এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 52.110.149.242 | ০৭ মে ২০১৮ ২০:৩৪370094
  • দুহাজার এগারোর সেনশাস ডেটা দেখে নিলেই তো হয় যে ছ টা মৌজায় কত লোক আছে। আরেকবার লিখে দিলাম, পাঁচহাজারের কিছু বেশী পরিবার রয়েছে। তাদের মধ্যে পনেরোশো অষ্টাশিটি পরিবারের জমি নেওয়া হয়েছিল। লিংক দেওয়া হবে না, খুঁটে খেতে হবে।

    ----
    খুঁটেই খেলাম!
    In October 2008 Tatas announced withdrawal from the project.[19] Six villages – Bajemelia, Beraberi, Gopalnagar, Joymolla, Khaserbheri and Singherberi – were affected by land acquisition.[20][21]In 2016, the Supreme Court quashed the West Bengal government’s acquisition of 997 acres of agricultural land for Tata Motors and ordered its return to 9,117 landowners.[22][23]

    পাঁচ হাজারের কিছু বেশি পরিবার আছে? যেখানে ল্যান্ড ওনার দেখাযাচ্ছে 9117 ।

    https://en.wikipedia.org/wiki/Singur_(community_development_block
    The Tata Motors site is the most fertile one in the whole of the Singur, and the Singur block, in turn, is among the most highly fertile in West Bengal. Consequently, almost the entire local population depends on agriculture with approximately 15000 making their livelihood directly from it. With the number of direct jobs to be created no more than about 1,000, many of which are expected to go to outsiders, the local populace felt threatened for their livelihood.[
    https://en.wikipedia.org/wiki/Singur_Tata_Nano_controversy
    এদের কি বলবো?
  • sm | 52.110.142.132 | ০৭ মে ২০১৮ ২০:৪৫370095
  • ধুর, টিসি এস আলাদা কোম্পানি, টাটা স্টিল বা মোটরস আলাদা।
    এক কোম্পানির টাকা আর এক কোম্পানি তে ঢালা টাই খারাপ প্র্যাকটিস।
    কোরাস কোম্পানি তে কি রকম লাভ বা লোকসান করছে, দেখুন না।
    ---
    এটা ছিল পরের পোস্ট ।পোষ্কার জানতে চাওয়া হয়েছে কোরাস কোম্পানির ব্যাপারে।এক বালখিল্যই, টাটা মোটোর্স্ এর ক্রেডিট রেটিং হাজির করেছিল।প্রেক্ষিত বুইতে পারেনি তো তাই।
    এবার বড় মাকু, প্রমান দিক, কোথায় সিঙ্গুর আন্দোলন সারদার টাকায় হয়েছিল ?
  • T | 129.74.180.59 | ০৭ মে ২০১৮ ২১:০৬370096
  • এহ, সিঙ্গুর সিডি ব্লকে মোট কতগুলো মৌজা আছে জানা আছে। সমস্ত কিছু নিয়ে ছড়িয়ে লাট করছে। আরো আশ্চর্যের যেটা সেটা হ'ল সেই খুঁটে খুঁটে ভাগাড়ের মাংস গিলবে। আলফাল লিংক বার করছে তবু সেনসাস ডেটা টা দেখবে না। এদিকে ছাগলকে দড়ি ধরে ঘাসের খেতও তো দেখানো যায় না। তবু করুণা করেই এবার লিংকটা দেওয়া হ'ল।
    http://censusindia.gov.in/pca/cdb_pca_census/Houselisting-housing-WB.html

    এইখানে এক্সেল শিট পাওয়া যাবে। মৌজা ধরে ধরে জনসংখ্যা যোগ করার দায়িত্ব দেওয়া হ'ল। কটা ফ্যামিলি আর কটা লোক। ঃ)) ছোট ইনফরমেশন, এই ছটা মৌজায় মোট ৩৫৯৫ একরের মধ্যে হাজার একর নেওয়া হয়েছে। এটাও সরকারী নথিতে রয়েছে। ঃ))
  • sm | 52.110.145.255 | ০৭ মে ২০১৮ ২১:২৫370097
  • দয়া করে বেশী ছড়িওনা। হড়কে পলে যাবে যে বাবু।
  • T | 129.74.180.59 | ০৭ মে ২০১৮ ২১:২৮370098
  • উঠোনে তো আপনিই লাফাচ্ছেন। পড়লে আপনিই পড়বেন। কোথাকার আবাল মাইরি, চোখের সামনে একটা ডেটা দেখালেও বুঝতে পারে না।
  • sm | 52.110.145.255 | ০৭ মে ২০১৮ ২১:৩১370099
  • হাফপ্যান্ট, ছড়িয়ে ছিটিয়ে লাট করেছে-- )))
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২১:৩৩370100
  • ২০০৮ সালে আর কিছু কি হয়েছিলো যার জন্য ক্রেডিট রেটিঙ্গ ডাউনগ্রেড করা হয়েছিলো? ফাইনান্সিয়াল ক্রাইসিস? গ্লোবাল রিসেশন? ঐ সামান্য একটু আউটলুক চেন্জ হওয়াতে কিস্যু যায় আসেনা। এমনকি AA থেকে AA- হওয়াতেও কিস্যু হয়্না। ঐ লেভেলে ডিফল্ট প্রোবাবিলিটিগুলো সব গায়ে গায়ে লাগানো।

    আর টাটা সন্স কঙ্গলোমারেট। কেউ এক্সপেক্ট করেনা যে সবকটা কোম্পানি সব সময় সমান ভাবে ভালো চলবে। সেটা হবেনা বলেই ডাইভার্সিফাই করা হয়।

    আর রতন টাটার খারাপ ব্যবসায়ী হওয়ার সাথে উনার ইনভেস্টমেন্টের কি সম্পক্ক সেটাই তো বুঝতে পারছিনা।
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২১:৪৭370101
  • আর আপনিও খুঁজে পেতে ব্রিজওয়াটারকে নিয়ে এসেছেন। আর কোনও রেটিঙ্গ এজেন্সি নেই? তারা কি বলছে?
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২১:৫৮370102
  • আর টিসিএসের বছর প্রতি প্রফিটই ২৬০০০ কোটি টাকা। অতেব অত চিন্তার কিসু নাই।
  • T | 129.74.180.59 | ০৭ মে ২০১৮ ২২:০২370104
  • নাহ, এ মাল সত্যিই নিখাদ ট্রোল। চাড্ডি সেলে যে গুলো কাজ করে এটলিস্ট সেগুলোও এটার থেকে বেশী বুদ্ধি ধরে। ধুসসস।
  • sm | 52.110.145.255 | ০৭ মে ২০১৮ ২২:০৫370105
  • ওসব ফালতু বকে লাভ হবে না। পড়া শোনা করো, নয়তো দাদা দিদিদের ডাকো।
  • sm | 52.110.145.255 | ০৭ মে ২০১৮ ২২:১৬370106
  • এক ব্যবসা থেকে লাভ সরিয়ে অন্য ব্যবসায় ঢালা কে বলে চিটিং বাজি। এটাকে কি সমর্থন করেন?
    টিসি এস রতনের আসার অনেক আগে থেকেই মার্কেটে অনেক নাম করে ফেলেছিল।
    দুই, টাটা স্টিল রুশী মোদীর আমলে আর রমরম করে চলতো।
    টাটা মোটরস এর প্রোডাক্ট বিদেশি কোম্পানির চেয়ে পিছিয়ে পড়ছে।
    ছোট সেকশনে তো টাটার দু একটা মডেল ছাড়া ভাল চলে না
    হেভি ভেহিকেলস এ একচ্ছত্র আধিপত্য লেলান্ড বা এইচার এর কাছে হারাচ্ছে।
    বিদেশি কোম্পানি কোরাস কিনে দেনায় হাবুডুবু।
    টাটা কোম্পানি --ভাবনার অতীত; লবিবাজী, কাঠি বাজি স্টার্ট করেছে।
    সাইরাস কে সরতে হয়েছে। অথচ ওই চার বছরে সাইরাস আপ্রাণ চেষ্টা করে গেছে।
    তো, কি বলবো?
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২২:২১370107
  • "এক ব্যবসা থেকে লাভ সরিয়ে অন্য ব্যবসায় ঢালা কে বলে চিটিং বাজি।"
    অ্যাঁ? চিটিং বাজি? আমার এক পকেট থেকে টাকা নিয়ে অন্য পকেটে টাকা রাখলে চিটিং বাজি?

    অযথা তক্ক করছেন আপনি।
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২২:২৯370108
  • আমিও অযথা তক্ক করছি।
  • সিকি | ০৭ মে ২০১৮ ২২:২৯370109
  • টোটাল নির্মল হচ্ছে। চলুক :)
  • cm | 37.62.94.35 | ০৭ মে ২০১৮ ২২:৫৯370111
  • খুব ভাল ব্যাটিং হচ্ছে।
  • sm | 52.110.147.192 | ০৭ মে ২০১৮ ২৩:০৯370112
  • S , অনেক কিছুই আপনার সঙ্গে মেলেনা।তর্ক করার ইচ্ছে থাকলে করবেন, নয়তো নয়।
    যেমন ধরুন, আপনি বলে দিলেন কোনো ব্যাংক কাউকে কোনোদিন গ্রান্ট দেয় না। কিন্তু কিছু এক্সেপশনাল কেসে দেয়।
    দুই,ইউএস এ থেকে কোন স্টেট্ বেরিয়ে যেতে পারে না। এটা মিথ।কিন্তু, সামান্য হলেও, সম্ভাবনা থাকে। ক্যালেকজিট ধুঁয়ো তো উঠেছে।
    আপনার মতে ব্যাংক যতো লোন দিতে পারবে ভালো। ব্যালান্স সিট ভালো হয়। আমার মতে ক্যাল্কুলেটেড রিস্ক নেওয়া উচিত বা কিছু নিয়ম মানা উচিত। লাগামছাড়া নয়।
    যাকগে।পার্থক্য থাকেই। সুইপিং স্টেটমেন্ট বর্জন করা উচিত।তর্ক থেকে দু পক্ষই শেখে।কেউই সবজান্তা নয়।
    সর্বশেষে, আপনাকে একটা ঘটনা বলি।
    একটি কোম্পানি বড় হাউসিং এস্টেট করবে বলে মার্কেট থেকে প্রচুর টাকা তোলে।বিল্ডিং গুলো বেশ কিছুটা ওঠার পর কোম্পানি ঘোষণা করে তারা ব্যাংকরাপ্ট।
    ব্যাংক ওই বিল্ডিং গুলোর পজেশন নিয়ে নেয়।বলে, তারাই মালিক।
    প্রোমোটার সাফাই দেয় এই প্রকল্পের টাকা,সাইফোন করে একটি মল বানাতে গেছিলো। লোকসান খেয়ে গেছে।
    এখন ফ্ল্যাট ওনার মানে যারা টাকা পে করেছে; তারা কি করবে?
    দুই প্রোমোটার কি ঠিক করেছিল?
    তিন,কোনো কোম্পানি (ধরুন টিসিএস )তার লাভের টাকা সেই কোম্পানির শেয়ার হোল্ডার দের বন্টন করবে বা তাদের অনুমতি নিয়ে ওই কোম্পানির ব্যবসা বাড়াবে।
    কিন্তু সম্পূর্ণ অন্য একটি কোম্পানির(একই গ্রূপের কিন্তু অন্য কোম্পানি,ধরুন স্টিল) সেখানে কি যুক্তিতে টাকা ঢালবে?শেয়ার হোল্ডার দের অনুমতি ছাড়া?
    এক পকেট অন্য পকেট টা বোধগম্য হলো না।
  • T | 129.74.180.59 | ০৭ মে ২০১৮ ২৩:২৯370113
  • S কে, এই শূন্যতা কিন্তু অর্থবহ। :))
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২৩:৩৩370115
  • "আপনি বলে দিলেন কোনো ব্যাংক কাউকে কোনোদিন গ্রান্ট দেয় না। কিন্তু কিছু এক্সেপশনাল কেসে দেয়।"
    সেই এক্সএপশনাল কেসটা কোনটা? পন্চায়েতের কেসটা একটুও গ্রান্ট নয়। সেটা আগে বহু লোকে বহুবার বলে দিয়েছে।

    "ইউএস এ থেকে কোন স্টেট্ বেরিয়ে যেতে পারে না। এটা মিথ।কিন্তু, সামান্য হলেও, সম্ভাবনা থাকে। ক্যালেকজিট ধুঁয়ো তো উঠেছে।"
    না কোনও সম্ভাবনাই নেই। ক্যালিফোর্নিয়াকে বের হতে গেলে সংবিধান বদলাতে হবে। আর পান্জাবের কিছু লোকও আলাদা দেশ চেয়েছিলো, তার মানে কি ভারত থেকে যেকোনও স্টেট আলাদা হতে পারে?

    এখন ফ্ল্যাট ওনার মানে যারা টাকা পে করেছে; তারা কি করবে?
    তারা কি করবে? তাদের তো কিছু আলাদা হয়নি। তারা নতুন মালিককে পে করবে, আর একই বাড়িতে থাকবে।

    প্রোমোটার কি ঠিক করেছিল?
    না। এক লোনের টাকা অন্য প্রজেক্টে ব্যবহার করেছে। কিন্তু তার সাথে টিসিএসের লাভের পার্থক্য আছে। লাভ/ক্ষতি, লোন/ইকুইটি এগুলো আলাদা জিনিস। আপনার বক্তব্য অনুযায়ি ঐ প্রোমোটার যদি এই হাউজিঙ্গ প্রজেক্টের লাভ দিয়ে মল করতো, তাহলে সেটাকে চিটিংবাজি বলে।

    যেহেতু টিসিএসের ৭০% না কতর মালিক টাটা, তাই ঐ লাভের সমান শতাংশের দাবীদারও টাটা। মানে ২৬০০০ কোটি টাকার একটা বড় অংশের মালিক টাটা। নিজের টাকা সে অন্য কোনও কোম্পানিতে নিয়ে গেলে সেটাকে চিটিংবাজী বলেনা। এই সামান্য জিনিসটা আপনি বুঝলেন না অথ্চ এতো বড় বড় ব্যাপার নিয়ে আলোচনা করছেন?

    আমি সুইপিঙ্গ স্টেটমেন্ট তখনই করতে পারি যেখানে জানি যে অন্য কথাটা এক্কেবারে ভুল।
  • sm | 37.63.180.223 | ০৭ মে ২০১৮ ২৩:৩৪370116
  • নাও, এবার S কে দলে টানাটানি কর। খোঁয়াড় এর জনতা সবাইকে খোঁয়াড়ে ঢোকাতে চাইবে,এটাই তো স্বাভাবিক!
    কিন্তু অত তাড়াতাড়ি কিসের?
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২৩:৩৯370118
  • আপনি ডাক্তারি করে টাকা করলেন। আর সেই টাকা দিয়ে অন্য একটা লস মেকিঙ্গ ক্লিনিক চালালেন। এটা কি চিটিংবাজী?
    রতন টাটার ক্রেডিট রেটিঙ্গ যা খুশি হোক, আমাকে ১ কোটি (বা যতখুশি) টাকা দিলে আমি নিয়ে নেবো।

    এসব তো এলিমেন্টারি জিনিস।
  • T | 129.74.180.59 | ০৭ মে ২০১৮ ২৩:৩৯370117
  • আমি তো S কে বলছি আপনি হঠাৎ বেবুনের মতো লাফ দিয়ে পড়লেন ক্যানো। :))
  • PT | 213.110.242.5 | ০৭ মে ২০১৮ ২৩:৪২370119
  • আমি নিশ্চিত যে টাটাবাবুও নিজের ব্যব্সা সম্পর্কে এত ডিটেলে জানেন না!!
  • T | 129.74.180.59 | ০৭ মে ২০১৮ ২৩:৪৪370120
  • সুরক্ষিত রাখুন :))
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ২৩:৪৪370121
  • এসেম, একটা সত্যি কথা বলছি, একদম নিরপেক্ষ ভাবে।

    সিঙ্গুরটা না হয়ে বাংলা আর বাঙালীর খুব ক্ষতি হয়ে গেছে। তার আগে অবধি লোকে অন্তত বাম সরকারকে দোষ দিতো ইন্ডাস্ট্রি না হওয়ার জন্য। সিঙ্গুরের গন্ডগোলের পরে সবাই বুঝেছে যে দোষটা জাতিগত।

    এর ফল দিদিও এখন পাচ্ছেন। লোকে বিশ্ববঙ্গে এসে হাসি মুখ করে বিনিয়োগের ঢপ মেরে চলে যায়। দিল্লি-মুম্বাই-চেনাই-ব্যাঙ্গালোরের এতো হাই রিয়েল এস্টেট কস্ট থাকা সত্ত্বেও কেউ এদিক পানে আসেনা কেন বোঝেন না? আপনি তো দক্ষীন্পন্থী, এগুলো তো বোঝা উচিৎ।
  • sm | 52.110.136.246 | ০৭ মে ২০১৮ ২৩:৫৩370122
  • দেখুন তর্ক করার জন্য তর্ক করছিনা; জাস্ট কিছু বক্তব্য বলতে চাই।
    আপনি বলেছিলেন কোনো ব্যাংক কাউকে কোনো দিন গ্রান্ট দেয়? বক্তব্য হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কিছু সোশ্যাল অর্গানাইজেশন কে দেয়।নেট খুঁজলেই পাবেন।পঞ্চায়েত কেসটাতে অনেক পত্রিকা গ্রান্ট বা অনুদানই লিখেছিলো।
    দুই , যদি বলতেন আমেরিকা থেকে কোনো স্টেট্ বেরিয়ে যেতে পারেনা,সংবিধান চেঞ্জ না হলে; তাহলে পুরোটা ঠিক হতো।এনিওয়ে জনগণের মধ্যে এই ধারণাটা তো আছে।
    তিন,আপনি বললেন টাটার পরিবার ৭০ শতাংশ শেয়ারের মালিক। এই বার ফ্যাক্ট আনলেন। যদি ৪০ শতাংশ হতো, আর বাকি ৬০ শতাংশ অন্য মতামত দিতো তাহলে কি এক পকেট থেকে আর এক পকেট উদাহরণ ঠিক হতো?
    যদি একই ব্যাপার হতো তাহলে ফিগার নিয়ে আস্তে হতো না।
  • sm | 52.110.136.246 | ০৮ মে ২০১৮ ০০:০৩370123
  • আমিও নিরপেক্ষ ভাবে বলছি কোন ক্ষতি হয় নি, সিঙ্গুর না হয়ে।
    বাঙালি ছেলে ৪-৫ লক্ষ টাকার চাকরি পেয়ে ,নিজেকে দিগ্গজ ভাবে। আর একটা হার্ডওয়ার , ফার্ণিচার ,ওষুধ এর দোকানি, এসব দেখে দাঁত বার করে হাসে।
    ওর দ্বিগুন ইনকাম, দোকানে বসে করে তারা।
    মাড়োয়ারি, গুজু দের কথা ছেড়েই দিলাম।
    চাকরি প্রিয় বাঙালি বাইরে বলবে আমি নাস্তিক ; আর রতন টাটার দোকানে কাজ করে ,ফুল মালা দিয়ে পুজো করবে।
    ভয়ে পিছন শুকিয়ে থাকবে; যদি এ পকেট থেকে ও পকেট করে দেয়?
    তবে, আপনার মতামত আপনার সম্পত্তি, আমার টা আমার।
    আমি ওঁকে কোনো নম্বর ই দেবোনা; কারণ একতরফা কারখানা গুটিয়ে নিয়েছে।
  • S | 194.167.2.96 | ০৮ মে ২০১৮ ০০:২৫370124
  • "এনিওয়ে জনগণের মধ্যে এই ধারণাটা তো আছে।"
    ভুল ধারণা আছে। আম্রিগার লোকেদের খেয়ে দেয়ে কাজ নেই। তাই এইসব এলিয়েন, ডীপ স্টেট, সিসিড টেক্সাস নিয়ে মেতে থাকে। নিঃসঙ্গ সিকিওর্ড আনএক্সাইটিঙ্গ জীবনে কিছুটা টাইম পাস হয়।

    ওয়ার্ল্ড "ব্যান্ক" নিজে দেয়্না। আইডিএ কম ইন্টারেস্টে বা নো ইন্টারেস্টে লোন দেয়। সেটাও গ্রান্ট নয়। কিছু ডেভালাপমেন্ট ফান্ড আছে যেগুলো ওয়ার্ল্ড ব্যান্কের মাধ্যমে কিছু গ্রান্ট দেয়।

    "যদি ৪০ শতাংশ হতো, আর বাকি ৬০ শতাংশ অন্য মতামত দিতো তাহলে কি এক পকেট থেকে আর এক পকেট উদাহরণ ঠিক হতো?"
    হ্যাঁ। তখন ৪০%এর দাবীদার হতো। আপনার যদি ১টা শেয়ারও থাকে, তাহলেও ঐ একটা শেয়ারের জন্য যে প্রফিট, তার দাবীদার আপনি। এখন আপনি যদি সেই ডিভিডেন্ড নিয়ে অন্য কোথাও ইনভেস্ট করেন, তাহলে সেটা কি চিটিংবাজী?

    টাটা গ্রুপের টোটাল অ্যাসেটের পরিমাণ ১২৬ বিলিয়ন ডলার। তার তুলনায় লোন অনেক অনেক কম। এগুলো কোনও ফ্যাক্টরই নয়। টাটা ডুবে মরুক। কিন্তু তার আগে আমার রাজ্যে কয়েক হাজার কোটি ইনভেস্ট করে দিয়ে যাক।
  • S | 194.167.2.96 | ০৮ মে ২০১৮ ০০:২৮370126
  • "বাঙালি ছেলে ৪-৫ লক্ষ টাকার চাকরি পেয়ে ,নিজেকে দিগ্গজ ভাবে।"
    বাঙালি কিসু না করেও নিজেকে দিগ্গজ ভাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন