এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান গান কালচার

    bip
    অন্যান্য | ০৫ অক্টোবর ২০১৭ | ৮৭০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.151 | ১১ অক্টোবর ২০১৭ ১৮:১৭368688
  • দ্রি হজম শক্তি বাড়ানোর জন্যে অ্যালেক্স জোন্সের যে টনিক খেয়ে দেখতে পারেন। জোন্স তো বলে ওতে দারুণ কাজ দেয়।

    সেই একই মিথ্যের চাষ প্রতিবার। প্যারিসের ব্যাটাক্লন থিয়েটারের শুটিং এর সময় দ্রি লিখেছিলেন হোয়াইট মেল শুটারের কথা। তারপর পিৎজাগেট, বে অরিয়ার, অর্ল্যান্ডো ইত্যাদি ইত্যাদি। আর এমন মিথ্যে যে পাঁচ মিনিটেই ধরে ফেলা যাআয়। ক্লান্তিও বোধ হয় না !
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৭ ২০:৪৯368689
  • একটা কথা বলেই ফেলি। দ্রি-র লেখা আমি বহুদিন থেকেই ফলো করি, যখন যেমন চোখে পরে।

    যে কোনো ঘটনার, সে ৯১১ হোক, বা গাল্ফ ওয়ার, কি সাইক্লোন, বা ভূমিকম্প, জিওপলিটিক্যাল কনফ্লিক্ট এসেট্রা... দ্রি একটা অল্টারনেটিভ অ্যানালিসিস দেয়, যেটা অনেক সময়ই জেনারেল মেইনস্ট্রিম মিডিয়ায় দেখা যায় না। আর দ্রি এমন তথ্যমূলক বিশ্লেষণ কিন্তু বহুদিন আগে থেকে দিয়ে আসছে, এই হালের ফেক নিউজ-ভিউজ এর উন্মাদনার অনেক আগে থেকেই। এছাড়া বিভিন্ন বিষয় (ক্রিকেট/ফুটবল থেকে সাহিত্য/সঙ্গীত) নিয়ে দ্রি-র পোস্টগুলি বরাবরই বৈশিষ্ট্যপূর্ণ, সেটি এই আলোচনার বাইরে রাখছি।

    আমাদের অনেকের সঙ্গে অনেক সময়ই দ্রি-র মতানৈক্য হয়েছে বিভিন্ন বিষয়ে, দ্রি-র দেওয়া কন্সপিরেসি থিওরির অ্যাঙ্গল নিয়ে অনেক মজার কমেন্ট, ব্যঙ্গ-বিদ্রুপ করেছি আমরা। ইউক্রেনের অরেঞ্জ রিভোলিউশন নিয়ে আমার বেজায় তক্কো হয়েছিল দ্রি-র সঙ্গে, এমন কথাও বলেছি যে দ্রি বোধহয় রাশিয়ান মিডিয়াকে পুরো বেনিফিট অফ ডাউট দিচ্ছে, ইত্যাদি।

    দ্রি-র দেওয়া নিউজ লিংক এবং তার ওপর ভিত্তি করে ঘটনাপ্রাবাহের বিশ্লেষণ - এ নিয়ে জোর তক্কাতক্কি হোক - কাউন্টার লিংক দিন, বলুন সোর্স রিলায়েব্‌ল্‌ নয়, বা অবিশ্বাস্য, গাঁজাখুরি, গুল, ফেক নিউজ .... এসব অব্শ্যই বলুন... কিন্তু, এই "আপনি কার সঙ্গে হাত মিলিয়েছেন", "মিথ্যার চাষ" - এমন দেখলে কেমন লাগে আর কি.... মানছি আজকের এই নিউজ-ভিউজ এর বাজারে আমরা অনেক সময়ই ব্যক্তি আর বক্তব্যকে আলাদা করতে পারি না, চারদিকে বিষাক্ত অ্যাড হোমিনেম আক্রমণ, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ক্যাওসের মধ্যে একটু খেয়াল রাখতে অনুরোধ করছি...
  • pi | 24.139.221.129 | ১১ অক্টোবর ২০১৭ ২০:৫০368690
  • একমত।
  • S | 184.45.155.75 | ১১ অক্টোবর ২০১৭ ২২:০৮368691
  • লসাগুদা, একজনের সমস্ত টকিঙ্গ পয়েন্ট যখন অ্যালেক্স জোন্সের সাথে মিলে যায় তখন আর কি বলবো? অ্যালেক্স জোন্সের (এবং দ্রির) কথাবার্তাগুলো আর মজার কন্সপিরেসি থিয়োরির জায়্গায় নেই যে সেগুলোকে নিয়ে মজা করে ভুলে থাকা যায়। সেগুলো এখন অ্যাকশনে পরিবর্তন হয়ে যাচ্ছে। রায়ট, শুটিঙ্গ, পলিসি। সেইখানেই ভয়ের।

    অ্যালেক্স জোন্স সম্বন্ধে আশা করি আপনাকে নতুন করে করে কিছু বলতে হবেনা। তবু উদাহরণ স্বরুপ রিসেন্ট সারলটসভীল নিয়ে অ্যালেক্স জোন্স বলেছেঃ NAZIS IN CHARLOTTESVILLE ‘WERE JEWISH ACTORS’

    এই সাইটেই দ্রি পিজাগেট নিয়ে লিখেছেন এবং ক্রমাগত সমর্থন করে গেছেন সেই জঘণ্য প্রোপাগন্ডাকে। উনার কথার ইঙ্গিতে রয়েছে কনফেডারেট স্ট্যাচুর প্রতি সমর্থন।

    অ্যালেক্স জোন্স একজন অতিশয় বদ লোক যার মতবাদ ও কথাবার্তা ক্রমাগত রেসিজম, হোমোফোবিয়া, আর হোয়াইট সুপ্রিমেসিকে সমর্থন করে এবং তার ক্রমাগত অ্যাঙ্গ্রি র‌্যান্ট সেইসব মতবাদকে ছড়ায়। অতেব অ্যালেক্স জোন্সের মতবাদকে বা তার সমর্থকদের আর মজায় সরিয়ে রাখা যায়্না। সেগুলোকে তথ্য আর যুক্তি দিয়ে ভাঙ্গার সময় এসেছে।

    এইসব লোকেরা কেন মাল্টিপল শুটিঙ্গের কথা বলছেন? কি ইঙ্গিত রয়েছে সেই প্রোপাগান্ডার আড়ালে? কেন মেইনস্ট্রিম মিডিয়াকে ফেক বলে চালানোর চেস্টা চলছে? কেন ইনভেস্টিগেশনের উপরে ভরসা না রাখার কথা হচ্ছে? সো দ্যাট দে ক্যান কন্টিনিউ উইথ দেয়ার ফল্স অ্যান্ড ডেন্জারাস ন্যারেটিভ।

    লাস ভেগাসের শুটার একজন ষাটোর্ধ বড়লোক সাদা ক্রিস্চান পুরুষ। আম্রিগার দক্ষীনপন্থীরা এখনো অবধি আম্রিগার লোকজনদের যে প্রোফাইল (স্কিন কালার, এথনিসিটি, অরিজিন, ধর্ম) দেখিয়ে ভয় দেখিয়ে এসেছে, তার থেকে একেবারেই আলাদা। তাই এই ধরনের প্রোপাগান্ডা চলছে। তাছাড়া রয়েছে এনারের স্পনসরশীপ। এই শুটিঙ্গের পড়ে সত্যিই আমেরিকার একটা বড় জনগন গান কন্ট্রোল চাইছে, অতেব এইসব প্রোপাগান্ডা চালিয়ে আর্মস ম্যানুফ্যাক্চারারদের বিক্রি বাড়ানোর চেস্টা চালানো হচ্ছে।
  • S | 184.45.155.75 | ১১ অক্টোবর ২০১৭ ২২:১৫368692
  • ও হ্যাঁ আরেকটা কথা বলে যাই। এখানে অনেকেই না জেনে ও বুঝে এইসব অল্টারনেটিভ ন্যারেটিভকে সমর্থন করেন। আম্রিগার ইন্স্টিটিউশনের বিরুদ্ধে কথা মানে নিস্চই বাম মতবাদের সমর্থন, এরকম যারা ভাবেন তাদেরকে বলবো একবার অ্যালেক্স জোন্স বা রাস লিম্বাউয়ের ব্লগ পড়তে আর পডকাস্ট শুনতে।

    অ্যালেক্স জোন্সের (এবং টু অ গ্রেট এক্সটেন্ট স্পুটনিক নিউজের) টকিঙ্গ পয়েন্ট আম্রিগার চুড়ান্ত দক্ষীন পন্থীদের (ফ্যাসিস্ট) চিন্তাভাবনার ফসল।
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৭ ২২:৪৫368693
  • হে হে, আরে বাবা না, না, অত কিছু না, দ্রি কোনো হার্ডকোর দক্ষিণপন্থী-ফন্থী কিস্যু না।

    আমি অ্যালেক্স জোন্‌স্‌ -এর সম্বন্ধে খুব একটা জানি না। প্রোফাইল দেখলাম -
    https://en.wikipedia.org/wiki/Alex_Jones_(radio_host)

    এমন লোক তো চিরকাল ছিল, আগেও ছিল, পরেও থাকবে।

    আমি তো মাঝে মাঝে রাশ লিম্বো শুনতাম, তারপরে মাইকেল শ্যাভেজ শুনতাম - মজা লাগত - দিনরাত লিবারালদের গাল দিত, খুব চেঁচামেচি করত।

    মাইকেল শ্যাভেজ তো একটা বই লিখেছিল - Liberlism is a mental disorder । ওর আর একটা বই Saving America from the Liberal Assault on Our Borders, Language and Culture - এটা তো নিউইয়র্ক টাইম্‌স এর বেস্ট সেলার লিস্টে উঠেছিল।

    এসব নতুন কিছু না। প্রচুর লোক আছে যারা ডেমোক্র্যাট/লিবার‌্যাল-দের দু চক্ষে দেখতে পারে না, আবার উল্টো তো আছেই।
  • S | 184.45.155.75 | ১১ অক্টোবর ২০১৭ ২২:৫০368694
  • এরা র‌্যান্ডাম কথাবার্তা বলেনা (আমাদের সেরকম মনে হতে পারে)। এদের একটা অ্যাজেন্ডা রয়েছে। একটা অনেক বড় ডিজাইনের পার্ট এরা। রাইট উইঙ্গ হোয়াইট মেল সুপ্রিমেসি ফিরিয়ে আনার ডিজাইন।
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৭ ২২:৫৩368695
  • এগজ্যাক্টলি, আর এরাও সেই একই কথা বলে লিবারাল-দের নিয়ে, যে লিবার‌্যাল-দের অ্যাজেন্ডা আছে।
  • Ishan | 180.202.22.2 | ১১ অক্টোবর ২০১৭ ২২:৫৬368696
  • আমাদের সক্কলেরই অ্যাজেন্ডা আছে। এই আমার অ্যাজেন্ডা যেমন ইংরিজি আর হিন্দি হটিয়ে জগৎ জুড়ে বাংলা রাজ্য বানানো।
  • S | 184.45.155.75 | ১১ অক্টোবর ২০১৭ ২২:৫৯368698
  • হ্যাঁ, আছে তো। হোয়াইট মেল সুপ্রিমেসিকে ধংস করে ডেমোক্র্যাটিক সোসালিজম আনা। লেফট লিবারেল পলিসি ইম্প্লিমেন্ট করা। হোমোফোবিয়া, ইসলামোফোবিয়া, রেসিজমের অবসান ঘটানো। বড় কর্পোরেশনের আর ব্যান্কদের দাদাগিরি বন্ধ করা। ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি কম্পলেক্স থেকে সরকারকে দুরে রাখা। বার্ণী স্যন্ডার্সের মতন লোককে প্রেসিডেন্ট বানানো।
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৭ ২৩:০৩368699
  • কোথায় আর হচ্ছে সে সব, বার্নি-কে তো ক্লিন্টন ক্ল্যান প্রায় শেষ করে দিল। দেখা যাক ২০২০ তে লিজ ওয়ারেন-কে চান্স দেয় কি না।
  • S | 184.45.155.75 | ১১ অক্টোবর ২০১৭ ২৩:০৪368700
  • লিজ ওয়ারেন নিজে খুব উইক ফুটিঙ্গে আছে। আম্রিগাতে মহিলা প্রেসিডেন্ট হবে কি কখনো?
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৭ ২৩:০৮368701
  • কিন্তু এসবের বাইরে হল - পাওয়ার গেম অ্যাট ডিপ লেভেল, যাকে বলছে ডিপ স্টেট।

    অর্থাৎ কিনা, এই যে ডেমোক্র্যাট ভার্সেস রিপাবলিকান, লিবারাল ভার্সেস কনসার্ভেটিভ -- চিরন্তন ক্যালোরব্যালোর (ডিডি-দার কথায় আদিগন্ত শ্বশুড়বাড়ি ) - এসব হল পাবলিককে এনগেজ্‌ড্‌ রাখার একটি ফ্রন্ট, একটি ফ্যাকাড --- পিছেন কন্ট্রোল গ্রুপ হ্যাজ দ্য কি।

    ইন ফ্যাক্ট, নেটফ্লিক্স-এর 'হাউস অফ্‌ কার্ড্‌স্‌' এ র পরের এপিসোডে এসব আসছে, রিয়াল পাওয়ার বিহাইন্ড প্রোজেক্টেড পাওয়ার।

    আপাতত পিবিএস এর ভিয়েতনাম সিরিজ নিয়ে লোকজন ব্যস্ত।
  • S | 184.45.155.75 | ১১ অক্টোবর ২০১৭ ২৩:২৪368702
  • আম্রিগাতে ডীপ স্টেট? আচ্ছ দেখা যাক কারা হতে পারে। সিআইএ, এফবিআই, এনেসে, সিক্রেট সার্ভিস, স্টেট ডিপার্টমেন্ট, কঙ্গ্রেস। এছাড়া রয়েছে ডোনাররা। কচ ব্রাদার্স, ওয়াল স্ট্রীট, আর্মস ম্যানুফ্যাকচারার্স, অয়েল কোম্পানি, এছাড়া এখন এসেছে সিলিকন ভ্যালি। এদের মধ্যে কাদেরকে আপনার বাম পন্থী বলে মনে হয়? আর ডীপ স্টেট নিয়ে কান্না কাটি করছে কিনা অল্ট রাইটরা?

    এই ইলেকশনে কচ ব্রাদার্সরাও (যারা প্রতি ইলেকশনে রিপাব্লিকান ক্যান্ডিডেটকে ১ বিলিয়ন দেয় ক্যাম্পেইনের জন্য) ট্রাম্পকে সমর্থন দিতে আপত্তি করেছিলো। প্রথমদিকে এন্ডর্স করেনি। ওয়াল স্ট্রীট স্পষ্টতই হিলারীকে সমর্থন করেছিলো, কারণ নিউ ইয়র্কের লোকেরা ট্রাম্প কে খুব ভালো করে জানে ও চেনে।

    মিডিয়া দুভাগে ভাগ হয়ে রয়েছে। ফক্স নিউজ যে সারা দিন ধরে অ্যাজেন্ডা পুশ করে যাচ্ছে, বেশিরভাগ সময়ই মিথ্যার উপরে ভিত্তি করে তারা নাকি ফেক নিউজ নয়।

    অ্যাকেডেমিয়া আর হলিউড চিরকালই বাম দিকে হেলে ছিলো। এখন আরো হয়েছে। সঙ্গত কারণে। বুশের প্রেসিডেন্সি, ইরাক যুদ্ধ, ফাইনান্সিয়াল ক্রাইসিস, রিসেশন, বার্থার মুভমেন্ট, স্যারা প্যালিন, আর এখন ট্রাম্প কারণ হতে পারে।
  • S | 184.45.155.75 | ১১ অক্টোবর ২০১৭ ২৩:২৬368703
  • বাই দ ওয়ে, হাকাবিকে দেওয়া একটু সাক্ষাতকারে ট্রাম্প রিসেন্টলি বলেছেন যে "ফেক" শব্দটি নাকি উনিই প্রথম ব্যবহার করলেন। উনার আগে ইংরাজী অভিধানে থাকলেও তেমন ভাবে নাকি কেউ ব্যবহার করতো না। মণিমুক্তের একটা টই ছিলোনা?
  • SS | 160.148.14.151 | ১১ অক্টোবর ২০১৭ ২৩:৩৪368704
  • lcm,
    আমি এই সাইটে কাউকেই ব্যাক্তিগতভাবে চিনি না। অ্যাড হোমিনেম আক্রমণ সব সময়েই এড়িয়ে চলি। আমার বক্তব্য দ্রির লেখা/অ্যানালিসিস নিয়ে, ব্যাক্তি দ্রি কে নিয়ে নয়। এটা বোধ হয় আগেও কোনো একবার লিখেছি।
    তবে দ্রি এই টইতে যা লিখেছেন, প্রায় সবই ফেক নিউজ। সেটা চোখে পড়লে পয়েন্ট আউট করি, এই আর কি। আর আজ লিখতে চেয়েছিলাম ফলস ন্যারেটিভ। আজকাল ঠিকঠাক বাংলা ওয়ার্ড মনে পড়ে না, সেটা হয়ে গেছে মিথ্যের চাষ। তবে ফলস ন্যারেটিভের বদলে গাঁজাখুরি লিখলে যদি চলে তাহলে ভবিষ্যতে নাহয় তাই লিখবো।
  • SS | 160.148.14.151 | ১১ অক্টোবর ২০১৭ ২৩:৩৮368705
  • কচ না, কোক। কোক ব্রাদার্স। তবে এখন আরো বড় খেলোয়ার এসেছে। রবার্ট আর রেবেকা মার্সার। স্টিভ ব্যানন আর ব্রাইটবার্টকে ফান্ড করছে।
    এটা পড়ে দেখুন -
    https://www.washingtonpost.com/graphics/politics/mercer-bannon/
  • lcm | 179.229.10.212 | ১২ অক্টোবর ২০১৭ ০০:০৫368706
  • প্রিন্স্‌টন আর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির দুই প্রফেসরের অ্যানালিসিস

    Study: US is an oligarchy, not a democracy

    Multivariate analysis indicates that economic elites and organised groups representing business interests have substantial independent impacts on US government policy, while average citizens and mass-based interest groups have little or no independent influence.

    In English: "the wealthy few move policy, while the average American has little power".

    http://www.bbc.com/news/blogs-echochambers-27074746

    https://www.newyorker.com/news/john-cassidy/is-america-an-oligarchy
  • lcm | 179.229.10.212 | ১২ অক্টোবর ২০১৭ ০০:০৭368707
  • দেখো, ওবামা-র ৮ বছরে ইনকাম গ্যাপ আরও আরও ওয়াইড হল, হল কি না?
    ম্যাটার করে না, ওবামা না বুশ না ট্রাম্প - এন্ড অফ্‌ দ্য ডে, ইট ডাজ নট ম্যাটার মাচ্‌ ।
  • S | 202.156.215.1 | ১২ অক্টোবর ২০১৭ ০২:০৩368709
  • "the wealthy few move policy, while the average American has little power" একজ্যাক্টলি। ভাবুন কাদেরকে তারা পাওয়ারে বসাবে? আর কাদের পক্ষে তারা? রিপাব্লিকানরা বিগত প্রতি ইলেক্শনে অনেক বেশি ফান্ডিঙ্গ পায় এইসব সেল্ফ-প্রোক্লেমড অলিগার্কদের থেকে।
  • S | 202.156.215.1 | ১২ অক্টোবর ২০১৭ ০২:৩৮368710
  • ইনকাম গ্যাপ বাড়লো বলেই কি লোকে ট্রাম্পকে ভোট দিলো?

    ইনকাম গ্যাপ নিয়ে কি আর বলবো? বিগত তিন দশকের অটোমেশন, গ্লোবালাইজেশন, টেকনলজিকাল অ্যাডভান্সমেন্ট, গ্রোথ, রিসেশন, বেইলাউট সব কিছুই সাহায্য করেছে ইনকাম গ্যাপ বাড়াতে। বিশেষ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে। একটি বড় কোম্পানি কয়েক হাজার লোককে সরিয়ে সব কাজ চীন আর ইন্ডিয়ায় পাঠিয়ে দিলো। শেয়ার প্রাইস বাড়লো, সিইওর বোনাস বাড়লো। আনলেস একটা সলিড ওয়েল্থ ট্রান্সফার (পড়ুন ট্যাক্স) পলিসি থাকে যেখানে শেয়ারহোল্ডারদের/ম্যানেজারদের থেকে বেনিফিট ট্রান্সফার করা যায় যারা সাফার করলো তাদের কাছে ইনকাম গ্যাপ বাড়বেই।
  • lcm | 109.0.80.158 | ১২ অক্টোবর ২০১৭ ০৯:০৬368712
  • হ্যাঁ, এসব নিয়ে পরে কখনও ভাট হবে, বন্দুকে ফিরে আসা যাক।

    বন্দুক ব্যান করলে টিমোথি ম্যাকভে-র গপ্পো আসে।
    বন্দুক ব্যান না করলে স্টিফেন প্যাডক।

    গুগল ম্যাপে ইউএস-এর যে কোনো ছোটো শহরের ম্যাপ খুলে 'শুটিং রেঞ্জ' দিয়ে সার্চ করুন, দেখবেন ১০-১৫ মাইলের মধ্যে বেশ কয়েকটা দোকান/রেঞ্জ এসব পেয়ে যাবেন - ম্যাকডোনাল্ড্‌স্‌ বা লাইব্রেরী বা সিনেমা হলের চেয়ে বেশি বই কম নয়। ব্যক্তিগত সুরক্ষার জন্য বন্দুক - ওটা কথার কথা, খুব কম গেরস্থ লোক রেগুলার বন্দুক নিয়ে অফিসে যায়, বা সিনেমা হলে যায়, কিন্তু বাড়িতে আছে হয়ত। গান কালচার - গান ইজ পার্ট অফ লিভিং -- এবং সেই সঙ্গে তার মার্কেট - সব মিলিয়ে বোরোলীনের মতন - জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
  • দ্রি | 195.100.85.147 | ১২ অক্টোবর ২০১৭ ১১:১৬368713
  • কেন? "আপনি কার সঙ্গে হাত মিলিয়েছেন", "মিথ্যার চাষ" এগুলো কেন চলবেনা? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট চলতে পারে কিন্তু ফাস্ট অ্যামেন্ডমেন্ট চলবেনা?
  • দ্রি | 195.100.85.147 | ১২ অক্টোবর ২০১৭ ১১:২৪368714
  • কার কী অ্যাজেন্ডা সে তো খুবই চিত্তাকর্ষক ব্যাপার। কিন্তু সবচেয়ে আগে হল সত্যি কথা। যারা অ্যাপারেন্টলি হোয়াইট মেল সুপ্রিমেসী হঠাতে চাইছে, যদি দেখি কোন একটা ইস্যুতে মিথ্যে কথা চালাতে চাইছে বিশ্বাস করব কেন?

    আমি আবার প্রশ্নটা করি।

    "আমার খুব সিম্পল প্রশ্ন আছে। এই টেপের একদম শুরু দিকে (মিনিট দশ পনেরোর মধ্যে) আমরা শুনতে পাচ্ছি ম্যান্ডেলা বেতে থার্টি সেকেন্ড ফ্লোরে প্যাডক হ্যাজ বীন টেকন ডাউন। কিন্তু তারপর, অ্যাবাউট ৪৩ মিনিটের মাথায়, পুলিস যখন বেলাজিও শুটিংএর কথা রিলে করছে তখন ব্যাকগ্রাউন্ডে পরিস্কার অটোম্যাটিক ফায়ারিং শোনা গেছে, দুটো বার্স্ট। এটা কিভাবে সম্ভব, যদি প্যাডক একমাত্র শুটার হয়?"

    ওরিজিনাল অডিও ফাইল রয়েছে। যে কেউ শুনে ভেরিফাই করতে পারেন।
  • দ্রি | 33.129.64.12 | ১২ অক্টোবর ২০১৭ ১২:২৩368716
  • "ইনিও একজন পিজাগেট পাবলিক।

    ৫৮ জন লোক মারা গেছেন। অন্তত তাদের কথা ভেবে আপনি প্লিজ আপনার এই নোংরা প্রোপাগান্ডা বন্ধ করুন। ছি ছি।"

    আমার বয়স হয়ে গেছে। আমায় আর ছি ছি করে কী হবে বলুন? ছি ছি বলুন হিলারী ক্লিন্টনের ডানহাত হুমা আবেদিনের হাজব্যান্ড, প্রাক্তন কংগ্রেসম্যান অ্যান্থনি ওয়াইনারকে, যিনি ১৫ বছরের মেয়েকে সেক্সটিং করে ২১ মাসের কারাদন্ড ভোগ করছেন। ছি ছি বলুন হলিউড লেফটিস্ট, ডেমোক্র্যাট ডোনার হার্ভি ওয়াইনস্টাইনকে, যার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ ইমপ্রপার সেক্সুয়াল কন্ডাক্টের অভিযোগ আসছে।
  • S | 184.45.155.75 | ১২ অক্টোবর ২০১৭ ১২:৪০368718
  • অবশ্যই। এরা জঘণ্য লোকজন। আর কে কে যেন এই কারণে ফক্স নিউজ থেকে বিতাড়িত হলেন? বিলি বুশের সাথে কে যেন বাসে বসে কিসব বলেছিলো?
  • lcm | 109.0.80.158 | ১২ অক্টোবর ২০১৭ ১২:৪০368717
  • ভিডিও-টায় ফায়ারিং শোনা যাচ্ছে। কিন্তু তার আগে ভদ্রমহিলা লোকেশন জানালেন "রাসেল এন্ড দ্য বুলেভার্ড" Russel Rd and The (Las Vegas) Boulevard, এবং তা যদি হয় তাহলে এই লোকেশন হল ম্যান্ডালে বে-র দক্ষিণে, সুতরাং আওয়াজ এবং লোকেশন ঠিকই আছে, বেলাজিও তো ফিট করছে না, এদিকে তার পরে বলছে বেলাজিও - কনফিউশন।
  • lcm | 109.0.80.158 | ১২ অক্টোবর ২০১৭ ১২:৪২368720
  • এই খেয়েছে! দ্রি ইজ ওপেনিং আ ক্যান অফ্‌ ওয়ার্ম্‌স্‌।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন