এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১৩:১১370261
  • দেশী ব্যান্কের টাকাই যখন শিল্পপতিদের হাত ধরে ইনভেস্ট হচ্ছে। সেটা পবে হলে ভালো হয়্না কি?

    আর এরা সব যদি এতই খারাপ হয় তাহলে দিদি মন্ডা মিঠাই দিয়ে প্রতি বছর শিল্পপতিদের বিশ্ববঙ্গে ডাকেন কেন?
  • Amit | 149.218.65.104 | ০৫ মে ২০১৮ ১৩:২০370262
  • মনে হয় সাহিত্যে দিদির নোবেল আর দিদির এক ভাই এর অর্থনীতিতে নোবেল আর বেশিদিন দূরে নেই। অ্যাম্বাসেডর দুনিয়ার সেরা গাড়ি, Tata ফালতু বিসনেস ম্যান, সোনার খনি একেবারে। অমর্ত্য সেন আবার প্রাইমারি স্কুল এ ফিরে আসছেন শুনলাম।

    ওফফ। জাস্ট awesome । বাঙালির আবার সোনার দিন ফিরে আসবে, চারপাশে শুধু নোবেল আর নোবেল, মাঝে শুধু কাঁঠাল পাতা।

    কারোর নাম কিন্তু বলা হয়নি। কোনো একজন আবার ঠাকুর ঘর শুনলেই কলার কাদি নিয়ে লাফাতে থাকেন।
  • PT | 213.110.242.17 | ০৫ মে ২০১৮ ১৩:৩২370263
  • একসময়ে কংশাল শুনেছি। আমি অতিবদ অতিবাম শব্দটিও ব্যবহার করেছি। কিন্তু কোন বিজেপির সমর্থক শিল্পপতিদের সম্পর্কে "লোলুপ" বিশেষণ ব্যবহার করলে তাকে কোন তকমায় বিভূষিত করা যায় তাই ভাবছি।
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১৩:৩৬370264
  • আচ্চা, ছোট্ট তথ্য দিয়ে যাই। বাজেমেলিয়া, বেড়াবেড়ি, গোপালনগর, জয়মোল্লা, খাসের ভেড়ী এবং সিংহের ভেড়ী এই ছয়টি অঞ্চলের মোট ৫০৫৬ টি পরিবারের মধ্যে ১৫৮৮ টি পরিবার জমি নেওয়ার ফলে অ্যাফেক্টেড হয়েছিল। :))
    সূত্র মৈত্রিশ ঘটকের পেপার। লিং দেওয়া হবে না। খুঁটে খেতে হবে। :)
  • Amit | 149.218.65.104 | ০৫ মে ২০১৮ ১৩:৪৪370265
  • তো হিসেবে ঠিক ই আছে । প্রতি পরিবারে ৩১ জন হলে ওই ৫০,০০০ ই হয়। মৈত্রিশ ঘটক কি অ্যাম্বাসেডর বিশেষজ্ঞৰ থেকে বেশি জানবেন।
  • PT | 213.110.242.17 | ০৫ মে ২০১৮ ১৪:২৩370267
  • তো সেসব বিপ্লব ও বিজয়োল্লাসের দিনের কথাই যখন তুল্ছেন তখন এই হালের খপরটাও এট্টু জেনে নিন! সাংবাদিকটাও গর্ধভ। কেমন হেডিং দিয়েছেঃ Was the Singur protest for nothing? আরে আমাকে আগে জিগাবি তো। আমি তো উত্তরটা সেই ২০০৬ থেকেই জানি। এবারে নিজে নিজে পড়ুন জানুয়ারি ২০১৮-র খপরঃ

    But farming is yet to catch up.

    Some locals....had the answer. Many farmers turned plumbers, bricklayers, carpenters and mechanics in the 10 years — the land was acquired in 2006 and returned in 2016 — they were away from their fields.

    People like Dipankar Das, who is now a carpenter, are earning a lot more. He would continue with both — farming in the morning and carpentry noon onwards — once his plot was ready, Das said.

    “None will admit this because it will raise questions on why were all so keen to get their land back if they were switching professions anyway,” said a 57-year-old resident of Gopalnagar Ghoshpara, whose sons now work in a garment factory in Howrah. He didn’t wish to be identified, fearing a backlash.
    https://www.hindustantimes.com/india-news/was-the-singur-protest-for-nothing-farmers-still-cold-to-nano-plot/story-3cHpNuRnbOAuUGlJUmWlPK.html

    অ-চাষা হয়ে earning more? এসব কি লিখছে গর্ধভটা? আবার লিখেছে He didn’t wish to be identified, fearing a backlashঃ কেন? গর্ধভটা জানেনা যে হাঙ্গেরির বসন্তর পরে এক্কেবারে সিঙ্গেরিতে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছে কৃষিবিপ্লবীরা?
  • sm | 57.11.223.217 | ০৫ মে ২০১৮ ১৬:২০370268
  • S,কি করে ধরে নিচ্ছেন আমি তিনোমুল এর লোক? রাজনৈতিক নেতা বা নেত্রী দের অনেক রকম হিসাব নিকাশ থাকে।মমতা বিচক্ষণ রাজনীতি বিদ। সিঙ্গুরের গোটা ঘটনায় কক্ষনো বলেন নি, টাটা দের সঙ্গে বৈরিতা আছে। বা, শিল্পপতিরা অচ্ছুত।
    ওনার বিরোধিতা ছিলো কেবল মাত্র বুদ্ধ বাবুর সরকারের মাসল ফুলিয়ে জমি নেবার বিরুদ্ধে।
    এটা বুঝতে এতো কষ্ট কেন?
  • sm | 57.11.223.217 | ০৫ মে ২০১৮ ১৬:২৭370269
  • টাটা,সিঙ্গুর থেকে প্ল্যান্ট গোটাবার সিদ্ধান্ত একা নিয়েছে।
    রাজ্য সরকার একবারও বলেনি। নিরাপত্তা দিতে অপারগ। কোর্টে এই বিষয়টি উত্থাপন করা উচিত ছিলো।
  • Amit | 149.218.65.104 | ০৫ মে ২০১৮ ১৭:২৬369971
  • নোবেল প্রাইজের জন্য আর তর সইছে না। গোল পোস্ট একেবারে মাঠের বাইরে এবার ।
  • PT | 213.110.242.19 | ০৫ মে ২০১৮ ১৮:২৫369972
  • যারা end of history-র পরে তক্ক করতে শুরু করেছে তাদের জন্যঃ
    "Ms (Mamata) Banerjee has pulled the trigger,” Tata said, squarely blaming the Trinamool chief for forcing the “painful decision” on him."
    http://www.dnaindia.com/india/report-ms-banerjee-has-pulled-the-trigger-1195407
  • সিকি | ০৫ মে ২০১৮ ২০:০৭369973
  • এসেম হেব্বি সুইট কিন্তু :)
  • একক | ০৫ মে ২০১৮ ২১:০১369974
  • ণ্যানো টাটার বিগ ফেইলিওর বল্ছেন অনেকে। মুশ্কিল হলো বিজনেস হাউস যদি পেটরোগা মধ্যবিত্তের মত করে ভেবে কোন ক্যালকুলেটেড রিস্ক ও না নেয় তাহলে তাকে বিজনেস হাউস না বলে রেশন দোকান বলা শ্রেয়। ইন্ডিআন রা এম্নিতেই রিস্ক এভারসিভ। তার মধ্যে এক্টা টপ কোম্পনির এক্টা প্রোজেক্ট দিয়ে যদি তার গুষ্টির তুষ্টিপুজো করার অধিকার আম জনতার জন্মায় তাহলে বোঝাই জায় এখানে কেন কনোদিন বিজ্নেস ইনোভেশন হয় না।
  • sm | 57.11.201.13 | ০৫ মে ২০১৮ ২২:১২369975
  • রতন টাটা যখন বলেছে, তখন তো মানতেই হবে, নাকি পিটি?
    রতন টাটা, কারখানা গোটানোর এক তরফা ডিসিশন নিয়েছে। সেটা রাজ্য সরকার নেয় নি। মমতা ব্যানার্জি ও নেয় নি। বিরোধী নেত্রী, বিরোধিতা করবেই। এবং ন্যায্য পয়েন্ট এ করেছে।
    কোর্ট এই দিকটা হয়ত নজর দেয় নি। এতো লোকের জীবিকা চলে যাবার জন্য ,রত্ন টাটা দায়ী তো বটেই।
  • PT | 213.110.242.19 | ০৫ মে ২০১৮ ২২:৫৩369976
  • আর কত বোঝাই? তবে সরকারি মাস্টার হিসেবে আমার চেষ্টা তো চালিয়েই যেতে হবেঃ
    এই ঘটনার পরে আর সিদ্ধান্ত নেওয়ার কিছু বাকি থাকে?
    An engineer at the Tata Motors plant here was thrashed this evening, allegedly by activists of the Trinamul-backed Save Farmland Committee who were protesting the arrest of a fellow member at the site on theft charges.
    https://www.telegraphindia.com/1080730/jsp/nation/story_9619840.jsp
  • PM | 56.152.100.168 | ০৫ মে ২০১৮ ২৩:১৩369977
  • যেদিন কারখানা খুলেছিলো-- দিদি দিল্লি রোডে হাজার হাজার বতিরাগতদের দিয়ে অবরোধ করেছিলেন মাচা বেধে আর সারদার টাকা ইল্লিএ--- সেই দিন গুলোতে নকসাল পন্থী রা রাস্তায় রাস্তায় দাড়িয়ে থ্রেট দিয়ে কাজ করতে আসা লোকেদের ফিরিয়ে দিচ্ছিলো--- সেটা তো টিভিতে লাইভ দেখিয়েছিলো-- লোকজন দেখে নি ? ইঙ্গুরের টইতে ডিটেল পাওয়া যাবে
  • PM | 56.152.100.168 | ০৫ মে ২০১৮ ২৩:১৫369978
  • তখন অবশ্য যানা ছিলো না অনসন , অবরোধ সব ই সারদা স্পন্সর্ড ইভেন্ট ছিলো
  • sm | 52.110.150.69 | ০৬ মে ২০১৮ ০০:১৭369979
  • পি এম, কি সারদার এজেন্ট ছিলেন নাকি? নয়তো এতো খবর জানলেন কি করে?
    কোন চায়ের দোকানেও এমন ফালতু তর্ক কেউ করে না।
  • sm | 52.110.150.69 | ০৬ মে ২০১৮ ০০:২৪369980
  • যাই হোক, কারখানা গোটানোর, সিদ্ধান্ত একা টাটার।
    রতন টাটা কি সরকার নাকি? যা ইচ্ছে তাই ডিসিশন নিয়ে নেবে?
    রতন টাটা ইচ্ছে করলে পুলিসে এফ আই আর করতে পারতো। বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে পারতো।
    তা ,না করে একতরফা ভাবে কারখানা গুটিয়ে নিয়েছে।
    এসব লোক আবার প্রেস কনফারেন্স করে কি ভাবে? কোর্ট ই বা নজর দেয় না, কেন কে জানে।
  • PM | 56.152.100.168 | ০৬ মে ২০১৮ ০০:৩৭369982
  • খানে যে বুক বাজিয়ে করে সেতো দেখই যাছে
  • S | 194.167.2.96 | ০৬ মে ২০১৮ ০১:১৯369983
  • রতন টাটা নিজের কারখানা নিজে গোটাতে পারবেনা?

    বিচার ব্যবস্থা খুব বেশি হলে রাজ্য সরকারকে নির্দেশ দিতো পুলিশ মোতায়েন করতে। পুলিশ অতিবদ ব্যাগড়াপন্থী লোকেদের পেটাতো। তখন আপনিই বলতেন যে সিপিয়েম মাসল ফোলাচ্ছে। কোর্টের তো নিজস্ব পুলিশ নেই। আর টাটাবাবুর নিস্চই চেনাশুনা উকিল রয়েছেন। তাদের পরামর্শ নিস্চই নিয়েছিলেন।

    আর দিদি বিচক্ষন বলেই "অন্য রাজ্যে শিল্প হোক, কিন্তু এইখানে করার দরকার নেই" এইসব মন্তব্য করেন না।
  • sm | 52.110.138.6 | ০৬ মে ২০১৮ ০৮:৩৭369984
  • না, পারে না। এতো বড় প্রজেক্ট, এতো লোক জমি দিয়েছে কারখানা গড়ার জন্য;দুম করে একজন গুটিয়ে নেবার ডিসিশন নিয়ে নেবে?
    আমাদের দেশে এই সব বদামো টলারেট করা হয়।
    একটা মিটিং হোলো আর এক ব্যবসায়ী ডিসিশন নিলো;এমন টা হওয়াই উচিত নয়।
    কোম্পানির অফিসিয়ালি রাজ্য সরকার, পুলিশ ও কোর্ট কে তার
    আশঙ্কার কথা জানাবে; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই মত স্টেপ নেবে।
    মমতা, বিরোধী নেত্রী, যা করেছে, সঠিক করেছে। জোর করে জমি নেবার প্রতিবাদ করেছে। নেগোশিয়েশন টেবল এ বসেছে।
    রাজ্য সরকার সেটা কার্য করী করতে পারে নি;তাদের ব্যর্থতা। গণতান্ত্রিক দেশে প্রতিবাদ হবেই।
    আর, আমি কি মনে করলাম তাতে কিছু এসে যায় না।
    প্রশাসন , কোর্ট, কি মনে করলো বা ঘটনার বিশ্লেষণ করলো সেটাই বিচার্য।
  • sm | 52.110.150.69 | ০৬ মে ২০১৮ ০৮:৪৪369985
  • আমার মত যদি শুনতে চান, সেটা হলো, পব তে কোন বড় কারখানা মানে,যাতে কয়েকশ একর কৃষি জমি লাগবে, এমন কারখানা করা উচিতই না।
    ভারতের মত দেশে শিল্পপতি দের লোন নেবার ওপর কড়া নজর দারি চালানো উচিত।
    ডিফল্ট করলে দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।
    যদ্দুর জানি কোরাস অধিগ্রহন করার সময়, ব্রিটিশ ব্যাংক গুলো লোন দিতে রাজি হয় নি, দেশীয় ব্যাংক কে রাজি করিয়ে লোন নেওয়া হয়।
    এগুলো হওয়াই উচিত নয়।
  • সিকি | ০৬ মে ২০১৮ ০৯:১৬369986
  • কে যে শুনতে চেয়েছিল।
  • sm | 52.110.150.69 | ০৬ মে ২০১৮ ০৯:১৯369987
  • কিন্তু গাড়োল টা পড়ে কেন? স্কিপ করলেই তো পারে!
  • T | 129.74.180.59 | ০৬ মে ২০১৮ ০৯:২৮369988
  • নায়েগ্রা দশ মাইল উঁচু ও একশত মাইল চওড়া।
  • PT | 213.110.242.19 | ০৬ মে ২০১৮ ০৯:৩১369989
  • ইদানিন আমার একটা প্রশ্ন পায় কিন্তু উত্তর পাচ্ছিনাঃ
    আচ্ছা এই যে প্রায় ১২ বছর ধরে সিঙ্গুরের "চারফসলী" ১০০০ একরে কোন চাষবাস কিছু হয়নি তাতে পব-র ধান-চাল-সব্জী ইত্যাদি উৎপাদনে উল্লেখযোগ্য কোন রকম ঘাটতি লক্ষ্য করা গিয়েছে?
  • modi | 202.36.27.7 | ০৬ মে ২০১৮ ০৯:৩২369990
  • দোলে দোদুল দোলে, তানানা-না-না
  • sm | 37.63.185.247 | ০৬ মে ২০১৮ ০৯:৪৩369993
  • প ব এর কৃষি উৎপাদন বেড়েছে। তাতে কি এসে গেল?
    পব এর জন গননা বেড়েছে।
    মাস্টার মশাই কে একথা বোঝা তে হবে কেন?
  • T | 129.74.180.59 | ০৬ মে ২০১৮ ০৯:৪৩369991
  • ধরায় বিখ্যাত ছিল দধীচির ত্যাগ...ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন