এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 202.156.215.1 | ০৬ মে ২০১৮ ২৩:৪১370027
  • দিদির সিঙ্গুর না হতে দেওয়ার অন্য কারণ ছিলো। সিঙ্গুর হয়ে গেলে তিনোদল শেষ হয়ে যেত। আর কেউ কোনোদিনও ভোট দিতোনা।
  • T | 129.74.180.59 | ০৬ মে ২০১৮ ২৩:৪২370028
  • কিন্তু কল্লোলদা পিটিবাবুর মোক্ষম প্রশ্নটি এড়িয়ে পালিয়েছেন। একটার ক্ষেত্রে সুপ্রীম মানলে অন্যগুলোতেও মানবেন তো? :))
  • S | 202.156.215.1 | ০৬ মে ২০১৮ ২৩:৪৭370029
  • এক হাজার একরের চারফসলী জমি থেকে বছরে কত টাকার ফসল তৈরী হয় এখানে কেউ জানেন?
  • R2h | 233.186.147.255 | ০৬ মে ২০১৮ ২৩:৫৭370031
  • এমনিতে সবই ঠিক আছে, তবে ত্রিপুরাতে টাটা, তৃণমূল, ভারী শিল্প, ইচ্ছুক বা অনিচ্ছুক চাষী এসব কিছু আপাতত নেই।

    তবে পশিমবঙ্গের রচনাটা শেখা আছে বলে ওটা চলেই আসে, আর নেপো দই খেয়ে চলে যায়।
  • sm | 57.15.96.107 | ০৬ মে ২০১৮ ২৩:৫৭370030
  • s, আপনার বক্তব্য ভালো করে পড়লাম। মমতা বিরোধী নেত্রী।তাকে ক্ষমতায় আসতে হবে। সুতরাং শাসক দলের কাজ কর্মের ওপর প্রতিবাদ ও প্রতিরোধ করবে স্বাভাবিক।কারণ ,সিপিএম অত্যন্ত অর্গানাইজড , বাতেলা সর্বস্ব, ধান্দাবাজ ও প্রতিহিংসা পরায়ণ দল। তারা সহজে জমি ছেড়ে দেবে না। দরকারে মার দাঙ্গা , কোর্ট কাছারী ,পুলিশ সবকিছু ইউজ করবে।
    বুদ্ধবাবু ,২৩৫ পেয়ে হয়ে উঠেছিলেন বে পরোয়া। তাঁর ও মাথার ওপর ছিল জ্যোতি বসু নামক এক অকর্মণ্য ব্যক্তির 'না 'কাজের বোঝা।ওই ভদ্রলোক বলতে গেলে রাজনীতি ছাড়া কিছু করে নি। পব এর উন্নতির জন্য লোকজন কে ,বিধান রায় কে টানতে হতো।এমতবস্থায় বুদ্ধবাবু কে তড়ি ঘড়ি করে কিছু করে দেখাতেই হতো।
    এরজন্য বুদ্ধ বাবু সেই সময় কোন শরিক দলের মতামত কে পর্যন্ত গ্রাহ্য করেন নি।
    শিল্পপতি দের সঙ্গে সংস্রব বেড়ে গেলো। টাটা , সালিম,প্রসূন ;এর গ্যাস খেয়ে বুদ্ধবাবু আজ সিঙ্গুর, কাল নন্দীগ্রাম পরশু নয়াচর করতে শুরু করলেন।
    বাঁধা পেলেন সিঙ্গুরে। মমতার কাছে এবং যথাযথ ভাবে।
    মমতার উদ্দেশ্য অবশ্যই ছিল ক্ষমতায় আসা। সেটা সফল হলো। এটাও মনে রাখতে হবে, ওই দুর্দান্ত সিপিএম এর বিরোধিতা করা চাট্টিখানি কথা নয়। মমতা রিস্ক নিয়েছে। অতীতেও অনেক রিস্ক নিয়েছে;যেমন রাইটার্স ঘেরাও, বিদ্যুৎ মাসুল বৃদ্ধি, রিজোয়ান উর --আরো অনেক কিছুই। কিন্তু সিঙ্গুরের মতো কোনোটাই ক্লিক করে নি।
    সুতরাং সিঙ্গুর ছিলো, আরো পাঁচটা প্রতিবাদের মতই একটা রাজনৈতিক প্রতিবাদ। কোনো ধান্দাবাজি নয়।কারণ মমতা আন্দোলন করার আগে জানতো না যে,এটিই জীবনের সবচে বড় রিওয়ার্ড হবে। নতুবা প্রত্যেকটি প্রতিবাদকেই ধান্দা বাজি বলতে
    হয় বা রাজনীতির অন্য নাম ধান্দাবাজি হয়।
    তবে, এটাও লক্ষনীয়, ক্ষমতায় আসার পর মমতা সরকার, সেভাবে গরীব মানুষের জমি কাড়ে নি, সেজ এর অনুমতি দেয় নি।
    আর সিঙ্গুরের রায় হলো, আমাদের মতো আম জনতার কাছে, পড়ে পাওয়া চোদ্দ আনা।
    এতে শিল্পপতি নামক জমি হাঙর দের রমরমা কমবে।
    আমি তো ব্যক্তিগত ভাবে আরো খুশি হবো, ব্যাংক থেকে শিল্পপতি দের লোন নেওয়া পুরোপুরি বন্ধ করলে। সে, দেশের আর্থিক অগ্রগতি রুদ্ধ হয়ে গেলেও , কিছু এসে যায় না।
    সরকার নিজের মালিকানায় বেসরকারি শিল্পপতিদের আর্থিক সুবিধা দিক।
  • PT | 213.110.242.5 | ০৭ মে ২০১৮ ০০:০৪370032
  • "এই সিঙ্গুরের শোকে পাথর হয়ে যাওয়াটাও মজার লাগে।"
    ন্যানো না আসায় পাথর হইনি। পকাবু আর অ-ব-অ-বা-দের ধান্দাবাজী আর নির্বুদ্ধিতায় পাথর হয়ে আছি গত ১২ বছর ধরে।

    "জ্যোতি বসুর আমলে .....এত আবেগ, শিল্পের প্রতি এত ভালোবাসা কোথায় ছিল?"
    কি করে জানাতাম সে কথা আপনাকে? তখন কি ইন্টারনেট ছিল? গুরু ছিল? এমনকি জ্যোতিবাবুর আমলে ওন এক সময়ে কল্লোলদাও সিপিএমকে সোহাগ করত!!
  • sm | 57.15.10.254 | ০৭ মে ২০১৮ ০০:০৫370033
  • এই যে এতক্ষণ ধরে এনসিলিয়ারি নামক একটা ঢপের গপ্পো চলছে;সেখানেও একটি মাত্র প্রশ্ন।
    খড়্গ পুরে যখন টাটা, ৬০০একরে রাজি হয়, তখন কি এই এনসিলিয়ারি ব্যাপারটা রত্ন টাটার মন থেকে ওয়াইপড আউট হয়ে গেছিল, না অন্য কোন গপ্প ছিল?
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ০০:৩৫370034
  • এসেম, আপনি কি জেনারাল ফিজিশিয়ান নাকি স্পেশালাইজ্ড।
  • sm | 57.15.96.107 | ০৭ মে ২০১৮ ০০:৪১370035
  • আমি ,একজন প্রকৃতি প্রেমিক!
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ০০:৫১370037
  • বলছিলাম কি ৪ মিমি কিডনি স্টোনের জন্য কি সার্জারি করতে হয়?
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ০০:৫২370038
  • আর ক্র্যানবেরি জুশ খেরে কি কিছু লাভ আছে?
  • sm | 57.15.96.107 | ০৭ মে ২০১৮ ০১:০৬370039
  • প্রচুর জল খেলে আপনি ই বেরিয়ে যায়।
    আমাদের দেশে ,কুলোথ্থা কলাই না কি একটা আয়ুর্বেদিক দ্রবণ ভাল কাজ দেয় শুনেছি।
    না বেরোলে, ডাক্তার মানে ইউরোলজিস্টরা বাইরে থেকে শক থেরাপি দিয়ে গুঁড়িয়ে দিতে পারে।
    ক্র্যান বেরি জুস খেলে স্টোন এ কিছু সুবিধা হয় বলে শুনিনি।
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ০১:০৯370040
  • থ্যান্কু।
  • sm | 57.15.10.254 | ০৭ মে ২০১৮ ০১:২২370041
  • বুলেট ট্রেন এর জন্য কৃষি জমি নেওয়া যাবে না, বলে মহারাষ্ট্রে ৫০০০০হাজার কৃষক মিছিল করেছে। আগামী দিনে আরো আন্দোলন হবে।
    এই সেই ,ব্যাংক ঋণ মুকুবের দাবিতে দেশ উত্তাল /ভাইরাল করে দেওয়া কৃষক শ্রেণী!
    দেখা যাক গুরুর বাম পন্থীরা কি কমেন্ট করে!))
  • একক | ০৭ মে ২০১৮ ০২:১১370042
  • ব্যান্ক এর তো লোন দেওআই ব্যাবসা। রিজার্ভ ব্যান্ক পেছোন থেকে হাত টা সরিয়ে নিক। এবার ব্যান্ক মরুক ডুবে জাক সব ই সেই ব্যান্ক এর গ্রাহক বুঝবে। ব্যান্ক কে হান্ড্রেড পার্সেন্ট মহাজনি সন্গ্স্থা হিসেবে অটোনমি দেওআ হোক , সুদ বাড়ানর স্বাধিনতা দেওআ হোক এবঙ্গ ডুবে গেলে হীনী দেওআ হোক।

    সব তেল শুকিয়ে যাবে।
  • PT | 213.110.242.8 | ০৭ মে ২০১৮ ০৯:১৫370043
  • "ব্যাংক ঋণ মুকুবের দাবিতে দেশ উত্তাল "
    কৃষকের মাথায় এই ঋণের বোঝা চাপল কেন?
  • sm | 57.15.34.182 | ০৭ মে ২০১৮ ০৯:২০370044
  • আরে আপনি তো বামপন্থী। আপনাকে বলা হয়েছে, এই বুলেট ট্রেন ইস্যু তে কৃষক আন্দোলন সমর্থন করেন কিনা?
    ব্যাংকের লোন কেন কৃষক দের মাথায় চাপলো, তার ১০০১ টা কারণ আছে।
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ০৯:৩২370045
  • কৃষক জমি না নেওয়া হলেও আমি বুলেট ট্রেনের সমর্থন করছি না। এক লক্ষ কোটি টাকা খরচ করার কোনও দরকার নেই। তার থেকে রাস্তার লেনের সংখ্যা বাড়ানো যেতে পারে অনেক কম খরচে। এতো গুলো টাকা খরচ করা হবে। মানে অন্য জায়্গা থেকে ফান্ডিঙ্গ কাটতে হবে। খুব যে কর্মসংস্থান হবে, তেমন তো মনে হয়্না। তাছাড়া যেটুকু হবে দুটো রাজ্য পাবে। আপত্তির যথেষ্ট কারণ আছে।
  • sm | 57.15.67.221 | ০৭ মে ২০১৮ ০৯:৫০370046
  • কৃষি জমি নেবে কিনা, সেটা নীতির প্রশ্ন। বামেরা ক্লিয়ার করুক তাদের নীতি ঠিক কি? ব্যাস এই টুকুই।
    আমিতো, বুলেট ট্রেন করার দারুন সমর্থক। কলকাতা -দিল্লি বা নিদেন পক্ষে দিল্লি -মুম্বাই রুট হলে আরো ভালো লাগতো। চাইনায় তো প্রায় হাজার বিশেক কিমি হাই স্পিড নেট ওয়ারক আছে।বিকল্প দ্রুত পরিবহন আবশ্যক। সবটাই আকাশ পথের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।এনিয়ে অবিশ্যি আগে বিতর্ক হয়েছে।
    আমেরিকা চেষ্টা চালাচ্ছে।
  • PT | 213.110.242.18 | ০৭ মে ২০১৮ ১০:০৯370048
  • যে দেশে প্যসেঞ্জার ট্রেন ৩৫-৪০ কিমিতে চলে আর দ্রুততম ট্রেন গড়ে ৮০-৯০ কিমির চাইতে বেশী জোরে ছুটতে পারেনা সেখানে বুলেট ট্রেন ল্যাঙটের বুক পকেটের মত শোনায়।
    ট্রেনে কলকাতা থেকে দিল্লী, এই ১৪৪৭ কিমি পথ ১২ ঘন্টায় পৌঁছানোর মত ট্রেনের ব্যব্স্থা হোক। আপাততঃ তাতেই হবে।
    কিন্তু দক্ষিণ্পন্থীদের মুখে চীনের সুখ্যাতি শুনে কেমন যেন লাগে। আরে বাপু একটা দক্ষিণপন্থী লং মার্চ করে ঢাকুরিয়া আর যাদব্পুরে রেললাইনের দুধারের ঝোপরপট্টিগুলো থেকে মানুষগুলোকে অন্যত্র থাকার ব্যবস্থা করা হোক যাতে ট্রেনটা বলদে টানা গাড়ির চাইতে বেশী জোরে ছুটতে পারে।

    অন্যদিকে অমৃতভাষণের কমতি নেইঃ
    "জমির বিকল্প কিছু হয় না।"
    "ব্যাংকের লোন কেন কৃষক দের মাথায় চাপলো, তার ১০০১ টা কারণ আছে।"
  • sm | 57.15.104.60 | ০৭ মে ২০১৮ ১০:১৮370049
  • কি মুশকিল!ছোট প্রশ্নের উত্তর দেন না কেন?কে হাত চেপে ধরেছে?
    বর্তমান পরিস্থিতিতে ,দেশে মেট্রো সিটি গুলো কানেক্ট করার জন্য হাই স্পিড ট্র্যাক অতীব প্রয়োজনীয় ব্যাপার।
    পুরনো ট্র্যাক আর সিগন্যালিং সিস্টেম নিয়ে ১২ঘণ্টায় কলকাতা থেকে মুম্বাই বা দিল্লী যাওয়া যাবে না।ট্রেন ছিটকে যাবে ট্র্যাক থেকে।
  • sm | 57.15.104.60 | ০৭ মে ২০১৮ ১০:২৩370050
  • দক্ষিণপন্থীরা সর্বদাই যোগ্য লোক বা যোগ্য কাজের সম্মান দিতে জানে।
    আগে ছিল জাপান এখন হয়েছে চীন।
    হাইস্পিড ট্রেন নেটওয়ারকে দিগন্ত খুলে দিয়েছে।
    চীনের/জাপানের কল্যাণে যদি ভারতে এটা চলে আসে, তো ভারত ধন্য হয়ে যাবে।
    বামপন্থীরা ,চিরকালই পরশ্রীকাতর!
  • T | 165.69.191.251 | ০৭ মে ২০১৮ ১০:৩১370051
  • একদিকে বিচিপি সমর্থক অন্যদিকে চাষীদেরই স্থির করতে দিন তারা কী করবে। জানেও না যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট দুহাজার পনেরো তে মোদীবাবা কী করে রেখেছে। লেভেলের খোরাক দিচ্ছে।
  • sm | 57.15.104.60 | ০৭ মে ২০১৮ ১০:৩৭370052
  • এসব ও মাকুর কাছে জানতে হবে?
    আগের আন্দোলন মাকুরা ব্যাক করেছিল না?))
    এবার কারা করছে? এক্ষেত্রে মাকুদের কি স্ট্যান্ড?
  • T | 165.69.191.251 | ০৭ মে ২০১৮ ১০:৪৭370053
  • মোদীবাবা বলেচে পিপিপি প্রোজেক্টের জন্য জমিদাতাদের সম্মতিই দরকার নেই, সরকার চাইলেই অধিগ্রহণ করতে পারবে। এটা আগের অধিগ্রহণ আইনে ছিল না। ছাগলরা যথারীতি এইটে না জেনেই 'আমি তো এমনি এমনি বিচিপি খাই' বলে নাপিয়ে যাচ্ছে। এবং চাষীদের জন্য দরদ উথলোচ্চে। উফফ, খোরাক বটে।

    লেফটের স্ট্যান্স বলে দেওয়া হবে না, খুঁটে খেতে হবে। নেটে আছে। তাছাড়া কায়িক পরিশ্রম না করলে খিস্তি দেওয়া হবে না।

    অবশ্য কীই বা হবে। লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিঁড়ে আর তেঁতুল, বীচি দোলাই টুল্টুল। ঝোলা গ্যালো বহুদূর। এই চলবে, চলতেই থাকবে।
  • sm | 57.15.22.189 | ০৭ মে ২০১৮ ১০:৫৭370054
  • কি খচে গেছে হাফপ্যান্ট।))
    আরে, ওসব আইন কানুন পরের কথা। কৃষক(মূলতআদিবাসী) কৃষক দের জমি নিতে দেওয়া হবেনা, বলেতো মিছিল হচ্ছে। ব্যাক করছে বামেরা।
    তো, সেই ধার্মিক বামেরা সিঙ্গুরে , নন্দীগ্রামে চাষী দের জমি ছিনিয়ে নিতে গেছিলো কেন?
    দু ক্ষেত্রে,
    দুরকম নীতি কেন?
    নাও, এবার ভাবতে ভাবতে মোজা ছেঁডাখোঁড়া করো।
    আজকের মত এই টাস্ক।))
  • সিকি | 158.168.40.123 | ০৭ মে ২০১৮ ১১:১৬370055
  • ক্ষীই ক্ষিউট মাইরি!
  • PT | 213.110.242.18 | ০৭ মে ২০১৮ ১১:২২370056
  • চাষ বা অচাষের জমি তো নিতেই হবে। কথা হচ্ছে যে জমির মালিক তার বদলে কি পাচ্ছে। সিঙ্গুরের চাষীরা (প্রিয়রঞ্জনের প্রস্তাব অনুযায়ী) খুব ভাল টাকা পেতেই পারত। কিন্তু ঐযে, দক্ষিণপন্থী আর অব-অবা-পন্থীরা কেমন মিলেমিশে চাষীদের বারোটা বাজিয়ে ছাড়ল। তারা কারখানাটা হতে দেবেনা কোনভাবেই সেটা পূর্ব-নির্ধারিত সিদ্ধান্ত ছিল।

    পব-র হাইওয়েগুলো কিংবা কলকাতার ই-এম বাইপাস কি আকাশপথে হয়েছে নাকি? তারপরে এখন দিদি-দাদা সকলের নয়নের মণি রাজারহাট-নিউটাউন, বাম আমলে তৈরি শোপিস দেখিয়েই তো রাজ্যে শিল্প আনার চেষ্টা চলছে।

    হবে নাকি এট্টু বিপ্লব রাজারহাটে চাষীদের জমি ফিরিয়ে দিয়ে যেমনটি বলা হয়েছিল ২০১১-র আগে? শুনেছি গৌতম দেব সারাদিন বারান্দায় বসে থাকেন আজকাল জমি "ছিনিয়ে" নেওয়ার কারণে এরেস্ট হওয়ার জন্য।

    বাই দ্য ওয়ে, নন্দীগ্রামে কোন জমি নেওয়া হয়নি।
  • Amit | 149.130.200.204 | ০৭ মে ২০১৮ ১১:২৬370057
  • কাঠালপাতা এর অগাধ সাপ্লাই। রাম্লালবাবুর পোষ্য চার পায়ে নেচে যাচ্ছে।
  • sm | 57.15.104.60 | ০৭ মে ২০১৮ ১১:৩১370059
  • চেষ্টা করা হয়েছে।নিয়েছে বলি নি।সেটুকুই যথেষ্ঠ।
    দুই ,ছোট প্রশ্নের উত্তর দিতে এতো বড় প্রবন্ধ লিখতে হয় কেন?
    বামেরা মহারাষ্ট্রে জমি নিতে গেলে আন্দোলন করে আর আর নন্দীগ্রাম ও সিঙ্গুরে উল্টো কাজ করে কেন?
    তিনো মুলের ঘোষিত নীতি হলো, রেল, রাস্তা, বিদ্যুৎ এমনি জনহিতকর কর্মকাণ্ড ছাড়া জোর করে জমি নেবে না।
    এখন ও অবধি সেভাবে দিকভ্রান্ত হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন