এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 194.167.2.96 | ০৮ মে ২০১৮ ২২:০৪370160
  • @sm
    কিন্তু, যদি ৬০ শতাংশ শেয়ার হোল্ডার ঠিক করে লাভের ৫০ শতাংশ কর্মীদের বেতন বৃদ্ধি খাতে দেওয়া হবে। তখন কি হবে?

    তাহলে সেটা লাভই না। কারণ লাভ হলো সব কিছু খরচের পরে (ট্যাক্সের পরে) যেটা থাকে।
  • dd | 59.205.217.196 | ০৮ মে ২০১৮ ২২:৩০370161
  • "কিন্তু স্থানীয় চাষীদের বক্তব্য অনুযায়ী শালি হচ্ছে একফসলি নীচু জমি এবং সোনা হচ্ছে বহুফসলি উঁচু জমি। এবার বেশ কিছু জমির চরিত্র স্থানীয় চাষীরা বদল করেছিলেন ১৯৯৫ থেকে ২০০৪ এর মধ্যে। শালি থেকে সোনা। মূলত ইরিগেশনের বদল ঘটিয়ে, এবং মাটি ঢেলে জমির ঢাল বদলে। কিন্তু সেই তথ্যটা ল্যান্ড রেকর্ড দপ্তরে জানাননি। ফলে এঁরা যে ক্ষতিপূরণ পাচ্ছিলেন তা কম। এটা ছিল বিক্ষোভের অন্যতম অনুঘটক। মৈত্রেশ ঘটকের সার্ভেতে পাওয়া তথ্যানুযায়ী সোনা জমির পরিমাণ সম্ভবতঃ ৩৫% ছিল। বাকিটা শালি ।"

    এটা বেশ ইন্টেরেস্টিং তথ্য। আগে কোথাও পড়েছি বলে তো মনে হচ্ছে না।
  • sm | 57.15.23.69 | ০৮ মে ২০১৮ ২৩:৪৮370162
  • https://www.livemint.com/Opinion/NxdDt4uovM3BLzDU3PsbxN/What-Singur-teaches-us-about-land-rights.html
    এটা দিলাম।লিংকটা এখানেই আছে,
    The government claimed that most of the acquired land was wasteland. In reality, these figures were close to only 6% of the total land.
    যেমন মাকুগুলো মিথ্যে বাদী তেমন ওদের বুদ্ধদেব এর সরকার।
  • sm | 57.15.23.69 | ০৯ মে ২০১৮ ০০:০২370163
  • তাহলে S , কি দাঁড়ালো।
    এক ব্যবসার টাকা অন্য ব্যবসায় ঢালা মানে এ পকেট ও পকেট নয়।
    ওই ব্যক্তির নিজের লাভের টাকাই শুধু ঢালতে পারে।
    আর একটা প্রশ্ন; ধরা যাক, রতন বাবু মেজর শেয়ার হোল্ডার।৭০ শতাংশের মালিক।সে, আদেশ করতে পারে, যতো টাকা প্রফিট হয়েছে টি সি এস এ(সে এরাউন্ড , ত্রিশ হাজার কোটি ); তার পুরোটাই কোরাস কিনতে ঢেলে দিতে হবে ?
  • S | 194.167.2.96 | ০৯ মে ২০১৮ ০০:২২370164
  • "ওই ব্যক্তির নিজের লাভের টাকাই শুধু ঢালতে পারে।"
    অবশ্যই। অন্যের টাকা আবার নেওয়া যায় নাকি? নিজের লাভের অংশ (ডিভিডেন্ড) আমি এক ব্যব্সা (পকেট) থেকে অন্য ব্যবসায় (পকেটে) ঢালতেই পারি।

    "রতন বাবু মেজর শেয়ার হোল্ডার।৭০ শতাংশের মালিক।সে, আদেশ করতে পারে"
    না সে শুধু তার ৭০% লাভ নিতে পারে। পিএমের লেখাটা পড়ুন।

    সিরিয়াসলি, আপনি এত্তো গুরুত্বপুর্ণ মতামত দেন। অথ্চ এসব সাধারণ জিনিসপত্র নিয়ে এতো কনফিউজ্ড কেন? এবারে আমি বিরক্ত হচ্ছি।
  • sm | 57.15.94.81 | ০৯ মে ২০১৮ ০০:৪৭370165
  • এই জন্যই তো জিগলাম।আপনি দুম করে বলে দিলেন এক ব্যবসার টাকা অন্য ব্যবসায় ঢালা মানে এ পকেট সে পকেট।
    কিন্তু তখন যদি বলতেন, রতন নিজের ভাগের লাভের টাকা অন্য ব্যবসায় ঢালতেই পারে ,তাহলে বুঝতে সুবিধে হতো।এই আর কি!
  • T | 129.74.180.59 | ০৯ মে ২০১৮ ০২:২৮370166
  • ডিডীদা,
    সময় পেলে এইটে পড়বেন। সিঙ্গুর নিয়ে গুরুতে হইচইয়ের সময় ঈশানদা লিংকটা দিয়েছিল। ইন্টারেস্টিং লেখা।
    http://personal.lse.ac.uk/ghatak/singur.pdf
  • dd | 193.82.16.219 | ০৯ মে ২০১৮ ০৯:৪৪370167
  • বাপ রে বাপ। এ তো ৪০+ পাতার রিপোর্ট। এটা পড়া কি সোজা কথা ? আমি প্রথম ৪-৫ পাতা একটু পড়লাম।

    আর শেষ পাতা।

    মোদ্দা কথা হচ্ছে কমপেন্সেসন ঠিক ঠাক হয় নি। কিন্তু সরকারও বোধহয় সবই "লোকাল ইউনিট ম্যানেজ করে দেবে" রোগে ভুগছিলো, আর উদিকে ব্যাগড়াবাবুদের তো কথাই নেই।
  • S | 194.167.2.96 | ০৯ মে ২০১৮ ০৯:৪৭370168
  • অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রো, আর কনক্লুশন পড়তে হয়।
  • amit | 213.0.3.2 | ০৯ মে ২০১৮ ১০:০৯370170
  • কম্পেন্সেশন ইসু নিয়ে নিশ্চয় অনেক অভিযোগ আছে, কিন্তু আন্দোলন আদৌ কম্পেন্সেশন এর দিকে যায়নি। একটা মেজর ফ্যাক্টরি-র 80-% কাজ হয়ে যাওয়ার পরে গন্ডগোল পাকিয়ে, ইঞ্জিনীরদের মারধর করে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে। শুধু টাটা কেন, যেকোনো কোম্পানি এই অবস্থায় এক ডিসিশন নিতো। যেকোনো ভাবে ফ্যাক্টরি তা আটকানো ছিল মমতা আসল উদ্দেশ্য, এবং সেই কাজে প্রচুর ব্যাগড়াপন্থী সাথে ছিলেন। কথা কোনোমতে কম্পেন্সেশন এর দিকে ঘুরে গেলে আজকে তৃণমূল ছবি হয়ে যেত।

    যাই হোক, এই লঙ্কাকাণ্ডের এন্ড রেজাল্ট এটাই যে ১০-১২ বছর পরেও ঘা শুকোয়নি। প্রতি বছর মমতা হাসি হাসি মুখ করে ওনার অখাদ্য কবিতা শুনিয়ে শিল্প সম্মেলন করেন, আর আম্বানি, ইনফোসিস দের পায়ে ধরে সাধাসাধি করেন কিছু করার জন্য, কিন্তু তাতেও আর চিড়ে ভিজছে না। শিল্প যদি এতই খারাপ হবে, তাহলে প্রতি বছর এই তামাশা না করলেই তো হয়। চপ, মুড়ি ভেজেই চলে যাবে।
  • T | 165.69.191.251 | ০৯ মে ২০১৮ ১০:২৪370171
  • অ্যাঁ! ডিডিদা, আপনি তৃপবুভূ পড়েন অবসরে, তারচেয়ে ঐ চল্লিশ পাতার রিপোর্ট পড়েন। কম্পেনসেশন ঠিকঠাক হয়নি ইত্যাদি তো কনক্লুশন। কিন্তু জমির চরিত্র, ওখানে যারা কাজ করত তাদের আয়ের বিন্যাস ইত্যাদি নিয়ে করা সার্ভেতে ইন্টারেস্টিং তথ্য আছে। বামফ্রন্টের ফেভারে কিছু নেই কিন্তু, এইটা জেনেই বলছি :)
    এনিওয়ে, সময় পেলে পড়ে দেখতে পারেন। আফটার দুহাজার ষোলো, মৈত্রেশ বাবু এইটার ফলোয়াপ পেপার কিছু লেখেন নি। লেখা উচিত ছিল যদিও।
  • PT | 213.110.242.8 | ০৯ মে ২০১৮ ১৪:৪৮370172
  • যারা চারফসলী জমি আকঁড়ে থাকার বাইরে কৃষি সম্পর্কে কিছুই বোঝে না তারা আর যারা বোঝে তারাও, কৃষি-উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত এই sci--fi গোছের খবরটি চেখে দেখতে পারেঃ
    "From 2005 to 2015, researchers working under guidance from the China Agricultural University in Beijing conducted more than 13,000 on-the-ground field studies throughout China........The study, published this month the journal Nature, reports crop production for rice, corn, and wheat increased by an average of 11%, with a 15% drop in fertilizer use. In all, that stopped about 1.2 million tons of nitrogen from being introduced to the environment.
    https://qz.com/1228061/chinas-agricultural-miracle-that-could-feed-the-planet-without-destroying-it/
    https://www.nature.com/articles/d41586-018-02792-7
  • র২হ | 233.186.231.159 | ০৯ মে ২০১৮ ১৭:৪৭370175
  • জিবি বাজারে বেআইনী নির্মান সব পার্টি অফিস ভেঙে দিয়েছে।

    বিজেপি অফিসটা ভাঙা যায়নি, বৃষ্টি এসেছিল নাকি।
  • র২হ | 233.186.231.159 | ০৯ মে ২০১৮ ১৭:৪৭370174
  • জিবি বাজারে বেআইনী নির্মান সব পার্টি অফিস ভেঙে দিয়েছে।

    বিজেপি অফিসটা ভাঙা যায়নি, বৃষ্টি এসেছিল নাকি।
  • dd | 193.82.19.70 | ০৯ মে ২০১৮ ২২:৩৬370176
  • @T। তৃপবুভু অত্যন্ত মজার। এবং শিক্ষনীয়। বোধহয় গোটা বারো আছে। স্বচ্ছন্দে পড়া যায় - বার বার।

    কিন্তু মৈত্রেশ বাবুর রিপোর্টে তো অংক পর্যন্ত্য আছে। আমার ওসব হজম হয় না।
  • Du | 57.184.19.64 | ১০ মে ২০১৮ ০৮:১০370177
  • হুতো, রবীন্দ্রনাথকে নিয়ে কি করলো?
  • r2h | 132.172.105.28 | ১০ মে ২০১৮ ১৪:২২370178
  • ঐ তো, এবিভিপি এসে চার্দিকে পতাকা লাগিয়ে গেলো
  • r2h | 132.172.105.28 | ১০ মে ২০১৮ ২৩:১৬370179
  • আর বিপ্লববাবু খবর দিয়েছেন রবীন্দ্রনাথ নোবেল বর্জন করেছিলেন। রবীন্দ্রজয়ন্তীর বক্তৃতা দিতে গিয়ে।
  • PT | 213.110.242.8 | ১০ মে ২০১৮ ২৩:২০370181
  • ত্রিপুরার পরিবর্তনকারী ছাগলেরা নিশ্চিত "নাকের বদলে নরুণ পেলাম" গেয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেছে।
  • r2h | 132.172.105.28 | ১০ মে ২০১৮ ২৩:৩০370182
  • ওদিকে বিজেপি আর আইপিএফটির হুড়যুদ্ধ বেঁধেছে। মাঝেমাঝেই ক্যালাকেলি হচ্ছে।
  • S | 194.167.2.96 | ১০ মে ২০১৮ ২৩:৩১370183
  • এর থেকে আমাদের হিরো দেব অনেক বেটার।
  • Atoz | 161.141.85.8 | ১১ মে ২০১৮ ০১:১১370184
  • কেউ ছবি আঁকুন প্লীজ। নোবেলটা উনি বর্জন করছেন, ছুঁড়ে ফেলছেন। চোর সেটা তুলে নিয়ে পালাচ্ছে, পালাতে পালাতে পিছনে তাকাচ্ছে। ঃ-)

    উফ্ফ, মহাভারতের ইন্টার্নেটের পর এই রবিনোবেলবর্জন।
    কেউ এঁকে স্টেম সেলের ব্যাপার বুঝিয়ে আসুক, মহাভারতে স্টেম সেল শোনা যাবে কদ্দিন বাদেই। (আরে ঐ যে গান্ধারীর শতপুত্র জন্মাল স্টেম সেলের গোল্লামতন ছিল, তাই থেকে। ঃ-) ) তারপর একজন নামতা পড়বে, একে চন্দ্র দুয়ে পক্ষ করে করে যেই না দশে দিক আসবে---ব্যস, হয়ে গেল। শোনা যাবে বৈদিক যুগে স্ট্রিং তত্ত্ব জানা ছিল, নইলে দশমাত্রা কী করে নামতায় এসে গেল?
    ঃ-)
  • dd | 193.82.17.46 | ১১ মে ২০১৮ ০৯:২৮370185
  • একটা ই-পত্রিকায় সেও ও বহু বছর আগে, একটি প্রবন্ধ বেরিয়েছিলো ,মহাভারতের বিজ্ঞান দর্শন নিয়ে। তাতে নানান কথার মধ্যে টেস্ট টিউব বেবীর কথায় গান্ধারীর ছেলে মেয়ের জন্মকথা ছিলো। প্রবন্ধ লেখক তখনো জানতেন যে টেস্ট টিউব বেবী আসলে টেস্ট টিউবেই আস্তে আস্তে বেড়ে ওঠে, যেমতি ঘৃতপুর্ণ কলসীতে গান্ধারীর ভ্রুণ বড়ো হচ্ছিলো।

    অথচ এই পত্রিকার মান ছিলো সর্বোত্তম। মানে আমার একটা গল্প ছাবিয়েছিলো।
  • | 144.159.168.72 | ১১ মে ২০১৮ ০৯:৩০370186
  • চাড্ডিদের বিজ্ঞান বোঝাবে? সাহস কত্ত!
  • b | 135.20.82.164 | ১১ মে ২০১৮ ১৪:৩৯370187
  • "রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নোবেল পুরষ্কার যে দেওয়া হচ্ছিলো, তত্কালীন ইংরেজ সরকারের বিরোধিত করে তা বর্জন করেছেন, সেই ব্যাক্তি-ই একমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে গীতাঞ্জলি তাঁকে বিশ্বশ্রেষ্ঠ পুরষ্কারে পুরষ্কৃত করেছে বটে। কিন্তু গীতাঞ্জলি পুরষ্কারে রবীন্দ্রনাথ ঠাকুরকে বেঁধে রাখার মতো কোন বাঁধ তৈরি হয়নি।"

    বিপ্লব দেব উবাচ।
  • র২হ | 232312.172.89900.2 | ২৯ জুন ২০১৮ ১০:৩২370188
  • pi | 7845.29.785612.181 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৯370190
  • যা শুনলাম,মিটে গেছে। জয়েন্ট প্রেস মিটে বলেছে সব সিপিএম এর চক্রান্ত।তবে বেশ কিছু জায়গায় বিজেপি আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করছে। এটাই যা ভাল ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন