এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 452312.149.562312.78 | ১৪ জুন ২০১৮ ১৪:৪৫375585
  • ভিডিও কি টিউটোরিয়ালে প্রাথমিক জড়তাটুকু কাটুক। এর সঙ্গে পাঠক/ লেখকের মানের কোনো সম্পর্ক আছে কী?
    এক যুগ আগে আমরা যখন আসি, বাঁদিকে কী টাইপ করলে ডানদিকে কী আসবে-সম্যক ধারণা নিয়ে এসেছিলাম, অন্য একটি সাইটের কল্যাণে। তখন এখানেও একটি টিউটোরিয়াল দেওয়া থাকত-কী ভাবে বাংলা লিখবেন।
    এগুলো থাকুক।

    যেটা দরকার সেটা হোলো আত্মবিশ্লেষণ-সেটা এক এক জনের এক এক রকম হয়ত। গুরুর কোর কমিটি এক রকম ভাবতে পারেন, ইন্ডিভিজুয়ালের ভাবনা আলাদা আলাদা। মানে আমার নিজের কথা যদি বলি, তবে এই ভাবি যে পাঠক হিসেবে , লেখক হিসেবে আমার কি কোনো উত্তরণ হল? একযুগ আগে হাত পাকাতে এসেছিলাম, তারপর টেখা শুরু হল, টেখা কি লেখা হল? যা চেয়েছিলাম এক যুগ আগে, সেরকম লিখতে পারলাম আদৌ? এখন কি লিখছি? হাবিজাবিও না আদৌ কিছু হচ্ছে? একই আবর্তে ঘুরপাক খাচ্ছি? রিটায়ার করা উচিত? নিজেই নিজের সামনে আয়না ধরি।
    আবার এও ভাবি পাঠকও কি বদলালো? একটুও? আজকের পাঠক কি আমার সামনে আয়না ধরে?
    আমি ছাড়া যাঁরা লিখছ্হেন, যা লিখছেন তাতে পাঠক হিসেবে আমি কি বদলালাম? কী বদল হল?
    এইসব।
  • i | 452312.149.562312.78 | ১৪ জুন ২০১৮ ১৪:৫৩375586
  • আমার লেখার তলায় যদি কমেন্ট না পড়ে তা কি কারণে সেটা ভাবা জরুরী। খুব জরুরী।
  • dc | 011212.227.892323.92 | ১৪ জুন ২০১৮ ১৪:৫৫375587
  • আমি যখন এখানে টাইপ করতে শুরু করেছিলাম তখন কোন টিউটোরিয়াল ছিল না। এমনিতে অনেকদিন নিপা ছিলাম, তারপর আস্তে আস্তে ইচ্ছে হয়েছিল আলোচনায় অংশগ্রহন করি, বিশেষ করে ২০১২ ইলেকশানের আগে। তখন "বাংলা লিখুন" লিংকে ক্লিক করে, বাঁদিকে টাইপ করতাম আর ডানদিকে কি লেখা হলো দেখতাম। একেকটা আকার, ইকার, যুক্তাক্ষর ইত্যাদি টাইপ করবার জন্য কিবোর্ডের প্রায় সব কম্বো ট্রাই করে ফেলতাম। এরকম কয়েক দিন করার পর দেখলাম অনেকটাই লিখতে পারছি, আর যেটা পারতাম না সেটা গুগল ট্রান্সলিটারেট দিয়ে বা অন্য কারুর লেখা কপি করে পোস্ট করতাম। এটুকু মনে আছে যে পুরোটা শিখতে কিছুটা সময় লেগেছিল, তবে লার্নিং কার্ভটা ভালোও লেগেছিল। সেটা হয়তো সবার অতো ভালো নাও লাগতে পারে।
  • i | 452312.149.562312.78 | ১৪ জুন ২০১৮ ১৫:০২375588
  • আপনার মত নিশ্চৈ আরো অনেকে আছেন, আবার নেইও, আপনি নিজেও বললেন।

    এই যে পাই বললেন না, জনে জনে বোঝাতে হয়, তো, সাইটে একটা ছোট্টো টিউটোরিয়াল থাকলে, এই জনে জনে হাতে ধরে বোঝানোর ব্যাপার থেকে ছুটি মেলে। সেটাও তো জরুরী।
  • i | 452312.149.562312.78 | ১৪ জুন ২০১৮ ১৫:০৫375589
  • টি যেমন বলছেন পাঠক পাঠক করে মাথা খারাপ না করা-সেও এক রকম ভাবনা। সবাই পারে না।
  • i | 452312.149.562312.78 | ১৪ জুন ২০১৮ ১৫:৩৬375591
  • 'কে শোনে কি নাই শোনে'- হতে পারলে খুবই ভালো। আমি পারি নি। 'কারে যেন দেব বলে, কোথা যেন ফুল তুলি-'
  • dc | 011212.227.892323.92 | ১৪ জুন ২০১৮ ১৫:৩৬375590
  • "পাঠক পাঠক করে মাথা খারাপ না করা" - এটা অ্যাকচুয়ালি আমারও মত।
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ১৫:৪৯375592
  • যতদিন না গুরু ব্যব্সায় পরিণত হচ্ছে (অলরেডী কিছুটা হয়েছে), ততদিন পাঠক নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু যখন ব্যব্সা করবেন, তখন কতজন পাঠক এলেন, কতজন অ্যাক্টিভ ইউজার, কতজন নীপা, কতজন রেজিস্টার্ড ইউজার ইত্যাদি সব সংখ্যা খুব জরুরী হয়ে উঠবে। অ্যাড আনার জন্য এবং সেখান থেকে প্রাপ্ত রেভিনিউর জন্য। তখন অবশ্যি এই লেআউটও বদলাতে হবে। বর্তমান সাইট থেকে রেভিনিউ তোলার অনেক আইনি জটিলতা আছে। দেখা যাক।
  • T | 565612.69.1290012.251 | ১৪ জুন ২০১৮ ১৫:৫২375593
  • ধুস, কে আবার রেভিনিউ জেনারেট কত্তে চাইছে!
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ১৫:৫৪375345
  • বইমেলায় গুরু বিনি পয়সায় বই বেচে নাকি? আর গুরুতে একসময় গুগল অ্যাডসও ছিলো, অল্প সময়ের জন্য। তুমি বোধয় তখনও এই সাইটে আসোনি।
  • T | 565612.69.1290012.251 | ১৪ জুন ২০১৮ ১৬:০৭375346
  • ঈশানদার লেখা রয়েছে তো। গুরুচন্ডাল৯ পাবলিকেশন থেকে বই ছাপার মডেল কী সেই নিয়ে। সে কিছু রেভিনিউ জেনারেটিং মডেল না। গুগুল অ্যাডস আমি সাইটে দেখিনি কখনো। আমি দুহাজার এগারো থেকে।
  • avi | 7845.11.017812.0 | ১৪ জুন ২০১৮ ১৬:১৪375348
  • লোক আনতে চাইলে লাইক বাটন আনুন, সাথে ডিসলাইক রাখুন, দলে দলে লোক আসবে।
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ১৬:১৪375347
  • তাহলে তার আগে ছিলো। একটা টইও ছিলো। গুগল অ্যাডসঃ কি ও কেন বা ঐরকম নাম দিয়ে। পরে ডিলিট করে দেওয়া হয়েছে কিনা জানিনা।

    বই ছেপে বিক্রি করলে পয়সা যখন আসছে তখন সেটা রেভিনিউ জেনারিটিং ওর্গানাইজেশন। আর এটাও ধরে নেওয়া যায় যে গুরুর বই বেশিরভাগ যারা কেনেন তারা স্টলে যাচ্ছেন সাইট থেকেই।

    তবে অদুর ভবিষ্যতে গুরুর বড়সড় ব্যব্সায় পরিণত হওয়ার সবরকম প্রস্তুতি দেখতে পাই।
  • T | 565612.69.1290012.251 | ১৪ জুন ২০১৮ ১৬:১৯375349
  • S, এইরকম ব্যাপারটা...
    " প্রথমে সমস্যাটা বলি। সেটা গুরুর মডেল সংক্রান্ত। মডেল বলতে চটি বই, ইত্যাদি, যেটা আগেই ব্যাখ্যা করলাম। আমরা বইয়ের দাম কম, খুবই কম রাখি। নীতিগতভাবেই। ফলে বইয়ের বিক্রি খুবই ভালো হলেও, আমাদের মেরেকেটে টাকাটা উঠে আসে। কখনও সামান্য কিছু লসও হয়, কিন্তু সেটা অ্যাবসর্ব করে নেওয়া যায়। এগুলোর কোনোটাই কোনো সমস্যা না, কারণ আমরা প্রফিটের জন্য এই খেলায় নামিনি। সমস্যা এই, যে, এইভাবে চললে আমাদের টাইটেলের সংখ্যা প্রত্যাশিতভাবে বাড়ছেনা। প্রাথমিক বিনিয়োগ কম থাকায়, যেটুকু রোল করছে, সেটা থেকেই পরের বই ছাপতে হচ্ছে, এবং আমরা বছরে চার-পাঁচ-ছয় এর বেশি বই ছেপে উঠতে পারছিনা। শুরুর দিকে, এটা কোনো সমস্যা ছিলনা। ছাপার জন্য অত বই ছিলনা। কিন্তু এখন তো ঠিক শুরুর ফেজ না। প্রকাশযোগ্য বইয়ের সংখ্যা দেখি ভালই। কিন্তু অত বই ছেপে উঠতে পারিনা। ফলে ক্ষতিটা পাঠকেরই হয়। এই হচ্ছে সমস্যা।
    সমস্যা সমাধানের একটা উপায় হতে পারে, ঝট করে বইয়ের দাম বাড়ানো। সেটা করতে চাইনা একেবারেই। নীতিগতভাবে চটি বই শুরু করার লক্ষ্য একটাই ছিল, কম দামে সস্তা বই পাঠকের কাছে পৌঁছনো। সেটা থেকে সরে ‘দামী’ প্রকাশক হবার কোনো মানে নেই। সেটা ভাবাও হচ্ছেনা। পরিবর্তে আরেকটা উপায় ভাবা হচ্ছে। যদি বইয়ের স্পনসরশিপ নেওয়া যায়। ব্যক্তি করুন বা প্রতিষ্ঠান( যদিও কেন কোনো প্রতিষ্ঠান এটা করবেন, জানা নেই, কিন্তু তবুও, বলা তো যায়না)। অফিশিয়ালি সেটার নাম দেওয়া যায় "বই দত্তক নেওয়া"। মডেলটা এরকমঃ যাঁরা প্রোজেক্টটায় আগ্রহী, হাত তুললেন। আমরা সম্ভাব্য বইয়ের নাম বা তালিকা তাঁদের কাছে উপস্থিত করলাম। এবার সেখান থেকে বেছে নিয়ে (যদি পছন্দ হয়)একটি বইয়ের আংশিক বা সম্পূর্ণ খরচ আগ্রহীদের মধ্যে থেকে কেউ বা কোনো প্রতিষ্ঠান বহন করলেন। বইতে তাঁদের নাম দেওয়া হল। লেখকও কিছু টাকা পেলেন, বইয়ের দামও সস্তা রাখা হল। বলাবাহুল্য টাকাটা দত্তকদাতা ফেরত পাবেননা। ওটা বইয়ের পরবর্তী সংস্করণে রোল করবে। এক্সক্লুসিভলি।"

    মূল লেখা,
    http://www.guruchandali.com/blog/2016/05/16/1463415476009.html?commentPage=11
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ১৬:২৮375350
  • রেভিনিউ মডেল মানেই গুগল বা ফেসবুকের মত মাল্টাই বিলিয়ন ডলার হতে হবেনা। যা পয়সা আসছে সেটাই রেভিনিউ আর টিপিকাল পাবলিকেশনের রেভিনিউ মডেল।

    তোমার দেওয়া অংশটা এবং মুল লেখাটার একটা অংশ পড়লাম। আইনি ঝামেলায় পড়ার প্রচুর রসদ রয়েছে মডেলে এবং ঈশানদার এই লেখা সেই রসদে ভালই মশলা ছড়িয়েছে।
  • π | ১৪ জুন ২০১৮ ২১:০৪375351
  • ডিসি যেমন বলছেন মাসের জন্য চাইনা, নিশের জন্য চাই, আর সেজন্য আর কোনভাবে ইউজারফ্রেন্ডলি করার দরকার নেই, সেই অনুযায়ী তালে যাঁরা বলছেন আর ইউজার ফ্রেন্ডলি দরকার নেই, তাহলে তাঁরাও চাইছেন গুরু নিশের জন্য থাক, কোনভাবে মাসের জন্য না, তাই তো?
    আর তার সাথে পাঠকের ফিডব্যাকেরও দরকার নেই, তাই তো?

    তবে, আমার মতে ফেবু বিস্ফোরণ পরবর্তীকালে, ঐ যা বললাম, নিতান্ত অভ্যাসের দোষেই মাস নিশ ভাগাভাগিও সহজ না। আর ঐ নিশ সেগমেন্টের অনেক লেখকের কাছেও পাঠকের সুিন্তিত ফিডব্যাক, ব্যবচ্ছেদ ( ফেবুর সেট করা লাইক বাটন প্রেস আর এক শব্দ কি এক লাইনের প্রতিক্রিয়ার বাইরে) চাইতেই পারেন। সেখানেও অত জেনেরালাইজেশন করা যাবেনা।
  • π | ১৪ জুন ২০১৮ ২১:১৩375352
  • যাঁরা নানা সময় বলেছেন, সাইটে লেখার সমস্যা নিয়ে, সময় পেলে তুলে রাখব খন।
    এখুনি যেমন মনে পড়ছে, শক্তিমাসিমাই কতবার বলেছেন বুঝতে না পারার কথা, অসুবিধার কথা।

    । তবে আজকাল মনে হতে শুরু করেছে, সময় পেলেই বা করব কেন। কী লাভ। এই এখানে লেখা কতজনকেই ব্লগে কীভাবে লিখতে হবে, ছবি কীকরে দিতে হবে লিখতে হয়েছে। মানে এই সময়গুলোই বা কেন দেব, আমার সময় নেহাত অফুরন্ত আর অন্য কাজে ব্যয় করার মত না হলেও, কেন, এ প্রশ্ন মাঝেসাঝে জাগে বটে।
    আবার লেখকের যদি পাঠকের মতামতের কোন প্রয়োজনীয়তাই নেই, বা বাকিদেরও লেখা নিয়ে কোন আলোচনা সমালোচনা, তো শেয়ার করে কর্র এত সময় ব্যয়কে অপচয় মনে হতে শুরু হওয়াও বোধহয় অস্বাভাবিক কিছুনা।
  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০১৮ ২১:৩১375353
  • “গুরুতে একসময় গুগল অ্যাডসও ছিলো”

    তো? ঘোষণা দিয়ে বিজ্ঞাপন যোগ হলে সমস্যা?

    বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগ সাইট সামহোয়ারিন ডটনেট এক সময় প্রচুর অনলাইন বিজ্ঞাপন প্রকাশ করেছে।একুশের বইমেলার সময় রেজিস্টার্ড সদস্যরাও সে সময় বিনে পয়সায় দু-একটি বইয়ের বিজ্ঞাপন দিতে পারতেন।

    মুফতে হরিলুঠের মানসিকতা এক ধরণের সামন্তবাদী ভাবনা। গুরুগণ আর কতো বনের মোষ তাড়াবেন?

    গুরুতে বিজ্ঞাপন যোগ হোক, নীতি থাক অক্ষুন্ন!
  • ~ | 781212.194.120123.130 | ১৪ জুন ২০১৮ ২১:৪৬375357
  • যারা ফেসবুকে বাংলা লেখে ফোনে বা মেশিনএ অভ্রতে তারা "বাংলা বা ইংরিজি লিখুন(নিজস্ব সফটওয়্যার)" দিয়েই ফাটিয়ে লিখবে। কিন্তু "(নিজস্ব সফটওয়্যার)" পড়ে জিনিসটা কী এক চান্সে বোঝা মুশকিল অনেকের কাছে। "(অভ্র/রিদমিক ইত্যাদি)" এরকম কিছু লেখা হলে হয়তো বুঝতে সুবিধে হত। আর এইটা প্রথম অপশন হওয়া উচিত মনে হয় প্রায় সকলেই এভাবেই লেখে। গুরু লে আউটে আমিই আর লিখতে পারি না এখন অভ্রতে হাত এত পোক্ত হয়েছে।

    সমস্ত বুলবুলভাজা আর সমস্ত ব্লগের লেখার কোনো টানা লিস্ট না পাওয়া বেদনাদায়ক আমার কাছে। টইপত্তরের যেমন লিস্ট আছে। তারিখ বা মাস ধরে ধরে লেখার লিস্ট পছন্দ করি না। কিন্তু কী করা যাবে।
  • ডাবের জল | 232312.171.893423.130 | ১৪ জুন ২০১৮ ২১:৪৬375356
  • আমি আবার খুবই মাসপন্থী। মানে আমি তো নিজেই মাস। কিন্তু এইটাও চাই যে মাসও ভাবনাচিন্তা করুক।
    তার জন্যে মাসকে আসতে তো হবে, তাই ভিডিও টিউটোরিয়াল এইসব থাকুক, ভালো ভাবে সাজিয়ে গুছিয়ে থাকুক।

    ফিডব্যাক জানাতে লেখকের আগ্রহ থাকে, তা যতই অন্যরকম বলি, তবে একটা জিনিস ভাবি, ইন্টারনেটের আগের যুগে কি হতো? চিঠিপত্র লিখতো লোকে, কিন্তু সে আর কতো? খুব সেলিব্রিটি লেখক না হলে লেখকরা কি করে নিজেদের লেখার বিচার করতেন?

    আর, অ্যাডের পক্ষে তো আমি ভয়ানক রকম। কন্টেন্টকে বিরক্ত না করে অ্যাড রেখে যদি ব্যাপারটাকে সেল্ফ সাসটেনেবল করা যায় তাহলে এর থেকে আর ভালো কি হয়। আমাদের বুদ্ধির্চার জন্যে কর্তৃপক্ষ বছরের পর বছর পকেটের পয়সা দিয়ে চন্ডীমন্ডপে পান তামাক জুগিয়ে যাবেন এ তো ভালো কথা না।
  • | 2345.110.563412.251 | ১৪ জুন ২০১৮ ২১:৪৬375354
  • আমার নিজের অবশ্য খুব জটিল লাগেনা গুচর সাইট। খোলা, পড়া বা লেখা হয় না, আলাদা করে আবার আর একটা সাইট খোলার খাটুনি বাঁচানোর কুঁড়েমির জন্য।
    সাইট কিন্তু খনি! কম খোলা হলেও সেইটা মেনে না নিলে যারা যারা তাতে কন্ট্রিবিউট করেছেন তাঁদের অসম্মান করা হয়।
  • π | ১৪ জুন ২০১৮ ২১:৫৫375359
  • এটায় একমত, অভ্র, রিদমিক জোড়া নিয়ে। আর টই খোলা হলে সেটা কোথায় আসছে বলা নিয়ে।

    লেখক অনুযায়ী তালিকা পেলে অনেকের সুবিধে হত। অন্তত ব্লগে।
  • Atoz | 125612.141.4589.119 | ১৪ জুন ২০১৮ ২১:৫৫375358
  • অ্যাড দেওয়া হবে শুনেই হ য ব র ল মনে পড়ল। "বিজ্ঞাপন পেয়েছ? হ্যান্ডবিল?"
    ঃ-)
  • ডাবের জল | 342323.186.1234.184 | ১৪ জুন ২০১৮ ২২:০১375360
  • হ্যাঁ, তালিকার জন্যে একটা আলাদা পাতা হতে পারে, লেখক অনুযায়ী ও কাল অনুযায়ী। হরিদাস পালের জন্যে ও বুলবুলভাজার জন্যে আলাদা।
  • ডাবের জল | 342323.186.1234.184 | ১৪ জুন ২০১৮ ২২:০২375361
  • তবে বুলবুলভাজার লেখক তালিকা সম্ভব কিনা জানিনা, বর্ণানুক্রমিক?
  • π | ১৪ জুন ২০১৮ ২২:০৭375362
  • আর কিছু বাছাই টই থাকলে ভাল হত। এ প্রস্তাব আগেও অনেকবার এসেছে কিন্তু লোকে বাছবে বাছবে করেও শেষ অব্দি আর হয়নি।
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ২২:২৯375363
  • @বিপ্লব রহমান
    “গুরুতে একসময় গুগল অ্যাডসও ছিলো”
    তো? ঘোষণা দিয়ে বিজ্ঞাপন যোগ হলে সমস্যা?

    প্রথমতঃ কথাটা লিখেছি টির একটা কথার উত্তরে যেখানে টি লিখেছে যে গুরু কোনও রেভিনিউ জেনারেট করার কথা ভাবছেনা। দেখিয়ে দিয়েছি যে গুরু আগেও রেভিনিউ জেনারেট করেছে। আপনি পরবর্তী যা লিখেছেন তার থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে রেভিনিউর কথা ভাবা হচ্ছে।

    আর গুরুর মতন ওপেন সাইটে বিজ্ঞাপন যোগ হলে যে আইনি সমস্যা আছে সেটা আপনি বুঝতে পারছেন না দেখেই অবাক হচ্ছি।
  • ডাবের জল | 232312.171.893423.130 | ১৪ জুন ২০১৮ ২২:৩৩375364
  • আইনী সমস্যা কিরকম? এটা নিয়ে একেবারে ধরনা নেই।
  • dc | 011212.227.892323.92 | ১৪ জুন ২০১৮ ২২:৩৪375365
  • পাই ম্যাডাম আমি যা বলেছি সে তো আমার ব্যক্তিগত মত মাত্র। এই সাইটে যাঁরা নিয়মিত আসেন তাঁদের সংখ্যাগরিষ্ঠ যদি মনে করে তাহলে সাইটকে আরও বেশী জনপ্রিয় বা আরও ইউজারফ্রেন্ডলি বানানোর কথা ভাবতেই পারেন।

    "কিন্তু এইটাও চাই যে মাসও ভাবনাচিন্তা করুক"

    এখানে দ্বিমত আছে। আমি কি চাই তা দিয়ে ইন্টারফেস ডিজাইন হয়না। ইউজাররা কি চায়, বা ইউজাররা ঠিকমতো সেটা ব্যবহার করতে পারছে কিনা সেটা দিয়েই ডিজাইনের ভালোমন্দ বোঝা যায়। এই যেমন পাই ম্যাডাম বল্লেন বারবার লোকজনকে বোঝাতে হয় এখানে কিভাবে লিখবেন বা টই ব্যাপারটা কি, আর এতো বোঝাবার সময় কোথায়। প্রশ্ন হলো, একজন ব্যক্তিকে নিজের উদ্যোগে বারবার এরকম করতে হবেই বা কেন? ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ডিজাইন মানেই হলো আগে যিনি এই সাইট দেখেননি তিনি নিজেই সহজে এই ইনফেরমেশান পেয়ে যাবেন, অন্য কোন ব্যাক্তির সাহায্য নিতে হবে না। মানে এটা শুধু গুরু না, যেকোন ওয়েবসাইটের ক্ষেত্রেই প্রযোজ্য।
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ২২:৩৬375367
  • "মুফতে হরিলুঠের মানসিকতা এক ধরণের সামন্তবাদী ভাবনা।"

    এই কথাটার মানে কি? প্রমাণ করতে পারবেন যে মুফতে হরিলুঠ সামন্তবাদী ভাবনা? আর কে এখানে হরিলুঠ ঠিক কিভাবে লুঠছে একটু বুঝিয়ে বলুন। গুরুকে তাহলে আপনি পেইড সাইট করতে বলছেন?

    "গুরুগণ আর কতো বনের মোষ তাড়াবেন?"
    এই গুরুগণএর লিস্টিটা পাওয়া যাবে একবার।

    এসব মাথা গরম করে কথাবার্তা। আরেকটু ভেবে চিন্তে কথা বলুন। বোধয় এইধরনের মানসিকতাও গুরু থেকে লোককে ঠেকে দুরে করে দিয়েছে। ঠিক এই কারণেই অন্য সাইট থেকে লোকে এসে গুরুর জন্ম দিয়েছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন