এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দত্ত জুয়েলার্স - ১১ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১১ অক্টোবর ২০২২ | ৩৩৪ বার পঠিত
  • বউবাজার থানায় বিদ্যুৎ তরফদারের সামনে বসে একাগ্রচিত্তে কিয়স্ক রেজিস্টারের একফালি ছবির মধ্যে ডুবে গেল । প্রায় তিন মিনিট কেটে গেছে । বিদ্যুৎ নিজের টেবিলে বসে এটা ওটা ফাইল ওল্টাচ্ছে । 
    কলতান আপনমনেই বলে উঠল , ' কারেক্ট কারেক্ট ... কোন ডাউট নেই .... খালি চোখেই পরিষ্কার .... '
    কথাটা বিদ্যুতের কানে গেল । সে বলল, ' কি হল কলতানদা  ? '
    ---- ' না কিছু না .... এন্ট্রি আর এগজিট-এর হ্যান্ডরাইটিং পরিষ্কার আলাদা । এর জন্য কোন এক্সপার্টের দরকার নেই ।'
    বিদ্যুৎ ফাইল বন্ধ করে বলল, ' তার মানে সতীনাথ দত্ত এই কথাটা অন্তত সত্যি বলেছে । '
    ----- ' হ্যা.... তাতেই আমাদের চিন্তা আরও বেড়ে গেল, যদি ধরে নেওয়া যায় সতীনাথ তার বেরোবার সময়টা ঠিকঠাক বলেছে ।  কি বলছি বুঝতে পারছ ? টাইমটা যদি সুনীল ধাড়া বসিয়ে থাকে , প্রশ্ন আসছে সাড়ে পাঁচটার  জায়গায় নটা কুড়ি টাইমটা সে কেন দিল ?  এটা কি ইচ্ছাকৃত ,না অসাবধানবশত: হয়ে গেছে । এটা এই কেসে একটা ইম্পর্টান্ট ক্লু হতে পারে । আচ্ছা ... আমি এখন উঠি .... টাইপ অফ ডেথের ব্যাপারে ফরেনসিক রিপোর্টটার জন্য ওয়েট করছি ... '
    কলতান থানা থেকে বেরিয়ে গেল । 

        কুলচা হঠাৎ এসে হাজির হল রাত নটা নাগাদ । 
    ----- ' আরে কুলচা ... কোথায় ছিলি এতদিন ? খুব বিজি নাকি ? '
    ----- ' হ্যা... একটু হায়দ্রাবাদ গিয়েছিলাম । একটা ইন্টারভিউ দিতে ... ' 
    ------ ' ও: .... শেষ পর্যন্ত কলকাতা ছাড়ার প্ল্যান করছিস ... '
    ---- ' আরে প্ল্যান ট্যান কিছু না .... গাছে কাঁঠাল গোঁফে তেল ... ফিড ব্যাক আসুক আগে , তারপর দেখা যাবে । তাছাড়া ইউনিভার্সিটির রেজাল্ট বেরোয়নি এখনও... এটার ওপরও অনেকটা ডিপেন্ড করছে ... '
    ------ ' তোর রেজাল্ট নিয়ে আমি চিন্তা করছি না।  ইন্টারভিউয়ের ফিডব্যাকও পজিটিভ আসবে । তুই চলে গেলে আমার জন্য বিরাট সেটব্যাক হবে । খুব মিস করব তোকে ... '
    ------ ' হাঃ হাঃ হাঃ .... কি যে বল .... আমার জন্য তোমার কাজ আটকে থাকবে .... তুমি একটা জিনিয়াস ... একাই একশ ... যাক ওসব কথা পরে হবে ... এখন কি কেস ডিল করছ ? '
     ------ ' দত্ত জুয়েলার্স আর মহুয়া মিত্র.... '
    ----- ' তার মানে ? '
    কলতান সব খুলে বলে আগাগোড়া । কুলচা বলে , ' দাঁড়াও দু কাপ কফি নিয়ে আসি ... তুমি খাবে তো ? ' 
    কলতান ঘাড় নাড়ে । কুলচা ফিরে আসে প্রায় পনের মিনিট পরে । নিশ্চয়ই দাদু দিদার কাছে আটকে গিয়েছিল । 
    ----- ' এই নাও .... ' কফির একটা মগ এগিয়ে দেয় কলতানের দিকে । 
    ------ ' দিদার সঙ্গে কথা বলছিলাম । তোমার মহুয়া মিত্র কেসটা বেশ কমপ্লিকেটেড কিন্তু । এটা সুইসাইড কেস হলেও গাঢ়  রহস্য থেকে যায়... কেন সুইসাইড ? '
    ----- ' ইয়েস ... অবভিয়াসলি । ফরেনসিক রিপোর্টের জন্য বসে আছি । তবে আমি সতীনাথের বলা নিউ হরাইজন থেকে নিষ্ক্রমণের  সময়টা সঠিক বলে ধরে নিয়ে এগোতে চাইছি ... '
    ------ ' কালকের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে ? আমি কাল দুটো পর্যন্ত আছি .... ' 
    ------ ' আশা তো করি .... দেখা যাক ... '

        পরের দিন সরকারি ফরেনসিক রিপোর্ট এল। বিদ্যুৎ তরফদার কলতানকে ফোন করে
    জানাল , ' কলতানদা পোস্ট মর্টেম রিপোর্ট এসে গেছে ... ' 
    ------ ' কি দাঁড়াল ? '
    ----- ' হোমিসাইড ... হোমিসাইড ... গলার ব্রুইজ মার্কের নেচার থেকে ডিটেক্টেড হয়েছে । বেশ স্প্রেড আউট মার্ক .... এক্ষুণি খবর পেলাম । অফিসিয়াল ইনফরমেশান অবশ্য এখনও আসেনি ... এবার তা'লে কি করা হবে ?  ' বিদ্যুৎবাবুর গলায় প্রবল উত্তেজনা ।  
    ----- ' ঠিক আছে .... আর ঘরের মধ্যেকার স্যাম্পেলগুলোর টেস্ট কমপ্লিট হয়েছে ... জানেন কিছু ? ' 
    ----- ' না ... ওগুলো এখনও আসেনি । তবে , মনে হয় আজকেই এসে যাবে ... এলেই জানাব আপনাকে । '
    ----- ' ওকে ওকে ... আমি একটু চিন্তাভাবনা করে আপনাকে ফোন করছি ... কেমন ? '

        একটু বেলার দিকে কুলচা যখন দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বেরোবার জন্য তোড়জোড় করছে সেই সময়ে এপকন টেস্টিং সেন্টার- এর বাদল সাহার ফোন এল ।
    ----- ' হ্যা... বলুন বাদল বাবু ... কি খবর '
    ---- ' কেমিক্যাল অ্যনালিসিস কমপ্লিট হয়ে গেছে .... এদিকে এলে কালেক্ট করে নিতে পারেন ... ' 
    ------ ' হ্যা... একটু পরে যাচ্ছি । আউপুটটা কি এল যদি বলেন ... '
    ----- ' আউটপুট বলতে .... বোতামগুলো থেকে কিছু পাওয়া গেল না । আবছা ফিঙ্গারপ্রিন্ট থাকলেও সেটা এত ব্লার্ড যে ক্লিয়ার আউটপুট কিছু আসল না । আর,  কাঁচের টুকরো দুটো নিশ্চিতভাবেই হুইস্কির বোতল ভাঙা । তার সঙ্গে , আশ্চর্যের ব্যাপার ব্লাড পার্টিকল ডিটেক্টেড হয়েছে । এ টেস্টটা কনফার্মড । বোধহয় ভাঙা কাঁচে কারো পা কেটেছিল ....'
    কলতান কথাটার ওপর ঝাঁপিয়ে পড়ল -----
    ' ও ... আচ্ছা ... বাদলদা ...  ওই ব্লাড স্যাম্পেলের ডিএন এ আউটপুট পাওয়া সম্ভব ট্যালি করার জন্য ? '
    ----- ' হ্যা... কেন পাওয়া যাবে না ... তবে এগুলো তো আমি করিনা , বায়োটেস্টিং ল্যাব থেকে করিয়ে আনতে পারি একদিন সময় দিলে... '
    ----- ' প্লিজ ....  বাদলদা এটা একটু করিয়ে দিন ... এটা হয়ে গেলে আমি গিয়ে একসঙ্গে সব রিপোর্টগুলো নিয়ে আসব .... '
    ----- ' আচ্ছা আচ্ছা.... ঠিক আছে  ঠিক আছে .... ' বাদল সাহা আশ্বস্ত করেন । 
       
        কুলচা বলল, ' কি হল তানমামা ... কিছু পাওয়া গেল ? '
    ----- ' এখনও কিছু ক্লিয়ার নয় । উই হ্যাভ টু ওয়েট ফর সামটাইম মোর ... ' 
    ----- ' আচ্ছা ঠিক আছে ... তানমামা , আমি আসছি এখন .... খবর দিও ... '
    ----- ' হ্যা নিশ্চয়ই ... সাবধানে যাস । দু তিনদিন পরে একবার আসিস ... বাকি গল্পটা জানার জন্য ... '
    ----- ' অফ কোর্স  .... অফ কোর্স .... না এসে যাব কোথায় ... আসছি এখন ... টাটা ... ' 

        আরও একদিন পরের কথা । সকাল নটা নাগাদ লেক থানার ওসি পার্থসারথিবাবুর ফোন এল । কলতান বিশেষ কোন খবরের আশায় প্রবল উৎসাহে ফোন তুলে বলল, ' হ্যা... বলুন বলুন ... মিস্টার চক্রবর্তী ... '
    ----- ' হ্যা... কলতানবাবু ফরেনসিক রিপোর্ট এসেছে ... '
    ----- ' ও আচ্ছা .... বলুন ... কিছু পাওয়া গেল ? '
    ----- ' চুলের স্যামপেল মহুয়া মিত্রের সঙ্গে ম্যাচ করে গেছে আর .... '
    ----- ' আর ... আর ... বলুন বলুন ... '
    ---- ' সিমেন কালচার দেখাচ্ছে ইজাকুলেশান হয়েছিল সেদিন রাত দেড়টা নাগাদ .... ইনক্রেডিবল ফাইন্ডিঙ ... সতীনাথ দত্ত তো ... '
    ----- ' ও কথা বাদ দিন এখন .... এ পৃথিবীতে সব কিছুই সম্ভব । আপনি কি রিপোর্টের কপি পেয়েছেন ? '
    ----- ' না , পাইনি এখনও ... ইনফর্মেশানটা ওই ডিপার্টমেন্টের  সরোজ ব্যানার্জীর কাছ থেকে পেলাম .... '
    ---- ' ঠিক আছে .... ওটা পেলে , যদি সম্ভব হয় আমার মেলে একটু ফরোয়ার্ড করে দেবেন কাইন্ডলি .... '
    ------ ' শিওর... শিওর ... উইথ প্লেজার ... '
    ফোন নামিয়ে কলতান ভাবতে বসল । তার মনে হল, নিউ হরাইজেনেই লুকিয়ে আছে রহস্যের চাবিকাঠি । চাবিকাঠি হারিয়ে যাবার আগেই ওখানে গিয়ে খোঁজাখুঁজি করে নিতে হবে ।
    কলতান লেক থানার ওসিকে ফিরে ডায়াল করল ----- ' মিস্টার চক্রবর্তী .... আর একবার একটু ডিসটার্ব করছি ... '
    ----- ' আরে দূর ... ডিসটার্বেন্সের কি আছে ... বলুন বলুন .... '
    ----- ' আপনাকে একটা ভিজিল্যান্স ইমপোজ করতে হবে নিউ হরাইজনের সিকিউরিটি গার্ডদের ওপর .... অন্তত তিনদিন যেন কেউ বিল্ডিং ছেড়ে কোথাও যেতে না পারে .... '
    ------ ' ডোন্ট ওয়ারি .... এক্ষুণি করছি ... '
    ----- ' থ্যাঙ্ক ইউ ... থ্যাঙ্ক ইউ ... '  
      ( ক্রমশঃ )
    ******************************************

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সতীনাথ দত্ত | 165.225.8.91 | ১১ অক্টোবর ২০২২ ১৮:২১512719
  • এক্সিট তো নটা চল্লিশে ছিল যে 
  • Anjan Banerjee | ১২ অক্টোবর ২০২২ ১১:৪৮512750
  • সতীনাথ দত্ত ,
      হ্যা ঠিক । ওটা আমার লিখতে ভুল হয়েছে । নটা চল্লিশই হবে । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন