এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 011212.227.892323.92 | ১৪ জুন ২০১৮ ০৬:৫৭375552
  • গুরু সাইটের লেআউট তো আমরও ভাল্লাগে। কিন্তু অনেক সময়ে দেখি পাই ম্যাডাম বা অন্য দুয়েকজন লেখেন যে নতুন অনেকে নাকি গুরুতে এসে কনফিউজড হয়ে গেছেন। বা অনেক সময়ে দেখতেও পাই যে অনেকগুলো টই খোলা হলো, তারপর আর কিছু লেখা হলো না। তার মানে কেয় লিখতে চেষ্টা করেছেন কিন্তু বুঝতে পারেননি। কাজেই এই সাইট যদি বেশী পপুলার করা উদ্দেশ্য হয় তাহলে হয়তো ইনটুইটিভনেস, বা ইউজার ফ্রেন্ডলিনেস যাই হোক না কেন, সেটা নিয়ে ভেবে দেখা যেতে পারে।
  • h | 230123.142.34900.21 | ১৪ জুন ২০১৮ ০৭:৩৯375553
  • থাক;-)
  • T | 565612.69.1290012.251 | ১৪ জুন ২০১৮ ০৮:০৮375554
  • হ্যাঁ, থাক। শিক্ষিত বাঙালীকে যদি কনফিউজও করা যায় সেও পরম প্রাপ্তি। :-)
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ০৮:৩৩375555
  • ইউজার ইন্টারফেস ঠিকই আছে।
  • avi | 7845.11.017812.0 | ১৪ জুন ২০১৮ ০৮:৫৮375556
  • ফেসবুকের লাইক আর সাবথ্রেড দুটোই হচ্ছে ব্যক্তি অহংকে ধোঁয়া দেওয়ার সবচয়ে ভালো প্রতিষ্ঠান। আমি একটা কিছু মন্তব্য করলাম, তার তলায় পঞ্চাশটি লাইক, এবং তিরিশটি মন্তব্য হলো, সে মূল বক্তব্যের থেকে একটু অসংলগ্ন হলেও প্রভূত তৃপ্তিদায়ক। ফেসবুক এই জিনিসটি এমনভাবে নেশা ধরিয়ে দিয়েছে যে বিগত চার পাঁচ বছরে অন্তর্জালে ভালো গুণমান দেওয়া লেখককেও এর জালে পড়তে দেখেছি বারবার। এর জ্বালায় লেখার আকার ছোট হয়েছে, বক্তব্য অগভীর হয়েছে, কিন্তু কিছু করার নেই। তার সাথে যোগ হয়েছে ব্লকের ক্ষমতা। আমার দেওয়ালে আমিই রাজা, অন্যমত মানেই মিনিটে বিদায়, এবং এতজন লাইক করেছেন - অর্থাৎ আমিই ঠিক : সব মিলে ছোট ছোট বুদ্বুদ তৈরি হয়েছে সেখানে। এই ধাঁচে অভ্যস্ত জনতার পক্ষে খোলা মাধ্যম, জবাবদিহির দায়, এবং ব্যক্তিনিরপেক্ষ বক্তব্য ভালো লাগা সমস্যার। এমনিতেও আমরা বক্তব্য আক্রমণ করার চেয়ে ব্যক্তি আক্রমণেই বেশি স্বচ্ছন্দ। গুরুতে নিক, আইপির কল্যাণে এরও অভাব। ফলে খুব বিতর্কিত বিষয়েও ফেসবুকে যত গালাগাল পাওয়া যাবে, গুরুতে তত মিলবে না, সাইটের লিঙ্ক ফেবুতে দিলেও।
  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০১৮ ০৯:২২375557
  • গুরুর সাইট ব্যবহার করবো কী ভাবে? নতুন পাঠক/ লেখকদের বোঝার জন্য ভিডিও ক্লিপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    দারুণ উদ্যোগ, সন্দেহ নেই। এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ আরো হোক।

    পরে তা মূল সাইটে ট্যাব হিসেবে যোগ করা যায়। এতে গুরুর ব্যবহারিক দিক বুঝতে সহজ হয়।

  • dc | 011212.227.892323.92 | ১৪ জুন ২০১৮ ০৯:৩১375558
  • avi র সাথে একমত। ইন ফ্যাক্ট আমি ফেবু ব্যবহার ছেড়েছিলাম প্রধান দুটো কারনেঃ লাইক বাটন আর গুচ্ছের ফ্রেন্ড সাজেশান।
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ০৯:৩৩375559
  • গুরুর সাইটে একটা গন্ডগোল আছে। টইতে শেষ পাতাটা সব থেকে ডানদিকে আসে, এবং নীচে থাকে সর্বশেষ পোস্ট, লিখতে হলেও নীচে গিয়ে ক্লিক করতে হয়। ভাটে এক্দম উল্টো।
  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০১৮ ০৯:৫৪375560
  • এলেবেলে,

    মোবাইল এপই স্মার্ট প্রযুক্তি, মোবাইল সংস্করণ নয়। খেয়াল করে দেখবেন, একারণে বিবিসি থেকে শুরু করে সব বড় সাইটগুলো মোবাইল এপের দিকেই ঝুঁকছে। আর বেশী পাঠক মানেই বেশী মন্তব্য, এতো খুব সহজ কথা!

    আর ফেবু, টুইটার, জি+ দিয়ে লগিন মন্তব্যের সুবিধার কথা আগেই বলেছি। পাশাপাশি লগোফ অপশনও রাখতে বলেছি।

    অনুগ্রহ করে ওপরের প্রস্তাবনার পয়েন্টগুলো কী আরেকবার দেখবেন?
  • T | 565612.69.1290012.251 | ১৪ জুন ২০১৮ ১০:০০375562
  • এই ভিডিওকে ধিক্কার জানাই।
  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০১৮ ১০:০৫375563
  • //গুরুর সাইটে একটা গন্ডগোল আছে। টইতে শেষ পাতাটা সব থেকে ডানদিকে আসে, এবং নীচে থাকে সর্বশেষ পোস্ট, লিখতে হলেও নীচে গিয়ে ক্লিক করতে হয়। ভাটে এক্দম উল্টো।//

    এটি বিন্যাস্ত করা জরুরি।

    আমার মতে, সবশেষ পোস্ট নীচে থাকাই ভাল। এতে আগে কি আলোচনা হয়েছে, তা একনজরে দেখে নেওয়া যায়।

    তবে পাতার নীচে সর্বডানে একটি উর্ধমূখি তীর চিহ্ন [ ^ ] রাখা যেতে পারে, যাতে ক্লিক করলেই পাতাটি স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠে যাবে।
  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০১৮ ১০:০৯375564
  • //আমার মতে গুরুর লেআউট ইত্যাদি বেশ চমৎকার। একটু হয়তো খুঁজে পেতে দেখতে হয়, তো মিনিমাম লার্নিং কার্ভও থাকবে না, এই দাবী হচ্ছে মানুষের ভাবনার প্র্যাকটিস কমিয়ে দেওয়ার ফেসবুকীয় ষড়।//

    "হ্যাঁ" ভোট দিলাম।
  • ডাবের জল | 127812.61.891212.64 | ১৪ জুন ২০১৮ ১০:১০375565
  • মোবাইল অ্যাপ স্মার্ট, মোবাইল সাইট নয় - এটা কিন্তু ঠিক নয়। একেবারে প্রযুক্তিগত দিক থেকেই বলছি।
    অ্যাপ হবে না রেসপন্সিভ সাইট - কর্পোগুলো অনেকগুলো দিক বিচার করে এই সিদ্ধান্ত নেয় - তার মধ্য টেকনিক্যলিটি, এন্ড গোল, কন্টেন্টের ধরন, সার্চ ইঞ্জিন কেমন কি পাবে সেই সবই আছে।

    অ্যাপ ভার্সন একটা থাকতেই পারে, অধিকন্তু হিসেবে (ভলান্টারি এফর্ট ইত্যাদির বাধা অগ্রাহ্য করলাম), কিন্তু সাইট কাটিয়ে দেওয়া, গুরুচন্ডা৯র পক্ষে সম্ভবই নয়।
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ১০:১১375566
  • গন্ডগোলটা ঠিক নীচে না উপরে হবে সেটা নিয়ে না। গন্ডগোল হলো টই আর ভাটে উল্টো সিকোয়েন্স।
  • বাঙাল | 342323.176.5645.168 | ১৪ জুন ২০১৮ ১০:১৩375567
  • "কিন্তু ধরো খুব সমাজসচেতনতার আহ্বানমূলক লেখায় যদি কেউ প্রতিক্রিয়া না দেয়" যে জিনিসে আড়াইখানা মত হয় তাই নিয়ে দিস্তে দিস্তে মত হবে কোথা থেকে!
  • বাঙাল | 342323.176.5645.168 | ১৪ জুন ২০১৮ ১০:১৮375568
  • সাইট ব্যবহারে ভিডিও! এ তো মাথাটাকে ছুটি দেওয়ার প্রস্তাব।
  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০১৮ ১১:০৯375569
  • ভিডিও তে আপত্তি? তাহলে সাইট ব্যবহারের দিক-নির্দেশনা লিখিত/ টেক্সট আকারে হতে পারে! অনেক কমিউনিটি ব্লগেই এটি আছে!
  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০১৮ ১১:১৮375570
  • কি আশ্চর্য!

    মোবাইল ভার্সনের বদলে মোবাইল এপ ভার্সনের কথা বলেছি।

    এর মানে কি গুরুচণ্ডালী ডটকম এর মূল সাইট তুলে দেওয়া? বিবিসির উদাহরণ দিলাম তো!
  • T | 121212.65.1267.76 | ১৪ জুন ২০১৮ ১১:২৬375571
  • সমস্ত রকম নির্দেশিকার বিরোধিতা কচ্চি। লোককে খেটে খুটে বার কত্তে হবে কিভাবে পোস্টায়। না পাল্লে ডিসকোয়ালি। হারগিজ চাই না যে 'আপনিই আধুনিক তুর্গনেভ' জাতীয় ঠাট্টা তামাশায় ভরে যাক।
  • | 453412.159.896712.72 | ১৪ জুন ২০১৮ ১১:৩৫375573
  • সাইট ব্যবহার করতে ভিডো বানাতে হচ্ছে! বাপস! এই ভিডোর টার্গেট অডিয়েন্স বিভিন্ন ব্যাঙ্ক, ইনকাম ট্যাক্স, আইআরসিটিসি , গোবিবিলো, মেকমাইট্রিপ, ইবে'সহ বিভিন্ন শপিং সাইট, ইলেকট্রিক বিল (যদি পঃবঃতে হয় সিইএসসি , বাইরে প্রায় সব) এগুলো ব্যবহার করে কীকরে?

    নাকি স্মার্টফোন হাতে স্মার্ট লোকজন শুধু হোয়াটস্যাপ, ফেসবুক আর ইনস্টাগ্রাম ছাড়া কিছু ব্যবহার করতে পারে না। তাহলে তো প্রথমে আত্মনির্ভরশীল হতে শেখা দরকার, তারপর আর বাকীসব।
  • h | 340123.99.121223.132 | ১৪ জুন ২০১৮ ১২:০৬375574
  • আমরা কি এবার সমবেত ব্যায়াম করবো? মাইরি একটা লোকের উপকার হয় একটা ভিডিও হলে, বা হেল্প হলে, তাতে কাঠি করছে। আমি ভিডিয়োর পক্ষে, কারণ আমি ট এর বিপক্ষে ঃ-)))), যে যায় যাক, ভিডিয়ো আসুক ঃ-))))
  • T | 565612.69.1290012.251 | ১৪ জুন ২০১৮ ১২:২১375575
  • অ্যাকরডিং টু ল্যাল্যা ম্যানিফেস্টো, আপামর বাঙালীর আমোদগেঁড়েমিতে গুরুর 'এতক' হবে আবহাওয়া দপ্তরের সতর্কতা ছাড়াই। কবে হবে সেসব অনিশ্চিত, সুতরাং ভয়ংকর। এই যে নিরীহ সাদা পাতায় গুটিকতক কালো টেক্সটের চলন, এ যে আদতে ডিসেপটিভ, এটা লোকে জানে। এহেন প্রস্তাবিত দাঁড়কাকি খেলকে হট্টমেলা দিয়ে ঢাকাঢুকির কী দরকার। চুনৌতি তো সরাসরিই দেওয়া হচ্ছে ;-)

    তো জোরজবরদস্তি আমু সামু গামু মামু জাতীয় চরিত্র আরোপণ মানে আদতে গোখরোকে ঢোঁড়া বানিয়ে ফেলা। মাইরি বুঝি না এত পাঠক পাঠক করে মাথা খ্রাপ করার কী আছে। বড়রা তো আচেন, নজর রাখচেন। কেউ পল্ল না পল্ল বয়েই গ্যালো. পান্ডুলিপি লেখা হয়ে থাকছে, যথাসময়ে ঝেড়ে দেওয়া হবে। বড়জোর সোমনাথদার দাবী মেনে অস্ত্রগুলির যথোপযুক্ত আর্কাইভিং করে রাখা যেতে পারে।

    এমনিতেও ষড়যন্ত্রের জন্য একটু নিরিবিলির শিলাইদহ তো দরকার, নাকী!
  • S | 458912.167.23.96 | ১৪ জুন ২০১৮ ১২:২২375576
  • ভিডিও প্রস্তুতকারকের যে বিভিন্ন সুইডিশ ব্যান্কে অ্যাকাউন্ট আছে সেটা দেখা যাচ্ছে। লোকে কি গুরুকে এমনি সিয়ার ওয়েবসাইট বলে?
  • ডাবের জল | 342323.186.784523.255 | ১৪ জুন ২০১৮ ১২:২৩375577
  • ঃ)
  • পিনাকী | 3489.250.017812.166 | ১৪ জুন ২০১৮ ১২:৪৩375578
  • টেকনিকালি ফেবুও কিছু কম জটিল নয়। আমাদের বাবামাদের জেনারেশনের বহু লোককে আমি দেখেছি প্রথম দিকে ফেবুতে অন্যের টাইমলাইনে লিখতে গিয়ে নিজের স্ট্যাটাসে লিখে বসে আছে। কিন্তু সেই প্রাথমিক এম্ব্যারাসমেন্টের পরেও তিনি চেষ্টাচরিত্র করে আল্টিমেটলি লড়ে শিখে নেন। কারণ ফেবু শিখতেই হবে, নইলে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে মূলস্রোত থেকে - এই তাগিদটা আছে। সেই একই মানুষ হয়তো টই খুলতে গিয়ে একটা গড়বড় পাকিয়ে বসলে আর দ্বিতীয়বার সাইটমুখো হবেন না। কারণ এখানে না লিখলে তাঁর কিছুই যাবে আসবে না। ফেবু জমানার আগে গুরু ছিল সেভাবে দেখলে বাংলায় আড্ডা এবং আলোচনার প্রায় একনম্বর মাধ্যম। ফলে তখন পাঠক বা ব্যবহারকারীকে ‘একটু খেটে শিখে নিন’ - এটা বলার মত কলার তোলা জায়গায় গুরু হয়তো ছিল। এখন ভারসাম্য উল্টে গেছে। একজন ফেবু ব্যবহারকারীকে ‘নিজে শিখে নিন’ বললে সে উল্টে ‘ফোট বে’ বলে কাটিয়ে দেবে। তো এই পরিবর্তিত পরিস্থিতিকেও একটু বুঝতে হবে। দেখা যাচ্ছে সময়ের দাবী মেনে গুরু একটু একটু সিপিএম হয়ে উঠতে চাইছে। হেল্প ভিডিও টিডিও বানিয়ে মাস লাইন নিচ্ছে। কিন্তু কমরেড টি পুরো জঙ্গী নকশাল লাইন নিচ্ছেন। হনুদা যদিও আদি ও অকৃত্রিম সিপিএম অবস্থানে স্টিক করে আছে। ;-)
  • T | 565612.69.1290012.251 | ১৪ জুন ২০১৮ ১২:৫৩375579
  • সিঁদুরে মেঘ দেখে চমকাচ্চি, এই আর কী! সালকিয়া প্লেনাম ভুলে যাবেন না। আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। ;)
  • :) | 568912.62.7856.229 | ১৪ জুন ২০১৮ ১৩:৩৪375580
  • শ্রীহনু সমবেত বা একক শরীরচচ্চা কচ্ছেন এমন ভিডো পেলে আপলোডাবেন তো!
  • পpi | 4512.139.122323.129 | ১৪ জুন ২০১৮ ১৩:৫০375581
  • যাঁরা ফেবু নিয়মিত করার আগে থেকে গুরু করছেন, তাঁদের কোন অসুবিধেই হয়না, বরং অনেকেরই ফেবুর থেকে গুরুর লে আউট সহজতর আর বেটার লাগে, আমারই লাগে, কিন্তু অনেকের, মূল্ত ফেবু করে অভ্যস্ত হয়ে যাওয়া অনেকের জন্য সেটা হয়না। গুরু ভাল সাইট, ভাল লেখা আছে, ভাল আলোচনা হয়, তাতে অংশ নেওয়া যায়, এসন এক্সপ্লোর করে দেখার জায়গাটাই তৈরি হয়না।

    আর অনেকের, যাঁদের লিখতে অসুবিধা, তাঁরা এখানে সেটা জানাবেনটা কীকরে, কারণ লিখতেই পারছেন না! এঁদের মধ্যে কেউ কেউ ফেবুতে ট্র্যাক করতে পারলে মেসেজ করেন।
    এবার সবচে সমস্যা হয় দেখেছি, টই খোলার পরে সেটা কোথায় তৈরি হল বুঝতে পারেন না। এটা এক লাইন লিখে দিলেই হয়।

    ব্লগে আপেন্ড করা, এডিট করা যাবে কিনা বলা, কোথায় হোমে লেখার জায়গা আসবে বলা, ছবি কীকরে দিতে হবে বলা, এগুলো বলার জন্য হয়তো তেমন কিছু না, অল্প্প কয়েকলাইনেই বলা যায়, কিন্তু কয়েকজনজে জনে জনে দিনের পর দিন বোঝাতে হলে একটু চাপের আর ক্লান্তিকর হয়। আর কতজন এই অসুবিধার জন্যে লেখেনইনি, তার হিসেবও নেই, অনেক পরে হয়তো কারুর কারুর থেকে জানা গেছে।

    তবে সমস্যা হল এইসব ব্যাপারে মামু প্রায় গোঁড়া নকশাল স্ট্যান্ড নিয়ে রেখেছে।
  • dc | 011212.227.892323.92 | ১৪ জুন ২০১৮ ১৪:৩২375582
  • আমার মনে হয় এই সাইটের উদ্দেশ্য আগে ক্লিয়ার করে নেওয়া উচিত। যদি উদ্দেশ্য হয় যতো বেশী সম্ভব লোককে এখানে আকৃষ্ট করা, তাহলে ইউজেবিলিটি বা ইনটুইটিভনেস নিয়ে ভাবতে হবে, বিশেষ করে যেখানে ফিডব্যাক পাওয়া যাচ্ছে যে সবাই এই সাইটে স্বচ্ছন্দে লিখতে বা অংশ নিতে পারছেন না। আর যদি উদ্দেশ্য হয় যে নিশ অডিয়েন্সের জন্য এই সাইট থাকবে, তাহলে ইউজেবিলিটি নিয়ে অতো না ভাবলেও হবে - যারা খেটেখুটে সাইট ব্যবহার করতে শিখবেন তাঁরা অংশ নেবেন আর যাঁরা পারবেন না তাঁরা নেবেন না। দুটো উদ্দেশ্যই নিজের নিজের মতো করে ভালো, এমন না যে এটা ভালো বা ওটা খারাপ।

    (আর আমার ব্যক্তিগত মত হলো এই সাইট নিশ অডিয়েন্সের জন্যই থাক, মাস মিডিয়া এমনিতেও আমার পছন্দ না)
  • বাঙাল | 238912.66.6723.69 | ১৪ জুন ২০১৮ ১৪:৩৬375584
  • নকশাল স্ট্যান্ডের পেছনে সিপিএম সমর্থন, একেবারে বৃহত্তর বাম ঐক্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন