এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঐতিহাসিক ছাড়পত্র,ইতিহাস অবমাননা ও টেলি-ভীষন

    Ankur Chakraborty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৪ ডিসেম্বর ২০১৭ | ৭৩৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Ankur Chakraborty | ০৪ ডিসেম্বর ২০১৭ ০৮:৫২371391
  • সৃজনশীলতার ছাড়পত্র, ইতিহাস অবমাননা এবং ভারতীয় টেলি-ভীষন

    -অঙ্কুর চক্রবর্তী
    ***
    আমি ইতিহাসের ছাত্র,ইতিহাসের শিক্ষক এবং খুব গর্বের সাথেই বলতে পারি,প্রাচীন ইউরোপীয় ইতিহাসের একনিষ্ঠ অনুসারী ও অনুগামী। এবং কিছুদিন ধরেই ইতিহাস (বা কাল্পনিক ইতিহাস) বা ইতিহাস অবমাননা বিষয়ক পোস্ট চোখে পড়ছে। এবং এরই মধ্যে ফিল্মে ইতিহাস অপমানিত হয়েছে কি না ভাবতে ভাবতেই সেদিন টিভিতে চোখে পড়ল সেরকমই একটি ইতিহাসের বিকৃতিকরন।

    দেখতে পেলাম, উত্তর ভারতীয় একটি চ্যানেলে(সোনি) একটি "ঐতিহাসিক" ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে, নাম "পোরাস"। অর্থাৎ প্রাক-মৌর্য যুগের রাজা পুরুর জীবনী। ট্রেলার দেখে খুব বেশি ভাবার জায়গা ছিল না। কারণ, বোঝাই যাচ্ছিল,আর পাঁচটা ঐতিহাসিক ধারাবাহিকের মতোই এর মধ্যে ইতিহাসের হ্রস্ব-ই'ও থাকবে না। তবুও এক সপ্তাহ অপেক্ষা করে গেলাম। সপ্তাহ পেরিয়ে গেলে ইউটিউবে ধারবাহিকের হাইলাইটস দেখেই এই পোস্ট করতে বাধ্য হলাম। (সপ্তাহে রোজ সময় করে ধারাবাহিক দেখার মত অবসর সময় ও ধৈর্য আমার নেই)
    ধারাবাহিকটি যে বিষয়ে,সেটা প্রাচীন ইন্ডিয়ার ইতিহাস, (দয়া করে ইন্ডিয়া আর ভারতবর্ষ গুলাবেন না, গ্রিকদের আগমন কালে ইন্ডিয়া বলতে কেবল সিন্ধুনদের দুই পারের এলাকাকেই বোঝাতো)
    যা হোক,শুরু করি।

    **প্রথমেই শুনলাম এক মহিলা কণ্ঠস্বরে (স্বভাবতই তিনি ভারতমাতা) ধারাবিবরনী, পুরু বা রাজা পুরুষোত্তম(নব্বই দশকে চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর "চাণক্য" ধারাবাহিকের আগে পুরুর এইরূপ নাম কেউ শুনে থাকলে জানাবেন) হচ্ছেন "ভারত মাতার পুত্র", যিনি সিকান্দার অর্থাৎ আলেক্সান্ডারের বিজয়রথ "থামিয়ে দিয়েছিলেন" ঝিলাম বা বিতস্তা বা হাইডাস্পেস নদীর তীরে। এদের ইতিহাস কি লেখে? পৃথিবীর কোন ইতিহাস গ্রন্থে লেখা আছে যে আলেক্সান্ডারের বিজয় অভিযান ঝিলামের তীরে থেমে গেছিল?
    এবার কেউ কেউ অতি শিক্ষিত এবং ডিপ্লোম্যাটিক হতে গিয়ে বলবেন,ইতিহাসের ভারতীয় দিকটা ভেবে দেখেননি , হতেও তো পারে, ভারতীয়দের ইতিহাসটাই সত্যি।
    তাদের বলব,আজ্ঞে না। যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আরিয়ান,কুইন্টাস কারটিআস রুফাস,প্লুটার্ক পড়লেই পাবেন। সবখানেই পুরুর বীরত্বের সাথে লড়াই করার পর হেরে যাওয়ার কথা লেখা আছে। যুদ্ধে গ্রীক এবং পৌরব সেনানিয়োগের ব্যবস্থা এবং কে কোনদিক থেকে কিভাবে আক্রমন করেছিল,সব লেখা আছে। পড়ে নেবেন। গ্রীকরা এর আগেও হাতি নামক প্রাণীকে দেখেছিল দারিয়াসের সেনাবাহিনীতে। সেখানে অন্তত তিনশো হাতি থাকলেও (সঙ্গে প্রায় এক লক্ষ সৈন্য) গ্রীক ফ্যাল্যাংক্স এর সামনে তাদের পড়তে হয়নি। তাই মাত্র সত্তর বা পঁচাত্তর খানা হাতি এবং পনেরো কুড়ি হাজার সৈন্য নিয়ে চল্লিশ বা পঞ্চাশ হাজার গ্রীকের বিরুদ্ধে নদীর তীরের কাদামাটিতে জেতা অলীক কল্পনা এবং ভারতীয়দের পরাজয়ের আড়াই হাজার পরে হঠাৎ "কাপ পাইসি" বলে লাফানোর মত বা গ্রিকদের বিরুদ্ধে জিতেছি ভেবে হস্তমৈথুন করার মত আনন্দ পাওয়া ব্যতীত আর কিছুই না।
    আর ভারত কনসেপ্টটাই ছিল না,তো ভারত মাতার আগমনের প্রশ্নই অবান্তর।

    ** দ্বিতীয় প্রসঙ্গ, ধারাবাহিকে দেখানো হয়েছে পুরু আর আলেক্সান্ডার একই দিনে জন্মেছেন। কি আশ্চর্য!! ইতিহাস লিখতে এতোটাও লাইসেন্স নেওয়া যায়? তাও ইতিহাসের প্রধান চরিত্রদের নিয়ে? পুরু আর আলেক্সান্ডার একই বছরে জন্মানোর অর্থ উত্তমকুমার আর সৌরভ গাঙ্গুলি একই বয়সী। আলেক্সান্ডারের ইন্ডিয়া আক্রমনের সময় আলেক্সান্ডার আঠাশ বছর বয়সী ছিলেন, আর পুরু অন্তত ষাট বছর বয়সী। পুরুর সাবালক ছেলেও যুদ্ধে মারা গিয়েছিল। এবং পুরুর ততদিনে প্রায় বারো বা পনেরো বছরের রাজত্ব চলছে।
    ***গল্পের শুরুতেই পারস্য সম্রাট তৃতীয় দারিয়াসকে দেখানো হল প্রায় যুদ্ধবাজ বণিকের মত। এবং "সোনার চিড়িয়া" নামক ভারত(!) তিনি প্রথমবার দেখে আশ্চর্য হচ্ছেন। বলে রাখা ভালো,তৃতীয় দারিয়াসের অন্তত দেড়শত বছর আগেই ইন্ডিয়া পারস্যের অধীনে আসে,এবং সেটা অলেক্সান্ডারের আক্রমন পর্যন্ত পারস্য সম্রাজ্যের অন্তর্ভুক্তই ছিল।
    এবং তৃতীয় দারিয়াস পুরু বা অলেক্সান্ডারের জন্মের সময় রাজা ছিলেন না। তখন পারস্য সম্রাট ছিলেন আর্তাজার্ক্সীস। দারিয়াস তখন একজন সম্ভ্রান্ত রাজন্যবর্গীয় ব্যক্তি। দারিয়াস যুদ্ধবাজ তো ছিলেন নাইই। বরং অসম্ভব বিলাসী এবং যুদ্ধে স্বয়ং আলেক্সান্ডারের তাড়া খেয়ে পালানো একজন ভীরু রাজা।

    ***পৌরব রাজ্যের এত বড় রাজপ্রাসাদ????!!!! তার মাথায় কাঁচের ছাদ???
    গল্পের লেখক কি পাগল?
    পৌরব রাজ্য খুবই গুরুত্বহীন একটি করদ রাজ্য ছিল তক্ষশীলার রাজা শশীগুপ্ত বা অম্ভীর শাসনের অন্তর্গত।
    আর কাঁচের ছাদ? আড়াই হাজার বছর আগে কাঁচের আবিষ্কার কে করেছিল? নাগপুরের বাছুরের দল? (তারা তো পৃথিবীর সব আবিষ্কারের কৃতিত্বই ভারতীয়দের নামে আরোপিত করে!)

    ***সব শেষে,আলেক্সান্ডার কে দেখানোই হয়েছে খলনায়ক হিসেবে(প্রথমত সোনালী উইগ পরা,কালো চামড়ার গ্রীক সম্রাট!!! এরকম কাস্টিং কারা করে?) দেখানো হল। জোর করে!!!???
    ইতিহাসের কোন চরিত্রকে কি একদম এইভাবে সাদা বা কালো করা যায়?
    তৎকালীন ইতিহাসের প্রেক্ষিতে আলেক্সান্ডার অবশ্যই যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী। কিন্তু পুরুর সাম্রাজ্যও কি একদম দমন-পীড়ন ব্যতীত দাঁড়িয়ে ছিল?
    ভারতীয় ফিল্ম বা সিরিয়াল মানেই ভাবখানা এমন দেখাতে হবে যে বিদেশী রাজা "ঠুম কো টিন গুনা লাগান ডেনা মাংটা হায়!" গোছের,আর ভারতীয় রাজা মানেই তার রাজত্ব "ধন ধান্য পুষ্পে ভরা"!! এই ক্লিশে আর কতদিন???
    ভারত সরকারের মতো আপনারাও তো বিরুদ্ধ মতামত নিতেই শেখেননি!
    ***

    ফতোয়া দিচ্ছি না। এই কয়েকটা ইতিহাসের অবমাননার উদাহরণ দিলাম। যদি পদ্মাবতী ইতিহাসের অবমাননা হয় (সেটা তো আদৌ ইতিহাস কিনা সন্দেহ) ,তাহলে এগুলো কি?
    রাজপুত "বীর"দের যদি পদ্মাবতী নিয়ে গাত্রদাহ হতে পারে। তাহলে একজন গ্রীক ইতিহাসের স্কলার (বুক ঠুকে দাবী করলাম, ছাব্বিশ বছরের অভিজ্ঞতা নিয়েই) হিসেবে ইতিহাস অবমাননার দায়ে ভারতীয় এই ধারাবাহিককে অভিযুক্ত করলাম।

    এই ধারাবাহিকের মাধ্যমে হিন্দুত্বের ও ভারতীয়ত্বের ভ্রান্ত গৌরবের প্রচার বন্ধ হোক।
    ধন্যবাদ
  • avi | 57.11.12.60 | ০৪ ডিসেম্বর ২০১৭ ০৯:১২371402
  • এই সিরিয়ালের ধাঁচেই তারমানে সেদিন ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দেখলাম। তারও বক্তব্য ছিল এরকম। পুরু নাকি সাত ফিট চার ইঞ্চি লম্বা ছিলেন, সুতরাং তার সামনে সাড়ে পাঁচ ফিটের আলেকজান্ডার জিততেই পারেন না, এইসব যুক্তি। আলেকজান্ডারের ভারতীয় স্ত্রী নাকি পুরুকে রাখী পরাতে গেলে অবশেষে পুরুর হাত থেকে গ্রীকরা রক্ষা পায়। শেষদিকে এরকমও একটা ইঙ্গিত ছিল, আলেকজান্ডারের সেই বিয়ের একমাত্র উদ্দেশ্যই ছিল সময় সুযোগ মতো পুরুকে রাখী পরিয়ে দেওয়া, ঐতিহাসিক লাভ জিহাদের একটা ভিউও রয়েছে। এবার হলদিঘাটের মতো এটাও ইতিহাসে আসুক। তরাইন, খানুয়া সব যুদ্ধেই বিরাট হিন্দুবীরদের জয়লাভ ঘটুক।
  • Du | 218.54.86.151 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০০:০৩371413
  • আহা সব হিন্দুবীরদের নামও নরেন্দ্র করে দেওয়া যায় না?
  • Atoz | 161.141.85.8 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০১:৩০371423
  • পুরুর পজ্জন্ত এক ভালো নাম ঠিক করেছে, পুরুষোত্তম।
    বলা যায় না, কবে কুরুর এক ভালোনাম ঠিক করে দেবে, কুরুবিন্দম টাইপের। আহা, আজ দুজ্জোধন থাকলে রেগে চতুর্ভূজ হয়ে একপাক গড়াগড়ি দিয়ে উঠতো। ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০১:৩৪371424
  • সাত ফিট চারিঞ্চি? এঁর তো গ্ল্যান্ডের গন্ডগোল ছিল মনে হয়। পিটুইটারি না কীসে ঝামেলা হলে নাকি এরকম হয়।
  • PP | 159.142.103.12 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৩:৩৪371425
  • সাত ফিট চারিঞ্চি ককেশিয়ান রা হয় । পুরু হলেও সেটা গ্ল্যান্ডের গন্ডগোল নয়। কিন্তু পাঁচ ফিটের আলেকজান্ডার কোন সোর্স থেকে পাওয়া গেলো?
  • hu | 83.58.28.165 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৩:৪২371426
  • আতোজের নাম হবে অতিউত্তম

    বা অতিযত্নম
  • Atoz | 161.141.85.8 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৩:৫১371427
  • হু, ঃ-)
    অত্রিতেজম ও হতে পারে।
  • avi | 57.11.2.168 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৪৫371428
  • দেখুন, দুটো পয়েন্ট আছে মনে হয়েছে। এক, সবাই জানেন পৃথিবীতে আর্যরাই একমাত্র লম্বা, সাদা, সুন্দর। তাঁদের আদি বাসভূমি ভারতে। পুরুর সময় তাঁরা হয়তো ইউরোপ অব্দি ছড়িয়ে পড়তে পারেন নি। তাই পুরুর তুলনায় আলেকজান্ডার পাঁচ ফিট। দুই, বাকি পৃথিবীতে ঘোর কলিকাল এলেও ভারতে তখনও ত্রেতা বা দ্বাপর চলছিল। আর ওই যুগে মানুষের উচ্চতা বেশিই হতো।
    পুরুর সাথে যুদ্ধে আলেকজান্ডারের গর্বের ফানুস ফুটো হয়ে গিয়েছিল। তার পর থেকে ইউরোপীয় ভাষায় ফুটোওয়ালা জিনিস বোঝাতে 'পোরাস' শব্দটা ব্যবহৃত হতে শুরু করেছে।
    তবে একটা জিনিস বিদেশী মিথ্যুক ইতিহাসবিদের দল বলেন না। আলেকজান্ডার পরে আর একবার ভারত আক্রমণের চেষ্টা করেছিলেন। সেবার রাজা পৃথ্বীরাজ চৌহান তাঁকে রুখে দেন। 'শ্রীমান পৃথ্বীরাজ' সিনেমার শুরুতেই এই ঐতিহাসিক যুদ্ধের কিয়দংশ দেখানো হয়েছিল।
  • Atoz | 161.141.85.8 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৫২371392
  • আরে, পদ্মিনীরও এক পদবী পাওয়া গ্যাছে। পদ্মিনী চৌহান। ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৫৮371393
  • আহা, কী চমৎকার এক ছবি এঁকেছে! এনগ্রেভিং। দীর্ঘকায় মহাবাহু পুরুষোত্তম পুরু শান্ত স্থির হাসিমুখে দাঁড়িয়ে আছেন আত্মসমর্পণ করতে এসে আর আলেকজান্ডার এক সাদা ঘোড়া থেকে লাফিয়ে নেমে সামনে দাঁড়িয়েছেন, পুরুর থেকে প্রায় হাতখানেক বেঁটে আলেক্স, কিন্তু ফর্সা অনেক বেশি। ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:০৩371394
  • দেখার মতন জিনিস পুরুর পাতলুন, কী ফাইন! সাদা রেশমী। আলেকজান্ডারের তো একটা একটা খাটো ফ্রকমতন পরা, পাতলুন টাতলুন কিছুই নেই। এইজন্যেই উনি তাড়াতাড়ি ভারতীয় রাজকন্যে বিয়ে করে ফেলেন, অনেক ভালো ভালো জামাপ্যান্ট অঙ্গদ কুন্ডল ইত্যাদি অলঙ্কার যৌতুক পেয়েছিলেন নির্ঘাত । ঃ-)
  • avi | 57.11.2.168 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:০৫371395
  • সাদা ঘোড়া কোদ্দিয়ে এল? বুকেফালাস তো কালো ছিল (নাকি পাটকিলে?)। অবিশ্যি যুদ্ধে পুরু বুকেফালাসের ঘাড় মটকে দিয়েছিলেন। এটা হয়তো আরেকটা ঘোড়া।
  • Atoz | 161.141.85.8 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:১২371396
  • এটা আরেকটা ঘোড়া। বুকেফেলাস এই ঘোড়াটাকে দেখে নাক সিঁটকাতো আর বলতো, "ন্যাকা!" ঃ-)
  • avi | 57.11.4.129 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২৪371397
  • উঁ, আর মাঝে মাঝে রেগে গেলে চেঁচিয়ে 'হ্যা রে শালা' বলে ডাকত। তারপর থেকেই ঘোড়ার ডাককে 'হ্রেষা' বলা হয়। শের শাহ এই ব্যাপারটা অফিসিয়াল করেছিলেন। মানে, বাস্তবে হিন্দুরাজা হিমু করেছিলেন, শের শার নামে চলছে। হিমু পানিপথের দ্বিতীয় যুদ্ধে পাঁচ ফিটের বালক আকবরকে অবলীলায় হারানোর পর ডিক্লারেশনটা দেওয়া হয়।
  • pi | 57.29.197.116 | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২৬371398
  • :D
    এইগুলো নামিয়ে দিলেই হয়।
  • PP | 138.97.234.12 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১২:১২371399
  • টুউউ গুড!
  • kiki | 185.100.20.209 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১২:২০371400
  • টই এর এটা বেশ মজা, বড় পোষ্ট না পড়েও কমেন্ট পরেই মোটামুটি আন্দাজানো যায়।

    কেবল, এক হাত মানে এক ফুট ধরা হয় তো। তালে পুরুর থেকে দুহাত খাটো হওয়ার কথা আলেক্সির।

    ভাবো আমার হাইটের ছিল। ভেবেই মন ভাল হয়ে যায়।(পাঁচ ফিট ই তো, সাথে ইঞ্চির কথা নেই তো?)
  • avi | 57.11.14.30 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৪:২২371401
  • থাকলেই বা কী। ফুটের গায়ের ইঞ্চিকে বাঁশের গায়ের কঞ্চির মতোই ইগনোর করো। পাঁচ ফিট, ব্যস।
  • b | 135.20.82.164 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৫:২৩371403
  • শিব্রামের গল্প ছিলো না? তিন জেন্ডার বলতে গিয়ে একজন বলেছিলো ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার আর আলেকজেন্ডার।

    তবে আলেকবাবুর কি দম ছিলো রে বাপ। সেই ম্যাসিডোনিয়া থেকে ট্যাঙস ট্যাঙস করে হাঁটতে হাঁটতে পাঞ্জাবে। আর সেখানে বসেই উনি বরিশালী ভাষায় বলেছিলেন

    "হইত্য হ্যালুকাস, কি বিসিত্র এই দ্যাশ। এহানে দুফইরে হূর্যের কিরণ উইড্গ্যা পিট্খন পুরাইয়া zhআমা কইর‌্যা দেয়, আবার রাত্তিরে সাইন্দের কিরন হারা গায়ে য্যান চাঁদসীর মলম মাহাইয়া দ্যায়।"
  • Rabaahuta | 233.186.71.72 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৩371404
  • ইয়ে, সরি

  • S | 184.45.155.75 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৩371405
  • আমারও সেই ঐতিহাসিক পৃথ্বীরাজ বনাম আলেকজান্ডারের লড়াইয়ের কথা মনে পড়ে গেলো। সেই ইতিহাস অনুযায়ী পৃথ্বীরাজ আলেকজান্ডারকে মাটিতে ফেলে চেপে ধরে আত্মসমর্পণ করাতে বাধ্য করালেও, শেষমেস দুস্টু আলেকজান্ডার পৃথ্বীরাজের মুখে থুতু ছিটিয়ে দৌড়ে পালিয়েছিলো। নইলে আজ ভারত মাতা সবার উপরে থাকতো।
  • S | 184.45.155.75 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৭371406
  • ভারতীয়রা চালাকি করেই ইংরাজদেরকে দিয়ে ২০০ বছরের শাসন করিয়ে নিয়েছিলো যাতে মুসলমান নবাবদের থেকে ভারতকে মুক্ত করা যায় আর ভারত স্বাধীন হওয়ার ঠিক ৫০ বছর পরে সফটওয়ার ইন্ডাস্ট্রিতে ইংরাজী জেনে চীনকে পিছনে ফেলে দেওয়া যায়। চীন এখনো ইংরাজদেরকে শাসন না করতে দেওয়ার ভুলটা মেনে নিতে পারেনা।
  • S | 184.45.155.75 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৮371407
  • তাছাড়া তখন মোদিজীর মতন কোনও দক্ষ শাসক ছিলেন না, তাই ইংরাজদের দিয়েই দেশ শাসনের মতন একটা বোরিং এবং থ্যান্কলেস কাজ করিয়ে নেওয়া হলো। বোকা ইংরেজগুলো কিছু বুঝতেও পারলোনা।
  • S | 184.45.155.75 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৫371408
  • প্রাচীন মহেন্জোদাড়ো সভ্যতা গড়ে উঠেছিলো গুজরাতে। সিনেমাটা দেখলেই তা স্পস্ট করে বোঝা যায়। পরবর্তিকালে সেইস্থানেই ভারতের সেরা নেতার জন্ম হয়। মহেন্জোদাড়োর প্রাচীন শহরের থেকেই স্মার্ট সিটির আইডিয়া নেওয়া হয়েছে। এইসব শহরে প্রতিটি জলাশয়ে কুমীর চাষ করা হবে, ফলে কেউ জলে নামতে পারবেনা এবং কাপড় কাচতে পারবেনা। জল পরিস্কার থাকবে।
  • S | 184.45.155.75 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৭:০০371409
  • আম্রিগার ম্যডিসন স্কোয়ার গার্ডেনের নাম আসলে এক বিখ্যাত ভারত নেতার নামে করা হয়েছে। উনি সেখানে গিয়ে বোক্তিতা দেওয়ার পরেই সেই জায়গার নাম সারা দুনিয়ার লোকে জানতে পারলো। তখনই মার্কিনি প্রশাসন থেকে এই স্টেডিয়ামের নাম বদলে দেওয়া হয়।
  • S | 184.45.155.75 | ০৫ ডিসেম্বর ২০১৭ ১৭:০৪371410
  • বিবেকানন্দ শিকাগোতে বলেছিলেন "সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আম্রিগা"।

    আর সেখানে মোদিজী বললেনঃ মিত্রোঁও-ও-ও-ও-ও-ও-ও। মে দ্য ফোর্স বি উইথ ইউ।
  • avi | 57.11.14.30 | ০৫ ডিসেম্বর ২০১৭ ২০:০৪371411
  • দ্যাখেন কাণ্ড! তলিয়ে না দেখলেই এরম তলিয়ে যাবেন। বলছি শুনুন। প্রাচীন যুগ থেকেই আর্যবীর মানেই তার মধ্যে বইবে বীরেন্দ্রের উত্তরাধিকার। এবং এঁদের প্রতি কাজের মধ্যেই থাকে সুনির্দিষ্ট লক্ষ্য। এবার ইতিহাসের গতিপথ ধরে আসুন, প্রপার ইতিহাস।
    মহেঞ্জোদারোর স্মৃতিমাখা কুমীর এবং নগরসভ্যতা সিন্ধুর গ্রাসে ধ্বংস হলে ঋত্বিক রোশন চলে এলেন গঙ্গার ধারে, এ ইতিহাস তো সবাই জানেন। তার পর কিভাবে বৈদিক সভ্যতার উত্তাল বিকাশ হলো, আণবিক বোমা টোমা ফাটল, মেলুহার মৃত্যুঞ্জয়ীদের সে ইতিহাসও সর্বত্র স্বীকৃত। এর পরে রামায়ণ মহাভারতের যুগ পেরিয়ে আমরা পাড়ি দিলাম ইউরোপ ককেশাস এসব অঞ্চলে। এর মধ্যে ভারতে যারাই আসার চেষ্টা করেছে, সবাইকে পিটিয়ে তক্তা বানানো হয়েছে। সে আলেকজান্ডার, তোরমান, মিহিরকুল যেই হোক না কেন। মিহিরকুলের বাকি সব সেনাসামন্তকে যারা তাড়িয়ে দিল স্টেপসের ওই পারে, তাদের থেকে তৈরী হলো পশ্চিম মরু অঞ্চলের রণদুর্মদ এক জাতি, যারা সিয়াচেন জমানার আগে অব্দি ঠায় দাঁড়িয়ে থেকে দেশের ইন্টিগ্রিটি বজায় রাখবে, এবং পোস্ট সিয়াচেন যুগে বজায় রাখবে সামাজিক সংস্থিতি ও নারীর সম্মান।
    কিন্তু দেশের মধ্যেকার দেশদ্রোহী জনগণ স্বস্তি দিলে তো! পুব দিকের পাল, শশাঙ্ক, দক্ষিণের রাষ্ট্রকূট, চোল - এদের সামনে প্রমাণ করা জরুরী ছিল সত্যিকারের শক্তিমত্তার বহর। এল মামুদ বা ঘোরীর মতো ভিলেন। বিরাট হিন্দুবীরদের হাতে উদোম ক্যাল খেল তারা। আরব ইরানের তাবৎ অনুপ্রবেশকারী দাস হিসেবে সেবা করতে লাগলো। স্থাপিত হলো দাস শাসনকাল। প্রেমের বন্যায় ভেসে গেল পুব থেকে দক্ষিণ। চৈতন্য, তুকারাম, কবীর, দাদু - আরো কতজন।
    এবার আক্রমণের চেষ্টা নিল মুঘলেরা। বালকের দল। প্রথম দস্যু তো রাণা সঙ্গের হাতে এমন মার খেলেন যে নাম জিজ্ঞেস করাতে স্রেফ 'বাবার, বাবার' করে গেলেন, বাবার নামও মনে করতে পারলেন না। পরে আরেক বালক এসে পানিপথে হিমু এবং হলদিঘাটে প্রতাপের হাতে উড়ে গেলেন। এই সংবাদের জোরেই ভারত শাসিত হতে লাগলো, যাকে বিদেশের ঐতিহাসিকরা ভাবেন 'আখবর' দ্য গ্রেট।
  • avi | 57.11.5.79 | ০৫ ডিসেম্বর ২০১৭ ২১:০৫371412
  • এই ভিনদেশী অনুপ্রবেশকারী দলের একটা অংশ অবিশ্যি সনাতন ভারতের 'অতিথি দেবোভব' দাক্ষিণ্য পেয়ে পশ্চিম পার্বত্য অঞ্চলে বসবাস শুরু করেন। তাঁদের প্রবল লাভ জিহাদের ফলে সমভূমি অংশেও সংখ্যাবৃদ্ধি ঘটতে থাকে। পশ্চিম ভারতের একটা বড় অংশে এবং আরো কিছু বিচ্ছিন্ন পকেটে এদের বাড়বাড়ন্ত দেখে ভিরাট বীরেরা লিমিটেড রিসোর্সজনিত কারণে শায়েস্তা করার কিছুটা কাজ আউটসোর্স করতে বাধ্য হন। এই আউটসোর্সিং গ্রহণ করে যে জনগোষ্ঠী কয়েক শতক আগে ইউরোপ পাড়ি দিয়ে রোমান সাম্রাজ্য গড়ে তুলেছিল, তারা। এদিকের রাম সাম্রাজ্য ও ওদিকের রোম সাম্রাজ্য যে একই বংশের প্রকারভেদ, তা তো বোঝাই যাচ্ছে।
    ইউরোপের যীশুবাদী ভিরাট বীরের দল এসে ঘাঁটি গাড়ে পুব ও দক্ষিণ অংশে। তাদের কিছুটা সভ্য করে তোলে। (যদিও তাদের হিন্দি ভাষায় খুব বেশি দুরস্ত করে তুলতে পারে নি, ওই "ঠুম কো টিন গুনা লাগান ডেনা মাংটা হায়!" জাতীয় উন্নতি হয়। পরবর্তী আমলে সরাসরি দায়িত্ব নিয়ে প্রকৃত ভিরাট বীরের দল এই কর্ম সুসম্পন্ন করবেন।) যবন অনুপ্রবেশকারীদের প্রতিনিধি বাহাদুর শাহকে বার্মায় পাঠিয়ে শেষ করা হয়, যে কারণে সে দেশের নাম হয় মিঞামার।
    যাই হোক, দীর্ঘদিন বাইরে থাকার জন্য এই সাহেবদের ভাষা অনেক বিকৃত হয়ে যায়। পুব ভারতের কিছু কিচিরমিচির গোষ্ঠী এই ভাষায় দক্ষতা অর্জন করেই নিজেদের আর্য অনুভব করতে শুরু করে। ওদিকে ইউরোপের আর্যদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনে গোলমাল শুরু হলে তারই ফলশ্রুতিতে এই দেশে আগত সাহেবদেরও নিজের দেশে ফিরে যেতে হয়।
    এর পরেই ভারতের ভাগ্যাকাশে সর্বাধিক অন্ধকারময় অধ্যায় শুরু হয়। অনুপ্রবেশকারী দলের ষড়যন্ত্রে দেশ হয় দ্বিখণ্ডিত এবং ষাট বছরের ঘোর অমানিশা নেমে আসে। অবশেষে কল্কি অবতার ধরাধামে অবতীর্ণ হন। প্রাচীন দ্বারকার ধ্বংসাবশেষ থেকে উঠে আসে নতুন ভারত। অন্যান্য সকল দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কন্যা - সবাই এসে স্বীকৃতি জানিয়ে যান। দেশে দুর্নীতি, সন্ত্রাসবাদ, বেকারত্ব, জেএনইউ -সবের অবসান হয়। অলমিতি বিস্তারেণ।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৭ ২১:২১371414
  • এইটা ব্যাপ্পক হইছে। :-)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন