এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ০৮ জুন ২০১৮ ০৯:৩২375343
  • **গুরুচণ্ডা৯তে কি আছে, কি নেই, কি চাই, কি পাই (দিদি নন!) বা পাই না, ইত্যাদি সব উজাড় করে লিখুন এইখানে।
    ভালবাসা, আব্দার, প্রস্তাব, হতাশা, অপ্রাপ্তি, এমন কি ক্ষোভ।
    বীর জনতা, হও আগুয়ান! ঝাঁপাইয়া পড়েন! **
  • বিপ্লব রহমান | ০৮ জুন ২০১৮ ০৯:৩৫375454
  • ইদানিং একটা বিষয় খুব ভাবাচ্ছে, গুরুতে লিখলে তেমন পাঠপ্রতিক্রিয়া পাওয়া যায় না। কিন্তু একই লেখার লিংক (যেমন, "আব্বু, তুমি কান্না করতেছ যে?") ফেসবুকে শেয়ার করার পর গুরু গ্রুপে তো বটেই, এমন কী নিজস্ব টাইম লাইনে টপাটপ মন্তব্য পড়ে।

    এটি কেন? মোবাইল ব্রাউজারের সংখ্যা বেশী, আর গুরুর মূল সাইট মোবাইল বান্ধব নয়? টেকি গং ভেবে দেখবেন, অনুরোধ রইল।

    আরেকটি বিষয়, আমি বেশীর ভাগ সময়ই মোবাইল থেকে গুরুর সাইট পড়ি। ছোটখাটো কিছু মন্তব্যও করি। কিন্তু এখন দেখছি, হঠাৎ করে নিজে নিজেই লগ অফ হয়ে যায়!

    কেম্নে কী? (কলিকাল ইমো)!
  • বিপ্লব রহমান | ০৮ জুন ২০১৮ ০৯:৩৮375517
  • প্রযুক্তির এই রমরমার যুগে সাহস করে একটি প্রস্তাব দিয়েই ফেলি। খুব বোকা বোকা শোনালেও বলছি কিন্তু।

    গুরুচণ্ডালী ডটকম কী একটি মোবাইল এপ আকারেও প্রকাশিত হতে পারে না? মানে আরো বেশী পাঠক-বান্ধব, আরো বেশী লেখক!

    সংশ্লিষ্টরা ভেবে দেখবেন? বিনয় করি।
  • বিপ্লব রহমান | ০৮ জুন ২০১৮ ০৯:৫৬375528
  • বাংলা ব্লগের সুদিন কী ফেসবুকে খাইলো?

    পুরনো ব্লগারদের অনেকেই বলেছেন, বাংলা ব্লগের সুদিন আর নাই।

    ফেসবুকের চটজলদি এক লাইন দু লাইন, বড়জোর ১০-১৫ লাইনের টুকরো কথাও নানান রকমের মানুষকে টানে। টপাটপ লাইক, কমেন্ট, শেয়ার, ইমো...। সেখানে রাতারাতি সেলিব্রেটি হতে খুব দেরী লাগে না।

    কিন্তু কমিউনিটি ব্লগে তা নয়। সেখানে লিখতে গেলে সুচিন্তিতভাবে অনেক কিছু লিখতে হয়। রেফারেন্স, লিংক, ছবি ইত্যাদির ব্যপার আছে। অন্যদের গুরুতর লেখা পড়ে সেখানে মতামত দেওয়া বা তর্ক-বিতর্কের দায় আছে।

    তাছাড়া মোবাইল থেকেই যখন-তখন ফেসবুকিং সহজ। এ এক দুর্দান্ত নেশা যেন। কিন্তু মোবাইল থেকে ব্লগিং সহজ নয়। আবার অনেক ব্লগ সাইটের মোবাইল সংস্করণও নেই।

    সব মিলিয়ে পুরনো ব্লগাররা অনেকেই ব্লগিং ছেডে দিচ্ছেন। ফেসবুকে লাইক সিকারের সংখ্যা বাড়ছে! ব্লগিং ছেড়ে শুধু ফেসবুকেই লিখছেন অনেকে!

    যেমন, আসিফ মহিউদ্দীন! তিনি লেখালেখি শুরু করেছিলেন-- সেই পুরনো সামহোয়ার ইনব্লগ নেটে। আরো দু-একটি কমিউনিটি ব্লগ পেরিয়ে শেষ পর্যন্ত তিনি শুধুই ফেসবুকার হয়ে গেলেন!
  • বিপ্লব রহমান | ০৮ জুন ২০১৮ ০৯:৫৮375539
  • মুক্তমনা বন্ধু সুব্রত। তার কেস আবার আলাদা।

    অভিজিৎ রায় দা তাকে মুক্তমনায় লিখতে উৎসাহিত করেছিলেন। তিনি বরাবরই মুক্রমনাতেই বরাবর লিখতেন। এমনকি "নাস্তিক ব্লগার" হিসেবে গ্রেপ্রার, জামিন ও স্বস্ত্রীক দেশত্যাগের পরও মুক্তমনা কামড়ে পড়েছিলেন।

    কিন্তু অভিদা খুনের পর তিনি লিখতে শুরু করলেন আরেক ব্লগে। কারণ মুক্তমনার পাঠক সংখ্যা সীমিত, সেখানে মন্তব্যও পড়ে খুবই কম! আর তার পছন্দের নয়া ব্লগটি রসেবশে টইটুম্বুর!

    সুব্রতকে অনেক বকে আবার মুক্তমনায় ফিরিয়েছি।

    সত্যিকার অর্থে তাকেই বা দোষ দেই কি ভাবে? একজন লেখক অনেক বেশী পাঠকের কাছে যেতে চাইবেন, এটাই তো স্বাভাবিক!

    আবার আদর্শের দায় থাকেই।
  • বিপ্লব রহমান | ০৯ জুন ২০১৮ ১৭:৩০375550
  • আমার আরেকটি প্রস্তাব আছে।

    গুরুর সাইটে লগিন ছাড়া পোস্ট বা মন্তব্য করার সুযোগ তুলে দেওয়া হোক।

    এর কারণে কিছুই না, লগিন না করে যে কেউ যে কারো না নামে পোস্ট বা মন্তব্য করতে পারেন। এর দায় কিন্তু মূল নামের মালিকের ওপরেই শেষমেষ বর্তায়। এতে বিভ্রান্তির অবকাশ আছে।

    একদা অন্য একটি কমিউনিটি ব্লগে আমি নিজে এই দুষ্টচক্রের শিকার হয়েছিলাম।

    এরপর থেকে কোথাও লগিন না করে পারতপক্ষে কিছু লিখি না। গুরুতে তো বটেই।
  • বিপ্লব রহমান | ১০ জুন ২০১৮ ১০:৩৭375561
  • গুরুচণ্ডা৯র ফেসবুক গ্রুপে ফেক আইডি নিষিদ্ধ করা হোক। ফেক আইডি ফেসবুকের নীতিমালা বিরোধী, তাহলে তা গুরুর গ্রুপে চলবে কেন? ফেক আইডি থেকে যথেচ্ছ ইতরামি করা হয়। ছদ্মবেশে দূর থেকে কাঁচের ঘরে ঢিল ছুড়তে আরাম কি না! :পি

    ফেসবুক গ্রুপের শৃংখলা রক্ষায়
    এডমিনদের ফেক আইডির বিপক্ষে একসময় দাঁড়াতেই হবে।

    গুরুচণ্ডা৯র ফেসবুক গ্রুপে কিছুদিন আগেও বাংলাদেশ বনাম ভারত, হিন্দু বনাম মুসলিম ইত্যাদি কুৎসিত ঝগড়া হতো, ছড়ানো হতো বিদ্বেষ।

    প্রথম থেকেই এর বিরুদ্ধে বলে এসেছি। আর এখন এটি এই গ্রুপ নীতিমালায় যোগ করা হয়েছে। সেখানে কোনো দেশ, ধর্ম, জাতপাত বা বর্ণ বিদ্বেষ চলবে না!

    গুরুচণ্ডা৯ সাইটের দার্শনিক প্রতিফলন তার ফেসবুক গ্রুপেও থাকতে হবে।
  • বিপ্লব রহমান | ১০ জুন ২০১৮ ১৬:৪৭375572
  • বরং প্রস্তাবনাগুলো একসাথে বলি। বিষয়গুরুত্ব অনুযায়ী ক্রমিক সংখ্যা দেওয়া হয়নি।

    ১) গুরুচণ্ডালী ডটকমকে আরও পাঠক বান্ধব করতে একটি মোবাইল এপ প্রকাশ,

    ২) গুরুর সাইটে লগিন ছাড়া পোস্ট বা মন্তব্য করার সুযোগ তুলে দেওয়া,

    ৩) গুরুচণ্ডা৯র ফেসবুক গ্রুপে ফেক আইডি নিষিদ্ধ করা হোক। ফেক আইডি ফেসবুকের নীতিমালা বিরোধী, তাহলে তা গুরুর গ্রুপে চলবে কেন?

    ৪) গুরুচণ্ডা৯ সাইটের দার্শনিক প্রতিফলন তার ফেসবুক গ্রুপেও থাকতে হবে...

    (চলবে??)
  • π | ১০ জুন ২০১৮ ১৬:৫০375583
  • কিন্তু লগিন ছাড়া পোস্ট মন্তব্য নয় কেন ?
  • বিপ্লব রহমান | ১১ জুন ২০১৮ ০৮:৪২375344
  • ওপরে একবার বিস্তারিত বলেছি, অনুগ্রহ করে দেখবেন?
  • dc | 232312.164.013423.2 | ১১ জুন ২০১৮ ১১:১৮375355
  • লগিন ছাড়া পোস্ট নিষিদ্ধ করা একেবারেই কাজের কথা নয়। লগিন জিনিসটাই বিরক্তিকর।
  • বিপ্লব রহমান | ১১ জুন ২০১৮ ১৬:৪৯375366
  • ডিসি,

    "লগিন ছাড়া পোস্ট নিষিদ্ধ করা একেবারেই কাজের কথা নয়"

    তাই? যুক্তিটা কী?
  • dc | 232312.164.013423.2 | ১১ জুন ২০১৮ ১৭:৪৭375377
  • লগিন বানানো মানে দেওয়াল তোলা। যা কিনা গুরুর স্পিরিটের বিরুদ্ধে (গুরুর কোর কমিটি মেম্বার h দা কদিন আগে ভাটে গুরুর স্পিরিটের ব্যাখ্যা করেছেন)।
  • এলেবেলে | 230123.142.1278.161 | ১১ জুন ২০১৮ ১৮:০৭375388
  • সোজা কথা সোজা ভাবে বলাই ভালো।

    প্রথমত, আমি কোনদিন লগ ইন করে এখানে মন্তব্য করিনি, যদিও লিঙ্ক এবং ছবি দিতে অসুবিধা হয়নি।

    দ্বিতীয়ত, এটা স্বীকার করা ভালো যে সাইট হিসাবে গুরুর মান পড়ছে। প্রথম দিকে যখন গুরুর লেখা পড়তাম এবং মন্তব্য করতাম তার মান অনেক ভালো ছিল। এখন পাঁচশো শব্দের চেয়েও কম শব্দের লেখা ব্লগে বেরোচ্ছে এবং সে লেখা পাতে দেওয়ার মতো হচ্ছে না। এক সময় যাঁদের লেখা পড়ে সমৃদ্ধ হয়েছি তাঁদের অনেকেই লিখছেন না, মন্তব্যকারীদেরও অনেকেই অনুপস্থিত। যে লেখা সিরিয়াস সে লেখায় পাঠকের মন্তব্য চোখে পড়ার মতো কম। নাম করে বলি, অশোক মুখোপাধ্যায়ের বেশ কয়েকটা লেখায় মন্তব্য প্রায় দেখিইনি। এতে করে যেটা হয় যিনি লিখছেন তিনি ক্রমশ উৎসাহ হারান। ইদানিং অমিয়ভূষণের ওপর বিপুল দাসের লেখাতেও সেই একই ব্যাপার। হিরাভ ক্রমে খুনসুটির পর্যায়ে গেছে।

    তৃতীয়ত, আজকাল দেখছি কেউ কেউ আছেন যাঁরা প্রায় কিছু না জেনে সর্বঘটে কাঁঠালিকলার মতো বিরাজমান। এতে আলোচনার মান ক্রমে নিম্নগামী হচ্ছে। মোবাইল অ্যাপ করলেই হু হু মন্তব্য আসবে এতে আমি অন্তত একমত নেই। লেখক-পাঠকের যুগলমিলন না হলে কিছুতেই কিছু হবে না।
  • h | 340123.99.121223.132 | ১১ জুন ২০১৮ ১৯:৫৭375399
  • মাইরি ডিসি, জাস্ট একটা ক্লারিহিকেশন, আমি কোন কোর কমিটির মেম্বর নেই, এরকম কোন কমিটি আছে বলে জানি ই না। আমি এলেবেলে কথিত সর্বঘটে কাঁঠালিকলা, যাদের জন্য আলোচনার মান নিম্নগামী হচ্ছে, অথচ আমি লেখক পাঠকের যুগল মিলনের অপেক্ষায় আছি, বেশ কয়েকটি প্রায় অপঠিত/পাঠ অযোগ্য প্রবন্ধ লেখার পরে ঃ-))) আমি পুরো এলেবেলেপন্থী , এই মুহুর্তে শুধু না, চিরকালের জন্য ঃ-))))))
  • এলেবেলে | 230123.142.1278.161 | ১১ জুন ২০১৮ ২০:২৬375410
  • @h, গুরুর যাঁরা আপনাকে হানুদা বলেন, আপনার লেখা আমি পড়েছি। সম্প্রতি অমিয়ভূষণের টইতে আপনার বিশাল মন্তব্য পড়ে আপনার ওপর শ্রদ্ধা বেড়েছে বই কমেনি। আরেকজন আছেন dd, আছেন শিবাশীষ দে, কল্লোল দাশগুপ্ত এবং রাজনীতি বাদে পিটিও। কিন্তু এঁরা লিখছেন বড্ড কম, মন্তব্য আরও কম। গুরুর পাতা এখন কেমন যেন অর্ডারি লেখায় ভর্তি। এই অক্ষয় মালবেরি তো তারপরেই রবিশংকর বল টাইপ। আপনাকে আমি 'সর্বঘটে কাঁঠালিকলা' বলতে পারি? ও যাঁরা বোঝার তাঁরা ঠিক বুঝে নেবেন!
  • h | 2345.110.234512.245 | ১১ জুন ২০১৮ ২১:১১375421
  • রাগ করবেন না, বিষয়টা পার্সোনাল না, কিন্তু মান পড়ে গেছে এই কথাটা সাবস্টানশিয়েট করার মত কিছু বললে ভালো হত। অর্ডারি লেখা মানেই খারাপ লেখা নাও হতে পারে, আরেকটা বিষয় আছে সব লেখা সকলের ভালো কিসুতেই লাগবে না, এটা মুলোতো এক্সপ্রেশন সন্ক্রান্ত, নইলে কেউ তো তেমন কেউ না, পাঠকের নিরীক্ষা র ইচ্ছা ই প্রায়কটিকালি সকলের ই একমাত্র সম্বল। এটা মোল্লর ওয়ার্ক ইন প্রোগ্রেস, তথাকথিত স্বর্ণযুগ বকে যেটাকে বলা হয় সেটার থেকে বিষয় বৈচিত্র এখন বেড়েছে, আমি থিয়োরী চর্চ একটু মিস করি, সে অল্প বয়সী থিয়িরেঅটেশিয়ান এলেই আবার বেড়ে যাবে, বিপ্লব যেটা বলেছেন , বড় অয়্ণালিটিকাল লেখার কদর কাছে, এটা বড় প্রায় সর্ব ব্যপরে ক্রাইসিস
  • dc | 232312.164.013423.2 | ১১ জুন ২০১৮ ২১:১৮375432
  • হুম যারা বলে আমি কোর কমিটির সদস্য নই তারাই আসল কোর কমিটির সদস্য। একথা তো শার্লক হোমস কবেই বলে গেছে। তাছাড়া h দা মাঝেমাঝেই সাংকেতিক ভাষায় লেখে, এই যেমন ওপরের পোস্টটা। যারা সাংকেতিক ভাষায় লেখে তারা কোর কমিটির সদস্য হয়, একথা জেমস বন্ড বলেছে।
  • h | 2345.110.234512.245 | ১১ জুন ২০১৮ ২১:১৯375443
  • কমছে। পি সাইনাথ অফ অল পিপল এই ব্যাপারে মন খারাপ করে হিন্দু ছেড়ে দিয়েছেন, মানে ম্যানেজমেন্ট বলেছিল লঙ্গ ফর্ম চলবে না।
  • h | 2345.110.234512.245 | ১১ জুন ২০১৮ ২১:২২375455
  • কিন্তু আমার ধারণা ছিলো আমি কেজিবি;-)
  • dc | 232312.164.013423.2 | ১১ জুন ২০১৮ ২১:৩২375466
  • যারা নিজেকে কেজিবি বলে তারা আসলে এমআই৬, একথা সেদিন স্মাইলি বললো।
  • এলেবেলে | 230123.142.0189.250 | ১১ জুন ২০১৮ ২২:০৫375477
  • @h, সাবস্ট্যানশিয়েট করা সামান্য চাপের তবে একটু দেখুন লাস্ট কোন টই পাঁচ কিংবা ছ'পাতা পার হয়েছে। আগে এটা হামেশাই হত।

    একটা মারাত্মক ভুল হয়েছে, শিবাংশু দে-কে আমি ভুল নামে চিহ্নিত করেছি। সরি।
  • S | 458912.167.23.96 | ১১ জুন ২০১৮ ২২:৪১375488
  • গুরুতে লেখা আর মন্তব্যের মান কমেছে যদি মেনেও নিই। ফেসবুকে সেই লেখা ছেপে দিলে তার মান বাড়ে কি? নাকি ফেসবুকের মন্তব্যের মান ভালো? গুরুতে দেওয়াল তুললে ট্রাফিক অনেক কমবে। তাতে কোন উদ্দেশ্য সফল হবে জানার ইচ্ছে রইলো।
  • h | 340123.99.121223.132 | ১২ জুন ২০১৮ ১২:৪৪375499
  • এলেবেলে কে ঠিক বোঝাতে পারি নি। আমি অস্বীকার করছি না, একটা জেনেরাল 'লোয়ারিং অফ ডিসকোর্স' হয়েছে। কিন্তু সেটা এই সাইটে সীমাবদ্ধ কি? ধরুন হীরাভ টই বা আজে বাজে অহেতুক অ্যাগ্রেসিভ পশ্চারিং, অকারণ ডিরেকটেড গালাগালি সহ আলোচনা এটা কি টই গুলোর সমস্যা না, এখনকার বাংলার পোলিটিকাল ডিসকোর্স এর সমস্যা?

    আর আরেকটা কথা, আগে স্বর্ণযুগ ছিল, মানে হনুমানের সে লেজ নেই, ব্রাহ্মনের সে তেজ নেই, এই পদ্ধতির সঙ্গে আমি খুব সিম্প্যাথেটিক নই, মানে এটা দিয়ে কিসু এগোনো যায় না। পার্সোনাল অযত্ন যদি দেখেন লেখায়, তুমুল সমালোচনা করুন আর কি করবেন।

    সোশাল মেডিয়া র একটা পারসেপশন অফ ফল্স এমপাওয়ারমেন্ট আছে, আমি ফেসবুকে বা এইখানে এক্টা পোস্ট দিয়ে মনে করতে পারি, আমি সমসাময়িক আলোচনা কে প্রভাবিত করতে পারছি, যেটা রাষ্ট্র কে, সমাজ কে, ব্যক্তি মানুষ কে ভাবাতে বাধ্য করবে, হয়তো গোদা করে কখনো কখনো কিছুটা হয় ও, কিন্তু সেটা বাদ দিয়েও একটা জিনিস বোঝা দরকার, এইখানে মূল ইসুটা এক্সপ্রেশন এর।খুব বড় কিছু ইনটারমেডিয়েশন ছাড়াই লেখা যাচ্ছে , এটাতে আমরা গদগদ। কিন্তু সেল্ফ পাবলিকেশনের যুগে এটা কি খুব আইসোলেটেড কিছু?

    মিডিয়ার পার্টিসিপেটরি নেচার যেমন সোশাল নেটওয়ার্কিং এর আমলে ব্যাপক হয়েছে, তেমনি এটা পোস্ট ট্রুথ এর ও আমল, অন্ধ মুর্খামি এবং যুক্তিহীন বিশ্বাস এর ও আমল, স্বীকৃতি পাওয়া টা খুব সোজা হয়ে যাওয়ার আমল। নিজের কথা বলতে পারি। আমি যে কোয়ালিটির লেখক, প্রতি কুড়ি বছরে একটা লেখা বেরোলেই যথেষ্ট। কিন্তু ধরুন কলকাতা বোলপুর, বিলেত, লাহোর মিলে, আমার অন্তত গোটা দশ পনেরো লেখা বেরিয়েছে, গত পনেরো কুড়ি বছরে। এবং এটার কয়েকটা ছাড়া বেশিটাই পূর্বপরিচয় এর সুবিধা গ্রহণের পাপে কালিমালিপ্ত। গোটা মিডল ক্লাস যারা প্রতিভা দাবী করেন, তারা ভুলে যান, 'সা আমাদের জন্য' গোছের এক্সক্লুসিভ পলিসি এবং সোশাল নেটওয়ার্ক এর আমরা বেনেফিসিয়ারি। এর মধ্যে মাথা ঠান্ডা রাখা সোজা না, অল্প লোক পারে। এটা ওভার এক্সপোজার। কোন মানে হয় না। জীবনানন্দ ও এত গুরুত্ত্ব পান নি। কিন্তু অন্যদিক থেকে এটা শিক্ষার মেডিয়ার এক ধরণের গণতন্ত্রীকরণ এর পার্ট। সবাই জীবনানন্দ হবেন না, মোহিকান রা থাকবেন না, কিন্তু ন্যুনতম লেখা পড়া কয়েক মিলিয়ন লোক বেশি করবেন। এতে হতাশ হবেন না, এর আশা ব্যঞ্জক দিক ও রয়েছে। আধুনিকতার এটাই দান। কিন্তু এগুলো কে যে লেখক তার কোয়ালিটি অ্যাওয়ারনেস, বিষয়ের প্রতি জেনেরাল কমিটমেন্ট ছাড়া আটকানো মুশকিল। মন খারাপ করবেন না, যত্ন করে লিখুন পড়ুন আর হুলিয়ে গালগাল দিন, প্রকাশিত লেখার সমালোচনা করুন। আমি বলছিনা, সবটার মধ্যেই একটা বিচিত্র আমেরিকান অপটিমিজম নিয়ে আসতে হবে, সিস্টেমিক ক্রিটিক কে ছোটো করা উচিত না। কিন্তু স্পেসিফিক লেখা অপছন্দ হলে চালিয়ে খেলুন আর কি বলবো।
  • h | 340123.99.121223.132 | ১২ জুন ২০১৮ ১২:৪৭375510
  • *সব আমাদের জন্য
  • h | 340123.99.121223.132 | ১২ জুন ২০১৮ ১২:৫৭375513
  • আমি গুরুচন্ডালি কে ডিফেন্ড করছি না, সে নিজেকে নিজে ডিফেন্ড করতে পারে , তার নানা সমস্যা নানা ভালো দিক, যাকে বলে ওয়েল ডকুমেন্টেড, আমি শুধু বলছি, এটা সমসাময়িকের সঙ্গে ডিসকানেকটেড সমস্যা না। এখন ডিলিজেন্স এর কোন বিন্দুমাত্র গুরুত্ত্ব নেই, একটা লোক একটা মিটিং এ ঢোকার আগেই বলছে, উই আর ট্রেমেন্ডাসলি সাকসেসফুল, এবং কেন বলছে সেটা বলার কোন দায় তার কিসু নেই, সবাই গদগদ হয়ে পড়ছে এতেই, এই সময়ে কি আর করবে শিক্ষিত লোক।
  • এক্সপ্রেসের জনতা | 7845.29.893412.210 | ১২ জুন ২০১৮ ১৬:৪৫375514
  • এলেবেলে নিজে আগের ভালো বুলবুলভাজা/ ব্লগ/ ভালো আলোচনার টইয়ে বা এখনকার খারাপ/ কমভালো/ অর্ডারি ঐ ঐ ঐ য়ে এই ভাল খারাপ নিয়ে মতামত দেন না কেন? শুধু ভাল বা খারাপ না, কেন ভাল বা খারাপ বা নিজের আগ্রহের কি চর্চার বিষয় হলে সেই বিষয় নিয়ে আলোচনা তর্ক, সেসব করেন না কেন, সে প্রশ্ন নাহয় থাক, কিন্তু এখনো করতে পারেন তো।
  • বিপ্লব রহমান | ১২ জুন ২০১৮ ১৮:৩৩375515
  • উরি বাপ্রে! লগিনের বিরুদ্ধে বলছি, তাতেই এতো গুপ্ত কথা বাইর হৈতেছে! ভালোর চেয়ে ভাল হইছে তো!

    জানতে চাই:

    ক) "গুরুর স্পিরিট" ইহা হয় কি বস্তু? ডাবের জলসহ সমপরিমাণ মিশাইলে অনুপানসহ খাওয়া চলে? কেউ আলোকপাত করবেন?

    খ) আগে অনেক ভাল ভাল লেখকরা লিখতেন, এখন তারা লিখতাসেন না।
    কেরে? সমস্যা কি? ("আগে কি সুন্দর দিন কাটাইতাম" সিন্ড্রোম?)

    গ) হরিদাস পাল দুই পয়সা দান করার জায়গা। ভাল হোউক, মন্দ হোউক চণ্ডালের এই স্বাধীনতা (নাকি লুঙ্গি? আফ্রিকায় কিন্ডারগার্টেন জরিপ বলসে, যীশু নাকি কালো মানুষ ছিলেন। তাই ধুতি লেখি নাই, লল :)) কাইড়া নিতে চান?

    বেয়াদবি মাফ করবেন।

    উড়ুক
  • বিপ্লব রহমান | ১২ জুন ২০১৮ ১৮:৩৯375516
  • h/ হ ভাই,

    আছেন? এট্টু খুইল্লা কইবেন। প্লিইইইজ :পি
  • এলেবেলে | 230123.142.67900.17 | ১২ জুন ২০১৮ ১৮:৫১375518
  • @h আপনার কথা আমি বুঝেছি। গুরু আমার মতো ফেকলুকে মানে যার ব্লগ অ্যাকসেস নেই, যাকে লগ ইন করতে হয় না, যে এই পাড়ার প্রায় কাউকেই চেনে না সেইরকম একজন নাদানকে আলোচনায় সরাসরি ঢুকে পড়ার উন্মুক্ত পরিসর দিয়ে এসেছে এতদিন। এইটা অবশ্যই তারিফযোগ্য। বাকিরাও যাঁরা এলেবেলেকে চেনেন না তাঁদের দু-একজন ছাড়া কেউই হ্যাক থু করে উড়িয়ে দেননি। তাহলে এলেবেলে এই টইয়ে লিখছে কেন? লিখছে কারণ টইয়ের প্রথমেই এই বাক্যগুলি লিখিত আকারে আছে - **গুরুচণ্ডা৯তে কি আছে, কি নেই, কি চাই, কি পাই (দিদি নন!) বা পাই না, ইত্যাদি সব উজাড় করে লিখুন এইখানে। ভালবাসা, আব্দার, প্রস্তাব, হতাশা, অপ্রাপ্তি, এমন কি ক্ষোভ। বীর জনতা, হও আগুয়ান! ঝাঁপাইয়া পড়েন! **

    এলেবেলে যদিও বীর জনতার একজন নন তবুও গুরুর আলোচনা তার ভালো লাগে, গুরুর আলোচনায় সে নিঃসংকোচে তার কথা লিখতে পারে, গুরুকে সে আরও ভালো দেখতে চায়। এখানে 'আগে সবই ভালো আর এখন সবই খারাপ' এই সরলীকরণে সে সিদ্ধহস্ত হতেই চাইছে না। কিন্তু গুরুকে সে ফেসবুকের থেকে আলাদা ভাবে দেখে, আলাদা চোখে দেখে। কাজেই ফেসবুকীয় কমেন্টের তারল্য তার না-পসন্দ। এখানে গভীর আলোচনা তার ভারী পছন্দের।

    আমি আপনার লেখার দুটো জায়গাকে হাইলাইট করতে চাইছি - ১. এখন ডিলিজেন্স এর কোন বিন্দুমাত্র গুরুত্ত্ব নেই। এবং ২. যে লেখক তার কোয়ালিটি অ্যাওয়ারনেস, বিষয়ের প্রতি জেনেরাল কমিটমেন্ট ছাড়া আটকানো মুশকিল।

    আমি লেখকের ডিলিজেন্স এবং তাঁর কোয়ালিটি অ্যাওয়ারনেস চাইছি এবং সেটা পাঠকেরও থাকুক সেটাও চাইছি।

    যেহেতু 'ভালবাসা, আব্দার, প্রস্তাব, হতাশা, অপ্রাপ্তি, এমন কি ক্ষোভ' উজাড় করতে আহ্বান করা হয়েছে এখানে তাই @এক্সপ্রেসের জনতা-র কৈফিয়ত দেওয়ার দায় এলেবেলের নেই। এলেবেলে যে নিকগুলোর সাথে মোটামুটি পরিচিত তাঁরা এই প্রশ্নগুলো করলে এলেবেলে কখনই তার দায়িত্ব এড়াবে না। এলেবেলে গুরুর ভালো চায়, গুরুকে ভালো দেখতে চায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন