর কান্নাকাটি কিসের?

    "পুরুলিয়া,বাঁকুড়া,বা উত্তর বঙ্গে কেন শিল্প হবে না,এ নিয়ে কতটা সোচ্চার হয়েছেন?"
    ঐ জন্যেই তো বার বার লিখছি যে "বড় শহরের নিরাপত্তায় জীবন-যাপন করে কত না আল-ফাল বকতে পারে মানুষ!!"। ঐজাতীয় একটা জায়্গায় থাকি বলে আমার পরিবারকে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির প্রয়োজনে সঙ্গে রাখতে পারিনা। আপনি কি ভাবলেন আমি এসব বানিয়ে বানিয়ে লিখি? পুরুলিয়া, বাঁকুড়ায় শিল্প হলে (বিশেষতঃ আজকাল যেরকম শিল্প হলে) একটিও শিক্ষিত লোকককে কারখানা চালানোর জন্য পাওয়া যাবেনা। গত ৭০ বছরে বাম-ডান কোন সরকারই ঐসব জায়গায় ন্যুউনতম সুবিধার সৃষ্টি করতে পারেনি। কাজেই আমার পয়সা থাকলেও আমি এক কানাকড়িও ঐসব জায়্গায় ইন্ভেস্ট করব না।
    (এটেনশন কল্লোলদাঃ এখানে বামেদের একটি দোষ লিপিবদ্ধ হল)
  • কল্লোল | 342323.191.1256.5 | ০১ জুন ২০১৯ ১৩:৫৫378892
  • আমিত। "চাষার ছেলে চাষা থাকা সম্মানের, এসব আলফাল ভাটের জ্ঞান এখানে মায়াপাতায় না মেরে চাষি দের ঘরে ঘরে গিয়ে বলার মুরোদ কেন কারো থাকে না, সেটাই আশ্চর্য ।"
    আগেও এ নিয়ে কথা হয়েছে। আমার ছোট্ট প্রশ্ন, চাষার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, ম্যানেজার হোক। চাষ করবে কে? কাউকে না কাউকে তো চাষ করতেই হবে। নাট বল্টু খেয়ে তো বাঁচা যাবে না।

    আর হ্যাঁ। আমি স্বাধীন বাংলার কথা বলছি। সেটা মমতা-বুদ্ধ-মাওবাদী কারুরই অ্যাজেন্ডা নয়।
  • sm | 2345.110.9002312.201 | ০১ জুন ২০১৯ ১৪:১৪378893
  • আপনি ভূল বকায় সিদ্ধহস্ত।গুরুদাস বাবু অনেক কিছু বলেছেন।কিন্তু আপনি কি বলেছেন,সেই নিয়ে প্রশ্ন ছিল।এবং বোঝাই যাচ্ছে গুরুদাস বাবুর লাইন কেউ ফলো করেনি বা কর্নপাত করেনি। ছাগল ভোটার কেন করবে?তাঁরা উচিত কাজ করেছে।
    ঠিক যেমন এখন বাম কে ছেড়ে বিপুল ভাবে বিজেপি কে ভোট দিয়েছে।
    কম্যুনিস্ট নেতা বিমান বাবুর ও উচিত হয়নি এমন কথা বলা।
    উনি বলতে পারতেন আলিমুদ্দিনের ছাদে হবে শিল্প।উনি মাঝে মধ্যেই ভুলভাল বকার জন্য সিদ্ধ হস্ত।বেশি উদাহরণ দিতে চাই না।
    বেসরকারি মুনাফা বাড়ানোর জন্য কম্যুনিস্ট সরকার এর গরীব চাষির জমি অধিগ্রহণ করছে,তার আবার গুনগান করছেন?তাজ্জব
    !
    আর সরকার চাইলেই বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর,উত্তর বঙ্গে শিল্প হবে।টাটা ও রাজি হয়েছিল খরগপুরে শিল্পের জন্য।এবার ও নতুন একটা খুলেছে না সম্প্রসারণ হয়েছে।টাটা মেটালিক্স এর।
    না রাজী হলে হবে না।জাস্ট দরজা দেখালেও খুশি হতাম।
    ওই তো কারখানা খোলার নাম করে জমি আর ব্যাংকের ঋণ লোপাট করতো।শিল্পপতি দের খেলা মুখস্ত।
    জিন্দাল তো এখনো ইস্পাত কারখানা খুলতে পারলো না। কয়েক হাজার একর জমি তো বুদ্ধ ও বিমানবাবুরা অধিগ্রহণ করেছিলেন। বলুন না গিয়ে জিন্দালকে, কেন কারখানা করছে না।খুব বড় বড় কথা তো বলেছিল।বিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে।
  • PT | 340123.110.234523.15 | ০১ জুন ২০১৯ ১৪:২৮378894
  • "এবং বোঝাই যাচ্ছে গুরুদাস বাবুর লাইন কেউ ফলো করেনি বা কর্নপাত করেনি। ছাগল ভোটার কেন করবে?তাঁরা উচিত কাজ করেছে।"
    এক্কেবারে ভুলভাল বকা হচ্ছে যে!!

    জিন্দাল....খুব বড় বড় কথা তো বলেছিল।বিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে।"
    এখঙ্গত ৮ বছর ধরে আপনাদের সরকার ক্ষমতায় না?
  • sm | 2345.110.9002312.201 | ০১ জুন ২০১৯ ১৪:৪১378895
  • জমি তো বুদ্ধ বাবুর সরকার করেছিল ওই শিল্পপতির জন্য।তারাই গিয়ে জিন্দালের কাছে কৈফিয়ত চাক না,কেন শিল্প করছেন না?কেন ঢপ মেরে আমাদের ও গরীব চাষি দের ডুবচ্ছেন?জিন্দাল কি দেবদূত নাকি?কিছু বলা যাবে না?
    দুই, বাঁকুড়া পুরুলিয়া হলো কলকাতা থেকে কয়েক ঘণ্টার রাস্তা।ভালো ট্রেন যোগাযোগ ও আছে।উপরন্তু ওই দুটি জেলায় শিক্ষিত বেকারের সংখ্যাও প্রচুর।
    একটা গাড়ির কারখানা খুললে,স্থানীয় দের দিয়েই কাজ চলে যাবে।কলকাতা থেকে শিক্ষিত জনতার ও দরকার হবে না।
    আর আমি অতীতে একটা ভারতের গাড়ির কারখানার লিস্ট দিয়েছিলাম। কিছু কিছু,এমন গন্ডগ্রাম বা প্রদেশে যে বাঁকুড়া ,পুরুলিয়া স্বর্গ।
    সুতরাং এসব অসাড় যুক্তি এখানে চলবে না।
  • sm | 2345.110.9002312.201 | ০১ জুন ২০১৯ ১৪:৫৮378898
  • #অধিগ্রহণ করেছিল।
  • PT | 340123.110.234523.15 | ০১ জুন ২০১৯ ১৫:০৬378899
  • বুদ্ধবাবুকে ক্ষমতায় ফিরিয়ে আনুন তখন নাহয় উনি জিন্দলকে জিগাবেন।

    "অতীতে একটা ভারতের গাড়ির কারখানার লিস্ট দিয়েছিলাম। কিছু কিছু,এমন গন্ডগ্রাম বা প্রদেশে যে বাঁকুড়া ,পুরুলিয়া স্বর্গ।"
    আপনি শিক্ষিত/উচ্চশিক্ষিত বাঙালীদের চেনেননি এখনো।
  • sm | 2345.110.9002312.201 | ০১ জুন ২০১৯ ১৫:১৮378900
  • আমি খুব ভালো করে উচ্চ শিক্ষিত ও শিক্ষিত বাঙালি দের চিনি।প্রচুর শিক্ষিত ছেলে চিনি তারা ঝাড়খন্ড,ছত্রিশ গড়, ইম্ফল,গৌহাটি,নাগাল্যান্ডে চাকরী করছে।
    যেসব উচ্চ শিক্ষিত ছেলে পুলে বাঁকুড়া ও পুরুলিয়ায় চাকরি করতে যাবে না,তাদের একবার বনবনিয়া,পাথর প্রতিমা,ফাঁসীদেওয়া,ছাতনা,আদ্রা, অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র গুলো ঘুরে দেখতে বলুন।কতো ডাক্তার, নার্স কাজ করছে।
    এঁদের তো পার্কস্ট্রিটে পোস্টিং না দিলে ঠোঁট ফুলে যাবে।
  • PT | 340123.110.234523.15 | ০১ জুন ২০১৯ ১৬:১২378901
  • বামেরা কৌটো নাচায়
    তিনোরা উঠলো মাচায়।
    কংগ্রেস মহাপ্রস্থানে
    বিজেপি সিংহাসনে।
    ছাগলের এমন ধরন
    বেছে নেয় বোকার মরণ।
    দেশজুড়ে হাসলো ঘুড়ায়
    এসেমের কিস্যা ফুরায়।।
  • sm | 2345.110.9002312.201 | ০১ জুন ২০১৯ ১৬:৩০378902
  • সিন টা কল্পনা করুন।
    পাঁচমাথা মোড়ে--
    বিজেপি গাইছে আর নাচছে।
    লহ গৌরাঙ্গ,
    ভজ গৌরাঙ্গ,
    লহ গৌড়ঙ্গের নাম রে এ এ--

    আর ,বামেরা,কৌট নাচিয়ে গাইছে,সেম সুরে-
    ইনকিলাব গো, জিন্দাবাদ হো,
    ইনকিলাব এর নাম রে এ এ-

    হঠাৎ বিজেপি জোর স্লোগান দিলো-
    জয় হনুমান,
    জয় শ্রীরাম--

    বামেরা--
    ছেঁড়া লুঙ্গি
    ফাটা বাম--

    জানি জানি জিগাবেন,তিনোরা কি কচ্ছে?
    কি আর করবে, পার্টির নাম তিনো মূল পাল্টে নবগ্রহ মূল রেখে
    পার্টি অফিসে শেকড় বাকর বেচবে।
  • রঞ্জন | 238912.69.015612.5 | ০১ জুন ২০১৯ ১৭:১৭378904
  • ।১) লিঙ্গ ও জেন্ডারঃ

    লিঙ্গ = বায়োলজিক্যাল চিহ্ন যার মাধ্যমে নারী-পুরুষ ভেদ দৃষ্ট হয় ।
    জেন্ডার== একটি সামাজিক নির্মাণ, যাহা দ্বারা সমাজে নারীপুরুষের অধিকার ও কর্তব্যের নির্ধারণ হইয়া থাকে। যেমন, রান্না-নারী; বাচ্চামানুষ--নারী, ঘরের কাজ--নারী। নার্স-নারী, সার্জন-পুরুষ, গাইনি--নারী, বিউটি পার্লার--নারী, নাপিত--পুরুষ।
    বাজারহাট--পুরুষ, প্রকাশ্যে মদ্যপান--পুরুষ, শারীরিক শ্রম -পুরুষ, মারপিট--পুরুষ, যুদ্ধ--পুরুষ।
    ইঞ্জিনিয়র--পুরুষ, ড্রাইভার--পুরুষ, পুলিশ--পুরুষ।
    আদেশ দেনেওলা, নীতি নির্ধারক-পুরুষ, আজ্ঞাপালন-- নারী।
    পতি-পুরুষ, পত্নী-নারী।

    বাস্তবে এই শব্দ দুটো এলোমেলো অষ্পষ্ট ভাবে ব্যবহার হয় ।
    [ এটা আমার টইটাকে ডিরেইল্ড করার অসফল প্রয়াসঃ))]

    ২) @এস,
    বন্ধন ব্যাংক নিয়ে যদি কিছু বলেন।
    যেমন, ওরা ডিপোজিটে এত চড়া সুদ দেয় কিন্তু (*আমি যদ্দুর জানি) ইন্ডাস্ট্রিতে লোন তেমন দেয় না , পার্সোন্যাল সেগমেন্টে বেশি দেয় । তাহলে ওদের ফিনান্সিয়াল মার্জিন কত ? কী করে ব্রেক ইভেন করেছে? করেছে কি?
    আমি ওদের সর্বভারতীয় এক্সপ্যানশন দেখে বিস্মিত, সচকিত?
    এদের কি ডেট বা বন্ডে ইনভেস্টমেন্ট আছে ? পেড আপ ক্যাপিটাল কত?
    আসল প্রোমোটার কারা? গ্রস এন পি এ কত?
    আমি জানতে আগ্রহী।
  • PT | 340123.110.234523.20 | ০১ জুন ২০১৯ ১৭:১৭378903
  • -ঃ))
  • S | 458912.167.34.76 | ০২ জুন ২০১৯ ০৫:৩৬378905
  • রঞ্জনদা, আমি বন্ধন ব্যান্ক নিয়ে প্রায় কিচ্ছুই জানিনা। আমি যতদিন দেশে কাজ করতাম, বন্ধন ব্যান্ক তার অনেক পরে চালু হয়েছে। ওদের ব্যালেন্স শীট দেখলাম। ৫০১ কোটি ক্যাপিটাল নিয়ে শুরু করেছিলো (আরবিআইএর ফ্লোর ছিলো ৫০০ কোটি)। এখন পেইড আপ ক্যাপিটাল দেখছি ১২০০ কোটি মতন। আর রিজার্ভে আছে আরো ৮০০০ কোটি। হ্যাঁ খুব যে বাড়ছে সেতো দেখতেই পাচ্ছি। তিন বছরে (২০১৫-২০১৮) মোট অ্যাসেট ৫০১ কোটি থেকে বেড়ে হয়েছিলো ৪৩,৫০০ কোটি। এখন নিস্চই আরো বেশি।

    এই একটা লিন্ক পেলাম। বলছে তো প্রচুর লাভ আর এনপিএ মোটে ২%। যতদুর শুনেছি মাইক্রো ফিনান্সিং করতো। বুঝতেই পারছেন কিধরনের কাস্টোমার বেস। ইন্ডাস্ট্রিয়াল লোনে বোধয় একেবারেই ঢোকেনি। তবে এবারে একটা হাউসিং ফাইনান্স কোম্পানি কিনেছে। সেই মার্জারের আগে প্রোমোটারের শেয়ার ছিল ৮২%, এখন ৬১%। প্রোমোটার কোম্পানিটাতে সিডবি আর সিঙ্গাপুরের একটা প্রাইভেট ইকুইটির স্টেক আছে।

    https://www.business-standard.com/article/companies/bandhan-bank-s-q4-net-profit-up-68-at-rs-651-crore-npas-stand-at-2-119050200510_1.html
  • রঞ্জন | 238912.69.015612.5 | ০২ জুন ২০১৯ ১৫:৪৫378906
  • ধন্যবাদ এস,
    বন্ধনের ঘোষবাবু আবাপ'র থেকে অন্যতম সেরা বাঙালির শিরোপা পেয়েছেন বটেক, কিন্তু আমি এই ফেনোমেনাল গ্রোথকে একটু সন্দেহের চোখে দেখছি।
    এই ধরনের বেস (মাইক্রো ফিনান্স ) নিয়ে ব্যাসিক্স খুলে ছিলেন বিজয় মহাজন, যিনি 'প্রদান' বলে এনজিওর ফাউন্ডার এবং সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে অরিজিনাল চিন্তার জন্যে প্রবাদপ্রতিম ব্যক্তি। শুরুতে কর্ণাটকের দুটো জেলায় ভাল কাজ করে মধ্যভারতে বিস্তার করতে গিয়ে খুব কিছু করতে পারেন নি ।
    এই সেগমেন্টের অনেক প্রবলেম। এন বি এফ সি গুলি প্রবলেমে আছে । কিন্তু বন্ধন বেড়েই চলেছে।
    দ্যাখা যাক।
  • Ela | 015612.107.0112.108 | ০২ জুন ২০১৯ ১৭:১৬378907
  • ধন্যবাদ রন্জনদা। তাহলে লিঙ্গ রাজনীতি আর জেন্ডার রাজনীতির ফারাকটাও একটু বুঝিয়ে দিন প্লিজ।
  • রঞ্জন | 238912.69.7867.57 | ০২ জুন ২০১৯ ২৩:০২378909
  • সরি এলা,
    এ নিয়ে ( এবং এর বিভিন্ন পক্ষ নিয়ে) আমার খুব একটা স্পষ্ট ধারণা (ঠিক বা বেঠিক) নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন