এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পাকোড়া বনাম তেলেভাজা

    bip
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০১৮ | ৩৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 109.0.80.158 | ৩১ জানুয়ারি ২০১৮ ২১:৩২371692
  • মানে ঐ ব্যাঙ্গালোরেই, ৫০ টাকা আছে, ১৫ টাকা আছে, আবার ৫ টাকাও আছে।
  • S | 194.167.2.96 | ৩১ জানুয়ারি ২০১৮ ২১:৩৫371693
  • হুম।
  • Ekak | 11.39.189.205 | ৩১ জানুয়ারি ২০১৮ ২১:৪০371694
  • প্যাকেজিঙ্গ চেন্জ কর্তে হয় দাম বাড়াতে চাইলে। কিভাবে আলু আর সাবুদানা টিকিয়া মার্কেট ধর্লো নিজেদের বার্গার এর মধ্যে পুরে, সেটা ভাবুন।

    সর্বোর্ত্র এত ঝুড়ি কোদাল লাগ্লে তো মহা মুশকিল ঃ/
  • lcm | 109.0.80.158 | ৩১ জানুয়ারি ২০১৮ ২১:৫১371695
  • হে হে, প্যাকেজিং!
    লক্ষ্মীকান্তপুর স্টেশন রোডের ধার এক চিলতে জায়গা, কাঁচা নর্দমার ওপরে নড়বড়ে কাঠের পাটা, তার ওপর্র স্টোভে কালো কড়াই, তাতে ফুটছে তেল, চকচক করছে আলুর চপ। ভেজে তুলে রাখা হচ্ছে কালশিতে পড়া অ্যালুমিনিয়ামের থালায়। বিক্রি হচ্ছে রবীবাসরীয় আনন্দবজারে মুড়ে। সেখানে গিয়ে প্যাকেজিং-এর গপ্পো শোনাও।

    এসব আলোচনা এই নেটে বসে করতেই ভালো লাগে, টাইম পাস - ব্যস্‌।
  • Ekak | 11.39.189.205 | ৩১ জানুয়ারি ২০১৮ ২১:৫৯371696
  • হার হাভাতে দের জন্যে খামোখা ভাবতেই বা যাব কেনো ??? যারা আলু টিকিয়া কে বানরুটি তে ভরে বিক্রি কর্ছে তারা ফুড বিজনেস টা করে বলেই ভাবতে পেরেছে। ভবিষ্যোতে আলুর চপ প্যাকেজিঙ্গ ও ওরোকোম কেও ইই কর্বে। তারাই ভবিষ্যত। কে কোথায় ভাঙ্গা টিনে মুরি ভাজ্ছে তাতে আমর কি , আমি এক্টিভিস্ট না , অম্রিকন নক্শল ন জুদ্ধোঙ্গ দেহি ডেমোক্রট না।। শুধুমত্রো জরা বিগ চেইন হোল্ড ব কন্জিউম করে তাদের নিয়েই ভাবি ঃ)
  • lcm | 60.242.74.27 | ৩১ জানুয়ারি ২০১৮ ২২:২৯371697
  • সে ঠিক আছে, ইনভেস্টমেন্টের টাকা থাকলে মার্কেটিং, প্যাকেজিং - এসব তো হয়ই, কনজিউমার ইকনমিতে পান্তাভাত-কাঁচালংকা ও প্যাকেজ করে মার্কেট করে দেওয়া যায়।

    এবার ধরো, এই তেলেভাজা টা তো প্লেসহোল্ডার, রূপক। মেসেজটা হচ্ছে যে, চাকরির ভরসায় না থেকে নিজের উদ্যোগে ছোটখাটো ব্যবসা বা ক্ষুদ্র শিল্প শুরু করো। সেটা তো নতুন কিছু নয়। এবং সেটা এত বিদ্রুপ-ব্যঙ্গের কিছু নেই, বিপ যে পয়েন্টটা লিখেছে এখানে। কিন্তু বিপ অন্য যে কথা বলতে চেয়েছে যে এই সব করে "ভালো আয়" হয়, এটা অতটা জেনারেল ব্যাপার নয়। ১০০ জন তেলেভাজা বিক্রেতার মধ্যে হয়ত একজন ভালো আয় করেন।
  • Ekak | 53.224.129.48 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:১২371699
  • আরে সেটাই বক্তব্য যে তেলেভাজা একটা প্লেসহোল্ডার , মূল কথা হলো পশ্চিমবঙ্গে খাদ্য শিল্পোদ্যোগে একটা সম্ভাবনা আছে । এবার সে এগরোল এ আছে না চপে আছে না তাকে কীভাবে প্যাকেজিং করবেন সেসব তার পরের ভাবনাচিন্তা ।

    আর , ভালো আয় হয় ওরকম জেনেরাল ভাবে নিচ্চিও না । এতো সেই "আইটি পড়লেই চাকরি হয় " এর কথা :):) তাই না ? সব ক্ষেত্রেই যেমন গুড় ঢালবেন তেমন মিষ্টি । খাদ্য শিল্প ও তার ব্যতিক্রম নয় একেবারেই । বিপের একটু ওভার দ্য টপ উস্কানো অভ্যেস আছে :) , কিন্তু বক্তব্যের এসেন্স টা এক্ষেত্রে ভুল নয় যে , খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণে নজর দিলে ওখান থেকে ভালো কিছু হলেও হতে পারে ।
  • lcm | 179.229.10.212 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:২৯371700
  • মুশকিল হল, পশ্চিমবঙ্গ তথা পূর্ব/উত্তর-পূর্ব ভারত অতটা অ্যাফ্লুয়েন্ট নয়, মানুষের হাতে ডিসপোজেবেল্‌ ইনকাম কম। একটু বেশি দাম দিয়ে বাইরে থেকে খাবার কিনে খাওয়া, রেঁস্তোরায় খাওয়া - এটার জন্য যতটা বাড়তি আয়ের দরকার ততটা ক্যাশ ফ্লো নেই; নেই বলতে, ভারতের অন্যান্য জায়গার তুলনায় কম। যার জন্য এখানে বেশি দামের খাবার বিক্রি করে সাস্টেইন করা মুশকিল। যেটা ব্যাঙ্গালোরে বা মুম্বই-তে তুলনামূলকভাবে সহজ।
  • Ekak | 53.224.129.48 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৩০371702
  • একটা একজাম্পল দি । রসগোল্লা । রসগোল্লা নিয়ে ব্যবসা শুনলেই এখানে লোকজন চুল চিরে প্রমান করে দেবেন যে ওই দ্যাখো হলদিরামের রসগোল্লার টিন সেই তো বিক্ক্রি হয়না , রসগোল্লার আবার ভবিষ্যৎ কি ? এবার ঘটনা হলো ফুড ব্যবসার লোকজন বহুদিন ধরে চেষ্টা করছেন কালার্ড থাই রাইস বলস এর অনুকরণে রসোগোল্লাকেও যদি বিভিন্ন রঙে ও স্বাদে প্যাকেজ করা যায় তো কেমন হয় ।রিসেন্ট বাজারে নাবল কারিপাতা র গন্ধপ্যালা -লঙ্কা দেওয়া ফুচকার জলের স্বাদওয়ালা এরকম ২৭০ টি আলাদা বোনের ও স্বাদের রসগোল্লা । দিস ইস প্যাকেজিং যা লোকে পয়সা দিয়ে কিনে খাচ্ছে ।





    ভাগ্যিস এনারা উদ্যোগ শুরুর আগে গুরুতে ঢুঁ মারেন নি , নইলে কোথায় বারুইপুর স্টেশনের গায়ে কে রসগোল্লা বেচে জীবনে একটা সাইকেল ও কিনতে পারেনি সেই ভেবে আর নানারকম জটিল আঁক কোষে শেষে কিছুই করে উঠতে পারতেননা :|
  • lcm | 179.229.10.212 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৪৬371703
  • আইটি লোকেদের অ্যাভেরেজ স্যালারি তেলেভাজা বিক্রেতাদের অ্যাভেরেজ ইন্কামের থেকে বেশি - তাই তো নাকি?
  • Du | 182.58.169.198 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৫১371704
  • দোকানটা দেবে কোথায়?
  • lcm | 179.229.10.212 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৫১371705
  • বুঝেছি, বুঝেছি --- একক শুধু হলদিরাম/গাঙ্গুরাম দের বিজনেস মডেলের কথা বলছে। সে নিয়ে এত কচকচানির কি আছে। ক্যাশ থাকলে - রঙীন রসগোল্লা, মাছের পাটিসাপটা, ঝাল রসগোল্লা, ফ্রোজেন পান্তা - সব করা যায়, ইনোভেশন করা যায়। এমনিতে পকেটে রেস্তো থাকলে মানুষের বুদ্ধিও খুলে যায়।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৯371706
  • টাকা থাকলে আর তেলেভাজার দোকান দিয়ে আয় করে তিনতলা বাড়ি করার কি দরকার? ডাইরেক্ট টাকা দিয়ে বাড়িটা বানিয়ে নিলেই তো হয়।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৪371707
  • সাইকেল সাড়ানোর দোকানের লোকেরা গরীব থাকতো না যদি তারা গাড়ি সার্ভিসিংএর বিজনেস মডেলটা অনুসরন করতো।

    অনেকটা সেই লাইনেই একের পর এক যক্তি আসছে।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩১371708
  • আরো বলি। ধরুন এক্জন তেলেভাজা বেচেন রাস্তার ধারের এক অনাস্থায়ী দোকানে। বেগুনির দাম ৩ টাকা।

    এইবারে তিনি ঠিক করলেন যে আজ থেকে তিনি ১৫ টাকায় ঐ একই বেগুনি বিক্কিরি করবেন। প্যাকেজিং করতে হবে। স্থায়ী দোকান করতে হবে। নিওন লাইট দরকার হবে। এগুলোর জন্য ইনভেস্টমেন্ট লাগবেনা? ফিক্স্ড কস্ট বাড়লো।

    ভালো কর্মচারি রাখতে হবে। ভালো তেল আর র মেটিরিয়াল রাখতে হবে। জিএসটি দিতে হবে। বছর শেষে সিএ কে দিয়ে ট্যাক্স ফাইল করতে হবে। সেগুলোর জন্য ভ্যারিয়েবল কস্ট বাড়লো।

    তাহলে কি দাঁড়ালো? আগের থেকে সেলস বাড়লো, ব্যায়ও বাড়লো। লাভও হয়তো বাড়লো। কিন্তু কেন? কারণ ইনভেস্টমেন্ট করেছে বলে। আগে ইনভেস্টমেন্ট করেছিলো দশ হাজার টাকা। তাই আয় হতো মাসে দুহাজার। এখন ইনভেস্টমেন্ট এক লাখ, তাই আয় কুড়ি হাজার।
  • Ekak | 53.224.129.48 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪০371709
  • ক্যাশ ছাড়া ব্যবসা কোথায় হয় বস ?? একি অম্বানিদের গামছা গলায় মুম্বাই আসার মিথ না উইক এন্ড এর টেড টক ? ক্যাশের দম ছাড়া বিজনেস ? ফাজলামি হচ্ছে ? :):)

    চাষ থেকে খাদ্য প্রক্রিয়াকরণ কোনো ব্যাবসায় সো কল্ড গরিব লোকেদের করার কথা না । প্রোডাকশনে আবার গরিব কী ? সিপুএম এই ঢপবাজিটা শুরু করেছিল চাষিকে মালিক বানিয়ে । চাষিদের শ্রমিক ইউনিয়ন করতে গেলে বিশাল হ্যাপা তার ওপর সেই ইউনিয়ন ফসলের মূল্য নির্ধারণ করলে চাপ আছে তাই , সবাইকে বোকা বানিয়ে একদল শ্রমিককে বুঝিয়ে দাও যে তোমরাই মালিক । তারপর তাদের ক্যাশ নাই নলেজ নাই গাঁড় মারা ।

    মমতা এই নোংরামীটা আরেকটু সুক্ষ লেভেলে করছে । সবাইকেই বলছে যান যান ব্যবসা করুন । কিন্তু ক্যাশের দম না থাকলে একটা পানের দোকানের সেলামি জোটানো যায়না সে সবাই জানে , বিজনেস মডেল তো অনেক পরে । কাজেই কার সাইকেলের দোকান কার স্টেশনে চপের দোকান তারা আসলে কোনো বিজনেস সামিটের অডিয়েন্স না । কোনোভাবেই না । রসগোল্লা হোক বা আলুর চপ , প্রোডাকশন ইজ প্রোডাকশন । ক্যাশের দম যাদের আছে তারাই করবে । বাকিরা মাল সাপ্লাই করতে পারে বড়োজোর । নইলে চাকরি খুঁজুক রাজ্যের বাইরে গিয়ে । এই আমি -আপনিও তো তাও করছি, রাজ্যের বাইরে অন্যের চাকরি ......ক্যাশের দম নেই বলে । খামোখা অন্যদের ক্ষেত্রে বিজনেস মানে অন্য কিছু হবে কেন ।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৬371710
  • আপনি মনে নয় ক্যাশ বলতে ক্যাপিটাল বোঝাচ্ছেন।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫২371711
  • তাহলে আপনি বলছেন যে পয়সা থাকলে প্যাকেজিং করে ব্যবসা করতে হবে? সেটা মনে হয় ওরা জানে।
  • Ekak | 53.224.129.48 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৩371713
  • হ্যা , এখানে তাই । কারন নতুন উদ্যোগীর কাছে তো আলাদা করে লিয়াবিলিটি ইত্যাদি কিছু নেই । যে মুহূর্তে সে ঘরের জমানো সোনাদানা বা জমি বেচে ক্যাশ জোগাড় করবে সেই মুহূর্ত থেকে তার খাতা শুরু । ব্যাংক শুরুতে কোনো লোন ফোন দেয়না । নিজের মিনিমাম টুকু নিজেকেই জোগাড় করতে হয় । এটা আরবান পিকচার কারন অধিকাংশ আরবান রেসিডেন্সিয়াল এরিয়ার এগেনস্টে বিজনেস পেপার/ লোন হয়না । এবার যদি মফস্বলে বা গ্রামে কেও ফার্ম হাউসে কনভার্ট করে নিজের জমি তে খাদ্য প্রক্রিয়াকরণ খোলে তখন জমি বন্ধক রেখে তার এগেইনস্ট এ হিসেব এসব চলে । আই মীন সেখানে এসেট লায়াবিলিটি অনেক হিসেব প্রথম থেকেই । আরবান সেটাপে পুরো কাঁচা টাকা দিয়েই শুরু ।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৫371714
  • লিয়াবিলিটি না ওটা অ্যাসেট হবে। উফ্ফ। একটা ক্র্যাশ কোর্স দিতে হবে। ঃ))
  • Ekak | 53.224.129.48 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৭371715
  • জানবেনা কেন , জানে তো :) যারা ব্যবসা করছে তারা তো আর গুরু পড়ে করছেনা । আর তাছাড়া , আগেও বলেছি , চপ ভাজা ইত্যাদি কথার কথা , খাদ্য ও প্রক্রিয়াকরণে পশ্চিমবঙ্গে ছোট করে হলেও ইনভেস্টমেন্ট হচ্ছে । কোথাও কিছু নেই এমন না । কিন্তু এই যে ধরে নেওয়া যে সবাই রাজ্যে থেকেই ব্যবসায়ী হয়ে যাবে এটা উদ্ভট প্রত্যাশা , ওরকম কিছু আমার নেই । ছোট ও মাঝারি স্কেলে ইনভেস্টমেন্ট হচ্ছে , দুএকটা ব্র্যান্ড নাম করছে , ট্ৰেভেলিং ও ফুড মিলিয়ে যদি এগোয় বছর পাঁচেক বাদে একটা বেটার পিকচার হয়তো পাওয়া যাবে । এইটুকুই । আমি বিশাল কিছু প্রত্যাশা করছিনা কারণ , পশ্চিমবঙ্গের কনজিউমার বেস অটো দ্রুত এক্সিলারেট করেন , সে আপনিও জানেন ।
  • Ekak | 53.224.129.48 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৯371716
  • যে নতুন উদ্যোগ নেয় তার এসেট এ লায়াবিলিটি কিছুই নেই সেই মুহূর্তে , হার্ড ক্যাশ টুকু ছাড়া । ক্র্যাশ কোর্স দেওয়ার আনন্দে শেষ অবধি পড়েননা কেন :):):)
  • Ekak | 53.224.129.48 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০২371717
  • এ = এবং , আবার এসেট এর লায়াবিলিটি ভেবে ছুটে আসবেন :(
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৩371718
  • হার্ড ক্যাশ অ্যাসেট নয়?
  • Ekak | 53.224.129.48 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৯371719
  • আপনি কীভাবে পড়ছেন , সিরিয়াসলি বুঝছিনা । আরেকবার চেষ্টা করছি । লোনের প্রসঙ্গ কেন লিখলুম ? এটাই বোঝাতে যে অধিকাংশ ক্ষেত্রে ওরকম ক্যাশ ক্রেডিট বা লোন নেই বলে আনকোরা নতুন ব্যবসাদারের কোনো লায়াবিলিটি (এক্ষেত্রে কারেন্ট ) ও নেই । হার্ড ক্যাশ ছাড়া কোনো এসেট ও নেই । যেমন অনেকের একটা ফার্ম বা একটা ফ্যাক্টরি শেড , কিছু যন্ত্রপাতি ইত্যাদি থাকে । একজন শহুরে নতুন ব্যবসাদারের এসব কিছুই থাকেনা । আশা করি এবার পরিষ্কার হয়েছে ।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৬371720
  • ক্যাশ থাকলে সেটাকে ইকুইটি হিসাবে দেখিয়ে বিজনেস লোন নেওয়া যায়/হয়। ফিজিকাল অ্যাসেটের দরকার হয়্না। ঐভাবেই সব ব্যবসা শুরু হয়।
  • S | 194.167.2.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৯371721
  • পরে লিখছি কি করে সহজে ব্যবসা শুরু করতে হবে।
  • একক | 53.224.129.48 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৮371722
  • ইকুইটি ফান্ডিং দিয়ে ব্যবসা শুরু ?? তারপর কোম্পানিটা বাকি চেয়ারম্যানদের হাতের পুতুল করে দিয়ে বটতলায় বসে আঙ্গুল চুষবেন নাকি :))) কাম সারসে আরকি ।

    সীড ফান্ডিং একেবারেই জিরো অর লো রিস্ক মানে নিজের পকেট থেকে বা বন্ধুদের থেকে ধার ধোর করা বেস্ট । সেকেন্ড লেভেলে ডেট ফান্ডিং । এইসব হয়ে কোম্পানির পেপার , একাউন্টস সব দাঁড়িয়ে গেলে তখন একটা দর কষাকষির দম তৈরী হয় । তখন লোকে খোঁজে ইকুইটি ফান্ডিং । কটা ইন্ডিয়ান সাকসেসফুল স্টার্টাপ ইকুইটি দিয়ে শুরু করেছিল খোঁজ নিয়ে দেখুন আগে :) এখন একটা ব্যবসা চলছে বাজারে স্টার্টাপ ইনকিউবেশন নামে তারা এই শুরুতেই ইকুইটি ফান্ডিং এর গপ্প টা শোনায়, ওসব ওয়ার্কশপ এটেন্ড করা আছে .....কুমীর একেকটি !
  • S | 202.156.215.1 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৯371724
  • সীড ফান্ডিঙ্গ ইকুইটি না? কিসব বলছেন বলুন তো? কি যাতা রকমের নলেজ নিয়ে তক্ক করতে আসছেন? ধুর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন