এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫১১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.23 | ২৯ মে ২০১৯ ০৭:১২378677
  • যত দোষ বাম রোষ?

    অবশেষে খোঁজ পড়েছে। তবে বামপন্থার নয়, বাম সমর্থক ভোটারদের। গৌড়বঙ্গ থেকে গড়িয়ে আসা গৈরিক প্রবাহে প্লাবিত এই বঙ্গ। সঙ্গে সঙ্গে এর মূল কার্যকারণও খুঁজে পেয়েছেন বিশ্লেষকেরা। বাম ভোটের রং বদল।

    ********বামপন্থার সমষ্টিবোধক চিন্তাভাবনাকে পশ্চাৎমুখী, অচল অভিধায় সব সময় ব্যঙ্গ বিদ্রুপ কুৎসায় ম্লান করা হবে; বামপন্থীরা বৈপ্লবিক অভিপ্রায় ছেড়ে সংস্কার, আপসের গড্ডালিকা প্রবাহে যোগ দেবেন। আবার ঠেলায় পড়ে শুধু দক্ষিণপন্থীদের ঠেকাতে বামপন্থার নয়, বামপন্থীদের নয়, বামপন্থী ভোটার অনুসন্ধান হবে। এমন যেমন খুশি, তখন চাই বামপন্থার সরবরাহ ইতিহাসে অপ্রতুল।************
    (নম্বা নম্বা তাত্বিক নিবন্ধ লেখার আগে এই বাক্যগুলো সরকারী বামেদের কাটা-ছেঁড়া করা পন্ডিতেরা ভাল করে পড়ুন-এটা পিটির সংযোজন)

    বাস্তবে আজ কারও ভোটের রং আর পাকা নয়। সামান্য প্রতিকূলতার ধোপে রং চটে যাচ্ছে। প্রায় সবই ছোপানো চঞ্চল সিদ্ধান্তে। নির্বাচনী ইস্তাহার পড়ে, অনুপুঙ্খ বিচারে, সুদূরপ্রসারী ভাবনায় সংখ্যাগরিষ্ঠ ভোটার জনমতে অংশ নেন না। দলপতিদের ব্যক্তিত্ব বিচার, নিজস্ব, কৌমগত স্বার্থ, চটজলদি ফললাভ, অন্য ভাষা-ধর্মের প্রতি অসূয়া, ধাঁধানো উত্তেজনায় ভোটার তাঁর পছন্দকে গড়ে তোলেন।

    এই ধরনের জনমতে শক্তিশালী রাষ্ট্রনায়কের আকাঙ্ক্ষা ও আবির্ভাব অনিবার্য। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের ভাবনাকে ছাপিয়ে জাতীয়তাবাদী ভাবনায় ভারত জমে জমাট। বিশ্বনাগরিক চেতনার প্রসারে তার পরিত্রাণ। সেই দায় একদা বামপন্থীদের ভোটারদের একা কেন বইতে হবে?

    মানস দেব, কলকাতা ৭০০০৩৬

    (আজকের সম্পাদক সমীপেষু; এই সময়)
  • Amit | 340123.0.34.2 | ২৯ মে ২০১৯ ০৭:১৫378678
  • ইস্ট ক্যাপচার না করে থামবে না মোদী। যতদূর সম্ভব যাবে। সত্যি , লেখার পরে দেখলুম, শায়মাপরসাদ । খিকজ :) :)

    আর PT -দা , পিসিকে ছোট করবেন না, উনি কোবতে লেখেন, গান করেন , ছবি আঁকেন, ১০০ টা বই লিখেছেন। ওনার থেকে বড়ো ইন্টেলচুয়াল এক খান দেখান দিকি নি ?
  • Atoz | 125612.141.5689.8 | ২৯ মে ২০১৯ ০৭:২০378679
  • যে সে ছবি নয়, কোটি টাকার ছবি।
  • PT | 340123.110.234523.23 | ২৯ মে ২০১৯ ০৭:৩৬378680
  • কবিরা যে পিসির চেয়ার নিজেহাতে পরিষ্কার করে দেন, চিত্রশিল্পীরা যে পিসির শিল্পভাবনাকে উচ্চতর আসনে বসান আর নামে গায়ক-গায়িকারা যে পিসির সুরে-কথায় গান রেকর্ড করেন সেই পিসিকে ছোট করার ক্ষমতা কি পিটির আছে? বিশেষতঃ গুরুর পাতায়-যেখানে রাজনীতির তাবড় তাবড় বোদ্ধারা পিসির ক্ষুরধার রাজনৈতিক চিন্তা-ভাবনাকে প্রতিনিয়ত নয়নের মণির মত আগলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে গত ১৫ বছর ধরে!!
  • S | 458912.167.34.76 | ২৯ মে ২০১৯ ০৭:৩৯378681
  • গুরুর বয়স ১৫ বছর?
  • PT | 340123.110.234523.23 | ২৯ মে ২০১৯ ০৭:৪২378682
  • কার যে কত বয়স সে সবেরও আর হিসেব রাখা যাচ্ছে না....কতদিন তক্ক করছি তাও মনে নেই......সব ঘেঁটে গেছে....
  • Atoz | 125612.141.5689.8 | ২৯ মে ২০১৯ ০৭:৪৮378683
  • মুলোর মূলোৎপাটন যে কবে হবে কেজানে!
  • মানিক | 78900.84.6767.126 | ২৯ মে ২০১৯ ১১:১১378684
  • "Name: কল্লোল

    IP Address : 232312.163.89.33 (*) Date:28 May 2019 -- 12:28 PM

    মানিক। মমতা বলে আদৌ কেউ ছিলো বা আছে কি? বাম আমলে বোধহয় বাজপেয়ী বা আদবানী মেয়েদের ছদ্মবেশে বাংলায় আসতেন। এখন বোধহয় মোদী বা অমিত শাহ ছদ্মবেশটা ধরেন।
    তাই না?"

    কল্লোল রসিকতার চেষ্টা যতই করুন, মূল কথাটা থেকেই যাচ্ছে। মমতার কথা ফেস ভ্যালুতে নিতে হলে হয় নাদান নয় পাজি হতে হয়। মাথা ফাটার গল্পটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন ছাড়া মানা যায় না। মনিশের সাথে সেটিং, মোদীর সাথে সেটিং, এসব তো পুরোনো কথা। লালুর সাথে সেটিং এত আশ্চর্য্য লাগছে কেন কে জানে!! বায়ার্স রিমোর্স?
  • কল্লোল | 232312.163.89.33 | ২৯ মে ২০১৯ ১১:১৪378685
  • মানিক। সিরিয়াসলি আপনার সাথে রসিকতা ছাড়া আর কিছু করার কথা ভাবছি না।
  • S | 458912.167.34.76 | ২৯ মে ২০১৯ ১১:১৬378687
  • মাথা ফাটার কেসটা কী?
  • dc | 127812.49.011223.144 | ২৯ মে ২০১৯ ১১:২৫378688
  • মাথা ফাটার কেসটা আমি অল্প একটু জানি, দিদিকে নাকি কোন মিছিলে কে নাকি লাঠির বাড়ি মেরে মাথায় জখম করে দিয়েছিল (সেটা কি জ্যোতিবাবুর আমলে? আর তার পরেই কি জ্যোতি বাবু বলেছিলেন ওরম হয়? শিওর না)। তবে মানিকবাবু বোধায় হাইন্ডসাইট এরর করছেন। সেই একটা সময়ে দিদি অনেক আন্দোলন করতেন, প্রায় একাই সিপিএম মেশিনারির বিরুদ্ধে মিছিল টিছিল করতেন। এখনকার আরেসেস মেশিনারির থেকে তখন সিপিএম মেশিনারি কিছু কম ছিল না, গুন্ডাও সিপিএমের হাতে অঢেল ছিলো। তখন কেউ ভাবতোও না দিদি কখনো সিপিএমকে হটাতে পারবে। সেই সময়ে সেটিং করে মাথা ফাটানোর অভিনয় করে মানুষের সহানুভুতি পাওয়ার অভিনয় করবেন, এতোটা মনে হয়না। দিদির ইমেজ মেকওভার হয়েছে মেনলি বুদ্ধবাবু আসার পর। আমি যতোটুকু জানি আরকি, ভুলও হতে পারি।
  • S | 458912.167.34.76 | ২৯ মে ২০১৯ ১১:২৭378689
  • সেতো আমিও জানি। সে নিয়ে নাকি সন্দেহও আছে। আজকেই অরুনাভবাবুর একটা ইন্টারভিউ দেখছিলাম, ভাটে লিন্ক দিয়েছি। তাতে উনি বললেন যে অন্য কারোর সঙ্গে হয়েছিলো ব্যাপারটা।
  • dc | 127812.49.011223.144 | ২৯ মে ২০১৯ ১১:৩১378690
  • অ্যাঁ অন্য কারুর সাথে হয়েছিল নাকি? এরকম জানতাম না তো!
  • :। | 897812.175.233412.214 | ২৯ মে ২০১৯ ১১:৫২378691
  • এরকম হতেই পারে মমতা শংকর বা মমতা কুলকার্নি বা অন্য কারো মাথা ফেটেছিল।
  • Amit | 340123.0.34.2 | ২৯ মে ২০১৯ ১১:৫৫378692
  • জ্যোতি বসু র স্টেটমেন্ট টা বানতলার ঘটনার পরে না ? খুবই বাজে ঘটনা ছিল।

    আমি যতটা শুনেছি তিনি ইংলিশ এ বলেছিলেন "it can happen" , এবার সেটা বাংলাতে ট্রান্সলেট হয়ে গেলো যে " ওরকম তো কতই হয়" ।
  • S | 458912.167.34.76 | ২৯ মে ২০১৯ ১২:১৪378693
  • পন্কজ ব্যনার্জী।
  • english vinglish | 568912.220.120112.21 | ২৯ মে ২০১৯ ১২:২৩378694
  • হু জ্যোতিবাউর ইংলিশ ট্র্যান্সলেট করবে এমন ধক কটা বাঙ্গালীর আছে?

    তবে কিনা 'এরকম তো কতোই হয়। তারমানে কী এই যে...' এটাও বলেছিলেন। খাস বাংলায়।
  • b | 4512.139.6790012.11 | ২৯ মে ২০১৯ ১৪:১৬378695
  • এই মরেছে। পিসি ভাইপোকে খুন্তি-র ছেঁকা দিয়েছেন।
  • মানিক | 78900.84.6767.126 | ২৯ মে ২০১৯ ১৯:০৩378699
  • কল্লোল কি ২১শে জুলাই, আর মনীশ গুপ্তকে মন্ত্রী করা নিয়েও রসিকতা করবেন? আপনার রসিকতাতে আমি মুগ্ধ।
  • মানিক | 78900.84.6767.126 | ২৯ মে ২০১৯ ১৯:১৬378700
  • ডিসি, মমতা ইদানীং অসৎ এমন তো না। সেই ইস্ট জর্জিয়ার পিএইচডি মনে করুন। ২১শে জুলাইও অনেক আগের। হঠাৎ এই মাথা ফাটার ব্যাপারটার সময় উনি খুব সৎ হয়ে গিয়েছিলেন ধরতে হলে একটা লিপ অফ ফেইথ দরকার হয়। এটা অন্ততঃ সম্ভাবনার মধ্যে যে উনি আর পাঁচটা ব্যাপারের মত এটাও ম্যানুফ্যাকচার করেছিলেন।

    এবারে তার সাথে লালুকে আশ্রয় দেওয়া। এটা একটা প্যাটার্ন। মনীশকে মন্ত্রী করা, ২১শে জুলাই নিয়ে চেপে যাওয়া, লালুর মামলা ফুস ধাঁ হয়ে যাওয়া।

    আমি ডাক্তার না। কিন্তু স্কাল ভেঙে যাওয়া মনে হয় সিরিয়াস ইনজুরি। সেটা হলে একজন ডাক্তারের ধরতে পারার কথা, এতদিন বাদেও।

    কল্লোল বলেছেন লালুকে ব্যবহার করে মমতার মাথা ফাটিয়ে সিপিএম তাকে তাড়িয়ে দেয় (ও মমতা আশ্রয় দেয়, যেটা কল্লোল বলেন নি)। এই দাবীর কোন প্রমাণ আছে কি?

    ভুল বুঝবেন না। সিপিএম নিয়ে আমার বিশেষ মোহ নেই। শুধু পিসীর সততা সম্পর্কে আমার মোহ আরো কম।
  • PT | 340123.110.234523.5 | ২৯ মে ২০১৯ ১৯:৩১378701
  • কিন্তু তিনো নিয়ে কল্লোলদার মোহ আমাকে বিস্মিত করতেই থাকে!!
  • PM | 018912.210.012323.15 | ২৯ মে ২০১৯ ২০:২৩378702
  • অইটুকু ডিস্কাউন্ট কল্লোল্দাকে দেওয়া উচিত। এই পাতার রেসিডেন্ট তিনো প্রেমী হিসেবে
  • Ekak | 90045.207.4556.87 | ২৯ মে ২০১৯ ২০:৩২378704
  • মাথা ফাটা মানে স্কাল ভাঙ্গা হতে জানে কোন দুহ্খে ! হেড ইন্জুরি হয়ে চাট্টি রক্ত বেরোলে বান্গ্লায় বলে মাথা ফেটে গ্যাছে। ও হর বখত খেলার মাঠে হয়, মিছিলে লাঠি চার্জ হলেও হয়।

    মাথায় ফটাস করে লাঠি পর্বে, মিকি মাউসের মত ঘুরে পড়ে জাবেন, সবাই ধরে নাস্সিঙ্গ হোমে নে জানে। গোটা চারেক স্টিচ।

    এর মধ্যে এতো সর্প ভ্রম ওয়োর্দি নয়। ছেলেবেলায় মাথা ফাথা ফাটেনি আপ্ন দের ? ☺️
  • দেবাশিস | 5645.124.564512.34 | ২৯ মে ২০১৯ ২১:১৬378705
  • একটা পুরোনো মজার ভিডিও দেখুন :-)
  • dc | 127812.49.011223.144 | ২৯ মে ২০১৯ ২১:৫২378706
  • মানিকবাবু, দিদিকে নিয়ে আমারও একবারেই মোহ নেই, কখনোই ছিলনা। তবে এই মাথা ফাটাফাটির ব্যপার মোটামুটি ছোটবেলার থেকেই শুনে আসছি। ঠিক কি হয়েছিল জানিনা (জানার খুব একটা ইন্টারেস্টও নেই)।
  • কল্লোল | 342323.191.3434.194 | ২৯ মে ২০১৯ ২২:৫৩378707
  • তিনোদের নিয়ে আমার কোন মোহ কোনকালেই ছিলো না। পকাবু সুতোয় বহুবার লিখেছি সিপিএমের বদলে তিনোরা এলেই সব ভালো হয়ে যাবে না। তিনোদের বিরুদ্ধেও লড়তে হবে একই ভাবে।
    কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই।
    লালুর রডের বাড়ি খেয়ে বেশ কিছুদিন অবস্থা ক্রিটিকাল ছিলো।
    মমতাকে মহাকরন থেকে পুলিশ চ্যাঙ্গদোলা করে বার করে দিয়েছিলো। বেদী ভবনেও পুলিশের মার খেয়েছে।
    পুলিশ নিয়ে তো বলার কিছু নেই। ক্ষমতায় এলে তাদের তুইয়ে চলেছেন সকলেই জ্যোতিবাবু থেকে মমতা।
    লালু বা মনীশ কেন এই ২০১১তেও নন্দীগ্রামের সিপিএম বীরের দল তিনোতে নাম লিখিয়েছে। কসবার আনন্দমার্গী গণহত্যার মিচকে বাবলু তিনোতে। এগুলো সব দলই প্রশ্রয় দেয় ও ডোবে। আজ যেমন বিজেপি দিচ্ছে। ফরোয়ার্ড ব্লকের মনীরুল আজ তিনো হয়ে বিজেপিতে।

    আজ সিপুয়েমরা ভান করছেন যেন সেদিন কিছুই হয় নি।
    করুন। তাতেও সত্যিটা সত্যিই থেকে যাবে।
  • PT | 340123.110.234523.16 | ২৯ মে ২০১৯ ২৩:১৯378709
  • আ-হা-হা- সিপুএমরা যাই ভান করুক সেসব বারংবার উল্লেখ করেও কি তিনোদের আড়াল করা যাবে? আসল জায়্গায় গোলমাল হয়ে যাচ্ছে কল্লোলদা। যে সব ঘটনাকে সামনে রেখে সেই সময়ে সিপিএমের মুন্ডুপাত করতে সেগুলোর বেশীর ভাগই সাজানো ও মিথ্যে।
    তালিকাটি দীর্ঘ যার শুরু রিজানুরের মৃত্যু দিয়ে............অবিশ্যি তা-আ-রো-ও আগে বুদ্ধবাবুর কনভয়ে মাইন ফাটানোর নিন্দা দিয়ে শুরু করতে হবে।

    সেইসব মিথ্যাগুলো যে প্রকৃতই মিথ্যা ছিল সেটা স্বীকার করে নিলে তোমার মত আরো অনেকের সঙ্গে সিপিএমের আসল দোষগুলো নিয়ে খোলামনে তক্ক করা যেত।

    জানি, এর পরে হাড় হিম করা নীরবতা অথবা বক্রোক্তি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন