এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১৬ জুন ২০১৮ ১২:১৯375401
  • "গুরু থাক গুরুতেই" -- এই আমার মত। তবে "অথোরিটি বায়াজ"ও ভাংগা দরকার।

    ফেবুর গ্রুপ নিয়েও ভাবার আছে। সেখানে হাবিজাবি নানান পোস্টের ভীড়ে দরকারি অনেক পোস্ট হারিয়ে যায়। আজই দেখলাম, মেয়েদের মাসিক নিয়ে আলপনা মণ্ডলের একটা গুরুত্বপুর্ণ লেখা, আর তাতে দুপুর পর্যন্ত লাইক পড়েছে মাত্র তিনটি, কোনো কমেন্ট নেই। অথচ টেলিফোনে "হ্যালো' না বলে "হাম্বা" বলে সম্বোধন করলে কি হবে, এরকম একটি চটুল পোস্টে সবাই ভীড় জমিয়েছেন!

    সাধারণত ওয়েব সাইটগুলোর ফেবু পেজই জনপ্রিয় হয়। কয়েকটি পেজতো আবার ভেরিফাইড। আমার মনে হয়, গুরুর ক্ষেত্রে তা এখনো তা হয়নি। গুরু ফেবু পেজকে ঢেলে সাজানোর অবকাশ আছে। একে কি করে আরো জনপ্রিয় করা যায়, সে উদ্যোগ নেওয়া জরুরি। ভাল লেখা পাঠক টানবেই। গাঁটের কড়ি খরচ করে পোস্ট বুস্টাপের কথা বলছি না! :ডি
  • বিপ্লব রহমান | ১৮ জুন ২০১৮ ০৭:২৫375402
  • গুরুর অনলাইনে প্রকাশিত যে কোন লেখা (অন্তত বুলবুল ভাজা ও ব্লগ) সংশোধন/ মুছে ফেলার সুযোগ চাই।

    এপারে যে কোনো বড় ব্লগ সাইট/ অনলাইন পত্রে এই সুযোগ আছে।

    এমনকি লগিন আইডি সক্রিয় না হলেও লেখক/ব্লগারের একটি ইমেলেই এডমিন আর্কাইভ থেকে তার নির্দিষ্ট কোনো লেখা বা সব লেখা মুছে দিতে পারেন। কারণ আর কিছুই নয়, লেখা প্রত্যাহার/ ডিলিটও লেখক অধিকার।

    উড়ুক।
  • বিপ্লব রহমান | ১৮ জুন ২০১৮ ১৬:০৩375403
  • বুলবুলভাজায় "ট্যাগ" যোগ হয়েছে দেখে ভাল লাগছে। এতে পছন্দের বিষয়গুলো একসাথে খুঁজে পেতে সুবিধা হবে। গুরুর ব্লগ-- হরিদাস পালেও কী "ট্যাগ" চালু করা যায়?

    টেকিরা ভেবে দেখবেন, অনুরোধ রইলো।
  • বিপ্লব রহমান | ১৮ জুন ২০১৮ ১৬:৫৫375404
  • "পডকাস্ট" নিয়ে কেউ কী বলেছেন?

    এই এক দারুণ বিষয়। গুরুতর কিন্তু দীর্ঘ প্রবন্ধগুলো অক্ষরে টেক্সট আকারে না দিয়ে ছোট্ট একটি নাম ভূমিকা লিখে পুরো প্রবন্ধটিকে অডিও লেকচার হিসেবে উপস্থাপন করা।

    বাংলা সাইটগুলোর মধ্যে সম্ভবত মুক্তমনা এটি প্রথম চালু করেছে।

    http://podcast.mukto-mona.com

    বিবর্তনের ওপর বন্যা আহমেদের পডকাস্ট লেকচার খুবই চিত্তাকর্ষক। এছাড়া ওই সাইটে মহাকাশ বিজ্ঞানসহ নানা বিষয়ে পডকাস্ট যোগ হয়েছে।

    দীর্ঘ পথযাত্রায় বা যানজটে হেডফোন কানে গুঁজে পছন্দের পডকাস্ট শোনাই যেতে পারে।

    পডকাস্টে লেখকের কণ্ঠস্বর ভেসে আসে বলে এটি অনেকটা "এজ লাইভ", লেখক- পাঠক (বক্তা-শ্রোতা) দূরত্ব কমে আসে।

    আবার পডকাস্ট পোস্টে লেখক (বক্তা) প্রয়োজনীয় রেফারেন্স যোগ করতে পারেন। মন্তব্যের ঘরে দীর্ঘ আলোচনা বা বিতর্কের সুযোগ থাকেই।

    গুরুতেও গুরুগম্ভীর বিষয়গুলো পডকাস্ট হলে খারাপ হয় না।
  • pi | 4512.139.122323.129 | ১৮ জুন ২০১৮ ১৮:৩৭375405
  • ঃ)

    আচ্ছা, একটা অদ্ভুত জিনিস হল। দু'দিন আগে কোবরাপোস্টী লেখাটা বেশ কিছু গ্রুপে শেয়ার করি। ঐ লেখার উপরের অ্যাপ দিয়ে, ওটা দিয়ে শেয়ার হলে শেয়ারের কাউন্ট তখনি দেখায়। গোটা নয় দশেক গ্রুপে শেয়ার করি,
    তো তার কিছু পরে কাউন্ট দেখি ১১।

    ওমা কাল দেখি কাউন্ট ০। ওদিকে গুরু বাদে নানা গ্রুপে যে শেয়ার করেছিলাম, লাইক ছাড়া কমেন্ট ছিল, নোটি পেয়েছিলাম। আজ নানা গ্রুপে সার্চ করে লেখাটাই পাচ্ছিনা!!
    এরকম
    অদ্ভুত কেস তো আগে হয়নি! এবার মনে পড়ছে, আমি শেয়ারের আগেও অন্য কেউ শেয়ার করেছিল, সেই কাউন্টটা আমি শেয়ার করার সময়ই নেই দেখেছিলাম!

    প্রতিভাদির স্টারলাইটের লেখাটায় দুম করে হঠাৎ ১৫০ থেকে শেয়ার কাউন্ট অনেক কম দেখাছিল। এগুলো কেন কীভাবে হতে পারে!

    আর লেখাগুলো এত গ্রুপ থেকে গায়েবই বা কীকরে। আডমিন ডেল করেনি, অন্তত কিছু গ্রুপে, জানি।
    ,
  • এলেবেলে | 230123.142.9001212.159 | ১৮ জুন ২০১৮ ১৯:৪১375406
  • তিন-চারদিন এই টই ফলো করেছি কিন্তু লিখিনি। এই টই সামান্য থিতিয়ে যাওয়ার পর কিছু লিখছি, মানে লেখার চেষ্টা করছি। আমার লেখা সম্বন্ধে যে দু'জন বলেছেন আগে সেই ব্যাপারটা সেরে নিই, তারপর আমার প্রস্তাবসমুহ।

    (১) @বিপ্লব রহমান তাঁর প্রস্তাবগুলো ভাবতে বলেছেন। তাঁর প্রস্তাব -

    ১) গুরুচণ্ডা৯ ডটকমকে আরও পাঠক-বান্ধব করতে একটি মোবাইল এপ প্রকাশ, — এলেবেলের স্মার্টফোনই নেই, সে মোবাইল অ্যাপ কী জিনিস জানে না, সেটা হলে কী সুবিধা তাও তার পরিধির বাইরে সুতরাং নো মন্তব্য। যাঁরা বানাবেন তাঁরা ভাবতে পারেন।
    ২) গুরুর সাইটে হরিদাস পাল/ ব্লগ ছাড়া লগিন বাধ্যতামূলক না করা (এখন যেমন আছে) — প্রথম থেকেই বলে এসেছি, সুতরাং সহমত।
    ৩) গুরুচণ্ডা৯র ফেসবুক গ্রুপে ফেক আইডি নিষিদ্ধ করা হোক। ফেক আইডি ফেসবুকের নীতিমালা বিরোধী, তাহলে তা গুরুর গ্রুপে চলবে কেন? — ফেক আইডি দিয়ে সে গুরুর ফেসবুক গ্রুপে ঢোকে কীভাবে? নিয়ম হোক মুখের ছবি এবং ঠিকানা না থাকলে তাঁকে অ্যালাও করা হবে না। অনেকেই স্বনামে এবং বেনামে গুরু মাতিয়ে রাখেন, সেসব ল্যাঠা চুকুক আমিও চাই।
    ৪) গুরুচণ্ডা৯ সাইটের দার্শনিক প্রতিফলন তার ফেসবুক গ্রুপেও থাকতে হবে, — গুরুর দার্শনিক প্রতিফলন সম্পর্কে খুব ওয়াকিবহাল নই যদিও কিছু তিক্ত অভিজ্ঞতা সাইটে লিখতে গিয়ে হয়েছে। সে সব না হলেই ভালো।
    ৫) গুরুচণ্ডা৯ সাইটের প্রতি লেখার নিচে ফেবু/টুইটার/গুগল+ দিয়ে লগইন দিয়ে মন্তব্য করার বাড়তি অপশন যোগ করা (লগইন ছাড়াও মন্তব্য করার অপশন থাক, এখন যেমন আছে), এর সুবিধা -- এতে মন্তব্যকারীর মন্তব্য তার ফেবু/টুইটার/গুগল+ এও পোস্ট হয়ে যাবে, পাঠক এসব মন্তব্য দেখে গুরুর মূল লেখায় আকৃষ্ট হতে পারেন। — অপশন যখন তখন যাঁর পছন্দ হবে তিনি তা করতেই পারেন।

    (২) @পাই লিখেছেন — 'অ্যাডমিনরা গুরুর লেখা ফেসবুকে জানাবেন কিন্তু কমেন্ট করতে বলবেন মূল সাইটে। ' ওসব বলে কোন লাভ হয়না, মানে প্রতিবার প্রতি কেসে বলেই যেতে হয়, তবে হয় বা হয়না। এতে করে যে বলছে, তার গুচ্ছ সময় যাওয়া, বলে বলে মাউস ব্যথা হওয়া আর হতাশা আসা ছাড়স আর কিছু হয়না। এই লেখা শেয়ার ইত্যাদিও একজন দু'জনের উপর থাকলে চাপ ক্লান্তি ঊ হতাশা আসতে বাধ্য। এগুলো অনেকে মিলে করলে, মানে যে লেখা যার ভাল লাগল, কি আরো আলোচনার মত মনে হল, আরো ছড়ানোর মত, একটু নিয়মিত সেটা একটু আধটু করলেও ভাল হত।
    — আমার প্রস্তাব গুরুর সাইটে প্রকাশিত লেখা গুরুর ফেসবুকে যাক কিন্তু সেখানে শেয়ার বাটনের মতো লাইক ও কমেন্ট বাটন নিষ্ক্রিয় করে দেওয়া হোক। বলে দেওয়া হোক, মন্তব্য করতে চাইলে সাইটে করুন। তাতে পাঠক বাড়লে বাড়ল, না হলে বাড়ল না। আর লেখা শেয়ারের ব্যাপারটা অবশ্যই অনেকে মিলে করা যেতেই পারে।

    (৩) "ব্লগে আপেন্ড করা, এডিট করা যাবে কিনা বলা, কোথায় হোমে লেখার জায়গা আসবে বলা, ছবি কীকরে দিতে হবে বলা, এগুলো বলার জন্য হয়তো তেমন কিছু না, অল্প্প কয়েকলাইনেই বলা যায়, কিন্তু কয়েকজনজে জনে জনে দিনের পর দিন বোঝাতে হলে একটু চাপের আর ক্লান্তিকর হয়। আর কতজন এই অসুবিধার জন্যে লেখেনইনি, তার হিসেবও নেই, অনেক পরে হয়তো কারুর কারুর থেকে জানা গেছে।"
    এইটা নিয়ে সত্যিই চিন্তা করা দরকার। আমার প্রস্তাব — গুরুতে কীভাবে লিখবেন (খুব কঠিন নয় যদিও, আমার মতো টেকনিক্যাল জ্ঞানশূন্য মানুষ পারলে বাকিদের অসুবিধার কথাই নয়) এবং ব্লগে লিখতে গেলে কীভাবে লিখতে হবে সেটা টেক্সট আকারে টইপত্তরে ফিক্সড করার ব্যাপারে ভাবা যায় কি না। যেখানে ক্লিক করলে আগ্রহী ব্যক্তি চট করে বুঝতে পারবেন গোটা ব্যাপারটা।

    আমার কয়েকটা প্রস্তাব —
    ১. ব্লগ এবং টইতে লেখার সময় অতি অবশ্য এডিট অপশন থাকা, তা পোস্ট করা হয়ে গেলেও যেন সেখানে এডিট করার সুবিধা থাকে।
    ২. বোল্ড এবং আন্ডারলাইনের বন্দোবস্ত করা, নিদেনপক্ষে ফন্টের সাইজ ছোট-বড় করার সুবিধা থাকা।
    ৩. ইংরেজির ক্ষেত্রে ইট্যালিকস চালু করা যায় কি না।
    ৪. আইপি অ্যাড্রেস তুলে দেওয়া, যদিও জানি না আইপি থেকে গোপনীয়তা লঙ্ঘিত হয় কি না।
    ৫. মন্তব্য করলে অন্তত পাঁচটি সম্পুর্ণ বাক্য লেখা। 'খু্ব ভালো লাগল' বা 'খুব খাজা লেগেছে' তে কী আসে যায়?
    ৬. যে টইগুলো অন্তত দশ পাতা ছাড়িয়েছে সেগুলোকে আলাদা একটা জায়গায় রাখা।
  • dc | 127812.49.346712.80 | ১৮ জুন ২০১৮ ২০:০১375407
  • আমার মনে হয় টই খোলার সময়ে একটা কনটেক্সটুয়াল হেল্প থাকলে যাঁরা নতুন তাঁরা হয়তো ঠিকমতো বুঝতে পারবেন কি হচ্ছে। এটা নিয়ে আরও খানিকটা লিখবো ভেবেছিলাম, কিন্তু কাজের চাপে আপাতত কয়েকদিন লিখতে পারছিনা।

    আর গুরুর ফেবু পেজ কেমন হবে তা নিয়ে কোন ইন্টারেস্ট নেই। এই সাইট ফেবুর মতো না করলেই হলো (আমার মতে)।
  • pi | 4512.139.122323.129 | ১৮ জুন ২০১৮ ২০:৪৯375408
  • একটা হাতে গরম উদা। ইনি প্রায়ই গ্রুপে নানা খবর শেয়ার করে থাকেন, লিখেও থাকেন আর আমাকে মেসেজেও মাঝেসাঝে দিতে থাকেন, ইন্টারেস্টিঙ্গ সব ফেক নিউজ, যা আইটি সেল নানা জায়গায় ছড়াচ্ছে। মানে যেগুলো শেয়ার করে সবাইকে জানালে ভালই হয়।

    তো যদি বলি, আমাকে মেসেজে কেন, সাইটে আপ্নিই জানিয়ে দিন, তো এই উত্তর আসে '
    Aami site ER kono podhdhoti jaaninaa..aapni Kore din please'

    ইনি একা নন ঃ(
  • ডাবের জল | 232312.167.124512.229 | ১৮ জুন ২০১৮ ২২:১০375409
  • কিন্তু কম্পিউটারে বাঁ দিক থেকে বা ফোনে ওপর থেকে ভাটিয়া৯তে ক্লিক করে বাংলা লিখুন এ ক্লিক করে লিখতে কি এমন জটিলতা আমি কিছুতেই বুঝতে পারিনাঃ(

    এইবার আমার প্রশ্ন হলো ব্লগারদের কাছে। গুরুর অনেক নিয়মিতদের নিজেদের ব্লগ আছে। তো, সেই অভিজ্ঞতা থেকে জনতে চাই, অন্য প্রচলিত/ বেশী পপুলার ব্লগের সঙ্গে গুরুর হরিদাস পালের কি পার্থক্য?

    ওয়ার্ডপ্রেস ইত্যাদির নিশ্চয় কিছু বাড়তি সুবিধে আছে... সেগুলি কি?
  • ডাবের জল | 232312.167.124512.229 | ১৮ জুন ২০১৮ ২২:১৮375411
  • এলেবেলের ৫নং পয়েন্টে প্রবল আপত্তি।
    ৬নং - টই তালিকাতে যদি একাধিক সর্টিং অপশন রাখা যায় - কালানুক্রমিক/ মন্তব্যের সংখ্যা-ক্রমিক - ইত্যাদি, তাহলে এই সাজেস্টেড জিনিসও হলো, তার সঙ্গে বাড়তি কিছু।
  • ডাবের জল | 232312.167.124512.229 | ১৮ জুন ২০১৮ ২২:২৮375412
  • এসইও নিয়ে কাজ করেন এমন কেউ আছেন? পরামর্শ দিন না।
  • এলেবেলে | 230123.142.9001212.249 | ১৮ জুন ২০১৮ ২২:৫৬375413
  • @ডাবের জল, বেশ আমার পাঁচ নম্বর পয়েন্ট প্রত্যাহার করে নিলাম। তবে মন্তব্যকারী ওয়ান লাইনার থেকে বিরত হলেই ভালো।

    @পাই, 'ব্লগে আপেন্ড করা, এডিট করা যাবে কিনা বলা, কোথায় হোমে লেখার জায়গা আসবে বলা, ছবি কীকরে দিতে হবে বলা' হ্যাঁ, আমিও শিখেছি। সত্যিই উনি একা নন! তবে 'ব্লগে লিখতে গেলে কীভাবে লিখতে হবে সেটা টেক্সট আকারে টইপত্তরে ফিক্সড করার ব্যাপারে ভাবা যায় কি না' ভেবে দেখতে পারেন।
  • বিপ্লব রহমান | ১৯ জুন ২০১৮ ০০:১০375414
  • "অন্য প্রচলিত/ বেশী পপুলার ব্লগের সঙ্গে গুরুর হরিদাস পালের কি পার্থক্য?"

    একেকটি কমিউনিটি ব্লগের নিজস্ব স্টাইল বা মুড থাকে।

    যেমন, মুক্তমনা ব্লগ বিজ্ঞান, বিতর্ক্য, গবেষণা, ইতিহাস, নাস্তিক্যবাদ, সমসাময়িক ঘটনা ইতাদি বিষয়ে সিরিয়াস লেখালেখিকে উৎসাহিত করে। সেখানে গল্প-কবিতা ইত্যাদি তেমন চলবে না।

    সেখানে লেখক-পাঠক মুড সেভাবে তৈরি। সদস্যপদ পাওয়াও সহজ নয়। তবে অতিথি লেখকদের মান সম্মত লেখা প্রকাশের সুযোগ আছে।

    একেকটি লেখায় হয়তো মন্তব্য পড়ে খুবই কম, কখনো কোন পোস্টে হয়তো মন্তব্য না-ও পড়তে পারে। কিন্তু এ নিয়ে কেউ ভাবিত নন। কারণ বিশ্বের নানা -প্রান্ত থেকে পাঠক প্রতিটি লেখাই খুব মন দিয়ে পড়েন, হয়তো বিতর্ক নেই, তাই মন্তব্য নেই।

    আবার অনেক তর্ক-বিতর্ক টানা দু-তিন ধরেও চলতে পারে।

    আবার তুলনামূলক ভাবে ইস্টিশন
    ব্লগে অত ভাড়ি প্রবন্ধ চলবে না।বামপন্থী তরুণ লেখক- পাঠক সেখানে বেশী বলে সম সাময়িক বিষয় নিয়ে হালকা চালের লেখা নিয়ে আলোচনা বা বিতর্ক চলে। ফুটবল, জনজীবনের নিত্য সমস্যা, ক্রসফায়ার, রোহিঙ্গা, বাম কর্মসূচি, ছোটগল্প বা কবিতা, ভ্রমন, বিশ্ব রাজনীতি, ব্যক্তিগত ভাবনা ইত্যাদি কি নেই সেখানে? লেখক-পাঠকের সরব উপস্থিতি তো আছেই।

    সেদিক বিচারে গুরু ব্লগ বোধহয় এখনো কমিউনিটি ব্লগ হয়ে উঠতে পারেনি, একটি নির্দিষ্ট মুডে এই হরিদাস পালের সমাবেশ নয়।

    গুরু ব্লগে দেখা গেল কেউ পরিবেশ ভাবনা নিয়ে সিরিয়াস লেখা লিখছেন। আবার ফেসবুকে লেখা হালকাচালের মানহীন লেখাও কপি-পেস্ট হয়ে আসছে। জাত লেখকরা যেমন লিখছেন, তেমনি অফিস বা ঘরকন্যা সামলে কেউ হয়তো আড্ডার মুডে নিজস্ব ভাবনাটুকু লিখে দিচ্ছেন।

    অর্থাৎ গুরুর ব্লগ সাইটটির এখনো বোধহয় নিজস্ব কোনো মুডও তৈরি হয়নি। এর নিজস্ব লেখক -পাঠকও বোধহয় স্থির নন, অনেকে আসছেন, লিখছেন, আবার অনেকে চলেও যাচ্ছেন, আর লিখছেন না!

    এই অস্থির লেখক-পাঠক শ্রেণী কোনো ব্লগ সাইটের ভবিষ্যতের জন্য সুবিধার নয়। তাই হরিদাস পালকে আরো মান সম্মত, সুসংহত ও জনপ্রিয় করতে বোধহয় সিরিয়াস ভাবনার প্রয়োজন আছে।

    ভুল বলে থাকলে সংশ্লিষ্টরা শুধরে দেবেন। আপনাদের আলোচনা চলুক।
  • বিপ্লব রহমান | ১৯ জুন ২০১৮ ০৬:১৩375415
  • "রেনবো জেলি: যেমন লাগলো দেখে.....
    Srijita Sanyal Sur
    ইপ্সিতা বলল, রিভিউ লেখ। আমি বললাম, আমি কি সিনেমা বুঝি নাকি? ইপ্সিতা বলল, যা দেখে ভাল লাগল তাই লেখ। আমি বললাম, তবে তাই হোক।"

    ~~~~~~~
    এভাবে সম সাময়িক ঘটনার ওপর প্রাণোচ্ছল ভাষায় লিখবেন, গুরুর এমন "নিজস্ব ব্লগ লেখক গ্রুপ" তৈরি করতে হবে।
  • T | 9001212.74.018912.59 | ১৯ জুন ২০১৮ ০৭:১৮375416
  • আরে দাদা, এটা তো ঠেক। একে ইন্সটিট্যুশন বানিয়ে তুলতে চাইছেন ক্যানো। হে কর্তৃপক্ষ, এইসব মিলিশিয়া লেখক লিজিয়ন বানানোর আবদারে কান দেবেন না।
  • Atoz | 125612.141.5689.8 | ১৯ জুন ২০১৮ ০৭:১৯375417
  • আমারও অবাক লাগছে। গুরুচন্ডালি তো ব্লগ সাইট নয়!!!!!
  • Atoz | 125612.141.5689.8 | ১৯ জুন ২০১৮ ০৭:২৬375418
  • গম্ভীরমুখে কেউ মোজেসের টেন কম্যান্ডমেন্টস নিয়ে এলে টেনে এক দৌড় মারবো এখান থেকে। ঃ-)
  • বিপ্লব রহমান | ১৯ জুন ২০১৮ ০৯:৪৩375419
  • //অন্য প্রচলিত/ বেশী পপুলার ব্লগের সঙ্গে গুরুর হরিদাস পালের কি পার্থক্য?//

    ~~~~
    #ডাবের জলের এই কথার পরিপ্রেক্ষিতে ওপরের কথাগুলো বলা, সবই "হরিদাস পাল" (গুরু ব্লগ) প্রসংগে। এই ফোরাম নিয়ে সত্যিই ভাবনার অবকাশ আছে।

    এছাড়া "গুরু থাক গুরুতেই। " :-)
  • বিপ্লব রহমান | ১৯ জুন ২০১৮ ০৯:৪৫375420
  • #ভাই টি, #ভাই আতজ,

    বুঝতে ভুল হলো বোধহয়! :পি
  • বিপ্লব রহমান | ১৯ জুন ২০১৮ ০৯:৪৭375422
  • //কর্তৃপক্ষ, এইসব মিলিশিয়া লেখক লিজিয়ন বানানোর আবদারে কান দেবেন না।//

    হা হা প গে কে ধ! =))
  • ডাবের জল | 342323.186.675612.206 | ১৯ জুন ২০১৮ ১০:৩৯375423
  • স্যরি, আমি বোঝাতে/ লিখতে ভুল করেছি। বলতে চাইছিলাম ব্লগিং প্ল্যাটফর্ম, যেমন ওয়ার্ডপ্রেস, ব্লগার, টাম্বলার - এগুলোর সঙ্গে পার্থক্য।

    আমার ধারনা প্রযুক্তিগত পার্থক্যই হবে মূলত; ব্লগাররা যদি বলেন তো বোঝা যায়।
  • বিপ্লব রহমান | ১৯ জুন ২০১৮ ১৮:০৪375424
  • ব্লগ প্রযুক্তিকে বোনাস মনে হয়। আসলে দরকার গুরু ব্লগের (হরিদাস পাল) মুড টিউন করা।
  • ডাবের জল | 232312.171.123423.127 | ১৯ জুন ২০১৮ ১৮:৫০375425
  • গুরুচণ্ড৯র অফিশিয়াল ঘোষনাতেই যেহেতু দাদের মলম থেকে পোস্টকোনিয়ালিজম - সবার প্রতি সমদর্শিতার কথা আছে, তাই এখানে যেকোন বিভাগে এই মুড টিউন করতে গেলে বর্তমান অডিয়েন্স রৈ রৈ করে তেড়ে আসবে (আমিও)!
  • বিপ্লব রহমান | ১৯ জুন ২০১৮ ২৩:১০375426
  • //
    গুরুচণ্ড৯র অফিশিয়াল ঘোষনাতেই যেহেতু দাদের মলম থেকে পোস্টকোনিয়ালিজম - সবার প্রতি সমদর্শিতার কথা আছে, তাই এখানে যেকোন বিভাগে এই মুড টিউন করতে গেলে বর্তমান অডিয়েন্স রৈ রৈ করে তেড়ে আসবে (আমিও)!//

    আমি কিন্তু একবারো গুরুর ব্লগে
    (হরিদাস পাল) বিষয়বস্তু কি হবে, তা নির্ধারণ করতে বলিনি। বিষয়বস্তুর বৈচিত্রতা তো এক বিশাল সম্পদ।

    আমারো বোধহয় বোঝাতে ভুল হলো। বলতে চেয়েছি,

    *গুরুর ব্লগকে (হ/পা) কমিউনিটি ব্লগের চরিত্র দিতে এর একটি নিজস্ব ব্লগার লেখক-পাঠক গোষ্ঠী তৈরি করা।

    এটিই ব্লগ সাইটটিকে (হ/পা) নিজস্ব মুড বা মেজাজে দাঁড় করাবে।।*

    এ কারণেই আগে বলেছি,

    //গুরুর ব্লগ সাইটটির (হ/পা) এখনো বোধহয় নিজস্ব কোনো মুডও তৈরি হয়নি। এর নিজস্ব লেখক -পাঠকও বোধহয় স্থির নন, অনেকে আসছেন, লিখছেন, আবার অনেকে চলেও যাচ্ছেন, আর লিখছেন না!

    এই অস্থির লেখক-পাঠক শ্রেণী কোনো ব্লগ সাইটের (হ/পা) ভবিষ্যতের জন্য সুবিধার নয়। তাই গুচ ব্লগ (হ/পা)কে আরো মান সম্মত, সুসংহত ও জনপ্রিয় করতে বোধহয় সিরিয়াস ভাবনার প্রয়োজন আছে।//

    উড়ুক।
  • ডাবের জল | 342323.186.565623.27 | ১৯ জুন ২০১৮ ২৩:৩৩375427
  • ‘নিজস্ব ব্লগার লেখক-পাঠক গোষ্ঠী‘ এটা আমারও মনে ধরলো। মানে, এই জিনিসটাকে আরো স্ট্রং করতে পারলে খুবই ভালো।
  • বাবুরাম সাপুড়ে | 781212.194.234523.234 | ২০ জুন ২০১৮ ০০:৫৭375428
  • গুরুর নিজস্ব মুড তৈরির দরকার কেন? যিনি রম্যরচনা পরেন তিনি কি গুরুগম্ভীর প্রবন্ধ একেবারেই পড়েন না। বা যিনি ক্লাসিক সাহিত্য বেশি পড়ে থাকেন গোয়েন্দা কাহিনীতে তার একেবারেই অরুচি হবে এমন কোন মানে আছে কি?
    পাঠকের পাকাপাকি কোন মুড থাকে না, লেখকেরও না। লোকে নানা ধরণের লেখা লেখে ও পড়ে। গুরু একটা পত্রিকা, এটাকে মহান কিছু একটা না বানানোর চেষ্টা করলেই বরং বেশি প্রভাব রাখতে পারে বলে মনে করি।
  • ডাবের জল | 232312.172.125612.247 | ২০ জুন ২০১৮ ০১:১১375429
  • "গুরুর ব্লগকে (হ/পা) কমিউনিটি ব্লগের চরিত্র দিতে এর একটি নিজস্ব ব্লগার লেখক-পাঠক গোষ্ঠী তৈরি করা।

    এটিই ব্লগ সাইটটিকে (হ/পা) নিজস্ব মুড বা মেজাজে দাঁড় করাবে।"
    19 Jun 2018 -- 11:10 PM - এখানে মুডের ব্যাপারটার একটু ব্যাখ্যা আছে। আমিও প্রথমে ভুল ভেবেছিলাম, কিন্তু আসলে মুড তৈরী বলতে এক ধরনের লেখা - এরকম কিছু বলা হয়নি বুঝতে পারছি।

    নিয়মিত লেখক/ পাঠক ও তাঁদের মতের আদান প্রদান, এতে জোর দেওয়া দরকার তাতে সন্দেহ নেই।

    এটা আছে অবশ্যই, আমি নিজেই গত বারো বছর ধরে নিয়মিত সাইটে আসি, আমার থেকে পুরনো পাঠকও আছেন। কিন্তু নতুন পাঠক/ লেখক, অল্পবয়সীরা কেমন আসছে, কি করে আরো পৌঁছনো যায় এবং পাঠক ফিরে আসে তাতে নজর দেওয়া একটা চলমান প্রসেস।
  • একক | 3445.224.9002312.52 | ২০ জুন ২০১৮ ০২:১০375430
  • উফফ আবার সেই নিস্ফল হ্যাজ শুরু হয়েচে। বছরে একবার করে এ প্রসঙ্গ উটবেই :D
  • ডাবের জল | 232312.172.125612.247 | ২০ জুন ২০১৮ ০২:৫২375431
  • হুম। বাৎসরিক নিস্ফল হ্যাজ করা যাবে না। খুব ভালো পয়েন্ট। একককে ধন্যবাদ।
  • একক | 3445.224.9002312.52 | ২০ জুন ২০১৮ ০২:৫৫375433
  • করা যাবেনা কেন । সবই যাবে । কিন্তু এই আলোচনা গুলো কোথাও পৌঁছতে দেখিনি ,এইআর্কি ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন