এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 125612.141.5689.8 | ২০ জুন ২০১৮ ০৪:২৬375434
  • এরকম কয়েকটা টপিক আছে, বছরে একবার দু'বার ঘুরে ঘুরে আসে, কিছু কিচিরমিচির হয়, তারপরে চাপা পড়ে। আর একটা এরকম টপিক হলঃ প্রাইমারি স্কুল স্তরে ইংরেজী লোপাট করে দিয়ে বাম সরকার কী গন্ডগোল করেছিল আর আরেকটা টপিক হলঃ বাংলাভাষায় বিজ্ঞানচর্চা, সেই বিখ্যাত উদস্থৈতিক কূট, অম্লজান, যবক্ষারজান, তরঙ্গ অপেক্ষক, ব্যতিচার, ব্যবর্তন,প্রত্যাশামান, দ্বিপত্র কপাটিকা ইত্যাদি ঃ-) । বহুলোকের প্রিয় টপিক, বিগত বছর দশেকে ঘুরে ঘুরে আসতে দেখলাম অনেকবার। ঃ-)
  • T | 9001212.74.018912.59 | ২০ জুন ২০১৮ ০৬:৪২375435
  • তাতে আর কী! উদ্ভট রুমালের মা মার্কা মন্তব্য যদি প্রতি রাতেই ঘুরে ফিরে পোস্ট হতে পারে তো এই সব তো অনেক সুচিন্তিত কথাবার্তা।
  • বিপ্লব রহমান | ২০ জুন ২০১৮ ০৮:০১375436
  • //গুরু একটা পত্রিকা, এটাকে মহান কিছু একটা না বানানোর চেষ্টা করলেই বরং বেশি প্রভাব রাখতে পারে বলে মনে করি।//

    ভাই বাবুরাম,

    "গুরু একটি পত্রিকা"... তাই? .....আমি তো এতোদিন একে ব্লগাজিন (ব্লগ+ম্যাগাজিন) বলে জেনে এসেছি, অন্তত গত তিন-চার বছর।

    তাই গুরুর ব্লগকে (হরিদাস পাল) সুসংহত করার জন্য ওপরে কয়েকটি প্রস্তাবের কথা বলেছি। এতে ঠিক আপত্তির কি আছে, বুঝলাম না।

    আর মূল সাইট, পত্রিকা বা ম্যাগাজিন অংশ (বুলবুলভাজা/টইপত্র/ভাটি৯/ অন্যান্য নিয়ে এই পয়েন্টে কিছু বলিনি তো! বরং বলেছি, "গুরু থাক গুরুতেই।"
  • বিপ্লব রহমান | ২০ জুন ২০১৮ ০৮:১২375437
  • #ডাবের জল'কে ধন্যবাদ, অন্তত একটু দেরীতে হলেও বুঝতে পেরেছেন, ওপরের কয়েকটি কথা শুধু

    ১) গুরুচণ্ডা৯র ব্ল গ অং শ (হ রি দা স পা ল) প্রসংগে বলা,

    ২) গুরুচণ্ডা৯র মূ ল সাইট (ম্যা গা জি ন) প্রসংগে নয়!

    কেম্নে যে কী? (কলিকাল ইমো)
  • বাবুরাম | 342323.191.1256.139 | ২০ জুন ২০১৮ ১০:৩৬375438
  • আমার কিন্তু প্রথম থেকেই গুরুকে পত্রিকাই মনে হয়েছে। সাথে আরো অনেক কিছু। ব্লগ, ফেবু গ্রুপ, ঠেক, রাজনৈতিক প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবার আগে একটা পত্রিকা।
  • ডাবের জল | 232312.172.125612.247 | ২০ জুন ২০১৮ ১০:৪৬375439
  • বিপ্লবদা, হ্যাঁ, বুঝেছি তো, শুধু ব্লগ নিয়ে ওটা বলা।

    একক, তা কেন, হচ্ছে তো টুকটাক। এই যেমন ধরো বুবুভাতে ট্যাগ কিওয়ার্ড। তা একটু গুণে গেঁথে বলো না, ওগুলো দিয়ে সার্চ ইঞ্জিনে কিছু বাড়তি সুবিধে হচ্ছে কিনা।
  • π | ২০ জুন ২০১৮ ১০:৫০375440
  • চাপ কমলে ডিসিও তো হেল্পের গাইডের জন্য হাত লাগাবেন বললেন


    অনেক কিছু তো হয়েছে। ব্লগ চালু হয়েছে, লেখার নিচে কমেন্ট, শেয়ারের অপশন। এসব কাজে আরো লোক পাওয়া গেলে আরো অনেক কাজই হয়ে যাবে।

    পুরানো লেখাগুলোও ট্যাগ করা গেলে ভাল।

    কিছু টই বাছাই হলে ভাল হত।
  • dc | 670112.203.012312.236 | ২০ জুন ২০১৮ ১১:৩৩375441
  • আমি এই উইকেন্ড থেকে হেল্প বানাতে পারবো।
  • একক | 3445.224.9002312.52 | ২০ জুন ২০১৮ ১২:৫২375442
  • @ডাবের জল

    কিছু হয়নি কোথায় বল্লুম :) বলেছি যে বছরে একবার করে যে এই ফেসবুক এর সুযোগসুবিধে বনাম গুরুর সাইট মার্কা বিতর্ক ওঠে এটা নিস্ফল ।
    এ বাদ্দিলে তো গুরু কতৃপক্ষ অনেককিছুই করেছে যেমন ব্লগ , মোবাইল সার্চ , কি ওয়ার্ড আনলো এখন এইসব । কিন্তু খেয়াল করে দেখুন সেগুলো এই ফেবু বনাম সাইট জাতীয় আলোচনার হাত ধরে আসেনি । আসার কথাও নয় :)

    এবার , কি ওয়ার্ড নিয়ে কাজ সবে শুরু হয়েছে । কতৃপক্ষের কী প্ল্যানিং রয়েছে তা জানিনা । মানে নতুন লেখার ট্যাগ গুলো ক্লিক করে দেখলুম সেই লেখাটাই আসছে । আপাতত এই । এবার ট্যাগ ক্লিক করলে ওই ট্যাগ ওয়ালা সমস্ত লেখা আসা উচিত । আসবে নিশ্চই ভবিষ্যতে । পুরনো লেখার ক্ষেত্রে কোনো সার্ভার সাইড ব্যাচ চালিয়ে ট্যাগ সিমুলেট করা হবে কী ? তাও জানিনা । কী প্ল্যানিং আছে না জেনে বাইরে থেকে মন্তব্য করা সম্ভব না ।

    আর , হেল্প এর ক্ষেত্রে : কোনরকম হেল্প লেখার আমি বিরোধী । ডিজাইন শুড এন্ড মাস্ট বি সেলফ এক্সপ্ল্যানেটরি । হেল্প লিখতে হচ্চে মানে সিওর গলতা আছে । আমি এরকমটাই মনে করি ।

    আরেকটা মজার ব্যাপার খয়াল করেচি যে রি ফেবু ভার্সাস গুরু সাইট আলোচনায় একটা এরকম ধারণা উটে আসে যে ফেবুতে প্রচুর ফিচার -গুরুতে ফিচার নেই । এটা ঠিক নয় । এই সাইট টায় গুচ্ছের এরিয়া, আমার ধারনায় , এক্সপ্লোর হয়না । ডেভেলপার দের কাছে নিশ্চই এনালিটিক আছে যে কোনগুলো এরকম মিনিমাম ক্লিকড এরিয়া । সেগুলো রেখে ঠিক কী লাভ ,ইত্যাদি । বা একই ঘরে ঢোকার দুটো দরজা যেমন আড্ডা মারুন ও ভাটিয়ালি এটা আমার কাছে পুওর ডিজাইন মনে হয়েচে । এরকম আগেকার দিনে হত । এখন দেখা গেচে যে এমনকি কিছু না লিখে ছোপি দিয়ে রাকলেও পাঠক সেই দরজা চিনে নেয় । কিন্তু দুটো দরজা বানালে অযথা কনফিউজ হয় । তো এরকম অনেক ব্যাপার আচে । ফেসবুক হাবিজাবির সঙ্গে কোনো তুলনায় না গিয়ে শুধু গুরুর সাইটের দিকে তাকালেই অনেক কিছু হাটিয়ে পরিস্কার সিম্পল করার কথা মনে হয় । আরও ফিচার ঢোকানো তো দূর কী বাত । এই যে আমাদের ধরে নেওয়া যে ফিচার বাড়ালে লোকের সুবিধে হবে এটা কিন্তু রোগীর মুখের কথা শুনে ডায়াগনেসিস করা , যেটা ভুলভাল হবার সম্ভাবনা একশ ভাগ । পেটে ব্যথা রোগী বলছে ঠিক আছে তাই বলে কেন পেটে ব্যথা সেটা সে বলবেনা ।বললেও শুনবনা। ওটা ডেভেলপার ডিজাইনার রা বসে ভাবুক। এনালিটিক ধরে প্যাথলজি রিপোর্ট বানাক ।

    আমি সর্বদাই চূড়ান্ত সিম্পল ডিজাইনের পক্ষে । কোনো সমস্যা হলে সেই ওয়ার্কফ্লো ধরে সমাধান খোঁজার পক্ষে । হেথা হোথা ফীচারের পুলটিশ লাগানোর পক্ষে নই ।
  • একক | 3445.224.9002312.52 | ২০ জুন ২০১৮ ১৩:১৩375444
  • আর বিপ্লববাবু যেমন বলেছেন তার কিছু জিনিস আমার ও চোখে পড়েচে যেমন কিনা ফেবু স্টেটাস সুলভ লেকা ব্লগে উটে আসা । কিন্তু সেটাকে নিয়ম বানিয়ে টিউন করার পক্ষে নই । গুরু একটা বড় রাইটার্স প্যানেল বানাক ,ভালো লেখার ফ্রীয়কয়েন্সী এমনি বেড়ে যাবে ।

    আর , এত কথা হলো যখন , সবচে বেশি সমস্যা যেটা চোখে পড়েছে , এসব সাইট ফাইট বাদদিয়ে সেটা ঈশেন কে উদ্দেশ্য করে লিখে যাই । আশা করি কখনো এক চোখ খুলে দেখে নেবে । সেটা হলো , গুরু যথেষ্ট সাবালক হয়েচে , এবার অন্তত নামকরা লেখকদের অখাদ্য লেখা কে সবিনয়ে "না" বলা হোক । ব্যাপারটা কঠিন কিন্তু এটা গুরুর স্ট্যান্ডার্ড এর জন্যেই পাঠকের আবদার । চাট্টি নাম করেছি বলে সবচে দুর্বল লেখাটা উঠতি ম্যাগে পাঠিয়ে দোবো ....এ মানসিকতা আমি কলেজ স্ট্রিট পাড়ায় বহু দেকেচি , এর রিসিভিং এন্ডএ থাকার মানে হয়না । এ জিনিষটা কিন্তু ডিজাইন -ফিচার ইত্যাদির চেও বেশি চোখে পরে ও মারাত্মক ।
  • T | 565612.69.1290012.252 | ২০ জুন ২০১৮ ১৪:৩০375445
  • গুরু, তুমি যেটা খ্যাল করোনি বা কেউই খ্যাল করেনি বা খ্যাল করলেও চেপে গ্যাছে যেটা সেইটে হচ্ছে যে কোনো ক্যাপচা না থাকাটা। যেকোনো দিন কেউ খচরামি করে ডিডিওএস অ্যাটাক করবে। সাইট বসে যাবে জাস্ট।
  • একক | 3445.224.9002312.52 | ২০ জুন ২০১৮ ১৪:৩২375446
  • সিকীয়রিটি আসপেক্ট নিয়ে কিছু লিখিনি তো । ক্যাপচা না থাকা অবস্যই ডেঞ্জারাস । লগইন না করলে ক্যাপচা এরকম সিস্টেম থাকা এডভাইসিবল।
  • pinaki | 0189.254.455612.99 | ২০ জুন ২০১৮ ১৫:৪২375447
  • "বা একই ঘরে ঢোকার দুটো দরজা যেমন আড্ডা মারুন ও ভাটিয়ালি" - এটা আমারও অনেকদিন ধরেই মনে হয়। ভাবতাম নিশ্চয়ই কিছু গূঢ় কারণ আছে হয়তো। :-)
  • pinaki | 0189.254.455612.99 | ২০ জুন ২০১৮ ১৫:৪৫375448
  • আর কলেজস্ট্রীট ডট নেটে বই পাওয়া যায় - এই ব্যানারের হলুদ রংটা খুব ক্যাটক্যাটে লাগে। ওটা একটু বদলালে মনে হয় ভাল্লাগবে।
  • বিপ্লব রহমান | ২০ জুন ২০১৮ ১৬:০৮375449
  • //আর বিপ্লববাবু যেমন বলেছেন তার কিছু জিনিস আমার ও চোখে পড়েচে যেমন কিনা ফেবু স্টেটাস সুলভ লেকা ব্লগে উটে আসা । কিন্তু সেটাকে নিয়ম বানিয়ে টিউন করার পক্ষে নই । গুরু একটা বড় রাইটার্স প্যানেল বানাক ,ভালো লেখার ফ্রীয়কয়েন্সী এমনি বেড়ে যাবে ।//

    একক,

    শেষ বাক্যে এ ক ম ত। এতক্ষণ এটাই বলতে চেয়েছি। #ব্রাভো! :)
  • ডাবের জল | 232312.172.125612.247 | ২০ জুন ২০১৮ ১৬:৫৭375450
  • না, ফিচারের পুলটিশ চাই না।

    হেল্প - কথা হলো এখন পর্যন্ত হেল্প ছাড়া দিব্বি চলে যাচ্ছে, যারা লিখছে নানাদিকে হেল্প ছাড়াই লিখছে, এই যেমন আমি, কর্তৃপক্ষ তো আর আমার সঙ্গে পরামর্শ করে সাইট বানায়নি, দিব্বি তো লিখতে পারছি, সব খুঁজেও পাচ্ছি। এখন ১০০% ইন্টুইটিভ বা ০ লার্নিং কার্ভ তো কিছু হয়না। এই যে ফেসবুক এত ভালো, তা ফেসবুকে লোকজন ঘন্টার পর ঘন্টা কাটায়, শুরুতে অনেকেই ছড়ায়, তাই সহজ লাগতে থাকে। এইবার ফেসবুকে কোটি কোটি লোক; গুয়াতেমালার আনারস থেকে গন্ডাছড়ার ধনেশপাখি সবকিছুর খবর পাওয়া যায়, সাইমনের বেড়াল থেকে চিয়ারলিডারদের শরীরচর্চা সব ক্লিকের নাগালে, তো সেখানে বেশী লোক হয়। আমি কি করে ফেসবুকে এলাম মনে আছে, খবরের কাগজে বিলাবল ভুট্টো জারদারির ফেসবুক অ্যাকাউন্ট আছে পড়ে সুকন্যা তড়িঘড়ি ফেসবুকে লগিন করলো, কদিন পর কৌতুহলী হয়ে আমিও। এখন, এত হরেক মজা তো আর এখানে হবেনা। এই হেল্প টেল্প এগুলো একটু ছল হিসেবেও থাকা ভালো; ওসব দেখেও লোকে এনগেজড হয়, আর আমি বাপু বাজারপন্থী, ডিসক্রিট বিজ্ঞাপন বললেও তাতে আমার কোন ছুঁৎমার্গ নেই।

    তা সে যাই হোক, সিম্প্লিফাই করার স্পেসিফিক আইডিয়া থাকলে দাও, আর লিখতে যদি হাতে ন্যাবা হয় তবে চলো একদিন এক বাক্স বিয়ার নিয়ে বসে আঁকিবুঁকি করি, এমনিতেও গ্রীষ্ম যায় যায়।

    তারপর সেসব কর্তৃপক্ষ নেবে কিনা সেসব পরের কথা, কিন্তু আমরা জীবনে যত আউপাতালি করি তার অধিকাংশই তো নিষ্ফল, তো এসব না করেই বা কি হবা।

    আড্ডা মারুন আর ভাটিয়ালি - দুটো দু'রকম নাম খুবই খারাপ। আমি কবেই বলেছিলাম এর নাম দেওয়া হোক কাছাখোলা আড্ডা।
  • π | ২০ জুন ২০১৮ ১৮:২৪375451
  • আমার আর কোন দাবিদাওয়া নেই, কোন হেল্প বা কোন জায়গায় কোন কিছু সহজ করা বা কোন ফিচারের।

    সাইট বানিয়ে দিলে সবই আপনাআপনি হয়ে যায়, আপনি গড়ায়, আপনি লোকে আসে।

    আমিও একটা আপনকাজে থাকার মোডে সুইচ করে যেতে চাই।
    কে পড়ল, কতজন পড়ল, কতজন লিখল, কতজন লিখল না, তার মধ্যে কতজন পারল না বলে লিখল না, কতজন দেখল না বলে জানতেই পারলনা, এগুলোর মত ট্রিভিয়াল জিনিস নিয়ে মাথা ঘামানোই ভাটের কাজ।
  • Sutapa Das | ২১ জুন ২০১৮ ০৭:০০375452
  • কই কি, একখান শতশব্দের গল্প জাতীয় বিভাগ গুরুতে শুরু করা যায় না?
  • একক | 3445.224.9002312.55 | ২১ জুন ২০১৮ ১২:০০375453
  • ঈঈকি পাই আবার রেগে গেলি কেন :(((( আমি চিন্তাভাবনা কে ভাটের কাজ বলি নি :(( খী কান্ড
  • একক | 3445.224.9002312.55 | ২১ জুন ২০১৮ ১২:০৩375456
  • ডাবের জল , আইডিয়ার চাষ তো নিজেদের মত করাই যায় কারো কাজে লাগুক আর না লাগুক । আর এমনিতেই কবে থেকে বাক্স নিয়ে বসার প্ল্যান । তুমিই তো বাপু ব্যস্ত লোক ,নইলে চলো উইকেন্ডে হয়ে যাক :)
  • ডাবের জল | 232312.167.1223.115 | ২১ জুন ২০১৮ ১৯:৫৭375457
  • না না ল্যাদ খাওয়া ছাড়া কোন ব্যস্ততা নেই, হোক!
  • বিপ্লব রহমান | ২৩ জুন ২০১৮ ১১:৩২375458
  • গুরুতে "ই-বুক" এর জন্য আলাদা ট্যাব হোক।

    সেখানে পুরনো চটিগুলো ই বুক আকারে প্রকাশ করা যেতে পারে।

    চটিতে চটিও না! :)
  • ডাবের জল | 232312.172.3434.138 | ২৪ জুন ২০১৮ ২৩:৩২375459
  • ডিসিকে হাঁক দিয়ে গেলাম। উইকেন্ড শেষ হলো।
  • ডাবের জল | 232312.172.125612.130 | ২৫ জুন ২০১৮ ১৭:৪৮375460
  • পিনাকীদার ভাটের পোস্টের উত্তর এখানেই লিখি। হ্যাঁ, প্রতিটি বিভাগের প্রতি সংখ্যার ইউনিক ট্যাগ ধরনের কিছু, যা দিয়ে সহজে খুঁজে পাওয়া যায়, এটা করা যায়।

    আরেকটা জিনিস, বুবুভা, কূটকচালি, পুরনো সংখ্যা, পুরনো সাময়িকী, পুরনো বুলবুলভাজা - এরকম নানান জিনিস ছড়িয়ে আছে, এগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা যায়, আমার মনে হয় খুব কঠিন না, কি করতে হবে সেই প্ল্যানিংটা একটু ঘ্যানঘ্যানে কাজ।

    বড় লেভেলের ইন্ডেক্সিংএর কাজের স্কোপ আছে, প্রতিটি সংখ্যার সূচিপত্র বানানো - কিন্তু চৌদ্দ বছরের সূচিপত্র কঠিন কাজ।
  • ডাবের জল | 232312.172.5645.99 | ২৬ জুন ২০১৮ ১৭:১৯375462
  • একমত।
  • বিপ্লব রহমান | ২৭ জুন ২০১৮ ০০:০৭375463
  • আর "গুরু ব্লগ" লিখবো না! না বুঝে কেউ কেউ খুব রাগ করেন!

    "হরিদাস পাল" অনেক নিরাপদ। :)
  • বিপ্লব রহমান | ২৮ জুন ২০১৮ ১১:১২375464
  • গুরুর "বইপত্র" বিভাগে ই-বুক তো আছেই। সেখানে চটি সিরিজের পুরনো বই, বিষয়ভিত্তিক বাছাই বুলবুল ভাজা ইত্যাদি ই-বুক আকারে প্রকাশ করা যায়? প্রস্তাব রইল।

    গুরুতে প্রচুর ই-বুক চাই।

    সাহস করে বলি, এই চণ্ডালও গুরুতে দু-একটি ই-বুক প্রকাশের খায়েস রাখি। :)
  • lcm | 900900.0.0189.158 | ২৮ জুন ২০১৮ ১১:২৯375465
  • ই-বুক কি হ্যান্ডহেল্ড ডিভাইস (ট্যাবলেট/ফোনে) পড়ার জন্য? এই সব ডিভাইসে ব্রাউজার খুলে গুরুচন্ডালি-ডট-কম এ গেলে তো পড়া যায়, গুরুর পেজের মোবাইল ভার্সানে পড়তে তো খুব অসুবিধে হবার কথা নয়। শুধু পড়ার জন্য ঠিক আছে। আর যদি ভাবেন যে জমিয়ে রাখবেন, পরে পড়বেন, তার জন্যও উপায় আছে, ফোন/ট্যাবলেটে ব্রাউজারে ডাউনলোড অপশন থাকে, পেজ ডাউনলোড করে রেখে দেওয়া যায়, পরে নেট কানেকশন না থাকলেও বের করে পড়া যায়।

    ডিজিটাল কনটেন্ট বিক্রি করতে গেলে ই-বুক একটি অপশন।

    কিন্তু শুধু কনটেন্ট পড়ার জন্য তো ব্রাউজার আছে।
  • ডাবের জল | 342323.186.457812.237 | ২৮ জুন ২০১৮ ১১:৩৫375467
  • কিন্তু বই ফর্ম্যাটটা তো আলাদা... যেমন গত পুজোর ইবুক আছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন