এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান গান কালচার

    bip
    অন্যান্য | ০৫ অক্টোবর ২০১৭ | ৮৬৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.152 | ১৩ অক্টোবর ২০১৭ ১৯:১৭368754
  • lcm,
    অ্যালেক্স জোন্সের এজেন্ডা হচ্ছে টাকা রোজগার। আর বিশেষ কিছু এজেন্ডা নেই। কয়েক মাস আগে অ্যালেক্স জোন্স আর তার এক্স ওয়াইফের মধ্যে কাস্টডি নিয়ে কেস চলছিল। তখন অ্যালেক্স জোন্স কোর্টকে জানিয়েছিল সে একজন পার্ফম্যান্স আর্টিস্ট। সে যা বলে তার মধ্যে কোনো সত্যতা নেই।
    তো শুধু টাকা বানানো পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার জন্যে লোকের প্রাণ সংশয় হলে ব্যাপারটা আর ছেলেখেলার পর্যায়ে থাকে না। স্যান্ডি হুকের পর অ্যালেক্স জোন্স বলেছিল এটা ইন্সাইড জব। স্যান্ডি হুক পেরেন্ট্সরাই নাকি বাচ্চাদের লুকিয়ে রেখেছে বা মেরে ফেলেছে। এই কথা প্রচারের ফলে সেই গ্রিভিং পেরেন্ট্স দের অনেকেই ডেথ থ্রেট পেয়েছে, এখনো পায়। নিজেকে সেই পেরেন্ট্সদের একজন হিসাবে কল্পনা করে দেখুন।
    এর পর পিৎজাগেট। জন পোডেস্টার ইমেল হ্যাক হওয়ার পর এই কনস্পিরেসি শুরু হয়েছিল। অ্যান্থনি উইনারের সেক্সটিং এর সাথে এর কোনো সম্পর্ক নেই। পিৎজাগেটের পর আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যাকে বলে ভিসেরাল রিয়াক্শান। ঐ কমেট পিংপং রেস্টোর‌্যান্টে আমি বার্থডে পার্টিতে গেছি, বাচ্চাদের নিয়ে। কল্পনা করুন, বাচ্চাদের পার্টিতে একজন সেমাই অটোমেটিক রাইফেল নিয়ে চড়াও হল, যে অ্যালেক্স জোন্সকে ক্লোজলি ফলো করে। এর পর থেকে ব্যাক্তিগত পরিসরে কোনো কনস্পিরেসি থিওরিস্ট দেখলে আমি তাদের ব্যাক্তিগত বা সমষ্টিগত অ্যাটাক করে থাকি। ইন ফ্যাক্ট, আমার কাছে এটা অ্যাটাক নয়, ডিফেন্স মেকানিজম। কারণ কনস্পিরেসি থিওরির জন্যে যে কোনো দিন আমার বা আমার পরিবারের প্রাণসংশয় হতে পারে।
  • cb | 55.250.244.94 | ১৩ অক্টোবর ২০১৭ ২০:১৭368755
  • এক্দম, আমিও এবার গেছি কমেট পিংপংয়ে। ওখানকার মালিক আর লোক্জন নিয়মিত ডেথ থ্রেট পেয়েছে পিজাগেটের জন্য। তার্পর সেই শুটিং।

    আমেরিকর মত ট্রিগার হ্যাপি দেশে, এইসব কনস্পিরেসি
    থিয়োরিস্টদের কথায় জাস্ট যে কেউ খুন হয়ে যেতে পারে

    "কারণ কনস্পিরেসি থিওরির জন্যে যে কোনো দিন আমার বা আমার পরিবারের প্রাণসংশয় হতে পারে।"

    ---- সো সো ট্রু
  • cb | 55.250.244.94 | ১৩ অক্টোবর ২০১৭ ২০:২০368756
  • অ্যালেক্স জোন্স নিয়ে কথা বলার আগে ডিসক্লেমার দিতে হবে জন ওলিভারের ভিডিয়োটা দেখেছেন কিনা। না বললে আলোচনা ওখানেই বন্ধ করে দেব
  • gorib gurbo bharotio | 209.249.223.76 | ১৪ অক্টোবর ২০১৭ ১৩:৪৪368757
  • "কারণ কনস্পিরেসি থিওরির জন্যে যে কোনো দিন আমার বা আমার পরিবারের প্রাণসংশয় হতে পারে।"

    আহা , আমেরিকায় না থাকলেই তো হয় মশাই, সব কিছু কি আর ভাল হয় , ড্লার ও কামাবো আবার ভয় ও পাবো আর সেটা নিয়ে "ব্যাক্তিগত বা সমষ্টিগত অ্যাটাক" করে ভাববো সব আমার ঠিক মনের মতন হবে !!!!! আহা কি আনন্দ আকাশে বাতাসে ঃ)
  • দেব | 57.11.215.82 | ১৪ অক্টোবর ২০১৭ ১৩:৫৯368758
  • এইটা একটা কথা হল? যে দেশে বাস, চাকরি, মর্টগেজ, বাচ্চার স্কুল, সব সেট - "ছেড়ে চলে আসুন না" - এটা কি একটা কয়েন টস করার মত সামান্য ব্যাপার? আর ছেড়ে যাবেটাই বা কোথায়? ভারতে ফিরে আসবে? যাদের সিটিজেনশিপ আর নেই তারা চাইলেই ঢুকতে পারবে এমন তো নয়।
  • @deb | 45.202.54.118 | ১৪ অক্টোবর ২০১৭ ১৪:৪০368759
  • "ছেড়ে চলে আসুন না"???

    দেববাবু কেন ভেবে নিলেন যে ইনি ভারতে বসে আছেন? আরেকটু ভাবুন।
  • দেব | 57.11.215.82 | ১৪ অক্টোবর ২০১৭ ১৬:৫২368760
  • ভারতে থাকেন ভাবিনি তো। 01:44 PM পোষ্টে আমেরিকা ছেড়ে চলে আসার কথার উত্তরে বললাম। যে দেশে বাস তার কোন একটা দিক নিয়ে সামান্য নিন্দে করলেই ছেড়ে চলে যাও এই পলিসি নিলে তো ভারতবর্ষ ১০ মিনিটে খালি হয়ে যাবে মশাই। কোন ভারতীয় আছেন যিনি স্বদেশের নিন্দা করেন নি?
  • দ্রি | 75.19.167.130 | ১৫ অক্টোবর ২০১৭ ০১:৩৫368761


  • পোলিস কমিউনিকেশান অডিওর শুরুর দিকটা এই ইউটিউবার ট্রান্সক্রিপ্ট করে দিয়েছে কিছুটা। কিছু পুলিশী জার্গনও ডিকোড করে দেওয়ায় সুবিধে হয়েছে। ফার্স্ট রেসপন্ডাররা বহু জায়গায় মাল্টিপ্‌ল শুটারের কথা বলেছে।
  • দ্রি | 75.19.167.130 | ১৫ অক্টোবর ২০১৭ ০১:৪৪368762


  • সিএনেনে একজন আর্লি আইউইটনেসও মনে করেছে মাল্টিপ্‌ল শুটার ছিল।
  • দ্রি | 75.19.167.130 | ১৫ অক্টোবর ২০১৭ ০২:০০368595


  • এটা অবশ্য মাইকেল স্যাভেজ শো। বুঝতে পারছি অনেকেরই আপত্তি থাকতে পারে। কিন্তু আই উইটনেস অ্যাকাউন্ট তো একেবারে ফেলে দেওয়া যায় না।
  • দ্রি | 75.19.167.130 | ১৫ অক্টোবর ২০১৭ ০২:১০368596
  • ইন ফ্যাক্ট অনেকেই বলছে ক্রাউডের মধ্যে শুটার ছিল।

    বিশেষ করে এই ইনস্টাগ্রাম ভিডিওটা দেখে সেটা খুবই মনে হয়।

    https://www.instagram.com/p/BZ2VXg9l8IO/?taken-by=live_from_planet_earth

    আশ্চর্য্যের ব্যাপার হল, এই হেজি, খাপছাড়া ভিডিওটা দেখে সন্দেহ হল একজন শুটার সিকিওরিটির ড্রেস পরে ছিল (১০০% শিওর নয়, কিন্তু ভালো সম্ভাবনা আছে)।

    ম্যাসাকারের ঠিক পরে এক অস্ট্রেলিয়ান কাগজে দেওয়া ইন্টারভিউতে জনৈক আইউইটনেস বলেছিলেন এইরকম সিকিওরিটির ড্রেস পরে একজনের পালানোর কথা।

    She was at a bar in the nearby Luxor Hotel with her husband when she saw what she described as a “man of interest” run by.

    “We managed to make our way back to our room…” she told The Courier-Mail.

    “We are in lock down.

    “Our door is dead locked and a chair against the door.”

    Ms Miller said the man sprinted through her hotel after coming off an escalator from the Mandalay Bay.

    “The man that they [security] were chasing was wearing a security jacket like them,” she said.

    http://www.couriermail.com.au/news/queensland/las-vegas-shooting-queensland-eyewitness-to-mandalay-attack/news-story/17c907f4046f30ccfedf831e27e93cc8
  • দ্রি | 75.19.167.130 | ১৫ অক্টোবর ২০১৭ ০২:১৯368597
  • আরো একজন আইউইটনেস বলেছেন মাল্টিপ্‌ল শুটারের কথা।

    “Bullets were coming from every direction. Behind us, in front of us, to the side of us. But I know, I just know, that there was someone chasing us. The entire time I felt this way. The farther we got from the venue, the closer the gunfire got. I kept looking back expecting to see the gunmen- and I say MEN because there was more than one person. There was more than one gun firing. 100% more than one.
    As we were running, we kept changing direction, because it felt like no matter what direction we took, we were being followed.”

    http://www.patriotnewswatch.com/las-vegas-shooting-witness-who-identified-multiple-shooters-found-dead/
  • মিথ্যা কথা | 45.202.54.118 | ১৫ অক্টোবর ২০১৭ ০৫:৪৯368598
  • দ্রিয়ের দেওয়া ভিডিওর মেয়েটি একজন অভিনেত্রীঃ



    <
  • | 233.176.41.72 | ১৫ অক্টোবর ২০১৭ ০৭:২৩368599
  • অভিনেত্রী হলে প্রত্যক্ষদর্শী হওয়া মানা। আর হয়ে গেলেও চেপে যেতে হয়
  • S | 184.45.155.75 | ১৫ অক্টোবর ২০১৭ ১১:৩৭368600
  • যা বুঝলাম এখানে অনেকেই অ্যালেক্স জোন্স, পিজাগেট, কন্সপিরেসি থিয়োরির অ্যাজেন্ডা ইত্যাদি না জেনে বা বুঝেই মন্তব্য করেন। সে করতেই পারেন।

    কিন্তু অন্যকে "ব্যক্তি ও বক্তব্যকে আলাদা" করার প্রীচ করে, উল্টোদিকে কদর্য ব্যক্তিগত আক্রমণের সময়ে চুপ থাকা, বা আমি উনাকে চিনি অতেব উনার বক্তব্যকে মেনে নিতে হবে - এই চিন্তাভাবনায় যথেষ্ট গলদ আছে। বিশেষত বক্তব্যে যখন মিথ্যার বাতাবরণ তৈরী করে ঘৃণাকে প্রোমোট করা ছাড়া সারমর্ম আর কিছুই নেই।
  • S | 184.45.155.75 | ১৫ অক্টোবর ২০১৭ ১১:৫৬368601
  • মাল্টিপল শুটার থাকতেই পারে। এফবিআইকে আর পুলিশকে তদন্ত করতে দিলে ভালো হয়। কিন্তু সেক্ষেত্রে যুক্তি হচ্ছে যে তাঁরা নাকি সত্যি কথা জানতেই দেবেনা। কারণঃ

    ১) যারা এইসব দাবী করছে, তারা জানে যে তাদের নিজেদের দাবীর পিছনে কোনো যুক্তি নেই। সততা নেই। অতেব আগে থেকেই সন্দেহ ছড়িয়ে দেওয়া হোক।

    ২) একজন সাদা লোক শুট করেছে এবারে। কিন্তু এতোদিন ধরে বলা হয়েছে যে কালো-ব্রাউন-ইমিগ্র্যান্ট লোক দেখলেই সন্দেহ করবে। টেররিস্ট-ক্রিমিনাল ইত্যাদি। সেই তত্ত্ব আর চলছে না। অতেব বলা হোক যে মাল্টিপল শুটার ছিলো - অতেব লোন উল্ফের কাজ নয় - তার মানেই টেররিজম। তাহলে এক্জন সাদা লোকের বন্দুকের থেকে বেড়োনো কয়েকশ রাউন্ড গুলির জন্যও আবার কালো-ব্রাউনদের দোষি করে দেওয়া যায়।

    ৩) উপরের কথাটা যদি সন্দেহ হয় তাহলে একটু খোঁজ নিয়ে দেখুন - অনেকে লাস ভেগাসের শুটিঙ্গের জন্য এনেফেলের কালো অ্যাথলিটদের দায়ী করেছে।

    'We don’t know enough to hate him': How right-wing pundits responded to the Las Vegas shooter being a white man

    http://www.independent.co.uk/news/world/americas/stephen-paddock-fox-news-response-las-vegas-shooting-struggle-who-he-was-a7985426.html

    ৪) এই শুটিঙ্গের পরে গান কন্ট্রোলের দাবী জোড়ালো হয়েছে। তাই বলা হচ্ছে যে ইনসাইড জব। অতেব গান কন্ট্রোলের দরকার নেই।
  • lcm | 109.0.80.158 | ১৫ অক্টোবর ২০১৭ ১৩:৩৩368602
  • খেয়েছে!
    আমাদের এদিকে আগুনের উপদ্রব আর তার সঙ্গে বাতাসে পোড়া ধোঁয়ার গন্ধ বেড়েছে, সেই সব নিয়ে একটু ... এর মধ্যে গুরু চেক করা হয় নি।

    SS,
    টাকা রোজগারের অ্যাজেন্ডা নিয়ে একমত।
    পিজ্জাগেট সম্বন্ধে বিশেষ জানতাম না, তো এই কদিন আগে উইকিতে পড়লাম, সেখানে কিন্তু পেদেস্তা এবং ওয়াইনার দুজনেরই উল্লেখ রয়েছে, ওখান থেকেই জানলাম। উইকি থেকে -
    This conspiracy theory emerged near the end of the 2016 United States presidential election cycle. On October 30, 2016, a reputed white supremacist Twitter account claimed the New York City Police Department, which was searching emails found on Anthony Weiner's laptop as part of an investigation into his sexting scandals, had discovered the existence of a pedophilia ring linked to members of the Democratic Party....

    আর, লিখেছ যে "... ব্যাক্তিগত পরিসরে কোনো কনস্পিরেসি থিওরিস্ট দেখলে আমি তাদের ব্যাক্তিগত বা সমষ্টিগত অ্যাটাক করে থাকি..." -- যাক, তোমার অ্যাজেন্ডা টা তো বোঝা গেল ঃ-)

    দ,
    "কদর্য ব্যক্তি আক্রমণ" - আমার তেমন কিছু মনে হয় নি, যদিও এসেস অ্যাটাক-ডিফেন্স ইত্যাদি বলেছেন। কেউ তো কাউকে ভালো করে চেনেই না, অবশ্য চেনাশোনার সঙ্গে তেমন সম্পর্ক নেই, এই যেমন একজন এসে বলে গেলেন যে বিদেশে বসে ডলার না কামিয়ে... এসেট্রা। যেমন, আমি দ্রি-কে চিনি না, নামও জানি না (বা যেমন SS লিখেছে যে উনিও কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না)। তবে কি তক্কের সময় এমন হয়, আর তখন জিনিসটা গুলিয়ে যেতে পারে, তাই লিখেছিলাম একটু খেয়াল রাখার জন্য।

    cb,
    অ্যালেক্স জোন্‌স্‌ সম্পর্কে ভালো জানতাম না, ভেগ্‌লি নামটা শুনেছিলাম। এবার পড়্লাম, দেখ্লাম ভিডিও। কিন্তু, এরকম লোক তো সবসময় ছিল - আছে - থাকবে। আর, জোন্‌স্‌-এর ভিডিও দেখে আপাত শান্তশিষ্ট লোকজন খুনখারাবি করে বসবে - তাই জোন্‌স যদি বলে সূর্য পুব দিকে উঠেছে, তাহলে আমাকে ভাবতে হবে আসলে সূর্য পশ্চিমে উঠেছে - বা, ওর নামও নেওয়া যাবে না - সেটাও একটু ইয়ে মানে ...

    S,
    গত সপ্তাহেই, রোহিঙ্গা রিফিউজি নিয়ে এক জায়গায় কথা হচ্ছিল, যে ভারত-বাংলাদেশের চাপ দেওয়া উচিত মায়ামার সরকারের ওপর। তো এক্জন বলল না মায়ামার সরকার ঠিক করেছে, আর ওটা ওদের আভ্যন্তরীন ব্যাপার। এই নিয়ে তক্কো, ক্যালোরব্যালোর। তো একজন আমাকে জিগ্গেস করল - আমি কোনো রোহিঙ্গাকে নিজের বাড়িতে অ্যাডপ্ট করছি না কেন। (মানে বলতে চাইছে - ব্যাটা হিপোক্রিট) বোঝো! Ad Hominem সর্বত্র। গুলিয়ে লাট।
    এখানে, মানে গুরুতে মাঝে মধ্যে ভাট করতে আসি (ভাট আমার অ্যাজেন্ডা বলতে পারো) - ছোটো/বড়/সিঙ্গল/ডাবল (এস, এইচ, ডি, আই, জে ....) আরো, আরো যারা আছে - এদের সবার সঙ্গে - তো এখানে তক্কাতক্কি হয়, ইন্‌টেন্স তক্কো হয় - তবে অত বেশি গুলোয় না, মাঝে মাঝে গুলোয়। আর গুলোলেই বা কি। এই তো ভগোমান কত লোকের বাড়িঘর গুলিয়ে দিল।

    জয়্গুরু।
  • S | 184.45.155.75 | ১৫ অক্টোবর ২০১৭ ১৪:৫৯368603
  • লসাগুদা, পারলে একবার "আমেরিকান মেড" সিনেমাটা দেখে নিন। কন্সপিরেসি কাকে বলে দেখতে পাবেন।
  • cb | 55.250.244.94 | ১৫ অক্টোবর ২০১৭ ১৬:২৬368604
  • আরে লসাগুদা, অ্যালেক্স জোন্স ইস ক্র্যাপ। লেটস নট ব্রিং হিম ইন এনি ডিসকাসন কারণ ও ঘোষিত মিথ্যাবাদী
    । এদের একেবারে বর্জন করুন
  • দ্রি | 222.21.66.6 | ১৫ অক্টোবর ২০১৭ ২৩:৪৭368606
  • "মাল্টিপল শুটার থাকতেই পারে। এফবিআইকে আর পুলিশকে তদন্ত করতে দিলে ভালো হয়। কিন্তু সেক্ষেত্রে যুক্তি হচ্ছে যে তাঁরা নাকি সত্যি কথা জানতেই দেবেনা।"

    পুলিশ এবং এফবিআই তো অলরেডি তদন্ত করছে। 'মাল্টিপ্‌ল শুটার থাকতেই পারে' এই প্রেমিস নিয়ে শুরু করলে তো ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে মিডিয়ায় লোন শুটার থিওরি ছড়ানো উচিত হয় নি, আর ঘটনার পরের দিনই শেরিফের বলা উচিত হয় নি লোন শুটারের কথা। এই ইভেন্টের এত ভিডিও/অডিও এভিডেন্স পাবলিক ডোমেনে লীক হয়ে গেছে যে এখানে ন্যারেটিভটা আর কন্ট্রোল করা যাচ্ছে না। সত্যিই তো, মাল্টিপ্‌ল শুটার ছিল কি ছিল না সেটা বার করতে তো সময় লাগে। কিন্তু খুব তাড়াতাড়ি লোন শুটার ডিক্লেয়ার করলে ইনকুইজিটিভ মানুষের সন্দেহ হয়। হবেই।

    যাস্ট সিকোয়েন্স অফ ইভেন্টস প্রথমে একরকম বলে পরে অন্যরকম বলেছে শেরিফ ডিপার্টমেন্ট। এমজিএম পাবলিকলি বলেছে পুলিশের টাইমলাইন ভুল।

    প্রথমে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল প্যাডক ২৮ তারিখ চেকইন করেছে। তারপর অল্টারনেট মিডিয়া যখন ম্যান্ডেলা বেতে গিয়ে হোটেল রেকর্ডস চেক করে দেখল দেখা গেল প্যাডক ২৫ তারিখ চেকইন করেছে। ২৭ তারিখ ওর রুমে রুম সার্ভিস রিকোয়েস্ট করা হয়েছিল দুজনের জন্য। হুইজ সীমস টু সাজেস্ট ঐদিন কেউ একজন দেখা করতে এসেছিল। এইসব পাবলিক হয়ে যাওয়ার পর শেরিফ ডিপার্টমেন্ট অ্যাডমিট করতে বাধ্য হয় প্যাডক ২৫ তারিখ চেকইন করেছিল।

    তারপর হেসু কাম্পোসের সাহসিকতা নিয়ে মিডিয়ায় খুব হৈচৈ হওয়ার পর, যখন বিভিন্ন মিডিয়া চ্যানেল তার সাথে ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করল তখন সে হঠাৎ উধাও/আন্যাভেইলেব্‌ল হয়ে গেল। খোঁজ করে দেখা গেছে দেখা গেছে হেসু কাম্পোসের নেভাডায় সিকিউরিটি গার্ডের লাইসেন্স নেই। কিন্তু একটি লাল রংএর করভেট আছে, যা ইউজুয়ালি সিকিউরিটি গার্ড হিসেবে অ্যাফোর্ড করা মুস্কিল।

    পুরো ইনসিডেন্টে কাভার আপের গন্ধ খুবই অ্যাপারেন্ট। 'কিন্তু সেক্ষেত্রে যুক্তি হচ্ছে যে তাঁরা নাকি সত্যি কথা জানতেই দেবেনা।' -- সত্যি কথা জানার পথটা যে ব্যারিকেড করা হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে।
  • দ্রি | 222.21.66.6 | ১৫ অক্টোবর ২০১৭ ২৩:৫৫368607
  • "অনেকে লাস ভেগাসের শুটিঙ্গের জন্য এনেফেলের কালো অ্যাথলিটদের দায়ী করেছে।"

    যারা এই কথা বলেছে তারা কি এই দাবীর সপক্ষে কোন এভিডেন্স পেশ করেছে? না করলে বিশ্বাস করব কেন?

    যেমন মেনস্ট্রীম মিডিয়া যখন প্রচুর উল্টো এভিডেন্স থাকা সত্বেও চট করে ডিক্লেয়ার করে দেয় লোন শুটারের কথা, বিশ্বাস করি না।

    বিশ্বাসের একটা ফ্যাকচুয়াল বেসিস থাকে। সেটা কে কথাটা বলছে (অ্যালেক্স জোন্স না সিএনেন) বা তাদের অ্যাজেন্ডা কী (মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্টা না জনগণতান্ত্রিক বিপ্লব প্রতিষ্টা) সেসবের উর্দ্ধে।
  • দ্রি | 222.21.66.6 | ১৬ অক্টোবর ২০১৭ ০০:০৩368608
  • তবে মিথ্যে কথার লিংকটা খুবই ইন্টারেস্টিং।

    এর থেকে বোঝা যায়, এতবড় একটা ক্রাইসিসের সময়ও সিএনেন যখন ইন্টারভিউ করার ক্যান্ডিডেট চুজ করে, বেছে বেছে 'চেনা' লোকেদেরই করে। কিন্তু এক্ষেত্রে কপাল খারাপ। অভিনেত্রীকে ভালো করে পার্ট শিখিয়ে পাঠানো হয়নি। সে বেচারী মাল্টিপ্‌ল শুটারের কথা বলতে লেগেছে।

    এই সিচুয়েশানে অল্টারনেট মিডিয়া হলে অনেক পয়েন্টেড প্রশ্ন করত। কিন্তু সিনেন পট করে কনভার্সেশানটি শেষ করে দিল, বেশী কথা না বাড়িয়ে।
  • S | 184.45.155.75 | ১৬ অক্টোবর ২০১৭ ০১:৩৮368609
  • পুলিশ আর এফবিআই যখন যেমন এভিডেন্স পায়, তখন তেমন ডিক্লেয়ার করে। প্রথমেই মাল্টিপল শুটারের সম্ভাবনার কথা বলবে কেন? যেখানে তেমন কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। আর এভিডেন্স না থাকা সত্ত্বেও যদি বলে তাহলে অ্যালেক্স জোন্সের মতন শয়তান উন্মাদরা তক্ষুনি টেররিজমের দোহাই দিয়ে দেবে। যেমন অলরেডি দিয়ে দিয়েছে। আর প্রথমে বললো যে মাল্টিপল শুটার থাকতেই পারে, আর পরে বললো নেই - সেরকম বললে এখানেই অনেক লোকজন আদাজল খেয়ে লেগে যেতো।

    আর পুলিশের যদি কিছু লুকানোর থাকতো, তাহলে চুপচাপ থাকতো। যখন যেমন এভিডেন্স পাচ্ছে, তখন তেমন বলছে, আর তাই ন্যারেটিভের টাইমিঙ্গ চেন্জ হচ্ছে। লুকানোর থাকলে চেপে যেতো।

    এভিডেন্স দরকার হয় নাকি বিশ্বাসের জন্য? ফ্যাক্চুয়াল বেসিস? অল্টারনেটিভ মিডিয়ার? ঘোড়ায় হাসবো।
  • S | 184.45.155.75 | ১৬ অক্টোবর ২০১৭ ০১:৫৩368610
  • হেসু কম্পোসকে ম্যান্ডালেয় বে-র লইয়াররা বোধয় চুপচাপ থাকতে বলেছে যাতে সেটলমেন্টের অ্যামাউন্ট আর না বাড়ে।

    এখানে সব প্রশ্নের উত্তর রয়েছে। ফক্স নিউজের ভিডিও। সেই ফক্স নিউজ, অল্ট রাইট মিডিয়াদের মতে যারা কিনা একমাত্র সৎ মেইনস্ট্রীম মিডিয়া (হে হে)ঃ
    http://video.foxnews.com/v/5611023475001/?#sp=show-clips
  • দ্রি | 61.15.134.120 | ১৬ অক্টোবর ২০১৭ ০২:৩৫368611
  • "লুকানোর থাকলে চেপে যেতো।"

    চাপতে পারছে না অল্টার্নেট মিডিয়ার চাপে। এই ইন্সিডেন্টে বড্ড বেশী জিনিষ জানাজানি হয়ে গেছে। এই যেমন প্যাডকের চেকইন ডেট। অল্টার্নেট মিডিয়া বার না করলে এটা জানাও যেত না।

    আরো একটা জিনিষ অল্টার্নেট মিডিয়া বার করেছে। এমজিএমের এমপ্লয়ী ডেটাবেসে হেসু কাম্পোসের নাম নেই।

    "হেসু কম্পোসকে ম্যান্ডালেয় বে-র লইয়াররা বোধয় চুপচাপ থাকতে বলেছে যাতে সেটলমেন্টের অ্যামাউন্ট আর না বাড়ে।"

    ওকে। তার মানে স্বীকার করে নেওয়া হল যে কাভার আপ হচ্ছে। তবে এতে শুধু ম্যান্ডেলা বে নয়, এফবিআইও আছে। ওর বাড়ির সামনে এফবিআই এর সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে।
  • dc | 132.174.164.55 | ১৬ অক্টোবর ২০১৭ ০৭:২৪368612
  • লাল কর্বেট থাকাটা খুবই সন্দেহজনক।
  • ?? | 114.223.123.98 | ১৬ অক্টোবর ২০১৭ ১০:০৪368613
  • আচ্ছা মান্ডালে বে হোটেলের দুটো জানালা ভাঙ্গা ছিল কেন? প্যাডক কী একটা স্যুইট ভাড়া নিয়েছিল? নাকি রুমটাই এত বড় ছিল যাতে দুটো জানালা ছিল? প্যাডক যদি পাশের রুমে গিয়ে গুলি করে তবে পাশের রুমের কী কার্ড পেল কীভাবে? পাশের রুমে যেতে হলে করিডরে সিকুরিটি ক্যামে ছবি উঠবে না?

    আর হোটেলের ইন্টার্নাল সিসিটিভি ক্যামের (লবি, করিডর, এলিভেটর) ভিডো কই? ওগুলো রিলিজ করছে না কেন?
  • S | 184.45.155.75 | ১৬ অক্টোবর ২০১৭ ১০:৫২368614
  • সুইট ভাড়া করেছিলো।

    লাস ভেগাসের হোটেলে করিডর আর এলিভেটরএ সিসিটিভি থাকেনা বলেই দেখেছি। আম্রিগাতে পাবলিক প্লেস ছাড়া সিসিটিভি লাগানোর খুবেকটা হিড়িক নেই। থাকলেও বিভিন্ন কারণে সেসব চট করে পাবলিক করা হয়্না, প্রাইভেসির কারণেও। এমনিতেই ঐ হোটেল এখন একগাদা সেটলমেন্ট করবে।
  • S | 184.45.155.75 | ১৬ অক্টোবর ২০১৭ ১১:০৮368615
  • প্রথমত হেসুসের করভেট ছিলো এমন কোথাও জানা যায়নি। একটা ছবি রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি একটি লাল শেভরলেট করভেটের পিছনে ছবি তুলেছেন।

    যদি থেকেও থাকে, সেটা খুবেকটা মারাত্মক কিছুনা। প্রথমত গাড়িটি ওল্ড বডি কর্ভেট। তেমন মারাত্মক দাম নয়। আর পুরনো হলে অনেক কম দামে পাওয়া যায়। এছাড়া শহরটার নাম লাস ভেগাস, ওখানে সবাই খরচ করে স্টাইলেই থাকে।
  • S | 184.45.155.75 | ১৬ অক্টোবর ২০১৭ ১১:১১368617
  • তবে এসবই আসল ডিসকাশন (গান কন্ট্রোল আর রেস রিলেশন) থেকে লোকেদের দুরে রাখার নোংরা চক্রান্ত। এই টইতেও তাই দেখা যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন