এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মলয় রায় চৌধুরীকে বিনীত জিজ্ঞাসা

    Stone Age Publications লেখকের গ্রাহক হোন
    ০৪ নভেম্বর ২০২২ | ৮৫২ বার পঠিত
  • দুই কিশোর-কিশোরীর পিতা হিসেবে যে লেখাটির প্রতিবাদ করতে এই অন্তর্জাল পত্রিকায় আমার লিখতে শুরু করা, এখন মনে পড়ছে মূল রাগটি অনুবাদিকা প্রত্যয় ভুক্তের উপর সেসময় নিক্ষিপ্ত হলেও প্রত্যয় ভুক্ত আসলে নামী হাংরি কবি ও লেখক মলয় রায় চৌধুরী ‘লেখাটি কেউ অনুবাদ করলে ভাল হয়‘ শিরোনামে নোরা বার্ণাকলকে লেখা জেমস জয়েসের চিঠিই অনুবাদ করেছেন। মানে ঘটনার মূল হোতা তিনি ছিলেন না। সেই ধাক্কা সামলাতে না সামলাতে গতকাল মলয় রায় চৌধুরী নারী দেহের কোন বিশেষ দিক নিয়ে লিখেছেন দেখলাম। সেটাও মুখ বুঁজে পড়েছি। ভেবেছিলাম আর মুখ খুলব না এবং একটি শব্দও লিখব না। লিখলে ভাল কিছুই লিখব। এখন দেখি মলয় রায় চৌধুরী এমন একটি বিষয়ে লিখেছেন...অবশ্য লেখাটি অনেক তথ্যে ভরা এবং অকপটে তিনি ইতিহাসের অনেক তথ্য বলেন যা অনেকে এড়িয়ে যান....কিন্ত তারপরও এমন একটি বিষয়ে প্রবন্ধ লিখেছেন যা পাঠক হিসেবে পড়তে খুব স্বস্তি বোধ করি না।

    পত্রিকার সম্পাদক মন্ডলী যদি এ বিষয়ে কোন ব্যখ্যা দিতেন!

    জানি না এটা লিখে দোষ করলাম কিনা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ধোরবাল! | 2405:8100:8000:5ca1::13e:bd58 | ০৪ নভেম্বর ২০২২ ১২:৫৯513425
  • এই ন্যাকাচো দুদিন বাদ বাদ তার কিশোরকিশোরি নিয়ে চুলকে ওঠে! আরে বাঁড়া স্বস্তি না হলে না পড়ে এড়িয়ে গেলেই হয়! ব্লগ বোঝো ব্লগ?ওতে সম্পামন্ডলীর হাত পা কিচ্ছু নেই। ব্লগ সম্পাদিত নয় যে সম্পাদকমন্ডলী ন্যাকাচোদামির জবাব দেবে। বাড়ির লোকজনকে সেন্সর করতে হলে ওয়াইফাই পাসওয়ার্ড লুকিয়ে রাখতে হবে চাইল্ড কন্ট্রোল লাগাতে  হবে।
  • না,পছন্দ | 2402:3a80:1cd1:edef:278:5634:1232:5476 | ০৪ নভেম্বর ২০২২ ১৪:১৩513429
  • এটা যে পানু সাইট বা এটাতে এক্স মার্কা কনটেন্ট থাকে, সেটা উল্লেখ করে দিলেই হয় রে ,গাড়ল! 
    সম্পাদক মন্ডলী তো সিলেকটিভ ভাবে,নিজেদের অপছন্দ হলে ই গালা গালির পোস্ট মুছে দেয়।নিজেদের পছন্দের হলে রেখেও দেয়।
    একজন পাঠক অপছন্দের কথা জানিয়েছে,তাতে তোমার ই বা এতো চুলকাচ্ছে কেন? 
    ইচকু মলম লাগাও।
     
  • হ্যা হ্যা | 2405:8100:8000:5ca1::27:8841 | ০৪ নভেম্বর ২০২২ ১৪:২৮513430
  • অপছন্দের কথা লেকার জন্যি লেকার তলায় মন্তব্য করার জায়গা থাকে চুল্কু।  ছুঁকছুঁক করে পড়ে আসতে সমিস্যে নেই তলায় লিকে জানাতেই সমিস্যে? মেরুদন্ডে জাপানি তেল মালিশ করে দ্যাকো বরম।
  • পোস্ট | 2402:3a80:1cd1:edef:278:5634:1232:5476 | ০৪ নভেম্বর ২০২২ ১৫:২১513431
  • দালালি আর হ্যা হ্যা করেই কেটে গেলো? ক টাকা করে দেয় সম্পাদক ,পার পোস্ট?পাঁচ সিকে না দেড় টাকা?
  • Stone Age Publications | ০৪ নভেম্বর ২০২২ ১৬:১৯513432
  • ‘না, পছন্দ‘ এবং ‘পোস্ট‘-কে অনেক অনেক ধন্যবাদ। তবু দু‘জন সুস্থ রুচির মানুষের/পাঠকের সাথে দেখা হলো।
  • ধোরবাল | 2405:8100:8000:5ca1::148:6f22 | ০৪ নভেম্বর ২০২২ ১৭:৩৬513436
  • থালে লেখার তলায় লিখতে সমিস্যেটা কী সেটা বলা গেল না? ব্লগে  কুনো সম্পা চম্পা হয় না সেটুকুও ঘটে ঢুকলো না? যাহ ছেঁড় বসে।
  • সমস্যা | 42.105.141.95 | ০৪ নভেম্বর ২০২২ ১৭:৪৯513437
  • এখানে লিখলে তোর কিসের সমস্যা?? দাদ বৃদ্ধি পায়? 
  • r2h | 192.139.20.199 | ০৪ নভেম্বর ২০২২ ২৩:৫৫513441
  • স্টোনবাবু (স্যরি, এই সম্বোধনটা নিজের চোখে কেমন হাসিঠাট্টার মত দেখাচ্ছে, কিন্তু সেটা একেবারেই অনিচ্ছাকৃত, নিক যেহেতু এই, সুতরাং-) অনেকদিন থেকেই সম্পাদকমণ্ডলীর কাছে ব্যাখ্যা চাইছেন। যদিও হরিদাস পাল সম্পাদিত বিভাগ নয়, তবু সম্পাদকীয় বক্তব্য থাকতেই পারে। অসম্পাদিত আপত্তিকর পোস্ট বিষয়ে সম্পাদকীয় কার্যকলাপও হয়, তাই সম্পাদকমণ্ডলীর বক্তব্য এই বিষয়েও থাকা আশ্চর্যের কিছু না। আবার অন্যদিকে, মলয়বাবু যদি এই লেখাগুলো বুবুভাতে ছাপার জন্যে পাঠাতেন তাহলে কি ছাপা হতো না? আমি তো না হওয়ার তেমন কারন দেখছি না, বেশ একটা নানান বিষয় নিয়ে সিরিজ; কৌতুহলোদ্দীপক, থট প্রোভিকিং। (জেমস জয়েস নোরা বার্নাকল অবশ্য আমার ঢপ লেগেছে, মানে উহা পড়িয়া আমার কী হইবে)। মাঝে মধ্যে একটু কাঁটা বাঁছতে হয়, কিন্তু, কিছু জিনিসে একটু চোখ কপালে ওঠে, কিন্তু মলয়বাবুর লেখার কাছে এইসব চমক (চমক মানে সেন্সেশন না [আমার আবার সেনসেশন শুনলেই সুস্মিতা সেনের কথা মনে পড়ে], শক [হুণ দল পাঠান মোগল]) প্রত্যাশিত। তো, সম্পাদক মণ্ডলী আর কী বলবে।
    প্রশ্ন সেটা না। স্টোনবাবু লিখেছেন "...এমন একটি বিষয়ে প্রবন্ধ লিখেছেন যা পাঠক হিসেবে পড়তে খুব স্বস্তি বোধ করি না।

    পত্রিকার সম্পাদক মন্ডলী যদি এ বিষয়ে কোন ব্যখ্যা দিতেন!..."

    এইটা নতুনরকম। এর আগে নকশালপন্থী লেখা পড়ে সিপিয়েমপন্থীরা গাল দিয়েছে, অ্যালেজেডলি তৃণমূলঘেঁষা লেখা পড়ে, সিপিয়েমই গাল দিয়েছে, সিপিয়েমপন্থী লেখা পড়ে তৃণমূলপন্থী গাল দিয়েছে, বিজেপিপন্থী লেখা অবশ্য তেমন চোখে পড়েছে কিনা মনে পড়ছে না, কিন্তু সম্পাদকমণ্ডলীর কাছে ব্যাখ্যা কি কেউ চেয়েছে? মনে পড়ছে না। অস্যার্থ হল, এত এত লেখা বেরোয়, তাতে কেউ না কেউ অস্বস্তি বোধ করেন, সম্পাদকমণ্ডলী যদি অস্বস্তিকর লেখার ব্যাখ্যা দিতে যান তাহলে তো চাপ। চাইলে দিতেই পারেন তবে ঐতিহাসিক তথ্য পর্যালোচনা করলে, দেওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। এ হলো কাছাখোলা শূণ্যোদ্যান।
    এমনিতে রাজনৈতিক উদাহরণগুলি ঠিক না, স্টোনবাবুর অভিযোগ কিছুটা অশ্লীলতা ও কিছুটা এক্সপ্লিসিট কন্টেন্ট বিষয়ে। এইবার তার মাপকাঠিও একেকজনের কাছে একেকরকম। কারো মতে প্রাকৃত ভাষায় পায়ুসঙ্গমের কথা লেখা অশ্লীল কিন্তু ধ্রুপদী ভাষায় লিখলে সেটা রুচিশীল হয়, কারো মতে ভাষার খোলস তো নিতান্ত নির্মোক, কন্টেন্ট হল আসল কথা। কেউ আবার বুকের আঁচল মুখে তুলে দিয়ে স্বস্তি পান। একদিকে দেখতে গেলে এ আবার কী কথা, কিন্তু অন্যদিকে রবিবাবুর
    "...কিশোর প্রেমের মৃদু প্রদোষকিরণে
    আনত আঁখির তলে রাখিবে আমায়।
    কত-না মধুর আশা ফুটিছে সেথায়--
    গভীর নিশীথে কত বিজন কল্পনা,..."
    - নিয়ে আজকের দিনে কেউ আপত্তি তুললে সুধীজন মাৎমাৎ করে উঠবেন, কিন্তু মোটের ওপর একই বিষয়ে মলয়বাবু যে বিশ্লেষণমূলক লেখাটি মিতুল দত্ত'র কবিতা দিয়ে শুরু করেছেন, সেটা প্রকাশ্যে আপত্তিকর ঠেকে। তো, এইসব গোলমেলে ব্যাপার।

    আজ আসলে আমার অনেক কাজ, আর যখনই আমার কাজের চাপ পড়ে তখনই আমি আজাইরা কথায় মন দিই। সোহাগ বলে আমরা হলাম প্রোক্রাস্টিনেশনের রয়াল ফ্যামিলি।

    সে যাই হোক, আর রইল দুই কিশোর সন্তানের চোখে পড়া নিয়ে চিন্তা। এইটা আমার মতে ভ্যালিড, একজন অভিভাবকের অবস্থান থেকে। কিন্তু এইটা খুব ট্রিকি। আমার ঝপ করে মান্টোর খোল দো ছোট গল্পটি মনে পড়লো। ভয়ানক বীভৎস বাস্তব, মানবজাতির কাছে লজ্জাজনক। সম্পূর্ন অন্য ধারা অন্য জঁর অন্য প্রেক্ষিত, ডিস্টারবিং এবং বাস্তব। কোন বহুল প্রচলিত কাগজে এই গল্পটি বেরোলে আমরা কীভাবে সেই ভয়াবহতা থেকে আমাদের সন্তানদের রক্ষা করি? খবরের কাগজে হামেশা বিভৎস যৌন হিংসার খবর বেরোয়। সেসব থেকে আমরা কীভাবে লুকোই? সেসব লুকনোর উপায় যদি থাকে, গুরুর ব্লগ তো সেই তুলনায় তুচ্ছ। তো, সেসবের জন্যে অভিভাবকরা নিজেদের মত মেকানিজম তৈরি করেন।
  • Stone Age Publications | ০৫ নভেম্বর ২০২২ ০০:৫০513447
  • r2h ...একদম। আপনার মতই আমিও ত‘ ‘নিক‘-ই। ‘একক‘ বা ‘ডিসি‘র মতই। আপনাদের সবারই নিশ্চিত স্বাভাবিক একটি নাম আছে? কিন্ত এখানে আপনারা কেউ ‘হুতো‘ আবার কেউ ‘ন্যাড়া দা‘ এবং কেউ ‘সুকি।“ সত্যি বলতে আপনাদের এই নিকে নিকাকার ভুবনের দারুণ হাতছানি উপেক্ষা করা যায় না। আর যেহেতু আমার এই পোস্টটির মন্তব্যেই বলা হয়েছে যে এটি ব্লগ এবং এখানে ‘সম্পা (সম্পাদনা?) চম্পা (চম্পা ফুল অর্থে)‘-র বিষয় নেই...ব্লগে ব্লগের পদ্ধতি মেনে যেভাবে যেভাবে কেউ লিখতে পারেন, একদম আপনাদের খেলার মাঠের রীতি মেনেই সব কিছু  করছি। তবে যদি খেলার রীতি আপনাদের ক্লাবের জন্য এক আর বাইরের মানুষের জন্য আর এক হয়...সেটাও বলে দিলেই হয়।
  • r2h | 192.139.20.199 | ০৫ নভেম্বর ২০২২ ০০:৫৬513448
  • তা কেন হবে। আপনি কি সমস্যা, পোস্ট, হ্যা হ্যা, না,পছন্দ - এঁদের কথা বলেছেন? ঐ একই ব্যাপার, এই গঠনে আটকানোর উপায় নেই, গালাগাল, ব্যক্তি আক্রমন এসবকে আপত্তিকর মনে হলেও। এখানে তো সম্পাদকমণ্ডলী তথা কর্তৃপক্ষকেও গাল দেওয়া হয়েছে। তাছাড়া এঁরা গুরুর ভেতরের লোক না বাইরের তা আমার তো অন্তত জানা নেই। আপনি অথবা সম্পাদকমণ্ডলী জানেন কিনা তা আমি জানি না।
  • Stone Age Publications | ০৫ নভেম্বর ২০২২ ০১:০১513449
  • r2h...
    আপনার পুরো নাম যেহেতু আমি জানি না r2h দিয়ে আমি কি বুঝব? এটাই বুঝব যে আপনিও একজন ‘নিক‘ বা ছদ্মবেশী। আর গালাগাল বা ব্যক্তি আক্রমণে আপনাদের সাথে পৃথিবীর কেউ পারে বা পারবে বলে ত‘ মনে হয়না। সেই কাজে আপনাদের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে শুভ রাত্রি জানাচ্ছি। ভাল থাকবেন।

     
  • r2h | 192.139.20.199 | ০৫ নভেম্বর ২০২২ ০১:০৮513450
  • কি মুশকিল, হ্যাঁ, নিকই তো। ছদ্মবেশিও বলতেই পারেন। আর আমরাই বা কারা? যাঁরা গালাগাল দিচ্ছেন তাঁরা আমার কুটুম না বেরাদর?

    যাগ্গে। শুভরাত্রি।
  • মলয় রায়চৌধুরী | 110.226.178.164 | ০৫ নভেম্বর ২০২২ ১৯:৩৮513478
  • আরে !!!!  এটা তো আমার চোখেই পড়েনি ! প্রস্তর যুগের প্রকাশক আমার কয়েকটা লজেঞ্চুষ বই বের করতে পারেন । আমি কিন্তু নাম লুকোই না । 
  • Stone Age Publications | ০৫ নভেম্বর ২০২২ ১৯:৪৮513479
  •  
    হা হা হা! এটা ব্লগ কিনা তাই অনেকেই এখানে নানা আইডি থেকে লেখেন! আর আপনাকে আমি খুবই ভদ্রভাবে প্রশ্ন করেছি ত‘! এর আগে আপনাকে খুব অভদ্র ভাষাতেও এই অন্তর্জালেই কেউ কেউ আক্রমণ করেছেন। আপনি কিন্ত সেসব নিয়ে তেমন কোন কথা বলেননি। আমার শিরোনামেই বলা হয়েছে ‘বিনীত জিজ্ঞাসা।‘
     
    আমার প্রকাশনা খুবই নতুন। আপনার মত নামী লেখককে আপনার উপযুক্ত সম্মানী দিয়ে প্রকাশ করতে পারব কিনা জানি না। মূলত: তরুণদের বইই প্রকাশ করা হয়। আর আজ ‘পশুকাম‘ নিয়ে আপনার লেখাটি পড়ে ভাবলাম...থাক...আর প্রতিবাদ করব না! এছাড়া মানব সভ্যতায় এসবকিছুই বহুদিন ধরে ছিল বা আছে। সত্যকে অতিরিক্ত সামাজিক শাসনের বেড়াজালে ঢাকাও বোধ করি ঠিক নয়। উল্টো আপনার সর্বশেষ লেখাটির সূত্র ধরে আর একটি কৌতূহলী জিজ্ঞাসাও ছিল। মল্লিকা সেনগুপ্তের ‘সীতায়ণ‘-এ আছে যে অশ^মেধ যজ্ঞতে কালপ্রবাহে যজ্ঞের রীতির তীব্রতা কমে আসে। সীতার অনুপস্থিতিতে এক কর্তিত ঘোড়ার রক্ত-মাংসের সাথে স্বর্ণ সীতাকেই এক চাদরের নিচে রাতে থাকতে হয়। মল্লিকার লেখায় এই ইঙ্গিত আছে যে অতীতে যজ্ঞের সময় রাণীদের ঘোড়ার সাথে রাত্রি যাপন করতে হতো যেন রাজপুত্ররা ঘোড়ার মতই তেজি ও বলবান হয়। বেশ অদ্ভুত। আপনার লেখাটি দেখে মনে পড়ে গেল। আবারও অনেক ধন্যবাদ আপনাকে।
  • মলয় রায়চৌধুরী | 110.226.178.164 | ০৫ নভেম্বর ২০২২ ২০:১০513480
  • বিদেশের প্রকাশকরা ছাড়া এদেশের প্রকাশকরা ঘুনসিতে বাঁধার পয়সাও দেননি । পুরাণগুলো পড়লে আরো বেশি প্রস্তরযুগের গপপো পাবেন । আমিও নাম লুকিয়ে "হাওয়া৪৯" লিখতে পারতুম কেননা ওই পত্রিকার বিষয় নির্ণয় করতুম । আমার কমপিউটারে আরও অনেক 'ল্যাখা' স্টক করা আছে ; ছাড়বো ব্লগে কেরমে কেরমে ।
  • Stone Age Publications | ০৫ নভেম্বর ২০২২ ২০:১৪513481
  • হ্যাঁ- আমরা ভিক্টোরীয় যুগের বৃটিশ শিক্ষাক্রমে মানুষ বলে অনেক সত্যিকারের বিষয়ে আলাপও বোধ করি মেনে নিতে পারিনা। তবে, আপনার লেখাগুলো অনেক পরিশ্রমী ও তথ্যসমৃদ্ধ- এটাও মানতেই হবে। ক‘জন যুবকই বা এতটা পরিশ্রম করে বা খেটে লেখেন? আপনি আমার শ্রদ্ধা জানবেন, মলয় দা!
  • Malay Roychoudhury | ০৬ নভেম্বর ২০২২ ১১:৩৭513511
  • প্রস্তর যুগের প্রকাশক মশায় । আপনি দুই কিশোরীর পিতা । এদিকে আমি দুই কিশোরীর দাদু । 
  • Kishore Ghosal | ১১ নভেম্বর ২০২২ ১৭:৫০513716
  • মলয়বাবুর লেখাগুলি পড়ছি। 
     
    হ্যাঁ, সবগুলোই যে আমার মনোমত হচ্ছে, তা একেবারেই নয়। তবু স্বীকার করতে দ্বিধা নেই - উনি যে সময়ের কথা বলছেন, - যে জীবনযাপনের চিত্র আঁকছেন, অন্ততঃ আমার কাছে  সেটা খুব আশ্চর্য লাগছে না। সে সময়ে বঙ্গজীবন খুবই অস্থির, দ্বিধাগ্রস্ত, হতাশাগ্রস্ত এবং কিছুটা লক্ষ্য হীন...অবিশ্যি আজও আমরা সেই আবর্ত থেকে বেরিয়ে আসতে পেরেছি বলে মনে হয় না । 
     
    কবি সুভাষ মুখোপাধ্যায়ের "হাংরাস" বলে একটি বই পড়েছিলাম, তাতে হাংরি আন্দোলন নিয়ে  একটা ধারণা তৈরি হয়েছিল, কিন্তু মলয়বাবুর লেখাগুলি  একদমই আলাদা - হয়তো অনেক বেশি সম্যক ও প্রত্যক্ষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন